সর্বশেষ সংবাদ-
জেলা ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠনচোরের উপদ্রবে অতিষ্ঠ কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়ার বাসিন্দারা : মিথ্যা মামলার অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে শােকসাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা: আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগশ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় মদ জব্দআশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনাসাতক্ষীরা জেলা স্কাউট ভবন এর উর্ধ্বমুখি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধনখুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদারশ্যামনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ‌দুর্নীতির অভিযোগল স্টুডেন্টস ফোরাম এর নবনির্বাচিত কমিটি নির্বাচন কমিশনের সাথে শুভেচ্ছা বিনিময়

ব্রিটেন-আমেরিকাতেও গুম হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু বাংলাদেশে নয়, অন্য দেশেও গুম হচ্ছে। গুম তো বহুভাবেই হচ্ছে। অনেকে ফেরতও আসছে। কিন্তু ফেরত আসা বা খুঁজে পাওয়ার বিষয়ে বড় করে খবর হয় না।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন পরিচালিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘২০০৯ সালের একটি হিসাবে ব্রিটেনে ২ লাখ ৭৫ হাজার ব্রিটিশ নাগরিক গুম হয়ে গেল। তার মধ্যে ২০ হাজারের কোনো হদিসই পাওয়া গেল না। আমেরিকার অবস্থা আরও ভয়াবহ। বাংলাদেশ ১৬ কোটি মানুষের দেশ। এইটুকু ভৌগোলিক সীমারেখার মধ্যে এত মানুষের অবস্থান। তাদের সেবা ও আর্থসামাজিক উন্নতি আমরা করে যাচ্ছি। অথচ এই উন্নত দেশগুলোর জনসংখ্যা কত। তাদের সব কিছু আধুনিক প্রযুক্তিসম্পন্ন, তারপরও সেই দেশে এত লোক গুম হয়, তার খোঁজ পাওয়া যায় না। সেই তুলনায় আমরা অবস্থা অনেক বেশি নিয়ন্ত্রণে রেখে যখন কোনো ঘটনা ঘটছে সঙ্গে সঙ্গে খোঁজ নিচ্ছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব, এটা অস্বীকার করছি না। বিরোধীদলীয় নেতা গুমের কথা বলেছেন। এই গুম তো বহুভাবেই হচ্ছে। অনেকে ফেরতও আসছে। কিন্তু ফেরত আসা বা খুঁজে পাওয়ার বিষয়ে বড় করে খবর হয় না।’

কারও নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের একজন স্বনামধন্য আঁতেল ‍গুম হয়ে গেলেন। পরে দেখা গেল উনি গুম হননি। উনি নিজে নিজেই খুলনায় গেলেন। পরে তাঁকে খুঁজে পাওয়া গেল। এর দোষটা আমাদের। এ ধরনের আরও অনেক ঘটনা তো ঘটে যাচ্ছে। আমি তার নামধাম বলতে চাই না।’

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে কীভাবে? যারা জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে? ‍যারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে, তাদের কি জনগণ ভোট দেবে? জনগণ কি ভোট দিয়ে ওই আপদ টেনে নিয়ে আসবে? অন্তত যাদের বিবেক আছে তারা এদের কোনো দিন ভোট দেবে না। কাজেই স্বপ্ন দেখে লাভ নেই। বড় বড় কথা বলে লাভ নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুই মাসের মধ্যে রোহিঙ্গা ফেরত শুরু

রোহিঙ্গাদের ফেরত নেওয়া শুরুর বিষয়ে বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে একটি ‘অ্যারেঞ্জমেন্ট’ বা ‘ব্যবস্থা’ স্বাক্ষরিত হয়েছে। গতকাল দুপুরে মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির দফতরে দুই দেশের মধ্যে কূটনৈতিক এ প্রক্রিয়া সম্পন্ন হয়।

নেপিদোতে স্বাক্ষরিত এই কূটনৈতিক প্রক্রিয়াকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ‘সমঝোতা স্মারক’ বা ‘চুক্তি’ বলা হয়নি, বরং একে ‘অ্যারেঞ্জমেন্ট’ বা ‘ব্যবস্থা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দুই মাস ধরে চলা আলোচনার মাধ্যমে এটি স্বাক্ষরিত হয়। ২২ নভেম্বর সকালে নেপিদোতে উভয় দেশের কর্মকর্তরা এর খসড়ার ব্যাপারে আলোচনা করেন। বিকালে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং মিয়ানমারের ইউনিয়ন মিনিস্টার চ টিন্ট সোয়ে এর বিভিন্ন অসামঞ্জস্য দূর করেন। পরে গতকাল বেলা ২টায় তারা এতে স্বাক্ষর করেন। এতে বলা হয়, দুই মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু হবে। প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরুর উদ্দেশ্যে তিন সপ্তাহের মধ্যে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হবে এবং দ্রুততম সময়ে আরেকটি চুক্তি বা সমঝোতা স্বাক্ষরের মধ্যে প্রত্যাবর্তন প্রক্রিয়া চলবে। মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল সকাল ১০টায় পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী মিয়ানমারের নেত্রী অং সান সু চির সঙ্গে বৈঠক করেন। তারা দুই দেশের বাণিজ্য, জ্বালানি ও বিসিআইএমের আওতায় কানেকটিভিটি নিয়ে কথা বলেন।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ও টিন্ট সোয়ে ১৯৯৮ সালে স্বাক্ষরিত নাফ নদের উত্তরাংশে সীমান্ত পুনশ্চিহ্নিতকরণ বিষয়ক একটি চুক্তি রেটিফিশেন-সংক্রান্ত কাগজপত্র হস্তান্তর করেন। ২০০৭ সালে সম্মত হওয়া নাফ নদের সীমান্ত পুনশ্চিহ্নিতকরণ-সংক্রান্ত একটি সাপ্লিমেন্টারি প্রটোকলও এ সময় হস্তান্তর করেন দুই দেশের মন্ত্রীরা। পাশাপাশি রাখাইন রাজ্যে ব্যবহারের জন্য বাংলাদেশ সরকারের উপহার হিসেবে তিনটি অ্যাম্বুলেন্স দেশটির সমাজকল্যাণমন্ত্রীর কাছে হস্তান্তর করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

মিয়ানমার সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন ঘটবে তাদের পরিচয় যথাযথভাবে যাচাই করার পর। ১৯৯২ সালে দুই দেশের তরফে যে যৌথ বিবৃতি দেওয়া হয় এর মধ্যে এ বিষয়ে দিকনির্দেশনা ও নীতিমালা ছিল। রোহিঙ্গা সংকটের আন্তর্জাতিকীকরণের বিরোধিতা করে মিয়ানমারের বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবেশী দুই দেশের মধ্যে সমস্যা শান্তিপূর্ণ দ্বিপক্ষীয় আলোচনার মধ্য দিয়ে সমাধান করতে হবে। দুই দেশের মধ্যে সর্বশেষ সমঝোতাকে ‘উইন-উইন সিচুয়েশন’ বা দুই পক্ষের জন্য বিজয় বলে বর্ণনা করেছে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনৈতিক সূত্রের তথ্য, ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত ছয় লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। আর গত বছর অক্টোবর থেকে জুলাই পর্যন্ত মিয়ানমার থেকে পালিয়ে আসে প্রায় ৯০ হাজার রোহিঙ্গা। এর আগে থেকে প্রায় তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছিল। রোহিঙ্গা প্রত্যাবর্তনে বাংলাদেশ ও মিয়ানমার সর্বপ্রথম ১৯৭৮ সালে চুক্তি করেছিল। সেই চুক্তির অধীনে দুই লাখ ৪০ হাজার রোহিঙ্গা ছয় মাসের মধ্যে ফেরত গিয়েছিল। পরে ১৯৯২ সালে দুই দেশের মধ্যে আরেকটি সমঝোতা হয়, যার অধীনে ২০০৫ সাল পর্যন্ত দুই লাখ ৩৬ হাজার রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যায়। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে দুই পক্ষের মধ্যে সম্প্রতি ছয়বার প্রস্তাব-পাল্টা প্রস্তাব চালাচালি হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে প্রথম প্রস্তাব দেওয়া হয় ২৩ সেপ্টেম্বর এবং মিয়ানমারের ইউনিয়ন মন্ত্রীর ঢাকা সফরের সময়ে ২ অক্টোবর ফের আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেওয়া হয়। মিয়ানমার ২০ অক্টোবর এর জবাব দিলে বাংলাদেশ পুনরায় ২ নভেম্বর পাল্টা প্রস্তাব দেয়। মিয়ানমারের পক্ষ থেকে ৬ নভেম্বর পাল্টা প্রস্তাব দেওয়া হলে বাংলাদেশ এর দুই দিন পর জবাব দেয়।

ভয়ঙ্কর নারী নিপীড়ন : যৌন সহিংসতার অংশ হিসেবে রোহিঙ্গা নারীদের গণধর্ষণ করা হয়। আক্ষরিক অর্থে অনেক রোহিঙ্গা নারীকে গণধর্ষণ করে মেরেও ফেলা হয়েছে। বুধবার জাতিসংঘ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে একথা বলেন সংস্থাটির যৌন সহিংসতা বিষয়ক বিশেষ দূত প্রমীলা প্যাটেন। চলতি মাসে বাংলাদেশ সফরে এসে গণধর্ষণের শিকার রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলার পর যুক্তরাষ্ট্রে ফিরে এই সংবাদ সম্মেলন করেন তিনি।   তিনি জানান, নারীদের ওপর ভয়ঙ্কর নিপীড়ন চালানো হয়েছে। গণধর্ষণ, প্রকাশ্যে বিবস্ত্র করে ফেলা এবং যৌন দাসত্বসহ রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাসদস্যদের যৌন সহিংসতা ছিল একেবারে অমানবিকতা। নারী ও কিশোরীদের গাছ বা পাথরের সঙ্গে বেঁধে মিয়ানমার সেনারা সবচেয়ে নৃশংস ও বর্বরোচিত কায়দায় যৌন সহিংসতা চালিয়েছে। মিয়ানমার সরকার নৃশংসতার অভিযোগ অস্বীকার করলেও তাকে রাখাইনে ঢুকতে দেয়নি বলে সংবাদ সম্মেলনে দাবি করেন প্রমীলা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে চিরবিদায় নিলেন কাজী সাঈদ

প্রেস বিজ্ঞপ্তি : সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে অবশেষে চলেই গেলেন দরিদ্র মানুষের অধিকার আদায়ের নেতা গাজী সাঈদুর রহমান। শোক আর সাগর সমান কষ্টের মধ্যে তাকে চির বিদায় জানালেন সাতক্ষীরার মানুষ। গভীর শ্রদ্ধা জানিয়ে অবনত মস্তকে তাকে সম্মানিত করেন তারা।
বৃহস্পতিবার সকালে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে স্মরণকালের বৃহৎ জানাযার নামাজে শরিক হন অগনিত মানুষ। সাতক্ষীরা সি এন্ড বি মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ রফিকুল ইসলাম মরহুম কাজী সাঈদের জানাযার নামাজের ইমামতি করেন। এর আগে মাঠ ভর্তী শোভাকঙ্খীরা তার প্রতি শোক জ্ঞাপন করেন। জানাযা পূর্ব আলোচনা সভায় অংশ নিয়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো: নজরুল ইসলাম বলেন, কাজী সাঈদ ছিলেন দরিদ্র মানুষের নেতা। তিনি মানুষের অধিকার আদায়ের উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমৃত্যু আন্দোলন ও সংগ্রাম করেছেন। সাতক্ষীরার রাজনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক অঙ্গন এখন থেকে কাজী সাঈদ শূণ্য হয়ে গেল। এই শূণ্যতা পুরণ হওয়ার নয় জানিয়ে তিনি বলেন, তার মতো নিবেদিত রাজনৈতিক এই সমাজে খুবই প্রয়োজন ছিল। আলোচনায় অংশ নেন জেলা জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু আহমেদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যড. সৈয়দ ইফতেখার আলী, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, প্রেসক্লাব সভাপতি এ্যড. আবুল কালাম আজাদ, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, বাসদ নেতা এ্যড. আজাদ হোসেন বেলাল, জেলা জজ আদালতের পিপি এ্যড. ওসমান গনি প্রমুখ।
শহীদ রাজ্জাক পার্কে জানাযার পর প্রয়াত এই নেতা কাজী সাঈদের মরাদেহ নিয়ে যাওয়া হয় তার জন্মভিটা কালিগঞ্জের মৌতলা ইউনিয়নের দুধলি গ্রামে। সেখানে দ্বিতীয় দফার জানা যায় অংশ নেন অগণিত মানুষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছিনতাইকারীদের হামলায় লাবসা ছাত্রলীগের সভাপতিসহ আহত ৭

নিজস্ব প্রতিনিধি : গ্রাম্য পিকনিকে সন্ত্রাসী হামলায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিসহ কমপক্ষে ৭জন কে পিটিয়ে আহত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার রাত ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউপির নলকুড়া গ্রামের আজহারুলের দোকানের সামনে। এঘটনায় আহত লাবসা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিজভি, তৌকির, রাসিফসহ কয়েকজনকে আধা ঘন্টা পরে স্থানীয় জনগন উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
এলাকাবাসী জানায়, ছিনতাই, ধর্ষণসহ একাধিক মামলার আসামী ও ছিনতাই করতে যেয়ে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ছিনতাইকারী দর্গা রুবেলের একান্ত সহযোগী ছিনতাই কারী আরিফুল, মাদক ব্যাবসায়ী সাগর, সন্ত্রাসী তনুর নেতৃত্বে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসীদল হঠাৎ পূর্ব শত্রুতার জের ধরে গ্রাম্য পিকনিকে সন্ত্রাসী হামলা চালিয়ে লাবসা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিজভি, তৌকির, রাসিফসহ কয়েকজনকে লোহার রড, জিআই পাইব, ও ধারালো ছুরি দিয়ে তাদের কে বেধড়ক মারপিট করে। এর মধ্যে রিজভি ও তৌকিরের মাথা ফাটিয়ে রক্তাত্ব জখম করেছে সন্ত্রাসীরা। এঘটনায় এলাকায় বর্তমানে আতঙ্ক বিরাজ করছে। পরে সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মদ জানান, আমাদের অফিসার ঘটনাস্থলে আছে। ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌরসভা পরিদর্শ ও সমস্যার উন্নয়ন বিষয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ এশিয়ার জি.আই.জেড বিভাগীয় পরিচালকের সাতক্ষীরা পৌরসভা পরিদর্শন ও সমাস্যার উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভার কনফারেন্স রুমে সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ এশিয়ার জি.আই.জেড বিভাগীয় পরিচালক এম.এস করিননা কুশেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ এশিয়ার জি.আই.জেড বাংলাদেশ’র কান্ট্রি ডিরেক্টর তবিআজ বেকার, আর.ই.ই প্রজেক্টের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মুদাব্বির আনাম, আরা.আই.ইউডি প্রজেক্টের টিম লিডার মো. হামিদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমাস্যা ও করনীয়, সুপেয় পানি, রাস্তা-ঘাট, ড্রেণেজ ব্যবস্থা ও দারিদ্র বিমোচন বিষয়ে ও ভবিষ্যৎ করনীয় প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর ফারহা দিবা খান সাথি, শেখ শফিক উদ দৌলা সাগর, কাজী ফিরোজ হাসান, শেখ আব্দুস সেলিম, শফিকুল আলম বাবু, শহিদুল ইসলাম, অনিমা রাণী মন্ডল, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, পৌরসভার সচিব সাইফুল ইসলাম বিশ^াস, নির্বাহী প্রকৌশলী কামরুল আখতার, প্রকৌশলী সেলিম সরোয়ার, হিসাব রক্ষক আক্তার হোসেন তালুকদারসহ দক্ষিণ এশিয়ার জি.আই.জেড’র কর্মকর্তা ও পৌরসভার কর্মকর্তাবৃন্দ। প্রজেক্টরের মাধ্যমে মুল প্রেজেন্টেশন উপাস্থাপন করেন পৌরসভার শহর পরিকল্পনাবিদ শুভ্র চন্দ্র মহলী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ভুয়া বিয়ের অভিযোগে যুবক-যুবতী আটক!

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের জাফরপুর গ্রামে এক যুবক যুবতীকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলো উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর গ্রামের মোরষেদ আলী গাজীর ছেলে হাচানুজ্জামান (২৭) ও তারালী ইউনিয়নের জাফরপুর গ্রামের দাউদ কারিকরের মেয়ে বিলকিস পারভীন (১৮)। স্থানীয় সুত্রে জানা যায়, বিলকিস ঢাকায় একটি পোশাক কারাখানাতে চাকুরি করত এবং ঢাকায় একই এলাকায় বেসরকারি এনজিও প্রতিষ্ঠানে কর্মরত ছিল হাচান। দুজনে পূর্ব পরিচিতি হওয়ায় অল্প দিনের মধ্যে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে পরিবারের সদস্যদের অনুমতি ছাড়া ঢাকাতে ৭ মাস আগে কাজী অফিসে দুজনে বিয়ে করে। বাসা ভাড়া নিয়ে ৫ মাস সংসার করার পর বিলকিসকে ঢাকায় রেখে বাড়িতে চলে আসে হাচান। বাড়িতে এসে তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় সে। একপর্যায়ে গত ১ মাস আগে বিলকিস ঢাকা থেকে তার নিজের বাড়িতে চলে এসে হাচানের সাথে যোগাযোগের চেষ্টা করে। সোমবার সকাল সাড়ে ১০ টায় জাফরপুরে বিলকিসের অনুরোধে তাদের বাড়িতে দেখা করতে আসে হাচান কিন্তু বিয়ের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে। এসময় তাদের মধ্যে বাকবিত-া শুনে আশেপাশের মানুষ ছুটে আসে। স্থানীয়রা বিষয়টি মিমাংসায় করতে ব্যার্থ হয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুবীর দত্তকে অবগত করেন। ঘটনাস্থল থেকে থানার উপ-পরিদর্শক হেকমত আলী তাদের উভয়কে আটক করে থানাতে নিয়ে আসে। ভিকটিম বিলকিস বলেন ঢাকাতে কাজী অফিসে নিয়ে ৭ মাস আগে আমাকে বিয়ে করে ওই প্রতারক এখন বলছে আমাকে বিয়ে করিনি। বিয়ের কাগজ ও আমাকে দেয়নি এখন প্রতারণা করছে আমার সাথে। থানার উপ-পরিদর্শক হেকমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তাদেরকে আটক করে থানায় আনা হয়েছে তবে মেয়ে বিয়ের প্রমাণ দেখাতে পারেনি ছেলে বলছে তাকে বিয়ে করেনি। দুপক্ষের মিমাংসার জন্য চেষ্টা চালানো হচ্ছে তাছাড়া স্থানীয়রা আটক করে থানায় দিয়েছে। কেউ লিখিত অভিযোগ আমাদের কাছে করেনি তাহলে মিমাংসা ছাড়া আমরা আর কি করতে পারি? । এ রিপোর্ট লেখা পযর্ন্ত পারিবারিক ভাবে থানায় মিমাংসার চেষ্টা চলছিল বলে জানা যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবারও বাড়ল বিদ্যুতের দাম
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম আবারও বাড়িয়েছে সরকার। প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।
বৃহস্পতিবার বিইআরসি জানিয়েছে, আগামী ডিসেম্বর থেকে নতুন এ হার কার্যকর হবে। দাম বাড়ানো হয়েছে কেবল খুচরা পর্যায়ে। তবে পাইকারিতে বিতরণ কেন্দ্রেগুলোর জন্য বিদ্যুতের দাম বাড়ছে না।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় শিশু ক্লাব সদস্যদের টিএফডি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরায় ৩দিন ব্যাপী শিশু ক্লাব সদস্যদের টিএফডি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সাতক্ষীরা শিল্পকলা একাডেমীতে ২১থেকে ২৩ নভেম্বর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগীতায় অনুষ্ঠিত হয়। এসময় ভোমরা, ফিংড়ী, বৈকারী, কুশখালী ও ঝাউডাঙ্গা ইউনিয়নের শিশুসহ ২০জন অংশগ্রহণকারী টিএফডি বিষয়ক প্রশিক্ষণে উপস্থিত ছিলেন।

টিএফডি বিষয়ক প্রশিক্ষণে ট্রেনার হিসেবে সেশন পরিচালনা করেন সেভ দ্য চিলড্রেন’র প্রতিনিধি মো. শহিদুল ইসলাম (শান্ত) ও মো. রোকন আহমেদ। সমগ্র প্রশিক্ষণ কর্মশালা সুষ্ঠুভাবে পরিচালনা ও দিক নির্দেশনা প্রদান করেন ব্রেকিং দ্য সাইলেন্স’র জিসিসি প্রকল্পের সমন্বয়কারী দিপঙ্কর কুমার মল্লিক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest