সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনাসাতক্ষীরা জেলা স্কাউট ভবন এর উর্ধ্বমুখি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধনখুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদারশ্যামনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ‌দুর্নীতির অভিযোগল স্টুডেন্টস ফোরাম এর নবনির্বাচিত কমিটি নির্বাচন কমিশনের সাথে শুভেচ্ছা বিনিময়তিতাস বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভাঝিনাইদহের জয়দিয়া বাওড়ের অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধনশীতের ছুটিতে ঘুরে আসুন দেবহাটার রূপসী ম্যানগ্রোভপ্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা -অগ্নি সংযোগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনবিইউপিএফের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে শপথ নিলেন জালালপুর ইউপি চেয়ারম্যান

মনপুরা চলচ্চিত্রে অভিনয় করার কথা ছিল প্রভার!

বিনোদন ডেস্ক: সাড়া জাগানো চলচ্চিত্র মনপুরা’তে অভিনয়ের কথা ছিল ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার। দেশের একটি অনলাইন পোর্টালের ফেসবুক লাইভে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। মনপুরা ছবিটিতে অভিনয় করেছিলেন চঞ্চল চৌধুরী ও ফারহানা মিলি। ছবিটি সব ধরনের মানুষের নিকট ব্যাপকভাবে সমাদৃত হয়। ছবিটি পরিচালনা করেছিলেন গিয়াসউদ্দিন সেলিম।
প্রভা বলেন, সেলিম ভাই আমাদেরকে নিয়ে অনেক দিন রিহার্সেল করেছিলেন। কিন্তু আমার ফ্যামিলি চায়নি সিনেমা করি। এজন্য শুটিং শুরুর মাত্র ১১দিন আগে পরিচালক গিয়াস উদ্দিন সেলিম ভাইকে আমি না করে দেই।
অভিনয় না করা প্রসঙ্গে প্রভা যুক্ত করেন, তখন আমার বয়স বা ম্যাচুরিটি সেভাবে ছিল না যে আমি জোর গলায় বলতে পারি, আমি সিনেমাতে কাজ করতে চাই।
সম্প্রতি নিন্দুকদের বিরুদ্ধে সোচ্ছার হয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে প্রভা লেখেন,আমি সাদিয়া জাহান প্রভা। জীবনে কোনোদিন মাদক সেবন করি নাই। টাকা বা কাজের বিনিময়ে কারো সাথে রাত কাটাই নাই। সজ্ঞানে কোনোদিন কারো ক্ষতি করি নাই। একটা সুশিক্ষিত পরিবারের সন্তান আমি। জীবনে অনেক বড় বড় পরীক্ষা দিয়েছি কিন্ত হার মানিনি। কারণ আমি নির্দোষ তাই।
এর আগে ২৭ ডিসেম্বর প্রভা আরো একটি স্ট্যাটাসে বেশকিছু কথা লিখেছেন। যা থেকে বোঝা যায় তিনি মানসিক পীড়নের মধ্য দিয়ে যাচ্ছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরমাণু অস্ত্র চুক্তির বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি: পুতিন

পারমাণবিক শক্তিতে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দুই দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়া। সম্প্রতি তাদের মধ্যে অস্ত্র চুক্তি হওয়ার কথা থাকলেও তা নিয়ে এখনও কোনো চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, পরমাণু অস্ত্র চুক্তি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতার বিষয়টি এখনও চূড়ান্ত করেনি।

এ ব্যাপারে পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র কিছু পরমাণু অস্ত্র সম্বলিত এয়ারক্র্যাফ্ট এবং সাবমেরিন পুনরায় সজ্জিত করার পরিকল্পনায় রয়েছে, যা রাশিয়ার কাছে উদ্বেগের বিষয়।

রাশিয়ার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পুতিন আরও জানান, এই বিষয়ে কথাবার্তা চলছে, মনে হচ্ছে তা ইতিবাচক হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে উন্নয়ন মেলার উদ্বোধন

কালিগঞ্জ ব্যুরো : “উন্নয়নের রোল মড়েল, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জে তিন দিন ব্যাপি উন্নয়ন মেলা ২০১৮ এর অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলা উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় পরিষদ চত্ত্বর থেকে ব্যান্ড বাদ্য বাজিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সারাদেশের ন্যায় এক যোগে গণপ্রজানন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা টেলি কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন মেলা উদ্বোধন করার পর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহিদুজ্জামান ও নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসানের নেতৃত্বে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে মেলার উদ্বোধন করেন ও মেলার স্টোল ঘুরে দেখেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর আহম্মেদ মাছুমসহ সরকারী কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যাংক, বীমা, এনজিও প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এবছর উন্নয়ন মেলায় বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে সরকারি দপ্তর, লেডিসক্লাব, এনজিওসহ ৪১টি স্টোল প্রদর্শীত হয়। মেলার প্রথম দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে জারি গান পরিবেশন করেন সাতক্ষীরার বিশিষ্ঠ জারি স¤্রাট আক্তার হোসেন ও তার দল। ১১, ১২ ও ১৩ই জানুয়ারি সাংস্কৃতি অনুষ্ঠান ও জারিগানের মধ্যে দিয়ে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই মেলা চলবে। শেষ দিনে মেলায় অংশগ্রহনকারী স্টোল থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হবে। তাবে এবারে মেলায় নির্বাহী কর্মকর্তা নির্দেশে ব্যাতিক্রম ধর্মী স্টোল বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেলার দর্শনার্থীরা গোপন ব্যালেটের মাধ্যমে ভোট প্রদান করে তাদের মতামত জানাবেন। যে স্টোল ভোট বেশী পাবে তাকেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্বাচিত করে পুরস্কার প্রদান করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে উন্নয়ন মেলার উদ্বোধন

শ্যামনগর ব্যুরো : বর্তমান সরকারের অর্থনৈতিক ও সামাজিক অর্জন বিষয়ক কার্যক্রমকে মানুষের মধ্যে তুলে ধরবার লক্ষ্য নিয়ে সরকারি উদ্যোগে দেশের বিভিন্ন জেলা উপজেলায় তিনদিনের উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়েছে। একইভাবে সাতক্ষীরার শ্যামনগরে বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে এ মেলার সূচনা হয়। বর্তমান সরকারের অর্থনৈতিক ও সামাজিক অর্জন বিষয়ক উন্নয়ন মেলা উপজেলা পরিষদ চত্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ৯:১৫ মিনিটে এ উপলক্ষে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে সমবেত হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) এস এম মহসিন উল মুলক, সরকারি মহসিন কলেজের সভাপতি তন্ময় সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান এস এম জহুরুল হায়দার বাবু,মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল সহ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা ,২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত মধ্যম আয়ের বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা আরো বলেন দেশের ক্রমবর্ধমান আর্থ-সামাজিক উন্নয়নের পরিপ্রেক্ষিতে গণতন্ত্রের মানসকন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, রূপকল্প বাস্তবায়ন ও মধ্যম আয়ের দেশে রূপান্তরের জন্য বাংলাদেশকে আর ২০২১ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। ক্রমাগত উন্নয়ন আর সমৃদ্ধির এ ধারা অব্যাহত থাকলে অল্প দিনের মধ্যেই দেশ পূর্ণাঙ্গ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে। উপজেলা প্রশাসন আয়োজিত উন্নয়ন মেলায় বিভিন্ন সরকারি বিভাগ ও বেসরকারি সংস্থার ৩৬ টি স্টল স্থাপন করা হয়েছে। ওইসব স্টলে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যানার, ফেস্টুন, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে উন্নয়ন কর্মকা-ের চিত্র তুলে ধরা হয়েছে।এছাড়া মেলা উপলক্ষে স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য বিতর্ক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘাটায় কপোতাক্ষের মাটি কেটে ইট তৈরির অভিযোগ

পাটকেলঘাটা প্রতিনিধি : প্রকাশ্যে কপোতাক্ষের ভেড়িবাঁধের মাটি কেটে ইট তৈরি করে অভিযোগ উঠেছে মেসার্স ফারাহ্ ব্রিকসের বিরুদ্ধে। সরজমিনে যেয়ে দেখাযায় পাটকেলঘাটা কাটাখালী নামক স্হান হতে ফারাহ্ ব্রীকসে কর্মরত আচিমতলা গ্রামের কিয়ামুদ্দিন মোড়লের পুত্র শহিদুল মোড়ল(৪৫)এর নেতৃত্বে কপোতাক্ষের ভেড়ীবাধের মাটি কেটে ট্রলিকরে মেসার্স ফারাহ্ ব্রীকস ইট ভাটায় নেওয়া হচ্ছে।
তথ্যনুসন্ধানে জানাযায় পাটকেলঘাটা-মাগুরা সড়কের আচিমতলা নামক স্থানে গ্রামের জনবসতি ও কৃষিজমির মাঝে যুগিপুকুরিয়া গ্রামের মৃত খোকা মোড়লের পুত্র রেজাউল ইসলাম বাবু মেসার্স ফারাহ্ ব্রীকস নামে অবৈধ ভাবে ইটভাটা গড়ে তুলেছে। উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড একাধিক বার কপোতাক্ষের পাড়ে জলাবদ্ধ রক্ষাবাঁধের মাটি কর্ত্তন না করার জন্য নোটিশ এবং গণবিজ্ঞপ্তি জারি করে, কিন্তু তার পরও সে নির্দ্দেশ মানা হচ্ছেনা। কাটাখালী স্থানে নদীর ভেড়িবাধের মাটি কাটার সময় স্থানীয় সাংবাদিকরা উক্ত স্থানীয় উপস্থিত হয়ে স্থানীয় তহশীলদার, উপজেলা নির্বাহী অফিসার, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোনে জানান কিন্তু দৃশ্যমান কোন পদক্ষেপ চোখে পড়েনি। এর আগেও বহুবার লক্ষ লক্ষ ঘনফুট মাটি কপোতাক্ষের পাড় হতে কেটে নেওয়া হয়েছে বলে এলাকা বাসি জানান, এবং এ কাজ বন্ধকরার জন্য এর আগেও গণদরখাস্ত দিয়েছেন। অনুসন্ধানে দেখাগেছে ইটভাটাটির বৈধকোন কাগজপত্র নাই নাই জেলা প্রশাসনের অনুমোদন।
জেলা প্রশাসনের জুডিসিয়াল মুন্সিখানার প্রধান সহকারী মোশারফ হোসেন জানান মেসার্স ফারাহ্ ব্রিকস মালিক বিগত ২০১৪ ইঃ সনে একবার অনুমোদন নিয়েছিলেন কিন্তু পরবর্তীকালে আর নবায়ন করেন নাই। ইট প্রস্তুত ও ভাটা স্হাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী জনবসতি, গ্রামীণ সড়ক ও কৃষি জমির মধ্যে কোন ভাবেই ইটভাটা গড়ে তোলা যাবেনা। তাছাড়া পরিবেশ অধিদপ্তর এর ছাড়পত্র এবং জেলা প্রশাসনের অনুমতি ছাড়া অবৈধ ভাবে কার্য্যক্রম পরিচালনা কারিদের জের জরিমানার পাশাপাশি সকল মালামাল জব্দপূূর্বক বাজেয়াপ্ত করার বিধান থাকলেও এ ক্ষেত্রে সেটা প্রয়োগ হচ্ছেনা। স্থানীয় বাসিন্দা কাটাখালী গ্রামের আজিজুর রহমান, সাজ্জাত শেখ সহ অনন্য অনেকের অভিযোগ এভাবে আর কতদিন চলবে ইটভাটার চিমনির কালো ধোয়ায় ফসলের এবং ফল ফুলুরির উৎপাদনে ব্যাপক প্রভাব পড়ছে ট্রলিতে করে মাটি পরিবহণের কারণে গ্রামের রাস্তাগুলার বেহালদশা হয়েছে, ধুলাবালিতে এলাকায় বসবাসের অনুপয়োগী পরিবেশ বিরাজ করছে। বৃষ্টির সময় রাস্হাঘাটের অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। এ অবস্থার অবসান দাবি করেছেন এলাকাবাসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি রিপোর্টার্স ক্লাবের নির্বাচন ২১ জানুয়ারি

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি রিপোটার্স ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে রিপোর্টার্স ক্লাব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। রিপোটার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি আইয়ুব হোসেন রানার পরিচালনায় অনুষ্ঠিত সভায় রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যের সম্মতিক্রমে আগামী ২১ জানুয়ারি’ ১৮ইং তারিখে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আশাশুনি রিপোর্টার্স ক্লাব সহ সভাপতি আকাশ হোসেন, সেক্রেটারি সোহরাব হোসেন, যুগ্ম সম্পাদক সুব্রত দাস, সাংগঠনিক সম্পাদক শেখ বাদশা, অর্থ সম্পাদক মইনুল ইসলাম, প্রচার সম্পাদক প্রভাষক মোখলেছুর রহমান, দপ্তর সম্পাদক এম এম নূর আলম, নির্বাহী সদস্য প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, অধ্যক্ষ আলমিন হোসেন ছট্টু, উত্তম কুমার দাস, সত্যরঞ্জন সরকার, বাপন মিত্র, তপন রায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় উন্নয়ন মেলার উদ্বোধন

দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা পরিষদের সহযোগিতায় আগামীর লক্ষ্য বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদের একান্ত প্রচেষ্টায় বৃহষ্পতিবার সকাল ১০ টায় বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে দেবহাটা উপজেলা মুক্ত মঞ্চ প্রাঙ্গণে এসে শেষ হয়। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন ঘোষণার পরে দুপুর ১২ টায় উপজেলা মুক্ত মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্তমান সরকারের আমলে গত ৩ বছর যাবৎ এই উন্নয়ন মেলা অনুষ্ঠিত হচ্ছে। দেবহাটা উপজেলা পরিষদের সহযোগীতায় উপজেলা নির্বাহী কর্মকর্তার একান্ত প্রচেষ্টায় একটু বড় আকারের এই উন্নয়ন মেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন ও দেবহাটা উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম। দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা আঃলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, প্রধান শিক্ষক মদন মোহন পাল প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গৃহীত কার্যক্রম বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা, এমডিজি অর্জনে সরকারের সাফল্য প্রচার এবং এসডিজি কার্যক্রমে জনগনকে উদ্বুদ্ধ করা এবং শেখ হাসিনা সরকারের উদ্যোগ সম্পর্কে জনগনের অংশীদারিত্ব বৃদ্ধি গুরুত্বপূর্ন। তাই উন্নয়নে সকলের অর্জনসমূহের উদযাপন এবং আগামীর লক্ষ্য বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় এই উন্নয়ন মেলা উদযাপন করা হচ্ছে। এবারের মেলায় সরকারী বেসরকারী মোট ৫১টি প্রতিষ্টার স্টল প্রদর্শন করছে। এদের মধ্য থেকে সেরা স্টল নির্বাচন ছাড়াও প্রতিটি স্টলকে পুরষ্কার প্রদান করা হবে বলে ইউএনও জানান। তিনি বর্তমান সরকারের উন্নয়নকে মানুষের দোরগোড়ায় পৌছানোর লক্ষ্যে একসাথে কাজ করার আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আইপিএলের বাজারে ‘বড় চমক’ রশিদ খান

আইপিএলের বাজারে তিনি হতে চলেছেন বড় চমক। তার পিছনে ফ্র্যাঞ্চাইজিরা মোটা টাকাই খরচ করবেন। তিনি আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান।

আফগানিস্তানের জাতীয় দলের বিশ্বস্ত সৈনিক। বয়স মাত্র ১৯ বছর। বিশ্ব টি-২০তে তার দারুণ চাহিদা। সে বিগ ব্যাশ লিগ হোক বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। গত বছর আইপিএলে ৬ লাখ ডলার দাম উঠেছিল এই রশিদের।

ইতিমধ্যে বিশ্বের সেরা টি-২০ লিগে নিজেকে প্রমাণ করেছেন রশিদ। সপ্তম বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন তিনি। ছ’টি বিবিএল ম্যাচে রশিদ মোট ১১টি উইকেট নিয়েছেন। কিন্তু এর থেকেও বড় বিষয় হল কোনও ওভারে তিনি ছ’রানের বেশি দেননি। মাসের শেষেই আইপিএলের নিলাম। তার আগে রশিদের এই পারফরম্যান্স ফ্র্যা়ঞ্চাইজিদের মাথায় থাকবে। গত বছর খেলেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে।

অস্ট্রেলিয়ায় ইতিমধ্যেই বেশ জনপ্রিয় রশিদ। সদ্য টেস্ট খেলার স্বীকৃতি পেয়েছে দল। আফগানিস্তানের জাতীয় দলে যে বিশ্বমানের ট্যালেন্ট রয়েছে তাও একাধিকবার প্রমাণ করেছেন রশিদরা। যুদ্ধ বিদ্ধস্ত একটা দেশ থেকে এভাবে উঠে আসাটা সহজ ছিল না। কিন্তু রশিদরা পেরেছেন। আর সেই অশান্তির জীবনকে ছাপিয়ে দেশকে ক্রিকেট খেলেই সম্মান এনে দিতে চান তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest