সর্বশেষ সংবাদ-
অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনজবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে গোলটেবিল সভাতালায় টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবিতে সাংবাদিক সম্মেলনপুজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা: সাতক্ষীরার পুলিশ সুপারজলবায়ু পরিবর্তনে মানবাধিকার নিশ্চিতকরণে শ্যামনগরে এনগেজ প্রকল্পের অবহিতকরণ সভালাপা প্রকল্পের জেলা পর্যায়ে স্টেকহোল্ডার পরামর্শ সভাসাতক্ষীরায় যৌথবাহিনির অভিযানে অস্ত্র-মাদকসহ তিনজন আটকসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

ট্যাক্স আইডি কার্ড পেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার ইনকাম ট্যাক্স আইডি কার্ড (আয়কর পরিচয়পত্র) হস্তান্তর করা হয়েছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকের শুরুতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান প্রধানমন্ত্রীর হাতে এ পরিচয়পত্র হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রধানমন্ত্রীকে ট্যাক্স কার্ড হস্তান্তরের কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী ১৯৮২-৮৩ করবর্ষ থেকে নিয়মিতভাবে আয়কর দিয়ে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেজন্য জাতীয় রাজস্ব বোর্ড একটি স্বীকৃতি ফলক তৈরি করে তাতে অভিনন্দন জানিয়েছে।’

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে সরবরাহ করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড জাতীয় পরিচয়পত্রের ডাটাবেজ ব্যবহার করে করদাতাদের জন্য একটি ইনকাম ট্যাক্স আইডি কার্ড প্রচলন করেছে। এই কার্ডটি করদাতাদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা তৈরি করেছে। ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত ঢাকার আয়কর মেলা থেকে ইনকাম ট্যাক্স আইডি কার্ড নেয়ার সঙ্গে সঙ্গে করদাতারা এটিকে উন্নয়নে তাদের অংশীদারিত্বের পরিচয় বলে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।

এ বছর বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা আয়করা মেলা পরিদর্শন করেছেন এবং ইনকাম ট্যাক্স আইডি কার্ড গ্রহণ করেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার বহেরায় যুবতীকে ধর্ষণ চেষ্টাকালে যুবক আটক

কেএম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটা থানাধীন বহেরা গ্রামে ধর্ষণের চেষ্টাকালে স্থানীয়রা এক যুবককে আটক করেছে। ঘটনা সূত্রে জানায়, সোমবার ভোররাতে উপজেলার কুলিয়া ইউনিয়নের পুষ্পকাটি গ্রামের রফিকুল ইসলামের কন্যার বসত বাড়ির শয়ন কক্ষে একই এলাকার শফিকুল ইসলামের পুত্র ইব্রাহিম হোসেন সুমন (২১) ঢুকে ধর্ষণের চেষ্টা চালায়। স্থানীয়রা যুবতীর চিৎকারে ছুটে এসে সুমনকে ধরে ফেলে। পরে থানা পুলিশকে খবর দিলে যুবক ও যুবতীকে থানায় নিয়ে আসা হয়। এঘটনায় ভিকটিম বাদী হয়ে দেবহাটা থানায় একটি অভিযোগ দায়ের করে। তথ্য প্রমাণের ভিত্তিতে ঘটনার সত্যতা পাওয়ায় বিষয়টি ১৩/১১/২০১৭ তারিখে মামলা-৮ রুজ্জু করিয়া আসামি সুমনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ(ওসি)কাজী কামাল হোসেন বিষয়টির সত্যতা স্বিকার করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৪ হাজার ৩৭৫ কোটি টাকায় নেইমারকে কিনতে মরিয়া রিয়াল!

বার্সার প্রাণ ভোমরা নেইমার এখন পিএসজিতে। রেকর্ড ট্রান্সফার ফিতে কাতালোনিয়া ছেড়ে প্যারিসে পাড়ি দিয়েছেন এ ব্রাজিলীয়।
এবার শোনা যাচ্ছে পিএসজি ছেড়ে রিয়ালে যেতে পারেন নেইমার। আর তাকে দলে ভেড়াতে টাকার পাহাড় বরাদ্দ দিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রায় ৪৫০ মিলিয়ন ইউরো ব্যয়ে তাকে কিনতে চায় তারা। বাংলাদেশি টাকায় যার অর্থমূল্য প্রায় ৪ হাজার ৩৭৫ কোটি ৮৯ লাখ টাকা।

আগামী জানুয়ারিতে দলবদলের মৌসুমে এ টাকা ব্যয়ে নেইমারকে কিনতে পারে রিয়াল। তবে যদি পিএসজি নেইমারকে ছাড়ে। অথবা নেইমার পিএসজিকে ছাড়েন।

আর পিএসজি থেকে ব্রাজিলিয়ান এই তারকাকে ছিনিয়ে নেওয়ার চূড়ান্ত পরিকল্পনা রিয়াল মাদ্রিদ এরই মধ্যে করে ফেলেছে বলে জানিয়েছে স্প্যানিশ ক্লাবটির মুখপাত্র হিসেবে বিবেচিত ক্রীড়া দৈনিক মার্কা।

একের পর এক খবর বের হচ্ছে, বার্সেলোনা ছেড়ে পিএসজিতে এসে রীতিমতো আফসোস করছেন নেইমার। এজন্য তিনি অনুতপ্তও!

মার্সেলো বেকলার নামের এক সাংবাদিক মুখ খোলার পর গুঞ্জনের পালে আরো জোর পেয়েছে।

ব্রাজিলীয় এই ফুটবল সাংবাদিকই প্রথম নেইমারের বার্সেলোনা ছাড়ার সংবাদ দেন। তিনি জানিয়েছেন, বার্সেলোনা ছাড়া নিয়ে নেইমারের আফসোসের মাত্রা এতটাই যে ব্যাপারটি নিয়ে কথা বলেছেন সাবেক সতীর্থ পিকে আর সুয়ারেজের সঙ্গেও।

স্পেনের অন্যতম রেডিও স্টেশন ওন্ডা সেরোকে বেকলার জানিয়েছেন, নেইমার এখনো ড্রেসিংরুমে সতীর্থদের মন জয় করতে পারেননি। এরপরও পিএসজি আশাবাদী, নেইমারের দল ছাড়ার আগে অন্য কাউকে দল ছাড়তে হবে।

বেকলার মনে করেন, নেইমারের রিয়ালে যাওয়াও অসম্ভব কিছু নয়। বার্সেলোনায় ফিরে যাওয়ার চেয়ে তার জন্য রিয়ালে যাওয়া সহজ। এটাকে নেইমার পেশাদারি দৃষ্টিকোণ থেকেই দেখে। তবে বেকলার অনেক কিছুই ধারণা থেকে বলছেন। অনেক তথ্যেরই সত্যতা নিশ্চিত করা যায়নি।

রিয়াল স্কোয়াডের খেলোয়াড়দের মুভমেন্ট পর্যবেক্ষণ করছে এবং ট্রান্সফার মার্কেটও পর্যালোচনা করছে। সঠিক সময়েই রোনালদো অ্যান্ড কোংয়ের সঙ্গে ২০১৮-১৯ মৌসুমে বেশ কিছু তারকা খেলোয়াড়কে সংযোজন করার ইচ্ছা রয়েছে লা লিগার গত আসরের চ্যাম্পিয়নদের। নতুন মৌসুমের শুরুটা একদমই ভালো হয়নি রিয়ালের। স্পেন ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের পুরো আক্রমণভাগই একসঙ্গে দুঃসময়ের শিকার।

রোনালদো, বেনজেমারা লিগে গোল করাটাই যেন ভুলে গেছেন। সঙ্গে গ্যারেথ বেল ভুগছেন চোটে। ২০১৩ সালে রেকর্ড পারিশ্রমিকের বিনিময়ে সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেওয়া এই ওয়েলস তারকা রিয়ালের হয়ে সর্বশেষ ৬০ ম্যাচের মাত্র ২০টিতে খেলতে পেরেছেন। তাই কোচ জিদানকে একাদশ সাজাতেই হিমশিম খেতে হচ্ছে।

জানুয়ারি থেকেই ব্রাজিলের তরুণ উদীয়মান তারকা ভিনিসিয়াস জুনিয়রকে পাচ্ছে লস ব্লাঙ্কোসরা। তাই নতুন কোনো খেলোয়াড়কে দলে ভেড়ানোর পরিকল্পনা ছিল না রিয়ালের। কিন্তু ইনজুরি রিয়ালকে নতুন করে ভাবতে বাধ্য করেছে।

মার্কার দাবি, ১০০ বা ১৫০ মিলিয়ন ইউরো দিয়ে মধ্যম সারির খেলোয়াড় কেনার ইচ্ছা নেই রিয়ালের। তাদের লক্ষ্য-পরিকল্পনা, একেবারে ‘সেরা’ একজন। আর সেই ‘সেরা’র পরিকল্পনায় রিয়ালের প্রথম টার্গেট নেইমার! আর নেইমারের মতো ‘সেরা’ একজনকে কেনার জন্য রিয়াল এরই মধ্যে নাকি ২০০ মিলিয়ন ইউরো জমিয়েও রেখেছে!

গত মৌসুমে রিয়াল অন্যতম সেরা তরুণ উদীয়মান তারকা কিলিয়ান এমবাপ্পের জন্য মোটা অঙ্কের অর্থ খরচ করতে রাজি ছিল। এমবাপ্পে নিজেও রিয়ালে যোগ দিতে চেয়েছিলেন। তবে এই ফরাসি তারকার পরিবার অর্থনৈতিক এবং অন্যান্য কারণে সেই চুক্তিতে রাজি হননি।

নেইমারের উপর রিয়ালের নজর সেই ছোটবেলা থেকেই। ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকার প্রতিভা-দক্ষতায় এক কথায় মুগ্ধ রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। কিন্তু ভাগ্যের দোষেই হয়তো ইচ্ছা থাকা সত্ত্বেও এই শিকার করতে পারছে না রিয়াল। আগামী মৌসুমে তাই কোমর বেঁধেই নামার পরিকল্পনা হাতে নিয়েছে মাদ্রিদ জায়ান্টরা।

কিন্তু মাত্র ২০০ মিলিয়ন ইউরো দিয়েই কি নেইমারকে শিকার করতে পারবে রিয়াল? বার্সেলোনা থেকে ব্রাজিলিয়ান তারকাকে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো দিয়ে নিয়েছে পিএসজি। ফলে তাকে ২০০ মিলিয়ন ইউরো দিয়ে কেনার আশা একটু বাড়াবাড়িই মনে হতে পারে।

এডিনসন কাভানি ও পিএসজির স্প্যানিশ কোচ উনাই এমেরির সঙ্গে নেইমারের সম্পর্কটা তিক্ততায় রূপ নিয়েছে বলেই খবর। একদিন আগে নেইমার সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সেই দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। কিন্তু কান্নাভেজা কণ্ঠে তার দাবির পেছনে অন্য কারণই দেখছেন অনেকে।

এরই মধ্যে নেইমার ও রিয়ালকে জড়িয়ে গুঞ্জনও উঠেছে। বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি বলেছেন নেইমারের রিয়ালে যাওয়ার সম্ভাবনার কথা। গণমাধ্যমের গুঞ্জনকে উসকে দিয়ে রিয়াল অধিনায়ক সার্জিও রামোস এমনও বলে রেখেছেন, ‘নেইমারের জন্য রিয়ালের দরজা খোলা। ’ এবার খবর, রিয়ালের কর্তারা ভবিষ্যত পরিকল্পনাও করছে নেইমারকে ‘টার্গেট’ করে!

শুধু ট্রান্সফার ফি বাবদই বরাদ্দ রেখেছে ২০০ মিলিয়ন ইউরো। সঙ্গে বেতন-বোনাস মিলিয়ে ‘নেইমার-সওদার’ জন্য রিয়ালের মোট বরাদ্দ নাকি ৪৫০ মিলিয়ন ইউরো!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা নিধনের প্রতিবাদে অ্যাওয়ার্ড ফেরত দিচ্ছেন বব গেলডফ

মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতা ও নির্যাতনের শিকার হয়ে দেশ ছেড়েছে নিরীহ রোহিঙ্গারা। কিন্তু রোহিঙ্গা নিধন ইস্যুতে নীরবতা পালন করেছেন শান্তিতে নোবেল জয়ী নেত্রী মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি।
আর তার নীরবতার বিরুদ্ধে প্রতিবাদে এবার সম্মানসূচক ফ্রিডম অব দ্য সিটি অব ডাবলিন অ্যাওয়ার্ড ফিরিয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন আয়ারল্যান্ডের প্রখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব বব গেলডফ।

সোমবার ডাবলিনে সিটি হল কর্তৃপক্ষের কাছে তার এই অ্যাওয়ার্ড ফিরিয়ে দেওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বব গেলডফ বলেন, আমরা তাঁকে সম্মানিত করেছিলাম, তিনি আমাদের লজ্জিত করেছেন।

অং সান সুচিও সম্মানসূচক ফ্রিডম অব দ্য সিটি অব ডাবলিন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন। তাই বব গেলডফ ওই পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এর আগে অক্সফোর্ড সিটি কাউন্সিল ১৯৯৭ সালে সুচিকে দেওয়া ফ্রিডম অব দ্যা সিটি অ্যাওয়ার্ড প্রত্যাহার করে নেয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হিন্দুদের ক্ষতিপূরণ দেবে বাংলাদেশ: সুষমা স্বরাজ

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশের রংপুরে সাম্প্রদায়িক হামলায় যেসব হিন্দু ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে বাংলাদেশ সরকার ভারতকে আশ্বস্ত করেছে। এক টুইট বার্তায় সুষমা স্বরাজ জানান, এ বিষয়ে ঢাকায় ভারতীয় হাই কমিশনারের কাছ থেকে তারা বিস্তারিত প্রতিবেদন পেয়েছেন।

আক্রান্ত হিন্দুদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে বাংলাদেশে কর্তৃপক্ষের তরফে এখনও ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে কিছু বলা হয়নি। গত শুক্রবার রংপুরের এক হিন্দু যুবক তার ফেসবুকে ইসলামের নবী মোহাম্মদকে ব্যাঙ্গ করে একটি স্ট্যাটাস দিয়েছেন- এই অভিযোগে স্থানীয় মুসুল্লিরা গঙ্গাচড়ায় একটি হিন্দু গ্রামে হামলা চালায়। এসময় তারা কয়েকটি বাড়িতেও আগুন ধরিয়ে দেয়। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে এসময় একজন নিহত হন।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী তার টুইট বার্তায় আরো বলেছেন, বাংলাদেশে কর্তৃপক্ষ ঢাকায় তাদের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলাকে জানিয়েছেন, হামলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বাড়িঘর পুননির্মাণে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

তিনি জানান, হিন্দুদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার ব্যাপারেও কর্তৃপক্ষ তাদেরকে আশ্বস্ত করেছেন। এর আগেও বাংলাদেশে যখন হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটেছে তখন সুষমা স্বরাজ তার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন। কুমিল্লার নাসিরনগরে হিন্দুদের হামলার পরেও প্রায় একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছিলেন তিনি। সেসময় সুষমা স্বরাজ বলেছিলেন, “আমরা আশা করবো বাংলাদেশ সরকার সেদেশের হিন্দুদের নিরাপত্তা দেবে।”

ভারতের আরেক প্রতিবেশি রাষ্ট্র মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর বর্মী সেনা বাহিনীর হামলার ব্যাপারে ভারত এখনও পর্যন্ত কিছু বলেনি। বাংলাদেশের চাপে পড়ে সম্প্রতি দিল্লি শুধু বলেছে, মিয়ানমারে দু’পক্ষকেই সংযম দেখাতে হবে।

ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকারের ঘোষিত নীতি হচ্ছে, প্রতিবেশী দেশ থেকে ধর্মীয় নির্যাতনের কারণে সংখ্যালঘু হিন্দু খৃস্টান বৌদ্ধ যারাই ভারতে পালিয়ে আসবে তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। এই তালিকায় মুসলমানদের নাম নেই।

একারণে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনসহ ভারতেও অনেকে বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেছেন। তারা বলেছেন, সরকারের এই অবস্থান ভারতের ধর্ম নিরপেক্ষ নীতির পরিপন্থী।

সূত্র :  বিবিসি বাংলা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যশোরে প্রাডো জিপে মিলল বাঘ-সিংহের ৪টি বাচ্চা

যশোরের চাঁচড়া চেকপোস্টে মোড়ে একটি বিলাসবহুল প্রাডো ল্যান্ডক্রুজার গাড়ি থেকে ২টি সিংহ ও ২টি চিতা বাঘের শাবক উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে যশোর শহরতলীর চাঁচড়া চেকপোস্ট মোড়ে অভিযান চালিয়ে শাবকগুলোকে উদ্ধার করা হয়।
এসময় গাড়িটি থেকে দুইজনকে আটক করা হয়

যশোর চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সৈয়দ বায়েজীদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলগামী ল্যান্ডক্রুজার প্রাডো গাড়ি (ঢাকা মেট্রো- ঘ-১৩-২৭৯০) থেকে কার্টন ভর্তি দু’টি চিতা বাঘ ও দু’টি সিংহের শাবক উদ্ধার করা হয়। এ সময় পাচারে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, বন বিভাগের কর্মকর্তারা দু’টিকে চিতা বাঘের শাবক এবং অপর দু’টিকে সিংহের শাবক বলে প্রাথমিকভাবে শনাক্ত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন, বগুড়ার আদমদীঘি উপজেলার চকপাড়া-বশিপুড়া গ্রামের আহাদ আলী সর্দারের ছেলে কামরুজ্জামান বাবু (৩১) ও নরসিংদী জেলার পলাশ উপজেলার বকুলনগর গ্রামের মান্নান ভূইয়ার ছেলে রানা মিয়া (২৮)।

প্রাথমিকভাবে জানা গেছে, রাজধানীর উত্তরা থেকে বাঘ-সিংহের শাবকগুলোকে যশোরের শার্শা সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশে নিয়ে আসা হয়।

তবে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিবপুরে পানিতে ডুবে একই পরিবারের ২ শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর উপজেলার শিবপুরে পানিতে ডুবে একই পরিবারের ২ শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শিয়ালডাঙ্গা গ্রামে এঘটনা ঘটে। মৃত্যুরা হলো শিয়ালডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তারের আড়াই বছরের কন্যা মরিয়া এবং তার চাচাতো ভাই আসাদুল ইসলামের কন্যা তামান্না।
স্থানীয়রা জানান, পাঠ পঁচানোর জন্য তাদের বাড়ির একটি গর্ত রয়েছে। সোমবার সকালের দিকে একই বয়সী মরিয়া ও তামান্না সকলের চোখ ফাঁকি দিয়ে ওই গর্তে পড়ে যায়। পরে বিভিন্ন খোজাখুজি করে না পেয়ে পরিবারের সদস্যরা ওই গর্ত নেমে সকাল ৯টার দিকে মারিয়া ও তামান্নার লাশ উদ্ধার করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মারুফ আহমেদ তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাশিয়া বিশ্বকাপে সুইজারল্যান্ড, ক্রোয়েশিয়া

১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে নর্দার্ন আয়ারল্যান্ডের। তাদের বিপক্ষে প্লেঅফের দ্বিতীয় লেগে গোলশূন্য ‘ড্র’ করে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। প্রথম লেগে তারা এক গোলে এগিয়ে ছিল। অন্যদিকে দ্বিতীয় লেগে গ্রিসের বিপক্ষেও গোলশূন্য ‘ড্র’ করে পঞ্চমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া।

ক্রোয়েশিয়া এক পা দিয়ে রেখেছিল প্রথম প্লেঅফে। ম্যাচটিতে গ্রিসকে ৪-১ গোলে উড়িয়ে দেয় দলটি।

ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় সুইজারল্যান্ডের সর্বোচ্চ সাফল্য কোয়ার্টার-ফাইনালে খেলা। ১৯৩৪, ১৯৩৮ ও ১৯৫৪ সালের আসরে কোয়ার্টার-ফাইনালে উঠেছিল তারা।

এদিন তারা টানা চতু্র্থবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। ১৯৩৪ এবং ৫৪ সালেও টানা চতুর্থবার বিশ্বকাপে খেলেছিল দলটি।

ক্রোয়েশিয়াকে টপকাতে গ্রিসের যে দাপট দেখানো দরকার ছিল তার ধারেকাছেও যেতে পারেনি দলটি। নিজেদের মাঠে শুরু থেকে বলের নিয়ন্ত্রণ নিলেও রক্ষণাত্মক ক্রোয়েশিয়ার ডিফেন্সের জন্য তা কিছু ছিল না। বল দখলের লড়াইয়ে ৬৪ শতাংশ এগিয়ে ছিল গ্রিস। গোলে শট নেয় আটটি। ক্রোয়েশিয়া ছয়টি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest