সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় -৭নং ওয়ার্ডে ঘরে ঘরে ৮ দফার বার্তাসাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতাসাতক্ষীরায় তারেক রহমানের ৮ দফার লিফলেট ছড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’সাতক্ষীরায় রাইচ মিলের কালো ধোঁয়া ও বর্জ্যে অতীষ্ট এলাকাবাসী: ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধপ্রকাশিত সংবাদের প্রতিবাদসাতক্ষীরায় মাদক এবং মাদক বিক্রির অবৈধ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতারতালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনারদেবহাটায় সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়

বলিউডের ছয় তারকার যৌন কেলেঙ্কারি ফাঁস!

লিউডের তারকাদের নিয়ে এমনিতেই হৈচৈ বেশি হয়। সেখানে হরহামেশাই ছড়িয়ে পড়ে নানা ধরনে স্ক্যান্ডাল।
মূহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। কখনও ‘কাস্টিং কাউচের’ ঘটনা আবার কখনও প্রেমিক যুগল অথবা তারকা জুটির কেলেঙ্কারি। ঘটেছে বেশ কিছু যৌন কেলেঙ্কারির ঘটনাও। চলুন জেনে নিই বলিউডের ছয় তারকা ব্যক্তিত্বের ফাঁস হয়ে যাওয়া যৌন কেলেঙ্কারির ঘটনাগুলি।

কঙ্গনা রানাওয়াত ও আদিত্য পাঞ্চালি:

আদিত্য পাঞ্চালি এমন এক বলিউড ব্যক্তিত্ব যিনি প্রায় সবসময়ই কোনও না কোনও কেলেঙ্কারিতে জড়িয়েছেন নিজেকে। পূজা বেদির সঙ্গে সম্পর্কে থাকাকালীন প্রেমিকার বাড়ির গৃহপরিচারিকার সঙ্গে যৌন কেলেঙ্কারি ঘটনা ঘটেছিল তার। পরবর্তীকালে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত অভিযোগ করেছিলেন আদিত্য নাকি তাঁকে শারীরিকভাবে হেনস্থা করেছেন।

প্রীতি জিনতা ও মধুর ভান্ডারকর:

পরিচালক মধুর ভান্ডারকরের বিরুদ্ধে ওই সময়ের উঠতি অভিনেত্রী প্রীতি জিনতা ধর্ষণের অভিযোগ এনেছিলেন। পরে প্রীতি অবশ্য মধুরকে সুযোগ দিয়েছিলেন একটা। তাঁর দাবি ছিল মধুর যদি তাঁকে বিয়ে করেন এবং তাঁর ছবিতে কাজের সুযোগ করে দেন তবে পরিচালকের বিরুদ্ধে সব অভিযোগ তিনি প্রত্যাহার করে নেবেন।

বিপাশা বসু ও অমর সিং:

দিনো মোরিয়ার পরে জন আব্রাহামের সঙ্গে প্রেমে মজেন বিপাশা বসু। সেই সম্পর্কও এক সময়ে ভেঙে যায়। সবার ধারণা ছিল বিপাশা ‘ওয়ান ম্যান’ থিওরিতেই এখন বিশ্বাসী। কিন্তু কেস পুরো ঘুরে গেল যখন সমাজবাদী পার্টির প্রাক্তন সাংসদ অমর সিংয়ের সঙ্গে বিপাশার অশ্লীল কথোপকথনের একটি অডিও টেপ ফাঁস হয়ে গেল। সময়টা ২০১১ সাল, অমর সিং তখন তাঁর রাজনৈতিক প্রভাব খাটিয়েও বিষয়টা খুব একটা ধামাচাপা দিতে পারেননি।

রিয়া সেন ও অস্মিত প্যাটেল:

গোটা কেরিয়ারে যে পরিমাণ খ্যাতি রিয়া পাননি, এই ভিডিওটি ফাঁস হওয়ার পর তার চেয়ে বেশি জনপ্রিয়তা এনে দিয়েছিল। প্রায় ৯০ সেকেন্ড সময়সীমার এই ভিডিওয় অস্মিত ও রিয়াকে যথেষ্ট ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল। সেই সময় প্রণয়ের সম্পর্কে আবদ্ধ ছিলেন এই দুজন।

দিবাকর বন্দ্যোপাধ্যায় ও পায়েল রোহতাগি:

এটি অবশ্য কোনও ভিডিও ফাঁসের গল্প নয়। বলিউডের নামজাদা বাঙালি চলচ্চিত্রকার দিবাকর বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনেছিলেন উঠতি অভিনেত্রী পায়েল রোহতাগি। ‘সাংহাই’ ছবিতে একটি চরিত্রে অভিনয়ের জন্য পায়েল দিবাকরের কাছে গেলে পরিচালক তাঁকে শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাব দেন। তার বিনিময়েই সে ছবিটিতে কাজ করতে পারবে।

আমন ভার্মা:

টেলিভিশনের পর্দায় বরাবর ছেলে হিসেবেই পরিচিত ছিলেন আমন ভার্মা। কিন্তু প্যান্টবিহীন আমনের ছবি ইন্টারনেটে ফাঁস হয়ে যাওয়ার সে ইমেজে জল পড়ে গেল৷শোনা যায় ওই অবস্থায় ছবি তুলে তিনি নাকি এক আপকামিং নায়িকাকে তাঁর সঙ্গে যৌন সংস্রবে লিপ্ত হওয়ার প্রস্তাব দিয়েছিলেন।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজের চুল খাচ্ছিলেন তরুণী!

ভারতের দিল্লির এক তরুণী রাপুঞ্জল সিন্ড্রোমে আক্রান্ত হয়েছিলেন। রোগের নাম ‘ট্রিকোফেজিয়া’।
চিকিৎসকরা জানিয়েছেন, কয়েক বছর ধরে নিজের চুল খাচ্ছিলেন ওই তরুণী। শুধু তাই নয়, চুল খেতেন বলেই ওই তরুণী অন্য কিছু খেতে পারতেন না।

তরুণীকে অস্ত্রোপচারকারী চিকিৎসক ভরত কামাথ জানান, তরুণীর পাকস্থলী জড়িয়ে ছিল ১০৩ সেন্টিমিটার দৈর্ঘ্যবিশিষ্ট এক গোছা চুল।

২০ বছর বয়সী ওই তরুণীর বেশ কিছুদিন ধরেই ওজন কমছিল। কিন্তু তার পেট ক্রমাগত ফুলে যাচ্ছিল। শেষ পর্যন্ত ওজন কমতে কমতে তিরিশ কেজি হয়ে যাওয়ার পর তার চিকিৎসা শুরু হয়। সেই সময় তরুণীর গায়ের রংও হলুদ হয়ে যায়। শেষ পর্যন্ত মুম্বাইয়ের হাসপাতালে অস্ত্রোপচারের পর তার পেটের ভেতরে ৭৫০ গ্রাম চুলের গোছা পান চিকিৎসকরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘বেগম জান’ থেকে গৃহবধূ হচ্ছেন বিদ্যা বালান!

বেশ কিছুদিন হল তাঁর কোনও হিট ছবি নেই। ‘বেগমজান’ হয়েও বিশেষ ফল মেলেনি।
তবে তা বলে দমে যাওয়ার পাত্রী নন বিদ্যা বালান। নতুন উদ্যমে ফের বড়পর্দায় আসতে চলেছেন এ অভিনেত্রী। এবার তাঁকে দেখা যাবে এক গৃহবধূর চরিত্রে। সুলোচনা ওরফে সুলু। ‘তুমহারি সুলু’। প্রকাশ্যে এল তারই ফার্স্টলুক।

পোস্টারে লাল শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছেন বিদ্যা। হাতে তাঁর রয়েছে একগাদা পুরস্কার। আবার একটি বাজারের থলেও রয়েছে। কেবল বিদ্যার মুখটিই দেখা যাচ্ছে না। তবে বোঝাই যাচ্ছে এক গৃহবধূর চরিত্রে অভিনয় করতে চলেছেন নায়িকা।

জানা গেছে, ছবিতে গৃহবধূ থেকে আর জে অর্থাৎ রেডিও জকি হয়ে উঠবেন বিদ্যা। আর তাঁর এই সফরে শামিল হবেন নেহা ধুপিয়া, মানব কল ও আর জে মালিশকা।

ছবি সম্পর্কে বিস্তারিত না জানালেও নিজের ক্যাপশনেই একটুখানি হিন্ট দিয়েই দিয়েছেন বিদ্যা। জানিয়ে দিয়েছেন সমস্ত প্রতিযোগিতায় ‘সুলু’ই জয়ী। আর হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন #MainKarSaktiHai। এতেই বোঝা যাচ্ছে কীভাবে এক গৃহবধূর উত্থানের কাহিনি তুলে ধরবেন বিদ্যা।

তবে নায়িকার এই সামান্য ঝলকে যাঁরা সন্তুষ্ট নন, তাঁদের অপেক্ষা করতে হবে সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ পর্যন্ত। সেদিনই মুক্তি পাবে ছবির টুকরো ঝলক। আর ছবি মুক্তি পাবে ডিসেম্বর মাসে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘাটায় পর্নগ্রাফি ও জুয়া খেলার অপরাধে ৫ জনের অর্থদণ্ড

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ হোসেন ভিডিও পর্নগ্রাফি ও জুয়া খেলার অপরাধে পাঁচ অপরাধীকে অর্থদণ্ড প্রদান করেছে।
সূত্রে জানা যায়, বুধবার সকালে গোপন সংবাদেও ভিত্তিতে সরুলিয়া বাজারের আব্দুল সালাম মোল্ল্যার পুত্র শফিকুল ইসলাম (২২) ও কুমিরা অভয়তলা গ্রামের আতিয়ার রহমানের পুত্র পলাশ হোসেন (২১) কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন প্রকার পর্ন ভিডিও মোবাইলের মেমোরিতে লোড দেওয়ায় অপরাধে পর্নগ্রাফি আইনে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান। এছাড়া জুয়া খেলার অপরাধে কুমিরা গ্রামের রবিউল ইসলামের পুত্র ইমরান হোসেন, সুবীর সরকারের পুত্র সঞ্জয় সরকার ও আমির খার পুত্র ইব্রাহিমকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ হোসেন ভ্রাম্যমান আদালতে প্রত্যেককে ৩শ করে টাকা জরিমানা করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির প্রশিক্ষণ উদ্বোধন

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি-১৭ এর ৫ম পর্বের আওতায় মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ৯ টায় আশাশুনি সরকারি কলেজ মিলনায়তনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল হান্নান। উপজেলা পরিষদ ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক আব্দুল কাদের, আশাশুনি সরকারি কলেজেন ভরিপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব রুহুল আমিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামিউর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ ও ইউআরসি ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল ইসলাম। অনুষ্ঠানে প্রশিক্ষণের জন্য নির্বাচিত এক হাজার সুবিধাভোগি অংশ গ্রহন করে। এরপর ৫টি ভেন্যুতে সকাল ও বিকাল দু’শিপটে পৃথক পৃথক ভাবে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির মধ্যম একসরা মাদ্রাসার সভাপতি শওকত

আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার মধ্যম একসরা দারুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছেন ইউপি সদস্য মোঃ শওকত হোসেন। বুধবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার মোঃ বাকী বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য আলমগীর হোসেন, দবির উদ্দিন শিকারী, হারুন শিকারী, ইউসুফ আলী সানা, মিকাঈল গাজী, মাষ্টার ধ্রুব কুমার দাশ, শহিদুল্লাহ গাজী ও মাদরাসার সুপার মাওঃ আবু ইয়াহিয়া উপস্থিত ছিলেন। সভায় সভাপতি পদে অন্য কোন প্রার্থী মনোনয়ন পত্র জমা না দেওয়ায় ইউপি সদস্য শওকত হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত ঘোষণা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গাদের ত্রাণ দিতে ঢাকায় তুরস্কের ফাস্ট লেডি

হামলা-নির্যাতনের শিকার হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলমানদের সহয়তার জন্য ত্রাণ নিয়ে ঢাকায় পৌঁছেছেন তুরস্কের ফাস্ট লেডি এমিনি এরদোয়ান।

আজ বৃহস্পতিবার ভোর রাত ৩টায় তুরস্কের ফাস্ট লেডি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে একটি বিমান হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে এমিনি এরদোয়ানকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

সরকারিভাবে জানানো হয়েছে, মিয়ানমার থেকে পালিয়ে যেসব রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদের দেখতে এমিনি এরদোয়ান আজ সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলায় যাবেন। তিনি সেখানে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন এবং তাদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এ সময় তাঁর সঙ্গে থাকবেন।

পরে তুরস্কের ফাস্ট লেডি ঢাকায় ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইন প্রদেশে বহুদিন ধরেই সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর সংখ্যাগুরু রাখাইন জনগোষ্ঠী ও সেনাবাহিনী অত্যাচার চালিয়ে আসছে। সর্বশেষ গত ২৫ আগস্ট রোহিঙ্গা মুসলিমদের ওপর আক্রমণ চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় রোহিঙ্গারা দলে দলে প্রতিবেশী দেশ বাংলাদেশে আশ্রয় নিতে চলে আসছে। এই সংখ্যা তিন লাখ ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছে জাতিসংঘ। আরো হাজার হাজার মানুষ সীমান্তের শূন্যরেখা বা নো ম্যানস ল্যান্ডে অপেক্ষা করছে।

রোহিঙ্গাদের ওপর এই ধরনের নির্যাতনকে তুরস্ক ‘গণহত্যা’ বলে অভিহিত করেছে। গত ৩ সেপ্টেম্বর এক বিবৃতিতে রোহিঙ্গা মুসলমানদের জন্য সীমান্ত খুলে দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের জন্য যা খরচ হবে তার সবটাই বহন করবে তুরস্ক।’

তার আগে গত ৩১ আগস্ট তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান রোহিঙ্গা ইস্যু নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে কথা বলেন এবং সহায়তার অঙ্গীকার করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৩৭৭ রানে অল আউট অস্ট্রেলিয়া, মোস্তাফিজের ৪ উইকেট

ডেস্ক রিপোর্ট : ৭২ রানের লিড চতুর্থ দিন আর বাড়তে দেননি মুস্তাফিজুর রহমান। কোনো রান যোগ করার আগেই অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে দিয়েছেন বাঁহাতি এই পেসার। ৮৪ রানে ৪ উইকেট নিয়ে তিনিই দলের সেরা বোলার।
৫৬ রানে অতিথিদের শেষ ৫ উইকেট তুলে নিয়ে লিডটা একশ রানের নিচে রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩০৫ রান করা স্বাগতিকরা স্টিভেন স্মিথের দলকে থামিয়েছে ৩৭৭ রানে।

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১১৯.৫ ওভারে ৩৭৭ (আগের দিন ৩৭৭/৯) (রেনশ ৪, ওয়ার্নার ১২৩, স্মিথ ৫৮, হ্যান্ডসকম ৮২, ম্যাক্সওয়েল ৩৮, কার্টরাইট ১৮, ওয়েড ৮, অ্যাগার ২২, কামিন্স ৪, ও’কিফ ৮*, লায়ন ০; মিরাজ ৩/৯৩, মুস্তাফিজ ৪/৮৪, সাকিব ১/৮২, তাইজুল ১/৭৮, নাসির ০/১৪, মুমিনুল ০/৬, সাব্বির ০/৯)

১১ বল টিকল অস্ট্রেলিয়া
চতুর্থ দিন অস্ট্রেলিয়ার ইনিংস স্থায়ী হয়েছে মাত্র ১১ বল। সাকিব আল হাসান দিনের প্রথম ওভারটি মেডেন নেন। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে ন্যাথান লায়নকে ফিরিয়ে দেন মুস্তাফিজুর রহমান।

বাঁহাতি পেসারের বলে খোঁচা মেরে স্লিপে ইমরুল কায়েসের হাতে ধরা পড়েন লায়ন। তার বিদায়ে ৩৭৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। চতুর্থ দিন দলটি পারেনি কোনো রান যোগ করতে।

আধ ঘণ্টা আগে খেলা শুরু
তৃতীয় দিন আড়াই ঘণ্টার বেশি সময়ের খেলা বৃষ্টিতে ভেসে যাওয়ায় বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে- সকালে সাড়ে নয়টায়। সকাল থেকেই পুরো আকাশ মেঘে ঢাকা। চতুর্থ দিন অন্তত ৯৮ ওভার খেলা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest