সর্বশেষ সংবাদ-
দেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনজবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে গোলটেবিল সভাতালায় টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবিতে সাংবাদিক সম্মেলনপুজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা: সাতক্ষীরার পুলিশ সুপারজলবায়ু পরিবর্তনে মানবাধিকার নিশ্চিতকরণে শ্যামনগরে এনগেজ প্রকল্পের অবহিতকরণ সভা

যে রেস্তোরাঁয় পোশাক পরিধান নিষিদ্ধ!

সভ্য সমাজে পোশাক মানুষের সৌন্দর্য্য ও আবরণের বাহন। তাই প্রাচীনকাল থেকে ধীরে ধীরে সভ্যতার উৎকর্ষতার সঙ্গে বিভিন্ন ধরনের বৈচিত্র্য এসেছে এই পোশাকে।

অনেক আগেই মানুষ নিজেকে প্রাচীন যুগের বন্য দশা থেকে নিয়ে গেছে সভ্যতা শীর্ষ চূড়ায়। আদিকালের মানুষের পোশাক-আশাকহীন সংস্কৃতি থেকে অনেক আগেই বেরিয়ে এসেছে। পৃথিবীর সর্বাপেক্ষা বুদ্ধিমান জীবটি সভ্যতার ছোঁয়ায় পশুর চামড়া দিয়ে নিজেদের আবৃত করেছিল সেই আদি যুগে। আর সেই পথ ধরেই ধীরে ধীরে নিয়ে এসেছে পোশাকের আশাকের এই ধারণা।

বর্তমান সভ্য সমাজে এখন আর কেউ নগ্ন দেহে ঘুরে না। কিন্তু, সম্প্রতি প্যারিসে এমন একটি রেস্তোরাঁর কথা জানা গেছে, যেখানে ঢুকতে গেলে আপনাকে আবার সেই আদিম যুগের মতো পোশাকহীন হতে হবে। অন্যথায় প্রবেশের অনুমতিই মিলবে না সেখানে! যা কিনা বর্তমান সমাজে অনুপস্থিত।

ব্রিটিশ গণমাধ্যম ইনডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী, প্যারিসের ওই রেস্তোরাঁর নাম ‘ও নেচার’। একসঙ্গে ৪০ জনের খাওয়ার ব্যবস্থা রয়েছে এই রেস্তোরাঁয়। বাংলাদেশি টাকায় ওই রেস্তোরাঁয় খাবারের দাম শুরু জনপ্রতি ২৫০০ টাকা থেকে।

আর যখনই কেউ রেস্তোরাঁয় ঢুকবেন, তাকে নির্দিষ্ট জায়গায় জামা কাপড় খুলে ভিতরে আসতে হবে।

তবে রেস্তোরাঁর ভিতরের কীর্তিকলাপ বাইরের লোকের কাছে গোপনই থাকবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, প্যারিস পৃথিবীর অন্যতম সুন্দর শহর, যেখানে নগ্নতা মুক্তির প্রতীক। সে দেশের অনেকে জায়গাতেই নগ্নতাকে প্রাধান্য দেওয়া হয়। ন্যুড সি বিচ, ন্যুড পার্ক, ন্যুড পুল আগে থেকেই ছিল।

এবার নতুন সংযোজন হল ন্যুড রেস্টুরেন্ট। সূত্র: এবেলা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভিয়েতনামে টাইফুনের আঘাতে নিহত ৬৯

ভিয়েতনামে টাইফুন ডামরির আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৬৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৩০ জন।

দেশটির সরকারের পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।  দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বলছে, অতি বর্ষণ ও বন্যায় এখনো লাখ খানেক বাড়িঘর জলাবদ্ধ।

এদিকে দুর্যোগ পরবর্তী এমন পরিস্থিতির মধ্যেই দেশটিতে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপিইসি) সম্মেলন শুরু হচ্ছে। চীন হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেখানে আসার কথা।

প্রসঙ্গত, গত শনিবার কান হোয়া প্রদেশের নিয়া চ্যাং শহরে টাইফুন আঘাত হানে। দুর্যোগের পরপরই দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে অভিযান শুরু করে দেশটির কর্তৃপক্ষ।  বিভিন্ন বিভাগের সমন্বয়ে গঠিত দুর্যোগ মোকাবিলা টিম কাজ চলিয়ে যাচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ত্বকের সব সমস্যা সমাধান করবে ফল!

ত্বককে ভাল রাখতে হলে আমাদের কি কি করা উচিত। ত্বককে ভাল রাখতে হলে সবার আগে আমাদের খাদ্যাভ্যাসে বদল আনতে হবে।

ত্বক এবং শরীরকে ভাল রাখতে হলে সবার আগে খাদ্যতালিকা থেকে বাদ দিতে হবে অতিরিক্ত মিষ্টি খাবার, ভাজাভুজি, অতিরিক্ত মশলাদার খাবার, স্ন্যাক্স ইত্যাদি, সেই জায়গায় খাওয়া অভ্যাস করুন বেশ কিছু ফল। যা আপনার শরীর এবং ত্বক দুটোই যত্ন নেবে।

তো দেখে নেওয়া যাক, কোন কোন ফল আমাদের ত্বক সুন্দর রাখতে সাহায্য করে-

* পেঁপেঃ পেঁপে ত্বককে উজ্জ্বল এবং সমস্যার হাত থেকে রক্ষা করতে পারে। আসলে পেঁপের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ অথবা বিটা ক্যারোটিন থাকে, যা ত্বকের জন্য খুবই উপকারি। আসলে পেঁপে দিয়ে নানারকম ওষুধ, সাবান, ক্লিঞ্জার, ক্রিম তৈরি করা হয়।

* আনারসঃ ব্রোমেলেইন হল একধরণের প্রদাহ বিরোধী উৎসেচক, যা মানবশরীরকে নানাভাবে উপকার করে। এই উৎসেচক ত্বকেরও দারুণভাবে উপকার করে। অনেকেই আনারসের রস মুখে ব্যবহার করে থাকেন, যার ফলে মরা কোষ পরিষ্কার হয়ে যায় এবং ত্বক উজ্জ্বলতা লাভ করে। আনারসের মধ্যে এছাড়াও আছে নানা রকমের অ্যান্টিঅক্সিডেন্ট, যা ফ্রি র‍্যাডিকালের দ্বারা ত্বকের ক্ষতি থেকে রক্ষা করে।

* লেবুঃ লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে, যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে, এছাড়াও, ত্বকে কোনোরকম দাগ থাকলে তা দূর করতে পারে এবং লোমকূপের মুখ পরিষ্কার রাখতে সাহায্য করে লেবুর রস। তাই তো পরিষ্কার ত্বক পেতে হলে, এক গ্লাস গরম জলে মধু এবং লেবুর রস মিশিয়ে খালি পেটে পান করুন।

* কিউয়িঃ কিউয়ির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। কমলালেবুর মধ্যে যে পরিমাণ ভিটামিন থাকে,তার থেকেও অনেক বেশি থাকে এই ফলটির মধ্যে। প্রতি ১০০ গ্রাম কিউয়ির মধ্যে ৯৮ মিলিগ্রাম ভিটামিন সি থেকে। অ্যাসকরবিক অ্যাসিড, যা ঠাণ্ডা লাগার হাত থেকে রক্ষা করে। একইসঙ্গে বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা। কিউই ত্বকের যত্নেও দারুণ কাজ দেয়।

* কলাঃ কলার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা ত্বককে আদ্র এবং উজ্জ্বল রাখতে সাহায্য করে। সেই সঙ্গে যে কোনোরকম ত্বকের সমস্যার হাত থেকে রক্ষা করে। কলা ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখতে সাহায্য করে, বলিরেখা এবং ভাঁজ পরার হাত থেকে রক্ষা করে।

* অ্যাভোকাডোঃ অ্যাভোকাডোতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণও। অ্যাভোকাডোর মধ্যে বায়োটিন বা ভিটামিন বি৭ উপস্থিত থাকে, যা কোষের উৎপাদনে সাহায্য করে। এছাড়াও, চুল এবং নখের বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও এর মধ্যে থাকে ভিটামিন ই, যা ত্বককে যে কোনও রকম ক্ষতির হাত থেকে রক্ষা করে।

* আপেলঃ ত্বকের যত্নে আপেল খুবই উপাকারি। কারণ আপেলের মধ্যে প্রচুর পরিমাণে ম্যালিক অ্যাসিড পাওয়া যায়। আপেলের মধ্যে আলফা হাইড্রোক্সিল অ্যাসিড পাওয়া যায়। ম্যালিক অ্যাসিড ত্বককে সুস্থ, উজ্জ্বল এবং তারুণ্যে ভরপুর করে রাখে। সেই সঙ্গে নতুনভাবে ত্বকের কোষ গঠনে সহায়তা করে। আপেলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা ত্বককে ভিতর থেকে পুষ্টি যোগায়, কোলোন পরিষ্কার করে এবং পেট পরিষ্কার রাখতে সহায়তা করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এক হাজার শিশুর খাবার যোগাচ্ছেন ঐশ্বরিয়া রাই

সাবেক বিশ্ব সুন্দরী বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন এই তো কিছুদিন হলো ৪৪ বছর বয়সে পা দিলেন। বচ্চন পরিবারের একমাত্র পুত্রবধু প্রত্যেক জন্মদিনে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন। এবারও এমনটার ব্যতিক্রম হয়নি। ৪৪তম জন্মদিনে তিনি উঠে আসলেন অন্য রূপে।

বলিউড সূত্র মতে, সাবেক বিশ্ব সুন্দরী বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন গত ১বছর ধরে এক হাজার শিশুর মুখে খাবার তুলে দিচ্ছেন। ইস্কন পরিচালিত অনমিত্র ফাউন্ডেশনের হয়েই ওই এক হাজার শিশুর মিড ডে মিলের খাবার যোগাচ্ছেন এই বলিউড অভিনেত্রী।

জানা যায়, মুম্বাইয়ে ৫০০ স্কুল ও পুরো মহারাষ্ট্রে ২০০০ স্কুলের মিড ডে মিলের যোগান দেয় অনমিত্র ফাউন্ডেশন।

আর ফাউন্ডেশনের মাধ্যমেই মুম্বাইয়ের এক হাজার শিক্ষার্থীর কাছে মিড ডে মিলের খাবার পৌঁছে দিচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

যদিও, বচ্চন পুত্রবধু এ বিষয়টি নিয়ে কখনো ক্যামেরার সামনে মুখ খোলেননি। তবে এ বছর তার জন্মদিন উপলক্ষ্যে বিষয়টি প্রকাশ্যে উঠে আসে। সূত্র: ইন্ডিয়া ডটকম

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জিহাদি বইসহ জামায়াত নেতা আটক

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহরের মুনজিতপুর একাডেমি মসজিদের পাশ থেকে জিহাদি বইসহ এক জামায়াত নেতাকে আটক করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ।
জামায়াত নেতার নাম কামরুজ্জামান শেখ(৪৫)। সে তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের মঙ্গলানন্দকাঠী গ্রামের আবু বকর শেখের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (সাতক্ষীরা সদর সার্কেল) মেরিনা আক্তার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শহরের মুনজিতপুর এলাকায় নাশকতার পরিকল্পনা করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মারুফ আহম্মেদের নেতৃত্বে পরিদর্শক মহিদুল ইসলাম, উপ-পরিদর্শক মোমরেজ ইসলাম, মোমিনুর রহমান সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে নাশকতার পরিকল্পনাকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কামরুজ্জামান শেখকে আটক করা হয়। তিনি কয়েক বছর যাবৎ গোপনে শহরের মুনজিতপুর এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন। এ সময় তার ওই ভাড়াবাড়ি তল্লাসী করে বিপুল পরিমান জিহাদী বই, পুস্তিকা এবং যুদ্ধাপরাধী গোলাম আজম, মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসাইন সাঈদী ও আবু আলা মাওদাদীসহ বিভিন্ন লেখকের অসংখ্য বই উদ্ধার করা হয়। তাকে জিঙ্গাসাবাদ করা হচ্ছে। আজ (বুধবার) তাকে আদালতে প্রেরণ করা হবে বলেও তিনি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা ক্যাম্পে হৃদয়বিদারক এক দৃশ্য

মেয়েটির নাম তাহেরা। বয়স মাত্র ১০ বছর। এই বয়সেই রান্নার জ্বালানি সংগ্রহ করতে তাকে প্রায় ১ মাইল পথ পারি দিতে হয়েছে। কারণ তার বাবা-মা ও চার ভাইবোনের সবাই অসুস্থ। তাহেরা ছাড়া এ কাজ করার মতো আর কেউই নেই বলে গণমাধ্যমকর্মীদের জানায় সে।

মিয়ানমার সেনাবাহিনীর হাতে জাতিগত নিধনের শিকার হয়ে এরই মধ্যে বাংলাদেশে পালিয়ে এসেছে অসংখ্য রোহিঙ্গা শিশু। তাদের কেউ কেউ আবার হয়ে পড়েছে পরিবার বিচ্ছিন্ন।

পালিয়ে আসা রোহিঙ্গা শিশুদের মধ্যে অন্তত ১৪০০ শিশু তাদের পরিবারের একমাত্র অবলম্বন। যে কারণে শিশু হয়েও তাদের উপর দায়িত্বের বোঝাটা অনেক বড়।

একাধিক শিশু থাকায় অনেক রোহিঙ্গা পরিবারে দেখা গেছে একটি শিশুর কোলে আরেকটি শিশুকে। এই দৃশ্যকে রোহিঙ্গা ক্যাম্পের সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্য হিসেবে উল্লেখ করেছে জাতি সংঘ শিশু তহবিল-ইউনিসেফ।

সংস্থাটি তাদের ফেসবুক পেজে ছোট্ট যে রোহিঙ্গা শিশুটির কথা উল্লেখ করেছে, তার নাম আফিয়া। যার বয়স মাত্র ১০ বছর। সে ইউনিসেফ পরিচালিত পুষ্টি কেন্দ্রে এসেছে তার ১০-মাস বয়সী ছোটবোন রেশমাকে নিয়ে। চরম অপুষ্টি এবং চর্মরোগ-এর চিকিৎসার জন্য।

প্রায় ১ সপ্তাহ ধরে সাথে সাথে ব্যবহার উপযোগী পুষ্টিবর্ধক খাবার খাওয়ার পর, আস্তে আস্তে ভালো হচ্ছে সে।

সেখানে কাজ করা সেবা সংস্থাগুলোর আশঙ্কা এই সব দায়িত্ব পালন করতে করতে তারা আরো বেশি অসুস্থতার শিকার হবে, এমনকি জড়িয়ে পড়তে পারে যৌনকর্মেও। অথবা শিকার হবে আবেগিক চাপের।

সেভ দ্য চিলড্রেনের মুখপাত্র রিক গভার্ডি সাংবাদিকদের বলেন, এই পরিস্থিতি শিশুশ্রম আরো বাড়িয়ে তুলবে। বাড়বে বাল্যবিবাহের হার। যা অবশ্যই চিন্তার বিষয়।

মিয়ানমার থেকে নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গা শিশুদের বেশিরভাগই অপুষ্টির শিকার। ইউনিসেফ প্রবলভাবে চেষ্টা করে যাচ্ছে, যেসব রোহিঙ্গা শিশুর শৈশব নষ্ট হয়ে গেছে, কোনোভাবেই যেন তাদের ভবিষ্যৎ নষ্ট না হয় সেই নিশ্চয়তা দিতে।

পরিবারের শিশুদের মধ্যে বড় হওয়ায় বয়সে ছোট শিশুটিকেও নিতে হচ্ছে বেশ কিছু দায়িত্ব। দূর থেকে পানি বয়ে আনা, ত্রাণের জন্য লাইনে দাঁড়ানো অথবা নিজের শরীরের চেয়েও ভারী বস্তা বহন রোহিঙ্গা ক্যাম্পের শিশুদের নিয়মিত চিত্র।

জীবন বাঁচাতে মিয়ানমার থেকে এরই বাংলাদেশে পালিয়ে এসেছে প্রায় ১০ লাখ রোহিঙ্গা। তাদের মধ্যে অর্ধেকই শিশু। ভেসে আসা এসব শিশুদের জন্য শিক্ষাকেন্দ্র স্থাপন করছে ইউনিসেফ। এমনকি নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানসিক সেবার দিকেও নজর দিচ্ছে ইউনিসেফ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইয়েমেনের প্রেসিডেন্ট সৌদি আরবে গৃহবন্দী

ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে তার সেনা কর্মকর্তাসহ গৃহবন্দী করেছে সৌদি আরব।

একইসঙ্গে তার কয়েকজন পুত্র এবং দেশটির বেশ কয়েকজন মন্ত্রীকেও গৃহবন্দী করা হয়েছে। সৌদি আরবের ঘনিষ্ট মিত্র সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আব্দ রাব্বু মানসুর হাদি’র টানাপড়েন তৈরির পর তাদের ব্যাপারে এ ব্যবস্থা নেয় সৌদি আরব।

ইয়েমেনে সৌদি জোটের সামরিক অভিযানের গুরুত্বপূর্ণ অংশীদার সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে আব্দ রাব্বু মানসুর হাদি’র সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য ২০১৫ সালের মার্চে ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে সৌদি জোট।

আব্দ রাব্বু মানসুর হাদি’র পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য সৌদি জোট ইয়েমেনে দীর্ঘ লড়াই চালিয়ে যাচ্ছে কিন্তু এবার সৌদি আরবে আশ্রয় নেয়া ইয়েমেনের প্রেসিডেন্টকে গৃহবন্দী করলো সৌদি সরকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিলেটের টানা তৃতীয় জয়

এবারের বিপিএলটা দারুণ কাটছে সিলেট সিক্সার্সের। ম্যাচের পর ম্যাচ ভক্ত-সমর্থকদের বিস্মিত করে চলেছে আসরের নবাগত দলটি। আগের দুটি ম্যাচে হট ফেভারিট ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারানোর পর তৃতীয় ম্যাচে রাজশাহী কিংসকেও হারিয়েছে সিলেট সিক্সার্স। প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ২০৫ রানের পাহাড় দাঁড় করায় নাসির হোসেনের দল। জবাবে ৮ উইকেটে ১৭২ রানে শেষ হয় রাজশাহী কিংসের ইনিংস। ৩৩ রানের এই জয়ে তিন ম্যাচে ছয় পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা আরো মজবুত করল সিলেট সিক্সার্স।

সিলেটের দেওয়া ২০৬ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে প্রথম ৫ ওভারেই ৫০ রান তুলে লড়াইয়ের আভাস দিচ্ছিল রাজশাহী। ষষ্ঠ ওভারে ১৬ বলে ২৪ রান করা মুমিনুল হক বিদায় নিতেই চাপে পড়ে যায় কিংসরা। এরপর রনি তালুকদার, মুশফিকুর রহিম ও সামি প্যাটেল ফিরে গেলে হারটা প্রায় আসন্ন হয়ে যায় রাজশাহীর। অন্যপ্রান্তে লুক রাইট লড়াইটা চালিয়ে যান। জেমস ফ্রাঙ্কলিনকে সঙ্গে নিয়ে ৫৫৪ রান যোগ করেন রাইট। ১৫তম ওভারে লুক রাইটকে ফেরান কামরুল ইসলাম রাব্বি। ৩৯ বলে ৫৬ রান করেন এই ইংলিশ ওপেনার।

লুক রাইট আউট হলে পুরোপুরি ম্যাচ থেকে ছিটকে পড়ে রাজশাহী কিংস। পরে ফ্রাঙ্কলিন, ড্যারেন স্যামি, ফরহাদ রেজারা কেবল পরাজয়ের ব্যবধান কমিয়েছেন। ৩৫ রান করেছেন ফ্রাঙ্কলিন। সিলেটের আবুল হাসান রাজু ও লিয়াম প্লাঙ্কেট নেন তিনটি করে উইকেট।

এই হারে বেশ চাপে পড়ে গেল রাজশাহী। প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে হেরেছিল মুশফিক-স্যামিরা। দুটি ম্যাচে রাজশাহী তাদের খাতায় একটিও পয়েন্ট যোগ করতে পারেনি।

এর আগে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ২০৫ রানের বিশাল স্কোর সংগ্রহ করেছে সিলেট সিক্সার্স। ব্যাটিংয়ে নেমে ভালো সময়টা অব্যাহত রেখেছেন সিলেটের ব্যাটসম্যানরা। আগের দুটি ম্যাচে অসাধারণ ব্যাটিং করা উপুল থারাঙ্গা ও আন্দ্রে ফ্লেচার এই ম্যাচেও ব্যাটসম্যানদের ওপর আধিপত্য ধরে রাখেন। মাত্র ১০ ওভারে শতরানের জুটি বাঁধেন তাঁরা। দলীয় ১০১ রানে প্রথম ব্যাটসম্যান হিসেবে ফিরে যান আন্দ্রে ফ্লেচার। ৩০ বলে পাঁচটি চার ও তিনটি ছয়ে ৪৮ রান করেন তিনি। খানিকবাদে থারাঙ্গাও প্যাভিলিয়নের পথ ধরেন। ৩৭ বলে ৫০ রান করেন এই লঙ্কান ব্যাটসম্যান।

ওপেনাররা ফিরলেও দানুশকা গুনাথিলাকার ২১ বলে ৪২ রানের ঝড়ে রানের বড় স্কোর গড়ে সিলেট। রস হুইটলি মাত্র ১২ বলে করেন ২৫ রান। এছাড়া সাব্বির রহমান ১৬ রান করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest