সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জের সাবেক সমাজসেবা অফিসার শহিদুরের বিরুদ্ধে প্রতিবন্ধীর নামে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগসাতক্ষীরায় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন: ভোলা জেলাকে ৪-১ গোলে হারাল সাতক্ষীরাদেবহাটার নোড়ারচকে নাটক সাজিয়ে অস্ত্র মামলায় বৃদ্ধাকে গ্রেফতার করানোর অভিযোগসাতক্ষীরায় সংলাপ বক্তারা: আগামী নির্বাচনে সুন্দরবন উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিশ্রæতি চায়হাসানের পরিবারের দাপট অব্যাহত: পাটকেলঘাটায় মানববন্ধনে প্রকাশ্য হামলাচতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়নের সুড়িঘাটা বাঁকাল-ভাড়–খালী খালের উপর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২০১৫-১৬ অর্থ-বছরের বাস্তবায়িত নব-নির্মিত ব্রিজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসন (ত্রাণ শাখা) এর আয়োজনে বাঁকাল-ভাড়–খালী খালের সুড়িঘাটা এলাকায় আলিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহারুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জালাল উদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক কামরুল ইসলাম, আগরদাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান, আলিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোয়ারা খাতুন, আব্দুর রশিদ, আলিপুর ইউপি সদস্য মো. আব্দুল্লাহ, আতাউর রহমান, মোশারফ হোসেন, আনিছুর রহমান, মো. মফিজুল ইসলাম প্রমুখ। অতিথিবৃন্দ ফিতা কেটে নব-নির্মিত এ ব্রিজের উদ্বোধন করেন। আলিপুর ইউনিয়নের সুড়িঘাটা বাঁকাল-ভাড়–খালী খালের উপর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২০১৫-১৬ অর্থ-বছরের বাস্তবায়িত ৭০ লক্ষ টাকা ব্যয়ে ৯০ ফুট নব-নির্মিত ব্রিজটি উদ্বোধন করা হয়। এসময় দলীয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মিজানুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মাথায় ঝাঁকড়া কোকড়ানো চুল, চোখে গোল ফ্রেমের সুতাযুক্ত চশমা আর সাদা জামা-খয়েরী প্যান্ট থেকে রাবার বেল্ট কাঁধ পর্যন্ত টানানো- চোখ পড়লেই এক ভিন্ন লুকের মানুষ নজরে আসবে। তবে একটু বুদ্ধি খাটালেই বোঝা যাবে তিনি সুশীল সমাজের একজন।
আর এই ভদ্রলোক আর কেউ নন, ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তবে তিনি একা নন, তার সাথে রয়েছে সুশীল সমাজের আরো কিছু সুশীল মানুষ।

সম্প্রতি একটি ফিকশান নাটকের শুটিং সেটে এভাবেই ক্যামেরায় ধরা পড়েন জাহিদ হাসান। এই নাটকের তার বিপরীতে অভিনয় করেছেন নাদিয়া আহমেদ।

ঈদ উপলক্ষে ‘লাভ টু মিটার’ নামের বিশেষ এই ফিকশান নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা আবু হায়াত মাহমুদ। টম ক্রিয়েশনের প্রযোজনায় এটি রচনায় রয়েছেন পলাশ মাহবুব।

নাটকটিতে আরও অভিনয় করেছেন নিকুল কুমার, শহিদুল্লাহ সবুজ, আশরাফুল আশীস, ইমিলা হক প্রমুখ। আসন্ন ঈদুল আজহায় নাটকটি আরটিভিতে প্রচারিত হওয়ার কথা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বয়স কম হয়নি। কিন্তু সৌন্দর্যের নিরিখে আজও বলিউডের শীর্ষে তিনি।
এমন কেউ আসেননি, যিনি টেক্কা দিতে পারবেন। তাই বলিউডের প্রত্যেক নায়কেরই স্বপ্ন থাকে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করার। হ্যাঁ, সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের কথাই বলা হচ্ছে। কিন্তু এই সুন্দরীকেই প্রত্যাখ্যান করলেন কিনা অক্ষয় ওবেরয় নামের বলিউডের এক উঠতি অভিনেতা।

অভিনেতার নাম দেখেই অবশ্য কিছুটা অনুমান করা যায়, তিনি ঐশ্বরিয়ার সাবেক প্রেমিক বিবেক ওবেরয়ের আত্মীয়। তবে শুধু আত্মীয় নয়, তিনি স্বয়ং বিবেকের ভাই।

ভারতীয় গণমাধ্যমে খবর, রাকেশ ওমপ্রকাশ মেহরা প্রযোজিত ছবি ‘ফ্যানি খান’ ছবিতে মুখ্য অভিনেত্রী হিসেবে দেখা যাবে ঐশ্বরিয়াকে। পরিচালকের উদ্দেশ্যই ছিল ছবিতে বচ্চনবধূর বিপরীতে কোনো তরুণ অভিনেতাকে নেওয়ার। সেই মতোই এই ছবিতে ঐশ্বরিয়ার বিপরীতে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয় অক্ষয় ওবেরয়কে। কিন্তু সুন্দরীর বিপরীতে অভিনয় করার প্রস্তাব নাকচ করে দিয়েছেন বলিউড এই উঠতি অভিনেতা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : সাতক্ষীরায় জলাবদ্ধতা দূরিকরনের দাবীতে এবং এতিম শিশু পরিবারের শিশুদের উপর যৌন নির্যাতন, সাংবাদিক নির্যাতন ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে অনিয়ম-দুনীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জেলা সম্মলিত ঐক্য পরিষদের ব্যানারে এ মানববন্ধন কর্মসুচিটি পালিত হয়।
জেলা বাস্তহারালীগের সভাপতি আব্দুস সামদের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা ভুমিহীন উন্নয়ন সমিতির সভাপতি আব্দুস ছাত্তার, জেলা ভুমিহীন সমিতির একাংশের সভাপতি কওছার আলি, উন্নয়ন যুব সংগ্রাম পরিষদের সভাপতি আজাদুর রশিদ বুলবুল, প্রতিবন্ধি পূর্ণবাসন কল্যান সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, মফিজুর রহামান, মিলন হোসেন রবিউল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে একাত্বতা প্রকাশ করেন, জেলা ভুমিহীন ঐক্য পরিষদ, আওয়ামী বাস্তহারালীগ, সাতক্ষীরা উন্নয়ন যুবসংগ্রাম পরিষদ, রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়ন, প্রতিবন্ধি পূর্নবাসন ও কল্যান সমিতি, বেতনা নদী ও অন্যান্য নদী বাঁচাও আন্দোলন কমিটি, প্রগতিশীল সাংস্ককৃতিক জোট, পরিবেশ সংরক্ষন মানবাধিকার বাস্তবায়ন সাংবাদিক সোসাইটি, হকার্সলীগ ও প্রতিবন্ধি নারী উন্নয়ন সংস্থা।
বক্তারা এ সময় বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আজ সাংবাদিকরা হয়রানির শিকার হচ্ছেন। সাংবাদিকরা যাতে আর হয়রানির শিকার না হয় সে জন্য তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। সাতক্ষীরায় এতিম শিশুদের উপর যারা অমানুষিক যৌন নির্যাতনে চালিয়েছে তাদের দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে। ভুমিহীনদের মাঝে খাস জমি বিলি বন্ঠনসহ জেলা বাসিকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করার জোর দাবি জানান বক্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বার্সেলোনা থেকে প্যারিস সেন্ট জার্মেইয়ে নেইমারের যোগ দেওয়া নিয়ে ঘটনার ঘনঘটা। সবাই যখন ভাবছে সব শেষ তখনই আবার নতুন খবর।
এবার নাকি নেইমার তার সদ্য সাবেক হয়ে যাওয়া ক্লাব বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ নিয়ে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কাছে যাচ্ছেন। ইংল্যান্ডের স্কাই স্পোর্টস এই খবর জানিয়েছে।

নেইমার স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির কাছে প্রাপ্য বোনাস বুঝে পেতে চান। মাত্রই ২২২ মিলিয়ন ইউরো বাই আউট ক্লজ মিটিয়ে বার্সা থেকে ফরাসি ক্লাব পিএসজিতে গেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। কিন্তু পেছনে রয়ে গেছে একটি বিতর্ক। বার্সার সাথে শেষবার তার চুক্তি নবায়নের পর ২৬ মিলিয়ন ইউরোর একটি বোনাসের ব্যাপার যুক্ত ছিল। যেটি বার্সেলোনার দেওয়ার কথা ছিল নেইমারের ক্যারিয়ারের দেখাশুনা করা তার বাবা নেইমার সিনিয়রকে। কিন্তু বার্সেলোনা জানিয়ে দিয়েছে ওই টাকা পাওয়ার অধিকার ফুটবলারের বাবা রাখেন না শর্ত অনুযায়ী। তাই টাকাটা দেওয়া হবে না।

বার্সেলোনার এই আচরণে ক্ষুব্ধ নেইমার। স্পেনে তার খুব কাছের একটি সূত্র থেকে খবর এই ব্যাপারটি ‘খুব বাজে’ লেগেছে বিশ্ব ইতিহাসের সবচেয়ে দামী ফুটবলারের। অবশ্য নেইমারের আইনজীবী নাকি এখনো পেপারওয়ার্ক শুরু করেননি। তবে ফিফার কাছে বিষয়টা নিয়ে যাওয়ার ব্যাপারটা তাদের বিবেচনায় আছে।

ফিফা এখনো না ঘটা এই বিষয়ে মন্তব্য করবে না স্বাভাবিক। তবে স্কাই স্পোর্টসকে ফিফার একজন মুখপাত্র জানিয়েছেন, খেলোয়াড় ও ক্লাব কোনো বিষয়ে একে অন্যের মুখোমুখি হলে এবং সমাধানে না পৌঁছাতে পারলে নিরপেক্ষ একটি বিচারে বসার সুযোগ থাকে।

এর আগে বার্সেলোনার মুখপাত্র এই বোনাস সম্পর্কে সাফ ব্যাখ্যা দিয়েছেন। একটি সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘ক্লাব নেইমারের বাবাকে এই বোনাস দেবে না। ‘ কেন? তিনটি শর্তের কথা উল্লেখ করেন তিনি। বোনাস পাওয়ার যোগ্য হওয়ার সময়ের আগে খেলোয়াড় অন্য কোনো ক্লাবে যাওয়ার জন্য আলোচনায় যেতে পারবেন না। খেলোয়াড়কে তার চুক্তি সম্পূর্ণ করার ইচ্ছে প্রকাশের প্রমাণ রাখতে হবে। আর এই বোনাস ১ সেপ্টেম্বরের আগে মিলবে না। যেটি ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার সময়।

তিন শর্তের কোনোটাই নেইমার পূরণ করেননি। তারপরও বাবার এতো বড় ক্ষতি কিভাবে মেনে নেবেন তিনি! দেখা যাক শেষ পর্যন্ত এই বিষয় নিয়ে ফিফার দরজায় তিনি কড়া নাড়েন কি না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি নিয়ে বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের দ্বৈত বেঞ্চ এ রায় দেন।

আদালতে দুর্নীতি দমন কমিশনের পক্ষে শুনানি করা আইনজীবী খুরশীদ আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

অপরদিকে, জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগ এনে ২০০৮ সালে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে রমনা থানায় আরও একটি মামলা করে দুদক। এই মামলার অন্য আসামিরা হলেন মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কয়েকদিন ধরেই বাংলাদেশে ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা অসুস্থতায় ভুগছিলেন। কাশির সাথে রক্ত যাবার কারণে হাসপাতালেও গিয়েছিলেন।
তবে সেখানে ভর্তি না হয়ে গত কয়েকটা দিন বাসায় বিশ্রামে ছিলেন।

অবশেষে সুস্থ হয়ে অনুশীলনের ফিরলেন টাইগার দলপতি। বিশ্রামের পর আজ বুধবার প্রথম মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আসেন তিনি। এরপর জিমনেশিয়ামে বেশ কিছু সময় অনুশীলন করেন।

প্রসঙ্গত, আসন্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজকে সামনে রেখে টাইগাররা ক্যাম্প করতে চট্টগ্রাম থাকলেও, টেস্ট থেকে অবসর নেওয়া মাশরাফি আছেন ঢাকাতেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় প্রদেশ ‘হায়াও’ এর এক নারী ৯১ বছর বয়সে স্নাতক ডিগ্রী অর্জন করে তার জীবনের স্বপ্ন পূরণ করেছেন।

দীর্ঘ দশ বছরের পড়া শেষে আজ বুধবার তিনি স্নাতক ডিগ্রির সার্টিফিকেট গ্রহণ করতে যাচ্ছেন।
৯১ বছর বয়সী ‘নানী’ কিমলান জিনাকুল বলেন, আমার মধ্যে সব সময় শিক্ষাগ্রহণের প্রতি আলাদা একটা আকর্ষণ কাজ করতো। সব সময় ভাবতাম শিক্ষা গ্রহণের কোনো বয়স নেই, যে কোনো সময়েই এটা করা যায়। আর এই নীতিতে বিশ্বাসী এই নারী সন্তান হারিয়েও, এই বয়সেও তার স্বপ্ন পূরণ করতে পেরেছেন।

থাইল্যান্ডের সুখোথাই থাম্মাথিরাত ওপেন ইউনিভার্সিটির হাজার হাজার শিক্ষার্থীদের একজন কিমলান জিনাকুল।
তার জীবনের আরেকটা বিশেষ দিন হতে যাচ্ছে বুধবার। তাকে আজ স্নাতক ডিগ্রির সার্টিফিকেট প্রদান করবেন থাই রাজা ‘দশম রাম’।

মিস কিমলান লামপাং প্রদেশের বাসিন্দা ছিলেন। কিন্তু পরে তিনি ফায়াও প্রদেশে বসবাস শুরু করেন। একজন বৃদ্ধ নারী হিসেবে কিমলানের প্রতিদিনের রুটিন ছিল-সকালে ঘুম থেকে উঠে প্রথমে তিনি যেতেন বুদ্ধ মন্দিরে প্রার্থনার জন্য। এরপর প্রতিবেশী একটি মন্দির ঘুরে পড়ালেখার জন্য চলে যেতেন। ‘হিউম্যান এন্ড ফ্যামিলি ডেভেলপমেন্ট’ নিয়ে পড়েছেন তিনি।

তিনি বলেন, এই বিশ্ব কখনো থামে না। নিজস্ব গতিতে সে চলছে। আমাদের কাছে কাছে নতুন নতুন তথ্য আসছে, বিজ্ঞান ও গবেষণা নিত্যনতুন আবিষ্কার দেখছি। পুরনো সমস্যা সমাধানের জন্য সব সময় আমাদের সামনে নিত্যনতুন উপায় আসছে। যখন বিজ্ঞান-গবেষণায় নতুন কিছু আর থাকবে না, এই বিশ্বও থেমে যাবে।

চীনা বংশোদ্ভুত পরিবারে জন্ম নেয়া কিমলান বেড়ে উঠেছেন লামপাং-এ। প্রদেশের শীর্ষ স্কুলে তিনি ছিলেন মেধাবী শিক্ষার্থীদের একজন।

কিন্তু রাজনৈতিক কারণে তার পরিবারে ব্যাংককে চলে আসতে বাধ্য হয় এবং সেখানেই তার বিয়ে হয়। বিয়ের পর নিজের পড়ালেখাটাও আবার শুরু করেন কিমলান।

কিমলান বলেন, আমি সব সময় চাইতাম আমার ছেলে-মেয়েরা যেন অনেকদূর পর্যন্ত পড়ালেখা করতে পারে, যতদূর তারা পড়তে চায় ততদূর। আমার এই দৃঢ় ইচ্ছার কথা তাদের জানিয়েছি, তাদের সবসময় সমর্থন দিয়েছি”।

পাঁচ সন্তানের মা কিমলানের চার সন্তানই মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন এবং একজন যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি করেন।
কিমলানের এক মেয়ে তাকে স্নাতক ডিগ্রি অর্জনে উৎসাহ জোগায়। সুখোথাই থাম্মাথিরাত ওপেন ইউনিভার্সিটিতে তার মেয়েই তাকে ভর্তি করেন।

কিমলানের ওই মেয়ে চিয়াং মাই নামের একটা হাসপাতালে প্রভাষক ছিলেন এবং একইসঙ্গে সেখানকার নার্স হিসেবে কাজ করতেন। যদিও ৭২ বছর বয়সে কিমলান তার পড়ালেখা আবারও শুরু করার কিছুদিন পরই তার এই মেয়েটি মারা যায়।
মেয়ের মৃত্যুর শোকে কয়েক বছর ক্লাস করেননি কিমলান।

প্রায় এক দশক পর মেয়ের মৃত্যুর কষ্ট ভুলে পড়ালেখা শুরু করেন কিমলান। তখন তার বয়স ৮৫ বছর।

হিউম্যান এন্ড ফ্যামিলি ডেভেলপমেন্ট’ বিষয়টি বেছে নেন কারণ তার মতে এই বিষয়টা তাকে শেখাবে কীভাবে অর্থপূর্ণ ও হাসিখুশি জীবনযাপন করা যায়।

মেয়ের হারানোর দুঃখ ভুলে আমি পুরোপুরি পড়ায় নিমজ্জিত হলাম। মনের মধ্যে শুধু এটা কাজ করতো-আমি স্নাতক পাস করলে আমার মেয়ের আত্মা খুশি হবে। বিবিসি থাই সার্ভিসকে দেয়া সাক্ষাৎকারে নিজের কথাগুলো শেয়ার করেন কিমলান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest