সর্বশেষ সংবাদ-
হাসানের পরিবারের দাপট অব্যাহত: পাটকেলঘাটায় মানববন্ধনে প্রকাশ্য হামলাচতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত “শিল্পের আলোয় বঙ্গবন্ধু” শিরোনামে ৩টি গ্রুপে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর মোশারেফ হোসেন, সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিল্টন, শামিমা পারভিন রতœা, মনজুরুল হক, নাহিদা পরভিন পান্না,বিচারক এম এ জলিল, দিপক মৃধা, মন্টি, ও ২০০ শতাধিক প্রতিযোগী, অভিভাবকবৃন্দ।

 

 

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : সদর উপজেলা ফিংড়ী ইউনিয়নের উত্তর ফিংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার সকালে নিরাপদ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর আয়োজনে এবং ভোমরা স্থল বন্দর সি এন্ড এফ এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম এর আর্থিক সহযোগিতায় উত্তর ফিংড়ী সরকারি প্রাথিমিক বিদ্যালয়ের সকল ছাত্র/ছাত্রী ও শিক্ষক/শিক্ষিকার মাঝে ফলজ ও বনজ বৃক্ষ বিতরণ ও রোপণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিরাপদ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক রফিকুর রহমান “মিন্টু” প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মহাসিন হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ জিয়াউর রহমান, সহকারী শিক্ষক সাধন কুমার দাস এবং সদর উপজেলা যুবলীগ সহ-সভাপতি মনিরুল ইসলাম ও সাংবাদিক শফিকুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন সংস্থার পরিচালক রবিউল ইসলাম বাবু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শেখ হাসিনার মানবিকতাবোধ অজানা নয় কারও। সরকারের প্রধান হয়েও তিনি মূহুর্তের জন্য ভুলে যান না তার মাতৃ সত্তার কথা। আর তাইতো তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন সাতক্ষীরার শিশু মুক্তামনির জন্য চকলেট পাঠালেন।
উল্লেখ্য, শনিবার মুক্তামনির হাতের অপারেশন করবেন চিকিৎসকরা। অপারেশনের আগে মুক্তামনিকে স্নেহাশীষ সরূপ এ চকলেট পাঠালেন প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রীর নিকট থেকে এ উপহার পেয়ে আবেগাপ্লুত ছিল মুক্তামনি।
বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত ১১টার দিকে বার্ন ইউনিটে গিয়ে মুক্তামনির হাতে চকলেটগুলো তুলে দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ডা. জুলফিকার লেনিন।

গত ১২ জুলাই বিরল রোগ নিয়ে ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি হয় সাতক্ষীরার মুক্তামনি। পরীক্ষা করে রোগটি লিমফেটিক ম্যালফরমেশন বলে শনাক্ত করেন চিকিৎসকরা। এ রোগে তার এক হাত ফুলে গিয়ে দেহের চেয়েও ভারী হয়ে গেছে। সাদা রঙের শত শত পোকা ঘুরে বেড়াচ্ছে সেই ফুলে যাওয়া অংশে। চার বছর ধরে এই ‘বোঝা’ বয়ে বেড়াচ্ছে ১১ বছরের ছোট্ট শিশুটি। আগামীকাল শনিবার (১২ আগস্ট) তার হাতে অপারেশন করা হবে। বার্ন ইউনিটে ভর্তির পরই মুক্তামনির চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চকলেট নিয়ে মুক্তামনির কাছে যাওয়ার বিষয়ে রাত সাড়ে ১২টার দিকে ডা. জুলফিকার লেনিন বলেন, ‘আমি ব্যায়াম করছিলাম। এ সময় মাননীয় প্রধানমন্ত্রী খবর পাঠালেন। তিনি বললেন, পরশু (শনিবার) মুক্তামনির অপারেশন। তিনি আমাকে মুক্তামনির জন্য চকলেট নিয়ে যেতে বলেন। অপারেশনের আগে শিশুটি যেন মানসিকভাবে শক্ত থাকে, ওর মন যেন খুশি থাকে, সেজন্যই প্রধানমন্ত্রী আমাকে ওর কাছে উপহার দিয়ে পাঠান।’ ডা. লেনিন বলেন, ‘পরশু দিন অপারেশন, সে কথা ভেবে প্রধানমন্ত্রী ওর খুশি থাকার কথা চিন্তা করেছেন, এটা তো বিশাল ব্যাপার।’

প্রধানমন্ত্রী কিছু টাকাও দিয়েছেন, যা মুক্তামনির বাবার কাছে দিয়েছেন ডা. লেনিন। তিনি জানান, প্রধানমন্ত্রী সবসময় মুক্তামনির চিকিৎসার খোঁজখবর রাখছেন। তার জন্য দোয়া করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারোয়া ডেস্ক : সাতক্ষীরার কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক ও জঙ্গিবিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টায় স্কুলের হলরুমে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেবনাথ।
অনুষ্ঠানে ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
প্রধান অতিথি বিষয়বস্তর বিভিন্ন দিক তুলে ধরেন ও করণীয় সম্পর্কে অবহিত করেন।
স্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান, শিক্ষক জামিলা খানম, ইব্রাহিম হোসেন, আজহারুল হক, ফজলুল হক, উৎপল কুমার সাহাসহ সকল শিক্ষকমন্ডলী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বৈবাহিক ধর্ষণকে শাস্তিযোগ্য অপরাধ নয় বলে জানাল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, স্ত্রীর বয়স ১৫ বছরের বেশি হলে, স্বামীর বলপূর্বক মিলনকে ধর্ষণ বলা যাবে না।

ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ (‌২)‌ ধারা অনুযায়ী, স্ত্রীর বয়স ১৫ বা তার চেয়ে বেশি হয়ে তবে বিবাহিত স্ত্রীর সঙ্গে স্বামী জোর করে যৌনমিলন করতে পারে। সেটাকে কোনও অপরাধের মধ্যে ধরা হবে না।

এই ধারাটিকে সংশোধন করতে চেয়ে সম্প্রতি এক স্বেচ্ছাসেবী সংস্থা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। শীর্ষ আদালতে এ সংক্রান্ত আবেদন জানিয়ে তারা দাবি করেন, ১৮ বছর বয়স না হলে মেয়েদের বিবাহ অপরাধযোগ্য ও বেআইনি। তাহলে ৩৭৫(‌২)‌ ধারাটিতো একরকমভাবে অপ্রাপ্তবয়স্কদের বিয়েকেই প্রশ্রয় দিচ্ছে।

সুপ্রিম কোর্টের বিচারপতি এম বি লোকুর এবং দীপক গুপ্তার ডিভিশন বেঞ্চ বলেন, ‘‌সংসদে বৈবাহিক ধর্ষণ নিয়ে বহু বিতর্ক হয়েছে কিন্তু সংসদও মানতে বাধ্য হয়েছে যে বৈবাহিক ধর্ষণ আদৌও ধর্ষণ নয়। সেই কারণেই তাকে কোনওভাবেই শাস্তিমূলক অপরাধ বলা যাবে না। ’

যদিও শীর্ষ আদালত আরও জানায়, ১৫ বছরের নীচে কোনও মেয়ের বিয়ে হলে তা অবশ্যই বেআইনি। কোনও অপ্রাপ্তবয়স্ক স্ত্রীর সঙ্গে যদি তার স্বামী বলপূর্বক যৌন মিলন করে তবে তার জন্য পকসো আইন রয়েছে। সেই অনুযায়ী স্বামীকে শাস্তি দেওয়া হবে বলে জানায় সুপ্রিম কোর্ট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভক্তদের ইচ্ছে ছিল অনেক দিনের। কিন্তু তারা কখনও ভাবতে পারেননি দুই তারকাকে একই মঞ্চে দেখতে পাবেন।
বৃহস্পতিবার এমনই এক মঞ্চে দেখা গেল তামিল ফিল্ম জগতের দুই তারকা কমল হাসান এবং রজনীকান্তকে। তামিলনাড়ুর প্রধান বিরোধী দল ডিএমকের মুখপত্র মুরাসলির ৭৫ বছর পূর্তির অনুষ্ঠান মঞ্চে তাদের দেখা গেল। যা নিয়ে তামিল রাজনীতির রঙ্গমঞ্চে রীতিমত চর্চার বিষয় হয়ে উঠেছে।

এই রাজনৈতিক মঞ্চের সঞ্চালক ছিলেন কমল হাসান। যিনি জুলাই মাসে শাসকদলের মন্ত্রীদের বিভিন্ন দুর্নীতির বিষয় নিয়ে চিঠি লেখার আবেদন জানিয়েছিলেন। এমনকী একটি জনপ্রিয় টিভি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেছিলেন, ‘‌এখানে সর্বত্র দুর্নীতি ছেয়ে গিয়েছে। ’‌ যার ফলে তাকে একাধিক আক্রমণের মুখে পড়তে হয়েছে। এমনকী তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল। শাসকদল এডিএমকে তাকে আয়কর ও অন্যান্য আইনি জালে জড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। তার পরেই ডিএমকে অনুষ্ঠানের মঞ্চে কমল হাসানের উপস্থিতি উস্কে দিয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ।

অন্যদিকে রজনীকান্তও রাজনীতিতে আসার কথা ঘোষণা করেছিলেন। এমনকী নতুন রাজনৈতিক দল গড়বেন জানিয়েছিলেন। তার এই অনুষ্ঠানে উপস্থিতি সেই জল্পনায় রং চড়িয়েছে। ১৯৯৬ সালের নির্বাচনে ডিএমকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছিলেন তিনি। আর এডিএমকের সমালোচনায় বলেছিলেন, ‘‌এবার জয়ললিতা সরকার ক্ষমতায় এলে ভগবানও তামিলনাড়ুকে বাঁচাতে পারবে না। ’‌ পরে অবশ্য তিনি ভুল স্বীকার করে নেন। তবে এই দুই ঘটনাপ্রবাহ থেকে অনেকেই ইঙ্গিত করছেন নতুন কোনও সমীকরণের। এখন শুধু সময়ের অপেক্ষা। ‌

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশুলিয়ায় এক বাউল শিল্পীকে (৩৫) গান গাওয়ার জন্য ডেকে এনে অস্ত্র ঠেকিয়ে রাতভর গণধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ১২ জনকে আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, বুধবার রাতে আশুলিয়ায় একটি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য ওই নারী শিল্পীকে নারায়ণগঞ্জ থেকে আশুলিয়ার আউকপাড়ার শহিদুল্লাহর খামার বাড়িতে ডেকে আনা হয়। এরপর তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ১০/১২ ব্যক্তি রাতভর গণধর্ষণ করে।

তবে গণধর্ষণের ঘটনায় মুঠোফোনে ভিডিও ধারণের খবর পাওয়া গেলেও বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। ওই নারীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়ে দেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে ধর্ষণের আলামত সংগ্রহ করা হয়েছে। একই সাথে জড়িতদের আটকে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে বলেও জানান আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) শামীম আহম্মেদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শাকিব-বুবলী অভিনীত ‘রংবাজ’ ছবির টিজার প্রকাশ হল বৃহস্পতিবার সন্ধ্যায়। এর আগে মঙ্গলবার ‘রংবাজ’ ছবির কিছু ফুটেজ ট্রেলার হিসেবে প্রকাশ পেয়েছিল।
যদিও নির্মাতাসূত্র এটাকে পাইরেসি বলে দাবি করেছিল।

আলোচিত ‘রংবাজ’ ছবিটি পরিচালনা করেছেন আবদুল মান্নান। ছবিতে শাকিব-বুবলী ছাড়াও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, নূতন, অমিত হাসান, লিয়ানা লিয়া, চিকন আলী, শিবা সানু প্রমুখ। রংবাজ ছবির প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠানের নাম রূপরঙ কথাচিত্র।

আগামী ঈদুল আজহায় ‘রংবাজ’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।

বুবলী বলেন, টিজার প্রকাশের পর সবাই ভীষণ প্রশংসা করছেন। আমি এটা ইনজয় করছি। আমার বিশ্বাস ছবিটি দেখলে দর্শকরা পুরোটা সময় খুব মজা পাবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest