সর্বশেষ সংবাদ-
খুলনায় ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি  মাদক বিক্রিকালে গ্রেফতার ওয়ারেন্টভুক্ত আসামি আল আমিনআশাশুনিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতসাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট নির্বাহী কমিটির নির্বাচন: ৭টি পদের বিপরীতে ২৬ টি মনোনয়নপত্র বিক্রিজুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে জামায়াতের বিক্ষোভআশাশুনিতে স্থানীয় পর্যায়ে কর্মশালা  সাতক্ষীরা জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্নকলারোয়ায় মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরা হল না কিশোর নয়নেরসাতক্ষীরায় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

আগামী ৩০ অক্টোবর থেকে নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে–সাতক্ষীরায় প্রধান নির্বাচন কমিশনার


আসাদুজ্জামান ঃ প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, আগামী ৩০ অক্টোবর থেকে একাদশ সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। আগামী ডিসেম্বরের শেষের দিকে অথবা ২০১৯ সালের প্রথম দিকে যে কোন দিন একাদশ সংসদ নির্বাচনের দিন নির্ধারন করা হবে। সোমবার বেলা ১১ টায় সাতক্ষীরা সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের মেয়াদ আগামী ২০১৯ সালের ২৮ জানুয়ারী শেষ হবে। সেহেতু আগামী ডিসেম্বরের শেষের দিকে অথবা ২০১৯ সালের প্রথম দিকে যে কোন দিন একাদশ সংসদ নির্বাচনের দিন নির্ধারন করা হবে। আগামী সংসদ নির্বাচনে নিবন্ধিত সকল দলই অংশ গ্রহন করবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন, একাদশ সংসদ নির্বাচন ইভিএম পদ্ধতিতে হবে না। সিটমহল, নদী ভাঙ্গন ও প্রশাসনিক জটিলতার কারনে ৬০/৭০ টি আসনে সীমানা পুনঃনির্ধারন হতে পারে।
নির্বাচন কালিন সরকার গঠনের কথা বলেছেন প্রধানমন্ত্রী, আর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে সহায়ক সরকার গঠনের আসলে কি পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা রাজনৈতিক বিষয়। নির্বাচন কমিশনের এ বিষয়ে কোন মন্তব্য করার সুযোগ নেই। সকল দলের সাথে সংলাপ হয়ে গেছে। সব দলই নির্বাচনে অংশ নেবে বলে তিনি আশাবাদী।
এরপর প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. ফারুক হোসেন, সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, জেলা নির্বাচন অফিসার মো.মাজহার হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা।
সেখান থেকে তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সার্ভার ষ্টেশন পরিদর্শন করবেন বলে জানা গেছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
একাই লড়ছেন কোহলি

একাই লড়ছেন কোহলি

কর্তৃক Daily Satkhira

সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৩৩৫ রানে বেঁধে ফেলার পর সবাই ভেবেছিল এবার বোধহয় ভারত কিছু করতে যাচ্ছে। কিন্তু প্রোটিয়া পেসারদের তোপের মুখে ভারতীয় ব্যাটসম্যানদের যাচ্ছেতাই অবস্থা।

মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা কিংবা রোহিত শর্মারা বলতে গেলে দাঁড়াতেই পারেনি। সর্বোচ্চ ৪৬ রান করে আউট হয়েছেন মুরালি বিজয়।

তবে একপাশে উইকেট পড়তে থাকলেও অন্যপাশ আগলে ব্যাট করছেন অধিনায়ক বিরাট কোহলি। প্রথম টেস্টে খুব বাজে ব্যাট করায় কোহলির সঙ্গে তার স্ত্রী আনুশকাও সমালোচনার শিকার হয়েছেন। এবার হয়তো সেই কারণেই জ্বলে ওঠলেন তিনি!

দ্বিতীয় দিন শেষে ৮৫ রানে অপরাজিত রয়েছেন কোহলি। যেখানে ভারতের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান। তবে এখনো স্বাগতিক দক্ষিণ আফ্রিকার চেয়ে পিছিয়ে ১৫২ রান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাকিবের প্রথম ওভারেই কেঁপে উঠলো জিম্বাবুয়ে

শুরুটা সাকিব আল হাসানের স্পিন দিয়ে করে বাংলাদেশ।  আর দ্বিতীয় বলেই সাফল্য পান বিশ্বসেরা অলরাউন্ডার।  উইকেটের বাইরে এসে খেলতে গিয়েছিলেন ওপেনার সলোমন মিরে।  তাতেই তার উইকেট ভেঙে স্টাম্পড করে দেন মুশফিকুর রহিম।  এক বল বিরতি দিয়ে আবার সাকিবের আঘাত।  এবার ক্রেগ আরভিন সরাসরি ক্যাচ উঠিয়ে দেন মিড উইকেটে সাব্বির রহমানের কাছে। জিম্বাবুয়ের সংগ্রহ ১ ওভারে ২ উইকেটে ৫ রান।

এর আগে টস জিতে ফিল্ডিং নেয় স্বাগতিক বাংলাদেশ। দুই বছর পর ফিরলেন ওপেনার এনামুল হক বিজয়। ২০১৫ সালে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলেছিলেন তিনি।

এই ম্যাচ দিয়েই অনন্য কীর্তি গড়েছে মিরপুর স্টেডিয়াম। শততম ওয়ানডে আয়োজন করেছে শেরে বাংলা স্টেডিয়াম। আর ৫টি স্টেডিয়ামের আছে এমন শততম ম্যাচ আয়োজনের কীর্তি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বার্সার নাটকীয় জয়

বার্সার নাটকীয় জয়

কর্তৃক Daily Satkhira

শেষ সাত ম্যাচে রিয়াল সোসিয়াদের মাঠে জয়ে দেখা না পাওয়া বার্সা এবার ব্যর্থ হওয়ার শঙ্কায় পড়েছিল। দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে সুয়ারেজ ও মেসির গোলে নাটকীয় জয় নিয়ে মাঠ ছেড়েছে ভালভার্দের দল।

এস্তাদিও মিউনিসিপাল ডি অ্যানোয়েতায় বারবার ব্যর্থ হওয়া বার্সেলোনা ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসে। ম্যাচের ১১ মিনিটে ডান দিক থেকে চাবি প্রিয়েতোর দারুণ ক্রসে হেডে বল জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড উইলিয়ান জোসে।

ম্যাচের ২৮ মিনিটে ব্যবধান বাড়িয়েছিলেন জোসে। কিন্তু তার শট নেওয়ার ঠিক আগে রাকিতিচ পড়ে গেলে বিতর্কিত ফ্রি-কিক দেন রেফারি। ম্যাচের ৩৪ মিনিটে ব্যবধান ২-০ করেন হুয়ানমি। ডি-বক্সে ডান দিক থেকে স্প্যানিশ ফরোয়ার্ডের শট রবের্তোর পায়ে লেগে পোস্ট ঘেঁষে জালে জড়ায়।

দুই গোলে পিছিয়ে পড়ে ব্যবধান কমাতে মরিয়া হয়ে ওঠে বার্সা। ম্যাচের ৩৯ মিনিটে ব্যবধান কমান পাওলিনিয়ো। বাঁ দিক থেকে সুয়ারেজের পাস ছয় গজ বক্সে পেয়ে জালে ঠেলে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

বিরতি থেকে ফিরেই দলকে সমতায় ফেরান সুয়ারেজ। ম্যাচের ৫০ মিনিটে মেসির পাস পেয়ে ডি-বক্সের মধ্যে বাঁ-দিক থেকে দারুণ বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে লক্ষভেদ করেন তিনি। ৭১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন সুয়ারেজ। আর ৮৫তম মিনিটে চমৎকার এক ফ্রি-কিকে জয়সূচক গোলটি করেন মেসি। এবারের লিগে এই নিয়ে সর্বোচ্চ ১৭ গোল করলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

এ জয়ে ১৯ ম্যাচে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫১। ৩২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নেইমারকে ছাড়াই পিএসজির জয়

পাঁজরে চোটের কারণে ছিলেন না দলের সেরা তারকা নেইমার। তবে এরপরও জয় পেতে সমস্যা হয়নি পিএসজির। আর্জেন্টাই তারকা ডি মারিয়ার দেওয়া একমাত্র গোলে নঁতের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়ে উনাই এমেরির দল।

রোববার রাতে প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের করে নিয়ে খেলতে থাকে পিএসজি। এরই ধারাবাহিকতায় ম্যাচের ১২ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন ডি মারিয়া। বাঁ দিক দিয়ে কাভানি বাড়ানো বল জালে জড়ান আর্জেন্টাইন এই মিডফিল্ডার। বিরতির আগে আরও কয়েকটি আক্রমণ করলেও ব্যবধান বাড়াতে পারেনি দলটি।

বিরতি থেকে ফিরে ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে পিএসজি। ম্যাচের ৫৬ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল ডি মারিয়া। তবে ডান দিক থেকে এমবাপের বাড়ানো ক্রসে ডি মারিয়ার শট লক্ষ্যভ্রষ্ট হয়। চার মিনিট পর সালার হেড জালে জড়ালে সমতায় ফেরার উচ্ছ্বাসে মাতে নঁত। তবে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

বাকি সময় আর কোন গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারিস সেন্ট জার্মেই। এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুদ হল দলটির।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুসংস্কারের জেরে ঘরে ছেড়ে মাঠে ২৫০০ গ্রামবাসী!

মানুষ যখন মঙ্গলে পাড়ি জমানোর আয়োজন করছে, মহাশূন্যে বসতি স্থাপনের তোড়জোড় করছে, বিভিন্ন মারণ ব্যাধির বিরুদ্ধে অস্ত্রকে করে তুলছে আরও শাণিত, মাতৃগর্ভের বাইরে সন্তান ধারণের চিন্তা করছে, তখনও কুসংস্কারের অন্ধকার জাঁকিয়ে বসছে বহু মানুষের অন্তরে।

বহু মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা, ফকির, দরবেশ, আর দরবারের মোমবাতির এখনও মোমবাতির আলোয় মনের কুসংস্কারের অন্ধকার আরও গাঢ় হচ্ছে। তেমনই ওলাউঠার ভয়ঙ্কর কুসংস্কারে আষ্টেপৃষ্টে জড়িয়ে রয়েছে ভারতের কাটোয়ার কোশিগ্রাম। ফকির-দরবেশের নির্দেশ এখনও অক্ষরে অক্ষরে পালন করে গোটা গ্রাম।

ফকির-দরবেশের নির্দেশ, তাই মাঠেই দিনযাপন। কুসংস্কারে আচ্ছন্ন গোটা গ্রাম। শতাব্দীর প্রাচীন প্রথাকে আজও নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছেন গ্রামের প্রায় ২৫০০ বাসিন্দা। গ্রামেই রান্নাবান্না, খাওয়া-দাওয়া।ঠিক যেন পিকনিকের আসর।

কাটোয়ার কোশিগ্রামে ফকিরতলায় বছরের পর বছর ফকিরের উত্তরসূরি এসে বসে থাকেন। তার আশীর্বাদ নিতে ভিড় জমান গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষ। গ্রামের গবাক্ষপথে আজও লোকের মুখে মুখে ফের সেই নাম-না-জানা ফকিরের কথা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কানাডাকেও উড়িয়ে দিল বাংলাদেশ; তৌহিদের সেঞ্চুরি

প্রথম ম্যাচে নামিবিয়াকে উড়িয়ে দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শুভ সূচনা করেছিল বাংলাদেশের যুবারা। সেই ধারাবাহিকতা ধরে রেখে দ্বিতীয় ম্যাচেও বড় জয় তুলে নিয়ে দলটি। সোমবার কানাডা অনূর্ধ্ব-১৯ দলকে ৬৬ রানে হারিয়ে সাইফ বাহিনী।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। রানের খাতা না খুলেই সাজঘরে ফিরে যান পিনাক ঘোষ। খুব বেশি সময় উইকেটে থাকতে পারেননি অধিনায়ক সাইফ হাসানও। মাত্র ১৭ রান করে সাজঘরে ফেরেন আগের ম্যাচে দুর্দান্ত খেলা এই অধিনায়ক।

তৃতীয় উইকেটে মোহাম্মদ নাঈমকে সঙ্গে নিয়ে ৬২ রানের জুটি গড়েন তৌহিদ। নাঈম ৪৭ রানে সাজঘরে ফেরেন। এরপর আফিফকে নিয়ে ১১১ রানের জুটি গড়েন তৌহিদ। আফিফ ৫০ রানে ফিরলেও তৌহিদ তুলে নেন সেঞ্চুরি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১২২ রান।

এ দুইজনের বিদায়ের পর শেষ দিকে আর কেউ রান না পেলে ২৬৪ রানেই থামে বাংলাদেশের ইনিংস। কানাডার পক্ষে ৫ উইকেট নেন ফয়সাল জামখানদি।

২৬৫ রানে জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধীর গতিতে রান তুলতে থাকে কানাডা। অধিনায়ক আরসলাম খান ছাড়া কেউই বড় স্কোর গড়তে ব্যর্থ হন। এই অধিনায়কের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬৩ রান। টাইগারদের পক্ষে আফিফ নেন ৫ উইকেট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোলার ভেদুরিয়ায় নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান

ভোলার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে একটি নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। সোমবার মন্ত্রিসভার বৈঠকে দেশের এ গ্যাসক্ষেত্রটির সন্ধান পাওয়ার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, গত ৯ ডিসেম্বর ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের মাঝির হাটে ভোলা নর্থ-১ নামে গ্যাস অনুসন্ধান কূপের খননকাজ শুরু করে বাপেক্স। এরপরই গ্যাসক্ষেত্রটির সন্ধান মেলে। এটি দেশের ২৭তম গ্যাসক্ষেত্র। এতে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস রয়েছে বলে আশা করা হচ্ছে।

এর আগে ভোলার শাহবাজপুরে একটি গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া যায়। এতে ৭০০ বিলিয়ন ঘনফুট গ্যাস রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এরইমধ্যে সেখান থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest