সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধনতারেক রহমানের জন্মদিনে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণদেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভামহেশ্বরকাটি বাজারে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের লিফলেট বিতরণ

আসামে রোহিঙ্গাদের পক্ষ নেওয়ায় বিজেপি নেত্রীকে বহিষ্কার

মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের পক্ষে কথা বলায় ভারতের আসাম রাজ্যের এক নেত্রীকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

গত বৃহস্পতিবার বিজেপির আসাম রাজ্য শাখার প্রধান এক চিঠির মাধ্যমে বেনজির আরফান নামের ওই নেত্রীকে বহিষ্কার করেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেনজির রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে মুসলিমদের রোজা রাখার আহ্বান জানান। শনিবার ‘ইউনাইটেড মাইনরিটি ফোরাম’ নামে একটি বেসরকারি সংস্থার আয়োজনে ওই প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।

এর আগে আরফানের দেওয়া ওই ফেসবুক পোস্টে বিজেপিতে বেশ বিতর্ক তৈরি হয়। বিজেপি বরাবরই রোহিঙ্গাদের ভারতে আশ্রয় দেওয়ার বিপক্ষে। সম্প্রতি ভারতের ক্ষমতাসীন এই দলটির নেতৃস্থানীয়রা দেশটি থেকে সব শরণার্থীকে বের করে দেওয়ার হুমকি দেন।

আরফানের ওই ফেসবুক পোস্টের পর বিজেপি নেতা দিলিপ সাইকিয়া তাঁকে বরখাস্ত করে একটি চিঠি পাঠান। এ ছাড়া তাঁর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে কারণ দর্শাতে বলেন।

চিঠিতে লেখা হয়, ‘বিজেপির সক্রিয় সদস্য হওয়া সত্ত্বেও আপনি রোহিঙ্গা সমর্থনে আরেকটি সংস্থার আয়োজিত প্রতিবাদ সমাবেশের সমর্থনে কথা বলেছেন। কিন্তু দলের কারো সঙ্গে এ বিষয়ে কথা বলেননি।’

‘আপনার এই কাজকে দলের নীতি ও আদর্শবিরোধী বিবেচনা করে বিজেপির রাজ্যপ্রধান আপনাকে দলের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দিলেন।’

এ বিষয়ে আরফান বলেন, ‘আমার একমাত্র ভুল হলো মিয়ানমার থেকে পালাতে গিয়ে হত্যার শিকার হিন্দু ও মুসলিম রোহিঙ্গাদের জন্য রোজা রাখতে বলেছিলাম। আমাকে রোজার বদলে প্রার্থনার কথা বলা উচিত ছিল। ভুল শব্দ ব্যবহারের জন্য আমি ক্ষমা চাই। কিন্তু দলের পক্ষ থেকে আমার কথা শোনা হয়নি।’

গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু করে দেশটির সেনাবাহিনী। এরপর দেশটির প্রায় চার লাখ ১০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। মিয়ানমারের এ ধরনের পদক্ষেপের নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা। ভারতও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৩ গোলে পিছিয়ে থেকেও ভারতের বিপক্ষে বাংলাদেশের ৪-৩ গোলে জয়!

স্পোর্টস ডেস্ক : অবিশ্বাস্য, অসাধারণ। ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়েরদিনে এই প্রশংসা কমই বলা হবে। সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে প্রথমে তিন গোলে পিছিয়ে থাকার পরও দারুণভাবে জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ যুব দল। শক্তিশালী ভারতকে তারা হারিয়ে দিয়েছে ৪-৩ গোলে।

আজ সোমবার ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ দল শুরু থেকে ছিল অনেকটা ব্যাকফুটে। ম্যাচের প্রথমার্ধেই খেয়ে বসে তিন গোল। এর পর দ্বিতীয়ার্ধে অন্য রূপে দেখা যায় লাল-সবুজের দলকে। বিরতির পর তারা শুধু তিন গোলই শোধ করেনি, শেষ পর্যন্ত জয়ের উল্লাসে মেতেও উঠে।

চাংলিমিথাং স্টেডিয়ামে আসরের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের জয়ে জোড়া গোল করেন জাফর ইকবাল। অন্য দুটি গোল মোহাম্মদ সুফিল ও রহমত মিয়া।

আসরে বাংলাদেশ, ভারত ছাড়াও মালদ্বীপ, নেপাল ও স্বাগতিক ভুটান অংশ নিচ্ছে। আর শ্রীলংকা টুর্নামেন্ট শুরুর আগে নাম প্রত্যাহার করে নেয়। তাই খেলা হচ্ছে রাউন্ড রবীন লিগ পদ্ধতিতে।

আগামী বুধবার মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। নেপালের বিপক্ষে ২৫ সেপ্টেম্বর মাঠে নামবে তারা। দুইদিন পর স্বাগতিক ভুটানের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে মাহবুব হোসেন রক্সির শিষ্যরা। পয়েন্ট টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সদরের ছয়ঘরিয়ায় গৃহবধূকে গণধর্ষণ; ৫ ধর্ষক গ্রেফতার

আসাদুজ্জামান : সাতক্ষীরার ছয়ঘরিয়া এলাকায এক গৃহবধূকে রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগে পাঁচ ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিনব্যাপী জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে রোববার রাতে সদর উপজেলার ছয়ঘরিয়ার জনৈক সিরাজুল ইসলামের ইটভাটায় ওই গৃহবধূকে গণধর্ষণের শিকার হয়।
গ্রেফতারকৃতরা হল, সদর উপজেলার দেবনগর গ্রামের জামের আলির ছেলে তরিকুল ইসলাম (২৫), একই গ্রামের করিম বক্সের ছেলে ইদ্রিস আলি (২০), বাঁশঘাটা গ্রামের কোরবান আলির ছেলে আলামিন (২২), বেতলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে কবিরুল ইসলাম (২৭) ও দেবনগর গ্রামের রঞ্জনের ছেলে সঞ্জয় (২৫)।
এ ঘটনায় থানায় দায়েরকৃত মামলার এজাহারে বলা হয়েছে, উত্তর দেবনগরের মৃত আলিমুজ্জামানের স্ত্রী ফেরি করে মনোহরির মালামাল বিক্রি করেন। মালামাল বিক্রয়ের সূত্র ধরে দেবনগর গ্রামের তরিকুল ইসলামের কাছে তার এক হাজার টাকা পাওনা ছিল। কিন্তু তরিকুল সেই পাওনা টাকা দিতে বিভিন্ন সময টালবাহনা করতো। একপর্যায়ে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তরিকুল ওই গৃহবধূকে টাকা দেওয়ার কথা বলে মোবাইল পোনে কদমতলা ব্রিজের কাছে ডেকে নিয়ে যায। সেখানে গেলে তাকে ভ্যানে করে ছয়ঘরিয়ার সিরাজের ইটভাটার কাছে যেতে বলে। তার কথা মত ওই গৃহবধু সেখানে গেলে তাকে জোরপূর্বক সিরাজের ভাটার ইটকাটার রুমে নিয়ে তরিকুল ইদ্রিস আলি, আলামিন, কবিরুল, সঞ্জয় ও বাশঘাটার আব্দুল গফফারের ছেলে পলাতক আসামী কবির তাকে পালাক্রমে ধর্ষণ করে। রাত সাড়ে ১০টার দিকে ওই গৃহবধূর আতœচিৎকার শুনে টহলরত পুলিশ তাকে উদ্ধার করে এবং কবিরুল নামে একজনকে ঘটনাস্থলকে আটক করে। তার স্বীকারোক্তি আরো ৪ জনকে আটক করা হয়।
এ ঘটনায় নির্যাতিতা ওই গৃহবধূ বাদি হয়ে সোমবার সদর থানায় ১০জনের নামে একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, এ ঘটনায় ঘটনাস্থল থেকে একজনসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ইদ্রিস আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তিনি আরো জানান, এ মামলায় পলাতকত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ : জাকজমকপুর্ণভাবে সাতক্ষীরার ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ আয়োজনে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সদর ০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল হান্নান, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এড. আবুল কালাম আজাদ, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা শিল্পকলা একাডেমী’র সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন, পৌর প্যানেল মেয়র মো. আব্দুস সেলিম, কাজী ফিরোজ হাসান, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ- দৌল্লা সাগর, জ্যোৎন্সা আরা, শাহিনুর রহমান শাহিন, সৈয়দ মাহমুদ পাপা, ফারহা দিবা খান সাথী, শেখ আব্দুস সেলিম, অনিমা রাণী মন্ডল, সাবেক চেয়ারম্যান ও মেলার দোকানদারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মানিক শিকদারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। মেলা উপলক্ষ্যে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের পুরো জায়গা জুড়ে থাকছে প্রায় ২০০টি মনোহরি পণ্যের স্টল। এছাড়া পলাশপোল স্কুলের আশপাশে লৌহজাতদ্রব্য, বাঁশ ও বেতের দোকান, পলাশপোল স্কুল হতে খুলনা রোডের মোড় পর্যন্ত রাস্তার দু’পাশে নার্সারী দোকান, শিল্পকলা একাডেমির সামনে নাগরদোলা ও রেলগাড়ি, নৌকা, শহীদ আব্দুর রাজ্জাক পার্কের মধ্যে বিভিন্ন প্রকার মিষ্টির দোকান। তবে মেলায় জুয়া, হাউজি, লটারী, র‌্যাফেল ড্র, লাকিকূপন, ফড়, চরকি, নগ্ন নৃত্য এবং অননুমোদিত যাত্রাগান, পুতুল নাচ বন্ধ থাকবে। প্রাথমিক পর্যায়ে মেলা চলবে ১ মাস ব্যাপি। মেলার পরিবেশ ভাল থাকলে মেলার সময় বাড়তে পারে বলে জানিয়েছেন মেলা কর্তৃপক্ষ। তবে, এবারের মেলায়ও থাকছে না সার্কাসের আয়োজন। মেলায় আইন শৃঙ্খখলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ নিরাপত্তা দানে তৎপর রয়েছে। চাঁদাবাজি ও জুঁয়া বন্ধে প্রশাসনের পক্ষ থেকে আগেই নেয়া হয়েছে কঠোর ব্যবস্থা। গোটা সাতক্ষীরা থাকবে নিরাপত্তার চাদরে মোড়ানো।
প্রসঙ্গত, ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর মেলা চলাকালীন সার্কাস প্যান্ডেলে এবং সাতক্ষীরার রকসি সিনেমা হলে জঙ্গিরা বোমা হামলা চালায়। বোমা হামলায় নিহত হয় ৩ জন। আহত হয় অর্ধশতাধিক। এরপর থেকে মেলা হারিয়ে ফেলে তার ঐতিহ্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশে কলকাতার ‘পোস্ত’

বাংলাদেশের ২৫ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কলকাতার ছবি ‘পোস্ত’। সাফটা চুক্তির আওতায় এর বিনিময়ে কলকাতায় চলবে ঢাকার ছবি ‘আমি তোমার হতে চাই’।

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘পোস্ত’ ছবিটি গত জুলাই মাসে ঢাকায় সেন্সর ছাড়পত্র পেয়েছে। ২২ সেপ্টেম্বর বাংলাদেশে ছবিটি মুক্তি পাবে। ছবিটি আমদানি করেছেন বাংলাদেশের খান ব্রাদাসের কর্নধার সাইফুল ইসলাম চৌধুরী।

‘পোস্ত’ পারিবারিক গল্পনির্ভর ছবি। আধুনিক পরিবারের চাকরিজীবী বাবা-মায়ের আদরের সন্তানকে মানুষ করতে গিয়ে দাদা-দাদির সঙ্গে প্রতিনিয়ত যে মতপার্থক্য ঘটে তাই নিয়েই এ ছবির গল্প। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, মিমি চক্রবর্তী, সোহিনী সেন, পরান বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এনামুলের প্রথম ডাবল সেঞ্চুরি

জাতীয় ক্রিকেটের ১৯তম আসরের প্রথম রাউন্ডে কাল ডাবল সেঞ্চুরির পথে ছিলেন জাতীয় দলের বাইরে থাকা ওপেনার এনামুল হক বিজয়। ১৭২ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা বিজয় আজ আউট হওয়ার আগেই তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১২টি সেঞ্চুরি থাকলেও কোনো ডাবল সেঞ্চুরি ছিল না বিজয়ের। আজ সোমবার খুলনায় ৩৩০ বলে ১৭ চার আর দুই ছক্কায় সেই মাইলফলক স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত ৩৫৬ বলে ২১৬ রানে থামেন তারকা এই ক্রিকেটার।

এর আগে, ২০১২ সালে ফতুল্লায় ঢাকা মেট্রোর বিপক্ষে ১৯৩ রানের ইনিংস খেলে ৭ রানের আক্ষেপ নিয়ে ফিরেছিলেন সাজঘরে। তবে এবার আর তিক্ত স্বাদ পেলেন না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বলিউডের শীর্ষ ১০ ধনী নায়িকা!

বলিউডে তারকাদের নিয়ে আগ্রহের কমতি নেই দর্শকদের। তাদের লাইফ স্টাইল, চলাফেরা, বিয়ে, সম্পত্তি ইত্যাদি জানতে উৎসুক থাকেন ভক্তরা।

আর বলিউড ক্যারিয়ারে শুধু গ্ল্যামার আর মেধা নয় সম্পদের দিক দিয়েও যারা শীর্ষে আছেন তেমনি কয়েকজন অভিনেত্রীর তথ্য তুলে ধরা হল-

১. ঐশ্বরিয়া রাই বচ্চন :
বলিউডের বচ্চন পরিবারের বধূ তিনি। সাবেক বিশ্ব সুন্দরী তিনি। দারুণ দারুণ সব ব্যবসা ছবি উপাহার দিয়েছেন তিনি। সম্প্রতি আবারও পর্দায় তিনি নিয়মিত হয়েছেন দীর্ঘ পাঁচ বছর বিরতি দিয়ে। এই অভিনেত্রীর বর্তমানে মোট সম্পত্তির মূল্য ৩৫ মিলিয়ন ডলার

২. আমিশা প্যাটেল :
কাহ না প্যায়র হ্যায়’খ্যাত এই অভিনেত্রী দীর্ঘদিন হয় পর্দায় নেই। দারুণ আলোচিত এই অভিনেত্রীর বর্তমানে মোট সম্পত্তির মূল্য ৩০ মিলিয়ন ডলার।

৩. অমৃতা রাও :
বলিউডের এই অভিনেত্রী বর্তমানে মোট সম্পত্তির মূল্য ২০ মিলিয়ন ডলার। বলিউডে তেমন একটা আলোচনায় না থাকলেও দক্ষিণে তার জুড়ি নেই। ম্যায় হুনা ছবিতে অভিনয় করে তিনি আলোচনায় ছিলেন।

৪. কাজল দেবগণ :
সিমরানখ্যাত এই অভিনেত্রীকে এখন আর আগের মত পর্দায় দেখা যায়না। দীর্ঘ পাঁচ বছর বিরতির পর গেল বছর তিনি পর্দায় কামব্যক করেন শাহরুখ খানের সাথে ‘দিলওয়ালে’ সিনেমার মাধ্যমে। শোনা যাচ্ছে আবারো তিনি পর্দায় নিয়মত হবেন। বর্তমানে এই নায়িকার মোট সম্পত্তির মূল্য ১৬ মিলিয়ন ডলার।

৫. ইলিয়ানা ডিক্রুজ :
বলিউডের দারুণ একজন অভিনেত্রী তিনি। বার্ফি ছবির মধ্য দিয়ে তার বলিউডে অভিষেক হয়। অনিয়মিত হলেও আলোচনায় তিনি প্রায় থাকছেন। এই অভিনেত্রীর মোট সম্পত্তির মূল্য ১৪ মিলিয়ন ডলার।

৬. কারিশমা কাপুর :
বলিউডের এক সময়কার ১ নম্বর নায়িকা তিনি। বেশ দাপুটে ও ব্যবসা সফল সব ছবি উপহার দিয়েছেন তিনি। ফ্যাশানের কারণে তার রয়েছে আলাদা প্রশংসা। কিছুদিন আগে তার দীর্ঘ বিবাহিত জীবনের সমাপ্তি ঘটেছে। শোনা যাচ্ছে তিনি পর্দায় ফিরে আসবেন। এই নায়িকার মোট সম্পত্তির মূল্য ১২ মিলিয়ন ডলার।

৭. প্রীতি জিনতা :
অনেকদিন হয়ে গেছে তিনি পর্দায় নেই। তবে আলোচনায় তিনি আছেন সবসময়ই। গেল ক’দিন আগে মার্কিন নাগরিককে বিয়ে করে এখন তিনি পুরোদস্তুর একজন গৃহিনী। তিনি আইপিএলে একটি দলও কিনেছেন। তাই আইপিএল উপলক্ষে ভারতে স্বামীকে নিয়ে আসেন। মিষ্টি হাসির এই অভিনেত্রীর মোট সম্পত্তির মূল্য ১০ মিলিয়ন ডলার।

৮. মল্লিকা শেরাওয়াত :
মার্ডারখ্যাত এই অভিনেত্রী বর্তমানে পর্দায় ব্যস্ত না হলেও তার সম্পদের পরিমাণ কিন্তু কম নয়। জানা গেছে এই অভিনেত্রীর মোট সম্পত্তির মূল্য ১০ মিলিয়ন ডলার।

৯. ডিম্পল কাপাডিয়া :
একসময়কার সাড়া জাগানো এই অভিনত্রী বর্তমানে পর্দায় নেই। তাতে কি? বলিউড কিন্তু তাকে ভুলছেন না। বলিউডে অবস্মরণীয় এক নায়িকা তিনি। বর্তমানে তার মোট সম্পত্তির মূল্য ১০ মিলিয়ন ডলার।

প্রিয়াঙ্কা চোপড়া :
বলিউড জয় করে বর্তমানে হলিউড জয় করার মিশনে আছেন এই নায়িকা। সম্প্রতি তিনি পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার। এছাড়াও আরো অনেক পুরস্কার তার ঝুলিতে যুক্ত হয়েছে। তিনি সাবেক বিশ্বসুন্দরীও বটে। এই সাবেক বিশ্ব সুন্দরীর সম্পদের পরিমাণ জানেন কি? জানা গেছে তার মোট সম্পত্তির মূল্য ৮ মিলিয়ন ডলার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটরসাইকেল চালক নিহত

আসাদুজ্জামান : সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের নওয়াপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মটর সাইকেল চালক নিহত হয়েছেন।
সোমবার দুপুরে দেবহাটার উপজেলার নওয়াপাড়ায় ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মটর সাইকেল চালক কালিগঞ্জ উপজেলার সন্ন্যাসীর চক গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান বুলবুল (২২)। এ ঘটনায় হামিদুর রহমান নামে একজন আহত হয়েছেন।
সাতক্ষীরা দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন এ ঘটনার সত্যত্য নিশ্চিত করে জানান, কালিগঞ্জ উপজেলার নলতা থেকে মটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন মটরসাইকেল চালক বুলবুল। পথিমধ্যে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে তিনি ঘনটাস্থলেই নিহত হন। এদিকে, আহত ব্যক্তিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest