সর্বশেষ সংবাদ-
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপনসাতক্ষীরায় ১২০ লিটার ভেজাল দুধ জব্দ: দেড় লক্ষ টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদ-সাতক্ষীরায় ৪ টি অস্ত্র, ২৯ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন জব্দসাতক্ষীরা সদর উপজেলা পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান শামস্ : কোহিনুরকালিগঞ্জ সীমান্ত থেকে ১১টি এয়ারগান,৬ হাজার ৯শ রাউন্ড গুলি জব্দসদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোহাগের মনোনয়নপত্র বৈধসাতক্ষীরা কম্পিউটার সমিতির পূর্ণাঙ্গ কমিটির সংবর্ধনাবঙ্গমাতা সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভাআশাশুনি থেকে জেলি পুশরত চিংড়িসহ নারী শ্রমিক আটকসাতক্ষীরায় ৭২০ কেজি আম, ৪০৯ কেজি চিংড়ী জব্দ : ১লক্ষ ৫ হাজার টাকা জরিমানা

রাস্তায় শরবতের দোকান খুলে জরিমানা শিকার হওয়া লন্ডনের ৫ বছরের সেই শিশুটি এবার চাকরির প্রস্তাব পাচ্ছে। দেড়শো পাউন্ড জরিমানার বিষয়টিও করা হয়েছে মওকুফ। উল্টো ক্ষমা চেয়ে বিভিন্ন উৎসবে তাকে লেবুর শরবত বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। অনেকে বলছে বিভিন্ন ইভেন্টে সে তার নিজস্ব স্টল খুলতে পারে।

উল্লেখ্য, শিশুটির বাবা আন্দ্রে স্পাইসার একটি বিজনেস স্কুলের শিক্ষক, তিনি পূর্ব লন্ডনের লাভবক্স ফেস্টিভ্যালে গিয়েছিলেন। সেসময় ফেস্টিভ্যালে প্রবেশের মুখে তার পাঁচ বছর বয়সী শিশুটি শখের বশে একটি টেবিল নিয়ে তাতে শরবতের সরঞ্জাম সাজিয়ে বসে। শিশুটি উৎসবে যাওয়া মানুষের কাছে লেবুর শরবত বিক্রি করতে চেয়েছিল। কিন্তু হঠাৎ করে কাউন্সিলের চারজন কর্মকর্তা এসে শিশুটিকে জরিমানা করে বসে। তারা বলে যে ট্রেড লাইসেন্স ছাড়া সে ব্যবসা শুরু করেছে বলে জরিমানা করা হচ্ছে।

যদিও পরে টাওয়ার হ্যামলেট কাউন্সিল এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছে ও জরিমানাও বাতিল করে দিয়েছে। স্পাইসার জানিয়েছেন তার মেয়ে বোরো মার্কেটের উৎসবের সামনে যেন লেবুর শরবত বিক্রির স্টল খুলে সেজন্য অনেক চাকরির প্রস্তাব পাচ্ছে। টুইটারে শিশুটির পরিবার বলেছে ‘বিশ্বব্যাপী মানুষের সাড়া দেখে আমরা খুব কৃতজ্ঞ ও আনন্দিত। বিভিন্ন ধরনের উৎসবের আয়োজকেরা তাদের উৎসব প্রাঙ্গণে লেবুর শরবতের দোকান দেয়ার আহ্বান জানিয়েছেন। ’ বিবিসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিতর্কিত দক্ষিণ-চীন সাগরে এবার গোটা একটি সিনেমা হল বানিয়ে ফেলল বেইজিং। সেই সিনেমা হলে রয়েছে থ্রি ডি স্ক্রিন। আরও বেশি করে নিজেদের ঘাঁটি গুছিয়ে নিতে দক্ষিণ চিন সাগরের ইউয়ংজিং আইল্যান্ডে চীন এই অত্যাধুনিক সিনেমা হল খুলেছে বলে মনে করা হচ্ছে। আড় এইভাবে ক্রমশ দক্ষিণ চীন সাগরে নিজেদের ক্ষমতা বাড়াচ্ছে তারা।

জানা গেছে, সেখানে প্রত্যেক দিন একটি করে সিনেমা দেখানো হবে। প্রথম দিন ২০০-এর বেশি বাসিন্দা ও চীনা সেনা ‘The Eternity of Jiao Yulu’ নামে একটি চিনা ছবি সেই হলে দেখেছে বলে জানা গেছে।

অন্যদিকে, পাকিস্তানের অবৈধভাবে দখল করে থাকা অংশে চীন-পাকিস্তান ইকনিক করিডর তৈরি করছে চীন। একইসঙ্গে এবার দক্ষিণ চীন সাগরের নিচে আন্ডারওয়াটার অবজারভেশন সিস্টেম তৈরি করছে বেজিং। যার প্রভাব হতে পারে সুদূরপ্রসারী। চীনের এই প্রজেক্টের খরচ মোটামুটিভাবে ৪০০ মিলিয়ন ডলার। তবে এটা তৈরি করতে বেশ কিছুটা সময়ও লাগবে।

দক্ষিণ চীন সাগরের অধিকার নিয়ে বিতর্ক রয়েছে। কিন্তু চীন ছাড়াও যেসব দেশ এই অধিকারের দাবিদার, তারা চীনের থেকে অপেক্ষাকৃত কম শক্তিশালী। তাই চীন নিজেদের আর্থিক ও সামরিক শক্তি দিয়ে অধিকার ফলানোর চেষ্টা করছে। তাই আস্তে আস্তে নিজেদের দখলদারি এগিয়ে যাচ্ছে তারা।

এছাড়া দক্ষিণ চীন সাগরে নিজেদের অধিকার কায়েম করতে এবার সমুদ্রের তলায় প্লাটফর্ম গড়তে চলেছে চীন৷ যদিও চীন প্রশাসনের পক্ষ থেকে এই প্লাটফর্মের নির্দিষ্ট পজিশনের বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বলিউডে একের পর এক জীবনী নির্ভর সিনেমাগুলো বক্স অফিস বাজিমাত করছে। এরই ধারাবাহিকতায় আন্ডারওয়ার্ল্ডের ডন খ্যাত দাউদ ইব্রাহিমকে নিয়ে একটি সিনেমা তৈরি করতে যাচ্ছেন নতুন পরিচালক হানি ত্রিহান। ‘পিকু’র নস্ট্যালজিয়ার পর এবার ওই ছবিতেই ফের এক হচ্ছেন দীপিকা পাড়ুকোন ও ইরফান খান জুটি।

এবার আন্ডারওয়ার্ল্ডর কঠিন বাস্তবতার প্রেক্ষাপটের চিত্রনাট্যেই অভিনয় করবেন দুই অভিনেতা। শোনা যাচ্ছে, রহিমা খান, যিনি দাউদ ইব্রাহিমকে খুন করতে চেয়েছিলেন, সেই চরিত্রেই নাকি অভিনয় করবেন দীপিকা। রহিমা খান অন্ধকার জগতে ‘স্বপ্না দিদি’ নামেই পরিচিত ছিলেন। সেক্ষেত্রে দীপিকার চরিত্রের নাম রাখা হচ্ছে ‘স্বপ্না’। ইরফানের চরিত্র নিয়ে যদিও কোনও ইঙ্গিত মেলেনি।

নাম ঠিক না হলেও ছবির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়ে গেছে। আগামী বছরের ২ অক্টোবর আবারো এক সঙ্গে দেখা যাবে এই জুটিকে।
নতুন ছবি নিয়ে খবর রটতেই সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হয়েছে। ছবির নাম এখনও জানানো হয়নি। তবে বিশালের লেখা গল্প আর দীপিকা-ইরফান জুটির মিশেলে ফের সুপারহিটের আশা করছেন সিনেপ্রেমীরা।

উল্লেখ্য, হুসেন জাইদির লেখা ‘মাফিয়া কুইনস অব মুম্বাই’ নামক উপন্যাস থেকেই গল্প লিখেছেন বিশাল ভরদ্বাজ। ছবির প্রযোজকও বিশাল। আগামী জানুয়ারিতেই শুরু হচ্ছে শুটিং।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অপ্রতিম রহমান : বরগুনার ইউএনও গাজী তারিক সালমানের গ্রেফতারের ঘটনায় বরিশাল ও বরগুনা জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ দুপুরে তাদের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

এর আগে ইউএনও গাজী তারিক সালমনের বিরুদ্ধে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ‘বিকৃতি’র অভিযোগে দায়ের করা মামলার ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে মন্ত্রী পরিষদ। এ ঘটনায় বরিশাল জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্টদের কার কি ভূমিকা ছিল তা জানতেই এ তদন্ত কমিটি গঠন করা হয়।

মন্ত্রী পরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে এই কমিটি গঠিত হয়। এ কমিটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ, আইন ও বিচার বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজনকরে যুগ্ম সচিব রয়েছেন। কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ওই ঘটনায় বরিশাল জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরো জানান, এ ঘটনায় ওই ইউএনও’র বিরুদ্ধে মন্ত্রী পরিষদ বিভাগে কমিশনারের পাঠানো সুপারিশটি যাচাইবাছাই করা হয়েছে। এতে ওই ইউএনও’র কোন দোষ খুঁজে পাওয়া যায়নি। তাই সুপারিশটি খারিজ করে দেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেস্ক রিপোর্ট : মৌসুমী বায়ুচাপের প্রভাবে আগামী দুইদিন দেশের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ও কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার সন্ধ্যায় পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এসময় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমী বায়ুর প্রভাবে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী ও দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বর্জসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

এদিকে, মৌসুমী বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাপঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবলভাবে বিরাজ করছে।

এছাড়া, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকেব ৩ নম্বর পুনঃ ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সূত্রপাত মূলত ‘রাজকাহিনী’ ছবি দিয়ে। বাংলাদেশের জয়া আহসান সৃজিত মুখার্জি পরিচালিত এ ছবিতে অভিনয় করেন। আর ছবিটির হিন্দি সংস্করণে কাজ করতে গিয়ে বিদ্যা বালান বাংলা ছবিটি খুঁটিয়ে দেখেন আগাগোড়া।

আর তখনই মুগ্ধ হয়েছিলেন বাংলাদেশের এ অভিনেত্রীর অভিনয় দেখে। আর এবার জয়ার নতুন স্বল্পদৈর্ঘ্য ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত ‘ভালোবাসার শহর’ দেখে রীতিমতো আপ্লুত।

তার ভাষ্যটা এমন, ‘‘জয়ার অভিনয় আমি দেখেছি ‘রাজকাহিনী’তে। ওর মতো শক্তিশালী অভিনেত্রী খুব কমই দেখেছি। জয়ার জন্যে আমার পক্ষ থেকে অনেক হাততালি পাওনা রইল।’’
পশ্চিমবঙ্গের একটি পত্রিকায় বিদ্যা বিস্তারিত বলেছেন। ছবি সম্পর্কে বিদ্যার বক্তব্যটা এমন, ‘‘ভালবাসার শহর’ দেখার ইচ্ছেটা বাংলা ভাষার জন্যে ভালবাসা থেকেই। ছবিটি দেখার পর কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। চুপ করে বসেছিলাম। ভেতরে ভেতরে চলছিল একটা তীব্র অস্থিরতা। এ কোন পৃথিবীর দৃশ্য দেখলাম আমি! যুদ্ধবিধ্বস্ত হোমস শহরের ছবি আমাকে ঝাঁকুনি দিয়ে গেল। আমরা এখনও কতখানি অজ্ঞতা, কত দুর্বল স্মৃতি নিয়ে বসবাস করি এই পৃথিবীর বুকে। ভাবি, নিজেরা সেফ থাকলেই যথেষ্ট!’
ছবিতে জয়ার অভিনয় সম্পর্কে তার মন্তব্য, ‘‘অন্নপূর্ণা দাসের চরিত্রে কী অপূর্ব অভিনয় করেছে জয়া আহসান! একটি সাধারণ মেয়ে, যে মুসলিম ছেলের ওপর ভরসা করে ঘর ছেড়েছিল, শহর ছেড়ে বহু দূর দেশ সিরিয়ার হোমস শহরে চলে গিয়েছিল। সেই দুঃসাহসী মেয়ের জীবনে নেমে এল অন্ধকার। যুদ্ধের সময়ে নিরুদ্দিষ্ট স্বামী, কোমাচ্ছন্ন ছোট্ট মেয়ে, বৃদ্ধ বাবাকে নিয়ে এক নারীর কী অসমসাহসী লড়াই দেখাল ‘ভালবাসার শহর’, বলে বোঝানোর ক্ষমতা নেই আমার! কী অভিনয় করে দেখালে জয়া!’’
দেখুন ‘ভালোবাসার শহর’:

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেস্ক রিপোর্ট : বরগুনার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজী তারিক সালমনের একমাত্র পুত্রসন্তান ঈশান। বয়স পাঁচ বছর ছুঁই-ছুঁই। কয়েকদিন আগে টিভি পর্দায় বাবাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে দেখে তার মনে প্রশ্ন দেখা দিয়েছে। সে তার মা তনুকে প্রশ্ন করেছে, ‘আমার বাবাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে কেন? বাবা কি দুষ্টু?’

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া আবেগপ্রবণ এক স্ট্যাটাসে এই তথ্য জানান সালমন। সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এটি পোস্ট করেন তিনি। ঈশানের এই প্রশ্নের উত্তর খুঁজছেন উল্লেখ করে পরোক্ষভাবে নিজের বিরুদ্ধে আনীত অভিযোগ, মামলা ও পুলিশি পদক্ষেপের প্রতিবাদ জানালেন বরগুনার ইউএনও।

তার লেখাটা এমন— ‘ঈশান একটা প্রশ্ন করেছে তার মাকে। যে প্রশ্নের উত্তর এখনও পায়নি সে। টিভি পর্দায় সে দেখেছে যে তার বাবাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। সে জানে, পুলিশ দুষ্টু লোকদেরই ধরে শুধু (কারণ সে মাঝে মধ্যে ‘ক্রাইম পেট্রোল’ দেখে সনি এইট চ্যানেলে)। ঈশান জিজ্ঞাসা করেছে তার মাকে, ‘আমার বাবাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে কেন? বাবা কি দুষ্টু?’। তনু, আমার স্ত্রী, এই প্রশ্নটির জবাব দিতে পারেনি তার ছেলেকে এখনও। এই প্রশ্নের উত্তরটি আমরা খুঁজছি।”

৩ ঘণ্টার ব্যবধানে সালমনের স্ট্যাটাসে লাইক পড়ে সাড়ে ৭০০০’রও বেশি। এটি শেয়ার করেছেন প্রায় ৫০০ জন ফেসবুক ব্যবহারকারী। এছাড়া কমেন্ট করেছেন ৯৫৭ জন।
স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে পঞ্চম শ্রেণির এক শিশুর আঁকা বঙ্গবন্ধুর ছবি ছেপে অবমাননার অভিযোগে বরগুনার ইউএনও সালমনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন বরিশাল আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ সাজু। এ কারণে তার হাতে হাতকড়াও পরানো হয়।

বরিশালের আইনজীবী সমিতির সভাপতি ওবায়েদ উল্লাহ সাজু বাদী হয়ে গত ৭ জুন তৎকালীন আগৈলঝাড়ার ইউএনও এবং বর্তমানে বরগুনার ইউএনও গাজী তারেক সালমনের বিরুদ্ধে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন। ওইদিন মামলা আমলে নিয়ে আদালতের বিচারক ২৭ জুলাইয়ের মধ্যে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারির আদেশ দেন। ১৯ জুলাই হাজির হলে তাকে জামিন দেন আদালত।

শিশুর আঁকা জাতির জনকের ছবি ব্যবহার করে কার্ড ছাপানোর কারণে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজেহাল হওয়ায় ভীষণ ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশে অ্যাডভোকেট ওবায়েদ উল্লাহ সাজুকে আওয়ামী লীগের বরিশাল জেলা শাখার ধর্মষিয়ক সম্পাদকের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রবিবার তিনি মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নতুন মৌসুমের শুরুতেই হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। প্রাক-মৌসুমের প্রথম ম্যাচে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে হেরে গেছে জিনেদিন জিদানের দল। যুক্তরাষ্ট্রের লেভিস স্টেডিয়ামে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে পেনাল্টি শটে হারে চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়নরা।

নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর পেনাল্টি শট আউটে ২-১ গোলে হারে রিয়াল। এই জয়ে প্রাক-মৌসুম সফরে অপরাজিত থাকল জোসে মরিনহোর দল। এর আগে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারায় রেড ডেভিলসরা।

ম্যানইউর হয়ে প্রথম গোল করেন জেসি লিংগার্ড। পরে রিয়ালকে সমতায় ফেরান কাসমিরো।

এদিন আক্রমণ এবং রক্ষণভাগের দুই প্রধান সেনাকে ছাড়াই শুরু করেন জিদান। তবে রিয়াল কোচের পথে হাঁটেননি মরিনহো। রোমেলু লুকাকু ও পল পগবাসহ পুরো শক্তির দলই মাঠে নামান স্পেশাল ওয়ান।

খেলার শুরুতেই লিড নেয়ার সুযোগ পেয়েছিল ম্যানইউ। কিন্তু অ্যান্থনিও মাথিয়াল শেষ কাজটা করতে পারেন। পরে প্রথমার্ধের শেষ মিনিটে এগিয়ে যায় মরিনহোর দল। রেড ডেভিলসদের লিড এনে দেন লিংগার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য গোল শোধের সুবর্ণ সুযোগ পেয়েছিল রিয়াল। কিন্তু সে সুযোগ হাতছাড়া করেন মার্কো কোভিচ। পরে ৬৫ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান তিনি। বাকি সময় কোন দল মুখ খুলতে না পারায় খেলা গড়ায় পেনাল্টিতে। তাতে ২-১ গোলে জয় পায় ম্যানইউ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest