সর্বশেষ সংবাদ-
কলারোয়ায় মিনি স্টেডিয়াম ও বাইপাস সড়ক নির্মাণের প্রতিশ্রুতি হাবিবুল ইসলাম হাবিবেরসাতক্ষীরার ৩২৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারশ্যামনগরে জনসভা- গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরুতালা–কলারোয়ার উন্নয়নে ঐক্যের ডাক হাবিবুল ইসলাম হাবিবেরআদালত চত্বরে কেরোসিন ঢেলে মাটি চাপা দেওয়া হলো জব্দকৃত হরিণের মাংসসাংবাদিক আকরামুলের উপর হামলা : সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দাপাইকগাছায় বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীনের উদ্যোগে দশ গ্রামের দুস্থদের মাঝে তিন সহস্রাধিক কম্বল বিতরণবিএনপি থেকে ডা: শহীদুল আলম বহিস্কারসংগ্রামের গল্পে ঢাবি জয় দিহানেরতালায় লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ

খোর্দ-বাটরা পূজা মন্ডপে তালা, পূজা অর্চনা বন্ধ

কলারোয়া ব্যুরো : কলারোয়ার জয়নগর ইউনিয়নের খোদ্দ-বাটরা সার্বজনীন পূজা মন্ডপে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
ওই মন্ডপের দুই পরিবারের দ্বন্দের জের ধরে পাল্টা-পাল্টি দুইটি তালা ঝুলিয়ে দেওয়া হয়। আর এ কারনে ওই পুজা মন্ডপে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ও পূজা অর্চনা বন্ধ রয়েছে।
বুধবার সরেজমিনে গেলে জানা যায়- ওই মন্ডপের দায়িত্বে থাকা মধু সদন রায় চৌধুরী বৃহস্পতিবার একটি তালা ঝুলিয়ে দেয়। পরে মন্দিরে ঢুকতে না পেরে ক্ষিপ্ত হয়ে গত মঙ্গলবার সকালে পরেশ রায় চৌধুরী আরেকটি একটি তালা মেরে দেয়। এনিয়ে এলাকায় হিন্দুদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ওই মন্দিরকে কেন্দ্র করে এলাকায় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।
জয়নগর ইউপি চেয়ারম্যান সামসুদ্দিন আল মাসুদ বাবু জানান, তিনি ঘটনাটি শুনে দুই পক্ষের সাথে কথা বলেছেন এবং সমাধানের চেষ্টা চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে কলেজ ছাত্রীকে অশ্লীল ছবি পাঠানোয় ব্যাংক কর্মকর্তাকে মারধর!

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জ উপজেলার রতনপুর গ্রামে এক কলেজ ছাত্রীর ফেসবুক ম্যাসেনজারে ব্যাংক এশিয়া লিমেটেডের রতনপুর ব্রাঞ্চের ক্যাশিয়ার তার নিজের নগ্ন ছবি পাঠানোয় কলেজ ছাত্রীর পিতা ক্ষিপ্ত হয়ে ওই ব্যাংক কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রতনপুর বাজরে এশিয়া ব্যাংকের নিচে বুধবার সকাল ১১ টায়। প্রত্যক্ষ দর্শী ও সরেজমিনে জানা যায় উপজেলার রতনপুর ইউনিয়নের কদমতলা দূলাবালা গ্রামের নুর ইসলাম গাজীর ছেলে এশিয়া ব্যাংকে কর্মরত মোস্তফা নুর মোহাম্মদ, রতনপুর গ্রামের আব্দুল আজিমের কলেজ পড়ুয়া মেয়েকে মঙ্গলবার রাতে মোবাইল ম্যাসেনজারে মোস্তফা তার নিজের উলঙ্গ ছবি পাঠায় মেয়েটি সাথে সাথে তার বাবা মাকে বিষয়টি অবগত করে। মেয়ের বাবা আজিম বুধবার সকালে মোস্তফা ব্যাংকে আসার সাথে সাথে তাকে মারধর করে এ সময় উপস্থিত জনতা মোস্তাফাকে মারের হাত থেকে বাচিয়ে ব্যাংকে পৌছিয়ে দেয়। এসময় স্থানিয়রা আজিমের কাছে মারের কারণ জানতে চাইলে মোস্তফার উলঙ্গ ছবি দেখিয়ে বিষয়টি সবাইকে অবগত করেন। ব্যাংক কর্মকর্তাকে মারপিটের কারণ মেয়ের বাবা আজিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার মেয়েকে অশ্লীল ছবি পাঠিয়ে ছিল এজন্য আমি তাকে মারধর করেছি। এ বিষয়ে ব্যাংক কর্মকর্তা মোস্তফার কাছে মারের কারণ জানতে চাইলে তিনি বলেন, আমার সাথে ওই মেয়ের সাথে আট মাস যাবৎ প্রেমের সম্পর্ক এজন্য আমি তাকে আমার নিজের অশ্লীল ছবি পাঠিয়েছি। বিষয়টি স্থানীয় পর্যায়ে মীমাংসার চেষ্টা চলছে বলে জানা যায়। ব্যাংক কর্মকর্তার এমন আচারণে হতবাক হয়েছে সুধী সমাজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজ অর্থ দিয়ে পঙ্গু ব্যক্তির পাশে কাউন্সিলর সাগর

নিজস্ব প্রতিবেদক : নিজ অর্থ দিয়ে অসহায় পঙ্গু ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করলেন পৌর কাউন্সিলর সাগর। বুধবার বিকালে সাতক্ষীরা টেনিস ক্লাব মাঠে ০৯ নং ওয়ার্ডের রসুলপুর এলাকার বাসিন্দা অসহায় পঙ্গু আনছার আলীকে চলাচেলের জন্য হুইল চেয়ার দিয়ে আত্ম মানবতার পরিচয় দিলেন। পৌরসভার ০৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর বলেন, রসুলপুর ফুটবল মাঠ এলাকার আনছার আলী দীর্ঘদিন ধরে পঙ্গু হয়ে বাড়িতেই থাকতো। পঙ্গু অসহায় মানুষটির অবস্থা দেখে আমি আমার নিজস্ব অর্থায়নে হুইল চেয়ারটি দিয়ে তার দুঃখ ভাগাভাগি করে নিলাম। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন অসহায় গরীব দুঃখি মানুষের পাশে থেকে তাদের সেবা করবো। এসময় হুইল চেয়ার পেয়ে অসহায় পঙ্গু ব্যাক্তি আনন্দে ও খুশিতে কেঁদে ফেলেন এবং কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগরকে মন থেকে দোয়া করেন। বলেন, পৌর কাউন্সিলর সাগর একজন মানব দরদী মানুষ। সে অনেক অসহায় পঙ্গু মানুষকে হুইল চেয়ার দিয়েছেন। সে একজন মানব দরদী। আল্লাহ তাকে অনেক বড় করবেন। এসময় উপস্থিত ছিলেন শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, সাতক্ষীরা টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক এড. শফিকুল ইসলাম খোকন, আমরা ২৭ সংগঠনের সদস্য আব্দুল্লাহ, শহর সমাজসেবা অফিসের সমাজ কর্মী টিপু সুলতান ও মো. আরফুর রহমান খান বাপ্পিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১ টার দিকে কুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চরবালিথা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোবরাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকাশ সরকার। এসময় অন্যান্যের মধ্যে ইউপি সদস্য আলহাজ¦ আসাদুল ইসলাম, ইউপি সচিব ফারুক হোসেন, ইউপি সদস্য আমিরুল ইসলাম, ইউপি সদস্য আমিরুল ইসলাম, ইউপি সদস্যা ফতেমা খাতুন, ইউপি সদস্যা শ্যামলী রানীসহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কেরালকাতায় বাওড়ে মাছের পোনা অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক : কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের (দরবাসা-ফাজিলকাটি) মনোশাদাহ বাওড়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে বিভিন্ন প্রজাতির ৮’শত কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা মৎস্য অফিস এ উদ্যোগ গ্রহণ করে।এসময় উপস্থতি ছিলেন জেলা মৎস্য অফিসার সহিদুল ইসলাম সরদার, কলারোয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন ও সেলিনা আনোয়ার ময়না, মৎস্য অফিসার নৃপেন্দ্র নাথ বিশ্বাস, কৃষি অফিসার মহাসীন আলী, প্রাণী সম্পদ অফিসার ডা. আতিকুজ্জামান, সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, সমবায় অফিসার নওশের আলী, কেরালকাতা ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, সহকারী মৎস্য অফিসার বজলুর রহমান, অতি.মৎস্য অফিসার পঙ্কজ বাহাদুর, উপ-সহকারী কৃষি অফিসার সোহাগ, ক্ষেত্র সহকারী সুমন, মনিরুজ্জামান শিমুল, কলারোয়া পৌর আ.লীগের সা. সম্পাদক সহিদুল ইসলাম, মৎস্যজীবী সমিতিরি সভাপতি বিমল কুমার পোদ্দার, আ.লীগ নেতা আব্দুর রউফ সরদার প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুশখালী হাইস্কুলে রোটারাক্ট ক্লাব’র বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক : সদর উপজেলার কুশখালী মাধ্যমিক বিদ্যালয়ে রোটারাক্ট ক্লাব অব সাতক্ষীরা’র উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র সহযোগিতায় বুধবার সকালে কুশখালী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আমলকি, জলপাই, লেবু ও মেহগনিসহ বিভিন্ন প্রজাতির ২৬টি গাছের চারা রোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রোটারাক্ট ক্লাব অব সাতক্ষীরা’র প্রেসিডেন্ট রোটা. জি.এম আবুল হোসাইন, ভাইস- প্রেসিডেন্ট রোটা. ইজাজ আহমেদ, সেক্রেটারি শেখ কাইয়ুম রহমান, দৈনিক যুগের বার্তার স্টাফ রিপোর্টার রোটা. আব্দুল্লাহ আল মামুন, কুশখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল জব্বার, সহ-প্রধান শিক্ষক এ.এস.এম আব্দুল করিম, শিক্ষক মো. মুজিবর রহমান, বিকাশ চন্দ্র সরকার, মো. আক্তারুল ইসলাম, শিউলি শিশু ক্লাবের সভাপতি মোছা. মিথিলা পারভীন মেঘলা, বিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি মো. মেহেদী হাসান, ছাত্র সংসদের সদস্য মোছা. জিনিয়া পারভিন, রোকাইয়া সুলতানা, সামিয়া খাতুন সহ স্কুলের স্কাউট নেতৃবৃন্দ। বৃক্ষরোপনের পূর্বে গাছ লাগানোর উপকারিতা সম্পর্কে আলোচনা করেন বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক এ.এস.এম আব্দুল করিম, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, রোটারাক্ট ক্লাব অব সাতক্ষীরা’র প্রেসিডেন্ট রোটা. জি.এম আবুল হোসাইন প্রমুখ। বক্তারা বলেন, গাছ আমাদের বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্য। প্রত্যেকেরই সামর্থ অনুযায়ী একটি বা দুটি গাছের চারা রোপণের আহবান জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় মেধাবী ছাত্রী শামীমা’কে আর্থিক সহায়তা

তালা প্রতিনিধি : তালা মহিলা কলেজের কৃতি ছাত্রী শামীমা’কে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সকালে তালা মহিলা কলেজের আয়োজনে শামীমা খাতুন রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি উপলক্ষে বিশেষ দোয়া ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
তালা মহিলা কলেজে অধ্যক্ষ মো: আব্দুল রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ।
বিষেশ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, মুক্তিযোদ্ধ কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু।
তালা মহিলা কলেজের প্রভাষক আছাদুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন তালা মহিলা কলেজের উপাধক্ষ্য শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল রশিদ মোড়ল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, খলিলনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ ইমান আলী,তালা সদর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস, তালা মহিলা কলেজের কৃতি ছাত্রী শামীমা খাতুন, তিথি মন্ডল প্রমুখ।
এসময় সংসদ সদস্য শামীমা খাতুনকে মেডিকেল ভর্তির জন্য ৫৮ হাজার টাকা তুলে দেন। বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন তালা মহিলা কলেজের প্রভাষক মোজ্জামেল হক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারের শেষ মুহূর্তে দুর্নীতিতে জড়াচ্ছে ক্ষমতাসীন নেতাকর্মীরা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহনের প্রত্যাশা করছে ইসি ও বিভিন্ন ছোট বড় রাজনৈতিক দলের নেতাকর্মীরা। নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এক শ্রেণীর নেতাকর্মীরা দুর্নীতিতে জড়াচ্ছে বলে অভিযোগ রয়েছে।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ক্ষমতাশীন দল আওয়ামী লীগের স্থানীয় পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ের কিছু নেতাকর্মী বিভিন্ন ভাবে দুর্নীতিতে জড়াচ্ছে। দলের সু-নাম ক্ষুন্ন করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই নিজেদের আখের গোছাতে ব্যস্ত অনেকে। উপজেলা পর্যায়ের কাবিখা থেকে শুরু করে জেলা পর্যায়ের বাধঁ নির্মাণসহ বিভিন্ন সরকারী বরাদ্ধ থেকে দুর্নীতি করছে অনেক নেতাকর্মী।

বন্যায় হাওরের পানিতে সুনামগঞ্জের হাজার কোটি টাকা ফসল নষ্ট হয়ে গেছে। সেই বাধঁ নির্মাণের জন্য সরকার কোটি কোটি টাকা বরাদ্ধ দিয়েছিলেন। সুনামগঞ্জে হাওরে ফসলহানি ও ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি করেছে এক জেলা যুবলীগ নেতা। তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদেও ছিলেন। তাকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিভিন্ন সময়ে দুর্নীতিবাজদের দল থেকে মনোনয়ন না দেয়ার কথা বলেছেন। সেই কারণে মনোনয়ন না চাওয়া প্রার্থীরা বেশি করে দুর্নীতি করছে বলে জানান রাজনীতিক বিশ্লেষকরা। তাছাড়া রয়েছে এমপি ও মন্ত্রীদের বিরুদ্ধে নানান অভিযোগ।
এছাড়ও এমপি-মন্ত্রীদের নাম ভাঙিয়ে অনেকে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। অনেকে সরকারি চাকুরি দেওয়ার কথা বলে টাকা নিচ্ছেন। এ বছরের শুরুতেই রাজবাড়ির এক এমপির স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনি চাকরি দেয়ার কথা বলে দলের বিভিন্ন লোকজনদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন মোটা অংকের টাকা। এর মধ্যে উল্লেখ্যযোগ্য হলো, নজের মওলা নাজু নামের এক যুবলীগ নেতা তার চাচাতো ভাইয়ের চাকরির জন্য এমপির স্ত্রীকে ৫ লাখ টাকা দিয়ে ছিলেন। শেষ পর্যন্ত সেই যুবকের চাকুরি হয়নি।

এ বিষয়ে রাজনীতিবিদ গোলাম মাওলা রনি বলেন, যে কোনো দল ক্ষমতা থাকলে একটা সুবিধা শ্রেণী সব জায়গাতে সৃষ্টি হয়। এটা যে আওয়মী লীগের ক্ষেত্রে তা নয়। বিএনপি যদি ক্ষমতা থাকতো তাদের ক্ষেত্রেও একই হতো। দুর্নীতিবাজদের হাতে যদি সমস্ত ক্ষমতা হয় তাহলে দলের জন্য দুর্ভাগ্যজনক। আমি দলের লোক হিসেবে বলতে পারবো না, বাহিরের লোক নির্ণয় করবে। দুর্নীতিবাজরা যদি দলের মূল কেন্দ্রে থাকে তাহলে দলের জন্য দু:সংবাদ। দলের বেশি ভাগ এমপি মন্ত্রী যদি দুর্নীতি মুক্ত থাকেন তাহলে দুর্নীতিবাজ দলের জন্য সমস্যা হবে না।

আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার বলেন, দুর্নীতি এখন একটা ক্যান্সারের পরিণত হয়েছে। দুর্নীতি যারা করবে তারা নিজ দায়িত্বে করছে। দুর্নীতিবাজদের আওয়ামী লীগ কোনো দিন সাপোর্ট দেয়নি এবং ভবিষ্যতেও সাপোর্ট দিবে না।

এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু বলেন, আওয়ামী লীগ বিশাল বড় দল। এখানে ভালো মানুষ থাকতে পারে আবার কিছু খারাপ মানুষ থাকতে পারে। তদন্ত সাপেক্ষে আইন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest