সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় প্লাস্টিক “অদল-বদল” ক্যাম্পেইনহাদির মৃত্যুতে সাতক্ষীরায় গায়েবানা জানাজাসাতক্ষীরার সাবেক পিপি লতিফের ৪ দিন : ছেলে রাসেলের ৩ দিনের রিমান্ড মঞ্জুরসাতক্ষীরায় মুন্ডা সম্প্রদায়ের নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্প সমাপনীতালায় আলাউদ্দিন নামে এক ব্যক্তির লাশ উদ্ধারআশাশুনিতে আশা ব্রিক্সের লেলিহান শিখায় জনজীবন বিপর্যস্তসাতক্ষীরায় উন্নয়ন কাজে নিরব চাঁদাবাজী: পুলিশ পাহারায় কাজ শেষ করলো ঠিকাদারস্বাধীনতা বিরোধীদের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে সাতক্ষীরায় গণস্বাক্ষরদেবহাটায় হতদরিদ্র পরিবারের মাঝে সবজি বীজ বিতরনসাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে বিজয় দিবস পালন

পাঁচ ম্যাচ নিষিদ্ধ থাকায় ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। ইসকো আর গ্যারেথ বেলকে মাঠেই নামাননি জিদান। তিন প্রধান খেলোয়াড়কে ছাড়াই নামা রিয়াল মাদ্রিদের সঙ্গে পেরে উঠেনি বার্সেলোনা। রিয়ালের জয়ের নায়ক তরুণ মার্কো আসেনসিও। গোল পেয়েছেন করিম বেঞ্জেমাও। সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে রিয়াল মাদ্রিদ জিতেছে ২-০ গোলে। ফলে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে ব্যবধানে সুপার কাপ জিতল জিনেদিন জিদানের শিষ্যরা।

ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ৩-১ গোলে হেরেছিলো লিওনেল মেসিরা। প্রতিপক্ষের ঘাঁটিতে এসে সুপার কাপ জিততে কমপক্ষে তিন গোলের ব্যবধানে জেতার দরকার ছিলো আর্নেস্তো ভার্লবার্দের ছেলেদের। কোথায় কি। নেইমারবিহীন বার্সেলোনা যেন দিশেহারা পথিক। দুই গোল হজম করে মাথা নিচু করে মাঠ ছেড়েছে তারা।

ন্যু ক্যাম্পে শেষ গোলটা করেছিলেন আসেনসিও। এদিন শুরুতেই স্কোরশিটে নাম উঠালেন তিনি। চার মিনিটের সময় ৩০ গজ দূর থেকে বুলেট শটে এগিয়ে দেন রিয়ালকে। গোলরক্ষক আন্ড্রে টের স্টেগেন তখন হতভম্বের মতো দাঁড়িয়ে।

পিছিয়ে গেলে আগে জেগে উঠত কাতালানরা। এদিন দেখা গেল উলটো চিত্র। আরও ঝিমিয়ে গেল তারা। একের পর এক ভুল পাসে তাদের দেখে মনে হলো খেই হারিয়ে মাঝ সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। ১৮ মিনিটে লিওনেল মেসি একক প্রচেষ্টায় সমতায় ফেরার চেষ্টা করেছিলেন। কিন্তু ডি বক্সে ডুকে আর পা চলল না তার। ৩৯ মিনিটে করিম বেঞ্জেমা বার্সার জালে শেষ পেরেকটা ঠুকে দেন।

৭১ মিনিটে এক গোল শোধ দিতে পারত কাতালানরা। গোলরক্ষক নাভাসকে একা পেয়েও জোরালো শট নিতে পারেননি সার্জিও রবের্তো। ফিরতে বলে অবশ্য মেসি জোরালো শট নিয়েছিলেন সেটা ফিরিয়ে দেন নাভাস। আবার হেডে বল জালে ঢুকাতে চেয়েছিলেন পুরো ম্যাচে নিষ্প্রভ থাকা লুইস সুয়ারেস। কিন্তু বল লেগে আসে সাইড বারে।

মৌসুমটা দারুণ শুরু হলো রিয়ালে। ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতেছিল কদিন আগে। এবার স্প্যানিশ সুপার কাপও গেল তাদের ঘরে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিরতি ভেঙ্গে চলচ্চিত্রে ফিরলেন অপু বিশ্বাস

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ দুই বছর ধরে চলচ্চিত্রের কাজ থেকে দূরে রয়েছেন তিনি। মাতৃত্বজনিত কারণেই তার এ বিরতি। তবে বিরতি ভেঙ্গে এবার চলচ্চিত্রে ফিরলেন এই ঢালিউড কুইন।

অপু বিশ্বাস অভিনীত কয়েকটি সিনেমার শুটিং থেমে আছে। এর মধ্যে মান্নান সরকার পরিচালিত ‘পাঙ্কু জামাই’ নামের সিনেমাটিও রয়েছে। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। ২০১৫ সালে শুরু হওয়া এ সিনেমার গান বাদে অন্যান্য দৃশ্যের শুটিং শেষ হয়েছে বলে জানা যায়।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, দীর্ঘদিন পর আজ সিনেমার ডাবিংয়ে অংশ নিয়েছি। বিকাল থেকে ‘পাঙ্কু জামাই’ সিনেমার ডাবিং করবো। দুদিন ডাবিং করলেই এর ডাবিং শেষ হবে। এর আগে এ সিনেমার দৃশ্যের কাজ শেষ করেছি। এখন শুধু গানের দৃশ্যের শুটিং বাকি রয়েছে।

শাকিব-অপু ছাড়াও এতে আরো অভিনয় করেছেন নবাগত নায়িকা পুষ্পিতা পপি, এটি এম শামসুজ্জামান, মিশা সওদাগরসহ আরো অনেকে।

রোমান্টিক ও কমেডি ধাঁচের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘পাঙ্কু জামাই’ চলচ্চিত্রটি। এর গল্প গড়ে উঠেছে রাজধানী ঢাকা কেন্দ্র করে। তবে গানের শুটিং গ্রাম ও পাহাড়ি অঞ্চলে চিত্রায়িত হয়েছে।

অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ ‘রাজনীতি’ নামের সিনেমাটি গত ঈদুল ফিতরে সারাদেশে মুক্তি পায়। বুলবুল বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক শাকিব খান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাসায় ডেকে নিয়ে মডেল ও উপস্থাপিকাকে ধর্ষণ

ঢাকার কদমতলীতে বাসায় ডেকে নিয়ে এক মডেল ও উপস্থাপিকাকে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২৩ বছর বয়সী ওই তরুণী বুধবার রাতে কদমতলী থানায় এ অভিযোগ করে একটি মামলা দায়ের করেন।

তরুণীর ভাষ্য অনুযায়ী, গত ২ আগস্ট তিনি ধর্ষণের শিকার হন। পুলিশ ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ওই তরুণকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই তরুণী রাজধানীর একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মডেল ও উপস্থাপনার পাশাপাশি নাটকেও অভিনয় করেন তিনি। এর সূত্র ধরেই উঠতি এক অভিনেতা ও মডেলের সঙ্গে তার পরিচয় হয়। গত ২ আগস্ট ওই তরুণ কদমতলীর শনির আখড়া এলাকায় নিজের বাসায় নিয়ে যায় ওই তরুণীকে। সেখানে তাকে জোর করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ওই তরুণী।

কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, তরুণী নিজেই বাদী হয়ে মামলা করেছেন। এজাহারে ধর্ষণের অভিযোগে যাকে আসামি করা হয়েছে, তাকে গ্রেফতারের জন্য আমরা চেষ্টা করছি।

খুব শিগগিরই আসামিকে গ্রেফতার করা সম্ভব হবে বলে জানান তিনি।

এদিকে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, শোবিজ মিডিয়ায় কাজের সূত্র ধরে ওই তরুণীর সঙ্গে তরুণের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। বিয়ের কথা বলে ওই তরুণীকে ধর্ষণ করে তার সহকর্মী ওই তরুণ। কিন্তু ধর্ষণের ঘটনার পর ওই তরুণ বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এরপরই ধর্ষণের শিকার তরুণী মামলা দায়ের করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিক্ষক সিদ্দীকি’র জীবনতরী কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন

কেএম রেজাউল করিম : সৃজনশীল চিন্তাচেতনার বিকাশ ঘটিয়ে শিক্ষক আব্দুল্লাহ সিদ্দীকির“জীবনতরী” নামক কাব্যগ্রহন্থের মোড়ক উন্মোচন হয়েছে। তারিখ বুধবার বেলা ১টার সময় সীমান্ত আদর্শ কলেজের শিক্ষক মিলনায়তনে উক্ত গ্রহন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ আজিজুর রহমানের সভাপতিত্বে কলেজের সহকারি অধ্যাপক আব্দুল্লাহ সিদ্দীক রচিত “জীবনতরী” নামক একখানা কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ মহিদুল ইসলাম, শিক্ষক আমিনুর রহমান, আাব্দুল হামিদ, শহিদুজ্জামান, বাবু অনিশ কুমার মন্ডল, রিয়াজুল ইসলাম, ড. ফাহিমা খাতুন, মোছা. ফাহিমা খাতুন, রুবিনা আক্তারসহ সকল শিক্ষক-শিক্ষিকারা। কাব্য গ্রন্থটির মোড়ক উম্মোচন করেন এবং ব্যাপক প্রচার ও প্রসার কামনা করেন কলেজ অধ্যক্ষসহ সকল শিক্ষক-শিক্ষিকারা। উল্লেখ্য যে, সহকারি অধ্যাপক আব্দুল্লাহ সিদ্দীক রচিত অনেকগুলো কবিতা ও লেখা ইতোমধ্য বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ পেয়েছে। আগামীতে তিনি আরও সৃজনশীল চিন্তাচেতনার বিকাশ ঘটাতে সে জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আটক ৪৯, মাদক উদ্ধার

এম. শাহীন গোলদার : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ আভিযানে ৪৯ জানকে আটক করা হয়েছে। এ সময় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং বিভিন্ন অভিযোগে ১০টি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, সাতক্ষীরা সদর থানা থেকে ২৩ জন, কলারোয়া থানা ০৪ জন, তালা থানা ০৫ জন, কালিগঞ্জ থানা ০২ জন, শ্যামনগর থানা ০৪ জন, আশাশুনি থানা ০৪ জন, দেবহাটা থানা ০৪ ও পাটকেলঘাটা থানা থেকে ০৩ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন-আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিলিপিন্সে মাদক বিরোধী অভিযানে মৃত্যুর মিছিল

ফিলিপিন্সের পুলিশ তাদের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ৩২জনকে হত্যা করেছে। সে দেশে প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে ক্ষমতায় আসার পর থেকে মাদকের বিরুদ্ধে অনমনীয় অবস্থা নিয়েছেন।

মাদক চোরাচালান এবং ব্যবসার সাথে জড়িত সন্দেহে সাম্প্রতিক মাসগুলোতে যেভাবে মানুষকে হত্যা করা হচেছ, তাতে প্রেসিডন্টের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকান্ডেরও অভিযোগ উঠছে।

তবে তিনি যে তাতে আদৌ কর্ণপাত করছেন, গত ২৪ ঘন্টার প্রাণহানিতে তা মোটেই মনে হয় না।

রাজধানী ম্যানিলার উত্তরে বুলাকান প্রদেশে পুলিশের এই অভিযান চলে ২৪ ঘন্টা ধরে। পুলিশ বলছে নিহতরা অবৈধ মাদক বিষয়ক অপরাধের সঙ্গে জড়িত যারা সশস্ত্র ছিল এবং পুলিশকে ঠেকাতে প্রতিরোধ তৈরি করে।

প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে ২০১৬ সালে মাদকের বিরুদ্ধে তার লড়াই শুরু করার পর থেকে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে।

অবৈধ মাদক ব্যবসা পুরো বন্ধ করার জন্য তার এই অভিযান আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচিত হয়েছে এত বিপুল সংখ্যক প্রাণহানির কারণে। অতীতে মি. দুতার্তে বিচারবর্হিভূত হত্যাও অনুমোদন করেছেন।

মধ্যরাত পর্যন্ত চলা গতকালের অভিযানে একশোরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ অবৈধ মাদক ও অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে।

পর্যবেক্ষকরা বলছেন সাম্প্রতিকতম এই রক্তাক্ত অভিযান দেখে বোঝা যাচ্ছে মাদকের বিরুদ্ধে প্রেসিডেন্ট দুতার্তের লড়াই এখনও চলমান একটি প্রক্রিয়া।

গত মাসেই একটি জনসভায় তিনি মাদক ব্যবহারকারীদের লক্ষ্য করে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি অপরাধীদের খুঁজে বের করে তার ভাষায় তাদের ‘জাহান্নমের রাস্তা’ দেখিয়ে দেবেন।

ম্যানিলা থেকে সংবাদদাতা জানাচ্ছেন অনেক পরিবার থেকে এমন অভিযোগ আছে যে তাদের পরিবারের সদস্যরা মাদক ব্যবসায়ী বা মাদক অপরাধে জড়িত না হলেও অভিযানে তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং অজ্ঞাতপরিচয় লোকের গুলিতে প্রাণ দিতে হয়েছে।

পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে বিচার বহির্ভূত নানা হত্যার অভিযোগ সত্ত্বেও ফিলিপিন্সের বহু মানুষ মাদকের বিরুদ্ধে লড়াইকে স্বাগত জানিয়েছে।

অনেকেই বলেছে প্রেসিডেন্টের এই অভিযানের পর রাস্তাঘাট আগের থেকে নিরাপদ হয়েছে।

পুলিশের বিরুদ্ধে অনেকসময় এইসব হত্যার সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগ উঠলেও পুলিশ এসব অভিযোগ অস্বীকার করে বলেছে অস্ত্রের মুখে তাদের কাজে বাধা সৃষ্টি করলে তারা সন্দেহভাজনদের অস্ত্র দিয়ে মোকাবেলা করতে বাধ্য হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে বন্যা: বাংলাদেশে আশ্রয় নিয়েছে শত শত ভারতীয়

ডেস্ক রিপোর্ট : ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যার কবলে পড়া কয়েকশ মানুষ এখন বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

কোচবিহার জেলার অন্তত দুটি এলাকা থেকে বহু মানুষ সীমান্ত পেরিয়ে ওপারে গেছেন বলে জানিয়েছেন ওই এলাকার থেকে নির্বাচিত পশ্চিমবঙ্গের এক মন্ত্রী।

বাংলাদেশের লালমনিরহাট থেকে বিজিবির একজন কর্মকর্তা জানিয়েছেন, সীমান্তবর্তী ভারতীয় গ্রামগুলো থেকে বন্যাক্রান্ত হয়ে ৫ থেকে ৬শ লোক এসেছিল।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোরশেদ বলেন, যেহেতু তারা বিপদে পড়ে এসেছে, মানবিক কারণেই তাদেরকে ঢুকতে বাধা দেয়া হয়নি। তারা এখানে এসে নিজেদের ব্যবস্থাপনায় বিভিন্ন ঘর-বাড়িতে আশ্রয় নিয়েছিল।

তিনি বলেন, সীমান্তের ওই এলাকাটি একটু অদ্ভুত। সীমান্তে বাংলাদেশের দুটি গ্রাম মোগলহাটা ও দুর্গাপুরের মধ্যবর্তী জায়গায় রয়েছে তিনটি ভারতীয় গ্রাম, যেগুলো ধরলা নদী দ্বারা ভারত থেকে বিচ্ছিন্ন এবং বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত। সীমান্তে কাঁটাতারও নেই সেখানে। ফলে বন্যাপ্লাবিত হওয়ার পর তারা আর ধরলা পাড়ি দিয়ে ভারতে যেতে পারেনি, তাই বাংলাদেশে চলে এসেছে।
ভারত থেকেও একই রকম তথ্য পাওয়া যাচ্ছে।

ভারতীয় অংশের দিনহাটা মহকুমার জারিধরলা আর দরিবস গ্রামগুলি থেকে এবং তুফানগঞ্জ এলাকার চরবালাভূত এলাকার বন্যাদুর্গত মানুষদের উদ্ধার করা সম্ভব হয়নি সেখানকার নদীগুলিতে প্রবল স্রোতের কারণে।
নদীতে গত কয়েকদিনের বন্যার কারণে ব্যাপক স্রোত বইছে।
ফলে বাংলাদেশের সীমান্ত লাগোয়া সেই জারিধরলা ও দরিবস গ্রাম পুরোটাই প্রায় ডুবে গেছে।
কোচবিহার থেকেই নির্বাচিত রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলছেন, “জারিধরলা আর দরিবস এলাকায় প্রায় হাজার ছয়েক মানুষ থাকেন। নদীতে এমন স্রোত, যে এত লোককে উদ্ধার করে নিয়ে আসা অসম্ভব। ত্রাণও পৌঁছনো যাচ্ছে না। সেজন্যই ওরা বাংলাদেশের দিকে চলে গেছে বলে জানতে পেরেছি।”
তিনি আরও জানান যে, তুফানগঞ্জ এলাকার চরবালাভূতেরও একই অবস্থা। হাজার চারেক মানুষ সেখানে জলবন্দী হয়ে আছেন। তবে ঠিক কত জন সেখান থেকে বাংলাদেশের দিকে গেছেন, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
জারিধরলা আর দরিবস এলাকার মানুষ বাংলাদেশের মোগলহাটে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন।
“আমরা বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ যে আমাদের নাগরিকদের বিপদের দিনে তারা ত্রাণ দিয়ে সাহায্য করছেন,” বলেন মন্ত্রী মি. ঘোষ।
তবে বিএসএফের সূত্রগুলি বলছে, ভারত থেকে বাংলাদেশের দিকে চলে গেছেন বন্যা কবলিত এলাকার মানুষ, এমন তথ্য বিজিবি তাদের জানায়নি এখনও।
মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ অবশ্য বলছিলেন, আগেও বন্যার সময়ে ওই এলাকার মানুষ বাংলাদেশে গিয়ে আশ্রয় নিয়েছেন।
“ওই অঞ্চলের মানুষকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে নদীর এপারে খাস জমি দিচ্ছি, সেখানে বসবাস করুন। ছাত্রছাত্রীদের হোস্টেল করে দিচ্ছি, সেখানে থেকে তারা পড়াশোনা করুক। তবে খুবই উর্বর জমিতে তারা কলা চাষ করেন। সেজন্যই নদীর এদিকে আসতে রাজী নন তাঁরা কেউ,” বলছিলেন মি. ঘোষ।
তবে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, বন্যার জল কিছুটা হলেও কমতে শুরু করেছে। তাই যারা বাংলাদেশের দিকে চলে গিয়েছিলেন, এমন কিছু মানুষ আবারও ফিরতে শুরু করেছেন।
বাংলাদেশে বিজিবির লে. ক. মোরশেদও বলছেন, যারা আশ্রয় নিতে এসেছিল, তাদের বেশীরভাগই ভারতে ফিরে গেছেন।
এখন ওই এলাকায় বড়োজোর ৫০-৬০টি ভারতীয় পরিবার রয়ে গেছে ।

সূত্র: বিবিসি বাংলা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাষ্ট্রপতির সঙ্গে দুই মন্ত্রীসহ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ; ষোড়শ সংশোধনীর রায় নিয়ে আলোচনা

ন্যাশনাল ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাতে এই সাক্ষাৎ হয়। তাঁদের এই সাক্ষাতের পর আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক এবং অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
সেখানে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় নিয়ে আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। তবে আলোচনার বিষয়বস্তু কেউ সুনির্দিষ্টভাবে বলেননি।
সাক্ষাৎ শেষে বুধবার রাত সোয়া ১০টার দিকে বঙ্গভবন থেকে বেরিয়ে আসার পর ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, রায়ের বিষয়েও আলোচনা হয়েছে। তবে তিনি বিস্তারিত কিছু বলেননি। বন্যা পরিস্থিতি এবং ১৫ আগস্ট বঙ্গবন্ধু ভবনে জঙ্গি হামলার চক্রান্ত নিয়ে আলোচনা করেন বলেও জানান ওবায়দুল কাদের।
বৈঠক সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির সঙ্গে ষোড়শ সংশোধনী নিয়েও কথাবার্তা হয়েছে। তবে সেই কথাবার্তা কী, সেটা সুনির্দিষ্টভাবে কেউ নিশ্চিত করেননি। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, ষোড়শ সংশোধনী ছাড়াও দুটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের চুক্তিভিত্তিক নিয়োগের বৈধতা নিয়ে রিটের পরিপ্রেক্ষিতে হওয়া রুল শুনানির জন্য হাইকোর্টে বৃহস্পতিবার দিন ধার্য রয়েছে। এ ছাড়া আগামী সপ্তাহে অধস্তন আদালতের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালা চূড়ান্ত করার বিষয়ে শুনানির জন্য রয়েছে। এসব বিষয় আলোচনায় আসে।
জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বুধবার রাতে বলেন, সৌজন্য সাক্ষাতে বন্যাসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ষোড়শ সংশোধনী নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, অনেক বিষয় নিয়েই আলোচনা হয়েছে।
জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। এর বাইরে তিনি কিছু বলতে চাননি।
এদিকে সরকারি বার্তা সংস্থা বাসস রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক সম্পর্কে জানিয়েছে, প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতিসহ দেশের সার্বিক পরিস্থিতি রাষ্ট্রপতিকে অবহিত করেন। শেখ হাসিনা বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করেছে। দেশে পর্যাপ্ত খাদ্যশস্যের মজুত রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
জানতে চাইলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে রাষ্ট্রপতি বন্যায় মানুষের কষ্ট লাঘবে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদের বন্যাপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। ত্রাণসামগ্রী যাতে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতেও রাষ্ট্রপতি আহ্বান জানিয়েছেন।
১ আগস্ট সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এরপর থেকেই এই রায় ও রায়ের পর্যবেক্ষণ নিয়ে রাজনৈতিক অঙ্গন সরগরম হয়ে ওঠে। বিশেষ করে রায়ের কিছু পর্যবেক্ষণ নিয়ে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন। বিষয়টি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এর আগে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে এ বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন। এমন প্রেক্ষাপটে এই সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আবার আলোচনা শুরু হয়েছে।
সূত্র : প্রথম আলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest