সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি  মাদক বিক্রিকালে গ্রেফতার ওয়ারেন্টভুক্ত আসামি আল আমিনআশাশুনিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতসাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট নির্বাহী কমিটির নির্বাচন: ৭টি পদের বিপরীতে ২৬ টি মনোনয়নপত্র বিক্রিজুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে জামায়াতের বিক্ষোভআশাশুনিতে স্থানীয় পর্যায়ে কর্মশালা  সাতক্ষীরা জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্নকলারোয়ায় মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরা হল না কিশোর নয়নেরসাতক্ষীরায় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনবৃত্তি উৎসবের নামে সাতক্ষীরায় চলছে কোচিং সেন্টারের রমরমা বাণিজ্য: প্রশাসনের হস্তক্ষেপ কামনা

নগরঘাটায় জাসদের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়ন জাসদ এর আহবানে পোড়া বাজারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাসদ জেলার সভাপতি সরদার কাজেম আলী। তিনি বলেন, আজ সময় এসেছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, জাসদ জেলার সাধারণ সম্পাদক ও কেন্দ্রিয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী। তিনি বলেণ, লুটপাট ও দূর্নীতির বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে ও সমতা, ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আজ সময় হয়েছে জাসদ এর হাতকে শক্তিশালী করার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাসদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় যুবজোট জেলার সভাপতি আবু সেলিম এবং বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল এর জেলার সভাপতি ও কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদ এর সদস্য মোখলেছুর রহমান। উক্ত সভায় সভাপতিত্ব করেন নগরঘাটা ইউনিয়স জাসদের সভাপতি মাসুম বিল্লাহ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশনিতে আধা-নিবিড় বাগদা চাষ প্রশিক্ষণ

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে আধা-নিবিড় বাগদা একক চাষ পদ্ধতি বিষয়ক চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আশাশুনি সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউএসডিএ এর অর্থায়নে উইনরক ইন্টারন্যানাল এবং টিএমএসএস এর সহায়তায়, টিএমএসএস সেফটি প্রকল্পের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার সংকর কুমার বিশ্বাস, সাবেক চেয়ারম্যান স ম সেলিম রেজা সেলিম ও টিএমএসএস ব্রাঞ্চ ম্যানেজার প্রবীর কুমার শীল। অ্যাকোয়া কালচার এক্সটেনশান অফিসার সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রজেক্টের এএফএফ ব্রজেন দাশ, জুবায়ের হাসান, তপন মহলদার, শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এলাকার ২৫ জন চাষীর অংশগ্রহণে একক চাষ পদ্ধতি, সুবিধা-অসুবিধা ও ফলাফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডিএনসিসিতে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল

আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে।

সোমবার রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদেরকে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ড দলীয় প্রার্থী হিসেবে তাবিথ আউয়ালকে চূড়ান্ত মনোনয়ন দেয়। মনোনয়ন বোর্ডে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার রাত ৯টা ৪০ মিনিটে গুলশান কার্যালয়ে মনোনয়ন বোর্ডের আনুষ্ঠানিকতা শুরু হয়। মনোনয়ন বোর্ডে সভাপতিত্ব করেন খালেদা জিয়া। পদাধিকার বলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা মনোনয়ন বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।

বোর্ডে আরও উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জেনারেল (অব) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী।

রাত সাড়ে ৮টায় মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী পাঁচ প্রার্থী গুলশান কার্যালয়ে প্রবেশ করেন। তারা হলেন- দলের বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সাবেক সাংসদ মেজর (অব) আখতারুজ্জামান, সহ-প্রকাশনাবিষয়ক সম্পাদক শাকিল ওয়াহেদ সুমন, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এম এ কাউয়ুমের পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি বজলুল বাসিত আঞ্জু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা কাটিয়া ফিডারে পূর্ব ঘোষণা ছাড়াই ২ দিনে ১৫ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা শহরের কাটিয়া ফিডারের একটি বড় অংশে কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই গত দুই দিনে ১৫ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন রেখে কাজ করছেন বিদ্যুৎ বিভাগ। এর ফলে এলাকাবাসী তীব্র ভোগান্তির স্বীকার হচ্ছেন।
কাটিয়া সরকারপাড়া এলাকার বাসিন্দা ফরিদ আহমেদ ময়না, তানভির আহমেদসহ একাধিক লোকজন জানান, গত রোববার ও সোমবার দুই দিনে তীব্র শীতের মধ্যে দিনের বেলায় ১৫ ঘন্টা বিদ্রুৎ বিচ্ছিন্ন থাকায় একদিকে যেমন শিক্ষার্থীদের লেখা-পড়ার ক্ষতি হচ্ছে, অন্যদিকে, এলাকাবাসীর ফিরিজে রক্ষিত বিভিন্ন হিমায়িত জিনিসপত্র নষ্ট হচ্ছে। এর ফলে দৈনন্দিন জীবনে নেমে এসেছে তীব্র ভোগান্তি। কাটিয়া এলাকার একটি বড় অংশে দিনের বেলায় মনে হচ্ছে ভুতুড়ে শহর। তারা আরো বলেন, কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই বিদ্যুৎ বিভাগের এই একটানা বিদ্যুৎ বিচ্ছিন্ন মেনে নেয়া যায় না। এ ব্যাপারে জানার জন্য সাতক্ষীরা বিদ্যুৎ বিভাগের কাটিয়া ফিডার ইনচার্জ শফিকুল ইসলামের কাছে ফোন দিলে তিনি জানান, প্রতিদিন কাজ চলবে, তাই কি প্রতিদিন আমাদের মাইকিং করতে হবে? তিনি আরো বলেন, কলেজ রোডে মেইন সড়কের বিদ্যুতের তার পরিবর্তন করা হচ্ছে এটি শেষ হলে বিকাল ৫ টার দিকে বিদ্যুৎ আবার সচল করে দেয়া হবে।
সাতক্ষীরা (ওজিপাডিকো) বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী খালিদুল ইসলাম জানান, ছোট একটি অংশে কাজ হচ্ছে বলে কোন পূর্ব ঘোষণা দেয়া হয়নি। তবে, এ ব্যাপারে বিস্তারিত তিনি কোন কিছু না জানিয়ে বিষটি এড়িয়ে গিয়ে এ ব্যাপারে জানার জন্য ফিডার ইনচার্জকে ফোন দিতে বলে তিনি তার ফোনটি কেটে দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বৈকারীতে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরের বৈকারী ইউনিয়নের বলদঘাটা গ্রামে পল্লী বিদ্যুতের গ্রাম শুভ বিদ্যুতায়নের উদে¦াধন করা হয়েছে। সোমবার সকালে বৈকারী ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের বলদঘাটা গ্রামে দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৈকারী ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্লুইচ টিপে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
এ সময় তিনি বলেন, ‘দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে নতুন বিদ্যুৎ সংযোগের বিকল্প নেই। আগামী ২০১৮ সালের জুন মাসের মধ্যে সদর উপজেলার ১৪টি ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়া হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিদ্যুৎ উৎপাদনে সরকারের ভর্তুকি দেওয়ার কথা উল্লেখ করে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকল নাগরিকদের প্রতি অনুরোধ জানান এমপি রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, নির্বাহী সদস্য অতিরিক্ত পিপি এড. আব্দুল লতিফ, ডা. মুনছুর আহমেদ, ঝাউডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিসের টেকনিক্যাল ডিজিএম গোবিন্দ আগর ওয়াল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. কওছার আলী প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, কুশখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদিকা সুলেখা চন্দ্র দাস, রুখসানা পারভীন, দপ্তর সম্পাদিকা তহমিনা ইসলাম প্রমুখ। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি বৈকারী ইউনিয়নের বলদঘাটা গ্রামে ৩. ২৪০ কিলোমিটার লাইন নির্মাণ করে ৪৬ লক্ষ টাকা ব্যয়ে বাণিজ্যিক ০১টি, ০২টি সেচ, ০২টি দাতব্য ও ১শ’ ৮২ টি (আবাসিক) পরিবারের মাঝে এ নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ঋষি পল্লী পরিদর্শন করলেন এমপি জগলুল

কালিগঞ্জ ব্যুরো: গণমাধ্যমে কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের রায়পুর ও বেলপুর গ্রামের সংখ্যালঘু ঋষি সম্প্রদায়ের বাস্তভিটা থেকে উচ্ছেদ, জমি দখল, চাঁদার দাবিসহ নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচির সংবাদ প্রকাশিত হওয়ায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম, জগলুল হায়দার। সোমবার দুপুরে তিনি রায়পুর ও বেলপুর গ্রামের ঋষি পল্লীর সংখ্যালঘু সম্প্রদায়ের শত শত নারী ও পুরুষের সাথে কথা বলেন এবং তাদের দাবির প্রেক্ষিতে ন্যায় বিচারের আশ্বাস দেন। তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে ততদিন হিন্দু সম্প্রদায়ের উপর কোন ধরনের ক্ষতি করতে পারবে না। ঘটনাটি আমি পত্রিকার পাতায় দেখে ছুটে এসেছি আপনাদের কাছে বিষয়টি শুনতে ও জানতে। ভুমিদস্যুরা যত বড় ধরণের ব্যক্তি হোক না কেন প্রশাসন কঠিন ব্যবস্থা নেবে। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডর জিএম আব্দুল হাকিম, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি সজল মুখার্জি, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহিদ হাসান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ উজ্বল, ইউপি সদস্য শওকাত হোসেন, হেমায়েত আলী বাবু, মুক্তিযোদ্ধার সন্তান আফছার আলী প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাস্তা ছেড়ে দোতলা ভবনে উঠে গেল গাড়ি!

আমেরিকার লস অ্যাঞ্জেলসের রাস্তা থেকে দোতলা ভবনে উঠে গেছে গাড়ি। পার্কিংয়ের জন্য নয়, জোরে চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে। তবে তাতে কেউ প্রাণ হারাননি। গাড়িতে থাকা দু’জন সামান্য আহত হয়েছেন। তাদের দু’জনকেই গাড়ি থেকে বের করা সম্ভব হয়েছে।

লস অ্যাঞ্জেলেসে স্থানীয় সময় রবিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরে গাড়িটি বের করার জন্য একটা ট্রাক আনা হয়।

লস অ্যাঞ্জেলসের সান্তা আনা পুলিশ বিভাগ জানায়, ‘চালক খুব জোরে গাড়ি চালাচ্ছিলেন। এসময় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি পার্শ্ববর্তী ডেন্টাল অফিসের দোতলায় উঠে যায়।’ সূত্র : লস অ্যাঞ্জেলেস টাইমস

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মোস্তাফিজ বিশ্বমানের বোলার : ক্রেমার

তার বোলিংয়ে আগের সেই ধার নেই। অনেকে তো বলেন, মোস্তাফিজুর রহমান শেষ হয়ে গিয়েছেন। তবে মিরপুরে আজ মোস্তাফিজকে বেশ নিয়ন্ত্রিত বোলিং করতে দেখা গেছে। তার বল খেলতে বেশ বেগ পেতে হয়েছে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের। ম্যাচের পর সেটা স্বীকার করে নিলেন দলটির অধিনায়ক গ্রায়েম ক্রেমার।

আলোতে আসার মতো খুব বেশি কিছু করতে পারেননি। তবে ইনজুরির পর ছন্দ হারিয়ে ফেলা মোস্তাফিজ জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে বেশ লাইন-লেন্থ বজায় রেখে বোলিং করেছেন। পুরো ১০ ওভার বল করেছেন। একটি মেডেনসহ বাঁহাতি এই কাটার মাস্টার ২৯ রানে নিয়েছেন একটি উইকেট।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মোস্তাফিজকে প্রশংসায় ভাসালেন প্রতিপক্ষ অধিনায়ক ক্রেমার। তিনি বাংলাদেশী এই পেসারকে ‘বিশ্বমানের’ স্বীকার করে বলেন, ‘সে আসলেই ভালো বল করেছে। তার স্লোয়ার তো বোঝা বেশ কঠিন। আপনাকে এর জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হবে। তার সাধারণ স্টক ডেলিভারি থেকে এটা আলাদা। আজ সে ভালো জায়গায় বল করেছে। আমি জানি ইনজুরি থেকে ফেরার পর এটা বেশ ভালো প্রচেষ্টা। সে একজন বিশ্বমানের বোলার।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest