সর্বশেষ সংবাদ-
খুলনায় ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি  মাদক বিক্রিকালে গ্রেফতার ওয়ারেন্টভুক্ত আসামি আল আমিনআশাশুনিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতসাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট নির্বাহী কমিটির নির্বাচন: ৭টি পদের বিপরীতে ২৬ টি মনোনয়নপত্র বিক্রিজুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে জামায়াতের বিক্ষোভআশাশুনিতে স্থানীয় পর্যায়ে কর্মশালা  সাতক্ষীরা জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্নকলারোয়ায় মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরা হল না কিশোর নয়নেরসাতক্ষীরায় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বোয়ালিয়ায় পৌষের পিঠা উৎসবে অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা

কলারোয়ার লারোয়া প্রতিনিধি: গ্রাম বাংলার শত বছরের ঐতিহ্যের স্মৃতিবাহি বাহারী স্বাদের আর বাহারী রকমের পিঠা নিয়ে এমনই এক দিনব্যাপী উৎসব হয়ে গেলো সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নে বোয়ালিয়ার মমতাজ নগর গ্রামে। এই মমতাজ নগরে রোববার সকালে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। কুয়াশায় ঢাকা সকালে ও সন্ধ্যায় হিমেল বাতাসে মুখরোচক পিঠার স্বাদ নেওয়া ভোজন বিলাসী বাঙালির ঐতিহ্যের অংশ। এই পৌষের হিম হিম ঠান্ডায় কলারোয়া উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুকের সার্বিক তত্ত্বাবধানে মমতাজ নগরে প্রতিবারের ন্যায় এ উৎসব অনুষ্ঠিত হয়। এই পিঠা উৎসবে দুপুরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মেরিনা পারভীন। এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দেব নাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রিয় ইউপি চেয়ারম্যান ও অষ্টোলিয়ান প্রবাসী আলতাফ হোসেন লাল্টু, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, অধ্যাপক আবির হোসেন, কলারোয়া থানার এএসআই শাহিন, দৈনিক নওয়াপাড়া পত্রিকার কলারোয়া সংবাদদাতা তাজউদ্দিন আহমেদ রিপনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এই পিঠা উৎসব জুড়ে বিভিন্ন স্টলে স্থান পেয়েছে বাহারি পিঠার বিশাল আয়োজন। পিঠাপ্রেমীদের চাহিদা মেটাতে বিভিন্ন ধরনের দেশি ঐতিহ্যবাহী পিঠার সুবিশাল আয়োজন ছিলো এই পিঠা উৎসবে। অতিথিরা এই আয়োজন উপভোগ করেন রোববার সন্ধ্যা পর্যন্ত। পিঠা উৎসবে দেশীয় পিঠার পাশাপাশি বিভিন্ন রেসিপি’র সংমিশ্রণে পিঠার নতুন নতুন সংস্করণও পরিবেশন করা হয়। পিঠা উৎসবে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন তাদের নিজস্ব পরিবেশনার মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ নেয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাউন্সিলর সেলিমের পিতার দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা পৌরসভার প্যনেল মেয়র, ১নং ওয়াডের নির্বাচিত কাউন্সিলর সেলিমের পিতা আলহাজ্ব মো: মোবারক হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। রোববার বাদ যোহর কাটিয়া ফতেমা প্রি-ক্যাডেট স্কুল চত্বরে তার নামাজে যানাজা অনুষ্ঠিত হয়। যানাজা নামাজে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়াম্যান ও নজরুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, জেলা জাতীয় পার্টির সভাপতি আজহার হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত হোসেন, পৌর কাউন্সিলর শেখ সেলিম, শফিকুল আলম বাবু, সৈয়দ মাহমুদ পাপা, কাজী ফিরোজ হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মাতিন জমাদ্দার, রোটারী ক্লাব অব সাতক্ষীরার সভাপতি ইনসান বাহার বুলবুল, জাকির হোসেন প্রমুখ। যানাজা নামাজ পরিচালনা করেন মাও: আব্দুর রাজ্জাক। নামাজে যানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। আগামী মঙ্গলবার বাদ আসর মরহুমের রুহের মাগফেরাত কামনায় তার নিজস্ব বাসভনে দোয়া মাহফিলের

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভূমিহীনদের মাঝে গণফোরামের শীতবস্ত্র বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি: সারাদেশের ন্যায় সাতক্ষীরাতেও বইছে শৈত্য প্রবাহ। ফলে জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। সেই সাথে গরিব, অসহায় ও দুস্থ্যদের বেড়েছে চরম ভোগান্তি। কনকনে তীব্র শীতে শীতবস্ত্র (কম্বল) নিয়ে অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়ালেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতি। রবিবার বিকাল ৫টায় পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন জেলা ভূমিহীন সমিতির অস্থায়ী কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা গণফোরামের সাধারণ সম্পাদক আলীনুর খান বাবুল। জেলা ভূমিহীন নেত্রী সাবেরা খাতুন, সদর উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি আ: রহমান বাবু, সাধারণ সম্পাদক শেখ মাজহারুল আজম, শহর ভূমিহীন সমিতির সভাপতি ইদ্রিস বিশ্বাস(সাগর), সাধারণ সম্পাদক ফখরুল আহমেদ(সাগর), বিশিষ্ট সমাজসেবক আবুল কাশেম, জাফর আলী, ফারুক আহমেদ(সাগর), ওয়ারেশ হোসেন টুটুলসহ ভূমিহীন নেতৃবৃন্দ। এসময় ১৫০ পিচ কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করা হয়। এসকল শীতবস্ত্র পেয়ে অসহায় ও দরিদ্রব্যক্তিরা ভূমিহীন সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জয় মহাপ্রভূ সেবক সংঘের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় অসহায় দুস্থ শীতার্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে শহরের পুরাতন সাতক্ষীরা জেলা মন্দির প্রাঙ্গণে জয় মহাপ্রভূ সেবক সংঘ জেলা শাখার আয়োজনে জয় মহাপ্রভূ সেবক সংঘ জেলা যুব কমিটির সভাপতি রনজিৎ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শীতার্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় তিনি বলেন, সারা দেশের ন্যায় সাতক্ষীরাতে বইছে শৈত্যপ্রবাহ। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেই সাথে গরীব, অসহায় ও দুঃস্থদের বেড়েছে ভোগান্তি। আমার নির্বাচনী এলাকার অসহায় দরিদ্র শীতার্থ মানুষকে শীতে কষ্ট পেতে দেব না।’ এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, জয় মহাপ্রভূ সেবক সংঘ জেলা শাখার সভাপতি বিশ^নাথ ঘোষ, সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি বিকাশ চন্দ্র দাস, যুব কমিটির সদস্য বাসু দেব, সুমন অধিকারী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জয় মহাপ্রভূ সেবক সংঘ যুব কমিটির সাধারণ সম্পাদক মিলন কুমার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নওয়াবেঁকী প্রিমিয়ার লীগের ষষ্ঠ আসর উদ্বোধন

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের সর্বাধিক জনপ্রিয় ক্রিকেট লীগ নওয়াবেঁকী প্রিমিয়ার লীগ (ঘচখ) এর উদ্বোধনী অনুষ্ঠান ও খেলোয়াড়দের দল নির্ধারণ গত ১৩ জানুয়ারী সন্ধ্যা ৮ টার সময় আটুলিয়া ইউনিয়ন পরিষদে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন ঘোষণা করেন আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি গাজী কামরুল ইসলাম ও নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশানের নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান। নওয়াবেঁকী ক্রিকেট একাডেমির আয়োজনে অনুষ্ঠান সভাপতিত্ব করেন টুর্ণামেন্ট কমিটির সভাপতি শহিদুল ইসলাম মোড়ল। অনুষ্ঠানের ২য় পর্বে প্রজেক্টরে খেলোয়াড়দের ছবি ও পরিচিতি দেখানো হয় এবং লটারী অনুষ্ঠিত হয়। ছয়টি দলের অংশ গ্রহনে আগামী ১৯ জানুয়ারী থেকে নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ঋষি সম্প্রদায়ের বিক্ষোভ ও মানববন্ধন

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে সংখ্যালঘু ঋষি সম্প্রদায়ের উচ্ছেদ ও জমি জবর দখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় উপজেলা সদরের খানবাহাদুর আহছানউল্লা সেতু সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরালের পাদদেশে মথুরেশপুর ইউনিয়নের রায়পুর ও বেলপুর গ্রামে বসবাসকারী ঋষি পল্লীর শতাধীক নারী ও পুরুষ বিক্ষোভ ও মানবন্ধন কর্মসূচি পালন করে। ৯নং ওয়ার্ড সদস্য শওকাত হোসেনের সভাপতিত্বে সংখ্যালঘু ঋষি সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জিএম আব্দুল হাকিম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ালীগের সভাপতি সজল মুখার্জী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, মনির হোসেন, নুর মোহাম্মাদ, ঋষি পরিবারের পক্ষে তপন কুমার মন্ডল, অনিল কুমার মন্ডল, সুবর্ণা মন্ডল ও কমলা রানী মন্ডল প্রমুখ। এসময় বক্তারা ভুমিদস্যু ইউপি সদস্য তোহার ও ফেরদৌস গংদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘাটায় সানি ভাটার মাটি বহনকালে এলাকাবাসীর সড়ক অবরোধ

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় মেসার্স সানি ব্রিকস এর ইট প্রস্তুত এর জন্য মাটি বহনকালে এলাকাবাসি সড়ক অবরোধ করে বন্ধ করে দেয়। রোববার সকালে পাটকেলঘাটা বলরামপুরে অবস্থিত মেসার্স সানি ব্রিকস কাদিকাটি মাঠ হতে কৃষিজমির মাটি কেটে ভাটায় নেওয়ার সময় রাস্তা নষ্টহচ্ছে এ অভিযোগে সড়ক অবরোধ করে পরিবহন কার্য্যবন্ধ করে দেয়। ঘটনা অনুসন্ধানে দেখা যায়, এলাকার ভাটা মালিকরা তাদের ইচ্ছামত ভারি যানবহন দ্বারা গ্রামীণ সড়কগুলো দিয়ে মাটি পরিবহন করে রাস্তাগুলি নষ্টকরে ফেলছে যার খেসারাত দিতে হচ্ছে এলাকায় বসবাসরত জনসাধারণকে। বিশেষকরে বর্ষা মৌসুমে ভোগান্তি চরমে পৌছায় গ্রামের মানুষগুলি সে সময় এক বাড়ী হতে অন্য বাড়ী বা প্রয়োজনীয় কাজে বাজারঘাটে যেতে তাদের নাভিঃশ্বাস ওঠে, জরুরি রুগী চিকিৎসার জন্য হাসপাতালে নিতে হলে কোলে করে নেওয়ার অবস্থা তৈরি হয়। এলাকাবাসী প্রতিবাদ স্বরুপ প্রথমে রাস্তার মাঝে কচাগাছের গোড়া বসিয়ে দেয় কিন্তু ভাটা কর্তৃপক্ষ স্হানীয় জনপ্রতিনিধিদের ম্যনেজকরে সেটি উপড়ে ফেলে পুনরায় পরিবহন শুরু করলে এলাকাবাসী সড়ক অবরোধ করতে বাধ্য হয় এবং ভাটা মালিকদের এ অনৈতিক কাজের প্রতিবাদ জানায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানউন্নয়নে ব্যতিক্রম উদ্যোগ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শিক্ষার মানউন্নয়নে ব্যতিক্রম উদ্যোগ নেওয়া হয়েছে। স্কুলটি ১৯৭১ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি পরিবর্তন হওয়াতে ব্যাপক উন্নয়ন ঘটেছে। আর এই ধারাবাহিকতা ধরে রাখেতে রবিবার বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের প্রত্যেকের মাঝে একটি ডায়েরি ও একটি ক্যালেন্ডার প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহিরুজ্জামান জানান, ডায়েরীতে ছাত্র-ছাত্রীরা তাদের নিজেদের পড়া, বিদ্যালয়ের ও বাড়ির কাজ লিখে রাখবে। সাথে সাথে বিদ্যালয়ের শিক্ষকরা প্রতি সপ্তাহের হাজিরা ও পড়ালেখার উপর মন্তব্য লিখবে যেটা পরবর্তী দিন অভিভাবকের স্বাক্ষর নিয়ে বিদ্যালয়ে দেখতে হবে। এতে ছাত্র-ছাত্রীরা লেখাপড়ার বাহিরে কোন কিছু করলেই ধরা পড়ে যাবে। শিক্ষক ও অভিভাবকরা ছাত্র-ছাত্রীদের মাঝে ভ্রাতিত্ব বোধ গড়ে উঠার পাশাপাশি সকল রকম সমস্যা সহজে চিহ্নত করে সমাধান করা যাবে। রবিবার বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন উপলক্ষ্যে প্রত্যেক শিক্ষার্থীকে এই কর্মসূচির আওতায় আনা হয়। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে নতুন আনন্দের সৃষ্টি হয়। এসময় বিদ্যালয়য়ের সকল শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। এদিকে, বিদ্যালয়ের শিক্ষকদের এই উদ্যোগকে স্বাধুবাদ জানিয়েছেন অভিভাবক স্থানীয়রা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest