সর্বশেষ সংবাদ-
দেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনজবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে গোলটেবিল সভাতালায় টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবিতে সাংবাদিক সম্মেলনপুজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা: সাতক্ষীরার পুলিশ সুপারজলবায়ু পরিবর্তনে মানবাধিকার নিশ্চিতকরণে শ্যামনগরে এনগেজ প্রকল্পের অবহিতকরণ সভা

পাকিস্তানের বিপক্ষে বড় জয়ে সমতায় ফিরলো তামিমের বিশ্ব একাদশ

ইন্ডিপেনডেন্স কাপ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানকে হারিয়ে সমতায় ফিরলো বিশ্ব একাদশ। ১৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১ বল বাকি থাকতেই ৭ উইকেটের বড় জয় পায় সফরকারীরা।

শুরুতেই আক্রমনাত্মক ভঙ্গিতে ব্যাট চালাতে থাকেন ওপেনার তামিম ইকবাল ও হাশিম হামলা। ৪৭ রানের পার্টনারশিপ গড়েন তারা। তবে সোহেল খানের বলে ২৩ রান করে বিদায় নেন তামিম। শোয়েব মালিকের তালুবন্দী হওয়ার আগে ১৯ বলে একটি ছয় ও দু’টি চার হাঁকান তামিম।

ইমাদ ওয়াসিমের বলে ১২ রান করে বোল্ড হন অস্ট্রেলিয়ান উইকেটকিপার ব্যাটসম্যান টিম পেইন। আর ১৪ বলে ২০ রান করে আউট হন দলের অধিনায়ক ফাফ ডু প্লেসিস। মোহাম্মদ নওয়াজের বলে সাদাব খানের হাতে ধরা পড়েন তিনি। শেষ পর্যন্ত ৫৫ বলে ৭২ রান করে আমলা আর ১৯ বলে ৪৭ রান করা লঙ্কান অলরাউন্ডার তিসারা পেরারা অপরাজিত থেকে দলকে জয়ের স্বাদ দেন। পাকিস্তান দলের ইমাদ, নওয়াজ ও সোহেল নেন একটি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান একাদশ: ১৭৪/৬ (২০ ওভার)
বিশ্ব একাদশ: ১৭৫/৩ (১৯.৫ ওভার)
প্লেয়ার অব দ্য ম্যাচ: তিসারা পেরেরা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ধর্মীয় নেতাদের মধ্যে আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

কলারোয়া ডেস্ক : কলারোয়ায় ধর্মীয় নেতাদের মধ্যে আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
‘যুব মানস গঠনে ধর্মীয় মূল্যবোধ ও সহিঞ্চুতা’ শীর্ষক স্লোগানে ওই সংলাপ বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আগ্রগতি সংস্থার বাস্তবায়নে ও রূপান্তর, খুলনার সহযোগিতায় আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন।
সংলাপে ইউএনও মনিরা পারভীন বলেন- সহিংসতা, চরমপন্থা, বাল্য বিবাহ, ইভটিজিং, সামাজিক যোগাযোগ মাধ্যমের কুফল সম্পর্কে ও সামাজিক বন্ধন দৃঢ়তা করার লক্ষ্যে ইমাম ও পুরোহিতদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। মসজিদে সচেতনভাবে খুতবা ও পূজায় যুব সমাজকে বিপদগামীতা থেকে ফিরেয়ে আনার জন্য বয়ান দেয়ার আহবান জানান ইউএনও।
অনুষ্ঠানে ধর্মীয় নেতৃবৃন্দ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যুব সমাজের উদ্বুদ্ধ করবেন বলে অঙ্গিকার ব্যক্ত করেন।
উপজেলা মসজিদের ইমাম শেখ কামরুল ইসলাম গ্রুপ ওয়ার্কিং এর মাধ্যমে ‘সহিংসতা ও চরমপন্থা’ সম্পর্কে মতামত নেন ধর্মীয় নেতৃবৃন্দের নিকট থেকে।
কলারোয়া ইমাম সমিতির সভাপতি মাওলানা আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রোজেক্ট কো-অর্ডিনেটর মৃনাল কুমার সরকার মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন।
বিভিন্ন মসজিদের ইমাম ও মন্ডপের পুরোহিতগণের মধ্যে মোস্তাফিজুর রহমান, ইমাম হোসেন, আবুল কালাম আজাদ, দুলাল চন্দ্র রায় চৌধুরী, শেখ মনিরুজ্জামান, শেখ শাহজাহান আলী শাহীন, পরিতোষ পাল, নিশীত চন্দ্র রায়, উৎপল ঘোষ, আল মামুন, হুমায়ুন কবীরসহ ৪০জন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অগ্রগতি সংস্থার উপজেলা অফিসার নুরুল আমিন খাঁন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা স্বেচ্ছাসেবকলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিমালী করার লক্ষ্যে এবং সাতক্ষীরা সব কয়টি আসনে নৌকার জয় নিশ্চিত করতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বুধবার সন্ধ্যা ৭টায় জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা শেখ মারুফ হাসান মিঠুর সভাপতিত্বে জেলা স্বেচ্ছাসেবকলীগের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী। উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের শাহাজাদা, মতিউর রহমান, মুনমুন, শহর শাখার সভাপতি শেখ জাহাঙ্গীর কবীর, সাধারণ সম্পাদক শফি খান, রফিক, উজ্জ্বল, মোস্তফা, বাপ্পি, সহিদ, জাহিদ, শাওন, রবিউল, জীবন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক এড. ফারুক হোসেন, যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন, এম এন রহমান স্বপন, ইব্রাহীম, আজিজুল, মোহন, মুজিবর, কালাম, হাসান, কাদের, সাবেক ছাত্রলীগ সভাপতি আসিফ শাহবাজ খান সজিব, শেখ জুয়েল, হাসান, হযরত আলী, সাইফুল, আরশাফুল ইসলাম, আল আমিন রহমান প্রমুখ নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সদর উপজেলার শিবপুরে বৃদ্ধা শাশুড়িকে পিটিয়ে জখম করেছে পুত্রবধু

নিজস্ব প্রতিবেদক : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধা শ্বশুড়িকে পিটিয়ে জখম করেছে পুত্র বধু। বুধবার দুপুরে সদরের শিবপুর ইউনিয়নের বুধরডাঙাগ্রামে এ ঘটনা ঘটে। ওই বৃদ্ধা বুধরডাঙাগ্রামের মৃত. দীননাথের স্ত্রী ভদি দাসী (৬৫)।
স্থানীয়রা মাস্টার নলিত কুমার জানান, ভদি নাথের একটি মাত্র ছেলে সশাঙ্ক’র সাথে গত কয়েকবছর পূর্বে হিন্দু শাস্ত্রমতে বিবাহ হয় একই ইউনিয়নের ঝিটকে গ্রামের নির্মলের কন্যা কনিকার সাথে। বিবাহের পর থেকে প্রায়ই বৃদ্ধা শ্বশুড়িকে মারপিট করতো কনিকা। এ বিষয়ে ছেলে সশাঙ্ক তার স্ত্রীকে শাসন করতে গেলে স্ত্রীর বাবা নির্মল ও ভাইয়েরা এসে তাকে বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে যায়। এর জের ধরে বুধবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাঠের পিড়ি দিয়ে মাথাসহ বিভিন্ন স্থানে পিটিয়ে মারাত্মক জখম করে। এতে ভদি দাসীর মাথার বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয় এবং হাতের ২টি আঙ্গুল ভেঙে যায়। স্থানীয় ভদি দাসী কে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ভদি দাসী অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন কতৃব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান। এবিষয়ে ভদি দাসীর জামাতা বাদী হয়ে সদর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি গ্রহণ করছিল বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ১৭ সেপ্টেম্বর ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় শারদীয় দূর্গা পূজা ও ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল লতিফ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল হান্নান, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা, এনএসআই এর সহকারী পরিচালক মো: আনিসুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জেলা সভাপতি মনোরঞ্জন মুখার্জী, এড. অনিত মুখার্জী, বিশ^জিৎ সাধু, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন, পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, শফিকুল আলম বাবু, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শাহিনুর রহমান শাহিন, শেখ আব্দুস সেলিম ও গুড়পুকুর মেলা কমিটির চেয়ারম্যান মানিক শিকদার প্রমুখ। আগামী ১৭ সেপ্টেম্বর শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা ২০১৭ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে এবং আগামী ২৬ সেপ্টেম্বর মহা ষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গা পূজা শুরু হবে। সুষ্ঠুভাবে শারদীয় দুর্গা পূজা ও ঐহিত্যবাহী গুড়পুকুর মেলা উপলক্ষে প্রস্তুতি সভায় ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাপ্পী-মাহির শুটিং ইউনিটের গাড়ি খাদে

বান্দরবানে শুটিং স্পট থেকে হোটেলে ফেরার পথে শুটিং ইউনিটের একটি গাড়ি খাদে পড়ে যায়। এ সময় দুজন প্রোডাকশন বয় ও দুজন লাইটম্যান আহত হন। গতকাল মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। বাপ্পী ও মাহিয়া মাহি অভিনীত ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবির গানের শুটিং শেষ করে গাড়িটি হোটেলে ফিরছিল। শুটিংয়ে অংশ নিয়েছিলেন বাপ্পী ও মাহি। তবে ফেরার পথে দুর্ঘটনার শিকার গাড়িটিতে তাঁরা ছিলেন না। তাঁরা ছিলেন পেছনের একটি গাড়িতে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাঁরা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন ছবির পরিচালক শাহনেওয়াজ শানু।

শানু বলেন, ‘গতকাল আমরা শুটিং শেষ করে হোটেলে ফিরছিলাম। হঠাৎ করেই আমাদের একটি গাড়ি খাদে পড়ে যায়। আল্লাহ সহায়, আমাদের বড় ধরনের কোনো সমস্যা হয়নি। মোট চারজন আহত হয়েছে। এর মধ্যে দুজন প্রোডাকশন বয় আর দুজন লাইটম্যান। স্থানীয় হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছে।’

বাপ্পী ও মাহি কেমন আছেন জানতে চাইলে শানু বলেন, ‘আমাদের শুটিংয়ে দুটি গাড়ি ছিল। একটিতে শুটিং ইউনিট, আরেকটিতে শিল্পীরা ছিলেন। যেহেতু বাপ্পী, মাহি আলাদা গাড়িতে ছিলেন তাই তাঁদের কিছু হয়নি। সবাই দোয়া করবেন আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে যায়।’

শুটিংয়ে খবর জানিয়ে শানু বলেন ‘আমরা এখানে দুটি গানের শুটিং করার জন্য এসেছি। এই গানের শুটিং দিয়ে আমাদের ক্যামেরা ক্লোজ হবে।’

পরিচালক জানালেন আজ সকাল থেকে আবার শুটিং শুরু হয়েছে। ১০ তারিখ থেকে শুটিং হচ্ছে, আগামী ১৬ তারিখ শুটিং শেষ করে ঢাকায় ফেরার কথা রয়েছে পুরো ইউনিটের। ছবিতে বাপ্পী ও মাহি ছাড়া আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, আহমেদ শারিফ, শিবা শানু, জারা প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পঞ্চমবারের মতো জুটি বাঁধছেন শাকিব-বুবলী

আবারও জুটি বাঁধতে যাচ্ছেন শাকিব খান ও শবনম বুবলী। উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ ছবিতে তাঁরা চুক্তিবদ্ধ হয়েছেন। এই ছবির মাধ্যমে পঞ্চমবারের মতো তাঁরা জুটি বাঁধলেন। আগামী মাস থেকে ছবির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন ছবির প্রযোজক ও শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।

সেলিম খান বলেন, ‘আমরা সম্প্রতি ছবিতে শবনম বুবলীকে চুক্তিবদ্ধ করেছি। বিষয়টি আমাদের আগেই চূড়ান্ত করা ছিল। এখন শুধু প্রাতিষ্ঠানিকভাবে চুক্তি করলাম।’

শাকিব খানের সঙ্গে ছবির চুক্তি হয়েছে কি না জানতে চাইলে সেলিম খান বলেন, ‘শাকিব খানের সঙ্গে আমরা আগেই চুক্তি করেছি। এই ছবির নায়িকা হিসেবেও বুবলীর বিষয়ে আগেই কথা হয়েছে। বুবলীর সঙ্গে গল্প নিয়ে আগেই কথা বলেছিলাম।’

কবে থেকে শুটিং শুরু হবে—জানতে চাইলে প্রযোজক বলেন, “চলতি মাসের ২৪ তারিখ ঢাকায় ফিরবেন শাকিব খান। ২৫ তারিখ থেকে ‘আমি নেতা হবো’ ছবির শুটিং শুরু হবে। তারপর এই ছবির শুটিং শুরু করব। আগামী মাসের মাঝামাঝি ছবির শুটিং শুরু করতে পারব বলে আশা করি।”

ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর ছবির গল্পের প্রশংসা করেছেন বুবলী। তিনি বলেন, ‘ছবির গল্পটা একটু আলাদা। আমার এর আগের ছবিগুলো থেকে এই ছবির গল্প ভিন্ন। দর্শক ভিন্ন কিছু পাবে।’

ছবির পরিচালক উত্তম আকাশ বলেন, “এই ছবি একেবারেই কমেডি ধাঁচের একটি ছবি। আমি এর আগেও শাকিব খানকে নিয়ে কমেডি ছবি বানিয়েছি, ‘রাজা ৪২০’ ছবিটি।

সেই ছবিটি দর্শক পছন্দ করেছিল। আশা করি, এই ছবিও দর্শক পছন্দ করবে।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মৌসুমীকে নিয়ে ফিরছেন ডিপজল

প্রায় দেড় বছর পর নায়িকা মৌসুমীকে নিয়ে পর্দায় ফিরছেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। আগামী মাসের ১৩ তারিখ মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত চলচ্চিত্র ‘দুলাভাই জিন্দাবাদ’। ছবিটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। সম্প্রতি ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।

ছবিটি সম্পর্কে মনতাজুর রহমান আকবর বলেন, ‘গত সপ্তাহে আমরা ছবির সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছি। এরপর আমরা ছবিটি মুক্তির জন্য প্রযোজক সমিতির অনুমতি চাই, সমিতি আমাদের অনুমতি দিয়েছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী মাসের ১৩ তারিখ ছবিটি মুক্তি দেব।’

ছবিটি ভালো ব্যবসা করবে আশা প্রকাশ করে আকবর বলেন, ‘আমি বিশ্বাস করি এই ছবিটি দেখার জন্য দর্শক হলে আসবে। আসলে দর্শক ছবিতে সুন্দর একটা গল্প দেখতে চায়, যা আমার এই ছবিতে আছে। শিল্পীদের ভালো অভিনয় দেখতে চায়, আমি মনে করি মনোয়ার হোসেন ডিপজল, মৌসুমী, বাপ্পী, মিম এরা সবাই নিজের অভিনয় যোগ্যতা দিয়ে এরই মধ্যে নিজের একটা অবস্থান তৈরী করেছেন। বিশেষ করে আমরা এই ছবিতে সবাই অসাধারণ ভালো করেছে। যা দর্শক হৃদয়ে গেঁথে থাকবে।’

ছবির প্রযোজক নাদির খান বলেন, ‘আমি দীর্ঘদিন পর চলচ্চিত্র প্রযোজনা করেছি। এর আগেও আমি যত ছবি নির্মাণ করেছি তার সবই গল্প নির্ভর ছবি ছিল। এই ছবিটিও দর্শক সুন্দর একটি গল্প দেখে সিনেমা হল থেকে বের হবেন। এই ছবি থেকে আমি যে লাভ পাব তার অর্ধেক পদ্মা সেতু নির্মাণে দিয়ে দিব।’

রাজেস ফিল্ম প্রযোজিত এই ছবিতে মনোয়ার হোসেন ডিপজল, মৌসুমী, বাপ্পী, মিম ছাড়াও অভিনয় করেছেন আহমেদ শরিফ, অমিত হাসান, দিলারা, অরুনা বিশ্বাস, নাদির খান, শবনম পারভিন, ইলিয়াস কোবরা, সুব্রত প্রমুখ।

গত বছরের এপ্রিল মাসে ডিপজল অভিনীত ও জাকির হোসেন রাজু পরিচালিত ‘অনেক দামে কেনা’ ছবিটি মুক্তি পেয়েছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest