সর্বশেষ সংবাদ-
দেবহাটা সদর ইউনিয়নকে শিশু শ্রম মুক্ত ঘোষনাসাতক্ষীরায় পাখিমারা টিআরএমের বকেয়া ৪৮ কোটি টাকা ক্ষতিপূরণ দাবিতে স্মারকলিপিকালিগঞ্জের সাবেক সমাজসেবা অফিসার শহিদুরের বিরুদ্ধে প্রতিবন্ধীর নামে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগসাতক্ষীরায় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন: ভোলা জেলাকে ৪-১ গোলে হারাল সাতক্ষীরাদেবহাটার নোড়ারচকে নাটক সাজিয়ে অস্ত্র মামলায় বৃদ্ধাকে গ্রেফতার করানোর অভিযোগসাতক্ষীরায় সংলাপ বক্তারা: আগামী নির্বাচনে সুন্দরবন উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিশ্রæতি চায়হাসানের পরিবারের দাপট অব্যাহত: পাটকেলঘাটায় মানববন্ধনে প্রকাশ্য হামলাচতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রেস বিজ্ঞপ্তি : শুক্রবার সাতক্ষীরা ‘বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি’র আয়োজনে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে ‘সাতক্ষীরা বিশ্ববিদ্যালয়: সাতক্ষীরাবাসীর প্রাণের দাবী’ – শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কমিটির উদ্যোক্তা ও চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ মনিরুজ্জামান(মন্ময় মনির) এর সভাপতিত্বে ও সঞ্চালনায় সম্মানীয় অতিথি হিশেবে আলোচনা করেন- প্রফেসর মোঃ লিয়াকত পারভেজ, বীরমুক্তিযোদ্ধা সরদার নাজিমউদ্দিন, সহযোগী অধ্যাপক ও কথা সাহিত্যিক আশুতোষ সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা কামরুজ্জামান সোহাগ, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি কবি শাহানা মহিদ, কিংবদন্তী সংগীতশিল্পী মঞ্জুরুল হক, কবি ও প্রভাষক সালেহা আকতার, কবি দিলীপ কুমার দিব্যানন্দ, কবি ও প্রভাষক মোঃ মাসুদুর রহমান, জাগ্রত সাতক্ষীরা এর সভাপতি কবি সায়েম ফেরদৌস মিতুল, মমতাজ আহমেদ কৃষি কলেজের অধ্যক্ষ বিল্লাল হোসেন আবির, সাংস্কৃতিক সংগঠক সোহরাব হোসেন সবুজ, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক মুনসুর রহমান, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক কবি নবকুমার ঢালী, সীমান্ত আদর্শ কলেজের ছাত্র আল-মামুন, কবি মাগফুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নিপমালা, পঙ্কজ দেবনাথ ও আল আমিন। স্বরচিত কবিতা পাঠ করেন সীমান্ত আদর্শ কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক কবি আব্দুল্লাহ সিদ্দিক। এসময় বক্তারা দ্রুত সাতক্ষীরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট অনুরোধ জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা তরুন লীগের সভাপতি শেখ তৌহিদুজ্জামান চপলের পক্ষ থেকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় সদর থানায় উপস্থিত হয়ে এ শুভেচ্ছা জানান জেলা তরুণলীগের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তরুণলীগের সাধারণ সম্পাদক জাহেরুল আলম, সহ-সভাপতি মাহবুব ইমন, বাবলু, চঞ্চল। এসময় আরও উপস্থিত ছিলেন মীর্জা শাহিন, সবুজ, রনি, সিরাজ খান, আশিষ, সুমন, সূর্য, ইমরানসহ জেলা তরুণলীগের সকল পর্যায়ের নেতাকর্মী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ধুলিহর প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে বৃহস্পতিবার বিকালে ৪৬ তম আন্তঃ স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতার ‘ক’ জোনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় ডিবি ইউনাইটেড হাইস্কুলকে ১-০ গোলে হারিয়ে জি-ফুলবাড়িয়া দরগাহ শরীফ আলিম মাদ্রাসা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলার উদ্বোধনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার। ডিবি ইউনাইটেড হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান এস, এম শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ও ‘ক’ জোনের আহবায়ক মমিনুর রহমান মুকুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান তুহিন, বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য শেখ আব্দুল আহাদ, ইউপি সদস্য রেজাউল করিম মঙ্গল, ইউপি সদস্য ও সাংবাদিক রেজাউল করিম মিঠু, বি.ডি.এফ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মাষ্টার আছাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আরশাদ আলী। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এস,আই এমদাদুল হক, এ,এস,আই সৈয়দ আলী শেখ, শিক্ষক হাবিবুর রহমান, হাফিজুর রহমান, মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর হোসেন, আকলিমা খাতুন, রমেশ সরদার, ফয়জুল হক, সুকুমার সরকার, মাওলানা মহাসিন উদ্দীন, আবুল হাসান, ফিরোজ কবীর, চন্দন প্রমূখ। অনুষ্ঠানের সব শেষে প্রধান অতিথি ‘ক’ জোনের চ্যাম্পয়ন দলের অধিনায়কের হাতে ‘মা’ ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ পুরষ্কার তুলে দেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারী শিক্ষক মুকুল হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান: জঙ্গিবাদ ও মাদককে না বলুন। রুখে দিন সন্ত্রাসবাদকে। জাগিয়ে তুলুন দেশপ্রেম। আসুন গড়ে তুলি একটি আলোকিত সমাজ- এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় যাত্রা শুরু করেছে সাতক্ষীরা রাইডার্স। দেশজুড়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাইডার্স সদস্যরা এখন থেকে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করবে। এই প্রতিশ্রুতি ব্যক্ত করে তারা হাতে নিয়েছে নানা কর্মসূচি।
শুক্রবার বিকালে বৃষ্টিভেজা অবস্থায় রাইডার্স যাত্রা শুরু করে শহরের টিএন্ডটি মোড় থেকে। তাদের স্লোগান ট্রাফিক আইন মেনে চলুন। জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তরুন প্রজন্মের সদস্যদের মনে জাগ্রত করুন দেশপ্রেম। তাদের মধ্যে সামাজিকতাবোধ গড়ে তুলুন। রাইডার্সের পক্ষ থেকে নিয়মিত রক্তদান ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করার স্লোগানও তাদের। রাইডার্স সদস্যরা বলেন ‘সকলের মাঝে সকলে আমরা’ এই স্লোগানকে ধারন করে শুরু হলো আমাদের আগামি দিনের পথচলা।
এসএম জুবায়েরের সভাপতিত্বে রাইডার্সের যাত্রা শুরুতে অংশ নেন সাদমান সাকিফ রেজা, আহসান, রাশিদ, অপু, সাকিব , পান্ডে , মিজান, মতি ,রাব্বি, ফাহিম, মুন্না , সেহান, সেজান, সাগর, রমিক, ফারিব, জুনায়েদ, পাপন, নইনসহ অনেকে।
তারুন্যের উচ্ছাসে ¯œাত রাইডার্স সদস্যরা বলেন, মোটর বাইক চালনায় সব আইন মেনে চলতে হবে। সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে সড়ক দুর্ঘটনা শুন্যের কোটায় নামিয়ে আনতে হবে। সামাজিক অবক্ষয়রোধে সময়ের প্রয়োজনে তরুনরা সব সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি : পারুলিয়া বাজার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ৮ দলীয় প্রীতি ফুটবল টুনার্মেন্টের উদ্বোধন ও প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় দক্ষিণ পারুলিয়া স্পোটিং ক্লাবের মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও পারুলিয়া বাজার কমিটির সভাপতি সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাজার কমিটির সাধারণ সম্পাদক ও ফেয়ার কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীন। অন্যান্যদের মধ্যে উদ্বোধনীয় খেলায় উপস্থিত ছিলেন ডাঃ সোহরাব হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, নুর ইসলাম খোকন, হোসেন প্রমূখ। খেলায় ধারাবর্ণনায় ছিলেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম ও আবুল কাশেম, রেফারির দায়িত্ব পালন করেন অশোক কুমার, লাইন্সম্যান ছিলেন রামু বিশ্বাস ও রায় কুমার। প্রথম রাউন্ডের খেলায় হোটেল ও সেলুন ব্যবসায়ী একাদশ বনাম ফার্নিচার ও লেদ ব্যবসায়ী একাদশ অংশগ্রহণ করেন। অপরদিকে ইলোকট্রনিক্স ও জুতা ব্যবসায়ী একাদশ বনাম মোবাইল ও কম্পিউটার ব্যবসায়ী একাদশ অংশগ্রহণ করে। মোবাইল ও কম্পিউটার ব্যবসায়ী একাদশ ও ফার্নিচার ও লেদ ব্যবসায়ী একাদশ উভয়ে টাইব্রেকারে ১ গোলে জয়লাভ করে। এছাড়া আগামী শুক্রবার কাপড় ও টেইলার্স ব্যবসায়ী একাদশ বনাম কসমেটিকস ও চা ব্যবসায়ী একাদশ এবং ফারমে ও জুয়েলারি ব্যবসায়ী একাদশ বনাম কাসারী ও সাইকেল ব্যবসায়ী একাদশ অংশগ্রহণ করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : তালা উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। শুক্রবার সকালে তালা মেলা বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপি আলোচনার মাধ্যমে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি মৃণাল কান্তি রায়। সদস্য সংগ্রহ ও নবায়নের অনুষ্ঠানে মুঠোফোনে নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তিনি সকল নেতাকর্মীদের এক্যবদ্ধভাবে কাজ করে বিএনপি’র ভিশন-২০৩০ সফল করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, সহ-সভাপতি গোলাম মোস্তফা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান মোড়ল, যুগ্ন-সাধারন সম্পাদক মির্জা আতিয়ার রহমান, যুগ্ন সম্পাদক ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকাত হোসেন, শেখ নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান, সাধারন সম্পাদক স.ম ইয়াছিন উল্লাহ, তাতীঁদলের ওয়াজেদ বিশ্বাস, কৃষকদলের আলী হোসেন, জাহাঙ্গীর ইসলাম, ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান, সাধারন সম্পাদক আনিছুজ্জামান, জাসাসের সভাপতি সেলিম হায়দার, মৎস্যজীবি দলের ছামরুল ইসলাম মিলন, জাহিদুর রহমানসহ ১২টি ইউনিয়নের বিএনপির সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার তালা উপজেলার শুভাষিনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেবেকা পারভীন ২০১৭ সালে তালা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। ১৭ জুলাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস তাকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত করেন। এর আগে তিনি এ বছরে তেতুঁলিয়া ইউনিয়নের শ্রেষ্ঠ শিক্ষিকা হিসাবে নির্বাচিত হন। তিনি শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যাপক মোশাররফ হোসেনের স্ত্রী ও শুভাষিনী গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষে ২০০৩ সাল থেকে অত্র প্রতিষ্ঠানে সুনামের সহিত শিক্ষিকতা পেশা শুরু করেন। পরিবারিক জীবনে তার রওনক উজ জামান রাহি ও তাসফিয়া রুহি নামে দুই সন্তান রয়েছে । উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের সকল শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও এলাকাবাসি আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারোয়া ডেস্ক : কলারোয়া থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭১পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২ব্যক্তিকে আটক করেছে। শুক্রবার সকালে কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ আজম মাহমুদ পিপিএম উপজেলার খলসী গ্রামস্থ কদমতলা মোড়ে বাবুর মুদি দোকানের সামনে ইটের ছলিং রাস্তার উপর থেকে ৫২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ওই গ্রামের মৃত ইব্রাহিম মোড়লের ছেলে মোঃ শফিকুল ইসলাম(৩৩) কে গ্রেফতার করে। অপর এক অভিযানে রাত সাড়ে ১২টার দিকে থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর হোসেন উপজেলার সিংগা বাজারস্থ মোহাম্মদ ওয়াল্ডিং এন্ড ওয়ার্কস্পের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ১৯ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ওই হুলহুলিয়া গ্রামের আরশাদ আলীর ছেলে মোঃ ফিরোজ হোসেন(২২)কে আটক করে। এঘটনায় কলারোয়া থানায় পৃথক ভাবে দুটি মামলা দায়ের হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest