সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনাসাতক্ষীরা জেলা স্কাউট ভবন এর উর্ধ্বমুখি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধনখুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদারশ্যামনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ‌দুর্নীতির অভিযোগল স্টুডেন্টস ফোরাম এর নবনির্বাচিত কমিটি নির্বাচন কমিশনের সাথে শুভেচ্ছা বিনিময়তিতাস বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভাঝিনাইদহের জয়দিয়া বাওড়ের অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধনশীতের ছুটিতে ঘুরে আসুন দেবহাটার রূপসী ম্যানগ্রোভপ্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা -অগ্নি সংযোগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনবিইউপিএফের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে শপথ নিলেন জালালপুর ইউপি চেয়ারম্যান

তামিম ঝড়ে উড়ে গেল জিম্বাবুয়ে

ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সোমবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে এ সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মর্তুজা (ম্যাশ)। নির্ধারিত ৫০ ওভারের আগেই ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ১৭০ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। এই সহজ লক্ষ্য তাড়া করতে নামে বাংলাদেশ। তিন বছর পর ওয়ানডে খেলতে নেমেছিলেন এনামুল হক বিজয়। তবে শুরুটা ভালোই করেছিলেন বিজয়। মুখোমুখি প্রথম বলেই চার হাঁকিয়ে রানের খাতা খুলেন তিনি। এরপর আরো তিনটি দারুণ চার মারেন। কিন্তু ইনিংস বড় করতে পারেননি। চতুর্থ ওভারে স্পিনার সিকান্দার রাজার শেষ বলে ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্রেইগ আরভিনকে ক্যাচ দিয়ে ফেরেন ডানহাতি এই ব্যাটসম্যান। সাজঘরে ফেরার আগে ১৪ বলে ১৯ রান করেন তিনি। এনামুল হক বিজয়ের বিদায়ের পর বাংলাদেশকে এগিয়ে নিচ্ছিলেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। এরপর সিকান্দার রাজার বলে শট খেলতে গিয়ে সরাসরি বল আঘাত হানে সাকিবের প্যাডে। জিম্বাবুয়ের খেলোয়াড়দের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। তবে জিম্বাবুয়ের অধিনায়ক গ্রায়েম ক্রেমার চান রিভিউ। তাতেই সাজঘরে ফিরে যায় ফেরার আগে ৪৬ বলে ৫টি চারে ৩৭ রান করেন তিনি। এরপর মুশফিককে সাথে নিয়ে ৯৩ বলে ৮৪ রানের ঝড়ো ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন তামিম ইকবাল।

টস জিতে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই সাকিবের হাতে বল তুলে দেন মাশরাফি বিন মর্তুজা। বল হাতে পেয়ে প্রথম ওভারেই জিম্বাবুয়ের দুই উইকেট শিকার করেন এই বা-হাতি অলরাউন্ডার। পরপর দুই উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় জিম্বাবুয়ে। এরপর ব্রেন্ডন টেইলরকে নিয়ে মাসাকাদজা নতুন করে জুটি গড়ার চেষ্টা করেন। কিন্তু এই জুটি বেশি দীর্ঘ হতে দেননি মাশরাফি। নিজের দ্বিতীয় ওভারে মাসাকাদাকে ক্যাচ আউট করে ভেঙ্গে দেন জুটি। এরপর মুস্তাফিজের বলে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ব্রেন্ডন টেলর আউট হওয়ার আগে করে ২৪ রান। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে বোলিং করার সময় স্লিপে পাঁচ জন খেলোয়াড় দাঁড় করালেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। অপর দিকে স্লিপে সাব্বির রহমানের হাতে ক্যাচ দেন ওয়ালার। দুইবার জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি ওয়ালার€। নিজের নামের পাশে ১৩ রান যোগ করে সাজঘরে ফিরে যান তিনি। সতীর্থদের ব্যর্থতার দিনে একাই লড়ছেন সিকান্দার রাজা। তুলে নিলেন ওয়ানডে ক্যারিয়ারের নবম ফিফটি। সিকান্দার রাজার এই লড়াকু ইনিংস থেমেছে রান আউটে সাজঘরে ফিরে। ৯৯ বলে ৫২ রান করেন তিনি। তারপরই পরপর দুই বলে দুই উইকেট নিয়েছেন রুবেল হোসেন। দুটিই বোল্ড করেন তিনি। পিটার মুরের (৩৩) পর বোল্ড হয়েছেন টেন্ডাই চাতারা। এই দুই উইকেট নেওয়া মধ্যে দিয়ে মাশরাফির পর বাংলাদেশের দ্বিতীয় পেসার হিসেবে একশ ওয়ানডে উইকেটের স্বাদ পেলেন রুবেল।

সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ১৭১/২ (২৮.৩ ওভার)
ব্যাটিং
তামিমঃ৮৪*
মুশফিকঃ১৪*
টার্গেটঃ১৭১
জিম্বাবুয়েঃ১৭০/১০ (৪৯ ওভার)
রাজাঃ ৫২(৯৯)
মোরঃ ৩৩(৫৮)

বোলিং
সাকিবঃ ৩/৪৩
মুস্তাফিজঃ ২/২৯

বাংলাদেশএকাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, সানজামুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিলটন মাসাকাদজা, সলোমন মিরে, পিটার মুর (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, টেন্ডাই চিসোরো, টেন্ডাই সাতারা, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), কাইল জারভিস, ক্রিস এমপোফু, ব্রান্ডন মাভুতা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে পাচার কালে কলারোয়া সীমান্ত থেকে ৫ পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারী আটক

নিজস্ব প্রতিবেদক : ভারতে পাচার কালে সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে ৫ পিস স্বর্ণের বারসহ এক চোরাবারীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে কলরোয়া সীমান্তের মদনপুর কামার পাড়া মোড় থেকে তাকে আটক করা হয়। আটক স্বর্ণ চোরাকারবারীর নাম নাজিম উদ্দীন (৫০)। তিনি উপজেলার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের মৃত ইসমাঈল দালালের ছেলে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, যশোর জেলার বাগআচড়া থেকে ভারতে পাচারের জন্য চোরাকারবারীদের একটি গ্রুপ স্বর্ণের একটি চালান কলারোয়া সীমান্তে নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর কামাপাড়া মোড়ে পুলিশ অভিযান চালায়। এ সময় সেখান থেকে নাজিমউদ্দিনকে আটক করে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫০ তোলা। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বামীকে চান অপু, শাকিব বিচ্ছেদে অনড়

স্বামী শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ চান না বলে নিজের জবানবন্দিতে জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তাঁর দাবি, তাঁদের দুজনের মধ্যে অন্যরা ভুল বোঝাবুঝির সৃষ্টি করেছে।

আজ সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (অঞ্চল ৩) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত হোসেনের কাছে দেওয়া জবানবন্দিতে এসব কথা বলেন অপু বিশ্বাস।

শুনানিতে অপু বলেন, ‘আমার একটা সন্তান রয়েছে, আমি এখন বিচ্ছেদ চাই না। তা ছাড়া শাকিব খান যে অভিযোগগুলো করেছেন এগুলো ঠিক নয়। শাকিবকে আমি পাচ্ছি না, ভেবেছিলাম আজ এখানে আসবেন, আমাদের দেখা হবে। ওর সাথে সরাসরি দেখা করে কথা বললে হয়তো সব ঠিক হয়ে যেত। ওর জন্য আমি ধর্ম পর্যন্ত ত্যাগ করেছি। আমাদের মাঝে যে ভুল বোঝাবুঝি হয়েছে, তাঁকে আসলে অন্যরা ভুল বুঝিয়েছে।’

এর আগে দুপুর ১টার দিকে শাকিব খানের পাঠানো তালাকের নোটিশের ওপর শুনানিতে অংশ নিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (অঞ্চল-৩) যান অপু বিশ্বাস। সেখানেই নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।

অন্যদিকে থাইল্যান্ডে একটি চলচ্চিত্রের গানের শুটিংয়ে ব্যস্ত থাকায় আজ শুনানিতে উপস্থিত ছিলেন না শাকিব খান। তবে তাঁর পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, ‘শাকিব খান এখন দেশের বাইরে শুটিং করছেন, যে কারণে তিনি আসতে পারেননি। তিনি আসলে কোন সমঝোতা চান না। তিনি তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করবেন না। শাকিবের এই বক্তব্য আমরা সিটি করপোরেশনের অঞ্চল ৩-এর প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পেশ করেছি।’

এ বিষয়ে সিটি করপোরেশনের অঞ্চল ৩-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত হোসেন বলেন, ‘আমরা সমঝোতার চেষ্টা করছি। কাউকে জোর করা আমাদের কাজ নয়। তবে ৯০ দিনের মধ্যে বিষয়টির সমঝোতা না হলে এমনিতেই তালাক কার্যকর হয়ে যাবে। তবে আমরা আবারও চেষ্টা করব, এজন্য আগামী ১২ ফেব্রুয়ারি আবারও বৈঠক ডাকা হয়েছে।’

এর আগে গত বছরের ডিসেম্বর মাসে অপু বিশ্বাসকে তালাকের নোটিশ পাঠান শাকিব খান। তালাকের একটি কপি ঢাকা উত্তর সিটি করপোরেশনে পাঠানো হয়। তারই সূত্র ধরে আজ শুনানির দিন নির্ধারণ করা হয়। গত ২৪ ডিসেম্বর একটি চিঠির মাধ্যমে আজ সিটি করপোরেশনে হাজির হতে শাকিব খান ও অপু বিশ্বাসকে বলা হয়।

গত বছর এপ্রিলে ঢাকাই ছবির নতুন নায়িকা শবনম বুবলীর সঙ্গে শাকিব ঘরোয়া পরিবেশে একটি ছবি তোলেন। ছবিটিতে ‘ফ্যামিলি টাইম’ক্যাপশন লিখে নিজের সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করেন বুবলী। এর পরই অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে শাকিব খানের। ছবিটি প্রকাশের পর পরই গণমাধ্যমে দীর্ঘদিন গোপনে থাকা বিয়ে ও সন্তানের বিষয়টি খোলাসা করেন অপু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আপনি দুধে ধোয়া তুলসি পাতা না : নাফিজা

আপনার বাপ-মা আপনাকে আটকে রাখতে পারে নাই? আমি অনেকটা সময় ধরে মিডিয়ার বাইরে আছি। কিন্তু একটা সময় আমি মিডিয়াতে ছিলাম। এজন্য নিউজটি পড়ে আমার গায়ে খুব লেগেছে। মিডিয়ার মানুষজনকে পাবলিকের কাছে এতটা নিচে নামানোর তো কোনো কারণ নাই, তাই না!

আপা বিশ্ববিখ্যাত প্রিন্সেস ডায়না। যার কারণে সবাই তাকে কফি খাওয়ার জন্য, এই করার জন্য, সেই করার জন্য প্রস্তাব দেন। মিডিয়া যদি এতই খারাপ হয়ে থাকে তবে একজন সুবর্ণা মুস্তাফা, একজন বিপাশা হায়াত, একজন শমী কায়সার হতো না। শোনেন, খারাপ ভালো সব জায়গাতেই আছে। নিজে ভালো থাকলে সবকিছুই ভালো। নিজেকে ম্যানেজ করা বিষয়টি শিখতে হবে। আমি জিনিসটা কীভাবে কী করবো।

আপনি একদিন হলেও মিডিয়াতে কাজ করেছেন। কিন্তু এখন আপনাকে কেউ কাজে নেয় না। আর এজন্য আপনি মিডিয়াকে মাটির সঙ্গে মিশিয়ে দিবেন। আর নিজেকে সতী সাবিত্রী ভেবে নিজেকে দুধে ধোয়া তুলসি পাতা বানায়া ফেলবেন। আপনি দুধে ধোয়া তুলসি পাতা না। আপনি যদি দুধে ধোয়া তুলসি পাতা হতেন তবে মিডিয়া নিয়ে মানুষের সামনে এতটা খারাপভাবে বলতে পারতেন না। আপনাকে যে কজন মানুষ চিনে সেটা কিন্তু এই মিডিয়ার বদৌলতেই চিনে।

আপনাকে এখন কাজে নেয় না এজন্য আপনি নেতিবাচক কথা বলে বিখ্যাত হতে চান? এগুলো করে লাভটা কী? উপরের দিকে থুথু ফেললে সেটা নিজের শরীরেই পড়ে। পাবলিকের সামনে মিডিয়াকে খারাপ না করে আগে আমরা ভালো হই। আজকে আপনি কাজ করেন না তাতে কি? আপনি বরং নতুন আরেকজন শিল্পীকে কাজ করতে দেন। তার জায়গা এটা।

লেখক: টেলিভিশন অভিনেত্রী

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এসএসসি পরীক্ষার পূর্বেও আশাশুনিতে অশ্লীল নৃত্য ও জুয়া; ক্ষুব্ধ অভিভাবক মহল

আব্দুল জলিল: যাত্রার নামে সাতক্ষীরার আশাশুনিতে আবারও শুরু হয়েছে অশ্লীল নৃত্য ও জুয়া খেলা।
শনিবার রাত্রি থেকে শুরু হওয়া এই অশ্লীলতার প্রতিবাদ করেছেন এলাকাবাসী। তারা বলেন এসএসসি পরীক্ষা সামনে। এমন সময়ে এ ধরনের অশ্লীলতা ছাত্রছাত্রীদের মনোযোগ কেড়ে নিচ্ছে। এতে তাদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে।
গ্রামবাসী জানান আশাশুনি সদর ইউনিয়নের শবদালপুর ও কোদন্ডার মধ্যবর্তী স্থানে চলছে এই যাত্রা ও জুয়া। সেখানে ভিড় হচ্ছে জুয়াড়ি মাদকসেবী ও সামাজিক অপরাধী চক্রের। রাতভর জুয়ার সময় এলাকায় আইন শৃংখলার অবনতিও হতে শুরু করেছে। স্থানীয়রা জানান, ৩০০ টাকা ও ১০০ টাকা টিকিটে যাত্রা শুনতে আসছেন আগ্রহীরা।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন জানান সাতক্ষীরা জেলা প্রশাসন ‘তাজমহল’ যাত্রার অনুমতি দিয়েছে। থানায় অনুমতির একটি কপি আছে।
জানতে চাইলে সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন সেখানকার একটি মন্দির সংস্কারের লক্ষ্যে মন্দিরের সভাপতি দীপংকর মন্ডল একটি অনুমতি নিয়েছেন। সেখানে জুয়া ও অশ্লীল নৃত্য এমন কিছু হয়ে থাকলে তা বন্ধ করে দেওয়া হবে।
আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুষমা সুলতানা বলেন, দশ দিনের অনুমতি নিয়ে যাত্রা শুরু হয়েছে। তবে কোনো ধরনের আপত্তিকর প্রদর্শন থেকে থাকলে তা বন্ধ করে দেওয়া হবে। আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান সম সেলিম রেজা মিলন জানান, যাত্রার অনুমতির বিষয়ে তার কোনো মতামত নেওয়া হয়নি।
শবদালপুর হাজরাতলা কালিমন্দিরের সভাপতি দীপংকর মন্ডল বলেন ‘শনিবার রাত থেকে যাত্রা শুরু হয়েছে। ডিসি, এসপি, ইউএনও সবার অনুমতি আছে। তবে অশ্লীল নৃত্য বা জুয়ার খবর বলতে পারি না। ২০০ টাকা ও ১০০ টাকার টিকিটের বিনিময়ে এই যাত্রা হচ্ছে’। তিনি আরও বলেন, যাত্রার অনুমতির জন্য এ যাবত প্রায় তিন লাখ টাকা আমরা ব্যয় করে ফেলেছি। যাত্রা পার্টিকে প্রতি রাতে ২০ হাজার টাকা দেওয়ার চুক্তি হয়েছে। তবে এসএসসি পরিক্ষার মুখে এই আয়োজন করা ভুল হয়ে গেছে’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আগামী ৩০ অক্টোবর থেকে নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে–সাতক্ষীরায় প্রধান নির্বাচন কমিশনার


আসাদুজ্জামান ঃ প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, আগামী ৩০ অক্টোবর থেকে একাদশ সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। আগামী ডিসেম্বরের শেষের দিকে অথবা ২০১৯ সালের প্রথম দিকে যে কোন দিন একাদশ সংসদ নির্বাচনের দিন নির্ধারন করা হবে। সোমবার বেলা ১১ টায় সাতক্ষীরা সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের মেয়াদ আগামী ২০১৯ সালের ২৮ জানুয়ারী শেষ হবে। সেহেতু আগামী ডিসেম্বরের শেষের দিকে অথবা ২০১৯ সালের প্রথম দিকে যে কোন দিন একাদশ সংসদ নির্বাচনের দিন নির্ধারন করা হবে। আগামী সংসদ নির্বাচনে নিবন্ধিত সকল দলই অংশ গ্রহন করবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন, একাদশ সংসদ নির্বাচন ইভিএম পদ্ধতিতে হবে না। সিটমহল, নদী ভাঙ্গন ও প্রশাসনিক জটিলতার কারনে ৬০/৭০ টি আসনে সীমানা পুনঃনির্ধারন হতে পারে।
নির্বাচন কালিন সরকার গঠনের কথা বলেছেন প্রধানমন্ত্রী, আর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে সহায়ক সরকার গঠনের আসলে কি পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা রাজনৈতিক বিষয়। নির্বাচন কমিশনের এ বিষয়ে কোন মন্তব্য করার সুযোগ নেই। সকল দলের সাথে সংলাপ হয়ে গেছে। সব দলই নির্বাচনে অংশ নেবে বলে তিনি আশাবাদী।
এরপর প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. ফারুক হোসেন, সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, জেলা নির্বাচন অফিসার মো.মাজহার হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা।
সেখান থেকে তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সার্ভার ষ্টেশন পরিদর্শন করবেন বলে জানা গেছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
একাই লড়ছেন কোহলি

একাই লড়ছেন কোহলি

কর্তৃক Daily Satkhira

সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৩৩৫ রানে বেঁধে ফেলার পর সবাই ভেবেছিল এবার বোধহয় ভারত কিছু করতে যাচ্ছে। কিন্তু প্রোটিয়া পেসারদের তোপের মুখে ভারতীয় ব্যাটসম্যানদের যাচ্ছেতাই অবস্থা।

মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা কিংবা রোহিত শর্মারা বলতে গেলে দাঁড়াতেই পারেনি। সর্বোচ্চ ৪৬ রান করে আউট হয়েছেন মুরালি বিজয়।

তবে একপাশে উইকেট পড়তে থাকলেও অন্যপাশ আগলে ব্যাট করছেন অধিনায়ক বিরাট কোহলি। প্রথম টেস্টে খুব বাজে ব্যাট করায় কোহলির সঙ্গে তার স্ত্রী আনুশকাও সমালোচনার শিকার হয়েছেন। এবার হয়তো সেই কারণেই জ্বলে ওঠলেন তিনি!

দ্বিতীয় দিন শেষে ৮৫ রানে অপরাজিত রয়েছেন কোহলি। যেখানে ভারতের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান। তবে এখনো স্বাগতিক দক্ষিণ আফ্রিকার চেয়ে পিছিয়ে ১৫২ রান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাকিবের প্রথম ওভারেই কেঁপে উঠলো জিম্বাবুয়ে

শুরুটা সাকিব আল হাসানের স্পিন দিয়ে করে বাংলাদেশ।  আর দ্বিতীয় বলেই সাফল্য পান বিশ্বসেরা অলরাউন্ডার।  উইকেটের বাইরে এসে খেলতে গিয়েছিলেন ওপেনার সলোমন মিরে।  তাতেই তার উইকেট ভেঙে স্টাম্পড করে দেন মুশফিকুর রহিম।  এক বল বিরতি দিয়ে আবার সাকিবের আঘাত।  এবার ক্রেগ আরভিন সরাসরি ক্যাচ উঠিয়ে দেন মিড উইকেটে সাব্বির রহমানের কাছে। জিম্বাবুয়ের সংগ্রহ ১ ওভারে ২ উইকেটে ৫ রান।

এর আগে টস জিতে ফিল্ডিং নেয় স্বাগতিক বাংলাদেশ। দুই বছর পর ফিরলেন ওপেনার এনামুল হক বিজয়। ২০১৫ সালে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলেছিলেন তিনি।

এই ম্যাচ দিয়েই অনন্য কীর্তি গড়েছে মিরপুর স্টেডিয়াম। শততম ওয়ানডে আয়োজন করেছে শেরে বাংলা স্টেডিয়াম। আর ৫টি স্টেডিয়ামের আছে এমন শততম ম্যাচ আয়োজনের কীর্তি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest