সর্বশেষ সংবাদ-
হাসানের পরিবারের দাপট অব্যাহত: পাটকেলঘাটায় মানববন্ধনে প্রকাশ্য হামলাচতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হওয়া তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের (গত বুধবার) ঘটনা। মাঠ থেকে এসে ড্রেসিংরুম ঢোকার জন্য কাচের দরজায় হাত দিয়ে ধাক্কা দিতেই সেটি ঝনঝন করে ভেঙে পড়ে। ভারসাম্য হারিয়ে তামিম পড়ে যান সেই কাচের ওপরই। মাথায় হেলমেট আর পায়ে প্যাড থাকায় বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেও ভাঙা কাচের টুকরো পেটে ঢুকে গিয়ে ভালোই রক্ত ঝরেছে তামিমের।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে জাতীয় দলের বাঁহাতি ওপেনার কাল মুঠোফোনে বলছিলেন, ‘দরজাটা ধাক্কা দেওয়ামাত্র কাচ ভেঙে আমার গায়ের ওপর পড়ল। আমিও মাটিতে পড়ে গেলাম। আমার প্যাডগুলো দেখলে বুঝতে পারতেন কত ভয়ংকর ছিল সেটা। প্যাড না থাকলে এর চেয়েও খারাপ কিছুও হতে পারত।’

যা হয়েছে তাতেই অবশ্য তামিমের পেটে সেলাই পড়েছে চারটি। পরের দুই দিন মাঠে যেতে পারেননি। আজ-কালের মধ্যে সেলাই কাটা হলে অবস্থা পর্যবেক্ষণ করা হবে। এরপরই হবে তাঁর অনুশীলনে ফেরার সিদ্ধান্ত। তামিম অবশ্য বলেছেন, দুর্ঘটনা ঘটার পর অন্তত পাঁচ দিন তিনি কিছু করতে পারবেন না বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাজীবের সঙ্গে যা করেছি ভুল করিনি : প্রভা

তাকে ঘিরে বিতর্কের কোন শেষ নেই। অশ্লিল ভিডিও, কয়েকবার বিয়ে ইত্যাদি নানা বিষয়ে সমালোচনাতে আসতে হয়েছে তাকে। বলছি সময়ের আলোচিত ও সমালোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা নিয়ে।

সময়টা ২০১০ সাল। সে বছর এপ্রিল মাসের ১৬ তারিখে দীর্ঘদিনের প্রেমিক রাজীবের সঙ্গে বাগদান হয়েছিল আলোচিত মডেল অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার। বাগদান হলেও বিয়ে হয়নি তাদের। সম্পর্কে ভাটা পড়ে অভিনেতা অপূর্বর সঙ্গে নতুন প্রেমকাহিনীর কারণে।

যথারীতি তাই হলো। অনামিকায় রাজীবের দেয়া আংটি খুলে রেখে অপূর্বর সঙ্গে পালিয়ে বিয়ের পিঁড়িতে বসেন প্রভা। ১৯শে আগস্ট বৃহস্পতিবার তারা মালাবদল করেন।

খবরটি চাউর হতেই হট্টগোল লেগে যায় সর্বত্র। বাগদান হওয়া স্বামীকে বিয়ে না করে অন্য একজনকে জীবনসঙ্গী করে নেন প্রভা। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই মডেল অভিনেত্রী। সমালোচনা কিংবা আলোচনা যা-ই হোক।

প্রভার সঙ্গে অপূর্বর বিয়ের কিছুদিন পরই ক্ষিপ্ত হয়ে উঠলেন রাজীব। তারপরের ঘটনা কারও অজানা নয়। অপূর্বর ঘরণী হওয়ার আগে প্রেমিক রাজীবের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত ফাঁস হয়ে যায় ইউটিউবে। ২৭ মিনিটের একটি ভিডিও মুহূর্তেই মানুষের হাতে হাতে পৌঁছে দেন রাজীব। এ নিয়ে দেশ-বিদেশে শুরু হয় তুমুল বিতর্ক।

রাজীবের সঙ্গে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি নিয়ে অবশেষে মুখ খুললেন প্রভা। তিনি বলেন, ‘আমি কোনো পত্রপত্রিকাকে বলিনি যে আমি ভুল করেছি। রাজীবের সঙ্গে আমি যা করেছি তা ভুল করিনি এভাবে বলার জন্য দুঃখিত। হ্যাঁ, বিশ্বাস করেছি। বিশ্বাস করে যদি কোনো ভুল করে থাকি, তাহলে আমি সেটা করেছি।’

প্রভাকে নিয়ে কম তো পানি ঘোলা হয়নি। স্ক্যান্ডাল ফাঁস হওয়ার পর ধীরে ধীরে অভিনয় ক্যরিয়ার থেকে পিছিয়ে পড়তে হয়েছে প্রভাকে। কিন্তু থেমে পরেননি প্রভা। নিজের ইচ্ছা শক্তিকে পুঁজি করে আগামীর পথে হাটছেন তিনি।

খুব বেশি না হলেও ছোট পর্দায় নিজেকে ধরে রেখেছেন। সময়ের আলোচ্য ঘটনা রাজিব প্রভার অশ্লিল ভিডিও ফাঁস হবার পর থেকেই প্রভার উপরে বেশ বড় ভাবেই একটা প্রভাব পড়েছিলো। যার শেষ আজও হয়নি। সেই থেকেই প্রভাকে নিয়ে বিতর্কের যেন শেষ হয়না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বরাবরের মতো এবারও ঈদে বক্স অফিস মাত করতে চেয়েছিলেন সালমান খান। কিন্তু সেই আশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। কারণ তাঁর মুক্তিপ্রাপ্ত ছবি ‘টিউবলাইট’ তেমনভাবে জ্বলে উঠতে পারেনি।

গত ২৩ জুন মুক্তি পাওয়া কবির খান পরিচালিত ছবিটির জন্য পরিবেশকরা অগ্রিম বুকিং দিয়ে রেখেছিলেন। কিন্তু মুক্তি পাওয়ার পরই দর্শকদের হলমুখী করতে ব্যর্থ হয়। এতে পরিবেশকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হন। আর্থিক ক্ষতিগ্রস্ত পরিবেশকরা তাঁদের ক্ষতিপূরণ দাবি করে বসেন।

চলচ্চিত্র বাণিজ্যবিষয়ক বিশ্লেষক কোমল নাথা টুইটারে জানান, ‘পরিবেশকদের ক্ষতিপূরণের অর্থ ফেরত দিতে রাজি হয়েছেন সালমান খান।’

বলিউড হাঙ্গামা জানায়, সালমানের বাবা সেলিম খান মুম্বাইয়ের পরিবেশকদের সঙ্গে আলোচনা করে এ টাকা ফেরত দিতে সম্মত হয়েছিলেন। এর আগে সালমান পরিবেশকদের জুলাইয়ের শেষের দিকে ক্ষতিপূরণের টাকা দিতে চেয়েছিলেন। কিন্তু ওই সময় ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিংয়ের জন্য দেশের বাইরে ছিলেন তিনি। সালমান খান শুটিং শেষে দেশে ফিরলেই মহারাষ্ট্রের এন এইচ স্টুডিওর পরিবেশক শ্রেয়ানস হিরওয়াতকে ৩২ দশমিক ৫ কোটি রুপি ফেরত দিচ্ছেন বলে শোনা যাচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

হজ অব্যবস্থাপনা তদন্তে কমিশন গঠনসহ হজে গমনেচ্ছুকদের পাঠানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

রবিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী মনজিল মোরসেদ। হিউম্যান রাইডস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে তিনি রিটটি দায়ের করেছেন।

রিটে ৪৮ ঘণ্টার মধ্যে হজযাত্রীদের ভিসা জটিলতা দূর করণে সৌদি সরকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রণালয়কে যোগাযোগের জন্য নির্দেশনা চাওয়া হয়েছে।

এছাড়া রিটে একটি তদন্ত কমিশন গঠনেরও নির্দেশনা চাওয়া হয়েছে।

বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে বেলা ২টায় শুনানির কথা রয়েছে।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন।

হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট পৌঁছে ২৪ জুলাই। শেষ ফ্লাইট ২৮ আগস্ট। ফিরতি ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর ও শেষ ফিরতি ফ্লাইট ৫ অক্টোবর। এ বছর চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর।

তবে, ভিসা জটিলতার কারণে এ বছর বিশাল সংখ্যক বাংলাদেশি হাজির হজ অনিশ্চিত হয়ে পড়েছে বলে সূত্র জানায়।

অবশ্য হজ অফিসের অভিযোগ, ভিসা জটিলতা নয় বিমান সংকটের কারণে হজ ফ্লাইট বাতিল হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত সদস্যরা জেলার বেহাল সড়ক আসন্ন ঈদুল আযহার আগে সংস্কারে জোর দিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত উদ্যোগ নিতে বলা হয়েছে। এছাড়াও স্কুল চলাকালীন সময়ে কোচিং বন্ধ রাখা এবং এমপিওভূক্ত শিক্ষকরা কোচিংয়ের সাথে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেয়ার বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়েছে। যদিও এসকল আলোচনা এর আগেও বহুবার জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভার আলোচনা হলেও তার কোন প্রয়োগ বাস্তবে লক্ষ্য করা যায় নি। এখনও সর্বত্র যে যার মত খুশি প্রকাশ্যে কোচিং বাণিজ্য চালিয়ে গেলেও আজ পর্যন্ত সাতক্ষীরা জেলার্একজন শিক্ষকের বিরুদ্ধেও কোন ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি। এ সংক্রান্ত যে জেলা কমিটিটি আছে সেটির কোন সভা মাসের পর মাস অনুষ্ঠিত হয় না। জেলার প্রধান সড়কগুলোর কোনটিই মানব চলাচলের উপযোগীও নেই। এসকল কারণে এসব সভার সিদ্ধান্তের প্রতি ক্রমেই জনগণের আস্থাহীনতা তৈরি হচ্ছে।
রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির উপদেষ্টা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, তালা-কলারোয়া-০১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল লতিফ খান, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আবু আহমেদ, জেলা শিক্ষা অফিসার এস. এম ছায়েদুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আতিকুল হক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল মান্নান, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবশীষ বিশ^াস, সাতক্ষীরা সড়ক ও জনপদের সহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদ, তালা উপজেলা নির্বাহী অফিসার ফরিদ হোসেন, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার, কালিগজ্ঞ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাইনুদ্দীন, বিআরটিএ’র সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী, কাউন্সিলর জ্যোৎন্সা আরা প্রমুখ।
জেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় সাতক্ষীরা সড়কের বেহাল দশা আগামী পবিত্র ঈদুল আযহার আগে দ্রুত নিরসন, যানজট নিরসন, জঙ্গি তৎপরতা ও মাদক রোধ সংক্রান্ত, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সড়ক ও জনপদ এবং পানি উন্নয়ন বোর্ডের কাজের উন্নয়ন কার্যক্রম বিষয়ে সভা করতে হবে। স্কুল চলাকালীন সময়ে কেচিং বন্ধ রাখা, এমপিওভূক্ত শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলার থানা ওয়ারী মামলা অনুযায়ী জুলাই ২০১৭ মাসে মামলা হয়েছে ২শ’ ৯৬টি মামলা হয়েছে। সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় কমিটির সদস্য ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বাংলাদেশি তরুণী তাসনিম জামানকে নিয়ে বিশ্ব মিডিয়ায় হইচই শুরু হয়ে গেছে। গত বুধবার (৯ আগস্ট) তাসনিমের একটি ফেসবুক পোস্ট ঘিরেই এ আলোচনার সূত্রপাত।
বরের সঙ্গে বিয়ের ছবি শেয়ার করে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন তাসনিম।

বিয়ে এবং বিলাসিতা- দুই শব্দকে আলাদা করে ভাবা ভীষণ কঠিন। বিয়েতে বর যাই হোক কনেকে ভারী মেকআপ-শাড়ি-স্বর্ণালংকার পরতে হবে। শুধু বাংলাদেশই নয়, উপমহাদেশ অঞ্চলের সব দেশেই এমন ধারণা প্রচলিত। আর এ বিষয়টিকেই চ্যালেঞ্জ জানাতে চেয়েছেন তাসনিম।

নিজের সবচেয়ে স্মরণীয় দিনে তাসনিম পরেছিলেন নানির সাদামাটা সূতি শাড়ি। ফেসবুকে তার পোস্টটি ২৮ হাজার বার শেয়ার করা হয়েছে। প্রতিক্রিয়া দেখিয়েছেন এক লাখ সাত হাজারেরও বেশি মানুষ। পোস্টটিতে দেড়হাজারের বেশি মন্তব্য পড়েছে।

তাসনিম ফেসবুকে লিখেছেন, আমাদের সমাজে কনে টনের পর টন মেকআপ পরে, ভারি পোশাক করে, গহনার ভারে তারা পড়ে যায় এমন অবস্থা। কনের এই বিলাসিতার ছবি কিন্তু তার পরিবারের প্রতিচ্ছবি নয়। মাঝে মাঝে এসব তাদের ইচ্ছার বিরুদ্ধেই হয়। সমাজই ঠিক করে যে নারীদের জন্য আমাদের এ খরচটা করতে হবে। নারীদের ইচ্ছার বিরুদ্ধে করা এসব কর্মকাণ্ড তাদের জন্য কল্যাণ বয়ে আনে না। সব বিয়েতে গিয়েই আমি শুনেছি মানুষ গল্প করছে, কনে কী সুন্দরী? সে কতটা গহনা পরেছে? তার পোশাকের দাম কত হতে পারে? এসব প্রশ্ন শুনতে শুনতে বড় হওয়ার পর বিয়েতে কনে সেরা মেকআপ আর্টিস্টকে খুঁজতে বাধ্য হয়। অনেক সময়, অর্থ, শক্তি অপচয়ের পর কনে আয়নায় আর নিজেকেই খুঁজে পায় না। কারণ সমাজই তাকে মনে করিয়ে দেয় বিয়ের জন্য তার সত্যিকারের ত্বক যথেষ্ঠ সুন্দর নয়। চাচি-মামি, বন্ধু ও সহকর্মীদের কাছ থেকে সে শুনে গহনা ছাড়া কনের সাজ অসম্পূর্ণ। সেটা এটা বলতে পারে না, বিয়েতে বেশি বেশি গহনা পরলেই সেটা তার পরিবারের সম্মান বাড়িয়ে দিবে কী না? সমাজ থেকে তাকে শুনতে হবে, তুমি মেয়ে। বিয়েতে তুমি কেন গহনা পরনি?…আমার এই সিদ্ধান্তের জন্য অনেক বাধা পেয়েছি। নিজের পরিবারের সদস্যরা বলেছে আমরা তোমার সঙ্গে ছবি তুলব না। কারণ তোমাকে কনের (তারা যেমনটা কল্পনা করে) মতো লাগে না। পরিবারের সেইসব সদস্যদের প্রতি কৃতজ্ঞ যারা এতে আমাকে সমর্থন জানিয়েছেন, বিশেষ করে আমার পাশে যিনি আমার পাশে বসে, খালেদ (খালেদ সাইফুল্লাহ-তাসনিমের বর)। খালেদ, শুধু আমাকে শর্তহীনভাবে সমর্থনই করেনি আমার অবস্থানে গর্ব করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গলছে সমুদ্র পথ, শঙ্কিত বিজ্ঞানীরা

নর্থওয়েস্ট প্যাসেজ। উত্তর মেরু দিয়ে প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে স‌ংযোগ স্থাপন করে দুর্গম এই সাগর-পথ।
এই পথে পাড়ি দেওয়ার স্বপ্ন দেখতেন ভ্রমণপিপাসু অভিযাত্রী থেকে শুরু করে গবেষকরা। অথচ তা করতে গেলে আগে বহু কাঠখড় পোড়াতে হতো।

কিন্তু আজকাল অনায়াসেই পাড়ি দেওয়া যাচ্ছে সেই দুর্গম নর্থওয়েস্ট প্যাসেজে। কারণ ধীরে ধীরে গলতে শুরু করেছে এখানকার জমাট বেঁধে থাকা সেই সমুদ্র। পথ সুগম হওয়ার দরুন এ পথ দিয়ে যেতে এখন সময় লাগছে আগের চেয়ে কম।

এমএসভি নর্ডিকা নামে ফিনল্যান্ডের এক বরফ ভাঙা জাহাজ সব চেয়ে কম সময়ে ওই সাগর-পথে ১০ হাজার কিলোমিটারেরও বেশি পথ পেরিয়ে রেকর্ড গড়ে ফেলেছে। এতটা রাস্তা যেতে জাহাজটি সময় নিয়েছে মাত্র ২৪ দিন।

এই খবর খানিক স্বস্তি দিলেও এর ভিতরেই রয়েছে অশনি সঙ্কেত। কারণ, সমুদ্রের ওই বরফ গলার পিছনে বিজ্ঞানীরা দায়ী করছেন বিশ্ব উষ্ণায়নকে। তাদের দাবি, এই হারে উষ্ণায়ন চলতে থাকলে ২০৫০ সালের মধ্যে নর্থওয়েস্ট প্যাসেজ পুরোপুরি বরফমুক্ত হয়ে যাবে। প্রাণীকূলের জন্য যা মোটেও সুখবর নয়।

বহু বছর ধরে সহজ পথে এশিয়া যাওয়ার রাস্তা খুঁজতেন ইউরোপীয় ব্যবসায়ীরা। কিন্তু পাথরের মতো জমাট বরফ ভেঙে এগোনো সহজ ছিল না। ফলে বাণিজ্য নয়, মূলত অভিযানের পথ হয়েই থেকে গিয়েছিল নর্থওয়েস্ট প্যাসেজ। কিন্তু উষ্ণায়নের দাপটে বরফ গলে যাওয়ায় গ্রীষ্মে আগের চেয়ে সহজে যাত্রা করা যাচ্ছে এই পথ দিয়ে। যেটা করে দেখিয়েছে ফিনল্যান্ডের ওই জাহাজটি।

কানাডার সমুদ্র ও মৎস্য দফতরের রেকর্ড বলছে, এর আগে ২০০৮ সালের ৫ জুলাই কানাডার উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজ নিউফাউন্ডল্যান্ডের সেন্ট জনস থেকে যাত্রা শুরু করেছিল। সেটি গন্তব্যে পৌঁছেছিল ৩০ জুলাই। কিন্তু এ বার এক দল গবেষক এবং সাংবাদিকদের নিয়ে গত ৫ জুলাই ভ্যাঙ্কুভার থেকে রওনা দেয় এমএসভি নর্ডিকা। ২৯ জুলাই ওই জাহাজটি গ্রিনল্যান্ডের রাজধানী নুকে পৌঁছে যায়।

সেই যাত্রাপথের বর্ণনা দিয়ে সাংবাদিকের ওই দলটি জানিয়েছে, কানাডা দ্বীপপুঞ্জে ঢোকার পরে চোখে পড়েছে শুধু একটি চিনা মালবাহী জাহাজ, আলাস্কার একটি মাছ ধরার নৌকা এবং একটি জার্মান প্রমোদতরী। তবে দুর্গম ওই পথের বেশির ভাগটাই জাহাজটিকে সঙ্গ দিয়েছে উত্তর মেরু সাগরের পাখি, সিল আর কিছু তিমি। ভিক্টোরিয়া প্রণালীতে ঢোকার পরে জাহাজের এক যাত্রী একটি মেরু ভালুকও দেখতে পেয়েছেন। জলবায়ু দ্রুত বদলে যাওয়ার ফলে সঙ্কটে এই এরাও।

যাত্রাপথের ছবিও প্রকাশ করেন সাংবাদিকরা। জাহাজ থেকে তোলা সেই ছবিতে দেখা গেছে, বরফের স্তর চিরে উঁকি দিচ্ছে নীল রঙা অপূর্ব সমুদ্র, যা আসন্ন বিপদেরই সঙ্কেত!

সূত্র: আনন্দবাজার

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নেইমার দল ছাড়ার পর বিরাট চ্যালেঞ্জের মুখে বার্সেলোনা। রবিবার রাতে মহারণে বার্সেলোনা ক্যাম্প ন্যু-এ স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগের ম্যাচেমুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়েল মাদ্রিদের।

সম্প্রতি প্রাক-মৌশুম প্রস্তুতির অঙ্গ হিসেবে আমেরিকায় ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে রোনাল্ডোহীন রিয়ালকে ৩-২ হারিয়েছিল বার্সা। সেই ম্যাচে খেলেছিলেন বিখ্যাত ত্রয়ী মেসি, নেইমার ও সুয়ারেজ। এবার পরিস্থিতি পুরো পাল্টে গেছে। জিদানের দলে যোগ দিয়েছেন রোনালদো। আর বার্সায় নেই নেইমার। ব্রাজিলীয় মহাতারকাকে ছাড়া রিয়েলের মতো বিপক্ষের সঙ্গে ঘরের মাঠে কেমন খেলবে বার্সা, দেখার জন্য মুখিয়ে তাদের সমর্থকরা।

কয়েকদিন আগেই ম্যাসিডোনিয়ায় ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে উয়েফা সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছে জিনেদিন জিদানের দল। শেষমুহূর্তে মাঠে নেমেছিলেন রোনালদো। তবুও দাপটের সঙ্গেই জিতেছিল রিয়াল। প্রাক-মৌশুম প্রস্তুতির ম্যাচগুলোতে বেশ ছন্নছাড়া দেখিয়েছে রিয়েলকে। যা নিয়ে চিন্তায় ছিলেন জিদান। কিন্তু উয়েফা সুপার কাপের ম্যাচে র‌্যামোস, বেল, বেনজিমাদের অনেকটাই ছন্দে ফেরা স্বস্তিতে রেখেছে রিয়াল কোচকে।

সব মিলিয়ে পরিস্থিতি যা, তাতে কিছুটা পিছিয়ে থেকেই ক্যাম্প ন্যু-তে নামবে বার্সেলোনা। তাদের মিডফিল্ডার জেনারেল আন্দ্রে ইনিয়েস্তা আজ নাও খেলতে পারেন। দু’‌দিন আগে তাকে অনুশীলন থেকে ছুটি দিয়েছিলেন কোচ ভালভার্দে। কিন্তু কেন, তা জানা যায়নি। মনে করা হচ্ছে, চোট আছে ইনিয়েস্তার।

তবে রিয়ালের সঙ্গে ম্যাচের আগে বার্সা সমর্থকরা জানতে পারলেন, ক্লাব সই করিয়েছে ব্রাজিলীয় ফুটবলার, সাবেকটটেনহ্যাম মিডিও পাওলিনহোকে। গত দু’‌বছর তিনি খেলেছেন চাইনিজ সুপার লিগ ক্লাব গুয়াংঝৌ এভারগ্রান্দেয়। অনেকদিন ধরেই পাওলিনহোকে নেওয়ার চেষ্টায় ছিল বার্সা। অবশেষে তাদের চেষ্টা ফলপ্রসূ হল।

এদিকে রিয়াল শিবির বেশ চনমনে মেজাজেই আছে। আরও ৩ বছরের জন্য কোচ হিসেবে জিদানের সঙ্গে চুক্তি সেরে ফেলেছে রিয়াল মাদ্রিদ। যা নিয়ে আপ্লুত জিদান বলেই দিয়েছেন, ‘‌রিয়েলের সঙ্গে আমার সম্পর্ক এমনই যে, তা কখনওই চুক্তি বা অর্থের ওপর নির্ভর করে না। ’‌

বার্সিলোনা ম্যাচ নিয়ে জিদান জানান, ‘‌বার্সেলোনায় নিজেদের সেরাটা দিয়েই ম্যাচ জিততে চায়। এই ম্যাচ বরাবরের মতোই আমাদের কাছে স্পেশাল। বলতে পারেন, এক্সট্রা স্পেশাল। আরও একটা ট্রফি জেতার লড়াই। আমরা খেলব আমাদের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে। কিন্তু তা নিয়ে বিশেষ ভাবছি না। শারীরিক ও মানসিক, দু’‌দিক থেকেই আমরা ভাল অবস্থায় আছি। সবাই চাইছে এই ম্যাচে খেলতে। ’‌

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest