সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ধর্ষনের অভিযোগে রমজান আলী নামের এক ব্যক্তি গ্রেফতারআশাশুনির চেউটিয়া নদী উন্মুক্ত করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধনপ্রথম আলো বন্ধুসভার ইফতার মাহফিলতালার আলোচিত দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি প্রশান্ত ঘোষ আবারো ভোক্তা অধিদপ্তরের জালেসাতক্ষীরায় ১৯৯ বস্তা অবৈধ ভারতীয় চিনি জব্দ : ২০ হাজার টাকা জরিমানাসরকারি রাস্তার গাছ কেটে বিক্রির অভিযোগ সাতক্ষীরা জজ কোর্টের পেশকারের বিরুদ্ধেদেবহাটায় পানিতে ঝাঁপ দিতে গিয়ে শিশুর মৃত্যুসাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকর ফোরামের পক্ষ থেকে প্রান্তিকে সম্মাননাথানাঘাটায় ভাইস চেয়ারম্যান প্রার্থী বদরুজ্জামান বদুর গণসংযোগসদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বদু’র গণসংযোগ

তালায় দলিত’র উদ্যোগে ছাত্রীদের উপবৃত্তি প্রদান

তালা প্রতিনিধি : সমাজের পিছিয়ে পড়া দরিদ্র ও হতদরিদ্র জনগোষ্ঠির মেয়ে শিক্ষার্থীদের সহায়তা প্রদানের লক্ষ্যে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ১২০জন ছাত্রীকে মাসিক উপবৃত্তি প্রদান করা হয়েছে। দাতা সংস্থা সানজিনো-ইতালী এর সহযোগীতায়, বেসরকারী সংস্থা দলিত’র আয়োজনে এবং সংস্থার টিপসি প্রকল্পের আওতায় রোববার সকালে তালা সরকারি কলেজ হলরুমে উপবৃত্তি প্রদান ও উদ্বুদ্ধকরন সভার আয়োজন করা হয়।
দলিত’র টিপসি প্রকল্প ব্যবস্থাপক ফাহমিদা খাতুন’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, তালা সরকারি কলেজ’র অধ্যক্ষ প্রফেসর মো. গোলাম মোস্তফা। বিশেষ অতিথির বক্তৃতা করেন, তালা রিপোটার্স ক্লাবের সদস্য সচিব বি. এম. জুলফিকার রায়হান। দলিত’র সিডিও গোপীনাথ দাস’র পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে দলিত কর্মকর্তা শাওন শাহা, মুকুল দাস এবং দলিত’র উপকারভোগী কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়–য়া ছাত্রী ক্ষমা দেবনাথ, মৌসুমি, সীমা দেবনাথ, খাদিজা পারভীন সোহানা, আসমা খাতুন, মহিমা দাশ, অনিতা দাশ ও সূবর্না সরকার প্রমুখ বক্তৃতা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি চেচুয়া বহুমুখি ফাজিল মাদ্রাসার; এবতেদায়ীতে শিক্ষক ৪, শিক্ষার্থী ২৩!

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার আনুলিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের চেচুয়া মদিনাতুল উলুম বহুমুখি ফাজিল মাদ্রাসার এবতেদায়ী প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও খাতা কলমে শিক্ষার্থী দেখিয়ে চলছে উক্ত বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। মাদ্রাসায় এবতেদায়ী গ্রুপে ২৩ জন শিক্ষার্থীর জন্য নিয়োজিত আছেন ৪জন শিক্ষক। এবতেদায়ী মাদ্রাসায় এবতেদায়ীর প্রধান শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন আনোয়ারা খাতুন, সহকারী হিসেবে নিয়োজিত আছেন নির্মল চন্দ্র বাছাড়, মাওঃ তৈয়েবুর রহমান ও আঃ মালেক। এর মধ্যে আঃ মালেক অসুস্থ জনিত কারণে ছুটিতে আছেন। কিন্তু অভিযোগ আছে মাওঃ তৈয়েবুর রহমান প্রায় দিন সকালে স্কুলে হাজির হয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করে বিভিন্ন কারণে স্কুল থেকে বেরিয়ে যান। অন্যদিকে প্রধান শিক্ষক আনোয়ারা খাতুনের তো দেখাই মেলে না। ক্লাস রুমে গিয়ে দেখা গেছে স্কুলে ৪টি শ্রেনী কক্ষের মধ্যে একটি ব্যবহার উপযোগী। যেখানে ১০জন শিক্ষার্থীও বসতে পারবে না, কিন্তু ঐ শিক্ষা প্রতিষ্ঠানের একটি শ্রেণী কক্ষে ৩জন শিক্ষর্থীকে নিয়ে চলে শিক্ষা কার্যক্রম। আবার কোন কোন দিন শিক্ষার্থী না থাকায় বন্দ থাকে প্রতিষ্ঠান। এভাবেই চলছে চেচুয়া মদিনাতুল উলুম বহুমুখি ফাজিল মাদ্রাসার এবতেদায়ী সেকসানের শিক্ষা কার্যক্রম। এলাকাবাসী অভিযোগ উক্ত মাদ্রাসায় শিক্ষা নামে চলছে প্রতারণা। একটি শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা পাশাপাশি তার নাম এ এবতেদায়ী মাদ্রাসায় ব্যবহার করে চলছে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। আর এবিষয় গুলো জেনেও না জানার ভান করছেন সম্ভাব্য ও নব নির্মিত কমিটির নেতৃবৃন্দ। তবে অনুসন্ধানে জানাগেছে উক্ত কমিটির অধিকাংশ নেতৃবৃন্দ নাশকতা ও মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত বা পরিবারের কে না কেহ। বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে স্থানীয় ইউপি সদস্য ও অত্র প্রতিষ্ঠানে বিদ্যুৎ সাহী সদস্য এনামুল হক জানান প্রতিষ্ঠানে কর্মরত কিছু শিক্ষক নাশকতা মামলার আসামী ও মানবতা বিরোধী মামলার আসামীদের আত্মীয়। তিনি আরও বলেন স্কুল ছুটি থাকা কালিন সরকার বিরোধী শিক্ষকরা স্কুল রুমে বসে নাশকতার বিভিন্ন পরিকল্পা করেন। আনুলিয়া এউপি চেয়ারম্যান জানান, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে একটু সমস্যা চলছে। বিষয়টি মিমাংশা করার চেষ্টা চলছে। প্রতিষ্ঠানের সমস্যার বিষয় গুলি আমলে নিয়ে ব্যবস্থা নিতে প্রসাশনের সংশ্লিষ্ট কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করছেন সচেতন এলাকাবাসী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইন্সট্র্রাক্টর সাইদুল হকের প্রচেষ্টায় বদলে গেছে উপজেলা রিসোর্স সেন্টার

দেবহাটা ব্যুরো : রুচি আর সৃজনশীল ব্যক্তিত্ব উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সাইদুল হক। যার প্রচেষ্টায় উপজেলা রিসোর্স সেন্টার ও প্রাথমিক বিদ্যালয়গুলোতে এসেছে উল্লেখ যোগ্য পরিবর্তন। যার ফলে উপজেলা রিসোর্স সেন্টার হয়ে উঠেছে একটি দৃষ্টিনন্দিত ও আকর্ষণীয়। পরিবর্তন নিয়ে সাইদুর হকের সাথে কথা বললে জানা যায়, চাকুরীর শুরুতে দিনাজপুর জেলার বিরল উপজেলায় কর্মজীবন শুরু করেন। পর্যক্রমে দেবহাটায় যোগদান করে দেবহাটা উপজেলা রিসোর্স সেন্টারসহ কয়েকটি স্থানে এনেছেন দৃর্শমান পরিবর্তন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদের দিকনির্দেশনায় এবং তার রুচিশীল চিন্তা চেতনার বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন। উপজেলা রিসোর্স সেন্টারের বার্ষিক বাজেটের বাড়তি অর্থ এবং উপজেলা পরিষদের সার্বিক সহযোগীতায় পরিবর্তন এনে সু-সজ্জিত করেছেন। যার মধ্যে রয়েছে রিসোর্স সেন্টারের প্রশিক্ষণ কক্ষ সজ্জিত করণ, প্রশিক্ষণকারীদের জন্য মনোরম পরিবেশ, বিভিন্ন সৃষ্টিশীল ছবি ও হস্তশিল্পের সংযোজন, সীমানা প্রাচীর, গেইট, শিক্ষকদের জন্য গোলচত্তর স্থাপন, সাইকেল ও মোটরসাইকেল সেড নির্মাণ, নামাজের ঘর নির্মাণ, রাতে আলোকসজ্জা, সৌন্দয্যবর্ধক বিভিন্ন কর্মকান্ড, প্রাচীর ও দেয়ালে মহান ব্যক্তিদের বানী, ক্যাম্পাসে ফুলের বাগান ইত্যাদি। একই সাথে নিজ উদ্যোগে প্রাক-প্রাথমিক শ্রেণিতে শিক্ষা উপকরণ প্রস্তুত, শিক্ষা উপকরণ সরবাহ, প্রত্যেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আইসিটি জ্ঞান পৌছে দেওয়ার জন্য বিদ্যালয় গিয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান, ঝরে পড়া রোধে বিভিন্ন কৌশাল বাস্তবায়ন, শ্রেণি কক্ষগুলোতে সু-সজ্জিতকরণ, চাকুরীকালীন শিক্ষক-শিক্ষিকাদের প্রারাম্ভিক প্রশিক্ষণ প্রদানসহ নানামূখি কর্মকান্ড বাস্তায়ন। তিনি এসব কর্মকান্ড বাস্তবায়িত করায় ২০১৪ সালে বিভাগী পর্যায়ে শ্রেষ্ট ইন্সট্রাক্টর এবং পরবর্তীতে জাতীয় পর্যায়েও বিশেষ অবস্থান অর্জন করেন। পাশাপাশি সরকারি ভাবে ভূটানে শিক্ষার মান উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ গ্রহনের সুযোগ লাভ করেন। তিনি দেবহাটা উপজেলার রিসোর্স সেন্টারের যোগদানের পর অল্প সময়ে অসংখ্য অবদান রাখায় বিভিন্ন পর্যায় থেকে তিনি প্রশাংশায় ভূষিত হয়েছেন। সাথে সাথে শনিবার তার অবদানে উল্লেখ যোগ্য বিভিন্ন সৌন্দয্যবর্ধক কর্মকান্ড উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি উদ্বোধন করেন। একই সাথে বদলী জনিত কারনে তাকে দেবহাটা ছেড়ে শর্শা উপজেলার যোগদান করতে হয়েছে। তার এই অবদানের কথা দেবহাটাবাসী মনে রাখবে। সাথে সাথে তারমত প্রত্যেক কর্মকর্তা কর্মচারী যেনো নিজ কর্মস্থলকে সুনিপন ভাবে কাজ করে সোনার বাংলাদেশ গড়তে সহায়ক হিসাবে কাজ করার অনুরোধ জানিয়েছেন সচেতনমহল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতায় কে.বি আহ্ছানউল্লা জুনিয়র হাইস্কুলে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতায় কে.বি আহ্ছানউল্লা জুনিয়র হাইস্কুলের ৮৯ জন জে.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর রবিবার বেলা সাড়ে ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্জ একে মুনছুর আহমেদ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোনায়েম, সখিপুর কে.বি.এ কলেজের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মহসিন, কে.বি আহ্ছানউল্লা জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক শ্রীকুমার বসাক, বিদ্যালয়ের সহঃ সম্পাদক মোঃ শাহাদত হোসেন, সদস্য মোঃ রেজাউল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক শ্রী জগন্নাথ ঘোষ, দৈনিক দৃষ্টিপাতের নলতা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, দৈনিক আজকের সাতক্ষীরার নলতা প্রতিনিধ মোঃ তরিকুল ইসলাম লাভলু, শিক্ষক ব্রজ কুমার ঘোষ, শিক্ষক আল আজাদ, শিক্ষক মুরশিদা খানম প্রমূখ।
শিক্ষক আলমগী কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্র সায়েম আল জুবায়ের। ইসলামী সংগীত পরিবেশন করেন ৭ম শ্রেণির সাবিহা সুলতানা। গীতা পাঠ করেন ৭ম শ্রেণির ছাত্র সম্পদ বিশ্বাস। বিদায়ীদের পক্ষ থেকে মান পত্র পাঠ করেন আয়েশা সিদ্দিকা।
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন, অত্র বিদ্যালয়ের শিক্ষক কাজী আবেদুল ইসলাম,আলিনুজ্জামান শাহীন,আকরামুল হোসেন,মিহির সরকার,আনোয়ারা খাতুন, নাজমা খাতুন, মুন্নুজান কবীর, রহিমা সরোয়ারী ঝুমা, আমিনুর রহমান, রবিউল ইসলাম।
অনুষ্ঠানে বক্তরা বলেন, লেখা পড়া করে শুধু সার্টিফিকেট অর্জন করলে হবে না। তোমাদেরকে সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষকসহ সকল গুরুজনদের সম্মান করতে হবে। আমরা তোমাদেরকে এই সোনার বাংলায় সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। বর্তমানে আমরা কিছু ছাত্রদের দেখেছি রাস্তায় বেপরোয়া মটরসাইকেল চালাতে। তাদের এধরনের বেপরোয়া মটরসাইকেল চালানো দেখে আমরা হতবাক হয়ে যাই। এসময় তারা কোন শিক্ষক বা গুরুজনদের দেখেও না দেখার ভান করে নুন্যতম সম্মানটুকু না দেখিয়ে চলে যায়। আমরা তোমাদের কাছ থেকে এধরনের আশা করি না। আমরা চাই তোমরা সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের মুখ উজ্জ্বল কর। এবং সকল অভিভাকদের কাছে বিনীত অনুরোধ করছি অপ্রাপ্ত বয়স্ক আপনাদের সন্তানের প্রতি সচেতন হওয়ার আহবান করছি। এসময় বক্তার আরো বলেন, বিদ্যার সাথে বিনয়, শিক্ষার সাথে দীক্ষা, কর্মের সাথে নিষ্ঠা, জীবনের সাথে দেশপ্রেম এবং মানবীয় গুনাবলীর সংমিশ্রণ ঘটাতে পারলে সত্যিকারের আদর্শবান মানুষ হওয়া যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজকের সাতক্ষীরা’র নাম দিয়ে ভূয়া পরিচয়পত্র !

সম্প্রতি আমাদের নজরে এসেছে যে, জনৈক ফিরোজ জোয়াদ্দার নিজেকে “দৈনিক আজকের সাতক্ষীরা”র সাংবাদিক পরিচয়ে ভিজিটিং কার্ড ছাপিয়ে বিভিন্ন স্থানে নিজেকে উপস্থাপন করছেন। প্রকৃতপক্ষে ফিরোজ জোয়াদ্দার নামে দৈনিক আজকের সাতক্ষীরার কোন প্রতিনিধি নেই, কখনো ছিলোও না। যদি ওই ব্যক্তি কোথাও কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে দৈনিক আজকের সাতক্ষীরা’র পরিচয় ব্যবহার করে কোনপ্রকার সুবিধা দাবি করে তাহলে তা স্থানীয় প্রশাসনকে জানানো জন্য বলা হলো।
– বার্তা বিভাগ, দৈনিক আজকের সাতক্ষীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শাকিব খানের বিরুদ্ধে রাজমিস্ত্রির ৫০ লাখ টাকার মামলা

সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খানের বিরুদ্ধে হবিগঞ্জে ৫০ লাখ টাকার মানহানি মামলা করা হয়েছে। একই মামলায় “রাজনীতি” সিনেমার পরিচালক বুলবুল বিশ্বাস, প্রযোজক আশফাক আহমদকে আসামি করা হয়েছে।

মামলাটি করেছেন হবিগঞ্জের একজন রাজমিস্ত্রি। যার নাম ইজাজুল মিয়া। তিনি বানিয়াচং উপজেলা সদরের যাত্রাপাশা গ্রামের মোবারক মিয়ার ছেলে।

হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা জাহানের আদালতে রোববার (২৯ অক্টোবর) দুপুর ১টায় দায়ের করা হয় মামলাটি।

মানহানি মামলার কারণ হিসেবে জানানো হয়, রাজমিস্ত্রি ইজাজুল মিয়ার ব্যবহৃত মোবাইল ফোন নম্বর বিনা অনুমতিতে শাকিব তার ছবি ‘রাজনীতি’তে ব্যবহার করেছেন।

প্রায় ২ ঘণ্টা ১৬ মিনিট ১১ সেকেন্ডব্যাপ্তির সিনেমার ২৬ মিনিট ১২ সেকেন্ড সময়ে শাকিব খানের সঙ্গে নায়িকা অপু বিশ্বাসের ডায়ালগে শাকিব খান তার ফোন নম্বর হিসেবে ০১৭১৫-২৯৫২২৬ নম্বরটি উল্লেখ করেন।

তবে প্রকৃতপক্ষে গ্রামীণফোনের এই সংযোগ নম্বরটির মালিক হচ্ছেন ইজাজুল মিয়া।

তিনি দাবি করেন, ‘এই ঘটনার পর তার রাজমিস্ত্রি কাজ থেকে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। পরে সিএনজি চালিত অটোরিকশা চালনার সঙ্গে যুক্ত হয়েছেন। কিন্তু সেখানেও তার বিড়ম্বনার শেষ হয়নি।

সিনেমায় এই নম্বর দেয়ার পর ইজাজুলের নম্বরে অসংখ্য ফোন আসতে থাকে। তাদের বেশিরভাগই মেয়েদের নম্বর।

এ ছাড়া শাকিব খান মনে করে খুলনা থেকে এক গৃহকর্মী চলে আসেন বানিয়াচংয়ে ইজাজুলের বাড়িতে। এ ধরনের বিভিন্ন বিব্রতকর ঘটনায় ১ সন্তানের জনক ইজাজুলের সংসার ভাঙার উপক্রম হয়।

এ অবস্থায় অনুমতি ছাড়া সিনেমায় মোবাইল নম্বর ব্যবহার এবং তা প্রচারের ঘটনায় প্রতারণা ও ৫০ লাখ টাকার মানহানির মামলা করা হয়।

মামলার বাদীপক্ষের আইনজীবী এম এ মজিদ গণমাধ্যমকে জানান, ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘রাজনীতি’ চলচ্চিত্রের একটি দৃশ্যে নায়ক শাকিব খান নায়িকা অপু বিশ্বাসকে একটি মুঠোফোন নম্বর দেন। ওই নম্বরটির গ্রাহক বাদী ইজাজুল। চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর শাকিব খানের মুঠোফোন নম্বর মনে করে অসংখ্য নারী-পুরুষ ইজাজুলকে ফোন করতে থাকেন। দেশ-বিদেশ থেকে শাকিব ভক্তদের আসা এসব ফোনে অতিষ্ঠ হয়ে পড়েছেন বাদী ইজাজুল। ব্যক্তি জীবনেও নানা সমস্যায় পড়েছেন তিনি।

এ বিষয়ে আজ দুপুর ২টার দিকে গণমাধ্যমের সাথে কথা হয় ছবিটির প্রযোজক আশফাক আহমেদ ও পরিচালক বুলবুল বিশ্বাসের। তারা দুজনই জানান, কিছুক্ষণ আগে তারা মামলার বিষয়টি জেনেছেন। তবে তারা এ বিষয়ে কোন ধরনের মন্তব্য করতে চান না। কারণ তারা এখনও আনুষ্ঠানিকভাবে মামলার কোন কাগজপত্র হাতে পাননি।

উল্লেখ্য, গত রোজার ঈদে সারাদেশে মুক্তি পায় শাকিব খান-অপু বিশ্বাস জুটির সিনেমা ‘রাজনীতি’। এতে আরও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শহীদুল আলম সাচ্চু, আলীরাজ, সাদেক বাচ্চু, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী কর জয়াসহ আরও অনেকেই। ছবিটি বাণিজ্যিক দিক থেকেও সফলতার মুখ দেখেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এমন জুতা, ১২৫ কোটি টাকা দাম!

পায়ের নিচে থাকবে ১২৫ কোটি টাকা (১৫ দশমিক ১ মিলিয়ন ডলার)! অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। যুক্তরাজ্যের ডিজাইনার ডেবি উইংহাম এমনই একজোড়া জুতার নকশা করেছেন, যার এই আকাশছোঁয়া মূল্য ধরা হয়েছে। তাঁর দাবি, এটাই বিশ্বের সবচেয়ে দামি জুতা।

গলফ নিউজের খবরে বলা হচ্ছে, দুবাইয়ের একটি হোটেলে আগামী ১ নভেম্বর জুতাজোড়া প্রদর্শন করা হবে। হোটেলটির ১০ বছর পূর্তি উদযাপন করতে এ আয়োজন করা হয়েছে।

জুতাজোড়ায় ব্যবহার করা হয়েছে এক হাজার হীরা। ধরন ও আকারের দিক দিয়ে হীরাগুলো একেবারেই আলাদা। সেটিতে দুটি তিন ক্যারেট মানের গোলাপি, দুটি নীল ও চারটি সাদা হীরা ব্যবহার করা হয়েছে। পুরো জুতাজোড়া হাতে তৈরি। সেটি তৈরি করতে কারিগরদের সময় লেগেছে কয়েকশ ঘণ্টা।

১৮ ক্যারেট স্বর্ণের সুতা দিয়ে সেলাই করা হয় জুতাজোড়া। জুতায় দেওয়া হয়েছে সোনার রঙের পালিশ। এমনকি ভেতরও বাঁধানো হয়েছে সোনা দিয়ে। জেসমিন ফুলের আদলে জুতাটি নকশা করা হয়েছে বলে জানিয়েছেন ডিজাইনাররা।

এ বিষয়ে একজন কারিগর জানান, জুতাজোড়া জন্মদিনের উপহারের জন্য তৈরি করা হয়েছে। এ জন্য দামটা একটু কম রাখা হয়েছে। না হলে জুতার মূল্য আকাশ ছুঁয়েই ফেলত।

ডিজাইনার ডেবি তাঁর ইনস্টাগ্রামে লেখেন, ‘সবচেয়ে দামি জুতা একজন আরব আমিরাতের ক্রেতার জন্য তৈরি করেছি। আমি খুবই আনন্দিত।’

ডেবি ‘ফিউচার অব ফ্যাশন একাডেমি’র প্রতিষ্ঠাতা। এর আগে এই বিখ্যাত ডিজাইনার ৬৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের কেক ও ১৫ মিলিয়িন ডলার মূল্যের পোশাক তৈরি করে সুনাম কুড়িয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দাউদ ইব্রাহিমের চরিত্রে ইরফান, মাফিয়া কুইন দীপিকা!

দাউদ ইব্রাহিম। আন্ডারওয়ার্ল্ড জগতের ত্রাস তিনি।
তাকে নিয়ে গল্প ও গুজবের কোনও শেষ নেই। নিত্য নতুন চমকপ্রদ খবর আসে তাকে ঘিরে। এ মাফিয়া ডনকে নিয়ে বেশ কয়েকটি সিনেমাও তৈরি হয়েছে। তবে এবার দাউদের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউডে পরীক্ষীত অভিনেতা ইরফান খান। আর তার সঙ্গে মাফিয়া কুইন হিসেবে থাকছেন হালের হার্টথ্রুব নায়িকা দীপিকা পাড়ুকোন।

জানা গেছে, গ্যাংস্টার ড্রামা নিয়ে তৈরি ‘স্বপ্না দিদি’ সিনেমায় একসঙ্গে হাজির হবেন তারা।
অবশ্য দাউদ ইব্রাহিমের চরিত্রে ইরফানই যে প্রথম অভিনয় করছেন বিষয়টি তা নয়। এর আগে ফারহান আখতার, সিদ্ধান্ত কাপুর ও হৃষি কাপুর দাউদ ইব্রাহিমের চরিত্রে অভিনয় করেছেন।
সিনেমায় অভিনয় বিষয়ে ইরফান খান বলেন, অ্যাকশননির্ভর গল্প নিয়ে এ সিনেমা।
এখনও সিনেমার গল্প তৈরির কাজ চলছে। চরিত্রের জন্য নিজেকে তৈরি করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest