সর্বশেষ সংবাদ-
আশাশুনির আনুলিয়া ও কাপসন্ডায় সড়ক নির্মান কাজে দুর্নীতির অভিযোগবাঁশদহে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়াকেন্দ্রীয় ছাত্রদল নেতাদের বিরুদ্ধে ‘উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার’: সাতক্ষীরা শহর ছাত্রদলের নিন্দাসাতক্ষীরার আপন প্রেসিডেন্ট’স স্কাউট এ্যাওয়ার্ড অর্জন করেছেমুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা দেবহাটা মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভাআশাশুনি বকচরে মানবতার আলোর শীতবস্ত্র বিতরণসাতক্ষীরায় ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালনসাতক্ষীরায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের দোয়াফেসবুক পোস্ট মুছে ফেলাকে কেন্দ্র করে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ে সংঘর্ষতালায় যৌতুকের দাবিতে নির্যাতনের পর তরুণীকে হত্যার অভিযোগ

তরুণলীগের সাতক্ষীরা পৌর কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি : বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনায় অগ্রগতির প্রতিক, গণতন্ত্রের মানষকন্যা, দেশরতœ, তৃতীয়বারের নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের অক্লান্ত পরিশ্রমে তথ্য প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ নির্মানে দেশের সকল তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এবং আওয়ামী তরুণ লীগ সাতক্ষীরা জেলা শাখার সকল কর্মসূচি বাস্তবায়নের প্রত্যাশায় আওয়ামী তরুণলীগ সাতক্ষীরা জেলা আহবায়ক মো: মমিন উল্লাহ মোহন, যুগ্ম আহবায়ক মাছুম বিল্লাহ, বিদ্যুৎ বিশ্বাস ও অনিক মাহমুদ (বাবলু)সহ সকল সদস্যদের উপস্থিতিতে সাতক্ষীরা পৌর কমিটি ঘোষণা করা হয়। আশিকুর রহমান আহবায়ক ও যুগ্ম আহবায়ক: ১. আবু বক্কর ছিদ্দিক ২. শেখ ওয়েছিউর রহমান(ওসি) ৩. শেখ নূরুজ্জামান সুমন, বাকিদের সদস্য করে ১৫ সদস্য বিশিষ্ট পৌর কমিটি ঘোষণা করা হয়। যাহা সময়ের সাক্ষ্য হিসাবে বহন করবে আওয়ামী রাজনীতিতে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জে ইউএনও কাপ ফুটবল টুর্ণামেন্টের অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে তিনটায় উপজেলা পরিষদ মাঠে বেলুন ফেসটুন ও কবুতর উড়িয়ে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১২ ইউনিয়নের ১২টি দল নিয়ে গঠিত প্রথম দিনের খেলা কুশুলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ও ধলবাড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে ২-২ গোলে ড্র হয়। সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহীমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুর আহম্মেদ মাছুম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদ রনজু, কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, দক্ষিণশ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশান্ত সরকার, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু প্রমুখ। খেলাটি পরিচালনা করেন আব্দুর রাশেদ, সহকারী ছিলেন মাছুম, সেলিম ও বাচ্চু। টুর্নামেন্টের ২য় খেলা আগামি শুক্রবার রতনপুর ইউনিয়ন ও মৌতলা ইউনিয়নের মধ্যে উপজেলা পরিষদ মাঠে এবং সাদপুর ফুটবল মাঠে কৃষ্ণনগর ইউনিয়ন ও তারালী ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত হবে। এদিকে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টকে আর্কষণীয় করতে উপজেলা পরিষদ মাঠে বিশাল আকৃতির নৌকা মঞ্চ তৈরি করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। কমিটিতে সাইফুল করিম সাবুকে সভাপতি, সহ সভাপতি-বিকাশ কুমার দাশ, তামিম আহম্মেদ সোহাগ, আজিজুল ইসলাম, রেজাউল করিম, লিয়াকত আলী, আজিজুল হক, মনিরুজ্জামান, আবুল হোসেন খোকন, আব্দুল কাদের কাদু, শাহজালাল, মনজুরুল ইসলাম মিঠু, রবিউল ইসলাম রবি, মোস্তফা কামাল, শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ন সাধারণ সম্পাদক-আবদুল্লাহ সরদার, শাহাঙ্গীর হোসেন শাহিন, রমজান আলী, আব্দুর রাজ্জাক, জাহিদুর রহমান, আব্দুর রাজ্জাক আকন, সহ সাধারণ সম্পাদক-আরশাদ আলী, আব্দুস সবুর, গাউস আলী, আব্দুস সালাম, শফিকুর রহমান শফি। সাংগঠনিক সম্পাদক – জহর আলী, সামছুল আলম, শহিদুল ইসলাম কালু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে দুদকের গণশুনানীতে বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

শ্যামনগর প্রতিনিধি : জানবো জানাবো, দুর্নীতি রুখবো- এ প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে, ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় শ্যামনগর উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর ৭২ তম গনশুনানী উপলক্ষে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলার বিভিন্ন প্রান্তের মানুষ সরকারি বিভিন্ন দপ্তরের সেবা পেতে নানা হয়রানি ও দুর্নীতির বিস্তর অভিযোগ করেন।
বুধ্বার সকাল ৯ টায় উপজেলা চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি দুদক এর কমিশনার ড. নাসির উদ্দীন আহমেদ এর নেতৃত্বে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে গনশুনানী মঞ্চে আলোচনা সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আশেক-ই-এলাহী সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন, ড. নাসির উদ্দীন আহমেদ, কমিশনার, দুর্নীতি দমন কমিশন, ঢাকা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আবুল কাশেম মোঃ মহিউদ্দীন, জেলা প্রশাসক সাতক্ষীরা, মোঃ মনিরুজ্জামান পরিচালক দুদক, মোঃ আবুল হোসেন পরিচালক দুদক খুলনা, মোঃ কামরুজজামান উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামনগর, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মহসিন উল মুলক, প্রেসক্লাব সভাপতি আকবর কবীর ও সেক্রেটারি জাহিদ সুমন। গনশুনানী অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন। উপজেলার ১২ টি ইউনিয়ন থেকে বিভিন্ন পেশাজীবী মানুষ, শ্যামনগর ভূমি অফিস, জরিপ অফিস, সাব রেজিস্ট্রি অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ সমিতি, হিসাব রক্ষণ অফিস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস, সমাজ সেবা অফিস, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। প্রধান অতিথি সাধারণ মানুষের অভিযোগগুলি জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চলে গেলেন সকলের প্রিয় অমল স্যার

এম. বেলাল হোসাইন : চলে গেলেন সাতক্ষীরার অত্যন্ত সমৃদ্ধ ও সুপরিচিত সকলের প্রিয় শিক্ষাগুরু অধ্যাপক অমল কুমার রাহা (অমল স্যার)। মঙ্গলবার বেলা ১১টায় খুলনার গাজী মেডিকেল ও হাসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। অধ্যাপক অমল কুমার রাহা (অমল স্যার) শহরের কাটিয়া সরকার পাড়া এলাকার মৃত রবীন্দ্র নাথ রাহা’র পুত্র। তিনি আলীপুর হাইস্কুলে শিক্ষকতা জীবনে শুরু করে সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজ এবং পরবর্তীতে কালিগঞ্জ কলেজ থেকে শিক্ষকতা জীবন শেষ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৭) বছর। এ দীর্ঘ শিক্ষকতা জীবনে তার রয়েছে অসংখ্যা ছাত্র-ছাত্রী। তার মৃত্যুতে ছাত্র-ছাত্রীসহ সকলের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুশখালীতে দু:স্থ ও হতদরিদ্রদের মাঝে ভিজিডি’র চাল বিতরণ

জি. এম আবুল হোসাইন : সদর উপজেলার ২নং কুশখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুস্থ ও হতদরিদ্রদের মাঝে ভিজিডি’র চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন পরিষদের প্রতিনিধিবৃন্দ ৯টি ওয়ার্ডের মোট ১৫৬ জন দুস্থ ও হতদরিদ্র প্রত্যেকের মাঝে ৩০কেজি হারে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম (শ্যামল)। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব মো. মতিউর রহমান, ১নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের সহ-সভাপতি মো. আব্দুল কাদের, দৈনিক আজকের সাতক্ষীরা ও ডেইলি সাতক্ষীরা’র নিজস্ব প্রতিবেদক জি.এম আবুল হোসাইন, সালমা ফাউন্ডেশন’র মাঠ প্রশিক্ষক মো. মনিরুল ইসলাম মনি, ইউপি সদস্য মো. আলমগীর হোসেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা  রহিমা খাতুন, শিবনাথ দাশ সহ সকল গ্রাম পুলিশ সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘কোরিয়ার মানুষের হাতে ট্রাম্পের মৃত্যু অনিবার্য’

কিম জং উনকে অপমানের অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষারোপ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। এজন্য মার্কিন প্রেসিডেন্টের মৃত্যুদণ্ড হওয়া দরকার এবং কোরিয়ান সীমান্তে সফর বাতিলের ঘটনায় তাকে কাপুরুষ হিসেবেও আখ্যা দেয়া হয়েছে।

গত সপ্তাহে ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরকে কেন্দ্র করে রোডং সিনমান পত্রিকার সম্পাদকীয় পাতায় ক্ষোভ ঝেড়ে একটি লেখা ছাপা হয়। সিউলে দেয়া বক্তব্য উত্তর কোরিয়ায় কিমের একনায়কতন্ত্র চলছে উল্লেখ করে ট্রাম্প যে মন্তব্যগুলো করেছেন, তার প্রতিক্রিয়া জানানো হয় ওই সম্পাদকীয়তে।

এশিয়ার পাঁচটি দেশ সফরের অংশ হিসেবে এবং উত্তর কোরিয়ার চিরপ্রতিদ্বন্দী দক্ষিণ কোরিয়ার সমর্থনের উদ্দেশ্যে দেশটিতে সফরে যান ডোনাল্ড ট্রাম্প।

রোডং সিনমান পত্রিকার সম্পাদকীয়তে লেখা হয়, ‘তিনি (ট্রাম্প) যে ধরনের জঘন্য অপরাধ করেছেন, তা কখনোই ক্ষমা করা হবে না। তিনি উদ্ধত আচরণের মাধ্যমে আমাদের সর্বোচ্চ নেতাকে আঘাত করেছেন।’

‘তার জেনে রাখা উচিত যে, তিনি যে ধরনের জঘন্য অপরাধ করেছেন তার জন্য কোরিয়ার মানুষের হাতে তার মৃত্যুদণ্ড অনিবার্য।’

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই কিম জং উনের সঙ্গে বাকযুদ্ধ চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। কথার মাধ্যমে কিমকে অপমান-অপদস্থ থেকে শুরু করে বোমা মেরে উত্তর কোরিয়া উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে আসছেন তিনি।

সম্প্রতি এশিয়া সফর শেষে ট্রাম্পের করা এক টুইটের পর থেকে উত্তেজনার পারদ আরও চড়েছে। ট্রাম্প লেখেন, ‘কিম জং উন কেন আমাকে বৃদ্ধ বলে অপমান করেছে, আমি তো তাকে বেঁটে এবং মোটা বলিনি?’

উত্তর কোরিয়ার বিরুদ্ধে ট্রাম্পের বিভিন্ন হুমকির প্রেক্ষাপট থেকে ধারণা করা হচ্ছে একক ক্ষমতা পেলে প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্বজ্ঞানহীনের মতো যে কোনো সময় পারমাণবিক অস্ত্রের ব্যবহার শুরু করে দিতে পারেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের পরমাণু অস্ত্র ব্যবহারের একক ক্ষমতা কতটা নিরঙ্কুশ থাকা উচিত তা নিয়ে একটি সিনেট কমিটিতে কংগ্রেসের শুনানিও হয়েছে।

সিনেটরদের একাংশ উদ্বেগ প্রকাশ করেছেন যে, প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্বজ্ঞানহীনের মতো যে কোনো সময় পারমাণবিক অস্ত্রের ব্যবহার শুরু করে দিতে পারেন। আবার কিছু সিনেটর মনে করেন, কোনো আইনজ্ঞের হস্তক্ষেপ ছাড়াই তার এ কাজ করার অধিকার থাকা উচিৎ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দিল্লী মাতাবেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মিতু

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে আলোচনায় এসেছেন ফাতেমা তুজ জাহারা মিতু। এই প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়ে মিতু প্রশংসিত হয়েছেন। শোবিজের এই নতুন মুখ জানালেন চমকপ্রদ এক খবর। মিতু বলেন, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাস থেকে তিনি ‘সুপার মডেল ওয়ার্ল্ড ওয়াইড’র বাংলাদেশের প্রতিনিধি হয়ে দিল্লী যাচ্ছেন।

মিতু জানান, এই আয়োজনের জন্য এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে বিশ্বের ৮৬টি দেশের প্রতিযোগীরা অংশ নেবেন এখানে। এই সংখ্যা আরও বাড়তে পারে। ‘সুপার মডেল ওয়ার্ল্ড ওয়াইড’র কান্ট্রি ডিরেক্টর মিতু। সেই যোগ্যতায় তিনি সঙ্গে করে একজনকে নিয়ে যেতে পারবেন।

এই সুন্দরীর বলেন, ‘বাংলাদেশ থেকে এর দায়িত্ব আমার উপর। যেহেতু আমি এশিয়ান টিভির ‘সুপার মডেল বাংলাদেশ’র বিজয়ী তাই এর আয়োজকরা আমার সঙ্গে যোগাযোগ করেছেন। এই অনুষ্ঠান আয়োজন করেছেন ইন্ডিয়ার রুবারু গ্রুপ, যার দায়িত্বে রয়েছেন সানদ্বিপ কুমার।’

মিতু ছিলেন ফ্যাশন ডিজাইনার। এর আগে ২০১২ সালে বিজিএমইএ ইয়োলো ফ্যাশন ফেস্টে অংশ নিয়ে হয়েছিলেন চ্যাম্পিয়ন। এরপর তিনি এশিয়ান টিভি আয়োজিত ‘সুপার মডেল বাংলাদেশ-২০১৭’-এ অংশ নিয়েও চ্যাম্পিয়ন হন। এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের পতাকা হাতে গিয়েছিলেন ‘সুপার মডেল ইন্টারন্যাশনাল-২০১৭’র মূল মঞ্চে। সেখানেও প্রাপ্তি একেবারে কম নয়, ছিলেন চূড়ান্তপর্বে। সুযোগ আসে মিস কসমোপলিটন ইন্টারন্যাশনাল প্রতিযোগীতায় অংশগ্রহণেরও।

কিন্তু ব্যক্তিগত কারণে সেখানে অংশ নিতে পারেননি রাজবাড়ীর মেয়ে মিতু। আরো সুখবর হচ্ছে, আগামী মাসেই ভারতীয় সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইন্ডিয়া এলিট-২০১৮’র বিচারক হবেন তিনি। সেজন্য ডিসেম্বরে উড়াল দেবেন দিল্লীতে।

কিছুদিন আগেও একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান ছিলেন মিতু। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার পর তার জীবনে আমূল পরিবর্তন আসে। সেজন্য চ্যালেঞ্জ নিয়ে সম্প্রতি সেই চাকরি ছেড়েছেন মিতু। এখন তার ইচ্ছে মিডিয়াতে নিজেকে শক্ত অবস্থানে প্রতিষ্ঠা করবেন। সেই লক্ষ্যেই ছুটছেন।

এরই মধ্যে এনটিভিতে সিনেমার গানের অনুষ্ঠান ‘স্বর্ণালী স্মৃতি’ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। এই অনুষ্ঠানটি মূলত চলচ্চিত্রের আগেরকার জনপ্রিয় গান ও সেসব গানের অভিনেতা-অভিনেত্রীদের আড্ডা, সে সময় শুটিং, মজার স্মৃতি নিয়ে আলাপচারিতা নিয়ে তৈরি। এছাড়া বৈশাখী টিভির একটি অনুষ্ঠানের উপস্থাপনার ব্যাপারেও কথা চলছে বলে জানান মিতু।

চমক হিসেবে আগামী মাসেই মিতু কয়েকটি মিউজিক ভিডিও ও শিগগির স্বল্পদৈর্ঘ্য প্রকাশ পাবে বলে জানিয়েছেন। মিতু বলেন, ‘কিছু নাটকে অভিনয়ের কথা চলছে। তবে এখনো চূড়ান্ত হয়নি। নাটক ছাড়াও চলচ্চিত্রে কাজের ইচ্ছে আছে। তবে সেটি আরো পরে। আগে আমি ছোটপর্দায় নিজেকে ঝালাই করতে চাই, এরপর না হয় বড়পর্দা নিয়ে চিন্তা করবো।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest