সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় -৭নং ওয়ার্ডে ঘরে ঘরে ৮ দফার বার্তাসাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতাসাতক্ষীরায় তারেক রহমানের ৮ দফার লিফলেট ছড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’সাতক্ষীরায় রাইচ মিলের কালো ধোঁয়া ও বর্জ্যে অতীষ্ট এলাকাবাসী: ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধপ্রকাশিত সংবাদের প্রতিবাদসাতক্ষীরায় মাদক এবং মাদক বিক্রির অবৈধ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতারতালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনারদেবহাটায় সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়

প্রশিক্ষণ প্রাপ্ত নারীরা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে — এমপি রবি


নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা হতে গৃহকর্মী পেশায় বিদেশগামী নারী কর্মীদের ৩০ দিন মেয়াদী হাউজ কিপিং প্রথম ব্যাচের প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টি.টি.সি) আয়োজনে সাতক্ষীরা কারিগরিপ্রশিক্ষণ কেন্দ্র (টি.টি.সি)’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুছাব্বেরুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘জীবনের সফলতা আনতে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণ প্রাপ্ত নারী পুরুষ কখনও বেকারত্বের অভিশাপে ভোগেনা। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার নারীদের উন্নয়নে নানামুখী গ্রহন করেছে। নারীদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে সুদক্ষ করে গড়ে তুলছে। পুরুষের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে ভুমিকা রাখছে।’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি সাতক্ষীরার সহকারী পরিচালক মোস্তফা জামান, কারিগরি প্রশিক্ষণ কোর্সের ইনচার্জ মো. শহিদুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষাণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মাহবুবা খাতুন। সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা হতে ২৭ জনকে প্রথম ব্যাচে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : মরহুম শেখ মশির আহম্মেদ এর স্ত্রী, মরহুম সৈয়দ কামাল বখত এর ভগ্নি এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর সহ-সভাপতি শেখ বশির আহমেদ (মামুন) এর মাতা বিজলী আহমেদ(৭৮) মৃত্যুতে গতকাল বাদ আছর সুলতানপুরস্থ নিজস্ব বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমদে রবি, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত সচিব শেখ শফি আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শেক নিজাম উদ্দীন, সহ-সভাপতি মোঃ বদরুল ইসলাম খান, শেখ নাসিরুল হক প্রিন্স, টিএন্ড ক্লাবের সাধারণ সম্পাদক শেখ তৌহিদুর রহমান, ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশিসহ মরহুমের গুণগ্রহী ও আত্মীয় সজন উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় কৃষককে হয়রানির অভিযোগ

তালা প্রতিনিধি : তালা উপজেলার ঘোনা গ্রামে শান্তিপূর্ণ ভোগদখল কারির সম্পত্তি থেকে ধান কাটার সময় পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষরা মিথ্যা অভিযোগ এনে হয়রানি করার চেষ্টার অভিযোগ উঠেছে। এতে ভুক্তভোগী কৃষক সুষ্ঠ বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী কৃষক ঘোনা গ্রামের মৃত শামসুদ্দীন গাজীর ছেলে আফাজ উদ্দীন গাজী জানান, তার বাড়ির পাশ্ববর্তী পৈত্রিক সম্পত্তি ঘোনা মৌজার ১৯১ দাগের ১৬ শতক জমি দীর্ঘ দিন ধরে ভোগদখল করে আসছিলেন। গত ২০ নভেম্বর ২জন ক্ষেত মজুরকে নিয়ে ঐ জমিতে পাকা ধান কাটতে ছিলেন। এসময় দেওয়ানী পাড়া গ্রামের মৃত ছমির উদ্দীন বিশ্বাসের ছেলে দুর্বৃত্ত নিজাম উদ্দীন বিশ্বাস (জনি’র) একটি মিথ্যা অভিযোগে তালা থানা থেকে পুলিশ গিয়ে ধান কাটতে নিষেধ করে। সেই অবস্থায় ঐ জমিতে আর ধান কাটেননি তিনি। তিনি জানান, সম্পদলোভী জনি এর আগেও নিরীহ মানুষদের বিভিন্ন লোভ লালসা ও ভয়ভীতি দেখিয়ে ও হয়রানি করে অসহায় মানুষের কাছ থেকে জোর পূর্বক সম্পত্তি দখল করে তাকে ভিটামাটি ছাড়া করেছে। তার অত্যাচারের স্বীকার হয়ে ঘোনা গ্রামের সিরাজুল শেখের ভিটামাটি জাল জালিয়াতির মাধ্যমে লিখে নিয়ে তাকে এলাকা ছাড়া করেছেন। তাছাড়া একই গ্রামের নারায়ন চন্দ্র কে একই কায়দায় এলাকাছাড়া করেছেন জনি। ঘোনা গ্রামের অসীম মল্লিক ও তপন মল্লিকসহ একাধিক ব্যাক্তি জানান, দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তিতে চাষাবাদ করে আসছেন আফাজ উদ্দীন গাজী। এবারও সে ধানের চাষ করে এবং কিন্তু কি কারণে অভিযোগ এনে ধান কাটা বন্ধ রাখা হয়েছে তা আমাদের জানা নেই। তবে জনি আগেও অন্যর জমি দখল করে নিয়েছে সেটা এলাকার সকলে জানে। এঘটনায় তালা থানার এসআই মদন কুমার জানান, একটি অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে ধান কাটা আপাতত বন্ধ রাখতে বলেছি। উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : আজ ২৭ নভেম্বর ২০১৭ তারিখ. ১৩ অগ্রহায়ন ১৪২৪ নবান্ন উদযাপন উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সন্ধ্যা ৬ ঘটিকায় জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমী ও সদর উপজেলা শিল্পকলা একাডেমী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাণবন্ত ও উৎসব মুখর করার জন্য আপনারা সবান্ধবে আমন্ত্রিত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জমে উঠেছে ভোমরা সিএন্ডএফ এজেন্ট কর্মচারী এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন

মাকছুদ খান : জমে উঠেছে ভোমরা সিএন্ডএফ এজেন্ট কর্মচারী এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই মুখরিত হচ্ছে ভোমরাস্থল বন্দর। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে বন্দর এলাকা।
সূত্র প্রকাশ, আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোমরা সিএন্ডএফ এজেন্ট কর্মচারী এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন। উক্ত নির্বাচনে ২ প্যানেলে ২৫ জন প্রার্থী ও স্বতন্ত্র ২ প্রার্থী রয়েছেন। এদের মধ্যে মন্টু-দেলোওয়ার-পানি ডাক্তার পরিষদে ১৩জন ও কামরুল-মিলন পরিষদের ১২ জন প্রার্থী রয়েছে ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে সভাপতি পদে প্রতিন্দ্বিতীতা করছেন পরিতোষ কুমার ঘোষ, ও সহসভাপতি সেলিম হোসেন। উল্লেখ্য কামরুল মিলন পরিষদে সভাপতি পদে কোন প্রার্থী নেই। তবে উক্ত নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে হড্ডাহড্ডি লড়াই হবে বলে জানিয়েছেন সাধারণ ভোটাররা।
নাম প্রকাশে অনিচ্ছিুক ভোটাররা জানিয়েছেন, নির্বাচনে দিন যত এগিয়ে আসছে ততই প্রার্থীরা ছুটছেন ভোটারদের দোড় গোড়ায়। কোন কোন ভোটারদের খুজে বের করেও ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। কাক ডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। এ নিয়ে বর্তমানে পোস্টারের নগরিতে পরিণত হয়েছে ভোমরাস্থল বন্দর।
এদিকে একাধিক সূত্রে জানাগেছে, উক্ত নির্বাচন নিয়ে কিছু মালিকগণ তাদের কর্মচারীদের তাদের পছন্দের প্যানেল ভোট দেওয়ার জন্যও জোর তাগিদ দিচ্ছেন। যদিও ভোট তাদের ব্যক্তিগত পছন্দের বিষয় তারপরও এবিষয়ে মালিকপক্ষ হস্তক্ষেপ করায় অনেকেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি যার ভোট সে দিবে, নিজের ইচ্ছামত দেবে। এখানে যে কেউ কোন ধরনের হস্তক্ষেপ না করে।
এবিষয়ে প্রধান নির্বাচন কমিশনার আলমগীর হোসেন জানান, ২টি প্যানেলে ২৫ জন ও স্বতন্ত্র ২জন মোট ২৭ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করবেন। কোন রকম বাধা বিপত্তি ছাড়াই নির্বাচনী সকল কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে বলে তিনি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষ‌ীরার এস‌পি আলতাফ হো‌সেন বদ‌লি, আস‌ছেন সাজ্জাদ

সাতক্ষ‌রিা জেলা পু‌লি‌শের এস‌পি আলতাফ হো‌সেন‌কে টু‌রিস্ট পু‌লি‌শের এস‌পি হি‌সে‌বে বদ‌লি করা হ‌য়ে‌ছে। তার স্থলা‌ভি‌ষিক্ত হ‌চ্ছেন সাজ্জাদ হো‌সেন।

র‌বিবার এক আ‌দে‌শে বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে পটুয়াখালীর এসপি সৈয়দ মোসফিকুর রহমানকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি), ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এসপি সমমর্যাদার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. সাজ্জাদুর রহমানকে সাতক্ষীরা জেলায়, পিরোজপুরের এসপি মো. ওয়ালিদ হোসেনকে ডিএমপিটর ডিসি হিসেবে, সাতক্ষীরা জেলার এসপি মো. আলতাফ হোসেনকে ট্যুরিস্ট পুলিশে, ডিএমপি’র ডিসি মোহাম্মদ মইনুল হাসানকে পটুয়াখালী জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নওগাঁয় বাস খাদে, ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

ডেস্ক রিপোর্ট : নওগাঁ-রাজশাহী মহাসড়কে মান্দা উপজেলার স্বতীহাট পঞ্চমীতলা এলাকায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের বেশ কয়েকজন যাত্রী।

রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পূবালী ব্যাংক সান্তাহার শাখার কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা আব্দুর রহিম এবং বাস চালকের সহকারী। তার নামপরিচয় পাওয়া যায়নি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা তিশা পরিবহন নামে একটি বাস নওগাঁ যাচ্ছিল। পঞ্চমীতলা নামক স্থানে আসার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস জব্দ করেছে। এবং স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইসলামাবাদে ব্যাপক সংঘর্ষ, সেনা তলব

ডেস্ক রিপোর্ট : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ‘ইসলামপন্থীদের’ বিক্ষোভ ও সহিংসতা দমন করতে সেনাবাহিনী তলব করেছে দেশটির সরকার। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পাকিস্তানের সংবিধানের ২৪৫ ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন নিউজ জানায়, আইনমন্ত্রী জাহিদ হামিদের বিরুদ্ধে ধর্ম অবমাননার (ব্লাসফেমি) অভিযোগ তোলে কট্টর ইসলামপন্থী সংগঠন তেহরিক-ই-লাবাইক। এর পরিপ্রেক্ষিতে তার অপসারণও দাবি করে তারা। এ দাবিতে সংগঠনটির নেতাকর্মীরা ৮ নভেম্বর থেকে ইসলামাবাদের মূল প্রবেশদ্বার ফয়জাবাদে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে।

পরে গতকাল বিক্ষোভকারীদের সরাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় সাড়ে আট হাজার সদস্য মাঠে নামে। ফলে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে তাদের। দিনব্যাপী চলা ওই সংঘর্ষে আহত হয় দুই শতাধিক। আহতদের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০৫ জন সদস্য ও ৫০ জন সাধারণ মানুষ রয়েছে।

ডনের খবরে বলা হয় গতকালের সংঘর্ষে একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। তবে ওই পুলিশ সদস্য ছাড়াও আরো অনেকের প্রাণ গেছে বলে জানিয়েছে বিবিসি।

একজন বিক্ষোভকারীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে চার বিক্ষোভকারী নিহত হয়েছে।

এদিকে পাঞ্জাব প্রদেশে আইনমন্ত্রী জাহিদ হামিদের বাড়ি ঘিরেও বিক্ষোভ করে তেহরিক-ই-লাবাইক সমর্থকরা। একপর্যায়ে তারা আইনমন্ত্রীর বাড়িতে প্রবেশ করে। কিন্তু সে সময় তিনি বা তাঁর পরিবারের কেউ বাড়িতে ছিল না। এ ছাড়া লাহোর ও করাচির বিভিন্ন স্থানে বিক্ষোভের খবর পাওয়া গেছে।

এ বিষয়ে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, বিক্ষোভকারীদের দমন করতে ব্যর্থ হয়ে সরকারের কাছে সেনা মোতায়েনের জন্য আবেদন করে শহরগুলোর প্রশাসন। এ কারণে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি সেনাবাহিনী।

এদিকে পাকিস্তানের সব টেলিভিশন চ্যানেলে সংঘর্ষের ঘটনার সরাসরি সম্প্রচার বন্ধ করে দিয়েছে সরকার। তবে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে মিলছে সর্বশেষ খবর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest