সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিতসাতক্ষীরায় বিএনপি নেতা চিশতি’র মনোনয়নের দাবিতে সড়ক অবরোধগ্রীন কোয়ালিশন সাতক্ষীরা জেলা ইউনিটের কমিটি গঠনগণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভসাতক্ষীরায় প্রকাশ্যে চেতনানাশক স্প্রে করে এক নারীর গহনা ও মোবাইল ছিনতাইসাতক্ষীরায় উপকূলীয় এলাকায় ক্রীড়া উৎসব১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিসড়ক দুর্ঘটনায় আহত জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারিসাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন : জামায়াত সমর্থিত ৫টি পদে বিজয়সাতক্ষীরায় মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতির অভিযোগে চাকুরিচ্যুত দুই শিক্ষক ভ্রাতা চাকুরি ফিরে পেতে মরিয়া

নিমপাতার গুণাগুণ

আমাদের দেশের যেখানে সেখানে নিম গাছ দেখা যায়। গ্রামে-গঞ্জে দাত পরিষ্কার করার কাজে নিমের ঢালের প্রচলন রয়েছে। তবে এর স্বাদ তেতো হওয়ায় অনেকেই আবার মুখ ফিরিয়ে নেন। তবে নিম পাতার গুণ সম্পর্কে যারা জানেন তাদের কাছে নিমের কদর যথেষ্ট। ওষধীগুণে ভরপুর এই গাছের পাতা তাদের পছন্দের তালিকায় সবার ওপরে।

আসুন এর গুণাগুণ সম্পর্কে জেনে নেই-

* যে কোনও রকম ইনফেকশনে অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে নিম। মুখ, যোনি, চামড়া এমনকি ফুসফুসের কিছু বিশেষ ইনফেকশনেও কাজে দেয় নিম পাতা।

* ব্যাকটেরিয়াল ইনফেকশনে অ্যান্টিবায়োটিকের কাজ করে নিম। ফুড পয়েশনিং বা দাঁতের কোনও রোগের ফলে শরীরে যেসব ইনফেকশন হয় সেই সব ইনফেকশনের উপশম করে নিম।

* চিকেন পক্স বা ফোল পক্সের মতো রোগের মোক্ষম ওষুধ নিম পাতা। নিম পাতায় থাকে এই ধরনের ভাইরাল রোগকে দূরের সরিয়ে রাখার মতো অ্যান্টি ভাইরাল কিছু উপকরণ।

* দাঁত শক্ত রাখতে, পরিষ্কার রাখতে নিমের জুড়ি মেলা ভার। সেই জন্যই আগেকার দিনে দাঁত পরিষ্কারের জন্য ব্যবহৃত হত নিমের দাঁতন।

* শুনলে অবাক হবেন নিম পাতার রস অতিরিক্ত উদ্বেগ দূর করে কোনও পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই।

* HIV রোগিদের জন্য খুবই উপকারী নিমপাতা। রোগ নিরাময় না করলেও HIV পজিটিভ রোগিদের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ফলে বেশিদিন সুস্থ থাকতে পারেন এই রোগের আক্রান্তরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তসলিমার ‘পর্ন’ প্রকাশ করায় বাংলাদেশ প্রতিদিনকে নোটিস

বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের লেখা ‘পর্ন’ প্রকাশ করায় দৈনিক বাংলাদেশ প্রতিদিনকে আইনি নোটিস পাঠিয়েছেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আবদুল জলিল। বুধবার রেজিস্ট্রি ডাকযোগে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীকে আবদুল জলিলের পক্ষে নোটিসটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল হালিম।

নোটিসে আগামী সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। নোটিসের উপযুক্ত জবাব না দিলে প্রচলিত আইনে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

নোটিসে বলা হয়, ‘গত ২০ জুলাই বাংলাদেশ প্রতিদিন পত্রিকার চতুর্থ পৃষ্ঠায় খোলা কলামে নির্বাসিত ও বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন এর ‘পর্ন’ শিরোনামে একটি প্রবন্ধ প্রকাশ করা হয় যাতে সমাজে অশ্লীলতা বিস্তারে উৎসাহিত করা হয়েছে। এর আইনগত ও নৈতিক অধিকার আপনার নাই।’

এতে আরো বলা হয়, ‘শরীর নিয়ে লজ্জা দূর করতে হবে… নারীর আর সব স্বাধীনতার মতো যৌন স্বাধীনতাও নারীর জন্য অত্যন্ত প্রয়োজন- ইত্যাদি বক্তব্যসমূহ চরম আপত্তিকর, ধর্মীয় অনুভূতিতে আঘাতদানকারী, সমাজে ফেতনা সৃষ্টিকারী এবং বিশেষভাবে মেয়েদের অশ্লীল কাজে প্ররোচণ প্রদানকারী বটে।’

বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও প্রকাশককে নোটিসে বলা হয়, ‘যেহেতু তসলিমা নাসরিন একজন বিতর্কিত লেখিকা এবং ইতিমধ্যে লেখিকার অশ্লীল-অশালীন বক্তব্য, প্রবন্ধ প্রচার ও প্রকাশ করে আপনিও অশ্লীলতা প্রচার-প্রসারের জন্য সমভাবে দায়ী যা দেশের প্রচলিত আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।’

এতে বলা হয়, যেহেতু সংবিধানিকভাবে বাংলাদেশ মুসলিম প্রধান দেশ। সেই হিসেবে উক্ত বিতর্কিত লেখিকার লেখনি ও চিত্রাঙ্কন প্রকাশ ও প্রচার করে আপনার দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত করেছেন। এটাও প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পাঁচ ম্যাচ নিষিদ্ধ থাকায় ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। ইসকো আর গ্যারেথ বেলকে মাঠেই নামাননি জিদান। তিন প্রধান খেলোয়াড়কে ছাড়াই নামা রিয়াল মাদ্রিদের সঙ্গে পেরে উঠেনি বার্সেলোনা। রিয়ালের জয়ের নায়ক তরুণ মার্কো আসেনসিও। গোল পেয়েছেন করিম বেঞ্জেমাও। সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে রিয়াল মাদ্রিদ জিতেছে ২-০ গোলে। ফলে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে ব্যবধানে সুপার কাপ জিতল জিনেদিন জিদানের শিষ্যরা।

ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ৩-১ গোলে হেরেছিলো লিওনেল মেসিরা। প্রতিপক্ষের ঘাঁটিতে এসে সুপার কাপ জিততে কমপক্ষে তিন গোলের ব্যবধানে জেতার দরকার ছিলো আর্নেস্তো ভার্লবার্দের ছেলেদের। কোথায় কি। নেইমারবিহীন বার্সেলোনা যেন দিশেহারা পথিক। দুই গোল হজম করে মাথা নিচু করে মাঠ ছেড়েছে তারা।

ন্যু ক্যাম্পে শেষ গোলটা করেছিলেন আসেনসিও। এদিন শুরুতেই স্কোরশিটে নাম উঠালেন তিনি। চার মিনিটের সময় ৩০ গজ দূর থেকে বুলেট শটে এগিয়ে দেন রিয়ালকে। গোলরক্ষক আন্ড্রে টের স্টেগেন তখন হতভম্বের মতো দাঁড়িয়ে।

পিছিয়ে গেলে আগে জেগে উঠত কাতালানরা। এদিন দেখা গেল উলটো চিত্র। আরও ঝিমিয়ে গেল তারা। একের পর এক ভুল পাসে তাদের দেখে মনে হলো খেই হারিয়ে মাঝ সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। ১৮ মিনিটে লিওনেল মেসি একক প্রচেষ্টায় সমতায় ফেরার চেষ্টা করেছিলেন। কিন্তু ডি বক্সে ডুকে আর পা চলল না তার। ৩৯ মিনিটে করিম বেঞ্জেমা বার্সার জালে শেষ পেরেকটা ঠুকে দেন।

৭১ মিনিটে এক গোল শোধ দিতে পারত কাতালানরা। গোলরক্ষক নাভাসকে একা পেয়েও জোরালো শট নিতে পারেননি সার্জিও রবের্তো। ফিরতে বলে অবশ্য মেসি জোরালো শট নিয়েছিলেন সেটা ফিরিয়ে দেন নাভাস। আবার হেডে বল জালে ঢুকাতে চেয়েছিলেন পুরো ম্যাচে নিষ্প্রভ থাকা লুইস সুয়ারেস। কিন্তু বল লেগে আসে সাইড বারে।

মৌসুমটা দারুণ শুরু হলো রিয়ালে। ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতেছিল কদিন আগে। এবার স্প্যানিশ সুপার কাপও গেল তাদের ঘরে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিরতি ভেঙ্গে চলচ্চিত্রে ফিরলেন অপু বিশ্বাস

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ দুই বছর ধরে চলচ্চিত্রের কাজ থেকে দূরে রয়েছেন তিনি। মাতৃত্বজনিত কারণেই তার এ বিরতি। তবে বিরতি ভেঙ্গে এবার চলচ্চিত্রে ফিরলেন এই ঢালিউড কুইন।

অপু বিশ্বাস অভিনীত কয়েকটি সিনেমার শুটিং থেমে আছে। এর মধ্যে মান্নান সরকার পরিচালিত ‘পাঙ্কু জামাই’ নামের সিনেমাটিও রয়েছে। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। ২০১৫ সালে শুরু হওয়া এ সিনেমার গান বাদে অন্যান্য দৃশ্যের শুটিং শেষ হয়েছে বলে জানা যায়।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, দীর্ঘদিন পর আজ সিনেমার ডাবিংয়ে অংশ নিয়েছি। বিকাল থেকে ‘পাঙ্কু জামাই’ সিনেমার ডাবিং করবো। দুদিন ডাবিং করলেই এর ডাবিং শেষ হবে। এর আগে এ সিনেমার দৃশ্যের কাজ শেষ করেছি। এখন শুধু গানের দৃশ্যের শুটিং বাকি রয়েছে।

শাকিব-অপু ছাড়াও এতে আরো অভিনয় করেছেন নবাগত নায়িকা পুষ্পিতা পপি, এটি এম শামসুজ্জামান, মিশা সওদাগরসহ আরো অনেকে।

রোমান্টিক ও কমেডি ধাঁচের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘পাঙ্কু জামাই’ চলচ্চিত্রটি। এর গল্প গড়ে উঠেছে রাজধানী ঢাকা কেন্দ্র করে। তবে গানের শুটিং গ্রাম ও পাহাড়ি অঞ্চলে চিত্রায়িত হয়েছে।

অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ ‘রাজনীতি’ নামের সিনেমাটি গত ঈদুল ফিতরে সারাদেশে মুক্তি পায়। বুলবুল বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক শাকিব খান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাসায় ডেকে নিয়ে মডেল ও উপস্থাপিকাকে ধর্ষণ

ঢাকার কদমতলীতে বাসায় ডেকে নিয়ে এক মডেল ও উপস্থাপিকাকে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২৩ বছর বয়সী ওই তরুণী বুধবার রাতে কদমতলী থানায় এ অভিযোগ করে একটি মামলা দায়ের করেন।

তরুণীর ভাষ্য অনুযায়ী, গত ২ আগস্ট তিনি ধর্ষণের শিকার হন। পুলিশ ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ওই তরুণকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই তরুণী রাজধানীর একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মডেল ও উপস্থাপনার পাশাপাশি নাটকেও অভিনয় করেন তিনি। এর সূত্র ধরেই উঠতি এক অভিনেতা ও মডেলের সঙ্গে তার পরিচয় হয়। গত ২ আগস্ট ওই তরুণ কদমতলীর শনির আখড়া এলাকায় নিজের বাসায় নিয়ে যায় ওই তরুণীকে। সেখানে তাকে জোর করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ওই তরুণী।

কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, তরুণী নিজেই বাদী হয়ে মামলা করেছেন। এজাহারে ধর্ষণের অভিযোগে যাকে আসামি করা হয়েছে, তাকে গ্রেফতারের জন্য আমরা চেষ্টা করছি।

খুব শিগগিরই আসামিকে গ্রেফতার করা সম্ভব হবে বলে জানান তিনি।

এদিকে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, শোবিজ মিডিয়ায় কাজের সূত্র ধরে ওই তরুণীর সঙ্গে তরুণের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। বিয়ের কথা বলে ওই তরুণীকে ধর্ষণ করে তার সহকর্মী ওই তরুণ। কিন্তু ধর্ষণের ঘটনার পর ওই তরুণ বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এরপরই ধর্ষণের শিকার তরুণী মামলা দায়ের করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিক্ষক সিদ্দীকি’র জীবনতরী কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন

কেএম রেজাউল করিম : সৃজনশীল চিন্তাচেতনার বিকাশ ঘটিয়ে শিক্ষক আব্দুল্লাহ সিদ্দীকির“জীবনতরী” নামক কাব্যগ্রহন্থের মোড়ক উন্মোচন হয়েছে। তারিখ বুধবার বেলা ১টার সময় সীমান্ত আদর্শ কলেজের শিক্ষক মিলনায়তনে উক্ত গ্রহন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ আজিজুর রহমানের সভাপতিত্বে কলেজের সহকারি অধ্যাপক আব্দুল্লাহ সিদ্দীক রচিত “জীবনতরী” নামক একখানা কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ মহিদুল ইসলাম, শিক্ষক আমিনুর রহমান, আাব্দুল হামিদ, শহিদুজ্জামান, বাবু অনিশ কুমার মন্ডল, রিয়াজুল ইসলাম, ড. ফাহিমা খাতুন, মোছা. ফাহিমা খাতুন, রুবিনা আক্তারসহ সকল শিক্ষক-শিক্ষিকারা। কাব্য গ্রন্থটির মোড়ক উম্মোচন করেন এবং ব্যাপক প্রচার ও প্রসার কামনা করেন কলেজ অধ্যক্ষসহ সকল শিক্ষক-শিক্ষিকারা। উল্লেখ্য যে, সহকারি অধ্যাপক আব্দুল্লাহ সিদ্দীক রচিত অনেকগুলো কবিতা ও লেখা ইতোমধ্য বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ পেয়েছে। আগামীতে তিনি আরও সৃজনশীল চিন্তাচেতনার বিকাশ ঘটাতে সে জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আটক ৪৯, মাদক উদ্ধার

এম. শাহীন গোলদার : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ আভিযানে ৪৯ জানকে আটক করা হয়েছে। এ সময় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং বিভিন্ন অভিযোগে ১০টি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, সাতক্ষীরা সদর থানা থেকে ২৩ জন, কলারোয়া থানা ০৪ জন, তালা থানা ০৫ জন, কালিগঞ্জ থানা ০২ জন, শ্যামনগর থানা ০৪ জন, আশাশুনি থানা ০৪ জন, দেবহাটা থানা ০৪ ও পাটকেলঘাটা থানা থেকে ০৩ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন-আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিলিপিন্সে মাদক বিরোধী অভিযানে মৃত্যুর মিছিল

ফিলিপিন্সের পুলিশ তাদের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ৩২জনকে হত্যা করেছে। সে দেশে প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে ক্ষমতায় আসার পর থেকে মাদকের বিরুদ্ধে অনমনীয় অবস্থা নিয়েছেন।

মাদক চোরাচালান এবং ব্যবসার সাথে জড়িত সন্দেহে সাম্প্রতিক মাসগুলোতে যেভাবে মানুষকে হত্যা করা হচেছ, তাতে প্রেসিডন্টের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকান্ডেরও অভিযোগ উঠছে।

তবে তিনি যে তাতে আদৌ কর্ণপাত করছেন, গত ২৪ ঘন্টার প্রাণহানিতে তা মোটেই মনে হয় না।

রাজধানী ম্যানিলার উত্তরে বুলাকান প্রদেশে পুলিশের এই অভিযান চলে ২৪ ঘন্টা ধরে। পুলিশ বলছে নিহতরা অবৈধ মাদক বিষয়ক অপরাধের সঙ্গে জড়িত যারা সশস্ত্র ছিল এবং পুলিশকে ঠেকাতে প্রতিরোধ তৈরি করে।

প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে ২০১৬ সালে মাদকের বিরুদ্ধে তার লড়াই শুরু করার পর থেকে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে।

অবৈধ মাদক ব্যবসা পুরো বন্ধ করার জন্য তার এই অভিযান আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচিত হয়েছে এত বিপুল সংখ্যক প্রাণহানির কারণে। অতীতে মি. দুতার্তে বিচারবর্হিভূত হত্যাও অনুমোদন করেছেন।

মধ্যরাত পর্যন্ত চলা গতকালের অভিযানে একশোরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ অবৈধ মাদক ও অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে।

পর্যবেক্ষকরা বলছেন সাম্প্রতিকতম এই রক্তাক্ত অভিযান দেখে বোঝা যাচ্ছে মাদকের বিরুদ্ধে প্রেসিডেন্ট দুতার্তের লড়াই এখনও চলমান একটি প্রক্রিয়া।

গত মাসেই একটি জনসভায় তিনি মাদক ব্যবহারকারীদের লক্ষ্য করে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি অপরাধীদের খুঁজে বের করে তার ভাষায় তাদের ‘জাহান্নমের রাস্তা’ দেখিয়ে দেবেন।

ম্যানিলা থেকে সংবাদদাতা জানাচ্ছেন অনেক পরিবার থেকে এমন অভিযোগ আছে যে তাদের পরিবারের সদস্যরা মাদক ব্যবসায়ী বা মাদক অপরাধে জড়িত না হলেও অভিযানে তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং অজ্ঞাতপরিচয় লোকের গুলিতে প্রাণ দিতে হয়েছে।

পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে বিচার বহির্ভূত নানা হত্যার অভিযোগ সত্ত্বেও ফিলিপিন্সের বহু মানুষ মাদকের বিরুদ্ধে লড়াইকে স্বাগত জানিয়েছে।

অনেকেই বলেছে প্রেসিডেন্টের এই অভিযানের পর রাস্তাঘাট আগের থেকে নিরাপদ হয়েছে।

পুলিশের বিরুদ্ধে অনেকসময় এইসব হত্যার সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগ উঠলেও পুলিশ এসব অভিযোগ অস্বীকার করে বলেছে অস্ত্রের মুখে তাদের কাজে বাধা সৃষ্টি করলে তারা সন্দেহভাজনদের অস্ত্র দিয়ে মোকাবেলা করতে বাধ্য হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest