সর্বশেষ সংবাদ-
দেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনজবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে গোলটেবিল সভাতালায় টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবিতে সাংবাদিক সম্মেলনপুজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা: সাতক্ষীরার পুলিশ সুপারজলবায়ু পরিবর্তনে মানবাধিকার নিশ্চিতকরণে শ্যামনগরে এনগেজ প্রকল্পের অবহিতকরণ সভা

যুক্তরাষ্ট্রকে ‘আরো বেশি যন্ত্রণা’ দেবার হুমকি উত্তর কোরিয়ার

জাতিসংঘের নিষেধাজ্ঞা জারির পরদিনই কঠোর ভাষায় তার জবাব এলো উত্তর কোরিয়ার পক্ষ থেকে।

হুমকি পাল্টা হুমকির মধ্যে এবার যুক্তরাষ্ট্রকে ভীষণ রকমের ‘যন্ত্রণা’ দেবার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।

সোমবার নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সাড়া দিয়ে দেশটির বিরুদ্ধে সবশেষ যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তার প্রতিক্রিয়া এমন ভাষাতেই এসেছে পিয়ং ইয়ং-এর পক্ষ থেকে।

জাতিসংঘে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত হান টায়ে সং জেনেভায় এক বৈঠকে বলেন, তাদের পরবর্তী পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্যে ইতিহাসের সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক হবে। যা সম্পর্কে দেশটির কোনো অভিজ্ঞতাই নেই।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, আসলে যা ঘটতে যাচ্ছে তার তুলনায় এই অবরোধ কিছুই নয়। তিনি মনে করেন যে, নিরাপত্তা পরিষদে কোন ইস্যুতে সবার সম্মতি পাওয়াটা অনেক বড় ব্যপার।

তবে, সবশেষ অবরোধ উত্তর কোরিয়ার বিপক্ষে পুরো বিশ্বের একরকম ধৈর্য্যেরই বহি:প্রকাশ বলে জেনেভায় একটি নিরস্ত্রীকরণ বৈঠকে মন্তব্য করেছেন মার্কিন প্রতিনিধি রবার্ট উড।

মি. উড বলেছেন যে, ‘গতকালের সিদ্ধান্ত উত্তর কোরিয়াকে খুবই পরিষ্কার একটি বার্তাই দেয়, আর তা হলো তাদের উস্কানিমূলক আচরণে পুরো বিশ্বই ক্লান্ত। আর বিশ্ব এখন পদক্ষেপ নিতে প্রস্তুত হচ্ছে। এই অবরোধ দেশটিকে তাদের পরমাণু অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচী বন্ধে সহায়তা করবে বলেই আমার বিশ্বাস।’

সর্বশেষ অবরোধে উত্তর কোরিয়ায় কিছু মাত্রায় অপরিশোধিত তেল, কয়লা রপ্তানিতে নিষেধাজ্ঞা আনা হয়েছে। নিষেধাজ্ঞা এসেছে দেশটির আয়ের অন্যতম উৎস তৈরি পোশাকে এবং অন্যান্য দেশে কাজ করতে যাওয়া কর্মীদের ওপরও।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অস্ট্রেলিয়ানদের বেশি করে ক্যাঙ্গারুর মাংস খাওয়ার অনুরোধ

অস্ট্রেলিয়ার জমির মালিক ও পরিবেশবিদরা সতর্ক করে দিয়ে বলছেন, সেখানকার বন্য ক্যাঙ্গারুর সংখ্যা অস্থিতিশীল পর্যায়ে চলে গেছে।

আর এ কারণে অস্ট্রেলিয়ানদের বেশি করে ক্যাঙ্গারুর মাংস খাবার অনুরোধ জানিয়েছেন তারা।

সরকারি হিসাব অনুযায়ী ২০১৬ সালে ক্যাঙ্গারুর সংখ্যা ছিল ৪ কোটি ৫০ লক্ষ, যা দেশটির মানুষের সংখ্যার দ্বিগুণ।

২০১০ সালে ক্যাঙ্গারুর সংখ্যা ছিল ২ কোটি ৭০ লক্ষ, যা ছয় বছরে অনেক বেড়েছে।

আর বলা হচ্ছে, অতিরিক্ত বৃষ্টিপাতে খাদ্য উৎপাদনও হয়েছে প্রচুর এবং এ কারণে উল্লেখযোগ্য হারে ক্যাঙ্গারুর বংশবৃ্দ্ধি হয়েছে।

তবে শুষ্ক মৌসুমে খরা পরিস্থিতি তৈরি হলে লক্ষ লক্ষ ক্যাঙ্গারু মারা যাবে বলে আশঙ্কা করছেন অনেকে।

অস্ট্রেলিয়ায় পশু শিকার নিয়ে কঠোর আইন রয়েছে। পশু শিকারের বিধিনিষেধ নিয়ে প্রত্যেকটি রাজ্যে নিজস্ব আইন ও কোটা রয়েছে। ব্যবসার জন্য লাইসেন্সতো রয়েছে এবং বাণিজ্যিকভাবে পশু শিকার ও বিক্রির বিষয়টিও কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে যেন স্থিতিশীলতা বজায় থাকে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পশুর মাংস ব্যবসায়ীদের সংখ্যাও বাড়ছে না কারণ সেখানে এর চাহিদা তেমন নেই এবং এজন্য এর বাণিজ্যিক মূল্যও কম।

প্রতি বছর মাংস সংগ্রহের বিষয়টি নিয়ে সমালোচনা তৈরি হয়। কারণ বিরোধীদের অনেকের মতে, ক্যাঙ্গারুর সংখ্যা কমলে যে পরিবেশের উন্নতি হবেএমন কোনো তথ্যপ্রমাণ নেই।

জবাই করা ক্যাঙ্গারুর চামড়া বিক্রি হলেও এবং এগুলো রপ্তানি করা হলেও, মাংস বেশিরভাগই নষ্ট হয়ে যায়। কারণ এই পশুর মাংসের চাহিদা অনেক কম।

আর এর অন্যতম কারণ হলো, ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার জাতীয় পশু, আর জাতীয় পশুর মাংস খাওয়াটা অনেকের কাছে গ্রহণযোগ্য নয়।

তবে যারা ক্যাঙ্গারুর মাংস খেতে নাগরিকদের উৎসাহিত করছেন তারা বলছেন, অন্য সব প্রাণীর তুলনায় ক্যাঙ্গারুর কম পরিমাণে মিথেন উৎপন্ন করে এবং তাই এই মাংসে ‘ফ্যাট’ কম। তাছাড়া এটি পরিবেশবান্ধব প্রাণী।

ইউনিভার্সিটি অব অ্যাডিলেডের অধ্যাপক ড্যাভিড প্যাটন এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “ক্যাঙ্গারু জবাই করা ও এর মাংস খাওয়ার বিষয়টির প্রতি মানুষের সমর্থন প্রয়োজন। দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা এবং এই প্রাণীটি ‘পচে যাওয়া’ রোধ করতে এটি প্রয়োজন”।

“ক্যাঙ্গারু যে এত বেড়ে গেছে এটা তাদের কারণে নয়, আমরা আসলে ক্যাঙ্গারুর ওপর ছুরি চালানোর বিষয়ে অনিচ্ছুক ছিলাম। তাদের বধ করবো, খাবো এটা আমরা ভাবতে পারতাম না। আর এ কারণে প্রাণীটি অন্যভাবে ধ্বংস হয়ে যাবার মুখে পড়েছে”।

“আমরা যদি ক্যাঙ্গারু জবাই করে এর মাংসের ব্যবসা করি তাহলে সেটা মানবিকই হবে, তবে আমাদের এও ভাবতে হবে ক্যাঙ্গারুর মাংস ও চামড়াসহ অন্যান্য অংশগুলো কিভাবে ব্যবহৃত হচ্ছে”-বলেন এই অধ্যাপক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নেইমার-এমবাপ্পে-কাভানি ত্রয়ীতে পিএসজির বড় জয়

চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত সূচনা করেছে নেইমার, এডিনসন কাভানি আর কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে আক্রমণভাগ গড়া পিএসজি। মঙ্গলবার রাতে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সেল্টিককে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে উনাই এমরির শিষ্যরা।

দলের হয়ে জোড়া গোল করেন এডিনসন কাভানি, একটি করেছেন গোল করেছেন নেইমার ও কিলিয়ান এমবাপ্পে। বাকি গোলটি আসে আত্মঘাতী থেকে।

সেল্টিকের ঘরের মাঠ সেল্টিক পার্কে এদিন শুরু থেকেই স্বাগতিকদের চেপে ধরে পিএসজি। এরই ধারাবাহিকতায় ম্যাচের ১৯ মিনিটেই নেইমারের গোলে এগিয়ে যায় সফরকারীরা। বিরতির আগে আরও দুই গোল করেন মোনাকে থেকে ধারে আসা তরুণ এমবাপ্পে ও উরুগুইয়ান তারকা এডিনসন কাভানি।

এর মধ্যে ম্যাচের ৩৪ মিনিটে নেইমার বাড়ানো বল থেকে কাভানির নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হলে জালে বল জড়ান এমবাপ্পে। তবে ছয় মিনিট পরেই পেনাল্টি থেকে গোল করে দলের স্বাগতিকদের ম্যাচে ফেরার আশা শেষ করে দেন কাভানি।

বিরতির পর পিএসজির নামের পাশে আরও দুই গোল যোগ হয়। এর মধ্যে একটি ম্যাচের ৮৩ মিনিটে মিকায়েল লুস্তিগের আত্মঘাতী গোল। এর দুই মিনিট পর লেইভিন কুরজাওয়ার ক্রসে ডাইভ দিয়ে দারুণ হেডে দলের শেষ গোলটি করেন কাভানি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেসির জোড়া গোলে বার্সার ‘প্রতিশোধ’

কোয়ার্টার-ফাইনালে জুভেন্তাসের কাছে হেরে গত চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছিল বার্সেলোনা। বুফোঁর বিরুদ্ধে স্তব্ধ হয়ে গিয়েছিল মেসি দাপট।

সেই দুঃস্বপ্নের ম্যাচ এখনও ভুলতে পারেননি বার্সা সমর্থকরা। পাওলো ডায়বালার জোড়া গোল বার্সেলোনার যাবতীয় ঔদ্ধত্য ধূলোয় মিশিয়ে দিয়েছিল। দ্বিতীয় দফায় ন্যু ক্যাম্পে গিয়ানলুইগি বুফোঁকে হার মানাতে পারেননি লিওনেল মেসিরা।

মঙ্গলবার প্রতিশোধ নেওয়া নেওয়ার ম্যাচে জুভেন্টাসকে উড়িয়ে ইউরোপ সেরা প্রতিযোগিতায় দারুণ সূচনা করল বার্সা। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জুভেন্টাসকে ৩-০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।

জুভেন্টাসের রক্ষণকে অবশ্য খুব একটা পরীক্ষায় পড়তে হয়নি প্রথমার্ধে। ৪৫ মিনিটে মেসি-মুহূর্তের আগ পর্যন্ত। মাঝমাঠের একটু পরে ডেমবেলের কাছ থেকে বল পেলেন মেসি। সেটা নিজে অনেকটা টেনে নিয়ে ডি-বক্সের সামনে এসে সুয়ারেজের সঙ্গে ‘ওয়ান-টু’ করে ঢুকে পরলেন বক্সে। বাঁ দিক থেকে তার ডানদিকের পোস্টঘেষা গড়ানো শট আটকানো সম্ভব ছিল না বুফনের পক্ষে। শুধু এমন এক মুহূর্তের কারণেই প্রথমার্ধটা জুভেন্টাস নয়, এগিয়ে থেকে শেষ করল বার্সেলোনা।

অথচ ম্যাচের শুরু থেকেই সুযোগ সৃষ্টি করেছে বেশি ইতালিয়ান চ্যাম্পিয়নরা। বলের দখলে বার্সা এগিয়ে থাকলেও বারবার শটের সামনে পড়তে।

হয়েছে টের-স্টেগানকেই। ১৯ মিনিটে গিয়ে প্রথম শট নিতে দেখা গেছে সুয়ারেজকে। এর আগেই তিনটি গোলের সুযোগ পেয়েছে জুভেন্টাস। বাকী সময়টা দুই দলই বেশ কিছু সুযোগ সৃষ্টি করেও কাজে লাগাতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফিরতে পারত জুভেন্টাস। ৪৭ মিনিটে সহজ সুযোগটি হাতছাড়া করেছেন পাওলো দিবালা। ৫২ মিনিটে মেসির শট পোস্টে লেগে ফিরে আসায় কিছুক্ষণের জন্য স্বস্তি পায় জুভেন্টাস।

এর মাঝে ৫৪ মিনিটে ঘটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়া ঘটনা। পিয়ানিচ মেসিকে ফাউল করলে বাঁশি বাজান রেফারি। মেসি এতেও সন্তুষ্ট না হয়ে হলুদ কার্ডের দাবি জানিয়ে রেফারির ঘাড়ে হাত দেন। এতে হলুদ কার্ড জোটে মেসির। মিনিট খানেক পরেই নিজের ক্ষোভ অন্যভাবে প্রকাশ করলেন মেসি। ডান প্রান্ত দিয়ে একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে পাস দেন মেসি। সে বল ক্লিয়ার করতে গিয়ে রাকিটিচের পায়ে বল তুলে দেন বদলি নামা ডিফেন্ডার স্তুরারো। ২-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। ব্যবধানটা ৩-০ হলো ৬৯ মিনিটে। এরপর অবশ্য জুভেন্টাস বেশ কয়েকবার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ৪০ দেশের প্রতিনিধি

মিয়ানমারের সামরিক বাহিনীর হাত থেকে বাঁচতে রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে কক্সবাজার গেলেন বাংলাদেশে নিযুক্ত প্রায় ৪০টি দেশের রাষ্ট্রদূত, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বা প্রতিনিধি এবং জাতিসংঘের কয়েকটি সংস্থার প্রধানরা।

বুধবার সকাল ৯টা ৫৫ মিনিটে তাদের বহনকৃত বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
বিকেল পৌনে ৫টায় একই বিমানে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে তাদের সবাইকে নিয়ে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প দেখানো হচ্ছে বলে জানা গেছে। এ পরিদর্শনে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সঙ্গে রয়েছেন প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও সচিব শহীদুল হক। আরও থাকছেন বিআইআইএসএস চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমেদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নাফ নদী থেকে আরও ৬ রোহিঙ্গার লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে আরও ৬ রোহিঙ্গার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ভোর ও সকালে টেকনাফের নাফ নদীর নাজির পাড়া ও শাহপরীর দ্বীপ এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। মরদেহগুলোর মধ্যে চারটি শিশু ও দুইটি নারীর মরদেহ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে মিয়ানমারের ওপার থেকে নৌকা যোগে নাফ নদী হয়ে অর্ধ-শতাধিক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়। নৌকাটি নদীর মোহনায় পৌঁছালে একটি ট্রলার রোহিঙ্গা বোঝাই নৌকাটিকে ধাক্কা দেয়। এতে অন্তত ৩০ জন রোহিঙ্গা নারী-পুরুষ নিখোঁজ হয়।

তিনি আরও জানান, নদী সাঁতরে তীরে আসে বেশ কিছু রোহিঙ্গা। অন্যদিকে নাফ নদী দিয়ে ভেসে আসা ছয়টি লাশ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, ২৫ আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়ার পর থেকে দলে দলে রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। স্থল ও জলসীমান্ত পথে হাজার হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ অব্যাহত রয়েছে।

টেকনাফ সীমান্তের অপরদিকে মিয়ানমার এলাকা থেকে নৌকায় পালিয়ে আসার সময় নাফ নদীতে একাধিক নৌকাডুবির ঘটনাও ঘটেছে। এতে এখন পর্যন্ত ৯৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পূজা উদযাপন পরিষদের কমিটি নিয়ে দ্বন্দ্ব

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীলের বিরুদ্ধে আগামি দুর্গাপূজা উদ্যাপনে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারি হিসেবে পুলিশ সুপারের কাছে অভিযোগ করা নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাতক্ষীরা জেলা আহবায়ক সুভাষ ঘোষ, যুগ্ম আহবায়ক নয়ন কুমার সানা ও গৌর দত্ত মঙ্গলবার সাতক্ষীরা পুলিশ সুপারের কাছে এ অভিযোগ করায় তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ, জেলা মন্দির সমিতি, জয় মহাপ্রভু সেবকসংঘ ও সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাতক্ষীরা সদর শাখার সভাপতি স্বপন কুমার শীল জানান, সংগঠনের সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে তিনি জেলা কমিটির যুগ্ম আহবায়ক নয়ন কুমার সানা, গৌর চন্দ্র দত্ত এর সঙ্গে কথা বলেন। একইভাবে আহবায়ক সুভাষ চন্দ্র ঘোষের সঙ্গে মেবাইলে কথা বলার চেষ্টা করে তাকে পাননি। বাধ্য হয়ে কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. তাপস কুমার পালের সঙ্গে পরামর্শ করেই জাতীয় পরিষদ সদস্য বিশ্বনাথ ঘোষকে প্রধান অতিথি করে গত শুক্রবার পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি নাট মন্দিরে কাউন্সিল শেষ করেন। কাউন্সিলে ১৪টি ইউনিয়নের কাউন্সিলরদের সম্মতিক্রমে তাকে সভাপতি ও শিবপদ গাইনকে সম্পাদক নির্বাচিত করা হয়। আগামি দুর্গাপূজা উপলক্ষে ১৩ সেপ্টেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আহুত সভার চিঠি তিনি না পাওয়ায় সোমবার বিষয়টি সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করেন। বিষয়টি অবগত হয়ে চিঠি গ্রহণ করা গৌর চন্দ্র দত্তকে মোবাইল ফোনে না পেয়ে জেলা প্রশাসক তাকে ও শিবপদ গাইনকে হাতে হাতে চিঠি দিয়ে দেন।
স্বপন কুমার শীল অভিযোগ করে বলেন, এ চিঠি নেওয়ার খবর জানতে পেরে তাকে হেয় করতে সুভাষ চন্দ্র ঘোষ, নয়ন কুমার সানা ও গৌর চন্দ্র দত্ত মঙ্গলবার তার বিরুদ্ধে দুর্গাপূজা বিঘœকারিসহ বিভিন্ন অভিযোগ এনে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর অভিযোগ করেছেন। বিষয়টি জানতে চাইলে মঙ্গলবার দুপুরে গোয়েন্দা পুলিশের পরিদর্শক আলী আহম্মেদ হাশেমীকে অবহিত করেছেন। এ ঘটনায় সদর পূজা উদ্যাপন পরিষদ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ ও জয়মহাপ্রভু সেবক সংঘের নেতৃবৃন্দকে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারি ওই চক্রটির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছেন।
এ ব্যাপারে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহবায়ক নয়ন কুমার সানা ও গৌর চন্দ্র দত্ত জানান, গত ২২ আগষ্ট তারা সদর উপজলা শাখার একটি আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন। সেক্ষেত্রে পুরাতন কমিটির আর কোন বৈধতা থাকে না। তা ছাড়া স্বপন কুমার শীল তাদেরকে মানেন না।
গৌর চন্দ্র দত্ত জানান, দুর্গা পূজা নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৩ সেপ্টেম্বর সভাকে ঘিরে যে চিঠি দেওয়া হয়েছিল তা আহবায়ক সুভাষ চন্দ্র ঘোষ সদর শাখার চিঠি তাকেই নেওয়ার জন্য বলেছিলেন। অথচ অনুমোদন বিহীন অবৈধ কমিটির সভাপতি হিসেবে চিঠি না পাওয়ায় নয়ন সানাকে হুমকি দিয়েছে স্বপন শীল। বাধ্য হয়ে শান্তিপূর্ণ পূজার স্বার্থে তারা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছেন।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বুধহাটায় ক্লিনিক মালিকের বিরুদ্ধে মানববন্ধন

বুধহাটা প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা মন্দির সড়কে পয়ঃ নিষ্কাশন পথ বন্দের কারনে জলমগ্ন ৫০ থেকে ৬০ পরিবারের সদস্যরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার বিকাল ৩টায় প্রতিবাদ মুখর মানববন্ধন চলাকালে ভুক্তভোগীরা তাদের দাবির কথা উল্লেখ করে বক্তব্য পেশ করেন।
বুধহাটা বাজারের দক্ষিণ পাশে সূবর্ণ বণিক পাড়ার মানুষের বসবাস। সুদীর্ঘ কাল তাদের এলাকার পয়ঃনিষ্কাশন হয়ে এসেছে মেইন সড়কের পূর্ব পাশ দিয়ে ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে দিয়ে কালভার্ট দিয়ে। এই সড়কের পাশে ভবন/স্থাপনা নির্মানের সময় অপরিকল্পিত ভাবে কাজ করা হয়েছে। সম্প্রতি জনসেবা ক্লিনিক মালিক ডাঃ শাহিন আলম বিশাল অট্টালিকা নির্মাণ করে হাসপাতাল চালু করেছেন। নির্মাণ কাজের সময় অনেক বাধা বিপত্তি এসেছে। পাশের জমি অবৈধ দখল, নির্মাণ সামগ্রী ছাদ থেকে ফেলে গৃহের ক্ষতি সাধন করা এবং এলাকার পয়ঃ নিষ্কাশন পথ বন্ধ করা ও হাসপাতালে বর্জ্য-দুর্গন্ধযুক্ত পানি এলাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ করা হয়। এনিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগও করা হয়েছে। গতকাল সকালে মুষুলধারা বৃষ্টিপাতে এলাকার ৫০/৬০টি পরিবারের ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়ে। উঠান ভর্তি পানি, কারো কারো ঘরের মধ্যে পানি উঠার উপক্রম হয়েছে। অনেকের রান্নাঘর, হাঁস-মুরগির ঘর তলিয়ে গেছে। স্থানীয় দুর্গামন্দির জলমগ্ন হয়ে পড়েছে। পয়ঃনিষ্কাশন না হলে সেখানে পূজা অনুষ্ঠান অসম্ভব হতে পারে। উপরোক্ত অরাজকতার প্রতিকার দাবি করে ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বক্তব্য রাখেন শ্যামলী দাশ, পরিমল দাশ, তপন দাশ, সৌমিত্র দেবনাথ, সঞ্জয় দে, সুশান্ত দত্ত, উর্মিলা বিশ্বাস প্রমুখ। এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান না হলে তারা পূজা বর্জনের ঘোষণা দেন। এদিকে থানার দারোগা ফারুক হোসেন গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ক্লিনিক মালিক ডাঃ শাহিন জানান, তার ভবনের সামনে রাস্তার পাশে ড্রেন করা আছে। সেখান দিয়ে এলাকার পানি যাওয়ায় কোন বাধা নেই। সড়কের পাশ দিয়ে ড্রেন উম্মুক্ত করা হলে পয়ঃনিষ্কাশন সমস্যা থাকবেনা। প্রশাসনের হস্তক্ষেপে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিষ্কণ্ঠক করার জন্য অনুরোধ জানান হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest