সর্বশেষ সংবাদ-
নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভদৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা  দেবহাটায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধনসাতক্ষীরায় জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসাতক্ষীরার মিঠু খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপিকালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসা

শুরুতেই দুঃসংবাদ, আজ খেলছেননা মোস্তাফিজ

স্পোষ্টর্স ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলতে পারবেনা বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। পা মচকে যাওয়ায় তিনি আজ খেলতে পারছেননা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রধান নির্বাচক ও ম্যানেজার মিনহাজুল আবেদীন জানিয়েছেন, দুপুরে ডায়মন্ড ওভালে গা গরমের জন্য ফুটবল খেলার সময় মোস্তাফিজের অ্যাংকেল মচকে যায়।

তবে মুস্তাফিজের পরিবর্তে প্রথম ওয়ানডে মাঠে নামবে বাংলাদেশি আরেক পেসার তাসকিন আহমেদ।

মুস্তাফিজের কাঁধের সমস্যাটা পুরনো। ২০১৬ সালে ইংলিশ ক্লাব সাসেক্স অনুশীলনের সময় মুস্তাফিজের বাঁ কাঁধে চোট পায়। এরপর থেকে মুস্তাফিজ বার বার ইনজুরিতে পড়েন। ইনজুরির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজকে অস্ট্রেলিয়া নিয়ে অপারেশন করিয়েছিলেন।

এর আগে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানাডে সিরিজের জন্য টিম বাংলাদেশ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অনেক আগেই। দলে ফিরেছেন অলরাউন্ডার নাসির হোসেন ও নতুন মুখ পেসার সাইফ উদ্দিন। এরই মধ্যে ম্যাচের ভেন্যুতে পৌঁছে অনুশীলন শুরু করেছে টাইগাররা। দুই টেস্টে লজ্জাজনক হারের পরও ওয়ানডে সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবশেষে বুধবার দেশে ফিরছেন খালেদা জিয়া

ন্যাশনাল ডেস্ক : ১৮ অক্টোবর (বুধবার) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন বলে জানা গেছে। চেয়ারপারসনের মিডিয়া উইংয় কর্মকর্তা শায়রুল কবির খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত বরেছেন।
শায়রুল জানান, বুধবার বিকেল ৫টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন খালেদা জিয়া। এর আগের রাতে লন্ডন থেকে দেশের উদ্দেশে রওনা দেবেন তিনি।
উল্লেখ্য, গত ১৫ জুলাই (শনিবার) চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সফরটি তার চিকিৎসার জন্য হলেও রাজনৈতিক মহলে বেশ আগ্রহের জন্ম দেয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ৭ বছরের কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় সাত বছর বয়সের কন্যা শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে। ইটাগাছা পুলিশ ফাড়ির এস আই বিল্লাল হোসেন জনান, শহরতলীর পার কুখরালি এলাকার মোকছেদ আলীর কন্যা (৭) কে প্রতিবেশী শামছুর রহমান নামের (৪৫) এক লম্পট ফুসলিয়ে পার্শ্ববতী একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে মহুয়াকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শামছুর রহমানকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিশ্চিত পাচার থেকে রক্ষা পেলো কলারোয়ার দুই স্কুল ছাত্র

কলারোয়া ডেস্ক : কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের কবল থেকে দুই স্কুল ছাত্রকে উদ্ধার করলো বিজিবি। উদ্ধারকৃতরা কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভাদিয়ালী সীমান্ত থেকে তাদের উদ্ধার করে মাদরা বিওপির বিজিবি।
পরে উদ্ধার হওয়া দুই ছাত্রকে তাদের অভিভাবকের হাতে হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার দুই ছাত্র হলো- কলারোয়া পৌরসদরের গদখালী গ্রামের ইকবাল হোসেনের ছেলে তানভির হাসান (১২) ও একই গ্রামের শ্যামল অধিকারের ছেলে নির্জন অধিকার (১২)।
বিজিবি সূত্র জানায়- শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালীর কালিবাড়ি সীমান্তের ১৩/৩ এসআরবি পিলারের সন্নিকটে টহলরত মাদরা বিওপির ল্যান্স নায়েক বাবুল মোল্যার নেতৃত্বে বিজিবি সদস্যরা ভারতে পাচারের সময় তানভির ও নির্জনকে উদ্ধার করে। সেসময় বিজিবিকে দেখে ও দুই ছাত্রকে নামিয়ে দিয়ে তাদের বহনকরা ভ্যানচালক পালিয়ে যায়।
উদ্ধার হওয়া দুই ছাত্র জানিয়েছে- শনিবার দুপুরে স্কুল ছুটির পর এক অপরিচিত ভ্যান চালক তাদের বলে যে তাদের পিতা-মাতা অসুস্থ্য, এখনই তাদের ভ্যানে করে যেতে বলেছে। পরে তারা আর কিছু বলতে পারে না।
এদিকে, রাত সাড়ে ৮টার দিকে সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম ও ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদের উপস্থিতিতে উদ্ধার হওয়া দুই ছাত্রের অভিভাবকের হাতে তাদের তুলে দেন মাদরা বিওপির কোম্পানি কমান্ডার কবির আহমেদসহ বিজিবি সদস্যরা। এসময় কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের শিক্ষক মনিরুজ্জামান, কলারোয়া নিউজের স্টাফ রিপোর্টার রাজিবুল ইসলাম রাজিব ও সীমান্ত প্রতিনিধি রুহুল আমীন এবং সাংবাদিক ফিরোজ জোয়াদ্দার উপস্থিত ছিলেন।
উদ্ধার তানভিরের পিতা ইকবাল হোসেন ও নির্জন অধিকারের মা তাদের সন্তানদের ফিরে পেয়ে স্বস্তির নি:শ্বাস ফেলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সদর উপজেলার শিবপুরে এমপি রবির উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর উপজেলার ০৫নং শিবপুর ইউনিয়নের শিয়ালডাঙ্গা গ্রামে সাধারণ মানুষের সাথে সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরে উঠান বৈঠক করেছেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

শনিবার বিকালে শিবপুর ইউনিয়নের শিয়ালডাঙ্গা গ্রামে উঠান বৈঠকে শিবপুর ইউনিয়ন আ ‘লীগের সভাপতি মো. শওকত আলীর সভাপতিত্বে উঠান বৈঠকে তার বক্তব্যে বলেন, ‘জননেত্রী শেখ হানিার সুযোগ্য নেতৃত্বে উন্নয়ন ও সাফল্যের দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশ আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। দেশের সকলক্ষেত্রে উন্নয়ন হয়েছে। তাই বাংলাদেশ আজ বিশে^র দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। দ্বিধা বিভক্ত না হয়ে সবাইকে মিলে মিশে একসাথে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। আওয়ামীলীগ নিজেরা ঐক্যবদ্ধ থাকলে নৌকা মার্কার বিজয় নিশ্চিত হবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সাতক্ষীরা-০২ আসনে নৌকা প্রতিক নিয়ে দ্বিতীয় প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছি আমি। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে জনগণের পাশে থেকে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করেছি। আমি প্রত্যন্ত গ্রামাঞ্চলের সাধারণ মানুষের মাঝে গিয়েছি তাদের সমস্যার কথা শুনেছি এবং সাধ্যমত পূরণ করার চেষ্টা করেছি। সরকারের এ উন্নয়ন কর্মকান্ডকে ব্যহত করতে একটি স্বার্থান্বেষী মহল দলের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। যারা দলের ভিতরে বিভেদ সৃষ্টি করে তারা আওয়ামীলীগের মঙ্গল চায় না। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আওয়ামীলীগকে শক্তিশালী করতে হবে। তাহলে জাতির বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবে রুপ নেবে।’ এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, মুক্তিযোদ্ধা আনিছুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান শাহিন, ইউপি সদস্য শফিকুল ইসলাম, আব্দুল হাই, আব্দুল ওহাব, আকরাম হোসেন ও সাইফুল ইসলাম প্রমুখ। অপরদিকে বিকালে পরানদহা বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান মানি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীর মোস্তাক আহমেদ রবি এমপি। এসময় আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য মনিরুল ইসলাম, পরানদহা মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুস্তাফিজুর রহমান, বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইদুর রহমান প্রমুখ। এসময় অসংখ্য সাধারণ মহিলা ও পুরুষ বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্য নিয়ে উন্মুক্ত বক্তব্য রাখেন।

এসময় সাংসদ রবি অসংখ্য নারী পুরুষের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য নারী পুরুষ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জে জাহেদ হোসেন নামে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। সে কুশুলিয়া ইউনিয়নের ২ নং ওয়াডের্র কাশেমপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। এলাকাবাসি জানায়, সকাল ১১টার দিকে পরিবারের সদস্যরা জাহেদকে খুজতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে শিশু লাশ ভাসতে দেখে প্রতিবেশীরা। ততক্ষণে সে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। সকলের অজান্তে শিশু জাহেদ কখন পানিতে ডুবে গেছে কেউ দেখতে পাইনি। এদিকে শিশু জাহেদের আকর্ষিক মৃত্যুতে পরিবারের মঝে শোকের ছাড়া নেমে এসেছে। জয়নাল আবেদীনের ৪ সন্তানের মধ্যে জাহেদ ছিল সকলের ছোট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সম্মিলিত সাংস্কৃতিক জোটকে জাগ্রত সাতক্ষীরার অভিনন্দন

প্রেস বিজ্ঞপ্তি : শিল্পী-সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি সমন্বয়ে গঠিত জাতীয় পর্যায়ের সংগঠন ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’ সাতক্ষীরা জেলার নবনির্বাচিত নির্বাহী কমিটির সঙ্গে ‘জাগ্রত সাতক্ষীরা’র প্রতিনিধিবৃন্দের মতবিনিময় ও অভিনন্দন জ্ঞাপন।
শনিবার শহরের একটি রেস্টুরেন্টে ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’ সাতক্ষীরা জেলার নবনির্বাচিত নির্বাহী কমিটির সঙ্গে ‘জাগ্রত সাতক্ষীরা’র প্রতিনিধিবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’ সাতক্ষীরা জেলার নবনির্বাচিত সভাপতি আবু আফ্ফান রোজবাবু, সাধারণ সম্পাদক শামীমা পারভীন রতœা, প্রাক্তন সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির নির্বাহী সদস্য আলমগীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন, নির্বাহী সদস্য মনজুরুল হক, আখতারুজ্জামান কাজল। ‘জাগ্রত সাতক্ষীরা’র প্রতিনিধি ছিলেন সাতক্ষীরার কৃতি সন্তান ঢাকায় অবস্থানরত জাগ্রত সাতক্ষীরার প্রধান উপদেষ্টা আ হ ম তারেক উদ্দীন ও সভাপতি সায়েম ফেরদৌস মিতুল। শেষে ‘জাগ্রত সাতক্ষীরা’র প্রতিনিধিবৃন্দ ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’ সাতক্ষীরা জেলার নবনির্বাচিত নির্বাহী কমিটিকে ফুলেল অভিনন্দন জ্ঞাপন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নারী শিক্ষা ও নারীকে আত্মপ্রত্যয়ী করে গড়ে তুলতে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট‘র উদ্যোগে সাতক্ষীরায় ‘নারী শিক্ষা ও নারীকে আত্মপ্রত্যয়ী করে গড়ে তোলার বিষয়ে করুণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ কর্মশালায় জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট‘র পরিচালক (যুগ্ম সচিব) মো. শাহাদাত হোসেন মজুমদার।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট‘র সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মোহম্মদ আনোয়ার হোসেন সোহাগ, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান প্রমুখ। আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ বিশ^াস সুদেব কুমার, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল খালেক, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, তালা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুল্লাহ আল মামুন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার, বাকী বিল্লাহ, আব্দুর রহমান প্রমুখ।
কর্মশালায় জেলার ৭টি উপজেলার কলেজ, স্কুল ও মাদ্রাসার প্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন করে মাঠপর্যায়ে নারী শিক্ষা ও নারীকে আত্মপ্রত্যয়ী করে গড়ে তোলার লক্ষ্যে নানামুখী কার্যক্রম অব্যাহত রেখেছে। দারিদ্রতা যেন কোনো শিক্ষার্থীর জীবনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে। আর্থিক সমস্যার কারণে গ্রামের শিশুরা ঝরে পড়ছে। বাল্যবিবাহের হারও বাড়ছে। নারী শিক্ষাই হতে পারে বাল্যবিবাহ রোধের উপায়। বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্ত করে শিক্ষার প্রসারে কাজ করছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। দেশের নারী সমাজকে উন্নয়নের মূল ¯্রােতধারায় নিয়ে আসতে এবং শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টিসহ সর্বাত্মক সহায়তা প্রদানের মাধ্যমে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কাজ করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest