সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ভূমিহীন সমিতির কঠোর হুশিয়ারীসাতক্ষীরায় শিশু-যুব ও স্টেকহোল্ডারদের কর্মশালাশ্যামনগরে অস্ত্র-গুলিসহ আটক সুন্দরবনের ত্রাস সাইফুলসাতক্ষীরায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিতসাতক্ষীরায় বিএনপি নেতা চিশতি’র মনোনয়নের দাবিতে সড়ক অবরোধগ্রীন কোয়ালিশন সাতক্ষীরা জেলা ইউনিটের কমিটি গঠনগণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভসাতক্ষীরায় প্রকাশ্যে চেতনানাশক স্প্রে করে এক নারীর গহনা ও মোবাইল ছিনতাইসাতক্ষীরায় উপকূলীয় এলাকায় ক্রীড়া উৎসব১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবি

কালই বিয়ে করছেন শুভশ্রী!

ইন্ডাস্ট্রিতে গুজব ছিল ১৮ জানুয়ারি তার বিয়ে। তাও আবার নাকি ডেস্টিনেশন ম্যারেজ। লুকিয়ে বিয়ে করছেন শুভশ্রী। বিয়ের দিনই নাকি সবটা জানা যাবে। বুধবার থাইল্যান্ডে ‘হনিমুন’র গানের শুটিং করার কথা রয়েছে তার।

বিয়ের প্রসঙ্গে এক ভারতীয় গণমাধ্যমকে শুভশ্রী বলেন, ‘কালই তো ১৮ জানুয়ারি আর আমি সোহমের সাথে আমাদের আগামী ছবি ‘হনিমুন’-এর গান শুট করছি। ছবিগুলো পাঠিয়েছি, দেখলেই বুঝতে পারবেন! আশা করি এতেই বিষয়টা বোঝা যাচ্ছে। আমার কাজই এই সমস্ত ভুল তথ্যের জবাব দেবে।’

পিবি চাকির প্রথম ছবি ‘হনিমুন’-এর গান শুট করতে গিয়েছেন শুভশ্রী। স্যাভির পরিচালনায় গান শুট করতে দুধ সাদা শাড়ি আর স্লিভলেস, পিঠ খোলা ব্লাউজের খোলা চুলে শুভশ্রী থাইল্যান্ড সাগরে ভাসছেন! বললেন, ‘বিয়ে হলে আপনারা নিশ্চই খবর পাবেন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফের উত্তপ্ত রাখাইন, পুলিশের গুলিতে নিহত ৭

আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মিয়ানমারের রাখাইন রাজ্য। সেখানে এক সহিংসতায় পুলিশের গুলিতে সাত বিক্ষোভাকারী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১২ জন। প্রাচীন বৌদ্ধ আরাকান রাজ্য নিয়ে স্থানীয়দের একটি অনুষ্ঠান সহিংসতায় রুপ নেয়। খবর স্টার অনলাইন।

রাখাইন রাজ্য সরকারের সেক্রেটারি টিন মায়ুং সউয়ি রয়টার্সকে বলেন, মঙ্গলবার রাতে রাখাইনের উত্তরাঞ্চলীয় মারাউক ইউ শহরে আরাকান রাজ্যের পতন দিবস উপলক্ষে বিক্ষোভকারীরা জড়ো হয়েছিল।

ইতোমধ্যেই রোহিঙ্গা সংকট নিয়ে তীব্র চাপের মুখে রয়েছেন মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী অং সান সু চি। এর মধ্যেই রাখাইনে নতুন করে সহিংসতা শুরু হলো।

মায়ুং সউয়ি বলেন, ২শ বছরেরও বেশি আগে আরাকান রাজ্যের পতন হয়। ওই দিবসের বার্ষিক স্মরণোৎসব শেষ হওয়ার পর প্রায় চার হাজার লোক সরকারি একটি ভবন ঘিরে ফেলে। এ ধরনের আয়োজনের বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে আয়োজকরা কোনো ধরনের অনুমতি নেয়নি বলে জানানো হয়েছে।

পুলিশ বিক্ষোভকারীদের উদ্দেশে রাবার বুলেট ছুড়ে মারলেও তাদের ছত্রভঙ্গ করা সম্ভব হয়নি। ফলে বাধ্য হয়েই নিরাপত্তা কর্মকর্তাদের গুলি ছুড়তে হয়েছে। সে সময় বিক্ষোভে অংশ নেয়া কয়েকজন পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেই সংঘর্ষের সূত্রপাত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডিএনসিসি নির্বাচন স্থগিতের আবেদনকারী বিএনপি নেতা আতাউর

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে আসন্ন উপ-নির্বাচনের তফসিল স্থগিতের আবেদনকারী আতাউর রহমান বিএনপি নেতা। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির কোষাধ্যক্ষ ও ভাটারা থানার সাধারণ সম্পাদক।
ডিএনসিসির মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত নাও হতে পারে নির্বাচনের তফসিল ঘোষণার পর এমন আশঙ্কা ছিল। সর্বশেষ বিএনপি চেয়ারপারসনের সঙ্গে পেশাজীবীদের অনুষ্ঠিত বৈঠকেও এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। তবে সেই আশঙ্কা সত্যি করার কারিগর যে নিজ দলেরই এক নেতা এমনটা চিন্তাও করেনি বিএনপি। দলের বেশিরভাগ নেতাকর্মী আতাউরের নাম পরিচয় না জানলেও যারা জেনেছেন তারা এমন ঘটনায় হতবাক হয়েছেন।
আতাউর রহমানের পরিচয় নিশ্চিত হতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি আহসানুল্লাহ হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, তিনি আমাদের কমিটির কোষাধ্যক্ষ ও ভাটারা থানা বিএনপির সাধারণ সম্পাদক। তবে ঢাকা উত্তর সিটির উপ-নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হবে ভেবে সরকারের ইঙ্গিতে তাদের লোক দিয়ে রিট করিয়ে নির্বাচন স্থগিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
এদিকে রিটকারী আবেদনকারী আতাউর ‘বিএনপি নেতা’- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন কমিশনের (ইসি) ত্রুটিপূর্ণ তফসিলের কারণেই সংক্ষুব্ধরা রিট করার সুযোগ পেয়েছে। রিটকারী যে কোনো দলেরই হতে পারে। ত্রুটিপূর্ণ তফসিলের জন্য নির্বাচন কমিশনই দায়ী। এটা সরকার ও নির্বাচন কমিশনের যৌথ প্রযোজনা।
বুধবার ডিএনসিসির মেয়র পদে উপ-নির্বাচনের তফসিলের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ডিএনসিসির সম্প্রসারিত অংশের কাউন্সিলর নির্বাচনের সার্কুলারের কার্যক্রমও স্থগিত করা হয়েছে।
বুধবার সকালে পৃথক দুটি রিট আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের মুঠোফোনে কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি। এমনকি ক্ষুদে বার্তা পাঠালেও কোনো জবাব দেননি তিনি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাাতক্ষীরায় বাল্য বিবাহ নিরোধ আইন সম্পর্কিত অবহিতকরণ সভা

আসাদুজ্জামান: সাাতক্ষীরায় বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ সম্পর্কিত এক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অবহিতকরন সভাটি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীনের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সিভিল সার্জন ডাঃ তাওহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মেরিনা আক্তার প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বাল্য বিবাহ ও মাদককে না বলুন। তিনি এ সময় বাল্য বিবাহ ও মাদকের বিরুদ্ধে সমাজের সবাইকে এক যোগে সোচ্চার হয়ে কাজ করার আাহবান জানান।
উক্ত অবহিতকরন সভায় সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা খাতুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ট্রান্সপোর্ট শ্রমিককে মারধরের ঘটনায় ভোমরা বন্দরে শ্রমিক সংগঠনগুলোর কর্মবিরতি

আসাদুজ্জামান: ট্রাক মালিক সমিতির চাঁদাবাজি ও এক ট্রান্সপোর্ট শ্রমিককে মারধরের ঘটনায় সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ কর্মচারী এ্যাসোসিয়েশনসহ সকল কর্মচারী সংগঠন তাদের কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করছে। এর ফলে বুধবার সকাল থেকে বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম কার্যত ব্যাহত হচ্ছে।
ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ট্রাক মালিক সমিতির বেপরোয়া চাঁদাবজির প্রতিবাদ করায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ট্রান্সপোর্ট শ্রমিক রুস্তম আলীকে বেদম মারধর করেন মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ তার লোকজন। এরই প্রতিবাদে ভোমরা স্থল বন্দরের সিএন্ডএফ এ্যাসোসিয়েশনসহ বন্দরের সকল সংগঠন এক যৌথ সভায় তাদের সকল কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করার সিদ্ধান্ত নেয়া হয়। তিনি আরো জানান, এর ফলে ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম কার্যত ব্যাহত হচ্ছে।
ভোমরা স্থল বন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক শওকাত হোসেন জানান, ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক রফিকুল ইসলামসহ যারাই এই মারধরের ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেয়া পর্যন্ত এবং ট্রাক মালিক সমিতির বেপরোয়া চাঁদাবাজি বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের এই অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে।
ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা বিকাশ বড়–য়া জানান, শ্রমিকদের কর্মবিরতির বিষয়টি আমার জানা নাই। তবে, বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম প্রতিদিনের ন্যায় যথারীতি চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া বেত্রবতী হাইস্কুলে আর্সেনিক ও আয়রনমুক্ত পানি প্রকল্প’র উদ্বোধন

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক, ছাত্র-ছাত্রীদের জন্য আর্সেনিক ও আয়রনমুক্ত পানি (এআইআরপি) প্রকল্প’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় কলারোয়া পৌরসভা ও ঢাকা আহ্ছানিয়া মিশন’র বাস্তবায়নে ওয়াটার এইড, বাংলাদেশের আর্থিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে এ প্লান্ট’র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার মেয়র গাজী আকতারুল ইসলাম, ঢাকা আহ্ছানিয়া মিশন’র প্রকল্প প্রধান কলিমউল্লাহ কলি, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক এমএ সাজেদ, পৌর কাউন্সিলর লুৎফুন্নেছা লুতু, এসএমসি সদস্য শাহাদাৎ হোসেন, আহ্ছানিয়া মিশন’র কলারোয়া ব্যবস্থাপক বিপ্লব হোসেন।
উদ্বোধন শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনসহ অতিথিবৃন্দ শিক্ষক-শিক্ষার্থীদের এক সমাবেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। প্রধান অতিথি শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও শৃংখলা দেখে সন্তোষ্টি প্রকাশ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন’র নাজনিন সুলতানা, সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আবুবকর ছিদ্দীক, মশিউর রহমান, নাছরিন সুলতানা, আনারুল ইসলাম, তজিবুর রহমান, জাকিয়া পারভীন, সাইফুল আলম, সমীর কুমার সরকার, রীনা রাণী পাল, দেবাশীষ সরদার, এসিটি ইসমাইল হোসেন, অফিস সহকারী আমিরুল ইসলাম, ফারুক হোসেন, পানির প্লান্ট’র কেয়ারটেকার আবুল খায়ের প্রমুখ।
উল্লেখ্য, কলারোয়া পৌরসভার আমাদের কলারোয়া প্রকল্প’র উদ্যোগে আর্সেনিক আয়রন দূরীকরণ এ (এআইআরপি) প্লান্টটির মোট নির্মাণ ব্যয় হয়েছে ১লক্ষ ৫৪ হাজার ৮শ ৩৯ টাকা। যার মধ্যে প্রতিষ্ঠান থেকে দেয়া হয় ৮ হাজার টাকা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৬০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণের পর হত্যা

গণধর্ষণের পর হত্যা। তাও আবার ৬০ বছরের বৃদ্ধাকে। এমন ঘটনা ঘটেছে ভারতের সোনারপুরের চকবেড়িয়াতে। বুধবার সকালে একটি বাগান থেকে ওই বৃদ্ধার অর্ধনগ্ন দেহ উদ্ধার করা হয়। এই ঘটনার তদন্তে নেমেছে সোনারপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধার বয়স ৬০ বছরের ওপর। মঙ্গলবার থেকেই ওই বৃদ্ধা নিখোঁজ ছিলেন। বুধবার সকালে চকবেড়িয়ার এক বাগানের ঝোপ থেকে ওই বৃদ্ধার বিকৃত দেহ উদ্ধার করা হয়। বৃদ্ধার মুখ ইঁট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছিল। মুখে কাপড় বাঁধা ছিল বলেও জানা গেছে।

স্থানীয়দের দাবি, যে বাগান থেকে মরদেহ উদ্ধার হয়েছে ওখানে প্রায়ই অসামাজিক কাজকর্ম চলে। তবে কী কারণে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তে নেমে পুলিশ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করাও শুরু করে দিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিয়মিত পপকর্ন খেলে বাড়তে পারে আয়ু

পপকর্ন খেতে আমরা অনেকেই ভালবাসি। আর সেই হাতে গরম পপকর্ন যদি পাওয়া যায় সিনেমা হলের মধ্যে তবে তো আর কথাই নেই। কারণ সিনেমা হলের অন্ধকার ঘরই আমাদের মতো পপকর্ন প্রেমীদের কাছে পপকর্ন খাওয়ার আদর্শ জায়গা।

যদিও আমরা প্রায় প্রত্যেকেই কখনও না কখনও শুনেছি এসব জাঙ্ক ফুড খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এবং এগুলো নাকি বিভিন্ন ভাবে আমাদের শরীরের যন্ত্রগুলোকে বিকল করে দেয়। কিন্ত তাও সব কথা অমান্য করে আমরা আমাদের মতো পপকর্ন খেয়ে যাই।

এবার আমাদের বার্তা সেইসব পপকর্ন প্রেমীদেরই জন্য, এবার থেকে পপকর্ন যখন খাবেন চেষ্টা করবেন চিজ মেশানো মাইক্রোওয়েভড পপকর্ন না খেয়ে, নর্মাল মসলা ছাড়া পপকর্ন খেতে। এমনকি যারা পপকর্ন খান না তাদেরও বলব, আজ থেকে আপনার খাদ্য তালিকায় অবশ্যই পপকর্ন রাখুন। দেখবেন এই মসলা ছাড়া পপকর্ন আপনার শরীরকে সুস্থ রাখতে ম্যাজিকের মতো কাজ করবে। ভাবছেন কীভাবে?

পপকর্নের মধ্যে আছে ১০০% দানা শস্য, যা আপনার শরীরে ফাইবারের যোগান দেয় আর এই ফাইবার আন্ত্রিক গোলয়োগ দূরে রাখে। এমনকি যারা কোষ্টকাঠিন্য বা গ্যাসট্রিকের সমস্যায় ভুগছেন, তাদের জন্যও পপকর্ন অত্যন্ত উপকারী। এছাড়াও পপকর্নের মধ্যে যে ফাইবার থাকে তা আমাদের রক্তের বাড়তি কোলেস্টেরলকে সরিয়ে ফেলতে সাহায্য করে, যা হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে অনেক অংশে কমিয়ে দেয়।

তাছাড়াও পপকর্নের মধ্যে প্রচুর পরিমাণে পলিফেনস নামক অ্যান্টিঅক্সিড্যন্ট থাকে। যা আমাদের শরীরে প্রবেশ করে ক্যান্সারের জীবাণুকে মেরে ফেলতে সাহায্য করে এবং পপকর্নের মধ্যে থাকা অন্যান্য অ্যান্টিঅক্সিড্যান্টগুলো চুল পড়া, বয়সকালে চামড়ায় ভাজ পড়ার মতো সমস্যাগুলো রুখতে সাহায্য করে।

আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো এরমধ্যে কোনও রকম ফ্যাটযুক্ত জিনিস না থাকায় এটি কোনওভাবেই আপনার ওজন বাড়াতে সাহায্য করবে না বরং আপনার প্রতিদিনের ডায়েটে পপকর্ন রাখলে সেটা আপনার ওজন কমাতে সাহায্য করতে পারে। তাই আজই চিপস বা অন্যান্য জাঙ্ক ফুড খাওয়া ছাড়ুন আর আপনার খাদ্য তালিকায় পপকর্নের মতো গুরুত্বপূর্ণ খাবারকে অবশ্যই রাখুন। এতে আপনি সুস্থ এবং ঝরঝরেভাবে বাঁচবেন বহুকাল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest