সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় প্লাস্টিক “অদল-বদল” ক্যাম্পেইনহাদির মৃত্যুতে সাতক্ষীরায় গায়েবানা জানাজাসাতক্ষীরার সাবেক পিপি লতিফের ৪ দিন : ছেলে রাসেলের ৩ দিনের রিমান্ড মঞ্জুরসাতক্ষীরায় মুন্ডা সম্প্রদায়ের নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্প সমাপনীতালায় আলাউদ্দিন নামে এক ব্যক্তির লাশ উদ্ধারআশাশুনিতে আশা ব্রিক্সের লেলিহান শিখায় জনজীবন বিপর্যস্তসাতক্ষীরায় উন্নয়ন কাজে নিরব চাঁদাবাজী: পুলিশ পাহারায় কাজ শেষ করলো ঠিকাদারস্বাধীনতা বিরোধীদের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে সাতক্ষীরায় গণস্বাক্ষরদেবহাটায় হতদরিদ্র পরিবারের মাঝে সবজি বীজ বিতরনসাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে বিজয় দিবস পালন

ওবামার যে টুইট ইতিহাসের সর্বোচ্চ ‘লাইক’ পেল

একটা ছবি, ছবিতে একটি জানালা দিয়ে কয়েকটি শিশুকে দেখছেন সাবেক প্রেসিডেন্ট ওবামা। শিশুগুলো একসাথে আছে কিন্তু তাদের গাত্রবর্ণ পৃথক।

ছবিটির ক্যাপশনে লেখা নেলসন ম্যান্ডেলার উক্তি, “কোন শিশুই অন্য কারো বর্ণ, ধর্ম কিংবা অতীতকে ঘিরে ঘৃণা নিয়ে জন্মায় না”।

ভার্জিনিয়ার শার্লোটসভিলে হামলার পর গত ১৩ই অগাস্ট বারাক ওবামার পোস্ট করা এই টুইটটিতে এখন পর্যন্ত লাইকের সংখ্যা ত্রিশ লাখ ছাড়িয়ে গেছে।

বলা হচ্ছে মাইক্রোব্লগিং সাইট টুইটারের ইতিহাসে এত লাইক এর আগে আর কোন টুইটই পায়নি।

বিবিসিকে টুইটারের তরফ থেকে জানানো হয়েছে, মাইলফলকটি অর্জিত হয় আজ (বুধবার) বাংলাদেশ সময় আনুমানিক ভোর সাতটার দিকে।

এর আগে সর্বোচ্চ লাইক পাওয়া টুইটটি পোস্ট করেছিলেন আরিয়ানা গ্রান্ডে, বিষয় ছিল ম্যাঞ্চেস্টারের সন্ত্রাসী হামলা।

বারাক ওবামার সর্বোচ্চ লাইক পাওয়া টুইটটি ছিল মূলত একটি ধারাবাহিক টুইটের প্রথমটি।

এরপর একই বিষয়ে আরো দুটি টুইট করেছেন প্রেসিডেন্ট ওবামা।

তিনটি টুইটই মূলত নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী ‘লং ওয়াক টু ফ্রিডম’ এর একটি অনুচ্ছেদের থেকে নেয়া।

দ্বিতীয় টুইটটি ছিল, “মানুষকে অবশ্য ঘৃণা করতে শিখতে হয়। তাদেরকে ভালবাসতেও শেখানো যায়।”

তৃতীয়টি, “মনুষ্য হৃদয়ে ঘৃণার চাইতে ভালবাসাটাই বেশী প্রাকৃতিকভাবে আসে।”

প্রেসিডেন্ট ট্রাম্পই টুইটারের একজন ভক্ত এবং নিয়মিত ব্যবহারকারী, এমনটিই জানেন সবাই। টুইটারকে রীতিমত প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করেন তিনি।

কিন্তু এখন দেখা যাচ্ছে, টুইটের সংখ্যার বিচারে না হলেও জনপ্রিয়তার বিচারে টুইটারে মি. ওবামার থেকে বিস্তর পিছিয়ে আছেন মি. ট্রাম্প।

টুইটারে মি. ট্রাম্পের অনুসারীও বারাক ওবামার চাইতে অনেক কম।

বারাক ওবামাকে অনুসরণ করেন ৯ কোটি ৩৩ লাখ মানুষ। আর ডোনাল্ড ট্রাম্পের অনুসারী মোটে ৩ কোটি ৬০ লাখ।

যদিও বারাক ওবামার চাইতে দ্বিগুণেরও বেশী টুইট করেছেন মি. ট্রাম্প।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ

জনবল নিয়োগ দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড। প্রতিষ্ঠানটি ইন্টারকম ও অপারেশনস কমিউনিকেশন অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ দেবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের অভ্যন্তরে জুনিয়র অপারেটর জিএসই পদেও চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

ইন্টারকম ও অপারেশনস কমিউনিকেশন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য দেশের স্বীকৃত যেকোনো প্রযুক্তি শিক্ষা বোর্ড থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ইলেক্ট্রিক্যাল/ইলেকট্রনিকস টেকনোলজি বিষয়ে চার বছরের ডিপ্লোমা থাকতে হবে। এসএসসি বা সমমানের কোনো পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩ এবং ডিপ্লোমায় সিজিপিএ ২.৮ পেতে হবে। কম্পিউটার হার্ডওয়ার ও সফটওয়ারে দুই বছরের অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

আর জুনিয়র অপারেটর জিএসই পদের জন্য কমপক্ষে এসএসসি পাস বা সমমানের যোগ্যতা থাকতে হবে। সেই সঙ্গে লাগবে গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট অপারেটর হিসেবে ১০ বছরের অভিজ্ঞতা।

বেতন

জুনিয়র অপারেটর জিএসইরা পাবেন ১৭ হাজার ৫০০ টাকা। আর ইন্টারকম ও অপারেশনস কমিউনিকেশন অ্যাসিসট্যান্ট পাবেন ২৫ হাজার ২০০ টাকা এবং অন্যান্য সুযোগ-সুবিধা।

আবেদন প্রক্রিয়া

ইন্টারকম ও অপারেশনস কমিউনিকেশন অ্যাসিস্ট্যান্ট পদে অনলাইনের মাধ্যমে এই ঠিকানায় আবেদন করা যাবে : www.biman-airlines.com

আর জুনিয়র অপারেটর জিএসইর প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত কাগজপত্রসহ আবেদন করতে পারেন এই ঠিকানায় : ব্যবস্থাপক নিয়োগ, মানব সম্পদ উপবিভাগ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড, প্রধান কার্যালয় ‘বলাকা’, কুর্মিটোলা, ঢাকা-১২২৯।

আবেদনের শেষ তারিখ

জুনিয়র অপারেটর জিএসই পদে আগামী ৩১ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। আগামী ২২ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন ইন্টারকম ও অপারেশনস কমিউনিকেশন অ্যাসিসট্যান্ট পদের প্রার্থীরা।

আরো বিস্তারিত জানতে দেখুন : www.biman-airlines.com

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জেমস বন্ডের চরিত্রে আর অভিনয় করবেন না বলেই ঘোষণা দিয়েছিলেন ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ। এই ঘোষণার পর পরই শুরু হয়ে যায় কে হতে পারে ২৫তম বন্ড চলচ্চিত্রের জিরো জিরো সেভেন। তবে সম্প্রতি সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সেই ক্রেইগই জানান দিলেন, তিনিই হচ্ছেন ২৫তম বন্ড। খবরটি প্রকাশ করেছে ডিএনএ ইন্ডিয়া।

মার্কিন টেলিভিশনের একটি অনুষ্ঠান দ্য লেট শো উইথ স্টিফেন কলবার্টে সম্প্রতি ক্রেইগ আসেন তাঁর নতুন ‘লোগান লাকি’ ছবির প্রচারের জন্য। এসময়ই তিনি পরবর্তী বন্ড ছবিতে অভিনয় করার কথা জানান সবাইকে।

অনুষ্ঠানে উপস্থাপক কলবার্টকে ক্রেইগ বলেন, ‘আমি এই বিষয়ে একটু ভেবেচিন্তেই এগিয়েছি। প্রায় সারাদিনই আমাকে সাক্ষাৎকার দিতে হয়েছে এ বিষয়ে, আর লোকজন জিজ্ঞেস করেই যাচ্ছিল, আমি ভেবেছিলাম এ ব্যাপারে মুখ খুলবো না। কিন্তু আমার মনে হলো আমি যদি সত্যি বলি, তাহলে সেটা আপনাকেই বলা উচিত।’

তখনই উপস্থাপক ক্রেইগকে চেপে ধরেন, জানতে চান, ‘ড্যানিয়েল ক্রেইগ, আপনিই কি জেমস বন্ড হিসেবে ফিরে আসছেন?’

ক্রেইগের উত্তর হয়, ‘হ্যাঁ’।

সরাসরি ক্রেইগের মুখ থেকে এবারই প্রথম শোনা গেল তিনিই ফিরে আসছেন ২৫তম বন্ড হিসেবে। তবে এবারও কিন্তু ইঙ্গিত দিতে ভুললেন না এই বন্ড অভিনেতা, বললেন, এবারই শেষবারের মতো ব্রিটিশ এমআই সিক্স এজেন্টের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।

ক্রেইগ বলেন, ‘আমার মনে হয় এটাই শেষ। আমি এর সমাপ্তি টানতে চাই, আর অপেক্ষা করতে চাই না।’।

জেমস বন্ড সিরিজের পরবর্তী ২৫তম ছবিটি আগামী বছরের ২৫ জুলাই মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা এমজিএম স্টুডিও ও প্রযোজক বারবারা ব্রোকোলি। আর টিভি অনুষ্ঠানে ক্রেইগের স্বীকারোক্তির মধ্য দিয়ে এবারের জন্য তাই ‘কে হচ্ছে নতুন বন্ড’ এই নাটকেরও অবসান ঘটল। এমনটাই জানিয়েছেন প্রযোজক টুইটের মাধ্যমে। তিনি টুইট করে জানিয়েছেন, ‘শেষ পর্যন্ত শেষ হলো করব, করব না নাটক’।

ক্রেইগ এরই মধ্যে চারটি বন্ড ছবিতে অভিনয় করেছেন— ‘ক্যাসিনো রইয়াল, ‘কোয়ান্টাম অব সোল্যাস’, ‘স্কাইফল’ ও ‘স্পেকটর’। ক্রেইগের পঞ্চম বন্ড ছবির নাম এখনো ঠিক করা হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৯৫ হাজার হজযাত্রীকে মক্কা থেকে ফিরিয়ে দিল সৌদি

হজের অনুমতি সংক্রান্ত বৈধ কাগজপত্র না থাকায় সৌদি আরবের মক্কা থেকে ৯৫ হাজারের বেশি হজযাত্রীকে ফিরিয়ে দিয়েছেন দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। চলতি মৌসুমে হজ পালনের উদ্দেশে এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজযাত্রীরা সৌদিতে পৌঁছাতে শুরু করেছেন। কিন্তু বৈধ অনুমতিপত্র না থাকায় সৌদি আরবে পৌঁছানোর পরও অনেক হজযাত্রীকে বিমানবন্দর থেকেই ফিরে যেতে হচ্ছে। মক্কায় প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।

হজ সিকিউরিটি ফোর্সের কমান্ডার জেনারেল খালিদ আর হারবি জানিয়েছেন, গত ২০ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত বিশ্বের বিভিন্ন স্থান থেকে হজ পালনের উদ্দেশে মক্কায় প্রবেশের চেষ্টা করেছেন প্রায় ২৭ লাখ মুসলিম। এঁদের মধ্যে ৯৫ হাজার ৪০০ জনের কাছে হজ পালনের বৈধ অনুমতিপত্র না থাকায় তাঁদের মক্কার চেক পয়েন্ট থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে। এঁদের অধিকাংশই আরব বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক।

খালিদ আর হারবি আরো জানান, হজের পরিবেশ ও হজের নিয়মনীতি নষ্ট করবে এমন কাউকে মক্কায় ঢোকার অনুমতি দেওয়া হবে না। এ ছাড়া কেউ হজের অনুমতিপত্র না নিয়ে মক্কায় প্রবেশ করলে তাদের ফিরিয়ে দেওয়া হবে। মক্কায় কোনোভাবেই অনধিকার প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

এ ছাড়া মক্কায় প্রবেশ করার পরেও কেউ নিয়মকানুন বা আইনশৃঙ্খলা ভঙ্গ করছে কি না সে বিষয়ে নজর রাখবেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। যাঁরা হজের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন, তাঁদের অবশ্যই বৈধ কাগজপত্র বহন করতে এবং নিয়মশৃঙ্খলা মেনে চলার আহ্বান জানিয়েছেন খালিদ আর হারবি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বন্যায় বিধ্বস্ত নেপাল, ভারতেও বিপর্যয়

যতদূর চোখ যায় অথৈ পানি। ডুবেছে মাইলের পর মাইল ফসলি জমি। দেখা দিয়েছে খাদ্য সংকট। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রোগ বালাই। হিমালয় কন্যা নেপালের দৃশ্য। একই দৃশ্য ভারতের একাধিক জনপদে। বাংলাদেশের মতই বন্যা নিয়ে সংকটে আছে প্রতিবেশী দুই দেশ।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশটির ৭৫ জেলার ২৬টিই তলিয়েছে পানিতে। দ্য গার্ডিয়ান জানিয়েছে নেপালে এরইমধ্যে ১১১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আছে আরো ৩৫ জন। পানিতে ডুবে, ভূমি ধসে ও বিভিন্ন রোগবালাইয়ে এসব মানুষ মারা যায়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জনার্দন শর্মা পার্লামেন্টে এ বিষয়টি জানিয়েছেন।

বন্যা পরিস্থিতি নিয়ে ক্ষোভ বিরাজ করছে দেশটির মানুষের মধ্যে। তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাম কৃষ্ণ সুবেদি জানান, যত তাড়াতাড়ি সম্ভব ত্রাণ কাজ পুরোদমে শুরু করা হবে। বন্যার কারণে বিভিন্ন স্থানে আটকে পড়া মানুষকে উদ্ধারে হাতি পাঠানো হয়েছে। আটকে পড়া মানুষদের মধ্যে ৭০০ জন পর্যটকও আছে বলে জানান তিনি।

ভারতেও বন্যার কারণে বিপর্যয় নেমে এসেছে। দেশটির বিহার, আসাম, মেঘালয়, হিমাচল প্রদেশ ও পশ্চিমবঙ্গে বন্যা তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ মানুষ। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিহারে এরই মধ্যে মারা গেছেন ৫৬ জন। বিহারের ৬০ লাখ মানুষ বন্যায় আশ্রয়হীন হয়ে পড়েছে । এছাড়া আসামে বন্যায় মারা গেছেন ১৫ জন।

সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, গত রোববার হিমাচলে পাহাড়ধসে নিহত হয়েছে ৪৬ জন।

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুনর্বাসনকেন্দ্র করছে ভারতের কেন্দ্রীয় সরকার। আসামের বিভিন্ন এলাকায় পানিবন্দী মানুষের কাছে নৌকা ও হেলিকপ্টারে করে পাঠানো হচ্ছে ত্রাণ। এরই মধ্যে রাজ্যটির দুই লাখ মানুষের কাছে ত্রাণ পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির সরকার। এছাড়া বিভিন্ন স্কুল ও সরকারি ভবনে গড়ে তোলা হয়েছে কমপক্ষে ২৫০ পুনর্বাসনকেন্দ্র। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় বন্যাকবলিত রাজ্যগুলোতে সম্ভাব্য সব ধরনের সহায়তা পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইনস্টাগ্রামে উত্তাপ ছড়ালেন ধোনির স্ত্রী সাক্ষী!

মাহেন্দ্র সিং ধোনি হেলিকপ্টার শটে মুগ্ধ হয় গোটা ক্রিকেট বিশ্ব। আর মাহি মুগ্ধ থাকে স্ত্রী সাক্ষীর রূপের ছটায়।
তবে এবার শুধু ধোনিকে নয়, ইনস্টগ্রাম গ্লামার উপস্থিতি দিয়ে নজড় কাড়লেন সাক্ষী। মুগ্ধ করেছেন তাদের ভক্ত দর্শকদের।

এমনিতেই তারকাদের যেকোনও ঘটনা মূহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। আর সাক্ষীর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার পর তা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাক্ষীর লাস্যময়ী ছবিতে মজেছে পুরো নেট দুনিয়া।

প্রসঙ্গত, ৪ জুলাই, ২০১০ সালে সাক্ষী রাওয়াতকে বিয়ে করেন ধোনি। কলকাতার মেয়ে সাক্ষী ধোনি বর্তমানে হোটেল ব্যবস্থাপনায় পড়ালেখা করেছেন। আর বিয়ের দু’বছর পূর্বে তাজ বেঙ্গলে শিক্ষানবীশ হিসেবে কাজ শেখার সময় তারা একে-অপরের সাথে পরিচিত হন। বাগদানের একদিন পর প্রচার মাধ্যম ও ভক্তদের কাছে বিয়ের কথা প্রকাশ পায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দিলীপ কুমারকে দেখতে গেলেন শাহরুখ খান

বলা হয় শাহরুখ খান নাকি তার ‘মু বোলা বেটা’। আর তাই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সোজা দিলিপ কুমারের বাড়িতে হাজির হন কিং খান।
আর সেই ছবি এবার টুইট করেছেন দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু।

ছবিতে দেখা যাচ্ছে, বলিউডের বর্ষিয়ান অভিনেতা দিলীপ কুমার এবং তার স্ত্রী সায়রা বানুর সঙ্গে বসে রয়েছেন বাদশা খান। আর ওই ছবি শেয়ার করার পর পরই তা ভাইরাল হয়ে যায়।

সম্প্রতি কিডনিতে সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় দলীপ কুমারকে। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি রাখা হয় তাকে। শোনা যায়, বলিউডের ওই বর্ষিয়ান অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। কিন্তু, ৯ অগাস্ট হাসপাতাল থেকে থেকে ছাড়া হয় দিলীপ কুমারকে। আর এরপরই দিলীপ কুমারের সঙ্গে দেখা করতে যান শাহরুখ খান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিশ্বের সেরা বাসযোগ্য শহর হিসেবে নির্বাচিত হল অস্ট্রেলিয়ার রাজধানী মেলবোর্ন। সত্যিই অসাধারণ এই শহরে রয়েছে ফেডারেশন স্কোয়ার, রয়্যাল বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানাসহ একাধিক অসাধারণ দৃশ্যনীয় স্থান।
যা দেখলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। এছাড়াও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, যা ক্রিকেট দুনিয়ার ঐতিহাসিক মঞ্চ। এই সকল কারণেই মেলবোর্নকে বিশ্বের সেরা বাসযোগ্য শহর হিসেবে নির্বাচিত করা হল।

এই নিয়ে সাতবার ধারাবাহিকভাবে মেলবোর্ন শহরটি এই শিরোপা পেল। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের পক্ষ থেকে এই খেতাব তুলে দেওয়া হল মেলবোর্নকে। এই শহরটিকে ১০০ নম্বরের মধ্যে ৯৭.৫ নম্বর দেওয়া হল। ২০১৬-তেও এই একই নম্বর পেয়ে শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছিল মেলবোর্ন। ১৪০টি শহরকে হারিয়ে শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নিল এই শহরটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest