সর্বশেষ সংবাদ-
অপরিপক্ষ আম খাদ্য হিসাবে গ্রহণে সাতক্ষীরার ডিসি’র সতর্কতাআলীপুর ইউপিতে বিএনপির বহিস্কৃত নেতা রউফ বিজয়ীআশাশুনির মরিচ্চাপ সেতুর অধিকরনকৃত জমি জবরদখল: অবৈধ স্থাপনা নির্মানের হিড়িকসাতক্ষীরায় ঘরে-বাইরে তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত: বিপাকে নি¤œ আয়ের মানুষকালিগঞ্জে রাসায়নিক দ্রব্যে পাকানো ৪শ’ কেজি আম জব্দব্যবসায়ীকে মারধরের ঘটনার ভিডিও করায় সাংবাদিকদের মারপিটের অভিযোগ ডা; ফয়সালের বিরুদ্ধেতাপদাহে রিকশাচালক-পথচারী‌দের‌ মাঝে ড্রিম সাতক্ষীরার পা‌নি ও স্যালাইন বিতরণআন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনাসাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিস চত্বরে মরা শিশু গাছে ঝুঁকি বাড়ছেকলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন লাল্টুর গণ সমাবেশ

টানা বর্ষণে সাতক্ষীরার পলাশপোল এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে

মাহফিজুল ইসলাম আককাজ : টানা কয়েকদিনের ভারী বর্ষণে সাতক্ষীরা শহরের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। জন-জীবন বিপর্যস্থ হয়ে পড়েছে এবং শহরের প্রধান সড়কসহ চলাচলের অন্যান্য রাস্তা-ঘাট অনুপযোগী হয়ে এক-তৃতীয়াংশ রাস্তা-ঘাটের দীর্ঘদিনের খানা-খন্দ এখন জলমগ্ন হয়ে পড়েছে। অবিরাম বর্ষণের ফলে নিম্নাঞ্চলের কয়েক হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। উঠতি ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। অনেক স্কুল-কলেজে হাঁটু পানি এবং ভেসে গেছে অসংখ্য মাছের ঘের। শহরের পলাশপোল, কামালনগর, মধুমাল্লার ডাঙ্গী, বকচরা, পুরাতন সাতক্ষীরা, রথখোলার বিল, ইটাগাছাসহ বিভিন্ন এলাকার রাস্তা-ঘাট পানিতে তলিয়ে বাড়ির ভিতরে পানি প্রবেশ করে পানি-বন্দি হয়ে পড়েছে। সাতক্ষীরা আবহাওয়া অফিস বলছে নিন্মচাপের প্রভাবে এধরনের ভারী বর্ষণ হচ্ছে এবং আরো ১/২ দিন হওয়ার সম্ভাবনা রয়েছে।

শহরের চায়না বাংলা শপিং সেন্টারের সামনের রাস্তা যেন জলাশয়!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

এম. শাহীন গোলদার : দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় আজ রবিবার সকাল ১০ টার সময় উপজেলা শিক্ষা অফিসারের নিজ উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
ফলজ, বনজ ও ঔষধি গাছের দু’হাজার চারা একঘণ্টায় তালা উপজেলার ২১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোপন ও বিতরণ করা হয়।
এই বৃক্ষরোপন কর্মসূচি উদ্ভোধন করেন-তালা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. অহিদুল ইসলাম। এ সময় সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, সঞ্জয় কুমার মন্ডল, রাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা রানী চৌধুরী, সহকরী শিক্ষক ইফতেখার আলম, কুমিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমা সিদ্দীকা, সহকারী শিক্ষক মিলুফা ইয়াসমিন, পাটকেলঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. অলিউর রহমান, রেক্রসনা পারভীন, সাহানা বুলবুলসহ ৬ জন সহকারি উপজেলা শিক্ষা অফিসারসহ বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীরা এ সময় উপস্থিত ছিলেন।
তালা উপজেলা শিক্ষা অফিসার মো.অহিদুল ইসলাম বলেন, পরিবেশ এবং জীববৈচিত্র্যে রক্ষার ক্ষেত্রেবৃক্ষ রোপনের কোন বিকল্পনাই। পরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মাহফিজুল ইসলাম আককাজ : ‘একটি গাছ একটি প্রাণ,সবুজ পৃথিবী, উন্নত বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় বৃক্ষরোপন কর্মসূচির আওতায় প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্য কর্তৃক সারা দেশে একযোগে ৪ (চার) লক্ষ বৃক্ষ রোপনের অংশ হিসেবে সাতক্ষীরা জেলার প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের উদ্যোগে বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রথামিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন, পিটিআই সুপার সরোয়ার জাহান, সহকারী সুপার ত্রিদীপ ঘোষ প্রমুখ। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে জেলায় মোট ৭ হাজার বৃক্ষ রোপন করা হবে। এসময় সাতক্ষীরা জেলার প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শাকিবের কানের সেফটিপিন নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম। শনিবার রাতে শাহাদৎ হোসেন লিটন পরিচালিত ‘অহংকার’ ছবির একটি গান প্রকাশিত হয়। প্রকাশিত গানের ভিডিওতে ২ মিনিট ৩ সেকেন্ডের স্থানে শাকিবকে দেখা যায় সেই আলোচিত লুকে। তিনি কানের লতিতে পরেছেন সেফটিপিন। এটা নিয়ে শুরু হয় জল্পনা।

এ প্রসঙ্গে ছবিটির নির্মাতা শাহাদৎ হোসেন লিটন জানান, শাকিব খান এটা ইচ্ছা করেই করেছেন। ভুলের কিচ্ছু নেই। এটা একটা স্টাইল।

তিনি আরো জানান, শাকিবের কানে একটা ফুটো আছে। কিন্তু যখন এই গানটার শুটিং করি তখন শাকিব খান সিদ্ধান্ত নেন কানের ফুটোতে সেফটিপিন ব্যবহার করবেন। এটি দুল নয়, সেফটিপিন।

অহংকার একটি অ্যাকশন-রোমান্টিক ছবি। ছবির গল্পের প্রয়োজনে শাকিব খানকে নিয়েছি। আর শবনম বুবলী এরই মধ্যে দর্শকদের মন জয় করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেস্ক রিপোর্ট : নানা সমালোচনার মুখে অবশেষে ইউএনও গাজী তারিক সালমনের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করার অভিযোগে করা মামলা প্রত্যাহার করা হয়েছে।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে মামলার বাদী বরিশাল আইনজীবী সমিতির সভাপতি (আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত) ওবায়েদুল্লাহ সাজু আদালতে উপস্থিত হয়ে মামলা প্রত্যাহারের আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক অমিত কুমার মামলাটি খারিজ করে দেন।

আদালতে উপস্থিত বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক আহসান হাবীব জানান, মামলা প্রত্যাহারের আবেদনের শুনানির সময় ইউএনও তারিক সালমন আদালতে উপস্থিত ছিলেন না। তবে অতিরিক্ত বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এজলাস কক্ষে উপস্থিত ছিলেন।

গাজী তারেক সালমন বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকাকালে ২৬ মার্চের অনুষ্ঠানের একটি আমন্ত্রণপত্র প্রকাশ করেন। ওই আমন্ত্রণপত্রের পেছনের পাতায় পঞ্চম শ্রেণী পড়ুয়া একজন শিশুর আঁকা বঙ্গবন্ধুর ছবি ছাপানো হয়।

ওই ছবিতে বঙ্গবন্ধুকে বিকৃত করে উপস্থাপন করে মানহানী করা হয়েছে এমন অভিযোগে গত ৭ জুন ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সালমনের বিরুদ্ধে মামলা করেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ ওবায়েদুল্লাহ সাজু।
গত বুধবার ওই মামলায় জামিন চাইতে গেলে বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্টেট্র আদালতের বিচারক মো. আলী হোসাইন প্রথমে তাকে কারাগারে পাঠান। তবে কয়েক ঘণ্টা পর তাকে আবার জামিন দেন।
এ ঘটনা সারাদেশে তীব্র সমালোচনার জন্ম দেয়। এক পর্যায়ে সাজুকে দল থেকে বহিস্কার করে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নানা সমালোচনার মুখে ইউএনও গাজী তারিক সালমনের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করার অভিযোগ তুলে নিচ্ছেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও আওয়ামী লীগের বহিস্কৃত ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ ওবায়েদুল্লাহ সাজু।

রোববার আদালতে এ সংক্রান্ত একটি অাবেদন করেছেন তিনি।

গাজী তারেক সালমন বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকাকালে ২৬ মার্চের অনুষ্ঠানের একটি আমন্ত্রণপত্র প্রকাশ করেন। ওই আমন্ত্রণপত্রের পেছনের পাতায় পঞ্চম শ্রেণী পড়ুয়া একজন শিশুর আঁকা বঙ্গবন্ধুর ছবি ছাপানো হয়।

ওই ছবিতে বঙ্গবন্ধুকে বিকৃত করে উপস্থাপন করে মানহানী করা হয়েছে এমন অভিযোগে গত ৭ জুন ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সালমনের বিরুদ্ধে মামলা করেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ ওবায়েদুল্লাহ সাজু।

গত বুধবার ওই মামলায় জামিন চাইতে গেলে বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্টেট্র আদালতের বিচারক মো. আলী হোসাইন প্রথমে তাকে কারাগারে পাঠান। তবে কয়েক ঘণ্টা পর তাকে আবার জামিন দেন।

এ ঘটনা সারাদেশে তীব্র সমালোচনার জন্ম দেয়। এক পর্যায়ে সাজুকে দল থেকে বহিস্কার করে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। এ বছর এই পরীক্ষায় পাসের হার ৬৮.৯১ শতাংশ।

আজ রোববার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর হাতে ফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. আফরাজুর রহমান বিষয়টি জানিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল তুলে ধরবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

ফল জানা যাবে যেভাবে

বরাবরের মতো এবারও যেকোনও মোবাইল থেকে এসএমএস পাঠিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে ই-মেইলে ফল জানিয়ে দেওয়া হবে।

পরীক্ষার্থীরা নিজের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.educationboard.gov.bd) থেকে ফল জানতে পারবে। যে কোনও মোবাইল থেকে এসএমএস পাঠিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

মাদ্রাসা বোর্ডের অধীন আলিম পরীক্ষার ফল জানতে AlIM লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন বর্ণ লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

এছাড়া এইচএসসি ভোকেশনালের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

গত ২ এপ্রিল সারা দেশে একযোগে শুরু হয় এই পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হয় ১৫ মে। মাদ্রাসা, কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডের আওতায় এবার পরীক্ষায় অংশ নেয় আট হাজার ৮৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ পরীক্ষার্থী।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এ বছর মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ছয় লাখ ৩৫ হাজার ৬৯৭ জন। আর ছাত্রী পাঁচ লাখ ৪৭ হাজার ৯৮৯ জন। সারা দেশে মোট দুই হাজার ৪৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নেইমার বার্সেলোনা ছেড়ে চলে যাবেন কি না, সেই আলোচনাতেই মুখর হয়ে আছে ইউরোপের ফুটবল অঙ্গন। এরই মধ্যে নিজের গুরুত্বটা আরো ভালো করে বুঝিয়ে দিলেন ব্রাজিলিয়ান এই তারকা। মৌসুম শুরুর আগে প্রীতি ম্যাচে জুভেন্টাসকে প্রায় একাই হারিয়ে দিলেন নেইমার। করলেন জোড়া গোল। বার্সেলোনাও পেল ২-১ গোলের জয়।

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে জুভেন্টাসের কাছে হেরেই শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়েছিল বার্সার। প্রীতি প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে সেই হারের প্রতিশোধটাই যেন নিয়েছে কাতালানরা।

যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে শুরুতেই জ্বলে উঠেছিলেন নেইমার। প্রথমার্ধের ১৫ ও ২৬ মিনিটে করেছিলেন দুটি গোল। বার্সেলোনাকে বসিয়ে দিয়েছিলেন চালকের আসনে। দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে একটি গোল শোধ করতে পেরেছিল জুভেন্টাস। বার্সার জালে বল জড়িয়েছিলেন জর্জিও কিয়েলিনি। পরে আর গোলের দেখা পায়নি কোনো দলই। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা।

মৌসুমের শুরুতেই জোড়া গোল করলেও বার্সেলোনায় নেইমার সত্যিই থাকবেন কি না, তা নিয়ে চলছে ঘোর সংশয়। তাঁকে পাওয়ার জন্য ট্রান্সফার ফির নতুন রেকর্ড গড়তেও রাজি ফ্রান্সের শীর্ষ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন। নেইমারও নাকি ঘনিষ্ঠ সতীর্থদের জানিয়ে দিয়েছেন, তিনি পিএসজিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

স্প্যানিশ মিডিয়ার দাবি, নেইমারের বাবা ও তাঁর এজেন্ট এরই মধ্যে ফরাসি ক্লাবটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ফেলেছেন। আর এ চুক্তির পেছনে সবচেয়ে বড় অবদান নাকি পিএসজির অধিনায়ক ও ব্রাজিলের তারকা ডিফেন্ডার থিয়েগো সিলভার।

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচগুলোতে অবশ্য বার্সেলোনার জার্সি গায়েই দেখা যাবে নেইমারকে। আগামী ২৬ জুলাই বার্সেলোনা খেলবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। আর ৩০ জুলাই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে কাতালানরা। দুই ম্যাচেই খেলার কথা আছে নেইমারের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest