সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিতসাতক্ষীরায় বিএনপি নেতা চিশতি’র মনোনয়নের দাবিতে সড়ক অবরোধগ্রীন কোয়ালিশন সাতক্ষীরা জেলা ইউনিটের কমিটি গঠনগণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভসাতক্ষীরায় প্রকাশ্যে চেতনানাশক স্প্রে করে এক নারীর গহনা ও মোবাইল ছিনতাইসাতক্ষীরায় উপকূলীয় এলাকায় ক্রীড়া উৎসব১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিসড়ক দুর্ঘটনায় আহত জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারিসাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন : জামায়াত সমর্থিত ৫টি পদে বিজয়সাতক্ষীরায় মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতির অভিযোগে চাকুরিচ্যুত দুই শিক্ষক ভ্রাতা চাকুরি ফিরে পেতে মরিয়া

এবার সোনিয়া গান্ধী নিখোঁজ!

কয়েকদিন আগেই ভারতীয় কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী ‘নিখোঁজ’ বলে পোস্টার সাঁটানো হয়েছিল ভারতের উত্তরপ্রদেশের আমেথিতে। এক সপ্তাহের মাথায় এবার রাহুলের মা সোনিয়া গান্ধী ‘নিখোঁজ’ জানিয়ে নানা জায়গায় পোস্টার ছড়িয়ে পড়ল তাঁর সংসদীয় কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বেরেলিতে।
শুধু তাই নয়, কংগ্রেস সভানেত্রীর সন্ধান দিতে পারলে তাকে পুরস্কার দেওয়া হবে বলেও পোস্টারে উল্লেখ করা হয়েছে। খবর এবিপি আনন্দের।

প্রতিবেদনে আরও বলা হয়, রায়বেরিলির গোরা বাজার, মহানন্দপুর ও গভর্নমেন্ট কলোনিতে সাঁটা পোস্টারগুলিতে দাবি করা হয়েছে, স্থানীয় জনতা নিজেদের সংসদীয় প্রতিনিধির দেখা না পেয়ে প্রতারিত বোধ করছেন, তাঁরাই খুঁজছেন জনপ্রতিনিধিকে।

২০১৭ সালে এখনও রায়বেরিলিতে পা রাখেননি সোনিয়া। রাহুল অবশ্য উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন থাকায় গত ফেব্রুয়ারি অামেথি এসেছিলেন, ভোটপ্রচারে নেমেছিলেন অখিলেশ সিংহ যাদবের সঙ্গে। শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে সোনিয়া এবার উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের প্রচার থেকে দূরেই ছিলেন।

কংগ্রেসের দাবি, রাহুল ও সোনিয়াকে নিখোঁজ প্রচার করে পোস্টার মারার পিছনে বিজেপি, আরএসএস রয়েছে। সোনিয়া নিখোঁজ দাবি করে লাগানো ‘ভিত্তিহীন’ পোস্টার সরিয়ে দেন কংগ্রেস কর্মীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তামিম এখন পুরোপুরি সুস্থ

চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচের সময় অসাবধানতাবশত ড্রেসিংরুমে আঘাত পেয়েছিলেন তামিম। পেটে কাঁচের টুকরো প্রবেশ করেছিল।
পরে অস্ত্রপ্রচার করতে গিয়ে চারটি সেলাই লেগেছিল। তবে আঘাত তেমন গুরুতর ছিল না। বুধবার তামিমের সেই অস্ত্রপ্রচারের সেলাই খোলা হয়েছে।

তামিম বর্তমানে পুরোপুরি সুস্থ রয়েছেন এবং দলের অন্যান্যদের সাথে পুরোদমে অনুশীলনও করছেন।

চট্টগ্রামে বাংলাদেশ দলের প্রস্তুতি ম্যাচ চলাকালে ড্রেসিংরুমের দরজার কাঁচ ভেঙে পেটের দিকে অনেকটা কেটে যায় বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিমের। তবে প্যাড ও হেলমেট পরা থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। পরে তার কাটা জায়গায় চারটি সেলাই দিতে হয়।

দুর্ঘটনা সম্পর্কে তামিম বলেন, ‘আমি যখন দরজা ধাক্কা দিতে যাই, সেটা ভেঙে পড়ে। আমি শুয়ে পরি। আমার প্যাড ছিল বলেই বেঁচে গেছি, যারা দেখেছেন তারা বুঝতে পারবেন, কতোটা ভয়াবহ ছিল। দুর্ঘটনাটা আরও বিপজ্জনক হতে পারতো। তবে অল্পতেই আল্লাহ্‌ বাঁচিয়েছেন। ’

সবকিছু ঠিকঠাক থাকলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৮ আগস্ট বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ২৭ আগস্ট থেকে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ১১ বছর পর বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া দল। তাদের সাথে সমানে সমান লড়াই করতে প্রস্তুতিতে কোনো ফাঁকা রাখছে না মুশফিকুর রহিমের দলও।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘রাষ্ট্রের প্রধান ৩টি স্তম্ভ ধ্বংসের ষড়যন্ত্র করছে সরকার’

রাষ্ট্রের প্রধান ৩টি স্তম্ভ ধ্বংসের ষড়যন্ত্র শুরু করছে সরকার মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার দেশের রাষ্ট্র ব্যবস্থা নিয়ে ষড়যন্ত্র করছে। ক্ষমতাসীনরা একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে রাষ্ট্রের প্রধান তিনটি স্তম্ভ- শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগকে ধ্বংসের ষড়যন্ত্র করছে।
বিচার বিভাগ নিজেরাই বলেছে, সরকার তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আজ জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের নেতাদের তৎপরতা রাষ্ট্রদ্রোহীতার সামিল উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় বাতিলের পর রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করায় জাতি উদ্বিগ্ন হয়ে পড়েছে। তিনি বলেন, আমরা গতকাল (বুধবার) দেখলাম প্রধানমন্ত্রী স্বয়ং নিজে এ্যাটর্নি জেনারেল এবং আইনমন্ত্রীকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন। ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পরে এভাবে সাক্ষাৎ করায় জাতি উদ্বিগ্ন এবং হতাশ। এর আগেও আমরা দেখেছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রধান বিচারপতির সঙ্গে দেখা করলেন।

মির্জা ফখরুল আরো বলেন, আওয়ামী লীগ যে অবৈধভাবে দীর্ঘ দিন শাসন চালিয়ে আসছে, তার প্রকাশ ঘটেছে এই রায়ের মধ্য দিয়ে। এখানেই আওয়ামী লীগের গাত্রদাহ শুরু হয়েছে। সরকার দেখছে যে তাদের পায়ের নিচে মাটি নেই।

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ৯৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বন্যার কারণে দেশে খাদ্য সঙ্কটের আশঙ্কা

ন্যাশনাল ডেস্ক : বাংলাদেশে বন্যার কারণে কোন খাদ্য সঙ্কট হবে না বলে সরকার আশ্বস্ত করতে চাইলেও, চাল আমদানিতে ধীরগতির ফলে দেশে খাদ্য সঙ্কট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন খাদ্য নিরাপত্তা বিষয়ক একজন বিশেষজ্ঞ।
বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস)-এর ড. এম আসাদুজ্জামান বিবিসি বাংলাকে বলেন, বাজারকে প্রভাবিত করার মত মজুদ সরকারের হাতে নেই।
“গত ছয় মাস ধরে আমরা শুনছি তারা আমদানি করবেন, কিন্তু আমদানি তারা এখন পর্যন্ত করেন নাই।”
তিনি বলেন, সরকার এখন পর্যন্ত মাত্র ৩৫ হাজার টন চাল আমদানি করতে পেরেছে, আর মজুদ আছে ২ লাখ ১৫ হাজার টন।
দীর্ঘস্থায়ী বন্যায় যদি ব্যাপকভাবে ত্রাণ দিতে হয়, তাহলে সরকার সেটা ‘কোথা থেকে দেবে’ তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন ড. আসাদুজ্জামান।
সরকারী তথ্য বিবরণীতে দেখা যায়, বুধবার পর্যন্ত বন্যাদুর্গত ২০টি জেলায় ত্রাণের জন্য তিন হাজার ১০০ টন চাল মজুদ রয়েছে।
কয়েকদিন আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, সরকারের হাতে অর্থ আছে এবং চাল আমদানি করা হবে।
সেই প্রসঙ্গ টেনে ড. আসাদুজ্জামান বলেন, “চীনে এ বছর ফলন কম হয়েছে। তারা এরই মধ্যে চালের বিশ্ববাজারে ঢুকে পড়েছে। আমরা কি চীনের সাথে কম্পিট করে কিনতে পারবো? সেটা সম্ভব হবে না”।
তিনি বলেন, এখন টেন্ডার ডেকে চাল আমদানি করতে গেলে তাতেও দুই থেকে আড়াই মাস লেগে যাবে।
বাংলাদেশে এক বছরে তিন দফা বন্যার ফলে বিপুল পরিমাণ ফসল নষ্ট হয়েছে এবং আরো অনেক ফসল নষ্ট হবে বলে আশঙ্কা রয়েছে।
সরকারী হিসেবে হাওর এলাকায় মাস তিনেক আগের বন্যাতেই বোরো উৎপাদন ২০ লাখ টন কম হয়েছে। এবার উত্তরাঞ্চলের বন্যায় আমন ধানের উৎপাদন ক্ষতিগ্রস্থ হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুধু মাঠের ফসল নয়, অনেক কৃষকের মজুদ করা গোলার ধানও পচে গেছে। ফলে সামনের দিনগুলোতে অনেককেই হয়তো ত্রাণের ওপর নির্ভর করতে হতে পারে।
লালমনিরহাটের একজন কৃষক শুক্কুর উদ্দিন বলেন, তার চাষ করা ধানের ৯০ শতাংশই প্রায় সপ্তাহখানেক পানিতে ডুবে আছে। তার ধারণা, এই ধানের পুরোটাই নষ্ট হয়ে গেছে। অন্যদিকে গোলার ধানও পচে গেছে।
ড. আসাদুজ্জামান বলছেন, পানি যদি দ্রুত সরে যায় এবং কৃষি অধিদপ্তর যদি চারা দিতে পারে, তাহলে হয়তো কৃষকরা আবার কিছুটা আমন চাষ করতে পারবেন।
সূত্র : বিবিসি বাংলা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

চলতি বছর পবিত্র হজ পালনে ইচ্ছুক কাতারের নাগরিকদের জন্য সীমান্ত খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুলআজিজ আল সৌদ।

স্থানীয় সময় বৃহস্পতিবার সৌদির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সিতে (এসপিএ) প্রকাশিত এক সংবাদে এ তথ্য জানানো হয়েছে।

সন্ত্রাসে অর্থায়নের অভিযোগে গত ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিকসহ সব ধরনের সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, মিসর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এর পর থেকে সৌদি আরব প্রতিবেশী দেশ কাতারের সঙ্গে স্থলসীমান্ত বন্ধ করে দেয়।

এসপিএর খবরে বলা হয়, উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) সদস্য দেশ কাতারের সঙ্গে প্রতিবেশীদের সংকট শুরু হওয়ার দুই মাস পর প্রথমবারের মতো সৌদি আরবে একজন দূত পাঠায় দোহা। সেই দূতের সঙ্গে আলাপ হয়েছে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের। দুই দেশের শীর্ষ পর্যায়ের এ বৈঠকের পরই বাদশাহ সালমান হজযাত্রীদের জন্য সালওয়া সীমান্ত উন্মুক্তের নির্দেশ দেন।

এসপিএতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, কাতারের হজযাত্রীদের সালওয়া সীমান্ত দিয়ে সৌদি প্রবেশের অনুমতি দিয়েছেন সৌদি বাদশাহ। একই সঙ্গে তিনি হজে ইচ্ছুক কাতারিদের ইলেকট্রনিক পারমিট ছাড়াও সৌদিতে প্রবেশের অনুমতি দিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ হাসিনার হাতে জামায়াত-বিএনপির পৃষ্ঠপোষক ৩৫ এমপির তালিকা, আছে সাতক্ষীরাও!

ন্যাশনাল ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রায় ১ মাস আগে ঘোষণা দিয়েছিলেন দলের মধ্যে অনুপ্রবেশকারী ও হাইব্রিড নেতাদের তালিকা করতে। এ তালিকার পাশাপাশি বর্তমান সংসদের কোন কোন এমপি বিএনপি ও জামায়াত নেতাদের পৃষ্ঠপোষকতা করছেন সেটিও তৈরির নির্দেশ দেয়া হয়েছিল সরকারি একটি সংস্থাকে। এই তালিকায় সাতক্ষীরার অন্তত একজন এমপির নাম আছে বলে জানিয়েছে একটি নির্ভরযোগ্য সূত্র।
গত সোমবার এ সংক্রান্ত ৩৫ জন আওয়ামী লীগের সংসদ সদস্যের নামের তালিকা এবং তারা কিভাবে জামায়াত-বিএনপিকে পৃষ্ঠপোষকতা করছেন তার বিশদ বিবরণ দেয়া হয়েছে প্রতিবেদনে।
সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, রাজশাহী বিভাগে ৮ জন এমপির বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের ৬ জন, ঢাকা বিভাগের ৬ জন, খুলনার ৫ জন, সিলেট বিভাগে ১ জন, ময়মনসিংহে ২ জন, রংপুরে ৪ জন এবং বরিশালে ৩ জন এমপির নাম তালিকায় এসেছে। খুলনা বিভাগের মধ্যে সাতক্ষীরার অন্তত একজন এমপির নাম এই তালিকায় আছে বলেও জানা গেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তালিকায় নাম আসা এমপিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা টাকার বিনিময়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের পক্ষে কাজ করছেন। এমনকি তারা টাকা নিয়ে মামলার আসামিদেরও পক্ষে অবস্থান নিয়েছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে অবৈধ সুযোগ সুবিধা নিয়ে বিএনিপ-জামায়াতের লোকদের নেয়া হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জয়ার জীবনে বিশেষ একজন আছেন!

লাস্যময়ী অভিনেত্রী জয়া আহসান। তিনবার অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
মাত্র পাঁচবছরেই এই অভিনেত্রী পশ্চিমবঙ্গের বাংলা সিনেমায় কাজ করে বেশ সুনাম কুড়িয়েছেন। জয় করেছেন পশ্চিমবঙ্গের টালিউড পাড়া। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ‘এখন টালিউডের প্রত্যেক পরিচালকের তালিকায় আছেন জয়া আহসান। তাকে নিয়ে কাজ করার ইচ্ছা প্রত্যেক পরিচালকের। তারা জয়ায় মুগ্ধ। মস্তিষ্ক এবং সৌন্দযের্র বিরল মিশ্রণে প্রত্যেক কাজ ফুটিয়ে তোলেন জয়া। শ্রীজিত মুখার্জির রাজকাহিনীতে তার অভিনয় প্রশংসার পাশাপাশি সমালোচিত হয়েছে। তবে এতে বিব্রত নন তিনি। বরং একজন অভিনেত্রী হিসেবে তিনি সিনেমায় চরিত্র ফুটিয়ে তুলেছেন বলে জানান। ’

জানা যায়, চলতি বছর পশ্চিমবঙ্গে পর পর দুটি প্রকল্পে কাজ করছেন জয়া। কৌশিক গাঙ্গুলির ‘বিসর্জন’ এবং ইন্দ্রনীল রায় চৌধুরীর শর্ট ফিল্ম ‘ভালোবাসার শহর’ ছবিতে জয়ার অভিনয়কে বড় ধরনের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে বাংলাদেশি এই অভিনেত্রী টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, তার জীবনে বিশেষ একজন আছেন। জয়া যদিও বিয়ে করেছিলেন তবুও তার জীবনে ‘বিশেষ একজন ব্যক্তি’ রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্যান্সার থেকে বাঁচাবে আমড়া

বাজারে পাওয়া যাচ্ছে আমড়া। দেশীয় ফলগুলোর মধ্যে টক-মিষ্টি স্বাদের গোলগাল এই ফলটি বেশ জনপ্রিয়। সবুজ রঙের এই ফলটি ভিটামিন সি-এর বড় উৎস। আমড়া খেলে নানারকম অসুখ থেকে দূরে থাকা যায়। গবেষণা বলছে, এটি আপনাকে ক্যান্সার থেকেও দূরে রাখবে।

আমড়া খেলে মুখের অরুচিভাব দূর হয় এবং ক্ষুধা বৃদ্ধি পায়। তাই শুধু অসুস্থ নয়, সুস্থ ব্যক্তিরাও রুচি বাড়াতে নিয়মিত ফলটি খাওয়ার চেষ্টা করুন।

আমড়ায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ক্যান্সারসহ অন্যান্য রোগ প্রতিরোধে সাহায্য করে। ফলে সহজেই সুস্থ থাকা সম্ভব হয়।

আমড়া রক্তের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমিয়ে স্ট্রোক ও হৃদরোগের হাত থেকে রক্ষা করে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা দাঁত ও মাড়ির বিভিন্ন রোগ প্রতিরোধ করে।

আমড়াতে বিদ্যমান পেকটিন জাতীয় ফাইবার বদহজম ও কোষ্ঠকাঠিন্য দূর করে। কাজেই প্রতিদিন এ ফলটি খাওয়ার চেষ্টা করুন।

বিভিন্ন প্রকার ভাইরাল ইনফেকশনের বিরুদ্ধে যুদ্ধ করে আমড়া। এতে প্রচুর ভিটামিন সি থাকায় তা স্কার্ভি রোগ প্রতিরোধে সাহায্য করে। এমনকি সর্দি-কাশি-জ্বরের উপশমেও এটি উপকারী।

ক্যালসিয়ামের ভালো উৎস আমড়া। এতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যা শিশুর দৈহিক গঠনে সাহায্য করে। কাজেই শিশুদের নিয়মিত ফলটি খাওয়ান।

ভিটামিন সি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এটি খাদ্যে থাকা ভিটামিন এ এবং ই সঙ্গে যুক্ত হয়ে অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা দেহকে নানা ঘাত-প্রতিঘাত থেকে রক্ষা করে।

ত্বককে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে আমড়া। শুধু তাই নয়, ত্বক, নখ ও চুল সুন্দর রাখতে এর জুড়ি মেলা ভার। যারা রক্তস্বল্পতায় ভুগছেন তাদের জন্যও আমড়া খুবই উপকারী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest