সর্বশেষ সংবাদ-
নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভদৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা  দেবহাটায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধনসাতক্ষীরায় জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসাতক্ষীরার মিঠু খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপিকালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসা

প্রথম আলো-ডেইলি স্টারের নামে ভুয়া খবরের স্ক্রিনশট ভাইরাল

প্রধান বিচারপতির দেশত্যাগের ঘটনায় ১৪ অক্টোবর প্রকাশিত প্রথম আলো-ডেইলি স্টারসহ আরও কয়েকটি দৈনিক পত্রিকার ভুয়া খবরের স্ক্রিনশট সামাজিক যোগাযোগের সাইটগুলোতে ভাইরাল হয়েছে। এমন পরিস্থিতিতে শনিবার প্রথম আলো-ডেইলি স্টারসহ দৈনিকগুলোর পক্ষ থেকে এ ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে পাঠকদের সতর্ক করা হয়েছে।

ভুয়া খবরের স্ক্রিনশটের যেসব চ্যানেল আই অনলাইনের হাতে এসেছে, তাতে দেখা যাচ্ছে যে পত্রিকাগুলোর লে আউট বা বাহ্যিক অবকাঠামো ঠিক রেখে তাতে ইচ্ছে মতো সংবাদ এবং সংবাদ শিরোনাম এডিট করে পরিবেশন করা হয়েছে। দেখলে মনে হবে যেন প্রকাশিত পত্রিকাতেই এমন খবর ছাপা হয়েছে।

এ বিষয়ে প্রথম আলো অনলাইনে দেয়া এক ব্যাখ্যায় লিখেছে: প্রথম আলোর ২০১৭ সালের ১৪ অক্টোবর তারিখের ছাপা পত্রিকার প্রথম পাতার অনুরূপ একটি ভুয়া পাতার স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই স্ক্রিনশটে দেখা যাচ্ছে, ‘সরকারের চাপের মুখে প্রধান বিচারপতির দেশত্যাগ’ ও ‘প্রধান বিচারপতিকে দেশত্যাগে বাধ্য করার হুমকি!’ শিরোনামে দুটি খবর আছে।

এর পাশে ‘ক্ষমতা দেখাল সরকার’ শিরোনামে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের নামে একটি লেখা আছে। বাস্তবে প্রথম আলোর প্রথম পাতায় এ ধরনের কোনো খবর বা ছবি প্রকাশিত হয়নি, এটা একেবারেই উদ্দেশ্যপ্রণোদিত, বলে জানায় প্রথম আলো।

একই ঘটনায় পাঠককে বিভ্রান্তিত না হওয়ার আহ্বান জানিয়ে ডেইলি স্টার লিখেছে, ১৪ অক্টোবর প্রকাশিত পত্রিকায় ‘অ্যা ডিসগ্রেস টু বাংলাদেশ’ শিরোনামে সম্পাদক মাহফুজ আনামের কোন লেখা প্রকাশিত হয়নি। এমনকি ভাইরাল হওয়া স্ক্রিনশটের ‘এজ ইফ আর হেডিং টু জাংগল ল’ শিরোনামের কোন লেখাও প্রকাশিত হয়নি।

ডেইলি স্টারের অনলাইনে বলা হয়েছে: ধারণা করা হচ্ছে, এটি ওয়াহিদুজ্জামান নামের বহিষ্কৃত এক শিক্ষকের ফেসবুক একাউন্ট থেকে ছড়ানো হয়েছে।

‘বাস্তবতা হচ্ছে, মাহফুজ আনাম সম্প্রতি সময়ে কোন কলাম লিখেননি। ডেইলি স্টার মনে করে, পত্রিকার সুনামকে ক্ষুণ্ন করার জন্য এবং জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই কাজ করা হয়েছে।’

শুধু প্রথম আলো-ডেইলি স্টার নয়, সমকাল, ইত্তেফাকসহ বহুল প্রচারিত পত্রিকাগুলোর ১৪ অক্টোবর তারিখের প্রথম পাতার লে-আউট ঠিক রেখে ভুয়া পাতার স্ক্রিনশট তৈরি করা হয়েছে। সমকাল তার পাঠককে সতর্ক করে লিখেছে, ১৪ অক্টোবর দৈনিক সমকালের প্রথম পাতার একটি ভুয়া ইমেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

‘সমকালের মাস্টহেডের স্ক্রিনশট নিয়ে ফেসবুকে ভুয়া প্রথম পেইজ তৈরি করা হয়েছে। সেখানে প্রধান বিচারপতি ও সরকার নিয়ে মনগড়া মিথ্যা তথ্য সম্বলিত গুজব ছড়ানো হয়। প্রতিটি খবরের শিরোনাম ছিল মনগড়া।’

সমকালের প্রতিবেদনে বলা হয়, বেগম খালেদা জিয়ার নামে একটি পেজ থেকে ওই ভুয়া স্ক্রিনশটে ভুয়া খবর প্রচার করা হয়।

দৈনিক ইত্তেফাকের ১৪ অক্টোবর তারিখের প্রথম পাতার ভুয়া স্ক্রিনশটও ছড়ানো হয়েছে সামাজিক মাধ্যমে। যে স্ক্রিনশটটি চ্যানেল আই অনলাইনের হাতে এসেছে তার সঙ্গে শনিবার প্রকাশিত ইত্তেফাকের প্রথম পাতা মিলিয়ে দেখা যায় যে, পত্রিকার প্রথম পাতার নাম, প্রকাশকের নাম, ডিজাইনসহ যাবতীয় সবকিছু ঠিক রেখে কয়েকটি ভুয়া সংবাদ ইত্তেফাকের ফন্টের মতো করে টাইপ করে বসিয়ে দেয়া হয়েছে। লাল কালি দিয়ে লেখা ‘আমি সম্পূর্ণসুস্থ’ ‘সরকারের মিথ্যাচার প্রমাণিত’ এই শিরোনামের কোন লেখা ১৪ তারিখের ইত্তেফাকে প্রকাশিত হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
একসঙ্গে অনিল ও সোনম!

একসঙ্গে অনিল ও সোনম!

কর্তৃক Daily Satkhira

বলিউডের শক্তিমান অভিনেতাদের একজন অনিল কাপুর, তার মেয়ে সোনম কাপুরও একজন অভিনেত্রী। তবে এখনো কোনো সিনেমায় একসঙ্গে অভিনয় করেননি বাবা-মেয়ে।
তবে এবার বিধু বিনোদ চোপড়ার প্রযোজনায় একটি সিনেমায় দেখা যাবে তাদের।

সিনেমাটির নাম ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ১৯৪২ : অ্যা লাভ স্টোরি সিনেমার একটি গান থেকে এ নামটি নেয়া হয়েছে। সেটিতেও অভিনয় করেন অনিল কাপুর। তার বিপরীতে ছিলেন মনীষা কৈরালা। আর সিনেমাটি পরিচালনা করেছিলেন বিধু বিনোদ চোপড়ার বোন শেলী চোপড়া।

এ প্রসঙ্গে বিধু বিনোদ চোপড়া বলেন, ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা আমাদের জন্য খুবই বড় একটি প্রজেক্ট এবং খুবই ভালো যে অনিল আমাদের এতে সহযোগিতা করছেন। সবচেয়ে বড় বিষয় হলো অনিল এবং সোনম দুজনই সিনেমাটিতে অভিনয় করবেন। ’

এছাড়া বিধু বিনোদ চোপড়ার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত হচ্ছে অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক।
এটি পরিচালনা করছেন রাজকুমার হিরানি। সিনেমাটিতে সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর। এছাড়া আরো রয়েছন-পরেশ রাওয়াল, মনীষা কৈরালা, ভিকি কুশাল, সোনম কাপুর, কারিশমা তান্না প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সোমালিয়ায় গাড়িবোমা হামলা, নিহত ৩০

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর ব্যস্ততম এলাকায় গাড়িবোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় শনিবার এ বিস্ফোরণ ঘটানো হয়।

পুলিশ বলছে, মোগাদিসুর শারাফি হোটেলের প্রবেশ পথে গাড়িবোমা বিস্ফোরিত হয়। এ সময় অন্তত ৩০জন নিহত ও অনেকেই আহত হন। দেশটির মদিনা শহরে দ্বিতীয় বোমা বিস্ফোরণে আরো দুজন ঘটনাস্থলেই নিহত হন।

এই হামলার সঙ্গে কারা জড়িত তা এখনো পরিষ্কার নয়। তবে আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত আল-শাবাব নামে একটি জঙ্গি গ্রুপের নিয়মিত নিশানায় পরিণত হয়েছে মোগাদিসু। তারা সরকারের সঙ্গে যুদ্ধে নেমেছে।

প্রথম বিস্ফোরণের পর দেশটির পুলিশ ক্যাপ্টেন মোহাম্মদ হুসেইন বার্তা সংস্থা রয়টারর্সকে বলেন, ‘সেটি ছিল ট্রাক বোমা হামলা। এই মুহূর্তে নিহতের সঠিক সংখ্যা জানা নেই, সেখানে এখনো আগুন জ্বলছে।’

ঘটনার প্রত্যক্ষদর্শীদের একজন বিবিসিকে জানায়, সেখানে অনেক মানুষের প্রাণ গেছে।

মোগাদিসুর আবাসিক বাসিন্দা মহিউদ্দিন আলী বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এটা আমার দেখা সব থেকে বড় বিস্ফোরণ। বিস্ফোরণে পুরো এলাকা ধ্বংস হয়ে গেছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দৃষ্টিশক্তি উন্নত করে ঢেঁড়শ!

ঢেঁড়শে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, লোহা ও ভিটামিন এ, বি, সি। এছাড়াও এতে রয়েছে ক্যারোটিন, ফলিক এসিড, থায়ামিন, রিবোফ্লাভিন, নিয়াসিন, অক্সালিক এসিড এবং অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড।

ঢেঁড়শ আমাদের স্বাস্থ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং নিয়মিত ঢেঁড়শ খাওয়ার অভ্যাস আপনাকে প্রায় ১০ ধরণের শারীরিক সমস্যা থেকে মুক্ত রাখতে সক্ষম।

জেনে নিন ঢেঁড়শের বিস্ময়কর উপকারী ও ঔষধিগুণ সম্পর্কেঃ

* ঢেঁড়শে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, লুটেইন ও বেটা ক্যারোটিন যা আমাদের দৃষ্টিশক্তি উন্নত করে এবং দৃষ্টিশক্তি সংক্রান্ত সমস্যা থেকে রক্ষা করে।

* নিয়মিত ঢেঁড়শ খেলে ব্রণ কম হয়। এটি ত্বকের ময়লা পরিষ্কার করতেও ভালো কাজ দেয়। এটি খাওয়ার ফলে রক্ত চলাচল বৃদ্ধি পায়, এতে ত্বকের উজ্জ্বলতাও বাড়ে।

* ঢেঁড়শ কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে। ঢেঁড়শের উচ্চমাত্রার অ্যান্টি অক্সিডেন্ট ক্ষতিকর ফ্রি রেডিকেলসের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে। এতে করে দেহে ক্যান্সারের কোষ জন্মাতে পারে না।

* ঢেঁড়শ রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে অনেক সহায়ক। এর মধ্যে রয়েছে উচ্চ পরিমাণ ভিটামিন সি, ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এ ছাড়া আরো প্রয়োজনীয় মিনারেল যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ। যা রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে।

* রক্তে শর্করা বাড়লে বা বাড়তে থাকলে কালো জামের বিচির গুঁড়ো ১ গ্রাম নিয়ে ৩-৪টি কাঁচা ঢেঁড়শের সিদ্ধ পানির সাথে প্রতিদিন খেলেই এটি আর থাকবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে ফিরে প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ সুদূরপরাহত

বাস্তব অবস্থা বিচার করলে প্রধান বিচারপতি ফিরে এসে দায়িত্ব গ্রহণ করা সুদূরপরাহত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, অন্য বিচারপতিরা প্রধান বিচারপতির সাথে একই সাথে একই বেঞ্চে বসতে না চাইলে বিচার বিভাগের অচলাবস্থা সৃষ্টি হবে।

শনিবার (১৪ অক্টোবর) সন্ধায় সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ‘সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী যখনই প্রধান বিচারপতি তার দায়িত্ব পালন করতে পারছেন না, তখন জ্যেষ্ঠতম বিচারপতি দায়িত্ব পালন করবেন। আবদুল ওয়াহহাব মিয়া তো সাংবিধানভাবে দায়িত্ব পালন করছেন।’ তিনি আরো বলেন, ‘সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞাকে ভারপ্রাপ্ত নিয়োগ দিয়েছেন। তিনি সুপ্রিম কোর্টের সব দায়িত্ব পালন করবেন।’

এস কে সিনহার ফিরে এসে দায়িত্ব পালন প্রসঙ্গে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ‘ওনার আবার ফিরে এসে বসা সুদূর পরাহত।’ প্রধান বিচারপতির শারীরিক অসুস্থতা সম্পর্কিত চিঠি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে জাবাবে তিনি বলেন, এটা নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার না কারাই ভাল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গোলের খাতা খুললেন রোনালদো, হাসল রিয়াল

লা লিগা মৌসুম শুরুই হয়েছে লিওনেল মেসির থেকে নয় গোল পিছিয়ে থেকে। এরপর যত ম্যাচ গড়িয়েছে চিরপ্রতিপক্ষকে এগিয়ে যেতে দেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। অবশেষে তিনি জ্বললেন। আর তাতে শনিবার গেটাফের মাঠে ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ।

৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে রিয়াল উঠে গেছে টেবিলের দ্বিতীয় স্থানে। চিরপ্রতিপক্ষ বার্সেলোনা তাদের থেকে এগিয়ে আছে চার পয়েন্টে। কাতালানরা আবার ম্যাচ খেলেছে একটি কম।

গেটাফের মাঠে রিয়ালের শুরুটা হয়েছে বেশ সাবধানী। কয়েকটি সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে অতিথিদের অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের ৩০ মিনিটেরও বেশি সময় পর্যন্ত।

৩৫ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে করিম বেনজেমার জোরালো শট বার কাঁপিয়ে চলে যায় বাইরে।

ম্যাচের ৩৯ মিনিটে গেটাফের রক্ষণ প্রতিরোধ ভেঙে রিয়াল শিবিরে আনন্দের উপলক্ষ এনে দেন ওই বেনজেমাই। প্রায় একক প্রচেষ্টায় ডি-বক্সের ডানপ্রান্ত থেকে ফরাসী তারকার মাটি ঘেঁষা শট গোলরক্ষককে পরাস্ত করে।

বিরতি থেকে ফিরে উজ্জীবিত রিয়ালকে ব্যাকফুটে ঠেলে দিয়ে সমতায় ফেরে গেটাফে। দারুণ এক কাউন্টার অ্যাটাক থেকে আক্রমণভাগের ডান প্রান্ত থেকে হোর্হে মলিনার দিকে বল ঠেলে দেন ফজর। সেই ক্রস থেকে মলিনার নেওয়া শট জালে জড়িয়ে গেলে দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না রিয়াল গোলরক্ষক কিকো ক্যাসিয়ার।

দল বিপদে। এমন সময়ে গেটাফে রক্ষণে বারবার আক্রমণ নিয়ে হাজির হয় রিয়ালের খেলোয়াড়রা। বিপরীতে গোল না পেয়ে পর্তুগিজ তারকাকে বেশ হতাশ হতেও দেখা যায় কয়েকবার।

৭৩ মিনিটে লা লিগা মৌসুমের প্রথম গোলটা পেয়েই যাচ্ছিলেন রোনালোদো। ডি-বক্সের বাইরে থেকে তার নেয়া শট গেটাফে শিবিরকে কাঁপিয়ে চলে যায় বাইরে।

তবে এই ম্যাচে আর খালি হাতে ফিরতে হয়নি সিআর সেভেনকে। ৮৫ মিনিটে ইস্কোর থেকে উড়ে আসা বলকে দারুণভাবে পায়ে নামিয়ে প্রতিপক্ষের দুই খেলোয়াড় কাটিয়ে দলকে জয়সূচক গোলটি এনে দেন বিশ্বসেরা ফুটবলার। চলতি লা লিগা মৌসুমে এটিই রোনালদোর প্রথম গোল।

ভাগ্যকে দোষ দিতে পারে গেটাফেও। ম্যাচের শেষ মিনিটে সমতাসূচক গোলটি প্রায় পেয়েই যাচ্ছিল তারা। স্বাগতিকদের একটি আক্রমণ রিয়াল গোলরক্ষক পাঞ্চ করেও বিপদমুক্ত করতে না পারায় ফাঁকায় বল পেয়ে যান ল্যানসেন। তার জোরালো শট বার ঘেঁষে বাইরে চলে গেলে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়া নিশ্চিত হয় লস ব্লাঙ্কোসদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হার্ভের যৌন লালসার তালিকায় ছিলেন ঐশ্বরিয়াও!

দু’দিন আগে অস্কারজয়ী হলিউড প্রযোজক হার্ভে উইনস্টেইনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন অ্যাঞ্জোলিনা জোলি ও গেনিথ পাল্টরোও। এবার সেই তালিকায় জুড়ে গেল বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের নামও।

সাবেক এই বিশ্বসুন্দরীর প্রাক্তন ট্যালেন্ট ম্যানেজার সিমনে শেফিল্ড জানিয়েছেন, হার্ভে নায়িকার সঙ্গে আলাদা দেখা করতে চেয়েছিলেন। কোন রকমে তা আটকেছিলেন তিনি।

তাঁর কথায়, আমি ভারতীয় নায়িকাদের মধ্যে ঐশ্বরিয়ার ম্যানেজার ছিলাম। হার্ভের সঙ্গে কথা বলার সময় দেখেছিলাম বারবার ঐশ্বরিয়ার সঙ্গে একা দেখা করার জন্য জোর করতেন তিনি। হার্ভে বলেছিলেন, ঐশ্বরিয়াকে একা পেতে গেলে আমাকে কী করতে হবে?

সিমনে আরও জানিয়েছেন, ঐশ্বরিয়াকে নিয়ে হোটেলে ফেরার পরও হার্ভে তাঁকে একা পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। তবে কোনভাবেই ক্লায়েন্টের কোন ক্ষতি হতে দেননি তিনি। সে কারণেই পরে হার্ভে তাঁর সঙ্গে আর কাজ না করারও হুমকি দিয়েছিলেন।

হলিউডে এতদিন প্রশ্নাতীত আধিপত্য ছিল হার্ভের। ৬৫ বছরের এই প্রযোজক বহু বাণিজ্য সফল ছবির নির্মাতা। শুধু অভিনেত্রীরাই নন, তাঁর সঙ্গে কাজ করেছেন এমন তিন মহিলা হার্ভের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও এনেছেন। গোটা ঘটনা তুমুল আলোড়ন তুলেছে মার্কিন মুলুকে।

হিলারি ক্লিন্টন এই খবর পাওয়ার পর বলেন, আমি শকড।

যদিও মুখপাত্রের মাধ্যমে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন হার্ভে। তবে ঐশ্বরিয়ার বিষয়ে এখনও মুখ খোলেননি হার্ভের মুখপাত্র। কিন্তু বিষয়টির এত সহজ নিষ্পত্তি হবে না বলেই মনে করছে সিনে মহলের একটা বড় অংশ। সূত্র: হিন্দুস্তান টাইমস, এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৩০ কেজি ওজনের লেহেঙ্গা দীপিকার শরীরে!

সিংহলের রাজকন্যা পদ্মাবতী, চিতোরের রাজা রত্নসেন, দিল্লীর সম্রাট আলাউদ্দিন খিলজি, রাজা দেবপাল- এসকল চরিত্র নিয়ে রচিত কাল্পনিক কাহিনীর কাব্যরূপ পদ্মাবতী।

ট্রেইলারে পরিচালক গল্পের তেমন কিছু প্রকাশ করেন নি। ট্রেইলার জুড়ে ফুটে উঠেছে সে সময়ের রাজপুতানী সংস্কৃতি। প্রতিটা ফ্রেম নিয়ে যায় ৭০০ বছর পেছনে। সেট তৈরি তে বিন্দু মাত্র কার্পণ্য করা হয় নি তা স্পষ্ট।

১৫৪০ সালে মালিক মুহাম্মদ জয়সি “পদুমাবৎ” রচনা করেন, যা মধ্যযুগের বাঙালি কবি আলাওল “পদ্মাবতী” নামে অনুবাদ করেন। সিংহলের অতুলনীয় সুন্দরী রাজকন্যা পদ্মাবতীকে বিয়ে করেন মেবার রাজ্যের রাজা রাজপুত রত্নসেন।

এদিকে পদ্মাবতীর সৌন্দর্যের কথা শুনে তাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেন সম্রাট আলাউদ্দিন খিলজি। খিলজির পদ্মাবতীকে পাওয়ার উন্মাদনা, রত্নসেনে তার স্ত্রীকে রক্ষার আপ্রাণ চেষ্টা পরিশেষে নিজের সম্মান বাঁচাতে পদ্মাবতীর জোহার পালন, এই হলো পদ্মাবতীর মূল গল্প।

পোষাকের ক্ষেত্রে এগিয়ে গিয়েছেন আরো এক ধাপ। পদ্মাবতী, রত্নসেন থেকে খিলজি সবার পোষাকে দেয়া হয়েছে তাদের নিজস্ব সংস্কৃতির ছায়া। পদ্মাবতীর রাজকীয় সাজ হোক কিংবা রন্তসেনের রাজপুত যোদ্ধার বেশ কিংবা খিলজির হিংস্র যোদ্ধা অবতার সব কিছুই যেন প্রতিটা চরিত্রের জন্য কথা বলে।

ট্রেইলারে তেমন কোন সংলাপ নেই, তবুও স্পষ্ট ভাবে বোঝা যায় কার কি চরিত্র। ট্রেইলারে আলোক সজ্জা অন্যতম আকর্ষণ। কোথাও আলোর আধিক্য নেই। প্রদীপ আর মশালের আলোর যে আভা থাকার কথা সেই আভা ধরে রাখার সফল চেষ্টা দেখা যায়।

তবে দীপিকার পোশাক নিয়ে এখন চলছে খুনসুটি। টাইম্‌স অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে, তার পরিহিত প্রতিটি লেহেঙ্গার মূল্য ২০ লাখ টাকার উপরে, আর প্রতিটি লেহেঙ্গার ওজন ছিল ৩০ কেজি করে।

কিন্তু দীপিকা কখনও এই লেহেঙ্গা নিয়ে কোন প্রকার নারাজ বা রাগের মনোভাব দেখায়নি। সে প্রতিদিন খুশি মনে এই লেহেঙ্গা পড়ে অভিনয় করে কাটিয়েছেন।

প্রতিদিন প্রায় ১৩ থেকে ১৪ ঘণ্টা এই ভারী লেহেঙ্গা পড়ে অভিনয় করেছেন দীপিকা। এভাবে ১০০ দিনের বেশি শুটিং চলেছে এই সিনেমার। তার অভিনয় শিল্পী অনেক আগে থেকেই প্রশংসনীয়, এবার বুঝা যাচ্ছে তার ধৈর্য শক্তির ও কোন কমতি নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest