সর্বশেষ সংবাদ-
ভারতীয় পর্ন ভিডিওতে সাংবাদিকের ছবি জুড়ে ব্লাকমেইল করে চাঁদা দাবিকালিগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে দূধর্ষ ডাকাতিজুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এতিমদের মাঝে খাবার বিতরণভোমরার ইউপি চেয়ারম্যানকে ৪৮ ঘন্টা সময় বেঁধে দিলেন ইউনিয়নবাসীআশাশুনিতে শহীদের স্মরণে দুঃস্থদের মাঝে জামায়াতের খাবার বিতরণদেবহাটায় বিয়ের প্রলোভনে কলেজ শিক্ষার্থীর সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে থানায় মামলাস্বৈরাচার ঠেকিয়ে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার এনসিপিরসাতক্ষীরায় দ্রুতগামী পিকআপের চাপায় ভ্যান চালকের মৃত্যুকোন সাংবাদিক যেন হয়রানির শিকার না হয়–সাতক্ষীরায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব দীর্ঘদিন কাজ করেও সরকারি স্বীকৃতি মেলেনি বিআরটিএ’র সীল মেকানিকদের

বছরের শেষে ‘মাহিয়া’ (ভিডিও)

সম্প্রতি প্রকাশ করা হলো `মাহিয়া’ গানের ভিডিও। শুটিং হয়েছে নেপালে।
কলকাতার গীতিকার প্রসেনের কথায় ও অম্লানের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুণ প্রজন্মের গায়ক ফাহিম ইসলাম ও তার সঙ্গে কলকাতার গায়িকা মধুবান্তী বাগচী। গাওয়ার পাশাপাশি গানটির মিউজিক মডেল হয়েছেন গায়ক নিজেই।

এ প্রসঙ্গে ফাহিম বলেন, বছরের একেবারে শেষে মাহিয়া হচ্ছে ধামাকা। এটি আমার অনেক প্রিয় একটি গান। গানের সঙ্গে মিল রেখে নেপালের মনোরম লোকেশনে ভিডিও শুটিং করা হয়েছে। এ মাহিয়া দিয়েই বছরের একেবারে শেষ এবং নতুন বছর শুরু হচ্ছে। আশা করি গানটি কারও খারাপ লাগবে না।

ডেডলাইন এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি। হাবিবের কোরিওগ্রাফিতে ভিডিওটি নির্মাণ করেছেন নির্মাতা সৈকত নাসির ও তার টিম।
উল্লেখ্য, এ বছর ডেডলাইন এন্টারটেইনমেন্টর ব্যানারে ‘বাংলা ড্যান্স’ শিরোনামে বিগবাজেটের আরও একটি গান প্রকাশ হয় ফাহিমের। গানটি ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও পোস্ট করা হয়। গানটি সাড়া জাগায় দর্শকদের মাঝে। সেই গানের সাফল্যের রেশ যেতে না যেতেই মাহিয়া প্রকাশ করলেন এ গায়ক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘ইত্যাদি’ আজ

‘ইত্যাদি’ আজ

কর্তৃক Daily Satkhira

ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং পর্যটন সমৃদ্ধ আকর্ষণীয় স্থানগুলোতে গিয়ে ‘ইত্যাদি’ ধারণের ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে প্রকৃতির অনন্য সৃষ্টি কক্সবাজার সমুদ্র সৈকতে। তাই এবারের অনুষ্ঠানের বিভিন্ন পর্ব করা হয়েছে সাগরকে ঘিরে। গণমানুষের প্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’র এ পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর। অনুষ্ঠানে এবারের পর্বে রয়েছে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত, দর্শনীয় ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর ওপর তথ্যভিত্তিক প্রতিবেদন। সমপ্রতি তিনবার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস্‌ অর্জনকারী মাগুরার হালিমের ওপর রয়েছে একটি অনুকরণীয় প্রতিবেদন। ১৯৯৫ সালে যাকে প্রথম দর্শকদের সামনে উপস্থাপন করেছিল ‘ইত্যাদি’।

ঠাকুরগাঁও জেলার এক নিভৃত পল্লীতে গড়ে তোলা একটি ব্যতিক্রমধর্মী জাদুঘর ‘লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর’-এর ওপর রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। এবারের বিদেশি প্রতিবেদনে রয়েছে পবিত্র মদিনা শরীফের একটা ব্যতিক্রমী রাস্তা। ‘ইত্যাদি’তে এবার মূল গান রয়েছে দু’টি।
সেসবের একটি গেয়েছেন কক্সবাজারের সৈকত শিল্পী জাহিদ এবং তার সঙ্গে গেয়েছেন চট্টগ্রামেরই সন্তান জনপ্রিয় শিল্পী রবি চৌধুরী। সঙ্গে ইউকিলিলি বাজিয়েছেন ইমরান। সাগর নিয়ে একটি পুরনো জনপ্রিয় গান ধারণ করা হয় সমুদ্র সৈকতে। গানটিতে অভিনয় করেছেন অভিনয় তারকা তারিন ও মীর সাব্বির। এছাড়াও রয়েছে চট্টগ্রামের শিল্পী মিঠুন চক্র ও ইমতিয়াজ আলী জিমির পরিবেশনায় যন্ত্র সংগীতের লীলামুখর খেলা-সাগর সংলাপ। ঢেউ আর যন্ত্রের তালে ব্যতিক্রমী এই যন্ত্রসংগীতটি দর্শকদের ভিন্ন স্বাদ দেবে। অনুষ্ঠানের দর্শক পর্বে এবার কক্সবাজারকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে হাজার হাজার দর্শকের মাঝখান থেকে ৬ জন দর্শক নির্বাচন করা হয়। ২য় পর্বে সাগর নিয়ে তিনটি খণ্ড নাট্যাংশে তারা অভিনয় করেন, যা ছিল বেশ উপভোগ্য। নিয়মিত পর্বসহ এবারও রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু সরস অথচ তীক্ষ্ন নাট্যাংশ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানটি স্পন্সর করেছে যথারীতি কেয়া কস্‌মেটিকস্‌ লিমিটেড।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুকের অনন্য বিশ্ব রেকর্ড, যা আর কারও নেই

গ্রিক পুরাণের ‘ফিনিক্স’ পাখির গল্পটা প্রায় সবারই জানা। পূর্বসূরির ছাই থেকে পুনর্জন্ম নিত এই পাখি, বেঁচে থাকত বছরের পর বছর ধরে। ক্রিকেট ইতিহাসের বিখ্যাত ‘ছাই’ (অ্যাশেজ) সিরিজে সেই ফিনিক্স পাখির মতোই পুনর্জন্ম নিয়েছেন অ্যালিস্টার কুক। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ২৪৪ রানের অপরাজিত ইনিংস খেলে ভেঙেছেন ৪৫ বছরের পুরোনো রেকর্ড!

‘ক্যারিং দ্য ব্যাট থ্রু দ্য ইনিংস’-এর ইতিহাসে এত রান করতে পারেননি আর কোনো ব্যাটসম্যান। চতুর্থ দিনের প্রথম বলেই সঙ্গী জেমস অ্যান্ডারসন আউট না হলে রানটা আরও বাড়তে পারত। শেষ পর্যন্ত ৪৯১ রানেই থেমেছে ইংল্যান্ডের প্রথম ইনিংস। মেলবোর্নে চারবার বৃষ্টি হানা দেওয়ায় বারবার বিঘ্ন ঘটেছে চতুর্থ দিনের খেলায়। ২ উইকেটে ১০৩ রান নিয়ে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। উইকেটে রয়েছেন ডেভিড ওয়ার্নার (৪০*) এবং স্টিভেন স্মিথ (২৫*)। হাতে ৮ উইকেট নিয়ে ৬১ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা।

শত বছরের পুরোনো টেস্ট ইতিহাসে ‘ক্যারিং দ্য ব্যাট’ এর ঘটনা প্রায় হাতেগোনা। এ পর্যন্ত ২ হাজার ২৮৯টি টেস্টে মাত্র ৫২ বার এমন ঘটনা ঘটেছে, যেখানে একজন ওপেনার ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন। টেস্টে শুরুর দিনগুলোয় এমন ঘটনা ছিল একেবারেই বিরল। তবে গত কয়েক বছর ধরে এমনটা মাঝেমধ্যেই দেখা গিয়েছে। এ বছর প্রথমবার এই কীর্তি অর্জন করলেন কুক। গত বছর অক্টোবরে শারজায় পাকিস্তানের বিপক্ষে ক্যারিবীয় ওপেনার ক্রেইগ ব্রাফেটের ১৪২ রানের ইনিংসই ছিল ‘ক্যারিং দ্য ব্যাট’-এর সর্বশেষ ঘটনা।

মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিনে ব্যাট করে এই রেকর্ড গড়েছেন কুক। ম্যারাথন এই ইনিংস খেলার পথে ৪০৯ বল খেলেছেন এই বাঁ হাতি, উইকেটে ছিলেন ৬৩৪ মিনিট। ‘ক্যারিং দ্য ব্যাট’-এর ইতিহাসে এর আগের সর্বোচ্চ ইনিংস ছিল নিউজিল্যান্ডের গ্লেন টার্নারের ২২৩। এর মাঝেই এমসিজিতে কোনো সফরকারী ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়েছেন কুক। ছাড়িয়েছেন ১৯৮৪ তে করা ভিভ রিচার্ডসের ২০৮ রানকে। কোনো ইংলিশ ব্যাটসম্যান সর্বশেষ এমন কীর্তি গড়েছিলেন ২০ বছর আগে। ১৯৯৭ সালে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৪ রানে অপরাজিত ছিলেন আরেক সাবেক অধিনায়ক মাইক আথারটন। অ্যাশেজের ইতিহাসে তো এমন ঘটনা আরও আগের। ১৯৭৯ সালের পার্থ টেস্টে জিওফ্রে বয়কট এই রেকর্ড করেছিলেন। কিন্তু কুকের অতিমানবীয় ব্যাটিংয়ে এ সবই পেছনে পড়েছে।

অথচ এই টেস্ট শুরুর আগেও কুককে দল থেকে বাদ দিতে যেন উঠেপড়ে লেগেছিল ব্রিটিশ সংবাদমাধ্যম। তার কারণও ছিল। সর্বশেষ ১০ ইনিংসে কোনো ফিফটির দেখা যে পাননি টেস্টে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রান সংগ্রাহক। চলতি অ্যাশেজে প্রথম তিন টেস্টের ছয় ইনিংসে তাঁর অবদান মাত্র ৮৩ রান। চতুর্থ টেস্ট শুরুর আগেই অ্যাশেজ খুইয়ে ধুঁকছিল জো রুটের ইংল্যান্ড। কিন্তু অস্ট্রেলিয়ার পেসারদের আগুনে পুড়ে যাওয়া ইংলিশ ছাইয়ে দাঁড়িয়ে টেস্ট ইতিহাসেরই অন্যতম সেরা ইনিংস খেললেন সাবেক অধিনায়ক। একবিংশ শতাব্দীর উত্তরাধুনিক যুগে এসেও ফিনিক্স পাখির মতো পুনর্জন্ম নিলেন অ্যালিস্টার কুক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শরীরে প্রোটিনের চাহিদা ও উৎস -ডা. তিনা
আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় কার্বোহাইড্রেট, প্রোটিন ও চর্বি জাতীয় খাবার থাকা অত্যন্ত জরুরি। পাশাপাশি লক্ষ্য রাখতে হয় ভিটামিন, মিনারেলস ও পানির পরিমাণ নিয়ে। তবে অজ্ঞতাবশত: এই অনুপাত নিয়ন্ত্রণ করা হয়ে উঠে না সঠিকভাবে। আর এতেই সৃষ্টি হয় নানা রোগ ব্যাধির। আমাদের খাবারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান প্রোটিন। শরীরকে যদি আমরা একটি দালানের সাথে তুলনা করি তাহলে প্রোটিন হলো ইট। আমাদের শরীরে গঠন উপাদান হিসেবে কাজ করে এই প্রোটিন।
পুষ্টিবিদগণ বলেন, প্রতিদিনের ক্যালরি চাহিদার অন্তত ২০ থেকে ৩০ শতাংশ প্রোটিন থেকে পূরণ করা উচিত। খাবারের এই উপাদান শারীরিক বিকাশে ও মাংসপেশি গঠনে সাহায্য করে। শিশুদের বাড়ন্ত বয়সে তাই প্রোটিনসমৃদ্ধ খাদ্য গ্রহণ অত্যন্ত জরুরি। সাধারণত মাছ, মাংস, দুধ, ডিম এইসব খাবারে প্রোটিন থাকে। কিন্তু শরীরের ওজন কমাতে ও ক্ষতিকর চর্বি এড়াতে গরু কিংবা খাসির মাংস কম খাওয়াই উত্তম। মাংসের মধ্যে সাদা মাংস তুলনামূলক ভালো।
এছাড়া প্রোটিনের উৎস হিসেবে মাছও বেছে নেওয়া যেতে পারে। এগুলো তো প্রাণীজ আমিষ। যারা মাছ, মাংস কম খান বা নিরামিষ ভোজী তাদের জন্য রয়েছে উদ্ভিজ উৎসগুলো। যেমন- ডাল ও বীজ জাতীয় খাবারগুলো। যেমন-ছোলা, শিমের বিচি, মটরশুঁটি, বাদাম ইত্যাদি খাবারগুলোও প্রোটিনসমৃদ্ধ। তবে এদেরকে বলা হয় দ্বিতীয় শ্রেণির প্রোটিন। এসব খাবারে প্রোটিনের পাশাপাশি রয়েছে প্রচুর আঁশ, ভিটামিন বি ও আয়রন। তবে মনে রাখতে হবে এক ধরনের ডালে শরীরের সব ধরনের প্রোটিনের চাহিদা পূরণ হয় না। সেক্ষেত্রে কয়েক ধরনের ডাল একসঙ্গে করে রান্না করতে হবে।
প্রোটিনের উৎস হিসেবে ডিম কিংবা দুধও খাওয়া যেতে পারে। ডিমের সাদা অংশ প্রোটিনসমৃদ্ধ। যাদের শরীরে ক্ষতিকর চর্বির পরিমাণ বেশি তারা ডিমের কুসুম বাদ দিয়ে শুধু সাদা অংশ খেতে পারেন। অনেকেই দুধের চর্বি এড়াতে কম জ্বাল দিয়ে রান্না করেন। কিন্তু তা ঠিক নয়। সঠিকভাবেই দুধ জ্বাল দিয়ে তা খাওয়া উচিত। আজকাল বাজারে কিছু লো-ফ্যাট বা নন ফ্যাট সমৃদ্ধ দুধ পাওয়া যায়। যা শরীরে প্রোটিনের চাহিদা মেটাতে সাহায্য করবে। তবে বেশি প্রোটিনসমৃদ্ধ খাবার নিতে পারবেন বাড়ন্ত বয়সের ছেলে মেয়ে বা গর্ভবতী মহিলা। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।
লেখক: চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, বাংলাদেশ স্কিন সেন্টার
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মিয়ানমার কর্তৃপক্ষের কাছে এক লক্ষ রোহিঙ্গার তালিকা আজই হস্তান্তর করা হচ্ছে।’ আজ শুক্রবার দুপুরে কক্সবাজারের উখিয়া কুতুপালং-১ ক্যাম্পে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির দিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচন কারো জন্য অপেক্ষা করবে না। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ্ সময় তার সঙ্গে সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আব্দুর রহমান বদি, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ স্থানীয় আ’লীগের নেতারা উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণ শেষে কুতুপালং-২ ক্যাম্পে স্থানীয় ছাত্রলীগ আয়োজিত এক মেডিকেল ক্যাম্পেরও উদ্বোধন করেন মন্ত্রী।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শনিবার ( ৩০ ডিসেম্বর) একযোগে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী (পিইসি)পরীক্ষা-২০১৭ ফল প্রকাশ হবে।
সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের কপি তুলে দিয়ে এর প্রতিকী প্রকাশ করা হবে।
দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান পৃথক সংবাদ সম্মেলন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন। এর পর পরই তা ওয়েবসাইটে উন্মুক্ত এবং স্ব স্ব প্রতিষ্ঠান নিজস্ব ই-মেইলে এ ফলাফল পাঠানোর মাধ্যমে প্রকাশ করা হবে।
দুই মন্ত্রীর সংবাদ সম্মেলনের পর মোবাইল এসএমএস ও ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার্থীর ফল জানতে পারবেন।

মোবাইলে যেভাবে জানা যাবে পরীক্ষার ফল :
JSC/JDC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর (যেমন- ঢাকার ক্ষেত্রে DHA) লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সন লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে জানা যাবে কাঙ্ক্ষিত ফল। যেমন- JSC DHA 223657 2017 এবং Send করতে হবে 16222 নম্বরে।

ইন্টারনেটের মাধ্যমে ফল পেতে:
www.educationboardresults.gov.bd -এ ঠিকানায় গিয়ে নির্দিষ্ট তথ্য দিয়ে ফল জানা যাবে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের www.moedu.gov.bd ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।

প্রাথমিক শিক্ষা সমাপনীর ফল পাওয়া যাবে যেভাবে:
DPE/EBT স্পেস দিয়ে প্রার্থীর নিজ উপজেলা/থানার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সন লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।
এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট www.dpe.gov.bd এবং dperesult.teletalk.com.bd ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভারতের মুম্বাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড নিহত হয়েছে অন্তত ১৫ জন, যার মধ্যে ১২ জনই নারী। আহতের সংখ্যা ১২। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ভর্তি করা হয়েছে সিয়ন এলাকার কিং এডওয়ার্ড মেমোরিয়াল ও লোকমান্য তিলক মিউনিসিপ্যাল জেনারেল হাসপাতালে।

বৃহস্পতিবার গভীর রাতে মুম্বাইয়ের লোয়ার পার্লের কমলা মিলস চত্ত্বরে চারতলা ভবনের তিনতলায় অবস্থিত ‘ওয়ান এবাভ’ নামে একটি রেস্তোঁরায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপরই দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে চালতলা ভবন ও আশপাশের এলাকাগুলোতে। এরপর ফায়ার সার্ভিসের গাড়ি এসে প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। ওই রেস্তোরাঁর মালিকের বিরুদ্ধে একটি অপরাধমূলক হত্যার মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রাত ১২.৩০ মিনিট নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ওই ‘ওয়ান এবাভ’ রেস্তোঁরায়। সেসময় রাতে ওই রেস্তোঁরাটিতে একটি জন্মদিনের পার্টি চলছিল। আচমকাই ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা গেছে রেস্তোঁরাটির ভিতরের ছাদটি ‘ফলস রুফ’ হওয়ার কারণে দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা ভবনটিতে, প্রায় আধা ঘন্টা ধরে জ্বলতে থাকে আগুন। যে ভবনটিতে আগুন লাগে তার পাশের আরেকটি বহুতল ভবনে টাইমস নাও, মিরর নাও, ইটি নাও এবং জুম টিভি নামে টাইমস নেটওয়ার্ক গ্রুপের একাধিক কার্যলয় ও টিভি৯ মারাঠি নামে আরেকটি টিভি চ্যানেলের কার্যালয় রয়েছে। আগুনের উত্তাপের সম্প্রচারের ডিশ অ্যান্টিনা ক্ষতিগ্রস্থ হওয়ার কারণে প্রত্যেকেই তাদের সম্প্রচার বন্ধ করে দিতে বাধ্য হয়।

প্রাথমিক ভাবে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

তবে সূত্রের খবর, মধ্য মুম্বাইয়ের লোয়ার পার্লের ওই কমপ্লেক্সটিতে প্রায় অর্ধ শতাধিক রেস্তোরাঁ রয়েছে। কিন্তু তার অধিকাংশগুলোতেই অগ্নিনির্বাপকের কোন ব্যবস্থা নেই বলে অভিযোগ।

অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রাক্তন তারকা ফুটবলার জর্জ উইয়াহ। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা শেষে এ তথ্য জানা গেছে।

এ ব্যাপারে বিবিসি জানিয়েছে, নির্বাচনে ৬০ শতাংশের বেশি ভোট পেয়েছেন উইয়াহ। বৃহস্পতিবার লাইবেরিয়ার জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ৯৮ দশমিক ১ শতাংশ ভোট গণনায় ৫১ বছর বয়সী উইয়াহ পেয়েছেন ৬১ দশমিক ৫ শতাংশ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী বোয়াকাই পেয়েছেন মাত্র ৩৮ দশমিক ৫ শতাংশ ভোট।

বিজয়ের সংবাদ পাওয়ার পরপর বৃহস্পতিবার রাতেই রাজধানী মনরভিয়ার রাস্তায় আনন্দ-উল্লাসে ফেটে পড়ে উইয়াহ’র সমর্থকরা।

এদিকে বিজয়ের পর এক টুইটার বার্তায় উইয়াহ লিখিছেন, ‘আমাকে এত বড় একটি পদের জন্য বিবেচনা করায় লাইবেরিয়ার মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক বড় দায়িত্ব এটা।’

উল্লেখ্য, জর্জ উইয়াহ একমাত্র আফ্রিকান খেলোয়াড় যিনি প্রথম ব্যালন ডি’অর জয় করেছেন। খেলেছেন বিখ্যাত ক্লাব এসি মিলানে। খেলেছেন চেলসি, ম্যানচেস্টার সিটিতে স্ট্রাইকার হিসেবে। লাইবেরিয়ার ফুটবল কিংবদন্তী হিসেবে মানুষ তাকে চেনে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest