সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি  লতিফ ও তার ছেলে রাসেল আটকসাংবাদিক মোমিনের সুস্থ্যতা কামনায় সাতক্ষীরা প্রেসক্লাবের বিবৃতিশ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ মাদক জব্দসাতক্ষীরায় ব্যবসার দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ছোঁড়া বিস্ফোরক দ্রব্যে আহত-২সাতক্ষীরায় বাস ইজিবাইক সংঘর্ষে একজনের মৃত্যু : আহত ৭তালায় খাবারের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে দুর্ধর্ষ চুরিকোটি টাকা চাঁদার দাবিতে অপহরণ করে নির্যাতনের অভিযোগ: সাতক্ষীরার সাবেক পুলিশ কর্মকর্তা ও পিপিসহ ৫ জনের বিরুদ্ধে মামলাসমাজকে এগিয়ে নিতে হলে নারীকেও এগিয়ে নিতে হবে- সাতক্ষীরার ডিসিসাতক্ষীরার জুলাই যোদ্ধা মোহিনী অদম্য নারী পুরস্কারে ভূষিতসাতক্ষীরায় প্রতিপক্ষের হামলায় জখম-২

নেইমারের বিরুদ্ধে মামলা করেছে বার্সেলোনা, বিস্মিত ও মর্মাহত পিএসজি

দুদিন আগেই বোমাটা ফাটিয়েছিলেন নেইমার। ঘরের মাঠে তুলুজের বিপক্ষে ২ গোলের স্মরণীয় অভিষেকের পর বার্সেলোনার বোর্ড অব ডিরেক্টরদের দিকে তির ছুড়েছিলেন। এমনও বলেছিলেন, বার্সায় তাঁর সাবেক সতীর্থরা কেউ নাকি সুখে নেই। ভীষণ চাপে থাকা বার্সার ক্লাব কর্তারা পাল্টা তির ছুড়তে একদমই দেরি করেননি। তাঁরা চুক্তিভঙ্গের অভিযোগে মামলা ঠুকে দিয়েছেন নেইমারের বিরুদ্ধে। আর এই ঘটনায় নেইমারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে পিএসজি।

পিএসজি তাদের অফিশিয়াল বিবৃতিতে বলেছে, ‘নেইমার জুনিয়রের মতো, প্যারিস সেন্ট জার্মেই আবারও জানাচ্ছে, ক্লাব সব সময় যেকোনো চুক্তির নিয়মকানুনের প্রতি শ্রদ্ধাশীল থেকেছে। বার্সেলোনার এই আচরণে আমরা বিস্মিত ও মর্মাহত।’

দলবদলের শুরু থেকেই সাবধানী ভঙ্গিতে কথা বলছিলেন নেইমার। তবে পিএসজির হয়ে থিতু হওয়ার পর হুট করে বার্সা বোর্ডের বিরুদ্ধে কিছু জ্বালাময়ী মন্তব্য করেন। ফরাসি লিগে গত ম্যাচে ২ গোল করে আরও ৪টি গোলে ভূমিকা রেখে আসল তোপ দাগিয়েছেন ৯০ মিনিটের পর। ম্যাচে শেষের পর তাৎক্ষণিক টিভি সাক্ষাৎকারে যা বলেন, তার সারমর্ম, বার্সা এখন যারা চালাচ্ছেন, তাঁদের কারও ক্লাব ঠিকমতো চালানোর যোগ্যতা নেই। এই বোর্ড কর্মকর্তাদের কারণেই খেলোয়াড়েরা অসুখী। ব্রাজিল অধিনায়কের মন্তব্য, ‌‘এখানে এমন লোকেরা দায়িত্বে আছেন, যাঁদের থাকা উচিত নয়। বার্সার প্রাপ্য এর চেয়ে বেশি।’

বার্সার কর্তারা এমনিতেই আছেন নানামুখী চাপে। নেইমারের চলে যাওয়া, মেসির এখনো চুক্তি নবায়ন না করা, বার্সার সাবেক সভাপতি হুয়ান লাপোর্তার কিছু বিস্ফোরক মন্তব্য, কুতিনহো ও ডেম্বেলেকে দলে টানতে ব্যর্থ হওয়া…। এর মধ্যে নেইমারের তির। বার্সার মামলাটি এরই পাল্টা জবাব কি না, কে জানে। সাবেক চাকরিদাতাদের সঙ্গে সম্পর্কটা আদালতে গড়াল যেদিন, সেদিনই বার্সেলোনায় উড়ে এসে নেইমার চুটিয়ে আড্ডা দিয়েছেন মেসি-সুয়ারেজদের সঙ্গে। এই বার্তাও দিয়েছেন, সাবেক সতীর্থদের সঙ্গে বন্ধুত্বটা ‘সাবেক’ হয়ে যায়নি।

সূত্র: এএফপি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা শাহিনা আখতার চায়না

কালিগঞ্জ ব্যুরো : জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৭ সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছে ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহীনা আখতার (চায়না)। সে কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়ন ও গ্রামের মৃত মোহর আলী গাজির ছোট কন্যা। ২০০৬ সালের ২৩ এপ্রিল তিনি সহকারী শিক্ষিকা হিসাবে বিষ্ণপুরর ইউনিয়নের পারুলগাছা সরকষ্ঠুর প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। সেখান থেকে বদলী হয়ে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ১৬ নং ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করে দীর্ঘ দিন সুনামের সাথে চাকুরী করছেন এবং একই বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৪ সালেও উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা হিসাবে নির্বাচিত হয়েছিলেন। শাহীনা আখতার চায়নার শিক্ষা জীবনে প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি লাভ করে। এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগে ৭৩৮ নম্বর ও এইচএসসিতে স্টাইফেন পায়। ১৯৯৮ সালে কালিগঞ্জ ডিগ্রী কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান ও ইংরেজী বিষয়ে পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। খুলনা বিএল কলেজে ইংরেজি ও রাষ্ট্রবিজ্ঞান দুই বিষয়ে মাস্টার্স পাশ করেন। পরবর্তীতে এল এল বি ও পাশ করেছেন। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক সমিতির কালিগঞ্জ উপজেলার যুগ্ম আহবায়ক ও জেলা পর্যায়ে সিনিয়ার সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। সাংসারিক জীবনে শারাফাত ইমতিয়াজ প্রিন্স নামের এক ছেলে সন্তানের জননী। বর্তমানে সে ঝিনাইদাহ ক্যাডেট কলেজে সুনামের সাথে লেখাপড়া করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতায় নিরাপদ অভিবাসন সংক্রান্ত কর্মশালা

তরিকুল ইসলাম লাভলু : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ৬নং নলতা ইউনিয় পরিষদ হলরুমে ২২ আগস্ট মঙ্গলবার সকাল ১০ টায় ক্রিসেন্ট সংস্থার আয়োজনে রইটস যশোর এবং এ.ডাব্লিউ.ও ইন্টারন্যাশলান এর আর্থিক সহযোগিতায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহনে “মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন” সম্পর্কে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মশালা অনুষ্ঠানে নলতা ইউপি সচিব মো. শহিদুল ইসলাম মৃধার সঞ্চলনায় অনুষ্ঠানের সভাপতি হিসেবে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন সম্পর্কে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন নলতা ইউপি চেয়ারম্যান মো. আজিজুর রহমান পাড়,
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ক্রিসেন্ট সাতক্ষীরা সংস্থা’র নির্বাহী পরিচালক মো.আবু জাফর সিদ্দিকী, রাইস যশোর এর ট্রেনিং অ্যাডভোকেসি অফিসার শাওলী সুলতানা।
এসময় আরও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মো.হারুন-অর-রশিদ, এবাদুল হক শেখ, আজমির জামান, আব্দুল মজিদ, মো.হাবিবুর রহমান, আফসার আলী, মহিলা সদস্য হালিমা খাতুন, স্বরসতী রানী দাশ, খোদেজা খাতুন, নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজর প্রভাষক মো.শামসুল আরেফিন, সিসিটি কমিটির আছাফুর রহমান,নলতা হাসপাতালের আকবর আলী খান টিপু, মাওঃ রফিকুল ইসলাম, শিক্ষক আব্দুল মুহিদ, মাওঃ রফিকুল হাসান, মানবাধীকার জনকল্যান ফাউন্ডেশন (এম.জে.এফ) এর নির্বাহী পরিচালক মো.আজহারুল ইসলামসহ রাইট যশোর ও ক্রিসেন্ট সাতক্ষীরা সংস্থা’র বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের সিসিটি সদস্যরা কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় মানব পাচার কি, পাচারের কারণ ও ফলাফল, হটলাইন মোবাইল নং ও সিটিসি সদস্যদের পাচার প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এবং মানব পাচার প্রতিরোধ ও শিশু সুরক্ষা নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করেন এবং সবার সহযোগিতা কামনা করেন। এসময় প্রশিক্ষণ কর্মশালায় ৩০ জন প্রশিক্ষাণার্থী অংশগ্রহণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় বাল্য বিবাহ নিরোধে সচেতনতামূলক প্রশিক্ষণ

কেএম রেজাউল করিম: দেবহাটা উপজেলা পরিষদের বাস্তবায়নে, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং জাইকা ও স্থানীয় সরকার বিভাগের সহায়তায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার সকাল ১০ টায় বাল্য বিবাহ নিরোধ সম্পর্কিত সচেতনতামূলক ২ দিনের প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহার। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা প্রকৌশলী আলহাজ¦ আব্দুল হামিদ মাহমুদ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জাইকার দেবহাটা উপজেলা উন্নয়ন ফ্যাসিলিটেটর রুপা আক্তার। এসময় সভায় অন্যান্যের মধ্যে দেবহাটা থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম, উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রনজিৎ কুমার রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, একটি বাড়ি একটি খামার প্রকল্পে দেবহাটা উপজেলা সমন্বয়কারী মুক্তা মন্ডল, প্রধান শিক্ষক মদন মোহন পাল, প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান, প্রধান শিক্ষিকা অনিমা সিংহ, নিকাহ রেজিস্টারদের মধ্যে মাওঃ সিরাজুল ইসলাম, মাওঃ বাকী বিল্লাহ ও হাফেজ কামরুজ্জামান, পারুলিয়া ইউপি সদস্য সালাহউদ্দীন শরাফী, কুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান বিকাশ সরকার, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, ইউপি সদস্যা আলফাতুন্নেছা, ইউপি সদস্যা সাবিনা ইয়াসমিন, আশার আলোর ফাতেমা খাতুন ডলি, নিলা মহিলা উন্নয়ন সংস্থার নিলুফা ইয়াসমিন সহ উপজেলার বিভিন্ন শিক্ষক, পুরোহিত, সাংবাদিকবৃন্দ। প্রশিক্ষনে সার্বিক বিষয়ে মাল্টিমিডিয়ার মাধ্যমে বিবরন প্রদান করেন ব্রেকিং দ্যা সাইলেন্সের সাতক্ষীরা অফিস ইনচার্জ শরিফুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরের মিজানুর রহমান জেলার শ্রেষ্ঠ শিক্ষক

শ্যামনগর ব্যুরো : শ্যামনগরের ১৩নং হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান লাভলু সাতক্ষীরা জেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম স্বাক্ষরিত এক নির্দেশনায়জানা যায়, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৭ উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা বাছাই প্রতিযোগিতায় ৯২ নম্বর পেয়ে প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান লাভলু প্রথম স্থান অধিকার করেছেন।তিনি আটুলিয়ার ছোট কুপট গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নওশের আলী মোড়লের পুত্র। তিনি জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় শ্যামনগরবাসী প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান লাভলুসহ কর্তৃপক্ষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় কন্যা শিশু নির্যাতন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালা প্রতিনিধি : মঙ্গলবার সকালে সাতক্ষীরার তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে “কন্যা শিশু নির্যাতন” বিষয়ে বর্তমান প্রেক্ষাপট ও করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এবং বে-সরকারি সংস্থা উত্তরণ, তালা থানা ও তালা প্রেসক্লাবের যৌথ আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুভাষ চন্দ্র সাহা। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আতিকুল হক, সহকারী পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবীর, তালা থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, আনিসুর রহিম এবং তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু।
এ সময় কন্যা শিশু নির্যাতন বিষয়ে মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থান করেন দৈনিক কালেরকণ্ঠ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দী। পরে অতিরিক্ত বিভাগীয় কমিশনার তালা উপজেলার গোপালপুর আম বাগানে ইকো পার্কের উদ্বোধন, স্বাস্থ্য সেবা কার্ড বিতরণসহ কয়েকটি গুরুত্বপূর্ন স্থাপনা পরিদর্শন ও উদ্বোধন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুশখালি হাইস্কুলে প্রোটেকটিভ সার্কেল কমিটির সভা অনুষ্ঠিত

ঝাউডাঙ্গা ব্যুরো : সদর উপজেলার কুশখালি মাধ্যমিক বিদ্যালয়ে প্রোটেকটিভ সার্কেল কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগীতায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। কুশখালি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো.শফিকুল ইসলাম শ্যামলের সভাপতিত্বে শিশু সুরক্ষা ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল জব্বার, ইউপি সদস্য মো. ফারুক হোসেন রিপন, ব্রেকিং দ্য সাইলেন্স’র জিসিসি প্রকল্পের কমিউনিটি মবিলাইজার মো. আবুল হোসেন, ইউনুস আলী, ছাত্র সংসদের সদস্য ৯ম শ্রেণির শিক্ষার্থী মোছা. রোকাইয়া ইয়াসমিন প্রমুখ। এছাড়া বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও ছাত্র সংসদের সকল সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধান বিচারপতির সঙ্গে গওহর রিজভীর বৈঠক

সুপ্রিম কোর্ট ভবনে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।

আজ মঙ্গলবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত প্রধান বিচারপতির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ জানান, বৈঠকে ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আলোচনা হয়েছে।

গত ১ আগস্ট বিচারপতিদের অপসারণ-সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ সাত বিচারপতির স্বাক্ষরের পর ৭৯৯ পৃষ্ঠার এ রায়ের অনুলিপি প্রকাশিত হয়। এর আগে গত ৩ জুলাই বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে আনা সংবিধানের ষোড়শ সংশোধনীকে অবৈধ ও বাতিল ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ।

এ মামলায় নয়জন বিশিষ্ট আইনজীবীকে অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে নিযুক্ত করা হয়। তাঁরা হলেন ব্যারিস্টার ড. কামাল হোসেন, জ্যেষ্ঠ আইনজীবী এম আই ফারুকী, আবদুল ওয়াদুদ ভূঁইয়া, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, বিচারপতি টি এইচ খান, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ফিদা এম কামাল ও এ জে মোহাম্মদ আলী।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, বিশ্বের বিভিন্ন দেশে আইনসভার কাছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা রয়েছে। দেশের সংবিধানেও শুরুতে এই বিধান ছিল। তবে সেটি ইতিহাসের দুর্ঘটনা মাত্র। রায়ে আরো বলা হয়, কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর ৬৩ শতাংশের অ্যাডহক ট্রাইব্যুনাল বা ডিসিপ্লিনারি কাউন্সিলরের মাধ্যমে বিচারপতি অপসারণের বিধান রয়েছে।

আদালত রায়ে আরো বলেন, বাংলাদেশের সংবিধানে ৭০ অনুচ্ছেদের ফলে দলের বিরুদ্ধে সংসদ সদস্যরা ভোট দিতে পারেন না। তাঁরা দলের হাইকমান্ডের কাছে জিম্মি। নিজস্ব কোনো সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা নেই। ৭০ অনুচ্ছেদ রাখার ফলে সাংসদদের সব সময় দলের অনুগত থাকতে হয়। বিচারপতি অপসারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও তাঁরা দলের বাইরে যেতে পারেন না। যদিও বিভিন্ন উন্নত দেশে সাংসদদের স্বাধীনভাবে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আছে।

রায়ে বলা হয়, মানুষের ধারণা হলো, বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে থাকলে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। সে ক্ষেত্রে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা দুর্বল হয়ে যাবে। মানুষ ক্ষতিগ্রস্ত হবে।

রায়ের পর প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করেন কয়েকজন মন্ত্রী এবং আওয়ামী লীগ নেতারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানে বলেন, রায় দেওয়ার আগে প্রধান বিচারপতির পদত্যাগ করা উচিত ছিল। সর্বশেষ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে প্রধান বিচারপতির পদত্যাগ দাবির জানিয়ে আলটিমেটাম দেওয়া হয়।

এ ছাড়া রায়ের পর স্বাগত জানান বিএনপি এবং জাতীয়তাবাদী আইনজীবীরা।

২০১৬ সালের ৫ মে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ বলে রায় ঘোষণা করেন।

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধানটি তুলে দিয়ে সংবিধানের ষোড়শ সংশোধনী পাস হয়। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর ৯৬ অনুচ্ছেদে পরিবর্তন এনে বিচারকের অপসারণের ক্ষমতা সংসদের হাতে পুনরায় ফিরিয়ে দেওয়া হয়, যেটি ১৯৭২ সালের সংবিধানেও ছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest