সর্বশেষ সংবাদ-
বাংলাদেশে চাঁদাবাজদের কোনো জায়গা হবে না: নাহিদ ইসলামসাতক্ষীরায় স্মার্ট মেডিকেল সেন্টারে ‘জুলাই বিপ্লব ফ্রি মেডিকেল ক্যাম্প’কলারোয়ায় এক ইজিবাইক চালকের লাশ উদ্ধারসাতক্ষীরায় দায়িত্বরত অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যুজিপিএ-৫ প্রাপ্তদের সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সংবর্ধনাসাতক্ষীরায় আসছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা : চলছে প্রস্তুতির শেষ মুহূর্তের কাজসাতক্ষীরায় নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী বাস মৎস্য ঘেরে : আহত ১৪তালায় জুলাই আহত ও নিহতদের স্মরণে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টসাতক্ষীরার বারটি মাধ্যমিক বিদ্যালয় লাইব্রেরি উন্নয়নে বই বিতরণশ্যামনগরে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ট্যাংক বিতরণ

ভারতীয় কলাকুশলী ছাড়াই ‘বেপরোয়া’

শুটিং শুরুর আগে নাম নিয়ে জটিলতা শুরু হয় জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা ‘বেপরোয়া’র। তবে এ জটিলতা কাটিয়ে না উঠতেই এবার ওপার বাংলার কলাকুশলীদের নিয়ে নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে।

গত ২৭ আগস্ট রাজধানী সোনারগাঁও হোটেলে বেপরোয়া’র মহরত হওয়ার পর বৃহস্পতিবার বিএফডিসিতে ছবিটির শুটিং শুরু হয়। কলকাতার নির্মাতা রাজা চন্দ পরিচালিত এ সিনেমার শুটিংয়ে এদিন ওপার বাংলার আরও বেশ কয়েকজন কলাকুশলী অংশ নেন। এতেই নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ওপার বাংলার কলাকুলশীদের কাজের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি না থাকায় স্পেশাল ব্রাঞ্চ থেকে শুটিং না করার জন্য জাজ মাল্টিমিডিয়াকে অনুরোধ করা হয়। এছাড়া বৃহস্পতিবার সাদা পোশাকে বেশ কয়েকজন পুলিশ সদস্য বিএফডিসিতে শুটিং সেটের আশে-পাশে অবস্থান করছিল। এমন পরিস্থিতিতে ওপার বাংলার কলাকুশলীদের বাদ রেখে সিনেমার শুটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় জাজ মাল্টিমিডিয়া।

‘বেপরোয়া’ সিনেমায় ববির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে দেখা যাবে রোশানকে। এছাড়া আরও অভিনয় করছেন কাজী হায়াৎ, শহীদুল আলম সাচ্চু, তারিক আনাম খান, নানা শাহ, রেবেকা, কমল পাটকেরসহ অনেকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ট্রাম্পের কারণেই হয়েছে ঘূর্ণিঝড় ইরমা : জেনিফার লরেন্স

অস্কার বিজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলেছেন। পর পর দুটি প্রচণ্ড শক্তিশালী হারিকেন যুক্তরাষ্ট্রের ওপর আঘাত হানার পেছনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকেই দায়ী করলেন এই অভিনেত্রী।

তিনি এক সাক্ষাৎকারে বলেন, প্রকৃতির ক্রোধের বহিঃপ্রকাশ হলো এ ঘূর্ণিঝড়। আর মার্কিনিরা ট্রাম্পের মতো ব্যক্তিকে প্রেসিডেন্ট নির্বাচন করাতে এবং জলবায়ু পরিবর্তনের বিষয়ে মানুষের প্রভাবকে বিশ্বাস না করায় ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় ইরমা ও হার্ভের সৃষ্টি হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বেশ কিছুদিন ধরেই জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে বিশ্বাস করেন না বলে জানিয়ে আসছিলেন। যদিও বিজ্ঞানীরা বলছেন, মানুষের অযাচিত কর্মকাণ্ডের ফলে কার্বন ডাই-অক্সাইডসহ নানা ক্ষতিকর গ্যাস বৃদ্ধি পাচ্ছে। আর এতেই জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। ট্রাম্পের এ বিষয়টিকেই হয়ত ইঙ্গিত করেছেন জেনিফার।

সূত্র : ফক্স নিউজ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইতিহাস গড়লেন অ্যান্ডারসন

প্রথম ইংলিশ বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন জেমস অ্যান্ডারসন। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ক্রেইগ ব্রাথওয়েটকে বোল্ড করে এ মাইলফলক স্পর্শ করেন তিনি।

১২৯ টেস্টে এখন পর্যন্ত তার উইকেট সংখ্যা ৫০১। উইকেটের বিচারে তার ওপরে রয়েছেন মুত্তিয়া মুরলিধরন (৮০০), শেন ওয়ার্ন (৭০৮), অনিল কুম্বলে (৬১৯), গ্লেন ম্যাকগ্রাথ (৫৬৩) ও কোর্টনি ওয়ালশ (৫১৯)।

ইংলিশ বোলারদের মধ্যে অ্যান্ডারসনের পেছনে রয়েছেন তার নতুন বলের সঙ্গী স্টুয়ার্ট ব্রড, ১০৯ টেস্টে ৩৮৬ উইকেট এবং এরপরই স্যার ইয়ান বোথাম ১০২ টেস্টে ৩৮৩ উইকেট।

বৃষ্টি বিঘ্নিত টেস্টে প্রথম ইনিংসে ক্যারিবীয়রা অলআউট হয় মাত্র ১২৩ রানে। জবাবে ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ১৯৪ রানে। ৭১ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৯৩ রান তুলেছে ক্যারিবীয়রা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টি-২০ গ্লোবাল লিগে দল কিনলেন প্রীতি জিনতা

এবার দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টোয়েন্টি-টোয়েন্টি গ্লোবাল ক্রিকেট লিগে দল কিনলেন ভারতের বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। স্টেলেনবশ ফ্র্যাঞ্চাইজির মালিক হলেন তিনি।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী হারুন লরগাত টুইটারে এ খবর নিশ্চিত করেছেন।

লরগাত বলেন, ‘আমি আনন্দের সাথে ঘোষণা করছি এবং দক্ষিণ আফ্রিকার টি-২০ গ্লোবাল লিগের পরিবারে প্রীতি জিনতাকে স্বাগত জানাচ্ছি। ’

লরগাতের এমন টুইট দেখে প্রীতি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে যুক্ত হতে আমাকে সহায়তা করায় লরগাতকে আমি ধন্যবাদ দিতে চাই এবং সেখানকার তরুণ ক্রিকেটারদের সাথে কাজ করতে পারাটা হবে অনেক আনন্দায়ক। ’

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু-প্লেসিস বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সাথে প্রীতি জিনতাকে যুক্ত হতে দেখে ভালো লাগছে। আমি আমার সতীর্থদের কাছ থেকে শুনেছি, তিনি খুবই ভালো কাজ করেন। তাই তার সাথে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি। ’

ভারতের ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক প্রীতি জিনতা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অপ্রতিরোধ্য নেইমার-এমবাপের পিএসজি

আবারও প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে দিয়েছে পিএসজি। ফ্রান্সের এই জায়েন্ট ক্লাবটির হয়ে অভিষেকেই গোল পেলেন কিলিয়ান এমবাপে।
সেই সাথে নেইমারের পাশাপাশি উজ্জ্বল ছিলেন এডিসন কাভানিও। ওয়ানে মেসকে তাদের মাঠেই ৫-১ গোলে বিধ্বস্ত করেছের তারা।

শুক্রবার রাতে লিগ ওয়ানের ম্যাচে একচেটিয়ে প্রাধান্য ছিলো পিএসজি’র। ৩১ মিনিটে নেইমারের ডিফেন্সচেরা পাস পেয়ে প্রথম গোল করেন উরুগুয়াইন কাভানি। মিনিট ছয়েক পরআচমকা গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধ্বের শুরুতেই লাল কার্ডে দেখে বের হয়ে যান আসু একাতো। এরপর দশজনরের দল নিয়ে পিএসজির সামনে আর দাঁড়াতেই পারেনি ওয়ানে মেসকে। ৫৯ মিনিটে অভিষিক্ত এমবাপে গোল করে এগিয়ে দেন দলকে। ১০ মিনিট পর ব্যবধান বাড়িয়ে নেন নেইমার। ৭৫ মিনিটে কাভানি পেয়ে যান আরেক গোল। আর পিএসজির হয়ে শেষ গোলটা আসে মাউরার পা থেকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোনালদো ‘ভিন্ন গ্রহের’ : জিদান

রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ভিন্ন গ্রহ থেকে এসেছেন এবং বিশ্বসেরা বলে দাবি করেছেন দলটির কোচ জিনেদিন জিদান।

৩২ বছর বয়সী রোনালদো ২০১৬-১৭ মৌসুমে আরও একটি উপভোগ্য সময় পার করেছেন।
গোল করেছেন ৪২টি। এ সময় তিনি রিয়ালকে লা লীগা ও চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জয়ে সহায়তা করেছেন।

জিদান তার শিষ্য সার্জিও রামোস ও করিম বেনজেমারও প্রশংসা করেছেন, তবে রোনালদোকে বলেছেন অন্যতম। বিইন স্পোর্টসকে ফরাসি কোচ বলেন, ‘রামোস হচ্ছে নেতা। রোনালদো ভিন্ন গ্রহ থেকে এসেছে। আর বেনজেমা নিখাদ মেধাবী। ’

রোনালদোর বুঝে নেওয়ার দক্ষতার প্রশংসা করে জিদান বলেন, তাকে বোঝানো খুব সহজ। তিনি খুবই বুদ্ধিমান এবং নিজের সম্পর্কে দারুণ আত্মবিশ্বাসী। তিনি সতীর্থদের দিয়েও অনেক কিছু করিয়ে নেন। রোনালদো সেরাদের সেরা। ’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যা খেলে ভালো থাকে পুরুষের শরীর

বয়স লুকাতে আর তারুণ্য ধরে রাখতে চেষ্টার কোনো কমতি করেন না অনেক পুরুষই। তবে আপনার হাতের কাছেই রয়েছে কিছু খাবার রয়েছে যা তারুণ্য ধরে রাখতে দারুন কার্যকরী।
এইসব খাবার খেলে ভালো থাকবে আপনার শরীর, সেই সঙ্গে ঠেকিয়ে রাখবে বয়সের ছাপ। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন সেই সকল খাবা সম্পর্কে-

১। টমেটো-

শরীর ভালো রাখা ও তারুণ্য ধরে রাখতে টমেটোর বিকল্প নেই। টমেটোতে আছে লাইকোপেন। যা ক্ষতিকর বিষাক্ত পদার্থ থেকে এটি শরীরকে সুরক্ষা দেয়। টমেটো ত্বকে কোলাজেন তৈরি করে এবং ত্বকে প্রোটিনের সরবরাহ বজায় রাখে।

২। মাছের তেল-

প্রতিদিন খাদ্য তালিকায় মাছ রাখা জরুরি। মাছের তেলে আছে উচ্চমাত্রার হজমে সহায়ক প্রোটিন। এটি ত্বকের বলিরেখা দূর করে এবং বয়সের ছাপ কমায়।

৩। বাদাম-

বাদাম কমবেশি সবারই খুব প্রিয়। সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন খাদ্য তালিকায় বাদাম রাখা জরুরি। বাদমে দরকারি ভিটামিন ও পুষ্টি আছে। বাদাম খেলে ভালো থাকে পুরুষের শরীর।

৪। বেরি-

স্ট্রবেরি, ব্ল্যাকবেরি ও ব্লুবেরিতে গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্ল্যাভোনয়েডসের ভালো উৎস। এতে আছে প্রচুর ভিটামিন ‘সি’, যা কোলাজেনকে শক্তিশালী করে। এতে ত্বকের দাগ কমায়।

৫। গ্রিন টি-

তারুণ্য ধরে রাখতে গ্রিন টি বা সবুজ চায়ের কদর দিন দিন বাড়ছে। সবুজ চায়ে রয়েছে একাধিক পুষ্টি উপাদান ও খনিজ পদার্থ। যেমন অ্যান্টিঅক্সিডেন্ট, যা ভাঁজহীন ত্বক ও অভ্যন্তরীণ অবস্থা ভালো রাখতে সাহায্য করে।

৬। দই-

শরীর ভালো রাখতে দই বিশেষভাবে কাজ করে। দইয়ে থাকা ব্যাকটেরিয়া শরীরের জন্য বেশ উপকারি এবং বয়সের কারণে হওয়া রোগগুলো প্রতিরোধে দই বিশেষভাবে কাজ করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গাদের জন্য সেনানেতৃত্বে মিশন পাঠাচ্ছে মালয়েশিয়া

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে রোহিঙ্গা শরনার্থীদের সাহায্যে সমন্বিত মানবিক সহায়তা মিশন পাঠাবে মালয়েশিয়া। দেশটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক এক ঘোষণায় জানিয়েছেন সেনাবাহিনী এই মিশনে নেতৃত্ব দেবে। মিশনে সহায়তা করবে সেবাসংস্থা ‘আইএমফরইউ’ । মিশনটির ত্রাণ বিতরণে মালয়েশিয়া এয়ারলাইনস এবং মালিন্দো এয়ার সহযোগিতা করবে।

এ ছাড়া আহত রোহিঙ্গাদের চিকিৎসার জন্য সীমান্তে একটি সামরিক হাসপাতাল নির্মাণের বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করা হবে।

বিবৃতিতে আরো বলা হয়, রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন ও হত্যা যে মালয়েশিয়া সমর্থন করে না সেই বার্তা দিতেই এই মিশন পরিচালনা।

বাংলাদেশ মিয়ানমার সীমান্তে রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি পর্যালোচনা করতে মিশনটি আগামীকাল শনিবার বাংলাদেশের উদ্দেশে রওনা হবে বলে জানানো হয়েছে।

এর আগে আজ শুক্রবার সকালে মালয়েশিয়া মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির মহাপরিচালক জুলকিফলি আবু বাকার রয়টার্সকে বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর হামলা-নির্যাতন-ধর্ষণের মুখে জীবন বাঁচাতে যদি কোনো রোহিঙ্গা মুসলমান পরিবার বিপদসঙ্কুল সমুদ্রপথ পাড়ি দিয়ে মালয়েশিয়ার উপকূলে পৌঁছায় তাহলে তাদের আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

রাখাইনে সহিংসতা শুরুর পর গত ২৫ অক্টোবর থেকে প্রায় এক লাখ ৬৪ হাজার রোহিঙ্গা পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমারের সেনাবাহিনীর নির্মম হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ আর নির্যাতনের ভয়াবহ চিত্র উঠে এসেছে সহায়-সম্বল হারানো এসব ‘দেশহীন’ শরণার্থীর ভাষ্যে।

নতুন করে সহিংসতা শুরুর পর শত শত মাইল পাড়ি দিয়ে আন্দামান সাগর হয়ে ছোট ছোট নৌকায় করে রোহিঙ্গারা মালয়েশিয়ায় উপকূলের দিকে আসতে পারে। আগে থেকেই এক লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী মালয়েশিয়ায় আশ্রয়ে রয়েছে।

মুসলিম অধ্যুষিত মালয়েশিয়ায় জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) ৫৯ হাজার নিবন্ধিত শরণার্থী রয়েছে। কিন্তু অবৈধ অভিবাসীর সংখ্যাটা এর দ্বিগুণ বলেও জানান মালয়েশিয়া মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির মহাপরিচালক।

মালয়েশিয়ার পাশাপাশি প্রতিবেশী থাইল্যান্ডও রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার ব্যাপারে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে।

২০১৫ সালে মালয়েশিয়া ও থাইল্যান্ডের সীমান্তবর্তী অঞ্চলে বেশ কয়েকটি গণকবরের সন্ধান পাওয়া যায়। ধারণা করা হয়, মানবপাচারের শিকার রোহিঙ্গা মুসলমানদের হত্যার পর গণকবর দেওয়া হয়।

গত ২৪ আগস্ট রাতে রাখাইন রাজ্যে একসঙ্গে ২৪টি পুলিশ ক্যাম্প ও একটি সেনা আবাসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ‘বিদ্রোহী রোহিঙ্গাদের’ সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) এই হামলার দায় স্বীকার করে। এ ঘটনার পর মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নিরস্ত্র রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতে থাকে।

মিয়ানমার সরকারের বরাত দিয়ে জাতিসংঘ গত ১ সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করে, মিয়ানমারে সহিংসতা শুরুর পর গত এক সপ্তাহে ৪০০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৩৭০ জন ‘রোহিঙ্গা সন্ত্রাসী’, ১৩ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, দুজন সরকারি কর্মকর্তা এবং ১৪ জন সাধারণ নাগরিক।

মিয়ানমার সরকারের আরো দাবি, ‘বিদ্রোহী সন্ত্রাসীরা’ এখন পর্যন্ত রাখাইনের প্রায় দুই হাজার ৬০০ বাড়িঘরে আগুন লাগিয়ে দিয়েছে। তাদের ধরিয়ে দেওয়ার জন্য এখনো রাখাইন রাজ্যে থাকা মুসলিমদের মধ্যে মাইকে প্রচার চালাচ্ছে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest