প্রেস বিজ্ঞপ্তি : ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। ছাত্র-ছাত্রীদের মধ্যে হামদ-নাত/ভক্তিগান, আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এই প্রতিযোগিতা পরিচালনা করেন। প্রতিযোগিতা শেষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো. নজরুল ইসলাম, চেয়ারম্যান, জেলা পরিষদ, সাতক্ষীরা ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, চেয়ারম্যান উপজেলা পরিষদ, সাতক্ষীরা, মিজানুর রহমান খান রবি ও সিরাজউদ্দীন খানসহ সুধীবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আবুল বাসার। আরো উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য মো. শামসুর রহমান, লিয়াকত আলি খান, সৈয়দ রেজাউল হোসেন ও রোখসানা খাতুন। নজরুল ইসলাম বলেন,- হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী আজকের দিনে শাহাদৎ বরণ করেন। তাঁর কন্যার হাতকে শক্তিশালী করে আমাদের মহান নেতার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। আমাদের বেশি বেশি করে জাতির জনকের জীবনী পড়তে হবে। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পরিশেষে মহান নেতা ও তাঁর পরিবারের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। পরিচালনা করেন শিক্ষক মাওলানা মো. মিজানুর রহমান।

মোঙ্গলবার (১৫ আগস্ট) সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি তারিকুল ইসলামের তত্ত্বাবধানে নলতা ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল অঙ্গসংগঠনের আয়োজনে স্বাধীনতার স্থপতি,হাজার বছরের শ্রেষ্ট বাঙালী শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নলতা হাটখোলায়, ১মিনিট নিরবতা পালন, শোক র্যালী, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ আনিছুজ্জামানের সভাপতিত্বে জাতীয় ও কালোপতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করার পর শোক র্যালী নলতা হাটখোলা থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নলতা হাটখোলায় এসে আলোচনা সভায় মিলিত হয়। উক্ত র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্জ অধ্যাপক ডাঃ আফম রুহুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নলতা ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি তারিকুল ইসলাম,সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য এস.এম আসাদুর রহমান সেলিম,তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট,চম্পাফুল ইউপির সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান,নলতা ইউনিয়ন মহিলা আ’লীগের সভানেত্রী খোদেজা খাতুন,কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিএম সাইফুল ইসলাম, আ’লীগ নেতা হাবিবুর রহমান হাবু,নলতা ইউনিয়ন আ’লীগের ১নং ওয়ার্ড সভাপতি আজিজ হাসান,সাধারণ সম্পাদক শমসের আলী,৬নং ওয়ার্ড সভাপতি আঃ জব্বার,৯নং ওয়ার্ড সভাপতি আঃ রহিম,৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমূখ। নলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফিরোজ শাহরিয়ারের সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন,মুফতি মাওঃ আঃ রহিম। অনুষ্ঠান শেষে তাবারুক বিতরণ করা হয়।
