সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনাসাতক্ষীরা জেলা স্কাউট ভবন এর উর্ধ্বমুখি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধনখুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদারশ্যামনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ‌দুর্নীতির অভিযোগল স্টুডেন্টস ফোরাম এর নবনির্বাচিত কমিটি নির্বাচন কমিশনের সাথে শুভেচ্ছা বিনিময়তিতাস বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভাঝিনাইদহের জয়দিয়া বাওড়ের অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধনশীতের ছুটিতে ঘুরে আসুন দেবহাটার রূপসী ম্যানগ্রোভপ্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা -অগ্নি সংযোগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনবিইউপিএফের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে শপথ নিলেন জালালপুর ইউপি চেয়ারম্যান

বার্সার নাটকীয় জয়

বার্সার নাটকীয় জয়

কর্তৃক Daily Satkhira

শেষ সাত ম্যাচে রিয়াল সোসিয়াদের মাঠে জয়ে দেখা না পাওয়া বার্সা এবার ব্যর্থ হওয়ার শঙ্কায় পড়েছিল। দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে সুয়ারেজ ও মেসির গোলে নাটকীয় জয় নিয়ে মাঠ ছেড়েছে ভালভার্দের দল।

এস্তাদিও মিউনিসিপাল ডি অ্যানোয়েতায় বারবার ব্যর্থ হওয়া বার্সেলোনা ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসে। ম্যাচের ১১ মিনিটে ডান দিক থেকে চাবি প্রিয়েতোর দারুণ ক্রসে হেডে বল জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড উইলিয়ান জোসে।

ম্যাচের ২৮ মিনিটে ব্যবধান বাড়িয়েছিলেন জোসে। কিন্তু তার শট নেওয়ার ঠিক আগে রাকিতিচ পড়ে গেলে বিতর্কিত ফ্রি-কিক দেন রেফারি। ম্যাচের ৩৪ মিনিটে ব্যবধান ২-০ করেন হুয়ানমি। ডি-বক্সে ডান দিক থেকে স্প্যানিশ ফরোয়ার্ডের শট রবের্তোর পায়ে লেগে পোস্ট ঘেঁষে জালে জড়ায়।

দুই গোলে পিছিয়ে পড়ে ব্যবধান কমাতে মরিয়া হয়ে ওঠে বার্সা। ম্যাচের ৩৯ মিনিটে ব্যবধান কমান পাওলিনিয়ো। বাঁ দিক থেকে সুয়ারেজের পাস ছয় গজ বক্সে পেয়ে জালে ঠেলে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

বিরতি থেকে ফিরেই দলকে সমতায় ফেরান সুয়ারেজ। ম্যাচের ৫০ মিনিটে মেসির পাস পেয়ে ডি-বক্সের মধ্যে বাঁ-দিক থেকে দারুণ বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে লক্ষভেদ করেন তিনি। ৭১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন সুয়ারেজ। আর ৮৫তম মিনিটে চমৎকার এক ফ্রি-কিকে জয়সূচক গোলটি করেন মেসি। এবারের লিগে এই নিয়ে সর্বোচ্চ ১৭ গোল করলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

এ জয়ে ১৯ ম্যাচে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫১। ৩২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নেইমারকে ছাড়াই পিএসজির জয়

পাঁজরে চোটের কারণে ছিলেন না দলের সেরা তারকা নেইমার। তবে এরপরও জয় পেতে সমস্যা হয়নি পিএসজির। আর্জেন্টাই তারকা ডি মারিয়ার দেওয়া একমাত্র গোলে নঁতের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়ে উনাই এমেরির দল।

রোববার রাতে প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের করে নিয়ে খেলতে থাকে পিএসজি। এরই ধারাবাহিকতায় ম্যাচের ১২ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন ডি মারিয়া। বাঁ দিক দিয়ে কাভানি বাড়ানো বল জালে জড়ান আর্জেন্টাইন এই মিডফিল্ডার। বিরতির আগে আরও কয়েকটি আক্রমণ করলেও ব্যবধান বাড়াতে পারেনি দলটি।

বিরতি থেকে ফিরে ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে পিএসজি। ম্যাচের ৫৬ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল ডি মারিয়া। তবে ডান দিক থেকে এমবাপের বাড়ানো ক্রসে ডি মারিয়ার শট লক্ষ্যভ্রষ্ট হয়। চার মিনিট পর সালার হেড জালে জড়ালে সমতায় ফেরার উচ্ছ্বাসে মাতে নঁত। তবে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

বাকি সময় আর কোন গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারিস সেন্ট জার্মেই। এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুদ হল দলটির।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুসংস্কারের জেরে ঘরে ছেড়ে মাঠে ২৫০০ গ্রামবাসী!

মানুষ যখন মঙ্গলে পাড়ি জমানোর আয়োজন করছে, মহাশূন্যে বসতি স্থাপনের তোড়জোড় করছে, বিভিন্ন মারণ ব্যাধির বিরুদ্ধে অস্ত্রকে করে তুলছে আরও শাণিত, মাতৃগর্ভের বাইরে সন্তান ধারণের চিন্তা করছে, তখনও কুসংস্কারের অন্ধকার জাঁকিয়ে বসছে বহু মানুষের অন্তরে।

বহু মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা, ফকির, দরবেশ, আর দরবারের মোমবাতির এখনও মোমবাতির আলোয় মনের কুসংস্কারের অন্ধকার আরও গাঢ় হচ্ছে। তেমনই ওলাউঠার ভয়ঙ্কর কুসংস্কারে আষ্টেপৃষ্টে জড়িয়ে রয়েছে ভারতের কাটোয়ার কোশিগ্রাম। ফকির-দরবেশের নির্দেশ এখনও অক্ষরে অক্ষরে পালন করে গোটা গ্রাম।

ফকির-দরবেশের নির্দেশ, তাই মাঠেই দিনযাপন। কুসংস্কারে আচ্ছন্ন গোটা গ্রাম। শতাব্দীর প্রাচীন প্রথাকে আজও নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছেন গ্রামের প্রায় ২৫০০ বাসিন্দা। গ্রামেই রান্নাবান্না, খাওয়া-দাওয়া।ঠিক যেন পিকনিকের আসর।

কাটোয়ার কোশিগ্রামে ফকিরতলায় বছরের পর বছর ফকিরের উত্তরসূরি এসে বসে থাকেন। তার আশীর্বাদ নিতে ভিড় জমান গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষ। গ্রামের গবাক্ষপথে আজও লোকের মুখে মুখে ফের সেই নাম-না-জানা ফকিরের কথা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কানাডাকেও উড়িয়ে দিল বাংলাদেশ; তৌহিদের সেঞ্চুরি

প্রথম ম্যাচে নামিবিয়াকে উড়িয়ে দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শুভ সূচনা করেছিল বাংলাদেশের যুবারা। সেই ধারাবাহিকতা ধরে রেখে দ্বিতীয় ম্যাচেও বড় জয় তুলে নিয়ে দলটি। সোমবার কানাডা অনূর্ধ্ব-১৯ দলকে ৬৬ রানে হারিয়ে সাইফ বাহিনী।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। রানের খাতা না খুলেই সাজঘরে ফিরে যান পিনাক ঘোষ। খুব বেশি সময় উইকেটে থাকতে পারেননি অধিনায়ক সাইফ হাসানও। মাত্র ১৭ রান করে সাজঘরে ফেরেন আগের ম্যাচে দুর্দান্ত খেলা এই অধিনায়ক।

তৃতীয় উইকেটে মোহাম্মদ নাঈমকে সঙ্গে নিয়ে ৬২ রানের জুটি গড়েন তৌহিদ। নাঈম ৪৭ রানে সাজঘরে ফেরেন। এরপর আফিফকে নিয়ে ১১১ রানের জুটি গড়েন তৌহিদ। আফিফ ৫০ রানে ফিরলেও তৌহিদ তুলে নেন সেঞ্চুরি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১২২ রান।

এ দুইজনের বিদায়ের পর শেষ দিকে আর কেউ রান না পেলে ২৬৪ রানেই থামে বাংলাদেশের ইনিংস। কানাডার পক্ষে ৫ উইকেট নেন ফয়সাল জামখানদি।

২৬৫ রানে জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধীর গতিতে রান তুলতে থাকে কানাডা। অধিনায়ক আরসলাম খান ছাড়া কেউই বড় স্কোর গড়তে ব্যর্থ হন। এই অধিনায়কের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬৩ রান। টাইগারদের পক্ষে আফিফ নেন ৫ উইকেট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোলার ভেদুরিয়ায় নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান

ভোলার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে একটি নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। সোমবার মন্ত্রিসভার বৈঠকে দেশের এ গ্যাসক্ষেত্রটির সন্ধান পাওয়ার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, গত ৯ ডিসেম্বর ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের মাঝির হাটে ভোলা নর্থ-১ নামে গ্যাস অনুসন্ধান কূপের খননকাজ শুরু করে বাপেক্স। এরপরই গ্যাসক্ষেত্রটির সন্ধান মেলে। এটি দেশের ২৭তম গ্যাসক্ষেত্র। এতে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস রয়েছে বলে আশা করা হচ্ছে।

এর আগে ভোলার শাহবাজপুরে একটি গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া যায়। এতে ৭০০ বিলিয়ন ঘনফুট গ্যাস রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এরইমধ্যে সেখান থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘পরীক্ষার দিন সকালে শিক্ষকরাই খাম খুলে প্রশ্নফাঁস করেন’

ন্যাশনাল ডেস্ক: পরীক্ষার দিন সকালে শিক্ষকরাই খাম খুলে প্রশ্নফাঁস করে দেন বলে জাতীয় সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রবিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য শামীম ওসমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
প্রশ্নফাঁসসহ একাধিক কারণে সরকারকে চাপে থাকতে হয় মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রশ্নফাঁস আমাদের দেশের দীর্ঘকালের সমস্যা। আমরা শুরু থেকে এই সমস্যা মোকাবিলা করছি। আগে বিজি প্রেস একটি সমস্যা ছিল। কিন্তু আমরা সেটাকে নিরাপদ করেছি। এখন সেখান থেকে প্রশ্নফাঁসের কোনও আশঙ্কা নেই। সেখান থেকে জেলা-উপজেলায় প্রশ্ন পাঠানো হয়, সেটাকেও নিরাপদ করা হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে যাদের নিরাপদ ভাবা উচিত, সেই শিক্ষকরাই পরীক্ষার দিন সকালবেলায় প্রশ্নফাঁস করেন। কিছুসংখ্যক শিক্ষক যারা শিক্ষক সমাজের সম্মান নষ্ট করছে এবং সার্বিকভাবে সরকারকে সমস্যায় ফেলে দিচ্ছে। তারা পরীক্ষার আগে প্রশ্নপত্রের খাম খুলে এটা প্রচার করে দেয়। এতে তারা অর্থও আয় করে, সরকারকেও বেকায়দায় ফেলতে চায়।’
এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘তবে এবার আমরা আরও কঠোর ব্যবস্থা নিচ্ছি। কোনোভাবে কাউকে জড়িত পাওয়া গেলে, তার কঠোর শাস্তি হবে। শিক্ষকের চাকরি থাকবে না। পরীক্ষাকেন্দ্র থাকবে না। স্কুলও আমরা কেটে দিতে পারি। কোনও ধরনের মোবাইল ফোন কেউ পরীক্ষার হলের পাশে নিতে পারবেন না। শেষ সময় প্রশ্নফাঁস হয় বলে আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে গিয়ে পরীক্ষার্থী সিটে বসতে হবে। তারপর প্রশ্নের খাম খোলা হবে। এটা পর্যবেক্ষণের জন্য আমরা মোবাইল টিমও গঠন করেছি। আশা করি সবার সহযোগিতায় বন্ধ করতে পারবো।’
নুরুল ইসলাম নাহিদ আরও বলেন, ‘প্রশ্নফাঁসকারীরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে। আমরা যখন এর পাল্টা ব্যবস্থা করি, তখন তারা আরেকটি প্রযুক্তি নিয়ে হাজির হয়। এটা হচ্ছে উন্নয়নের সমস্য। প্রযুক্তির সমস্যা। তবে, এটা আমরা মোকাবিলার চেষ্টা করছি। আশা করি সবার সহযোগিতায় এই সমস্যার সমাধান করতে পারবো।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কনস্টেবল নিয়োগে টাকা ভাগাভাগি করা নেতা চাই না -ওবায়দুল কাদের

ন্যাশনাল ডেস্ক: নেতা-কর্মীদের অপকর্ম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পুলিশের কনস্টেবলের চাকরির ভাগাভাগিতে টাকার বিনিময়ে অংশ নেওয়া নেতা আওয়ামী লীগে প্রয়োজন নেই। প্রাইমারি স্কুলের নৈশপ্রহরীর চাকরির জন্য টাকা নেওয়া নেতা শেখ হাসিনার দরকার নেই।
রোববার বিকেলে চট্টগ্রাম নগরের লালদীঘি ময়দানে আয়োজিত এক শোকসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।
আওয়ামী লীগের প্রয়াত নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্মরণে এই সভার আয়োজন করে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী।
ওবায়দুল কাদের বলেন, একজন রাজনীতিকের জীবনে মানুষের ভালোবাসার চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর পর তাঁর জানাজায় লাখো মানুষের উপস্থিতি ঘটেছে। কারণ, তিনি মাটি ও মানুষের রাজনীতি করেছেন। মানুষের মনের ভাষা বুঝেছেন।
নেতা-কর্মীদের আচরণে শুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আচরণ ভালো না হলে শত উন্নয়ন ম্লান হয়ে যাবে। তাই নেতা-কর্মীদের আচরণ ভালো করতে হবে। মানুষের চোখের ভাষা ও মনের ভাষা বুঝে রাজনীতি করতে হবে।
নেতা-কর্মীদের অপকর্ম থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যে নেতা জনতার না, ওই নেতার দরকার নেই। যে নেতা পুলিশের কনস্টেবলের চাকরির ভাগাভাগিতে টাকার বিনিময়ে অংশ নেয়, গরিব মানুষ থেকে টাকা আদায় করে, সেই নেতা আওয়ামী লীগের প্রয়োজন নেই। যে নেতা প্রাইমারি স্কুলের নৈশপ্রহরীর চাকরির জন্য গরিব মানুষ থেকে টাকা নেয়, সেই নেতা শেখ হাসিনার দরকার নেই।’
আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘নেতারা নেতা বানায়। কিন্তু আপনারা পকেট কমিটি করবেন না, পকেট ভারী করবেন না। আমি জানি, দুঃসময়ের অনেক কর্মী এখানে আছেন, যাঁরা কোণঠাসা। দুঃসময়ের কর্মীদের কমিটিতে জায়গা থাকলে আওয়ামী লীগ অনেক শক্তিশালী থাকবে। যখন অন্ধকার, দুর্দিন, তখন ছিলেন মহিউদ্দিন। শীতের অতিথি পাখিরা আসে। আবার শীত চলে গেলে পাখিরা চলে যায়। ক্ষমতা যখন থাকবে না, তখন পাঁচ হাজার ওয়াটের বাতি দিয়ে এখানে উপস্থিত অনেককে পাওয়া যাবে না।’
আত্মসমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘কাজ করতে গেলে ভুলত্রুটি হয়। আমাদেরও ভুলত্রুটি আছে। চাঁদেরও কলঙ্ক আছে। কিন্তু তাই বলে চাঁদের ঔজ্জ্বল্য নষ্ট হয় না। আমরা ভুল সংশোধন করি। যারা অপরাধ করেছে, তাদের জেলে পাঠানো হয়েছে। আমাদের এমপি কারাগারে, মন্ত্রীপুত্র কারাগারে। কিন্তু বিএনপির আমলে এসব কল্পনা করা যেত না।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘বিগ বস’র শিরোপা জিতলেন শিল্পা শিন্ডে

ভারতের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শিন্ডে দেশটির কালারস টিভি চ্যানেলের রিয়েলিটি শো ‘বিগ বস’-এর প্রতিযোগিতায় শিরোপা জিতলেন। ‘বিগ বস’ রিয়েলিটি শো’র ১১তম আসরে রবিবার রাতে এ বিজয়ীর নাম ঘোষণা করেন অনুষ্ঠানটির সঞ্চালক বলিউড সুপারস্টার সালমান খান।

‘বিগ বস’র ফাইনালের প্রথম পর্ব গত ১৩ জানুয়ারি প্রচারিত হয়। এ সময় অতিথি ছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। জানা যায়, শিন্ডে ছাড়াও ফাইনালে ছিলেন, বিকাশ গুপ্ত, পুনীষ শর্মা ও হিনা খান। বিকাশ ও পুনীষ আগেই বাদ পড়েন। শেষ লড়াইয়ে হিনাকে হটিয়ে শিরোপা হাতে পেয়েছেন শিল্পা শিন্ডে। পুরস্কার হিসেবে নগদ ৪৪ লাখ রুপিও গেছে তার অ্যাকাউন্টে। ‘ভাবিজি ঘর পার হ্যায়!’ সিটকমে অভিনয় করে জনপ্রিয়তা পান শিল্পা শিন্ডে। সেই সূত্র ধরে ‘বিগ বস ১১’ প্রতিযোগিতায় নাম লেখান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest