সর্বশেষ সংবাদ-
দেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনজবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে গোলটেবিল সভাতালায় টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবিতে সাংবাদিক সম্মেলনপুজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা: সাতক্ষীরার পুলিশ সুপারজলবায়ু পরিবর্তনে মানবাধিকার নিশ্চিতকরণে শ্যামনগরে এনগেজ প্রকল্পের অবহিতকরণ সভা

পাকিস্তানে হিন্দু শিক্ষিকাকে অপহরণ, ধর্মান্তরিত করে বিয়ে

পাকিস্তানে এক হিন্দু শিক্ষিকাকে অপহরণের পর জোর করে ধর্মান্তরিত করার অভিযোগ উঠেছে। দেশটির সিন্ধু প্রদেশের খাইরপুর জেলায় গত শনিবার ঘটনাটি ঘটে।

দেশটির সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, ওই শিক্ষিকার নাম আরতি কুমারী। তিনি খাইরপুর জেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

ওই শিক্ষিকাকে অপহরণের পর সিন্ধু প্রদেশে কর্মরত বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) সাংবাদিক নায়লা ইনায়েত বিষয়টি নিয়ে একটি টুইট করেন। সেখানে নায়লা জানান, ১৯ বছরের আরতি ও তাঁর বাবা-মায়ের মাথায় বন্দুক ধরে ধর্মান্তরিত করে স্থানীয় এক যুবকের সঙ্গে বিয়ে দেওয়া হয়।

নায়লা অভিযোগ করেন, সিন্ধুর প্রভাবশালী ধর্মীয় নেতা আমির ওয়াহসান পুরো ঘটনাটির সময় উপস্থিত থেকে বিষয়টি তদারকি করেছেন।

এপিতে প্রকাশিত এক প্রতিবেদনে নায়লা আরো জানান, জোর করে ধর্মান্তর করে বিয়েই শুধু নয়, আরতিকে দিয়ে জোর করে একটি চুক্তিনামায় সই করিয়েছেন আমির ওয়াহসান। যাতে লেখা আছে আরতি স্বেচ্ছায় ওই মুসলিম যুবককে বিয়ে করেছেন।

এদিকে আরতির বাবা ধামেশ শেঠ জানিয়েছেন, আরতির বিয়ে ঠিক হয়েছিল। আসছে নভেম্বরে পারিবারিকভাবে বিয়ে হওয়ার কথা ছিল আরতির। ধামেশ শেঠ আরো জানান, তাঁর বড় মেয়েকেও অপহরণ করা হয়েছিল। সেই মেয়ে আর কখনো ফিরে আসেনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মালয়েশিয়ার কোরআন শিক্ষার স্কুলে অগ্নিকাণ্ডে নিহত ২৫

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পবিত্র কোরআন শিক্ষার একটি স্কুলে অগ্নিকাণ্ডে শিক্ষার্থীসহ কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়, ভোরে ‘দারুল কোরআন ইত্তিফাকিয়াহ’ নামে একটি তাহফিজ বোর্ডিং স্কুলে আগুন লাগে।

কুয়ালালামপুর ফায়ার সার্ভিসের পরিচালক খিরুদিন ডিরহমান বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আগুনে ২৩ শিক্ষার্থী ও দুই তত্ত্বাবধায়কের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’

‘তারা ধোঁয়ায় দমবন্ধ হয়ে কিংবা আগুনে পড়ে মারা যেতে পারে। আমি মনে করি, এটা ছিল গত ২০ বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক অগ্নিকাণ্ড। এ মুহূর্তে আমরা আগুনের কারণ অনুসন্ধানের চেষ্টা করছি।’

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে আহত সাতজনকে নিকটতম একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, তিনতলা স্কুলভবনের সর্বোচ্চ তলায় এই অগ্নিকাণ্ড হয়।

তাহফিজ স্কুলগুলোতে সাধারণত ৫ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা কোরআন শিক্ষা নেয়। এই স্কুলগুলোর দেখভাল করে না শিক্ষা মন্ত্রণালয়। এগুলো ধর্মবিষয়ক অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৭৬ গ্রাম রোহিঙ্গাশূন্য, সব রোহিঙ্গা ফিরতে পারবে না : মিয়ানমার

নতুন করে সহিংসতা শুরুর পর রাখাইন রাজ্যের ১৭৬টি রোহিঙ্গা মুসলিম গ্রাম এখন জনমানবশূন্য বলে জানিয়েছে মিয়ানমার।

বৌদ্ধ অধ্যুষিত দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র জ হাতয়ের বরাত দিয়ে ভারতের হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রাখাইনের তিনটি শহরতলিতে মোট ৪৭১টি গ্রাম রয়েছে। এর মধ্যে ১৭৬টি গ্রামে কোনো মানুষ নেই। আশপাশের ৩৪টি গ্রাম থেকেও লোকজন পালিয়ে চলে যাচ্ছে। তারা প্রতিবেশী দেশগুলোতে গিয়ে আশ্রয় নিচ্ছে।

প্রেসিডেন্টের মুখপাত্র অবশ্য ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার করেননি।

জ হাতয় আরো বলেন, যারা পালিয়ে গেছে, তাদের সবাইকে ফিরতে দেওয়া হবে না। তাদের যাচাই-বাছাই করা হবে। যাচাই-বাছাই শেষে তাদের দেশে ফিরতে দেওয়া হবে।

মিয়ানমার সরকারের দাবি, গত ২৫ আগস্ট রাখাইনে রোহিঙ্গা বিদ্রোহী জনগোষ্ঠী দুই ডজনের বেশি সেনা ও পুলিশ ক্যাম্পে হামলা চালায়। এর পরই হামলা-নির্যাতন-ধর্ষণের শিকার প্রায় তিন লাখ ৭০ হাজার রোহিঙ্গা মুসলিম বিপদসংকুল পথ পাড়ি দিয়ে বাংলাদেশে চলে আসে।

পালিয়ে আসা বস্তুচ্যুত রোহিঙ্গারা অভিযোগ করেছেন, বৌদ্ধ অধ্যুষিত মিয়ানমারের সেনাবাহিনী পুরুষদের ধরে ধরে নিয়ে হত্যা করছে, নারীদের ধর্ষণ করছে আর মুসলিম অধ্যুষিত গ্রামগুলো জ্বালিয়ে দিচ্ছে।

মুসলিম রোহিঙ্গা বিদ্রোহীরাই বাড়িঘরে আগুন দিচ্ছে—মিয়ানমার সরকারের পক্ষ থেকে এমন দাবি করা হলেও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা জানিয়েছে, এরই মধ্যে এই সহিংসতার শিকার হয়ে প্রায় তিন হাজার রোহিঙ্গা প্রাণ হারিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে প্রতিবন্ধী স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, বখাটে যুবক আটক

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নে বাক প্রতিবন্ধী ৫ম শ্রেণির এক ছাত্রী(১২)-কে ধর্ষণের চেষ্টা করায় এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী ও এজাহার সূত্রে জানা যায়, চম্পাফুল ইউনিয়নের ঘুষুরি গ্রামের বায়েজিদ সরদারের বাক প্রতিবন্ধী মেয়ে ভাড়াশিমলা ইউনিয়নের চালতা বাড়িয়া গ্রামে নানার বাড়িতে থাকত। তার নানার বাড়ী এলাকার মান্নান পাড়ের ছেলে বেলাল হোসেন (৩২)তাকে প্রায় সময় উক্ত্যক্ত করত। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ৭-৯-১৭ ইং তারিখে দুপুর ২টা ১০ মিনেটে স্কুল থেকে বাড়ি ফেরার পথে চালতা বাড়িয়ার আলীর বাড়ীর পাশে পৌছালে ওইখানে ওৎপেতে থাকা বেলাল তাকে জোর করে ধরে নিয়ে পাশে একটি বাগানের ভিতরে নিয়ে যেয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় স্থানীয়রা বুঝতে পেরে তাকে উদ্ধার করে। এ বিষয়ে সোমবার মেয়ের নানী আফরোজা খাতুন বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে (মামলা নং-৯,তাং-১১-৯-১৭ ইং খ্রিঃ)। এরই প্রেক্ষিতে পুলিশ সোমবার দিবাগত রাতে বেলাল হোসেনকে তার বসত বাড়ী থেকে আটক করে। ভিকটিমকে আদালতে জবানবন্দী শেষে গত মঙ্গলবার তাকে অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিষ্ণুপুরে মোবাইল-ইন্টারনেটে শিশু যৌন নির্যাতন বন্ধে র‌্যালি

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ: কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই রোস্তম আলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে ও প্রধান শিক্ষকের সহযোগিতায় বুধবার সকাল সাড়ে ১১ টায় মোবাইল ইন্টারনেটের অপব্যবহার ও ট্যুরিজমের মাধ্যমে শিশু যৌন নির্যাতন বন্ধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি পারুলগাছা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান শিক্ষক মেহেদী হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ইউনুচ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সহ-সভাপতি আব্দুর রাশেদ ঢালী। বিশেষ অতিথি ছিলেন প্রকল্পের সি.এল.ও মিজানুর রহমান ও লতিকা রানী ঘোষ। শিক্ষার্থীগণ অগ্রগতি সংস্থার ইন্টানেটের অপব্যবহার ও ট্যুরিজমের মাধ্যমে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধ প্রকল্পের কিশোর কিশোরী হিসেবে প্রশিক্ষণ পাওয়ার ফলে এ উদ্যোগ গ্রহণ করেছে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে গৃহবধুকে ধর্ষণ, ধর্ষক আটক

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নে নিরালা (১৮) নামে এক গৃহবধু ধর্ষণ হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত ৮ টার দিকে। এ ঘটনায় একজন ধর্ষককে পুলিশ গ্রেফতার করলেও দুই সহযোগী পলাতক রয়েছে।
এজাহার সুত্রে জানা যায়, দুদলী গ্রামের পিয়ার আলী গাজীর মেয়ে এবং পিরোজপুর গ্রামের শরিফুল ইসলামের স্ত্রীর সাথে পার্শ্ববর্তী মৌতলা ইউনিয়নের চরসোনাই গ্রামের আব্দুল মজিদ কলুর ছেলে শফিকুল ইসলাম (৩০) এবং একই এলাকার পানিয়া শেখ পাড়া গ্রামের ঈদ্রিস শেখের ছেলে শাহিন আলমের সাথে পূর্বের পরিচিতি ছিল। শাহিন এবং তার স্ত্রীর মধ্যে বিভেদ চলছিল একথা তারা জানত। এরই প্রেক্ষিতে সোমবার সন্ধ্যা ৭ টায় শাহিনকে বশে এনে দেবে বলে প্রলোভন দেখিয়ে উকশার বিতর্কিত ‘গুণিন’ এরর বাড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সফিকুল মটর সাইকেল যোগে পিরোজপুর শাহিনের স্ত্রীকে নিয়ে তার বোনের বাড়ি থেকে বাহির হয়। কিন্তু গুণিনের বাড়ি না যেয়ে লম্পট সফিকুল তার নিজের বাড়িতে নিয়ে যায় তাকে। এসময় সফিকুল পোশাক পাল্টাবে বলে তাকে রুমের ভিতরে বসতে বলে। সে সরল মনে ঘরে ঢুকতেই দেখতে পায় আগেই ধর্ষক শাহিন খাটের উপরে বসে। এই দেখে সে বাহিরে চলে আসতে উদ্যত হয় কিন্তু লম্পট সফিকুল এবং তার সঙ্গে থাকা শীতলপুর গ্রামের ফয়েজ বাহির থেকে দরজার শিকল আটকিয়ে তালা লাগিয়ে দেয়। এসময় ধর্ষক শাহিন তার উপর ঝাপিয়ে পড়ে। নিজেকে বাঁচাতে নিরালা চিৎকার করে। কিন্তু ধর্ষক তার মুখে কাপড় বেধে দেয়। এরপর বাহির থেকে দরজার তালা খুলে ভিতর ঢুকে লম্পট সফিকুল তাকে ধর্ষণের চেষ্টা করলে সুযোগ বুঝে তাকে ধাক্কা দিয়ে সে বাহিরে চলে আসে। বাড়িতে এসে তার পরিবারকে জানালে তার বাবা মা ও স্থানীয়দের সহযোগিতায় থানায় এসে শাহিনের স্ত্রী বাদি হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করে(মামলা নং-১০,তাং ১১-৯-১৭ ইং খ্রিঃ)। সোমবার রাতে থানার উপÑপরিদর্শক প্রকাশ ঘোষ, উপÑপরিদর্শক শুধাংশু শেখর হালদার ও মামুনুর রহমানের নেতৃত্বে পুলিশ সফিকুলের বাড়ি থেকে ধর্ষক শাহিনকে আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সফিকুল ও ফয়েজ পালিয়ে যায়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ লস্কার জায়াদুল হক বলেন, বাদীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত একজন ধর্ষককে আটক করা হয়েছে অন্য আসামিদের ধরার জন্য অভিযান অব্যহত আছে। এছাড়া ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের বাবর আলী সরদারের ছেলে রফিকুল ইসলাম ওরফে রফি (৩৫)।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে একই গ্রামের জনৈক বকুল মন্ডলের মালিকানাধীন নারিকেল গাছে উঠে পাতা কাটছিল। নারকেল গাছের সাথে বৈদ্যুতিক তার স্পর্শ করে থাকায় রফিকুল ইসলাম অজ্ঞতাবশত ওই তারে স্পৃষ্ট হয়ে করে। বিষয়টি দেখতে পেয়ে প্রত্যক্ষদর্শী কয়েক জন পল্লী বিদ্যুৎ সমিতি কালিগঞ্জ জোনাল অফিসে জানালে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেয়া হয়। গাছের সাথে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার সাথে সাথে রফিকুলের মৃত্যু হয়। খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক প্রকাশ ঘোষের নেতৃত্বে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যেয়ে বেল্টের মাধ্যমে নারিকেল গাছের সাথে ঝুলন্ত অবস্থায় থাকা মৃতদেহ নিচে নামিয়ে নেয়। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক প্রকাশ ঘোষ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভা

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে তরকারি চাদনিতে ব্যবসায়ী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বুধবার বিকেল ৫ টায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি শেখ ফিরোজ কবির কাজলের সভাপতিত্বে এবং মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইনের আহবানে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি যুদ্ধকালীন ——আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দিন হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর আহমেদ মাছুম, থানার অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক, কুশলিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মথুরেশপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান, বাজার কমিটির নেতা আবু তাহের, প্রভাষক আনিছুর রহমান গাইন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ কালিগঞ্জ উপজেলা শাখার আহবায়ক শেখ শাহাজালাল, যুগ্ম আহবায়ক মো. আব্দুস সবুর, উপজেলা ছাত্রলীগের সভাপতি গৌতম কুমার লস্কার, সহ-সভাপতি শেখ শাওন আহম্মেদ সোহাগ, যুবলীগ নেতা শেখ ফারুক হোসেনসহ নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ, ও সাধারণ ব্যবসায়ীবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest