সর্বশেষ সংবাদ-
চতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনজবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে গোলটেবিল সভা

ইনস্টাগ্রামে উত্তাপ ছড়ালেন ধোনির স্ত্রী সাক্ষী!

মাহেন্দ্র সিং ধোনি হেলিকপ্টার শটে মুগ্ধ হয় গোটা ক্রিকেট বিশ্ব। আর মাহি মুগ্ধ থাকে স্ত্রী সাক্ষীর রূপের ছটায়।
তবে এবার শুধু ধোনিকে নয়, ইনস্টগ্রাম গ্লামার উপস্থিতি দিয়ে নজড় কাড়লেন সাক্ষী। মুগ্ধ করেছেন তাদের ভক্ত দর্শকদের।

এমনিতেই তারকাদের যেকোনও ঘটনা মূহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। আর সাক্ষীর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার পর তা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাক্ষীর লাস্যময়ী ছবিতে মজেছে পুরো নেট দুনিয়া।

প্রসঙ্গত, ৪ জুলাই, ২০১০ সালে সাক্ষী রাওয়াতকে বিয়ে করেন ধোনি। কলকাতার মেয়ে সাক্ষী ধোনি বর্তমানে হোটেল ব্যবস্থাপনায় পড়ালেখা করেছেন। আর বিয়ের দু’বছর পূর্বে তাজ বেঙ্গলে শিক্ষানবীশ হিসেবে কাজ শেখার সময় তারা একে-অপরের সাথে পরিচিত হন। বাগদানের একদিন পর প্রচার মাধ্যম ও ভক্তদের কাছে বিয়ের কথা প্রকাশ পায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দিলীপ কুমারকে দেখতে গেলেন শাহরুখ খান

বলা হয় শাহরুখ খান নাকি তার ‘মু বোলা বেটা’। আর তাই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সোজা দিলিপ কুমারের বাড়িতে হাজির হন কিং খান।
আর সেই ছবি এবার টুইট করেছেন দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু।

ছবিতে দেখা যাচ্ছে, বলিউডের বর্ষিয়ান অভিনেতা দিলীপ কুমার এবং তার স্ত্রী সায়রা বানুর সঙ্গে বসে রয়েছেন বাদশা খান। আর ওই ছবি শেয়ার করার পর পরই তা ভাইরাল হয়ে যায়।

সম্প্রতি কিডনিতে সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় দলীপ কুমারকে। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি রাখা হয় তাকে। শোনা যায়, বলিউডের ওই বর্ষিয়ান অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। কিন্তু, ৯ অগাস্ট হাসপাতাল থেকে থেকে ছাড়া হয় দিলীপ কুমারকে। আর এরপরই দিলীপ কুমারের সঙ্গে দেখা করতে যান শাহরুখ খান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিশ্বের সেরা বাসযোগ্য শহর হিসেবে নির্বাচিত হল অস্ট্রেলিয়ার রাজধানী মেলবোর্ন। সত্যিই অসাধারণ এই শহরে রয়েছে ফেডারেশন স্কোয়ার, রয়্যাল বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানাসহ একাধিক অসাধারণ দৃশ্যনীয় স্থান।
যা দেখলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। এছাড়াও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, যা ক্রিকেট দুনিয়ার ঐতিহাসিক মঞ্চ। এই সকল কারণেই মেলবোর্নকে বিশ্বের সেরা বাসযোগ্য শহর হিসেবে নির্বাচিত করা হল।

এই নিয়ে সাতবার ধারাবাহিকভাবে মেলবোর্ন শহরটি এই শিরোপা পেল। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের পক্ষ থেকে এই খেতাব তুলে দেওয়া হল মেলবোর্নকে। এই শহরটিকে ১০০ নম্বরের মধ্যে ৯৭.৫ নম্বর দেওয়া হল। ২০১৬-তেও এই একই নম্বর পেয়ে শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছিল মেলবোর্ন। ১৪০টি শহরকে হারিয়ে শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নিল এই শহরটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতায় চিকিৎসকদের সাথে ডা. রুহুল হক এমপির মতবিনিময়

তরিকুল ইসলাম লাভলু : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফ টাউনপাড়ায় সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্জ ডাঃ আফম রুহুল হক’র নিজস্ববাসভবনে বুধবার (১৬ আগস্ট) বিকাল ৫টায় বঙ্গবন্ধু ডিপ্লোমা চিকিৎসক পরিষদ,পল্লী চিকিৎসক,মেডিকেল টেকনোলজিস্টদের সাথে জাতীয় শোক দিবস উপলক্ষে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি তারিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্জ ডাঃ আফম রুহুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ তৌহিদুর রহমান,বঙ্গবন্ধু ডিপ্লোমা চিকিৎসক পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডাঃ শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক ডাঃ আঃ আজিজ, কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডাঃ আকছেদুর রহমান, শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলোজিস্ট ডাঃ শেখ মশিউর রহমান, কালিগঞ্জ গ্রাম্য ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ডাঃ আব্দুল কাদের, সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম। এসময় আরো উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ মোজাম্মেল হোসেন,ডাঃ মোঃ মাহফুজুর রহমান, ডাঃ মোঃ আবু হাসান, ডাঃ ওমরেশ হালদার,ডাঃ শংকর কুমার পাল, ডাঃ মোনতেজ উদ্দীন, ডাঃ শরত চন্দ্র রায়, ডাঃ ইয়াছিন আলী, ডাঃ নাজমুল হোসেন, ডাঃ দিবাকর রায়, ডাঃ কামরুল ইসলাম, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খোকন, নলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফিরোজ শাহরিয়ার,নলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জেডএইচ খান জফ প্রমূখ। উক্ত অনুষ্ঠানে সকল চিকিৎসকেরা তাদের বক্তব্য,বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। এসময় প্রধান অতিথি ডাক্তারদের সকল সমস্যার সমাধানের আশ্বাস দেন ও শোককে শক্তিতে পরিনত কওে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাগ্রত সাতক্ষীরা’র আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : বুধবার ১৬ অগাস্ট বুধবার বিকালে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে জাগ্রত সাতক্ষীরা’র উদ্যোগে জাতীয় শোক দিবস’১৭ পালন উপলক্ষে আলোচনা সভা ও “আবৃত্তিমালাঃ কবিতায় বঙ্গবন্ধু” শীর্ষক বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা’র এক আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠন সভাপতি সায়েম ফেরদৌস মিতুল’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা আ. হ. ম তারেক উদ্দীন। আরো বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সচিব মোশফিকুর রহমান মিল্টন, শিক্ষা অধিদপ্তরের সহকারি ইন্সটেক্টর মোঃ ইয়াছিন আলী, মঞ্জরুল হক, মনিরুজ্জামান ছট্টু, দিলরুবা রুবি, শামিমা পারভিন রতœা, শেখ সিদ্দিকুর রহমান, আব্দুস সোবহান, মন্ময় মনির প্রমুখ।
অনুষ্ঠানে বিশ্বরুপ ঘোষ, মিহির কান্তি সরকার, সুমাইয়া ঝরা, মারিয়া মম, নাসরিন সুলতানা বিথী, অনিষা রায়, তনিমা ঢালী, বনানি আক্তার সহ ২১ জন বঙ্গবন্ধুর উপর নিবেদিত কবিতা আবৃত্তি করেন। এবং পরিশেষে জাগ্রত সাতক্ষীরা এর পক্ষ থেকে আবৃত্তি পরিবেশনে অংশগ্রহণকারী সকলকে বই উপহার দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেস্ক রিপোর্ট : কক্সবাজারের টেকনাফে বেড়াতে গিয়ে ফেরার পথে ৬০ লাখ টাকার ইয়াবার চালান নিয়ে ধরা পড়েছেন স্থানীয় পত্রিকার সম্পাদকসহ চারজন।
এ সময় দৈনিক আলোকিত সকাল পত্রিকার লোগো লাগানো একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। জব্দ করা হয় ‘এবি’ টিভির একটি লোগো ও ক্যামেরা স্ট্যান্ড।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সৈকতের মেরিন ড্রাইভ সড়কের ইনানি এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা তাদের আটক করে।
আটকরা হলেন- ঢাকার উত্তরখান আমবাগান কুড়িপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে ও দৈনিক আলোকিত সকালের সম্পাদক ও প্রকাশক মোখলেসুর রহমান মাসুম (৪৪), নেত্রকোনা সদরের আব্বাস নগর এলাকার মৃত আবদুল কুদ্দুসের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), টেকনাফ পৌর এলাকার নতুন পল­ানপাড়ার মাস্টার আবুল মনজুরের ছেলে সাইফুল ইসলাম (২৮) ও কারচালক কুড়িগ্রামের বুড়িয়ামারীর পাথরডুবির মু. নুরুজ্জামানের ছেলে মো. মানিক (৩৫)।
কক্সবাজার জেলা ডিবি পুলিশের ওসি মনিরুল ইসলাম জানান, সংবাদপত্রের লোগো লাগানো প্রাইভেটকারে ইয়াবা পাচারের খবর পেয়ে জেলা ডিবি অভিযান চালায়।
ইনানিতে নির্মাণাধীন ক্যাডেট কলেজ রিসোর্টের সম্মুখ এলাকায় দৈনিক আলোকিত সকাল পত্রিকার লোগো লাগানো (ঢাকা মেট্রো-ট-১২-৩৫৯৪) নম্বরের কারটি থামান তারা।
এ সময় তল্লাশি করে গাড়িটির অতিরিক্ত চাকার ভেতরে বিশেষ কৌশলে রাখা ইয়াবার বেশ কিছু প্যাকেট বের করা হয়। তা গুণে ২০ হাজার ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ৬০ লাখ টাকা।
ডিবি পুলিশের ওসি মনিরুল ইসলাম অারও বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় কোরবানিকে সামনে রেখে প্রস্তুত ৫৩ হাজার পশু

আসাদুজ্জামান : আর মাত্র কয়েকদিন বাদেই পবিত্র ঈদুল আজহা। আর এই ঈদুল আজহার আগেই ভারত থেকে সাতক্ষীরা সীমান্ত দিয়ে গরু আসা একেবারেই কমে যাওয়ায় দেশি গরুর কদর বেড়েছে আগের চেয়ে অনেক বেশি। সরগরম হয়ে উঠেছে সাতক্ষীরার গরুর হাটগুলো। একই সাথে দেশি গরুর উৎপাদন এবং চাহিদাও বেড়েছে অনেক গুণ। এবার কোরবানিতে জেলার চাহিদা মিটিয়ে ১০ হাজারের ওপরে গরু, ছাগল ও ভেড়া উদ্বৃত্ত থাকবে। যা জেলার চাহিদা মিটিয়ে বাইরেও পাঠানো সম্ভব হবে বলে জানিয়েছেন প্রাণিসম্পদ বিভাগ।
সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, স্থানীয় সরকারি পশু চিকিৎকদের সহযোগিতায় এ বছর সাতক্ষীরার সাতটি উপজেলায় ৫৩ হাজার ২৯৯ টি গরু ছাগল ও ভেড়া প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে ৩২ হাজার হাজার ১১৪টি গরু, ১৫ হাজার ৬৫১ টি ছাগল, ৫ হাজার ৫৩৪টি ভেড়া কোরবানীর জন্য প্রস্তুত রাখা হয়েছে। কোরবানীর পশু বিক্রির উদ্দেশ্যে বাণিজ্যিকভাবে শতাধিক গরু মোটাতাজাকরণ খামারও গড়ে উঠেছে।
কোরবানীতে দেশি জাতের ও শংকর জাতের গরু চাহিদা বেশি থাকায় খামারীরা এ ধরনের গরু স্বাস্থ্যসম্মতভাবে মোটা তাজাকরণ করেছেন বছর জুড়ে। জেলার বড় পশুর হাট পাটকেলঘাটা বাজার, দেবহাটার পারুলিয়া ও সাতক্ষীরা সদরের আবাদের হাট। কোরবানীর ঈদকে সামনে রেখে নতুন পুরাতন পশুহাটগুলোতে কোরবানীর পশু উঠতে শুরু করেছে। ইতিমধ্যে স্থানীয় ব্যবসায়ি ও বেপারিরা বাড়ি বাড়ি যেয়ে পশু অনুযায়ি দরদাম করে কিনতে শুরু করেছেন। আবার কেউ কেউ নিজেরা বাড়িতে গিয়ে পছন্দের গরু-ছাগল কিনে রাখছেন।
শহরের মিয়া সাহেবেরডাঙি গ্রামের আব্দুল গফ্ফার জানান, তিনি ৯ গরু পালন করছেন সাত মাস ধরে। ভারত থেকে গরু না আসলে তিনি ভাল দামে গরু গুলি বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।
সদর উপজেলার দহাকুলা গ্রামের চৌধুরী বাসিরুল ইসলাম জানান, তিনি চার বছর ধরে গরু পালন করছেন। বর্তমানে তার ফার্মে ৮ টি গরু রয়েছে। এর মধ্যে কোরবানীর উপযুক্ত আছে ৫টি গরু। কোরবানিতে দেশি গরুর চাহিদা বেশি থাকায় তিনি ভাল লাভ করতে পারবেন বলে জানান।
তিনি আরও বলেন, পশু পালনে একদিকে যেমন দারিদ্র বিমোচনে বেকারত্ব ঘুচাচ্ছে, অন্যদিকে আমিষের চাহিদা পূরণে অগ্রনী ভুমিকা রেখেছে।
সংশ্লিষ্ট সুত্র মতে, সাতক্ষীরার ভাতশালা, হাড়দ্দাহ, বৈকারী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, ঘোনা, গাজীপুর, ভোমরা, মাদরা, হিজলদী, চান্দুড়িয়াসহ সীমান্তের ১৭ টি পয়েন্ট দিয়ে এক সময় প্রতিদিন ৪ থেকে ৫ হাজার ভারতীয় সিন্ধি, ফ্রিজিয়ান, জার্সি, হরিয়ানা, নেপালী, সম্বলপুরিসহ বিভিন্ন জাতের গরু বাংলাদেশে আসতো। এসব গরু নিয়ে যাওয়া হত রাজধানী ঢাকা, চট্রগ্রামসহ দেশের বিভিন্নি স্থানে।
সীমান্তবর্তী ভাতশালা গ্রামের বজলুর রহমান জানান, ভারত কঠোর হওয়ায় সাতক্ষীরা সীমান্ত দিয়ে গরু আসছেনা বললেই চলে। মাঝে মধ্যে দুই পাচটা গরু আসছে। যা কোরবানীর বাজারে কোনো প্রভাব ফেলবেনা। এমনকি খাটালগুলি বন্ধ হওয়ার মত অবস্থা হয়েছে বলে জানান তিনি।
সাতক্ষীরা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তা আব্দুল লতিফ জানান, সাতক্ষীরার চারটি করিডোরের আওতায় ২০১৩-১৪ অর্থবছরে সীমান্ত দিয়ে ভারত থেকে গরু এসেছে ১৪ লাখ ৪০ হাজার টি, ২০১৪-১৫ অর্থ বছরে ৭ লাখ ৫০ হাজার ৯৯৪ টি, ২০১৫-১৬ অর্থ বছরে মাত্র ৭৬ হাজার ৬৭০ টি, ২০১৬-১৭ অর্থ বছরের ১ লাখ ১৪হাজার ৩৯৮ টি গরু এসেছে। ২০১৭-১৮ অর্থ বছরের জুলাই মাসে ৩হাজার ২৬২ টি গরু এসেছে। যা গেল বছরগুলোর তুলনায় খুবই কম। বর্তমানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ভারত থেকে গরু পারাপারে কড়াকড়ি করায় গরু আসা একেবারেই কমে গেছে।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সমরেশ চন্দ্র দাশ জানান, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সাতক্ষীরায় ৫৩ হাজার ২৯৯টি গরু-মহিষ ও ছাগল কোরবানীর জন্য প্রস্তুত করা হয়েছে। জেলায় কোরবানির চাহিদা রয়েছে ৪৩হাজার ২০০ টি কোরবানী উপযুক্ত পশু। সেই হিসেবে জেলার কোরবানির চাহিদা মিটিয়েও ১০ হাজার ৯৯টি গরু-মহিষ ও ছাগল উদ্বৃত্ত থাকবে বলে জানান তিনি। তবে ভারত থেকে গরু না আসায় দেশিয় কৃষকরা লাভবান হচ্ছে বলেও জানান প্রাণি সম্পদ কর্মকর্তা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ট্রাকভর্তি মোবাইল টাওয়ারের চোরাই ব্যাটারি উদ্ধার, হেলপার আটক ১

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় ট্রাকভর্তি মোবাইল টাওয়ারের চোরাই ব্যাটারি উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় ট্রাকের চালক পালিয়ে গেলেও হেলপারকে আটক করা হয়। বুধবার ভোরে পৌর সদরের তুলশীডাঙ্গাস্থ ইউরেকা ফুয়েল পাম্প এলাকার যশোর-সাতক্ষীরা মহাসড়ক থেকে এ আটকের ঘটনা ঘটে।
কলারোয়া থানা সূত্র জানায়- থানার অফিসার ইনচার্জ বিপ্লব দেব নাথের নির্দেশনায় হাইওয়ে ডিউটি চলাকালে বুধবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই আজম মাহমুদ পিপিএম, সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) রুহুল আমিন রুবেলের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স কলারোয়া পৌরসভাধীন তুলশীডাঙ্গা গ্রামস্থ সাতক্ষীরা-যশোর মহাসড়ক সংলগ্ন ইউরেকা তেল পাম্পের সামনে পাঁকা রাস্তায় একটি মিনি ট্রাক (ঝিনাইদহ ট-০৪০২) আটক করে তল¬াশী করে। এসময় ওই ট্রাকের ডালার মধ্য থেকে ২৪টি মোবাইল টাওয়ারে ব্যবহৃত ব্যাটারি উদ্ধার করা হয়। তখন গাড়ির ড্রাইভার ও হেলপার কৌশলে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। চালক পালিয়ে যেতে সক্ষম হলেও হেলপার মতিয়ার রহমান (৩৩)কে আটক করে পুলিশ। আটক মতিয়ার যশোর জেলার অভয়নগর থানার কাপাশহাটি (মসজিদের পার্শ্বে) গ্রামের মৃত আল-আমিন বিশ্বাসের ছেলে। এ ঘটনায় কলারোয়া থানায় মামলা হয়েছে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest