সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিতসাতক্ষীরায় বিএনপি নেতা চিশতি’র মনোনয়নের দাবিতে সড়ক অবরোধগ্রীন কোয়ালিশন সাতক্ষীরা জেলা ইউনিটের কমিটি গঠনগণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভসাতক্ষীরায় প্রকাশ্যে চেতনানাশক স্প্রে করে এক নারীর গহনা ও মোবাইল ছিনতাইসাতক্ষীরায় উপকূলীয় এলাকায় ক্রীড়া উৎসব১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিসড়ক দুর্ঘটনায় আহত জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারিসাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন : জামায়াত সমর্থিত ৫টি পদে বিজয়সাতক্ষীরায় মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতির অভিযোগে চাকুরিচ্যুত দুই শিক্ষক ভ্রাতা চাকুরি ফিরে পেতে মরিয়া

পুরো চীন টার্গেট করতে পারবে ভারতের মিসাইল!

চীনকে সামনে রেখে নিত্য নতুন অস্ত্রে নিজেদের ভাণ্ডার সাজাচ্ছে ভারত। সেইসঙ্গে পাকিস্তানকে সামনে রেখে নিউক্লিয়ার স্ট্র্যাটেজি তৈরি করছে ভারত।
সম্প্রতি দুই মার্কিন পরমাণু বিশেষজ্ঞ জানিয়েছেন, পাকিস্তানের কথা মাথায় রেখে ভারতের শক্তি বৃদ্ধি এবার কাজে আসবে চীনের ক্ষেত্রেও। ভারতের উন্নত পরমাণু শক্তির প্রশংসা করে তাঁদের লেখায় এ সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরেন ওই দুই মার্কিন বিশেষজ্ঞ। একটি জার্নালে প্রকাশিত খবর অনুযায়ী, ভারতের মিসাইল এতোটাই উন্নতমানের করা হচ্ছে যে, তা দক্ষিণ ভারত থেকে সমগ্র চীনের ওপর টার্গেট করতে পারবে।

ওই দুই মার্কিন বিশেষজ্ঞের মতে, পাকিস্তানের বিষয়ে ভারতের পরমাণুনীতি এবার কাজে আসবে চীনের জন্য। চীনের দিকেই কড়া নজর রয়েছে ভারতের। আগামী দিনে ভারত যে আরও কয়েক ধাপ এগিয়ে যাবে শক্তি বৃদ্ধির ক্ষেত্রে এমনটাও মনে করেন তাঁরা। সম্প্রতি এক মার্কিন ম্যাগাজিনে এই তথ্য প্রকাশিত হয়েছে। ভারত আনুমানিক ৬০০ কিলোগ্রাম প্লুটোনিয়াম উৎপন্ন করেছে। যা থেক অন্তত ১৫০-২০০টি নিউক্লিয়ার ওয়ারহেড তৈরি করতে পারে। যদিও পুরো প্লুটোনিয়াম থেকেই অস্ত্র তৈরি করা হয় না। তবু ১২০-১৩০টি ওয়ারহেড তৈরি করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কেয়ামত থেকে কেয়ামতের প্রস্তাব পেয়েছিলেন বিপাশা-তৌকীর

সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে সিনেমা জগতে পা রেখেছিলেন নায়ক সালমান ও অভিনেত্রী মৌসুমী। এখন যে ছবিটি বাংলা সিনেমার ইতিহাসে একটি মাইলফলক হয়ে আছে।

জানা যায়, বিপাশা হায়াত-তৌকীর আহমেদের কাছেও গিয়েছিল এই ছবিতে অভিনয়ের প্রস্তাব। তবে নিজেদের মূলধারার বাণিজ্যিক ছবিতে দেখতে চান না বলেই দুই জন এ ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। সম্প্রতি একটি চ্যানেলের ঈদ অনুষ্ঠানে এমন চমকপ্রদ তথ্য দিয়েছেন তারকা দম্পতি বিপাশা-তৌকীর। উক্ত অনুষ্ঠানে সফল জুটি বিপাশা-তৌকীর তাদের না বলা অনেক কথা জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভয়াবহ সড়ক দুর্ঘটনার ২ ভারতীয় অভিনেতা নিহত

শ্যুটিং সেরে ফেরার পথে মুম্বই-আমদাবাদ জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন কালারসে সম্প্রচারিত পৌরানিক শো মহাকালী-অন্থ হি আরম্ভ হ্যায়-এর দুই অভিনেতা। তাঁরা যে গাড়িটি চালাচ্ছিলেন, সেটি সজোরে গিয়ে ধাক্কা মেরেছে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে।

নিহত দুই অভিনেতা হলেন গগন কাঙ এবং অরিজিত লাভানিয়া। গুজরাতের উম্বারগাঁওয়ে দুদিন শ্যুটিং ছিল তাঁদের। সেখানেই শ্যুটিং শেষ করে মুম্বই ফিরছিলেন দুই অভিনেতা।

দুর্ঘটনার তীব্রতা এতটাই মারাত্মক ছিল যে অভিনেতাদের গাড়িটির ছাদের একটা অংশ উড়ে গেছে। সিরিয়ালের দুই অভিনেতার আকস্মিক এই মৃত্যুতে শোকস্থব্ধ শোয়ের প্রোডিউসার সিদ্ধার্থ কুমার তিওয়ারি। দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানিয়েছেন সিদ্ধার্থ। এই ক্ষতি অপূরণীয়, মন্তব্য প্রযোজকের।

পৌরানিক সিরিয়ালটিতে ইন্দ্রর ভূমিকায় অভিনয় করতেন মিস্টার কাঙ, নন্দীর চরিত্রে ছিলেন মিস্টার লাভানিয়া।

দুর্ঘটনাগ্রস্থ এলাকায় গিয়ে পালঘাড় জেলার মানোর থানার ইন্সপেক্টর মহেশ পাটিল জানান, গাড়ির মধ্যে থেকে বিয়ারের ক্যান ও বিভিন্ন স্ন্যাক্সের প্যাকেট উদ্ধার করেছেন তাঁরা। ঠিক কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখছে পুলিশ। আপাতত দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরীক্ষা করে দেখা হচ্ছে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিও।

প্রসঙ্গত, একটি সমীক্ষায় দেখা গিয়েছে প্রতিদিন ভারতে পথদুর্ঘটনায় প্রায় চারশো মানুষের মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আইএসের শেষ ঘাঁটিতে ইরাকি বাহিনীর অভিযান

ইরাকে ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা সবশেষ গুরুত্বপূর্ণ শহর তাল আফার পুনর্দখলে অভিযান শুরু করেছে দেশটির সরকারি বাহিনী। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি এ অভিযানের কথা ঘোষণা করেন।

তিনি বলেন, “আইএসের জিহাদিদের সামনে দুটি পথ খোলা রয়েছে। হয় আত্মসমর্পণ করা নয়তো মৃত্যু”। জুলাই মাসে আইএসের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি মসুল দখলের পর তাল আফারের নিয়ন্ত্রণ নেবার লক্ষ্য ঠিক করে ইরাকি সেনাবাহিনী।

শিয়া মুসলিম অধ্যুষিত এ শহরটি ২০১৪ সালে নিজেদের নিয়ন্ত্রণে নেয় ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠী। মসুল ও সিরিয়া সীমান্তের মধ্যবর্তী স্থানে আল আফারের অবস্থান। আর আইএস সদস্যদের সরবরাহ পথের অন্যতম একটি ছিল সিরিয়ার এই সীমান্তপথটি। তাল আফারে স্থল অভিযানের প্রস্তুতি হিসেবে গত কয়েকদিন ধরে শহরটির আইএসের অবস্থান লক্ষ্য করে ওপর বোমাবর্ষণ করেছে ইরাকের যুদ্ধবিমানগুলো।

এরপর রোববার ইরাকের মানচিত্র ও ইরাকি পতাকার সামনে দাঁড়িয়ে কালো সামরিক পোশাক পরে প্রধানমন্ত্রী আল আবাদি এক ঘোষণায় বলেন “তাল আফার মুক্ত করার অভিযান শুরু হচ্ছে। দায়েশকে (ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীকে) বলছি, আত্মসমর্পণ অথবা মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই।”

এরপর ইরাকি সেনাবাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “পুরো বিশ্ব আপনাদের সঙ্গে আছে”।

আবাদির এই ভাষণের কয়েক ঘন্টা আগে ইরাকের বিমান বাহিনী তাল আফারের বাসিন্দাদের উদ্দেশ্যে আকাশ থেকে লিফলেট ছাড়ে। যেখানে পুরো শহরবাসীকে আসন্ন হামলার জন্য ‘প্রস্তুত’ হতে সতর্ক করে দেয় ইরাকি বাহিনী।

ওই লিফলেটে লেখা ছিল “ওপরওয়ালার ইচ্ছায় যুদ্ধ আসন্ন এবং বিজয় আসছে”। তাল আফার শহরটির দক্ষিণদিকে ঘিরে রয়েছে ইরাকি সরকারি বাহিনী ও শিয়া মিলিশিয়া বাহিনী, এছাড়া উত্তর দিকে রয়েছে কুর্দি পেশমার্গা যোদ্ধারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তৃণমূল পর্যায় পর্যন্ত সর্বত্র দলকে সুসংগঠিত রাখতে হবে -নজরুল ইসলাম

হিরোন খান : “দেশের স্বাধীনতার বঙ্গবন্ধু জীবনের অনেকটা সময় কারাগারে কাটিয়েছেন, জুলুম-নির্যাতন সহ্য করেছেন। তার অসাধারণ নেতৃত্বেই বাংলাদেশ আজ স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বিশ্ব দরবারে অধিষ্ঠিত। ৭৫’ এর ১৫ অগাস্ট পাকিস্তানের দোসর ঘাতক-দালাল চক্র তাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে পিছিয়ে দিয়েছিল বহুকাল। কিন্তু জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আজ জাতির জনকের স্বপ্নের বাংলাদেশ বিশ্বব্যাপী সম্মানের সাথে এগিয়ে চলেছে। আমাদেরকে এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। তৃণমূল পর্যায় পর্যন্ত সর্বত্র দলকে সুসংগঠিত রাখতে হবে।”- সাতক্ষীরা পৌর ৩ নং ওয়ার্ড আ’ লীগের আলোচনা সভা ও দোয়ানুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম এসব কথা বলেন।
রবিবার সন্ধ্যায় সংশ্লিষ্ট ওয়ার্ড আ ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ মাস্টারের সভাপতিত্বে ৩ নং ওয়ার্ড আ ’লীগের কর্মী সভা, শোক দিবসের আলোচনা ও দোয়নুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু, পৌর আওয়ামীলীগের সভাপতি আবুু সায়ীদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ তায়ফুল ইসলাম, হিরোন, মেহেদী, হারুনসহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আ ’লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুস সেলিম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে অপহরণের ৭দিন পর কলেজ ছাত্রী উদ্ধার, অপহরণকারী আটক

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জে কলেজ ছাত্রী অপহরণের ৭ দিন পর উপ-পরিদর্শক সুধাংশু শেখর হালদার গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর ১২টার দিকে সাতক্ষীরার রসুলপুরের ভাড়াটিয়া হাবিবুর রহমানের বাড়ি থেকে উদ্ধার করেছে। অপহরণে সহায়তাকারী মটর সাইকেল চালককে শনিবার দিবাগত ভোরে তার বাড়ি থেকে আটক করার পর তারই সহায়তায় ভিকটিম উদ্ধার ও অপহরণকারি গ্রেফতার হলেও থানা পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। উদ্ধার হওয়া কলেজ ছাত্রীর নাম প্রিয়াঙ্কা মলি¬ক (১৮)। সে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের চ-িতলা গ্রামের জগন্নাথ মল্লি¬কের মেয়ে ও কুশুুলিয়া স্কুল এ- কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। অপহরণকারি ইসরাফিল হোসেন বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের কাঠ ব্যবসায়ী মিজানুর রহমানের ছেলে একই কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্র। কুশুলিয়া চ-ীতলা গ্রামের গোপীনাথ সরদারের ছেলে প্রভাষ সরদার জানান, শরীকদের সঙ্গে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে তার জামাতা একই গ্রামের জগন্নাথ মল্লি¬ক জেল হাজতে রয়েছে। নাতনি প্রিয়াঙ্কা মল্লিক কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া স্কুল এ- কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। কলেজে ও প্রাইভেট পড়তে আসা- যাওয়ার পথে ও মোবাইলে ফরিদপুর গ্রামের ইসরাফিল হোসেন তাকে উত্যক্ত করতো। এ নিয়ে তারা কয়েকবার প্রতিবাদ করেও কোন প্রতিকার পাইনি। একপর্যায়ে ১৪ আগষ্ট সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে বাড়ি থেকে কিছুদূর না যেতেই ইসরাফিল হোসেনসহ তার সঙ্গীরা মোটর সাইকেলে করে দুর্বত্তরা প্রিয়ঙ্কাকে অপহরণ করে। বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসুধনপুর গ্রামের জমাত আলী গাজীর ছেলে ফিরোজ হোসেন তার মোটর সাইকেলে করে ইসরাফিল ও প্রিয়ঙ্কাকে সাতক্ষীরায় পৌছে দেয় বলে পরবর্তীতে তারা জানতে পারেন। এ ঘটনায় অপহৃতের মা নিভা রানী মল্লি¬ক বাদি হয়ে পর দিন সন্ধ্যায় ইসরাফিল হোসেন, তার বাবা মিজানুর রহমানসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের নামে থানায় মামলা দায়ের করেন। এ মামলার তদন্তকারি কর্মকর্তা উপ-পরিদর্শক সুধাংশু শেখর হালদার জানান, প্রিয়ঙ্কা অপহরণে সহায়তা করার অভিযোগে রোববার ভোর চারটার দিকে উপজেলার মুকুন্দ মধুসুধনপুর গ্রামের নিজ বাড়ি থেকে ফিরোজ হোসেনকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ ও মোবাইল ট্র্যাকিং করে ফিরোজকে নিয়ে রবিবার দুপুরে সাতক্ষীরা শহরের রসুলপুরের ভাড়াটিয়া হাবিবুর রহমানের বাসা থেকে ইসরাফিলকে আটক করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় অপহ্নত কলেজ ছাত্রী প্রিঙ্কা মল্লিকে। তবে অপহরণের সহযোগিতার সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা লস্কর জায়াদুল হক জিজ্ঞাসাবাদ শেষে ফিরোজ হোসেনকে মুচলেকা নিয়ে ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার সকালে ইসরাফিলকে আদালতে পাঠানো হবে। একই সময়ে ভিকটিম প্রিয়াঙ্কাকে ডাক্তারী পরীক্ষা ও জবানবন্দির জন্য আদালতে পাঠানো হবে। কুশুলিয়া ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, প্রিয়ঙ্কাকে ১৬ আগষ্ট বাগেরহাটের নোটারী পাবলিক এসএম রেজাউল করিমের মাধ্যমে ১২৬১ নং এফিডেফিড মুলে ধর্মান্তরিত প্রিয়ঙ্কাকে সাড়ে ১৮ বছর বয়স ও একই বয়সের ইসরাফিলকে সাড়ে ২১ বছর বয়স দেখিয়ে বিবাহ দেখানো হয়। বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজউদ্দন জানান, জন্ম নিবন্ধন অনুযায়ি ইসলাফিলের বয়স সাড়ে ১৮ বছর। সে হিসেবে ইসরাফিল ও প্রিয়ঙ্কা স্বামী স্ত্রী হিসেবে রসুলপুরে বসবাস করছিল। অপহরণে সহায়তাকারি হিসেবে পুলিশ ফিরোজ হোসেনকে আটক করার পর তারই দেওয়া তথ্য মতে ইসরাফিলকে গ্রেফতার করেছে। অপহরণকারী ইসরাফিলকে (জন্ম নিবন্ধন অনুযায়ি সাড়ে ১৮ বছর) সাড়ে ২১ বছরের সাবাবলক বানিয়ে এফিডেফিডকারি বাগেরহাটের নোটারী পাবলিক এসএম রেজাউল করিমের শাস্তি ও তার লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন সচেতন মহল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা মন্দির সমিতির নব নির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা মন্দির সমিতির নব নির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল সাড়ে ৫টায় নব নির্বাচিত সভাপতি বিশ্বনাথ ঘোষ ও সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ প্রাক্তন কমিটির সভাপতি মঙ্গল কুমার পাল ও এড. অনীত মুখার্জীর কাছ থেকে অনড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে জেলা মন্দির সমিতির কার্যালয়ে দায়িত্বভার গ্রহণ করেন। উক্ত দায়িত্বভার অর্পন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা মন্দির সমিতির উপদেষ্টা অধ্যাপক সুকুমার দাস, ধীরু ব্যানার্জী, নব নির্বাচিত কমিটির কর্মকর্তাবৃন্দসহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ মন্দিরের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য গত ২৮ জুলাই শুক্রবার সাতক্ষীরা জেলা মন্দির সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিশ্বনাথ ঘোষ ও রঘুজিৎ গুহ প্যানেল ১৫টি পদে নিরস্কুশ বিজয় লাভ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সখিপুর ঈদগাহে শোক র‌্যালি ও আলোচনা সভা

কেএম রেজাউল করিম : দেবহাটার সখিপুর ইউনিয়নের ঈদগাহে শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের উদ্যোগে রবিবার বিকাল ৫ টায় সখিপুর ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে শোক র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঈদগাহ বাজার শহীদ মিনার চত্বরে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় সখিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তৈহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা তাঁতীলীগের যুগ্ন-আহবায়ক মাহাবুবর রহমান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান, সাবুর আলী, যুগ্ন-সম্পাদক এনামুল হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ফয়জুল্লাহ, সবুজ সোহাগ, সজিব হোসেন, নাজমুল হোসেন, রফিক নুরমোহাম্মাদ, কবির হোসেন, আহছানউল্লাহ কল্লোল প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সখিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest