সর্বশেষ সংবাদ-
গণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভসাতক্ষীরায় প্রকাশ্যে চেতনানাশক স্প্রে করে এক নারীর গহনা ও মোবাইল ছিনতাইসাতক্ষীরায় উপকূলীয় এলাকায় ক্রীড়া উৎসব১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিসড়ক দুর্ঘটনায় আহত জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারিসাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন : জামায়াত সমর্থিত ৫টি পদে বিজয়সাতক্ষীরায় মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতির অভিযোগে চাকুরিচ্যুত দুই শিক্ষক ভ্রাতা চাকুরি ফিরে পেতে মরিয়াসাতক্ষীরায় অনার্স-মাস্টার্স শিক্ষকদের দ্রুত এমপিওর জন্য মতবিনিময় Master Your Game with These Winning Strategies at Kyngs Casinoসাতক্ষীরার চারটি আসনই ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে – হাবিবুল ইসলাম

আমিরের স্ত্রী হয়েই বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা!

ভিন দেশে অবস্থান করলেও মনটা পড়ে থাকে দেশেই। হাতেও হলিউড প্রজেক্টের কমতি নেই।
তবুও বলিউডে বেশ কয়েকদিন ধরেই ফেরার চেষ্টা করছেন প্রিয়াঙ্কা চোপড়া। মাঝে সঞ্জয়লীলা বনশালির সঙ্গে কিছুটা কথা এগিয়ে ছিল বটে। তবে তা এখনো আলোর মুখ দেখেনি।

শোনা গেছে, পরিচালকের ‘গুসতাখিয়াঁ’ সিনেমা থেকে বেরিয়ে এসেছেন প্রিয়াঙ্কা। যদিও এর কোনও কারণ এখনও পর্যন্ত কেউ জানা যায়নি। এবার একটি কারণ প্রকাশ্যে এল। সূত্রের খবর অনুযায়ী, মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ঘরনি হয়ে বলিউডে কামব্যাক করছেন দেশি গার্ল।

জানা গেছে, রাকেশ শর্মার বায়োপিকে মুখ্য ভুমিকায় অভিনয় করতে চলেছেন আমির। আর এ ছবিতেই আমিরের স্ত্রী হিসেবে দেখা যাবা প্রিয়াঙ্কাকে। চিত্রনাট্যটি নাকি খুবই পছন্দ হয়েছে পি সি’র। আর আমিরের কাজের তো বরাবরই ফ্যান তিনি। তাই এই সুযোগ ছাড়তে চাননি প্রিয়াঙ্কা। বলিউডের এই প্রজেক্টে সায় তিনি অবশেষে দিয়েই দিলেন। প্রথমে শোনা গিয়েছিল নতুন এই বায়োপিকে নিজের দঙ্গল-কন্যা ফতিমা সানা শেখের সঙ্গেই রোম্যান্স করবেন আমির। কিন্তু ফতিমা ইতোমধ্যেই আমিরের ‘থাগস অব হিন্দুস্তান’ করছেন। তাই এ সিনেমার জন্য নাকি অন্য কাউকে খোঁজা হচ্ছিল। সেই খোঁজ শেষ হল প্রিয়াঙ্কার সম্মতিতে।

আপাতত ‘কোয়ান্টিকো’র তৃতীয় মওসুম ও নিজের ‘এ কিড লাইক জেক’ ও ‘ইজন’ট ইট রোমান্টিক’-এর কাজ নিয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা। পাশাপাশি কিছু প্রোডাকশনের কাজও রয়েছে। রয়েছে গানের প্রজেক্টও। আমিরও ব্যস্ত ‘থাগস অব হিন্দুস্তান’ নিয়ে। এত কাজ শেষ হলেই দুই তারকা নতুন প্রজেক্টে হাত দেবে। আর দু’জনকে যদি সত্যিই সেভেন্টি এমএম স্ক্রিনে দেখা যায়, তাহলে তা দর্শকদের চোখের ক্ষেত্রে বেশ আরামদায়কই হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাম রহিমের মূল আশ্রম থেকে ১৮ নাবালিকা উদ্ধার

ভারতের হরিয়ানার বিতর্কিত ধর্মগুরু রাম রহিমকে ধর্ষণের মামলায় সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এদিকে বিতর্কিত এই ধর্মগুরুর ডেরা সাচ্চা সওদার মূল আশ্রম থেকে ১৮ জন নাবালিকাকে উদ্ধার করা হয়েছে।
রাম রহিমের জেলে যাওয়ার পর এক সপ্তাহ কেটে গেলেও এখনও পুরো এলাকা ঘিরে রেখেছে দেশটির সেনাবাহিনী। ভেতরে তল্লাশি অভিযান চলছে।

রাম রহিম জেলে যাওয়ার পরই সিরসায় ডেরার আস্তানা থেকে তার পরিবার ও পালিত কন্যা হানিপ্রীত বেপাত্তা। কিন্তু তখন তল্লাশিতে কিছুই না মেলায় হরিয়ানা প্রশাসনের বিরুদ্ধে গাফিলতি ও ষড়যন্ত্রের অভিযোগ ওঠে। পুলিশ রাম রহিমের পরিবারকে পালানোয় মদত দিয়েছে বলেও অভিযোগ ওঠে। অবশ্য পুলিশ দাবি করে প্রায় ১০০০ একর জায়গার ওপর এই আশ্রমে তল্লাশি চালানো একদিনের কাজ নয়। এরপর প্রায় এক সপ্তাহ পরে ডেরা হেডকোয়ার্টার থেকে বিপুল অস্ত্র -শস্ত্র উদ্ধারের দাবি করল পুলিশ। ডেরা হেডকোয়ার্টারে তল্লাশি অভিযানে ১৮জন নাবালিকা ও ৩৪ জন নাবালককেও উদ্ধার করা হয়েছে।

অপরদিকে রোহতক জেলে এখন অনেকটাই ধাতস্থ হয়েছেন রাম রহিম। জেলে বাগানের কাজেও লেগেছেন তিনি। দৈনিক ৪০ টাকা মজুরি দেওয়া হবে তাঁকে। তবে এখনও মাঝে -মধ্যেই দেওয়ালের সঙ্গে কথা বলেন তিনি। অভিযোগ করেছেন জেলের খাওয়া- দাওয়া নিয়েও।

উল্লেখ্য, ধর্মগুরু রাম রহিম ডেরা সাচা সাওদার প্রধান। তার অধীনে ৩৮টির মতো আশ্রম রয়েছে। মূল আশ্রমটি হরিয়ানার সিরসায়। গরিব মানুষের পাশে দাঁড়িয়ে জনপ্রিয়তা কুড়ালেও তার জীবন-যাপন নিয়ে বিতর্কের অন্ত নেই। আশ্রমের নারী সেবিকাদের ধর্ষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। খুনের অভিযোগও আছে। তার অন্যায়ের বিরুদ্ধে কথা বললে নানাভাবে তাদের হয়রানি করা হতো। তার অর্থের উৎস নিয়েও বিতর্ক রয়েছে।

আশ্রমের দুই নারীকে ধর্ষণের দায়ে পৃথক দুই মামলায় ১০ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড হয়েছে তার। এখন তিনি রোতাকের কারাগারে সাধারণ আসামির মতো সাজা খাটছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আগামী বছরের অক্টোবরে জাতীয় নির্বাচন হতে পারে: অর্থমন্ত্রী
আগামী বছরের অক্টোবরের মাঝামাঝি জাতীয় নির্বাচন হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
ঈদের ছুটি শেষে সোমবার প্রথম কার্যদিবসে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আশা করছি, আগামী বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন যেভাবে তাদের পরিকল্পনা করছে, তাতে তাই মনে হয়। ভোটার তালিকা হালনাগাদ ও কিছু এলাকার সীমানা পুনঃনির্ধারণ ছাড়া নির্বাচন কমিশনের সামনে আর তেমন কোন কাজ নেই। এ কারণে মনে হচ্ছে, জাতীয় নির্বাচন খুব কাছে।
এ সময় অর্থ বিভাগের সিনিয়র সচিব হেদায়েত উল্লাহ আল মামুন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমানসহ অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী আরো বলেন, মির্জা ফখরুল আগামী নির্বাচনে সরকারকে কোনও ছাড়া দেয়া হবে না বলে যে মন্তব্য করেছেন তা অর্থহীন। আমরা কি তাদের কাছে কোনও ছাড় চেয়েছিলাম; না তারা আমাদের কোনও ছাড় দিয়েছিলেন? বরং নির্বাচনে আনার জন্য আমরা তাদের অনেক ছাড় দিয়েছিলাম, তারা তা গ্রহণ করেননি। আশা করছি, তাদের শুভ বুদ্ধির উদয় হবে।
চলমান রোহিঙ্গা সংকট নিয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, মানুষের মধ্যে এখন মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুতে উদ্বেগ আছে। এ বিষয়ে আমরাও উদ্বিগ্ন, একইসঙ্গে ক্ষুব্ধও। শান্তিতে নোবেল জয়ী অন সাং সু চি রোহিঙ্গা নির্যাতনকে কিভাবে সমর্থন করে যাচ্ছেন, বিষয়টি আমার বোধগম্য নয়। এ নিয়ে তিনি যে পদক্ষেপ নিয়েছেন, তা ঘৃণিত।
তিনি আরো বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে আমরা আন্তর্জাতিক সহযোগিতা চাইছি। আবার মিয়ানমারের সঙ্গেও সম্পর্ক ভালো রাখার চেষ্টা করছি।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তৃতীয় সন্তানের আগমনী বার্তা জানালেন উইলিয়াম-কেট

ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন দম্পতি তৃতীয়বারের মতো সন্তানের মুখ দেখতে চলেছেন। আজ সোমবার রাজপরিবারের পক্ষ থেকে এ বিষয়টি ঘোষণা করা হয়। তাদের অনাগত সন্তান রাজসিংহাসনের পঞ্চম উত্তরাধিকারী হবে।

কেনসিংটন প্রাসাদের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘দ্য ডিউক অ্যান্ড ডাচেস অব কেমব্রিজ খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছেন যে, ডাচেস অব কেমব্রিজ তৃতীয় সন্তানের মা হতে চলেছেন। ’

উইলিয়াম-কেট দম্পতির আরও দুটি সন্তান রয়েছে। তাদের মধ্যে বড় সন্তান জর্জের বয়স চার বছর এবং ছোট সন্তান শার্লটের বয়স দুই বছর।

এ সংবাদে রানি এলিজাবেথও অত্যন্ত আনন্দিত বলে জনানো হয়েছে রাজপরিবারের পক্ষ থেকে।

তৃতীয় সন্তানের আগমন উপলক্ষে মাতৃত্বজনিত অসুস্থতায় বেশ ভুগছেন কেট। এ কারণে তিনি পূর্বনির্ধারিত অনুষ্ঠানও বাতিল করেছেন বলে জানা গেছে।

সূত্র : ডেইলি মেইল

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুল্যায় সাতার ও হাঁসধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত

আশাশুনি ব্যুরো: পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আরার স্পোর্র্টিং ক্লাবের আয়োজনে আরার মক্কার পুকুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাতার ও হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন সাতক্ষীরা জেলা পরিষদের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি জেলা পরিষদ সদস্য এস এম দেলোয়ার হোসাইন। ওয়ার্ড আ’লীগ সভাপতি আলহাজ্ব ডাঃ গাওছুল হকের সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজসেবক এ. জিয়াউর রহমানের পরিচালনায় এসময় কাদাকাটি আইডিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকলাছুর রহমান, ইউপি সদস্য রুহুল আমিন সরদারসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, আরার স্পোর্টিং ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতাটির সার্বিক তত্বাবধায়নে ছিলেন বশির আহমেদ টুকু ও মুকুল হোসেন মোড়ল। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। এসময় সহ¯্রাধিক নারী পুরুষ প্রতিযোগিতা উপভোগ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির গদাইপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আশাশুনি ব্যুরো: গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে আশাশুনির গদাইপুর নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩টায় তুয়ারডাঙ্গার খালে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। গদাইপুর টাইগার স্পাটিং ক্লাবের আয়োজনে ও মঞ্জুরুল ইসলাম মোল্যার সভাপতিত্বে বিজয়ীদলের মধ্যে পুরস্কার বিতরণ করেন, সমাজ সেবক আজিজুল হক, সাইফুল ইসলাম, শিক্ষক আবু তাহের, ময়নুদ্দীন মোল্যা, ইউপি সদস্য হোসেন আলী, অনুপ সানা,বীর মুক্তিযোদ্ধা সরদার মোহম্মাদ নাজিম উদ্দীন,এবাদুল মোল্যা, টাইগার স্পাটিং ক্লাবের সভাপতি মফিজুল ইসলাম, সহ-সভাপতি আরাফাত হোসেন প্রমূখ। বিজয়ী দল মহিষাডাঙ্গা বাইচ দলকে একটি মনিটর ও রানার আর্প ষষ্ঠগ্রাম দলকে দুই হাজার টাকা প্রদান করা হয়। এসময় কয়েক হাজার নারী পুরুষ প্রতিযোগিতা উপভোগ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গদাইপুর সমাজ কল্যাণ সংস্থার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আশাশুনি ব্যুরো: ”মানুষকে সেবা কর, সমাজকে সেবা কর” স্লোগানকে সামনে রেখে আশাশুনি উপজেলার গদাইপুর সমাজ কল্যাণ সংস্থার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় উত্তর গদাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে কেক কাটা, গরীব মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণের মধ্য দিয়ে সংস্থাটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ এস এম শাহানেওয়াজ ডালিম, বিশেষ অতিথি ছিলেন আলহাজ¦ অহিদুল ইসলাম, সমাজ সেবক আজিজুল হক, মঞ্জুরুল ইসলাম মোল্যা, শিক্ষক আবু তাহের, ময়নুদ্দীন মোল্যা, ইউপি সদস্য হোসেন আলী, অনুপ সানা প্রমুখ। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমাজ কল্যাণ সংস্থার সহ- সভাপতি আবু সাইদ, সাধারণ সম্পাদক মিঠুন হোসেন, যুগ্ন সাধারণ মামুন হোসেন, প্রচার প্রিন্স হোসেন, গোলাম রসুল প্রমূখ। মানবতার সেবায় কাজ করা, সমাজিক মূল্যবোধ সৃষ্টি করা গদাইপুর সমাজ কল্যাণ সংস্থা একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সমাজকল্যানমুখী সংগঠন। তারা গত এক বছর ধরে শিক্ষার মান উন্নয়ন, রক্তদান, ধর্মীয় শিক্ষা, বাল্য বিবাহ রোধ, ইভটিজিং, জঙ্গীবাদ, দুস্থ্য মানুষের সেবাসহ নানাধিক সমাজের উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনা করায় তাদের ধন্যবাদ জানান বক্তারা। সবশেষে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ জন ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়। এর আগে সংস্থাটির উদ্যোগে গদাইপুর জেহের আলী মাধ্যমিক বিদ্যালয়ে একটি পাঠাগার উদ্ধোধন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে শিক্ষক ও মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ উপজেলার নেঙ্গি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই (ইন্নালিল্লাহি…রাজেউন)। তিনি ৩ সেপ্টেম্বর রবিবার বিকেলে নিজ বাসভবনে হ্নদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭০) বছর। তিনি ১ ছেলে ২ কন্যা সন্তান নাতি,নাতনী গুণগ্রহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ সোমবার জোহরবাদ নেঙ্গি বামনডাঙ্গা এলাকায় রাষ্ট্রিয় মর্যাদায় অনুষ্ঠিত হয়। থানা পুলিশের একটি চৌকস দল বিউবল বাঁজিয়ে গার্ড অব অর্নার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান, ওসি তদন্ত রাজিব হোসেন ও মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ। শ্যামনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর সিদ্দিকীর মামা বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা ও প্রবীন শিক্ষক আব্দুস সাত্তারের মৃত্যুতে কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুসহ প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জনিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest