সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় প্রতিপক্ষের হামলায় জখম-২সখিপুরে জামায়াতের এমপি প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের পথসভাসাতক্ষীরায় বিবিসি মিডিয়া অ্যাকশনের তিন দিনব্যাপী প্রশিক্ষণনানা আয়োজনে সাতক্ষীরা মুক্ত দিবস উদযাপনজাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন: সাতক্ষীরায় নবাগত এসপিআশাশুনির আনুলিয়া ও কাপসন্ডায় সড়ক নির্মান কাজে দুর্নীতির অভিযোগবাঁশদহে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়াকেন্দ্রীয় ছাত্রদল নেতাদের বিরুদ্ধে ‘উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার’: সাতক্ষীরা শহর ছাত্রদলের নিন্দাসাতক্ষীরার আপন প্রেসিডেন্ট’স স্কাউট এ্যাওয়ার্ড অর্জন করেছেমুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা দেবহাটা মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা

উড়ে গেলো ভারত!

উড়ে গেলো ভারত!

কর্তৃক Daily Satkhira

সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১৩৫ রানের বিশাল ব্যবধানে হেরেছে ভারত। যার ফলে সিরিজে ২-০ তে পিছিয়ে গেলো সফরকারীরা। পাশাপাশি তিন টেস্টের সিরিজে ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিলো দক্ষিণ আফ্রিকা।

প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টে ৪ দিনে হেরেছিল ভারত, এর মাঝে বৃষ্টির কল্যাণে একদিন বল মাঠেই গড়ায় নি। এদিকে দ্বিতীয় টেস্টের প্রথম চার দিন লড়াই করলেও পঞ্চম দিনে পাত্তাই পেলো না বিরাট কোহলিরা। যদিও চতুর্থ দিনের শেষ বিকেলে ৩ উইকেট হারানোর পাশাপাশি ম্যাচ থেকে ছিঁটকে গিয়েছিল ভারত। পঞ্চম দিনে এসে ম্যাচের গতি পাল্টাতে পারে নি ভারতীয়রা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রবি শাস্ত্রীর দল।

টেস্ট জয়ের জন্য ২৮৭ রানের টার্গেটে মাত্র ৮৭ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে ভারত। পরাজয় যখন চোখের সামনে তখন কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকায় চলতি সফরের আগের তিন ইনিংসে (১০, ১১, ১০) সর্বোচ্চ ১১ রান করা রোহিত চতুর্থ ইনিংসে ৭৪ বলে ৪৭ রান করেন। রোহিতের পর সর্বোচ্চ ২৮ রান করেন পেসার মোহাম্মদ সামি। প্রথম ইনিংসে একাই ১৫৩ রান করা ভারত অধিনায়ক বিরাট কোহলি গতকাল লুঙ্গির বলে আউট হয়েছিলেন মাত্র ৫ রানে।

ডেল স্টেইনের ইনজুরির কারণে এই ম্যাচে অভিষেক হয়েছিল পেসার লুঙ্গি এনগিডির। প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছেন ২১ বছর বয়সী এই তরুণ। প্রথম ইনিংসে ১ উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৬টি উইকেট। আর লুঙ্গির গতিতে ১৫১ রানেই গুটিয়ে গেছে ভারত। পরাজয় ১৩৫ রানে। লুঙ্গির পাশাপাশি ৩ টি উইকেট দখল করেছেন আরেক পেসার কাগিসো রাবাদা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এক লাখ ১৫ হাজার টাকা খেয়ে ফেললো ষাঁড়!

সামনে পেয়ে টাকা অবলীলায় খেয়ে ফেলেছে ষাঁড়টি। এরই মধ্যে তার পেটে লক্ষাধিক টাকা ঢুকেছে। টাকাখেকো এ ষাঁড় নিয়ে বিপদে পড়েছেন মালিক রমজান আলী। একটি সংস্থার মাধ্যমে কেনা ষাঁড়টি বিক্রি করার অনুমতিও পাচ্ছেন না তিনি।

বুধবার (১০ জানুয়ারি) মালিকের জ্যাকেটে থাকা এক লাখ ১৫ হাজার টাকা খেয়ে ফেলে ষাঁড়টি।

রমজান আলী বাড়ি পঞ্চগড় সদর উপজেলার জগদল সর্দারপাড়া এলাকায়। স্থানীয় বাজারে পানের দোকান রয়েছে তাঁর। রমজানের চার সন্তানের মধ্যে তিন মেয়ে স্কুলে অধ্যয়নরত। ছেলেটির বয়স তিন বছর। অর্থকষ্টে থাকা রমজান তিন মাস আগে কাজী শাহেদ ফাউন্ডেশন থেকে কিস্তিতে ষাঁড়টি কেনেন। শাহিওয়াল ষাঁড়টির আচরণ এমনিতে স্বাভাবিক ছিলো।

গত ১০ জানুয়ারি রমজান নিজ দোকানে হালখাতা করেন বকেয়া টাকা আদায়ের উদ্দেশ্যে। দোকানে বকেয়া দুই লাখ টাকার মধ্যে এক লাখ ১৫ হাজার টাকা আদায় করে গভীর রাতে বাড়ি ফেরেন তিনি। টাকাসহ জ্যাকেটটি মাথার কাছে রেখে ঘুমিয়ে পড়েন তিনি। সকালে ঘুম থেকে উঠে দেখেন, জ্যাকেটটি ঘরের ভাঙা বেড়ার ফাঁকে ঝুলে আছে। কিন্তু পকেটে টাকা নেই।

ও পাশে অবস্থান করা ষাঁড়টির দিকে তাকাতেই দেখা যায়, এক হাজার টাকার একটি নোট মুখে ঢুকিয়ে চিবাচ্ছে। ক্ষতিগ্রস্ত ওই নোট রমজান কোনোক্রমে মুখ থেকে বের করলেও বাকি টাকার সন্ধান মেলেনি। এ দৃশ্য দেখার পর রমজান মূর্ছা যান। পরে তাঁকে নিতে হয় হাসপাতালে। এ ঘটনা যাচাইয়ের জন্য ষাঁড়টির সামনে টাকা রেখে পরীক্ষা করা হয়েছিলো কিন্তু ষাঁড়টি তা খেয়ে নিচ্ছে।

এ বিষয়ে প্রতিবেশী মতিয়ার রহমান বলেন, আমরা প্রথমে ঘটনা বিশ্বাস করিনি। পরে নিজেরা পরীক্ষা করে দেখেছি গরুটি টাকা খায়।

স্থানীয় ইউপি সদস্য আজিজার রহমান বলেন, আমি রমজানের বাড়ি গিয়ে দেখেছি ঘটনাটি সত্যি। বেচারার খুব কষ্টে উপার্জন করা টাকা ষাঁড়টি খেয়ে ফেলেছে। আমরা তাঁকে যথাসাধ্য সহযোগিতার চেষ্টা করব।

ক্ষতিগ্রস্ত রমজান আলী বলেন, চোরের ভয়ে টাকাসহ জ্যাকেটটি ঘুমের সময় কাছেই রেখেছিলাম। কিন্তু কী করে বুঝব, ষাঁড়টি টাকা খেয়ে নেবে। এখন ষাঁড় বিক্রি করে দিতে চাচ্ছি, কিন্তু কাজী শাহেদ ফাউন্ডেশন থেকে অনুমতি দিচ্ছে না। এখন কিভাবে সংসার চালাব, কিভাবেই বা ঋণের টাকা শোধ করব?

কাজী শাহেদ ফাউন্ডেশনের চিকিৎসক শফিকুল ইসলাম বলেন, আমরা বিষয়টি ঊর্ধ্বতনদের জানিয়েছি। তাঁরা এ বিষয়ে কোনো ক্ষতিপূরণ দেবেন না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে হারল হাথুরুসিংহের শ্রীলঙ্কা

ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হয় শ্রীলঙ্কা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৯০ রান করে জিম্বাবুয়ে। জয়ের জন্য ২৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৭৮ রানে অলআউট হয়েছে অ্যাঞ্জেলো ম্যাথুসের দল। তাতে চন্ড্রিকা হাথুরুসিংহের দলটিকে ১২ রানে হারের তিক্ত স্বাদ দেয় জিম্বাবুয়ে

শ্রীলঙ্কা: ২৭৮/১০ (৪৮.১ ওভার)। থিসারা পেরেরা (৬৪), ধনঞ্জয়া (৮), ডি সিলভা (১১), গুনারত্নে (৪), চান্দিমাল (৩৪), ম্যাথুস (৪২), কুশাল পেরেরা (৮০), কুশাল মেন্ডিস (০), থারাঙ্গা (১১) ।

জিম্বাবুয়ে: ২৯০/৬ (৫০ ওভার)। রাজা ৮১, মাসাকাদজা ৭৩, টেলর ৩৮ ও সলোমান মিরে ৩৪, সলোমান মিরে (৩৪), এরভিন (২), মাসাকাদজা (৭৩), টেলর (৩৮), ওয়ালার (২৯) ও মুর ১৯।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বছর পূর্ণ হলেও উদঘাটন হয়নি ছাত্রলীগ নেতা ইমন হত্যার রহস্য

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় কলেজ ছাত্র ও ছাত্রলীগ নেতা ইমন হত্যার এক বছর পূর্ণ হলেও পুলিশ আজও ঘটনার রহস্য উদঘাটন করতে পারেনি। যে কারণে মামলার বাদি ও হত্যার শিকার ইমনের মা-বাবা হতাশায় ভুগছেন। তারা অনতিবিলম্বে প্রকৃত হত্যাকারিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে। সাতক্ষীরা সদর থানায় দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার শেখ হাসিবুল হাসান ওরফে ইমন (২১) খুলনা আযম খান কমার্স কলেজে অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র ছিল। একই সাথে তিনি সাতক্ষীরা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন। ঘটনার তারিখ ২০১৭ সালের ১৬ জানুয়ারি রাত অনুমান নয়টার দিকে ইমনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও ইমন ফোন রিসিভ করেনি। এমনকি ওই রাতে ইমন বাড়িতেও ফেরেনি। এ বিষয়ে ইমনের মা-বাবাসহ সকলেই চিন্তিত হয়ে পড়েন। পরদিন সকাল (১৭ জানুয়ারি) নয়টার দিকে বাদীসহ পরিবারের লোকজন জানতে পারেন সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের মাটিয়াডাঙা গ্রামের একটি মাছের ঘেরের মধ্যে ইমনের লাশ পাওয়া গেছে। খবর পেয়ে বাদীসহ অনেকেই ওই স্থানে যেয়ে ইমনের লাশ সনাক্ত করেন। পুলিশ সুরতাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য ইমনের লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় ইমনের চাচা আলমগীর হোসেন বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-২৭, তারিখ-১৭/০১/২০১৭ইং। ধারা-৩০২/৩৪। মামলায় অজ্ঞাত নামা আসামী করা হয়। পুলিশ এ মামলায় ওই দিনই তিনজনকে গ্রেফতার করে রিমান্ডে আনে। এরা হচ্ছে সুলতানপুর গ্রামের শেখ হাফিজুর রহমান ওরফে শাহ আলমের ছেলে শেখ মোস্তাফিজুর রহমান ওরফে মুরাদ, একই গ্রামের শেখ সেলিমুর রহমান সেলিমের ছেলে শেখ বখতিয়ার রহমান ওরফে বিপ্লব এবং রাজা মোল্লার ছেলে রেজাউল মোল্লা ওরফে রনি। পুলিশ তাদেরকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করে কোন তথ্য উদঘাটন করতে পারেনি। এক পর্যায়ে আসামীরা আদালত থেকে জামিনে মুক্তি পায়। এর কিছুদিন পর এ মামলায় সন্দেহ ভাজন আর একজনকে গ্রেফতার করে পুলিশ। তিনি হলেন সুলতানপুর গ্রামের কাজী ওহাব আলী সরদারের ছেলে কাজী শহিদুল ইসলাম। তাকে পুলিশ রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ চালায়। এ সময় আসামী শহিদুল মামলার বাদী আলমগীর হাসান ওরফে আলমের হত্যায় সম্পৃক্ততা আছে বলে পুলিশের কাছে জানায়। কিন্তু আদালতে বিচারকের সামনে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার সময় আসামী শহিদুল জানান, পুলিশ নির্যাতন করে তার মুখ থেকে জোর করে বাদী আলমগীর হাসানের নাম বের করে। এক পর্যায়ে এ আসামীও আদালত থেকে জামিনে বের হয়। বিষয়টি নিয়ে ইমনের বাবা-মা ও তার পরিবারের সদস্যদের সাথে বাদী আলমগীরের সম্পর্কের ঘাটতি হয়।
এদিকে, সদর থানা পুলিশের একাধিক কর্মকর্তা মামলাটির তদন্ত করে কোন কুল কিনারা না পাওয়ায় তদন্ত ভার সাতক্ষীরা সিআইডির ওপর ন্যস্ত হয়। যা আজও তদন্তাধীন রয়েছে। এব্যাপারে তদন্ত কর্মকর্তা সিআইডি হাবিবুর রহমান জানান, ঘটনার এক বছর পূর্ণ হলেও আমি তদন্তভার পেয়েছি অনেক পরে। তিনি জানান, তদন্ত কাজ চলছে। ইতোমধ্যে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদেরকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে। তাড়াতাড়ি ঘটনার প্রকৃত রহস্য ও দোষীদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ সাব-রেজিস্ট্র্রি অফিসের দোয়া অনুষ্ঠান

কালিগঞ্জ ব্যুরো : “নিবন্ধন পরিদপ্তর থেকে নিবন্ধন অধিদপ্তরের” উন্নীত হওয়ায় কালিগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর দেড়টায় সাব-রেজিষ্ট্রি অফিসের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাব-রেজিষ্ট্রার পার্থ প্রতীম মুখার্জ্জীর সভাপতিত্বে বর্তমান সরকারের রুপকল্প ২০২১ বাস্তবাযনের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর অনুশাসনের প্রেক্ষিতে গনপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি অসীম কৃতজ্ঞতা এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আনিসুল হক এমপিকে প্রাণঢালা অভিনন্দন জানানো হয়। উপজেলা দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক গোলাম আইয়ুব জুলু‘র সঞ্চালনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি রামচন্দ্র চক্রবর্তি, সাধারণ সম্পাদক আলহাজ্ব নূর আব্দুল বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাবরেজিষ্ট্রি অফিসের অফিস সহকারী মিজানুর রহমান প্রমুখ। এসময় সাব-রেজিষ্ট্রার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় ও আন্তরিকতায় নিবন্ধন পরিদপ্তরকে নিবন্ধন অধিদপ্তরে উন্নীত করা হয়েছে। এখন থেকে ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে সাব-রেজিষ্ট্রি অফিসের সকল কার্যক্রম পরিচালিত হবে। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাব-রেজিষ্ট্রি অফিস জামে মসজিদের খতিব মাওলানা এমদাদুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘাটায় কৃত্রিম যানজটে পথচারীদের দুর্ভোগ চরমে!

সমীর দাশ, পাটকেলঘাটা: কৃত্রিম জানজটের কবলে পড়ে প্রতিনিয়ত চরম দুর্ভোগের শিকার হচ্ছে পাটকেলঘাটা সড়কগুলো দিয়ে চলাচলকারি পথচারীরা। বুধবার ১৭ জানুয়ারি তালা উপজেলার পাটকেলঘাটা বাজার উপজেলার প্রধান বাণিজ্যকেন্দ্র কাঁচামাল থেকে শুরুকরে মুদিমাল, এককথায় মানুষের প্রয়োজনের সবকিছু পাইকারী ও খুচরা খরিদ করতে পার্শবর্তী উপজেলা থেকেও মানুষ প্রতিনিয়ত এ বাজারে আসছে, পাটকেলঘাটা প্রশাসনিক থানা এখানে। সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ এর প্রধান কার্যালয় এখানে। তালা উপজেলা ভূমি অফিস এখানে, সাতক্ষীরা-খুলনা, সাতক্ষীরা-যশোহর মহাসড়ক এ বাজারের উপর দিয়ে সার্বিক কারণে হাজার হাজার মানুষ প্রতিদিন এ সড়কগুলো ব্যবহার করে। কিন্তু অধুনিক পরিবহন ব্যাটারী ভ্যান, নছিমন, মহেন্দ্র, ট্রলি সড়কগুলোতে কৃত্রিম জানজটের কারণ হয়ে দাড়িয়েছে। বিশেষকরে বাজারের মাছ বাজার এলাকা ব্যাটারি ভ্যানের দৌরত্বে পথচারী চলাচলে নাভিশ্বাস ওঠে, ভ্যানগুলো নিজের সম্পত্তির উপর দাড়ানোর মতকরে রাস্তার উপর দাড়িয়ে থাকে প্রতিবাদ করলে বিপদ সকলে একজোট, ওদিকে ওভারব্রিজ এলাকা শুধু ব্যাটারী ভ্যান নয় তার সঙ্গে যোগ হয় নছিমন, মহেন্দ্র তাদের ধার আরও বেশী। মোটর বাইক গুলোতো ওভার ব্রিজের নীচ অংশটা দখলে নিয়ে সারি সারি দাড়িয়ে থাকে দ-খ-ল অংশ ভেবে। আর ট্রলি বাবাজী মরার উপর খাড়ার ঘা হয়ে ঘন ঘন বিভিন্ন পণ্যসামগ্রী লোড-আনলোডে অপরিকল্পিত ভাবে দাড়িয়ে থেকে যন্ত্রনা বাড়ায় কাওকে কিছুই বলার নেই বললে বিপদ। কথা গুলো নামপ্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগি পাশ্ববর্তী দোকানি ও পথচারীদের, অথচ ২০০গজের মধ্যে থানা আছে প্রতিনিয়ত থানার বিভিন্ন অফিসার ও তাদের সদস্যগণ চলাচল করছে। ভুক্তভোগিদের প্রশ্ন এটি দেখার দায়িত্ব কাদের। ও দিকে হায়ওয়ে রোডগুলো স-মিলের কাঠ ব্যাবসায়ীদের কাঠ, আর বালু বিক্রেতাদের বালুতে দখলে নিয়ে নিয়েছে যার ফলশ্রুতিতে অহরহ দুর্ঘটনা ঘটেই চলেছে। ওভার ব্রিজের ওপরের অংশ নছিমন, মহেন্দ্র, ব্যটারীভ্যান, মটরবাইক তো যার যার পজিশন নিয়ে বসে আছে। ভুক্তভোগীরা সমস্যা সমাধানে যথাযত কর্তৃপক্ষের নিকট আশু সমাধান কামনা করে দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঠিকাদারদের সাথে এমপি রবির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার বিভিন্ন নতুন সড়ক নির্মাণ ও সংস্কারের কাজ বন্ধ থাকায় সড়কগুলির বেহাল দশা দেখা দেওয়ায় দ্রুত সমাধান করে কাজ শুরু করার বিষয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদারদের নিয়ে মতবিনিময় করলেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বুধবার সকালে সাতক্ষীরা এলজিইডি ভবনে মতবিনিময় করেন তিনি। এসময় ঠিকাদাররা বলেন, রাস্তার কাজে ব্যবহার সামগ্রী পাথরসহ বিভিন্ন সামগ্রীর মুল্য বৃদ্ধির কারনে রাস্তার কাজ বন্ধ হয়ে আছে। এসময় সাংসদ এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদারদের সাথে সমন্বয় করে দ্রুত ওয়ার্ক ওয়াডার করে রাস্তার কাজ শুরু করার নির্দেশ দেন। টেন্ডার হওয়া কাজ গুলি শুরু হলে সাতক্ষীরার সড়কগুলি ব্যবহারের উপযোগি হবে এবং সড়কে পথচারীদের দুর্ভোগ কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন এমপি রবি। এসময় উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শামছুজ্জামান, শেখ আজহার হোসেন, এস.এম শওকত হোসেন, শেখ হারুন উর রশিদ, এনছান বাহার বুলবুল ও মীর মোশারফ হোসেন মন্টুসহ এলজিইডির কর্মকর্তা ও ঠিকাদারবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘাটায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে চোর সিন্ডিকেট সদস্যরা

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে চোর সিন্ডিকেট সদস্যরা। থানা সদর সহ বিভিন্ন এলাকায় প্রায় চুরির ঘটনা ঘটছে। চোর আতংক বিরাজ করছে এলাকাবাসী, ব্যাবসায়ীসহ সকল পেশা শ্রেণির মানুষের মধ্যে। রীতিমত প্রশাসনের উপর চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অভিনব কায়দায় চুরি সংগঠিত করে যাচ্ছে। বিগত ১ মাসে ছোট বড় দিয়ে প্রায় ৪০টির বেশী চুরির ঘটনা ঘটেছে। তবে মোটরসাইকেল চোর চক্রটি সাধারণ মানুষের বেশী মাথা ব্যাথার কারন হয়ে দাাঁড়িয়েছে। ১ মাসে পাটকেলঘাটা সদরেই ৮টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এছাড়া সাইকেল তো আছে। এমনটি বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে অগ্রণী ব্যাংকের সামনে থেকে স্কুল পড়–য়া মাসুম হোসেনের বাই সাইকেলটি চুরি হয়ে যায়। এছাড়া ছিচকে চোরের তো এলাকায় অভাব নেই। প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও চুরি থামছে না। প্রশাসন চোর সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে পদক্ষেপ নিলেও মূলত কোন কাজে আসছে না। পাটকেলঘাটা বাজারের ব্যবসায়ীরা চুরি আতংকে ভুগছে। এছাড়া আবাসিক এলাকাগুলো নিরাপত্তার অভাবে রাত জেগে পাহারা দিচ্ছে। তাছাড়া বেশকয়েকটি গ্রামে পালাক্রমে কমিটি করে রাত জেগে পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ ধরনের কাজে থানা প্রশাসন সর্বাত্বক সহযোগীতা করে চলেছে। সংশ্লিষ্ঠ প্রশাসনের কাজে সচেতন মহলের দাবী যাতে দ্রুতই চোর সিন্ডিকেট চক্রকে ধরে আইনের মাধ্যমে কঠোর শান্তির ব্যবস্থা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest