সর্বশেষ সংবাদ-
ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসসমূহ যথাযোগ্য মর্যাদায় পালনে সাতক্ষীরায় সভাপণ্যগ্রাফি নিয়ন্ত্রন আইনের মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে প্রেসক্লাব নেতৃবৃন্দের বিবৃতিসাতক্ষীরায় গৃহবধু গণধর্ষণের মামলার আসামী গ্রেপ্তারআশাশুনি বাজারের পাশে বসবাসকারীরা নদী ভাঙ্গনে উদ্বিগ্ন: ইউএনওর পরিদর্শণসাতক্ষীরায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় ৩৩ জনের জামিনসাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ছয় দিন, থানার সামনেই প্রকাশ্যে ঘুরছেন আসামিরাভারতীয় পর্ন ভিডিওতে সাংবাদিকের ছবি জুড়ে ব্লাকমেইল করে চাঁদা দাবিকালিগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে দূধর্ষ ডাকাতিজুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এতিমদের মাঝে খাবার বিতরণভোমরার ইউপি চেয়ারম্যানকে ৪৮ ঘন্টা সময় বেঁধে দিলেন ইউনিয়নবাসী

সাতক্ষীরার সীমান্তে স্বর্ণের বারসহ দুই চোরাকারবারী আটক

আসাদুজ্জামান : ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরার লক্ষিদাঁড়ি সীমান্ত থেকে ৪ পিচ স্বর্ণের বারসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।
শুক্রবার সকালে সদর উপজেলার ভোমরা স্থল বন্দর সংলগ্ন লক্ষিদাঁড়ি সীমান্ত উক্ত স্বর্ণসহ দুই চোরাকারবারীকে আটক করা হয়।।
আটক স্বর্ণ চোরাকারবারীরা হলেন, সদর উপজেলার লক্ষিদাড়ি গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী রোকেয়া খাতুন (৩৩) ও লক্ষ্মীপুর জেলার রামগড় উপজেলার বলরা গ্রামের জাকির হোসেনের ছেলে আব্দুল মান্নান (২৭)।
বিজিবির ভোমরা বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার নুরুল হক জানান, ভোমরা স্থল বন্দর সংলগ্ন লক্ষিদাঁড়ি সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে চার পিচ স্বর্ণের বারসহ উক্ত দুই চোরাকারবারীকে হাতেনাতে আটক করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিপিএলে থাকছেন না বাবর আযমসহ চার পাকিস্তানি ক্রিকেটার

আগামী ৪ নভেম্বর থেকে সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসর। এতে খেলার জন্য চারজন পাকিস্তানি ক্রিকেটারকে খেলার অনুমতি দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এই চার ক্রিকেটার হচ্ছেন বাবর আযম, ইমাদ ওয়াসিম, উসমান শেনওয়ারি ও রুম্মান রইস। এ চারজনই ভুগছেন ইনজুরি সমস্যায়। পুরোপুরি সেরে উঠতে আরও বেশ খানিকটা সময় লাগবে তাদের। তাতেও নামতে পারবেন না মাঠে।

খেলার অনুমতি পেতে হলে পিসিবির কাছে জমা দিতে হবে মেডিকেল ক্লিয়ারেন্স। চলতি বছর আন্তর্জাতিক সূচিতে ব্যস্ত সময় যাচ্ছে পাকিস্তানের। ফলে দলটি রয়েছে টানা ক্রিকেটের মধ্যে। এর কারণে অনেক ক্রিকেটারই ইনজুরির শিকার হচ্ছেন।

এই চার ক্রিকেটার ছাড়াও আরও আট ক্রিকেটারকে আপাতত ক্রিকেট থেকে দূরে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে পিসিবির তরফ থেকে।
তারা হলেন অধিনায়ক সরফরাজ আহমেদ, হাসান আলী, মোহাম্মদ আমির, শাদাব খান, শোয়েব মালিক, ফাহিম আশরাফ, মোহাম্মদ হাফিজ আর ফাখর জামান।

আগামী ১১ নভেম্বর থেকে মাঠে গড়াবে পাকিস্তান ন্যাশনাল টি-২০ কাপ। ওই আসর শুরুর আগ পর্যন্ত বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে তাদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাবি শিক্ষককে লাথি মারলেন প্রক্টর, নাক ফাটালেন আরেক সহকর্মী

হাতাহাতি ও বাকবিতণ্ডায় আবারও পণ্ড হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ ও বাম সমর্থিত শিক্ষকদের নীল দলের সাধারণ সভা। এতে আহত হয়েছেন দুই শিক্ষক।
বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্যাফেটেরিয়ায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সভায় এক শিক্ষকের বক্তব্যের মধ্যে অন্য শিক্ষকের তীর্যক মন্তব্য নিয়ে ঘটনার সূত্রপাত। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে কোনো ধরনের আলোচনা বা সদ্ধিান্ত ছাড়াই সভা শেষ হয়।

এ ব্যাপারে নীল দলের আহ্বায়ক অধ্যাপক ড. আবদুল আজিজ বলেন, এ ধরনের ঘটনা আমি জীবনেও দেখিনি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অনুরোধ জানিয়েছি।

সভায় উপস্থিত নীল দলের কয়েকজন শিক্ষক জানান, বিকেল ৪টায় শুরু হওয়া এই সভায় প্রথম থেকেই সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকপন্থি এবং বর্তমান উপাচার্য আখতারুজ্জামানপন্থি শিক্ষকরা একপক্ষ আরেকপক্ষকে কটাক্ষ করে বক্তব্য দিতে থাকেন।

এসময় অধ্যাপক আ খ ম জামাল উদ্দিন জামাল উদ্দিন বক্তব্যে সাবেক উপাচার্য সম্পর্কে তার আগের বক্তাদের কটাক্ষমূলক বক্তব্যের প্রতিবাদ জানান। তার পরে বক্তব্য দিতে গিয়ে প্রক্টর গোলাম রব্বানী ফের আরেফিন সিদ্দিক ও জামাল উদ্দিনকে নিয়ে কথা বললে জামাল উদ্দিন তার প্রতিবাদ করেন। তখন তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

এ ব্যাপারে অধ্যাপক আ খ ম জামাল উদ্দিন বলেন, ‘বক্তব্যে প্রক্টর আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছিল। এ সময় আমি তাকে বলি, আপনি একজন প্রক্টর হিসেবে আমাকে এভাবে ব্যক্তিগত আক্রমণ করতে পারেন না। তখন তিনি আমাকে আঘাত করেন। এরপর শাহ মাসুম এবং সীতেশ চন্দ্র বাছার আমাকে কিলঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। ‘

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে প্রক্টর গোলাম রব্বানী বলেন, ‘আমি যখন বক্তব্য দিচ্ছিলাম তখন জামাল উদ্দিন সামনে বসা চেয়ার থেকে উঠে এসে আমার বুকে ধাক্কা দেয়। এ সময় তার আক্রমণাত্মক আচরণ দেখে অন্য শিক্ষকরা আমাকে রক্ষা করার জন্য ঘিরে ফেলে। জামাল এ সময় ওই শিক্ষকদের ধাক্কা দিয়ে সরিয়ে আমার কাছে আসতে চান। ঘটনার আকস্মিকতায় আমি হতবিহব্বল হয়ে যাই। একটু পর জামালকে দেখি এক কোণায় ফ্লোরে বসে আছে। তখন আমি গিয়ে তাকে উঠিয়ে নিয়ে চেয়ারে বসাই। এসময় আমি অন্যদের অনুরোধ করি তাকে কিছু না বলার জন্য। ‘

এর আগে ৭ মে সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে নীল দলের প্যানেল চূড়ান্ত করতে টিএসসি ক্যাফেটেরিয়ায় ডাকা সভায়ও দফায় দফায় হট্টগোল ও বাকবিতণ্ডার ঘটনা ঘটে। তবে সেবার হাতাহাতির ঘটনা ঘটেনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হাত-পা বাঁধা যাত্রী উদ্ধার; যাত্রী সেজে বাসে থাকা ২৮ ডাকাত আটক

মানিকগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকা থেকে একটি বাসে যাত্রী সেজে বসে থাকা ২৮ জন ডাকাতকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ১২টার দিকে তাদের আটক করা হয়। এ সময় সংঘটিত বন্দুকযুদ্ধে ওসিসহ কমপক্ষে চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

আটককৃতরা হলেন- এনামুল, শাহআলম, রুহল আমীন, বশির , বসির মোল্লা, স্বপন মোল্লা, আলামিন, মেহেদী হাসান, শফিকুল ইসলাম, কাসেম, মুকসেদ, হাবিবুর রহমান, ওহিদুজ্জামান, সানাউল্রাহ ব্যাপারী, জাহিদুল ইসলাম, আবু সাইদ, মামুন, রহিদ, কায়সার, মহসিন, আলামীন, কামরুল, ইকবাল, ফরহাদ, রফিকুল, বাবুল, বাহারুল ইসলাম, জাকির ও সুপন।

পুলিশ জানান, ঢাকা আরিচা মহাসড়কে বিভিন্ন সময় যাত্রীবাহী বাস নিয়ে যাত্রী উঠিয়ে ডাকাতি করে আসছিলো একটি ডাকাত দলের সক্রিয় চক্র। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মনিকগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাসে যাত্রী বেসে ২৮ জন ডাকাত চলন্ত অবস্থায় ডাকাতির চেষ্টা করছিলো। আমাদের পুলিশের কয়েকটি দল বিভিন্ন ভাগে অবস্থান নেয়। তারমধ্যে একটি দল বাসটি পিছন থেকে নজর রাখছিলো।

অন্যদিকে আশুলিয়ার নবীনগরে পুলিশের আরো কয়েকটি দল মহাসড়কে অবস্থান নেয়। বাসটি নবীনগর এলাকায় পৌঁছলে পুলিশ ব্যারিকেট দেয়। এসময় বাসের ভিতর থেকে ডাকাত দল গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। কয়েক ডাকাত বাসের জানালা ভেঙ্গে পালানোর চেষ্টা করে।

বাসের ভিতর হাত-পা বাঁধা অবস্থায় আহত পাঁচ যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। হামলায় আহত আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল ও পরিদর্শক জাহিদুল ইসলামসহ চার পুলিশ সদস্যকেও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জিনস পরলেই নারীদের ধর্ষণের নির্দেশ!

টিভি চ্যানেলে ছেঁড়া-ফাটা জিনস পরা মহিলাদের ধর্ষণ করার হুমকি দিয়েছেন এক আইনজীবী। এক টেলিভিশন শো-এ দেহ ব্যবসা রুখতে একটি নয়া আইন নিয়ে আলোচনার অংশ নিয়ে এ হুমকি দেন আল-ওহাস।

তিনি বলেন, যারা রাস্তায় নাভী-কোমর প্রদর্শন করে হাঁটে, তাদের ধর্ষণ করা কর্তব্য। এমন বিস্ফোরক উক্তি করে বিতর্ক উসকে দিলেন মিসরের সেই আইনজীবী। এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন।

প্রভাবশালী নাবিহ আল-ওহাস নামের ওই আইনজীবীর অভিযোগ, মহিলাদের ‘উগ্র সাজ-পোশাকের’ জেরেই বৃদ্ধি পাচ্ছে ধর্ষণের মতো ঘটনা। তাই তাদের নৈতিকতার পাঠ শেখানো উচিত।

এক টেলিভিশন শো-এ দেহ ব্যবসা রুখতে একটি নয়া আইন নিয়ে আলোচনার অংশ নিয়েছিলেন আল-ওহাস। তার বক্তব্য, “নৈতিকতার সীমা ছাড়িয়ে যাচ্ছে মহিলারা। ছেঁড়া জিনস পরে মহিলারা অঙ্গ প্রদর্শন করলে কী আপনারা খুশি হবেন? যে মহিলা এমন পোশাক পরবেন তাদের ধর্ষণ করা প্রত্যেক দেশবাসীর কর্তব্য।’

আদালতে আইনের লড়াই লড়লেও আদতে নিজেই আইনের তোয়াক্কা করেননি আইনজীবী আল-ওহাস। তার এহেন মন্তব্যে দেশজুড়ে তীব্র নিন্দার ঝড় বইছে। প্রতিবাদে মুখর হয়েছে মহিলাদের অধিকারের পক্ষে লড়াই করা বিভিন্ন সংগঠন।

এরই মধ্যে এ মন্তব্যের প্রতিবাদে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে ‘দ্য ন্যাশনাল কাউন্সিল ফর উইমেন’। মহিলাদের বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগে চ্যানেলটির বিরুদ্ধে মামলা করবে ওই সংগঠন।

মহিলাদের প্রতি মধ্যপ্রাচ্য এমনিতেই খানিকটা অসহিষ্ণু। বোরখার আড়ালে যে আদৌ একজন মানুষ রয়েছেন তা মানতে নারাজ বিভিন্ন দেশের পুরুষতান্ত্রিক সমাজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রিমান্ডে কাতালোনিয়ার ৮ মন্ত্রী

গত সপ্তাহে স্বাধীনতার ঘোষণাকে কেন্দ্র করে কাতালোনিয়া সরকারের বরখাস্ত হওয়া আট মন্ত্রীকে রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন মাদ্রিদের একটি আদালত। বৃহস্পতিবার এক শুনানিতে বিচারক তাদের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। খবর বিবিসি, গার্ডিয়ান।

এদিকে, আট মন্ত্রীকে গ্রেফতারের খবরে ক্ষোভে ফেটে পড়েছেন কাতালোনিয়ান জনগণ। মন্ত্রীদের মুক্তির দাবিতে কাতালোনিয়ার হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন।

স্পেনের জাতীয় আদালতের বিচারক চার্মেন লামেলা পুজেমনের আটমন্ত্রীকে গ্রেফতারের আদেশ দেন। গত সপ্তাহে পুজেমন এবং তার সরকারের বিলুপ্ত পার্লামেন্টের ১৩ রাজনীতিবিদকে তলব করে স্পেনের হাইকোর্ট এবং তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়। তাদেরকে তিনদিনের মধ্যে আদালতে ৬২ লাখ ইউরো জমা করার নির্দেশও দেয়া হয়।

এদিকে, বৃহস্পতিবার ১৩ মন্ত্রীর মধ্যে ৮ জন মাদ্রিদে একটি আদালতে হাজির হন। আদালতের বিচারক ক্ষমতাচ্যুত কাতালোনিয়ার ওই ৮ মন্ত্রীকে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন। ওই কর্মকর্তাদের বিরুদ্ধে বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহ এবং সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

গত সপ্তাহে স্বাধীনতার ঘোষণা দেয় কাতালোনিয়া। ওই ঘোষণার পরই কাতালোনিয়ার সরকার ভেঙে দিয়ে সরাসরি শাসনের আওতায় নিয়ে আসে স্পেন। কাতালোনিয়ার প্রধানসহ সরকারি কর্মকর্তাদের বরখাস্ত করা হয়।

স্পেন কাতালোনিয়াকে সরাসরি শাসনের আওতায় নিয়ে আসার পর কাতালোনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম ফর্ন, কৃষিমন্ত্রী মেরিতজেল সেরেত, স্বাস্থ্যমন্ত্রী অ্যান্টনি কমিন, শ্রমমন্ত্রী ডলোর্স বাসা এবং আইন ও শাসনবিষয়কমন্ত্রী মেরিতজেল বোরসকে নিয়ে চার্লেস পুজেমন বেলজিয়ামে পাড়ি জমান। পুজেমনের তরফ থেকে জানানো হয়েছে, স্পেন সরকারের কাছ থেকে ন্যায্য শুনানির নিশ্চয়তা পেলেই তিনি দেশে ফিরবেন।

পুজেমনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। পুজেমন ছাড়াও আরও চার মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি অনুরোধ জানিয়েছেন স্পেনের প্রসিকিউটররা। পুজেমন বেলজিয়াম থেকে ফেরেননি। তিনি আদালতে হাজিরও হননি। ওই চার মন্ত্রীও আদালতের সমন উপেক্ষা করেছেন।

এদিকে কাতালোনিয়ার সাবেক বাণিজ্যমন্ত্রী শান্তি ভিয়ার জামিন আবেদন গ্রহণ করেছেন আদালত। কারণ কাতালোনিয়ার স্বাধীনতার ঘোষণার আগেই পদত্যাগ করেছিলেন তিনি।

গত সপ্তাহে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় কাতালোনিয়ারর নেতা পুজেমনকে বরখাস্ত করেন এবং সরাসরি শাসনের আওতায় এনে আগামী ২১ ডিসেম্বর স্থানীয় নির্বাচনের ঘোষণা দেন।

স্বাধীনতার প্রশ্নে গত ১ অক্টোবর কাতালোনিয়ায় গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটে প্রায় ৯০ শতাংশ মানুষ স্বাধীনতার পক্ষে মত দিলেও তা অবৈধ ঘোষণা করে স্পেনের সাংবিধানিক আদালত। এরপর থেকেই দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে হিন্দুদের মধ্যেও জঙ্গি মানসিকতা : কমল হাসান

ভারতে হিন্দু সম্প্রদায়ের মধ্যেও জঙ্গি মানসিকতার প্রবেশ করছে বলে দাবি করেছেন জনপ্রিয় তামিল অভিনেতা কমল হাসান (৬২)। বৃহস্পতিবার তামিলনাড়ু রাজ্য থেকে প্রকাশিত ‘আনন্দ ভিকেতন’ নামে একটি সাপ্তাহিক পত্রিকায় তাঁর নিয়মিত কলামে তিনি এ দাবি করেন।

আগামী ৭ নভেম্বর নিজের জন্মদিনে ভারতে নতুন রাজনৈতিক দলের জন্ম দিতে চলেছেন কমল হাসান। তার আগে ভারতে জঙ্গিবাদ নিয়ে সোজাসাপ্টা মুখ খুললেন তিনি।

কমল হাসান জানান, জঙ্গিবাদের প্রসঙ্গে বারবারই হিন্দু সংগঠনগুলো অন্য ধর্মের গোঁড়ামিকে দায়ী করে। কিন্তু আগে হিন্দু ধর্মও বিশ্বাস করত আলাপ আলোচনায়, সেখানে হিংসার স্থান ছিল না। কিন্তু ইদানীং সব পালটে গেছে। বর্তমানে ভারতের বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের মধ্যেই ঢুকে গেছে জঙ্গি মানসিকতা।

অভিনেতা বলেন, জঙ্গিবাদ নিয়ে অন্য ধর্মকে দোষ দেওয়ার আগে হিন্দু সংগঠনগুলির উচিত নিজেদের দিকে ফিরে তাকানো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডিসেম্বরে আসছে পরীর দুই ছবি

বছর শেষে মুক্তি পেতে যাচ্ছে নায়িকা পরী মণির দুটি চলচ্চিত্র। ১৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘অন্তর জ্বালা’ আর ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘ইনোসেন্ট লাভ’। দুটি ছবিরই মূল চরিত্রে অভিনয় করেছেন পরী। ‘অন্তর জ্বালা’ ছবিতে পরীর বিপরীতে আছেন জায়েদ খান। ‘ইনোসেন্ট লাভ’ ছবিতে নায়ক হিসেবে আছেন নতুন মুখ জাকারিয়া জেফ।

‘অন্তর জ্বালা ছবির পরিচালক মালেক আফসারি বলেন, ‘পরীর ছবি দর্শক এর আগেও দেখেছে, আমিও তাকে নিয়ে ছবি নির্মাণ করেছি। আমার মনে হয়, দর্শক এই ছবিতে পরীকে দেখে অবাক হবে, এ অন্য পরী। দর্শকদের মনে প্রশ্ন জাগবে, কেন এত দিন পরীকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়নি। অসাধারণ এই শিল্পীর অভিনয় দেখার জন্য অপেক্ষায় থাকুন, আগামী ১৫ ডিসেম্বর ছবিটি সারা দেশে মুক্তি পাবে।’

‘ইনোসেন্ট লাভ’ ছবির পরিচালক অপূর্ব রানা বলেন, ‘আগামী ২২ ডিসেম্বর আমরা ছবিটি মুক্তির জন্য প্রস্তুতি নিয়েছি। আগামী সপ্তাহ থেকে ছবির প্রচার শুরু করব। আশা করি, দর্শক ছবিটি পছন্দ করবেন। ছবির কাজ আমি বছরের শুরুতেই শেষ করে অপেক্ষা করছিলাম একটা ভালো সময়ের জন্য। আমার মনে হয়, এখন চলচ্চিত্র মুক্তি দেওয়ার মতো পরিবেশ হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি ছবি ভালো ব্যবসা করছে।’

পরী প্রসঙ্গে রানা বলেন, “পরী মণি দর্শকনন্দিত একজন অভিনেত্রী। তাঁর অভিনয়গুণ এরই মধ্যে দেশের দর্শক জানেন। আমার পরিচালিত ‘পুড়ে যায় মন’ ছবিটি দর্শকপ্রিয়তা পেয়েছিল। আশা করি, এই ছবিটি আরো ভালো লাগবে। ছবিতে পরী মণির বিপরীতে অভিনয় করেছেন নতুন নায়ক জেফ। সুদর্শন হিরো। আমরা এই ছবির জন্য তাঁকে ফাইট, ডান্স শিখিয়ে তৈরি করেছি। আমার মনে হয় শিল্পী সংকটের এই সময়ে চলচ্চিত্র আরেকজন হিরো পাবে।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest