সর্বশেষ সংবাদ-
দেবহাটা সদর ইউনিয়নকে শিশু শ্রম মুক্ত ঘোষনাসাতক্ষীরায় পাখিমারা টিআরএমের বকেয়া ৪৮ কোটি টাকা ক্ষতিপূরণ দাবিতে স্মারকলিপিকালিগঞ্জের সাবেক সমাজসেবা অফিসার শহিদুরের বিরুদ্ধে প্রতিবন্ধীর নামে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগসাতক্ষীরায় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন: ভোলা জেলাকে ৪-১ গোলে হারাল সাতক্ষীরাদেবহাটার নোড়ারচকে নাটক সাজিয়ে অস্ত্র মামলায় বৃদ্ধাকে গ্রেফতার করানোর অভিযোগসাতক্ষীরায় সংলাপ বক্তারা: আগামী নির্বাচনে সুন্দরবন উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিশ্রæতি চায়হাসানের পরিবারের দাপট অব্যাহত: পাটকেলঘাটায় মানববন্ধনে প্রকাশ্য হামলাচতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

ভারতের রানে চাপা পড়ার পর দ্বিতীয় দিনেই বিপদের আভাস মিলেছিল। তৃতীয় দিনে সেটি হাঁসফাঁস করা অবস্থায় যেয়ে দাঁড়িয়েছে শ্রীলঙ্কার জন্য। দুই দিন আর ৭ উইকেট হাতে রেখেই দ্বিতীয় ইনিংসে ৪৯৮ রানের লিড নিয়ে ফেলেছে ভারত। বাস্তবতা কিংবা ক্রিকেট ইতিহাস, যেকোনো দিক থেকে দেখলে স্বাগতিকদের পিষ্ট করার মঞ্চই সাজিয়েছে সফরকারীরা।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ২৯১ রানে অলআউট করে দিয়ে ৩০৯ রানের লিড নিয়েছিল ভারত। কিন্তু প্রতিপক্ষকে ফলোঅনে না পাঠিয়ে নিজেরাই ব্যাটিংয়ে নেমে পড়েছেন বিরাট কোহলিরা। দিন শেষে ৩ উইকেটে ১৮৯ রান সংগ্রহ তাদের। চতুর্থদিনে রানের বোঝা আরো কতটা বাড়িয়ে ইনিংস ঘোষণা করেন কোহলি সেটাই এখন দেখার। প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ছিল ৬০০ রানের।

ইনিংস ঘোষণার আগে দ্রুত কিছু রান তোলার পাশাপাশি কোহলি হয়তো আশা রাখছেন নিজের আরেকটি শতকেরও। ৭৬ রানে অপরাজিত আছেন। এই পথে অভিনব মুকুন্দকে নিয়ে ১৩৩ রানের জুটি গড়েছেন। মুকুন্দ ফিরেছেন ৮১ রানে।

প্রথম ইনিংসের দুই সেঞ্চুরিয়ান শেখর ধাওয়ান ১৪ ও চেতেশ্বর পূজারা ১৫ রানে ফিরেছেন।

গলে শুক্রবার সকালে ৫ উইকেটে ১৫৪ রান নিয়ে উইকেটে আসে লঙ্কানরা। ফলোঅন এড়াতেই আরও ২৪৭ রান দরকার ছিল। হাতে খাতা-কলমে ৫ উইকেট থাকলেও বাস্তবে ছিল ৪টি! আঙুলের চোটের কারণে ব্যাট করতে পারেননি অ্যাসেলা গুনারত্নে। পুরো সিরিজের জন্যই মাঠের বাইরে ছিটকে গেছেন এই মিডলঅর্ডার ব্যাটসম্যান।

তবে ভরসা হয়ে থাকা অ্যাঞ্জেলো ম্যাথুজ অপরাজিত ৫৪ রানের ইনিংসটাকে ৮৩ রানে টেনে নিলে কিছু রান পায় লঙ্কানরা। সদ্য সাবেক হয়ে পড়া অধিনায়কের অপরাজিত সঙ্গী দিলরুয়ান পেরেরা ৬ রানের ইনিংসটাকে ৯২ পর্যন্ত টেনে নিয়েছেন। তাকে অবশ্য আউট করতে পারেননি ভারতীয় বোলাররা। সঙ্গীর অভাবে ৮ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়ার আফসোস নিয়ে ফিরতে হয়েছে তাকে।

ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা ৩টি, মোহাম্মদ সামি ২টি উইকেট নিয়ে সেরা। একটি করে উইকেট গেছে উমেশ যাদব, রবীচন্দ্র অশ্বিন ও হার্দিক পান্ডিয়ার দখলে। চতুর্থ বা পঞ্চমদিনে তাদের সামনে সুযোগ থাকছে লঙ্কানদের দ্বিতীয় ইনিংসের উইকেটগুলো নিয়ে কাড়াকাড়ি করার!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারোয়া ডেস্ক : কলারোয়ায় পৌরসভা বঙ্গবন্ধু সৈনিকলীগের ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার সকালে কলারোয়া উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের আহবায়ক রুবেল মল্লিক ও যুগ্ম আহবায়ক ফিরোজ হোসেন সম্রাট স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দলকে শক্তিশালী করার লক্ষে পৌরসভায় সৈনিকলীগের কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির সভাপতি হলেন-উজ্জল মল্লিক, সহ-সভাপতি আব্দুর রহমান সবুজ, ইমরান হোসেন ইমন, শেখ রায়হান, হৃদয় হোসেন, জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক রুবায়েত হোসেন রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মল্লিক, মিঠুন মোড়ল, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রনি মল্লিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুয়েল, দপ্তর সম্পাদক রাজু, অর্থ সম্পাদক আব্দুল্লাহ, শিক্ষা বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আরিফ, সাংস্কৃতিক সম্পাদক ইমন হাসান, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক রায়হান হোসেন, ক্রীড়া সম্পাদক জাহিদ সরদার, মহিলা সম্পাদিকা রিতা রানী, সদস্য-রানা মল্লিক, আরমান, রাজু শেখ, আদনান, জাহিদ, সাইফুল, মজনু, সাব্বির, আল মামুন, হৃদয়, মাসুম, আকাশ, নুর নবী, জুয়েল, হাসান, আলী মাহমুদ, মাসুম, রেজওয়ান, সোহাগ, আশরাফুল ও ইমন প্রমুখ। উক্ত কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় হাজী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি হজ্ব প্রশিক্ষণে বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা. মো. আবুল কালাম বাবলা বলেন, ‘হজ ইসলামের অন্যতম মৌলিক স্তম্ভ। হজের আভিধানিক অর্থ দৃঢ় ইচ্ছা বা সংকল্প করা। সামর্থ্যরে অধিকারী, প্রাপ্তবয়স্ক মুসলমান নর-নারীর জন্য হজ ফরয। অধীর মনোযোগের সঙ্গে এই প্রশিক্ষণটি আপনারা গ্রহণ করবেন। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগালে হজ যাত্রীরা সঠিক তথ্য সম্পর্কে জানতে পারবেন এবং সহজভাবে হজ্বের সকল কার্যক্রম সম্পন্ন করতে সুবিধা হবে। যারা হজ্ব কাফেলা পরিচালনা করেন হাজিদের সেবার মানসিকতা নিয়ে পরিচালনা করা উচিত। হাজিদের প্রতারণা করা এবং কোনভাবেই তাদের কষ্ট দেওয়া উচিত নয়।’ শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মিলনায়তনে হজ্বযাত্রী ভাই বোনদের জন্য বিনা মূল্যে পবিত্র হজ্বের পূর্ণাঙ্গ প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রশিক্ষণে হাজী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ আজিজুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন হাজী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মাওঃ মিজানুর রহমান আজমী, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের ম্যানেজিং কমিটির সদস্য মো. আব্দুর রহমান, হাজী কল্যাণ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ আলহাজ্ব আব্দুস সাত্তার, অফিস সম্পাদক আলহাজ্ব মীর আহসানুল হক, প্রচার সম্পাদক আলহাজ্ব আব্দুল লতিফ, মোয়াল্লিম আলহাজ্ব মাওলানা মাঈনউদ্দিন, আলহাজ্ব ওসমান গণি, আলহাজ্ব ইব্রাহিম হোসেন, আলহাজ্ব রফিকুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য যে, প্রতি শুক্র ও শনিবার বাদ মাগরিব থেকে রাত ৯টা পর্যন্ত হজ্বযাত্রী ভাই বোনদেরকে হজ্ব ও ওমরার যাবতীয় নিয়ম- কানুন ও মাসলা মাসাইল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয় । এসময় শতাধিক নারী পুরুষ হজ্বযাত্রীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন হাজী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মাও. মিজানুর রহমান আজমী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নওয়াজ শরিফের পদত্যাগের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে তার ভাই শেহবাজ শরিফকে মনোনয়ন দিয়েছে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল)-নওয়াজ। এর ফলে প্রধানমন্ত্রীর পদে বসতে যাচ্ছেন সদ্য পদত্যাগের ঘোষণা দেয়া নওয়াজের সহোদর শেহবাজ শরিফ।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে বলছে, পিএমএল’র পরামর্শমূলক এক বৈঠকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শেহবাজকে এগিয়ে রেখেছেন দলের শীর্ষ নেতারা। তবে অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে ৪৫ দিনের দায়িত্ব পালনের পর মসনদে বসবেন তিনি।

 বর্তমানে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন নওয়াজ শরিফের এই সহোদর। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন তিনি।

অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী নিয়োগের জন্য শনিবার ইসলামাবাদে পিএমএল’র বৈঠক হওয়ার কথা রয়েছে। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে অন্তত ৪৫ দিনের জন্য দায়িত্ব পালন করতে হবে। এরপরই শেহবাজকে প্রধানমন্ত্রী হিসেবে সুপারিশ করা হবে। পার্লামেন্টে অনুমোদন পেলেই তিনি দেশটির পরবর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন।

প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার আগে শেহবাজ শরিফকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হবে। তিনি পদত্যাগ করলে তার ছেলে হামজা শেহবাজ শরিফ পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন।

১৯৫১ সালের ২৩ সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে জন্ম শেহবাজ শরিফের। ২০১৩ সালের ৮ জুন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তিনি।

অন্যদিকে ১৯৮৫ সালে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন নওয়াজ শরিফ। ১৯৯০ সালের ১ নভেম্বর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তানের মসনদে বসেন তিনি। তিন বছরের মাথায় ১৯৯৩ সালে দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করতে হয় তাকে।

১৯৯৭ সালে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন নওয়াজ শরিফ। এবারও পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকা হয়নি নওয়াজের। ১৯৯৯ সালে দেশটিতে সামরিক অভ্যুত্থানে ক্ষমতা হারান তিনি। তৃতীয়বারের মতো পূর্ণ মেয়াদ শেষ হওয়ার আগেই পানামা পেপার্স কেলেঙ্কারিতে পদত্যাগ করতে বাধ্য হলেন নওয়াজ। এর ফলে ক্ষমতা পূর্ণ না করার হ্যাট্রিকও পূরণ হলো পাকিস্তানের এই প্রধানমন্ত্রী।

এবার নওয়াজের পদত্যাগে ভাগ্য খুলল ছোটো ভাই শেহবাজের। দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন পাঞ্জাবের এই মুখ্যমন্ত্রী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পাকিস্তানের রাজনৈতিক অস্থিতিশীলতার শুরু গত বছরের এপ্রিলে। এই সময় পানামা ভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকা কর ফাঁকির এক কোটি ১৫ লাখ নথি প্রকাশ করে। নথিতে বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিক, তারকা, ব্যবসায়ী ও অপরাধীদের বিদেশে থাকা অবৈধ অর্থের ফিরিস্তি তুলে ধরা হয়; যা বিশ্বজুড়ে পানামা পেপারস কেলেঙ্কারি নামে পরিচিতি পায় খুব দ্রুত।

মোসাক ফনসেকার ফাঁস হওয়া অর্থ কেলেঙ্কারির ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করে। পানামার এই প্রতিষ্ঠান জানায়, গত ৪০ বছরে বিশ্বের বিভিন্ন দেশের ক্ষমতাসীন নেতা ও তাদের আত্মীয়-স্বজনরা অর্থপাচারের সঙ্গে জড়িত। এতে বিশ্বের প্রভাবশালী কয়েক ডজনেরও বেশি নেতা ও তাদের পরিবারের নাম উঠে আসে।

ব্যাপক আলোচিত পানামা পেপারস কেলেঙ্কারি মামলায় শুক্রবার প্রধানমন্ত্রী নওয়াজকে পদে থাকার অযোগ্য ঘোষণা করে রায় দেন আদালত। নওয়াজের জামাতা মুহাম্মদ সফদারকে জাতীয় পরিষদের সদস্য পদে ও অর্থমন্ত্রী ইসহাক দারকেও অযোগ্য ঘোষণা করা হয়েছে

মোসাক ফনসেকার নথি বিশ্লেষণ করে ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) জানায়, অর্থ পাচারে বিশ্বের শতাধিক রাষ্ট্রপ্রধান, ২০০ দেশের রাজনীতিক, খেলোয়াড়, চলচ্চিত্র তারকাসহ ২ লাখের বেশি মানুষ জড়িত।

বিশ্বজুড়ে শোরগোল ফেলানো এই নথিতে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, তার তিন ছেলেমেয়ের নাম উঠে আসে। এরপরই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন পাকিস্তানের তৃতীয় মেয়াদে ২০১৩ সালে ক্ষমতায় আসা এই প্রধানমন্ত্রী।

দেশজুড়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলনের মুখে পানামা পেপারস ইস্যুতে প্রথমবারের মতো গত বছরের ৫ এপ্রিল নওয়াজ শরিফ জাতির উদ্দেশে ভাষণ দেন। অফশোর ফার্মে থাকা পরিবারের সদস্যদের অবৈধ অর্থের বিরুদ্ধে তদন্ত করতে বিচারবিভাগীয় কমিটি গঠনের ঘোষণা দেন তিনি।

আবারও ২২ এপ্রিল জাতির উদ্দেশে ভাষণ দেন পাকিস্তানের এই প্রধানমন্ত্রী। পানামা পেপারস কেলেঙ্কারির জেরে বাড়তে থাকা চাপের মুখে নওয়াজ শরিফ বলেন, ‘গোপন করার মতো কোনো কিছু নেই তার। একই সঙ্গে নিজের ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত শুরুতে কোনো আপত্তি নেই বলেও জানান।’

তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিচারবিভাগীয় কমিশন গঠনের ঘোষণা দিয়েছি। যদিও আমি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নেই। গণতান্ত্রিক একটি দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমি মনে করি, বিষয়টি পরিষ্কার করা আমার দায়িত্ব।’

নওয়াজ বলন, ‘তদন্তের জন্য আমি ও আমার পরিবারের সদস্যরা ঘোষণা দিয়েছি। আমি যদি দোষী সাব্যস্ত হই; তাহলে বাড়িতে ফিরে যাব।’

পানামা পেপারস কেলেঙ্কারির জেরে একই বছরের ১৬ মে নওয়াজ শরিফ তদন্ত কমিটি গঠনে পার্লামেন্টের প্রতি আহ্বান জানান। পার্লামেন্টে তিনি বলেন, ‘আমরা কোনো কিছুর ভয় করি না এবং জবাবদিহীতার জন্য নিজেকে তুলে ধরেছি।’

‘পানামা পেপারস তদন্তের বিষয়ে আমি একটি সনদ তৈরির জন্য পার্লামেন্টকে আমার সঙ্গে অংশ নেয়ার অনুরোধ করছি; যা এর আগে প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর সঙ্গে সাক্ষর করেছিলাম।’

এ সময় দেশটির ক্ষমতাসীন সরকার ও বিরোধী দল পানামা পেপারস কেলেঙ্কারি তদন্তে কমিশন গঠনে সম্মত হয়। ওই বছরের ২০ অক্টোবর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই), জামায়াত-ই-ইসলামি, জামহুরি ওয়াতান পার্টি ও অন্যান্য রাজনৈতিক দল নওয়াজ শরিফ ও তার পরিবারের বিরুদ্ধে শুনানি অনুষ্ঠানে পাকিস্তানের সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করে।

তবে নওয়াজ শরিফ পরিবারের বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাপারে দেশটির শীর্ষ আদালতের ধীরগতি নিয়ে হতাশা প্রকাশ করে পিটিআই। নভেম্বরে ইসলামাবাদ অচল করতে আন্দোলনের চেষ্টা করে। এই সময় পিটিআইয়ের প্রতিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যায় নওয়াজ শরিফ নেতৃত্বাধীন পাকিস্তান সরকার।

২৮ অক্টোবর পানামা পেপারস ইস্যুতে নওয়াজ শরিফ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত ও শুনানির জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করেন দেশটির সুপ্রিম কোর্ট। এর আগে নওয়াজকে ক্ষমতার অযোগ্য ঘোষণা করে রায় দিতে সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চের কাছে পিটিশন দায়ের করে পিটিআই।

ওই বছরের নভেম্বরে দেশটির সুপ্রিম কোর্টে পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রথম শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে এপ্রিলে পাকিস্তানের আদালত নওয়াজকে ক্ষমতা থেকে সরাতে যথেষ্ট তথ্য-প্রমাণ নেই বলে জানান। ওই সময় নওয়াজকে অপসারণের দাবির পক্ষে তথ্য সংগ্রহ করতে যৌথ তদন্ত দল (জেআইটি) গঠনের আদেশ দেন আদালত।

ব্যাপক আলোচিত পানামা পেপারস কেলেঙ্কারি মামলায় শুক্রবার নওয়াজকে পদে থাকার অযোগ্য ঘোষণা করে রায় দেন। রায়ে নওয়াজের জামাতা মুহাম্মদ সফদারকে জাতীয় পরিষদের সদস্য পদে ও অর্থমন্ত্রী ইসহাক দারকেও অযোগ্য ঘোষণা করা হয়েছে।

১৯৮৫ সালে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন নওয়াজ শরিফ। ১৯৯০ সালের ১ নভেম্বর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তানের মসনদে বসেন তিনি। তিন বছরের মাথায় ১৯৯৩ সালে দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করতে হয় তাকে।

১৯৯৭ সালে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন নওয়াজ শরিফ। এবারও পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকা হয়নি নওয়াজের। ১৯৯৯ সালে দেশটিতে সামরিক অভ্যুত্থানে ক্ষমতা হারান তিনি। তৃতীয়বারের মতো পূর্ণ মেয়াদ শেষ হওয়ার আগেই পানামা পেপার্স কেলেঙ্কারিতে পদত্যাগ করতে বাধ্য হলেন নওয়াজ। এর ফলে ক্ষমতা পূর্ণ না করার হ্যাট্রিকও পূরণ হলো পাকিস্তানের এই প্রধানমন্ত্রী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ভোমরা সীমান্তে বিজিবি’র অভিযানে ৫ বোতল বিদেশী মদ ও ৫ বোতল ফেন্সিডিলসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন ঘোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রহিল উদ্দিনের ছেলে ঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামাল হোসেন, কালিগঞ্জ উপজেলার গণপতি গ্রামের শেখ সেলিম উদ্দিন, উত্তর পারুলিয়া গ্রামের সাকিল আহমেদ ও ড্রাইভার নরসিংদী জেলার কুমারটেক গ্রামের বাবলুর রহমান। শুক্রবার বিকালে ভোমরা সীমান্ত এলাকা থেকে ৫ বোতল ফেন্সিডিল ও ৫ বোতল বিদেশী মদসহ তাদের আটক করা হয়।

বিজিবি’র কোম্পানী কমান্ডার সুবেদার আলী হায়দার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি দল অভিযান চালিয়ে বিদেশী মদ ও ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা কলারোয়ায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার বাদী কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোসলেমউদ্দিন আদালতে সাক্ষ্য দিতে গিয়ে গুরুত্বর অসুস্থ্য হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন। গত কাল দুপুরে মোসলেম উদ্দিন কে দেখতে সদর হাসপাতালে যান সাতক্ষীরা জেলা ছাত্রলীগ-যুবলীগের সাবেক সভাপতি ,জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর ২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী শেখ সাহীদ উদ্দিন। তিনি এসময় অসুস্থ মোসলেমউদ্দিন’র সাথে কথা বলেন এবং সার্বিক বিষয়ে খোজ খবর নেন। তিনি ডাক্তার এবং তার পরিবারের সাথে কথা বলেন পাশাপাশি উন্নত চিকিৎসা দেওয়ার জন্য কর্তব্যরত ডাক্তারকে আহব্বান জানান। তিনি অসুস্থ মোসলেম উদ্দিনের সুস্থতা কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার, ইংল্যান্ডের Head of UK and International Collaborations এ্যালেন ডেলিস্টন এবং Collaborative Partnership Leader হামাদ খান নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনা পরিদর্শন করেন।
শুক্রবার এন.ইউ.বি.টি খুলনা এবং ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার ইংল্যান্ডের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরের উদ্দেশ্যে তারা এই পরিদর্শনে আসেন। এসময় এন.ইউ.বি.টি খুলনার মাননীয় উপাচার্য প্রফেসর ড: আবু ইউসুফ মো: আব্দুল্লাহসহ বিশ্ববিদ্যালয়ের ডীন, বিভাগীয় প্রধানগণ এবং শিক্ষক কর্মকর্তাদের সাথে বিদেশি প্রতিনিধিদল মতবিনিময় করেন।
মতবিনিময় অনুষ্ঠানে এন.ইউ.বি.টি খুলনা এর পক্ষ থেকে বিদেশি প্রতিনিধি দলকে বিশ্ববিদ্যালয় সম্পর্কে সার্বিক ধারণা দেয়ার জন্য পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এস.এম.মনিরুল ইসলাম।
এসময় প্রতিনিধিদল বিভিন্ন শ্রেণিকক্ষ, ল্যাব, লাইব্রেরি, আমেরিকান কর্নার ঘুরে দেখেন এবং বিদ্যামান সুযোগ সুবিধা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন শেষে প্রতিনিধিদল আশাবাদ ব্যক্ত করেন যে, দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুব শীঘ্রই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে এবং এর সুফল শিক্ষর্থীরা পাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest