সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক কর্মশালা  জামায়াতে ইসলামী সব সময় শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে কাজ করে যাচ্ছে: মুহা: আব্দুল খালেকদুর্গাপূজার ছুটিতে মনের ঘুরে আসুন দেবহাটার রূপসী ম্যানগ্রোভ থেকেসাতক্ষীরায় জলবায়ু ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য তরুণদের উদ্ভাবনী সাতটি নিরাপদ পানির উদ্যোগসাতক্ষীরায় ছাত্রশিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীকলারোয়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তি নিহত, স্বামী-স্ত্রী আটককরোনার টিকার মতোই গুরুত্বপূর্ণ টাইফয়েড এর টিকাদেবহাটা সদর ইউনিয়নকে শিশু শ্রম মুক্ত ঘোষনাসাতক্ষীরায় পাখিমারা টিআরএমের বকেয়া ৪৮ কোটি টাকা ক্ষতিপূরণ দাবিতে স্মারকলিপিকালিগঞ্জের সাবেক সমাজসেবা অফিসার শহিদুরের বিরুদ্ধে প্রতিবন্ধীর নামে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ

‘বিচার যখন পাইলাম না, আমরা মরতাম চাই, গাড়ির তলে পইরা মরমু না বিষ খাইয়া মরমু- আমরার নিচ্চতা (নিশ্চয়তা) নাই। ৪ শিশুরে মাইরা যখন তারা জাইরা (হজম) লাইছে, দুশনরে বাঁচাইয়া আন, আমরা ৪ শিশুর মা-রা মরতাম চাই, আমরা বাঁচতাম চাই না। শত্রু “অকলতে (শত্রুরা) কইছে, আমরারে কচুর মতো কাইট্যা ফালাইব। আমরা ২ বছর বিচারের লাগি অপেক্ষা কইরা কিতা পাইলাম। ৯ জনের মাঝে একটা মরছে, বাকী ৮টার ফাঁসি চাই। অয় তারারে ফাঁসি দেও, নাইলে আমরারে ফাঁসি দেও। বাহুবলে বহুল আলোচিত ৪ শিশু হত্যা মামলার রায় শুনার পর কান্নাজড়িত কণ্ঠে এ ভাবে অসন্তোষ প্রকাশ করেন নিহত শিশু ইসমাঈলের মা মিনারা বেগম। একইভাবে একই প্রতিক্রিয়া নিহত অন্য ৩ শিশুর পরিবারের সদস্যদের। তাদেরও দাবি ‘৮ আসামীর ফাঁসি’। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোঃ মকবুল আহসান আলোচিত এ মামলার রায়ে ৩ জনের ফাঁসি, ২ জনের ৭ বছর করে কারাদন্ড এবং ৩ জনকে খালাসের আদেশ দেন।

ফিরে দেখা সুন্দ্রাটিকি ট্রাজেডি :
গত বছরের ১২ ফেব্রুয়ারি খেলার মাঠ থেকে ফেরার পথে নিখোঁজ হয় উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের আব্দুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০), আবদাল মিয়া তালুকদারের ছেলে মনির মিয়া (৭), ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮) ও আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০)। নিখোঁজের ৫দিন পর ১৭ ফেব্রুয়ারি গ্রামের নিকটবর্তী ইছাবিলের বালুর গর্ত থেকে মাটিচাপা অবস্থায় তাদের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর নিহত মনির মিয়ার পিতা আবদাল মিয়া তালুকদার বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় পুলিশ পঞ্চায়েত প্রধান আব্দুল আলী বাগাল, তার দুই ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়া, তার সেকেন্ড ইন কমান্ড আরজু মিয়া ও শাহেদ মিয়াকে গ্রেফতার করে। আব্দুল আলী বাগাল ছাড়া গ্রেফতারকৃত ৪জন আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করে। ওই মামলার আসামী সিএনজি অটোরিকশা চালক বাচ্চু মিয়া র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে মারা যায়। পরে নিহত আসামী বাচ্চু মিয়ার ভাই উস্তার মিয়া ও বাবুল মিয়া এবং আব্দুল আলী বাগালের পুত্র বিল্লাল মিয়াকে পলাতক দেখিয়ে হবিগঞ্জ ডিবি’র তৎকালীন ওসি মুক্তাদির হোসেন মামলার চার্জসীট আদালতে প্রেরণ করেন।

সরেজমিন সুন্দ্রাটিকি :
মামলার রায় ঘোষণার পর বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নিহত ৪ শিশুর বাড়ি গিয়ে দেখা যায় এক হৃদয় বিদারক দৃশ্য। নিহতের পরিবারের সদস্যদের আত্মচিৎকারে এলাকার আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে। কান্না জড়িত কণ্ঠে সকলের একই দাবি ৮ জনের ফাঁসি চাই। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন নিহত শিশুদের দাদী মরমচান সহ তাদের মা। বেলা ২টার দিকে তাদের বাহুবল হাসপাতালে আনা হয়। অসুস্থদের মাঝে ইসমাইলের মা মিনারা (৪৫) ও দাদী মরমচান (৬০)কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাজেলের’র মা চন্দ্র বানু (৪০), মনিরের মা সুলেমা (৪০) কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বাদী আবদাল মিয়ার প্রতিক্রিয়া :
মামলার বাদী আবদাল মিয়া তার প্রতিক্রিয়ায় বলেন, যে রায় হইছে, এ রায়ে আমরা সন্তোষ্ট নায়। মেইন আসামী আব্দুল আলী অর্ডার দিয়া মারাইল, হে-ঐ (সে-ই) খালাস পাইলায়। তার পুলাইনত্যা মারল, তারা-রে দিল খালাস, দুইজনরে দিল কারাদন্ড। ৭ দিনও লাগত নায়, আব্দুল আলী তারারে লইয়া বারঅইয়া (বের হয়ে) আইব। আইয়া আবার আমরারে কাটব, আমরারে মারব। ৪টা বাইচ্চা মাইরা যদি আইত পারল, আমরা বুড়া মানুষরে মারলে কোন আর তারার সমস্যা হইবনি? ২/৪টারে মারবই। তিনি আরো বলেন, তারা (আসামীরা) জেল থাইক্যাও কইছে- ‘আমরা আইয়া লই তোমরারে কচুর মতো কাটমো। ৪টারে মারছি আরো ৮/১০টারে মারমো। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, হে-রা মারতেই থাকবো আর আপনেরা খালি ছবি তোলতেই থাকবেন। তিনি আরো বলেন, আমি ৮ জনেরঐ ফাঁসি চাই। একজনতো মইরা (বন্দুক যুদ্ধে নিহত) গেছে। সবাইর ফাঁসি না হইলে এ বিচারে আমরা সন্তোষ্ট নায়। এই ছায়েদ স্বীকার কইরা বস্তা (লাশ গুমে ব্যবহারের বস্তা) বাইর কইরা দিছে। এই ছায়েদের ৭ বছরের কারাদন্ড হইছে। আর খালাস হইয়া গেছে মেইন আসামী আব্দুল আলী। তিনি বলেন, আব্দুল আলী মাডার এক/দুইটা করছেনি? সাবেক চেয়ারম্যানের ভাইরেও মাইরা ফাইছে। বাগানে এক মহিলারে বাইচ্যাসহ মাইরা ফালাইছে। তার কিছুই হইছে না। তিনি বলেন, কেউ তার বিরুদ্ধে কথা বলে না, সাক্ষী দেয় না। হক্কলেই ভয় পায়। সাক্ষীদের ডর দেখায়, মাইর-ধর করে। হারুন নামে আমরার এক সাক্ষীর টেং ভাইঙ্গা দিছে। তিনি বলেন, এ রায়ে আমরা সন্তোষ্ট নায়। আমরা উচ্চ আদালতে মামলা করবো।

মামলার রায় :
সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান বুধবার দেড় বছর আগের এই চাঞ্চল্যকর হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে আসামিদের মধ্যে রুবেল মিয়া, আরজু মিয়া ও পলাতক উস্তার মিয়াকে মৃত্যুদণ্ডের পাশাপাশি দশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আর রুবেলের ভাই জুয়েল মিয়া ও শাহেদকে সাত বছরের কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন বিচারক। হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় মামলার আসামী জুয়েল-রুবেলের বাবা আব্দুল আলী বাগাল এবং পলাতক আসামি বাবুল মিয়া ও বিল্লালকে আদালত খালাস দিয়েছে।

রায়ের পর গ্রামজুড়ে আতঙ্ক :
এদিকে, সুন্দ্রটিকি গ্রামজুড়ে থম থমে অবস্থা বিরাজ করছে। সবার মাঝে একটা অজানা আতঙ্ক বিরাজ করছে। কেউ টু শব্দটি করতেও রাজি হচ্ছেন না। গৃহিনী থেকে শুরু করে সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেউ কোন প্রশ্নের উত্তর দিচ্ছেন না। গতকাল বুধবার আদালতের রায়ের নির্ধারিত দিনে নিহত ৪ শিশুর পরিবারের কোন সদস্যই সিলেট দ্রুত বিচার আদালতে জাননি। এ ব্যাপারে বাদী আবদাল মিয়া বলেন, আসামীদের লোকজন দলবদ্ধ ভাবে আদালতে গেছে। আমরা ভয়ে আদালতে যাইনি। তিনি বলেন, আমরা গত ক’দিন ধরেই ভয়ে বাহিরে স্বাভাবিক চলাচল থেকে বিরত আছি। আমাদের সকলের মনেই আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ কর্মকর্তার ভাষ্য :
এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (বাহুবল-নবীগঞ্জ সার্কেল) রাসেলুর রহমান বলেন, ৪ শিশু পরিবারের নিরাপত্তার জন্য সকাল থেকেই তাদের বাড়িতে ফোর্স মোতায়েন করে রেখেছি। যতক্ষণ পর্যন্ত বাদী পক্ষ নিরাপদ মনে করবে না ততক্ষণ পর্যন্ত আমরা নিরাপত্তা দিয়ে যাব। তিনি আরো বলেন, ২ জন এসআই পদ মর্যাদার পুলিশ কর্মকর্তার নেতৃত্বে ৮ কনস্টেবল মোতায়েন আছে। আমরা সব ধরণের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের বেথনাল গ্রিন এলাকায় ‘এসিড’ হামলার শিকার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই তরুণ। এতে তাঁদের মুখ ও ঘাড়ের কিছু অংশ ঝলসে গেছে।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৭টার দিকে বেথনাল গ্রিন এলাকায় রোমান রোডে এ হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার একজনের নাম শাখাওয়াত হোসেন (২৪)। আহত অবস্থায় তাঁকে লন্ডনের ব্রুমফিল্ড হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আক্রান্ত অন্যজনের পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে ঘটনাস্থলে থাকা পুলিশের এক সদস্য সংবাদমাধ্যম ডেইলি মেইলকে জানান, তাঁদের মুখের রং বদলে গিয়েছিল। এ ছাড়া একজনের জ্যাকেটের কিছু অংশ এসিড লেগে গলে যায়।

বেথনাল গ্রিনের এক দোকানি জানান, দুজন বাঙালি তরুণ তাঁর দোকানের মধ্যে ছুটে যান। তাঁদের মুখের ওপর এসিড ছিল। তাঁদের চামড়া ঝলসে যাচ্ছিল।

ওই দোকানি আরো বলেন, “তাঁরা চিৎকার করছিল। আমি তাঁদের পানি দিলাম। পানি দিয়ে তাঁরা মুখ ধোয়। ওই দুই তরুণ কাঁদতে কাঁদতে বলে, আমাদের ওপর এসিড ছোড়া হয়েছে। আমাদের ওপর পানি ঢালো।”

এ বিষয়ে জানতে চাইলে লন্ডন পুলিশের এক মুখপাত্র ডেইলি মেইলকে বলেন, লন্ডনের রোমান রোডে দুই তরুণের ওপর এসিড জাতীয় পদার্থ দিয়ে হামলা চালানো হয়েছে। সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে অনুসন্ধান চলছে। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

সম্প্রতি লন্ডনে বেশ কয়েকটি এসিড হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে গত ১৩ জুলাই মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পাঁচজনের ওপর এসিড হামলা চালানো হয়।

লন্ডনে এসিড হামলা দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। ২০১৪ সালে শহরটিতে এসিড হামলার শিকার হয় ২০০ জন। ২০১৬ সালে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৩১ জনে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পুলিশের বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া আরো ১৮ পুলিশ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে। দুটিতে উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেনের স্বাক্ষর রয়েছে।

বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মোহাম্মদ মারুফ হাসানকে নৌপুলিশের ডিআইজি করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার মো. শফিকুল ইসলামকে করা হয়েছে বরিশাল রেঞ্জের ডিআইজি। নৌপুলিশের ডিআইজি মনিরুজ্জামানকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি, পুলিশ অধিদপ্তরের ডিআইজি শৈবাল কান্তি চৌধুরীকে এসপিবিএনের ডিআইজি, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুবুর রহমানকে আরএমপি কমিশনার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার ওয়াই এম বেলালুর রহমানকে ডিআইজির চলতি দায়িত্বে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আবু হাসান তারিককে পুলিশ সদর দপ্তরের ডিআইজির চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে বরিশাল জেলার পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামানকে পুলিশ সদর দপ্তরের এআইজি পদে বদলি করা হয়েছে। তাঁর স্থলে ডিএমপির উপকমিশনার (ডিসি) মো. সাইফুল ইসলামকে পদায়ন করা হয়েছে। নওগাঁ জেলার পুলিশ সুপার মো. মোজাম্মেল হককে ডিএমপির ডিসি এবং এসপিবিএনের পুলিশ সুপার মো. ইকবাল হোসেনকে নওগাঁর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এসপিবিএনের পুলিশ সুপার মো. সেলিম খানকে ডিএমপির ডিসি করা হয়েছে।

হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রকে ডিএমপির ডিসি এবং ডিএমপির উত্তরা জোনের ডিসি বিধান ত্রিপুরাকে হবিগঞ্জের পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে।

খুলনা পিটিসির পুলিশ সুপার মোছা. তাসলিমা খাতুনকে খুলনা আরআরএফের কমান্ড্যান্ট (পুলিশ সুপার), সিলেট মহানগর পুলিশের (সিএমপি) ডিসি সারোয়ার মোর্শেদ শামীমকে ঢাকার টিঅ্যান্ডআইএমের পুলিশ সুপার, ঢাকার উত্তরায় অবস্থিত ৫ এপিবিএন ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) মো. ছিবগাত উল্লাহকে ঢাকার ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার এবং চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডিসি ফারুক আহমেদকে ৫ এপিবিএন ব্যাটালিয়নের অধিনায়ক পদে বদলি করা হয়েছে।

বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) সাবেক ডিসি, বর্তমানে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত মো. জিললুর রহমানকে ঢাকার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার এবং পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল কাদেরকে ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ: কালিগঞ্জে নীলডুমুর ১৭ বিজিবি’র তত্ত্বাবধানে বুধবার বিকেল ৪টায় নলতা ইউনিয়নের সেন্ট্রাল সেহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ১৭ বিজিবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক-অস্ত্র-পণ্য চোরাচালান ও অবৈধভাবে সীমান্তে বিচরণ বা অতিক্রম এবং সন্ত্রাস জঙ্গিবাদের উত্থান ও নাশকতামূলক কর্মকা- প্রতিরোধে নীলডুমুর খানজিয়া বিওপি’র ব্যবস্থাপনায় ‘গণসচেতনতামূলক’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই মতবিনিময় সভায় নীলডুমুর ১৭ বিজিবি’র পরিচালক লেঃ কর্নেল এনামুল আরিফ সুমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজিবি’র খুলনা সেক্টর কমান্ডার কর্ণেল এ এস এম আনিসুল হক (পিএসসি)। এছারা বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মীর্জা সালাহ্উদ্দিন, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম খোকন। বক্তারা বলেন সাম্প্রতিক কালে বিপথগামী ও ভ্রান্ত জঙ্গি মতাদর্শে বিশ্বাসী কিছু ব্যক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্ম নিরপেক্ষ আবহ বিনষ্ট করছে। জঙ্গি সন্ত্রাসীদের নারকীয় কর্মকান্ড প্রতিহত করতে হবে। মাদক-অস্ত্র-পণ্য চোরাচালান ও অবৈধভাবে সীমান্ত অতিক্রম বন্ধে পাড়ায় পাড়ায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ কমিটি, মানব পাচারে সাহায্যকারী দালাল চক্রকে চিহিৃত করা ও শাস্তির আওতায় আনা এবং যে কোন ধরনের অপরাধমূলক কর্মকা- কঠোরভাবে প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে। এ সময় স্থানীয় আ ’লীগের নেতা কর্মী ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে নতুন দুই ছবিতে চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ছবি দুটিতে শাকিব আগেই চুক্তিবদ্ধ হলেও আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন মিম। ছবি দুটির হলো- ‘আমি নেতা হব’ এবং ‘মামলা হামলা ঝামেলা’। ছবি দুটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া এবং পরিচালনা করবেন উত্তম আকাশ।

প্রযোজক প্রতিষ্ঠানটির কর্ণধার মোহাম্মদ সেলিম খান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি নেতা হব’ ও ‘মামলা হামলা ঝামেলা’ দুটি ছবিতেই মিমকে চুক্তিবদ্ধ করেছি। সাইনিং মানিও দিয়েছি। দুই ছবিতে মিমের বিপরীতে শাকিব খান অভিনয় করবেন। এর মধ্যে ‘আমি নেতা হব’ ছবিতে শাকিব-মিম ছাড়াও অভিনয় করবেন মিষ্টি জান্নাত। এই ছবিতে মিষ্টি জান্নাতের সঙ্গে অভিনয় করার কথা ছিল নবাগত সুপ্তির। কিন্তু গল্পের প্রয়োজনে মিমকে আনা হয়েছে।

সেলিম খান আরও বলেন, ‘কেউ কথা রাখে না’ নামের আরেকটি ছবিতে অভিনয়ের জন্য নায়িকা বাছাইয়ের চূড়ান্ত প্রক্রিয়া চলছে। মিম অথবা বুবলী এই দু’জনের মধ্যে একজনকে নেয়া হবে। আর সুপ্তি থাকবেন।

এ বিষয়ে মিম বলেন, সোমবার দুপুরে ‘আমি নেতা হব’ ও ‘মামলা হামলা ঝামেলা’ ছবি দুটিতে চুক্তিবদ্ধ হয়েছি। আগামী ১ আগস্ট থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তিনি আরও বলেন, অনেক বছর পর শাকিব ভাইয়ের সঙ্গে কাজ করতে যাচ্ছি, তাও আবার জোড়া ছবিতে। খুব ভালো লাগছে।

এদিকে, মঙ্গলবার থেকে ‘আমি নেতা হব’ ও ‘মামলা হামলা ঝামেলা’ ছবি দুটির মহরত ও শুটিং শুরু হওয়ায় কথা ছিল। কিন্তু সেটা আর হয়নি। কারণ, ছবি দুটির মহরতে শীর্ষ স্থানীয় একজন রাজনৈতিক নেতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার ছিল। তবে তিনি সিঙ্গাপুরে থাকায় তা আর হয়নি। অন্যদিকে, বৈরী আবহাওয়ার কারণে শুটিং ও মরহত কোনোটাই শুরু করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সেলিম খান।

তিনি আরও বলেন, আগামী (চলতি মাস) ২৮ অথবা ৩১ তারিখ, যেকোনো একদিন ধুমধাম করে তিন ছবির মহরত করে একটানা দুই ছবির শুটিং শুরু করব। এ ছাড়া সবগুলো (তিনটি) ছবিতেই অভিনয় করবেন ওমর সানি-মৌসুমী।

উল্লেখ্য, শাকিব খান ও মিম বড়পর্দায় প্রথমবার জুটি বাঁধেন ‘আমার প্রাণের প্রিয়া’ ছবিতে। জাকির হোসেন রাজু পরিচালিত ওই ছবিটি মুক্তি পায় ২০০৯ সালে এবং সুপার-ডুপার হিট হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নজরুল ইসলাম রাজু : পাটকেলঘাটায় ভূয়া সেনাসদস্য (আর্মি) সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ভূয়া সেনা সদস্য পরিচয় দানকারী খুলনার তেরখাদা গ্রামের মোকামপুর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র শহিদুল ইসলাম (৪২)।
সূত্রে জানা যায়, গত ২০১৫ সালের ১লা জুন পাটকেলঘাটা থানার চৌগাছা শেখ মুক্তার হোসেনের পুত্র জুতা ব্যবসায়ী সাঈদ হোসেন (৩৩) এর কাছ থেকে অভিনব কায়দায় সেনাসদস্য পরিচয়ে নিজের বিপদের কথা বলে ১২শ টাকা নিয়ে যায়। ঠিক বুধবার বিকালে একই ধরনের পরিচয় দিয়ে সাঈদের বড় ভাই রায়হানের কাছে একই কাহিনী বললে ছোট ভাইয়ের সাথে প্রতারণার কথা মিলে গেলে তাকে খবর দেয়। সাঈদ এসে সেনা সদস্য পরিচয় দানকারী কেস চিনতে পারলে আটকিয়ে রেখে পুলিশ কে খবর দেয়। পরে পুলিশ এসে ভূয়া সেনা সদস্য পরিচয় দিয়েছে সঠিক প্রমানিত হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ উপজেলায় প্রথম বারের মত মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তজাতিক দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১০টায় পরিষদ প্রাঙ্গণ থেকে দিবসটি পালন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসানের সভাপতিত্বে মাদকের ক্ষতিকারক বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, দেশকে ধবংস করার জন্য বিভিন্ন ধরণের ষড়যন্ত্র চলছে, তার মধ্যে বড় ষড়যন্ত্র হলো দেশের যুব সমাজকে মাদকদ্রব্যের মধ্যে ঢুকিয়ে বিপথগামি করা। কালিগঞ্জ উপজেলা ভারত সীমান্তবর্তী হওয়ায় যুব সমাজ সহজে মরণনেশা মাদকের ছোয়া পাচ্ছে। এখনো সময় আছে অবিভাবক ও সমাজপতিরা যদি সচেতন না হয় তাহলে আগমি দিনে মাদকের এই ভয়াবহতা আপনার পরিবারের মধ্যে ঢুকে যাবে তখন আপনিও বাঁচতে পারবেন না। শুধু নিজের পরিবারের দিকে খেয়াল রাখলে চলবে না, পাশের বাড়ির সন্তানেরা কি করছে সেটাও খেয়াল রাখতে হবে। কারণ ঐ পাশের বাড়ির বাচ্ছাটা কোন এক সময় আপনার বাচ্চার সাথে মিশে বিপথগামী বা মরণনেশায় আশক্ত হবে। সীমান্তে অবস্থানকারী বিজিবি‘র সদস্যদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আপনারা যদি দায়িত্বে অবহেলা করেন তাহলে আপনার পাশ দিয়ে মাদকদ্রব্য এদেশে ঢুকে আপনার বাড়িতেই পৌছে যাবে। দেখবেন এক সময় আপনার বাচ্চাও নেশাগ্রস্ত হয়ে পড়েছে। তাই দেশ ও পরিবারকে বাঁচাতে আরো আন্তরিক হয়ে দায়িত্ব পালন করতে হবে। মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তজাতিক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। এসময় আরো বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, এমজেএফ বিশেষ প্রতিবন্ধী স্কুলের নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, শুইলপুর বিজিবি ক্যাম্পের সদস্য শাহাজাহান আলী, ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের আশিষ কুমার হালদার, এসডিএফ সংস্থার এনামুল হোসেন, নলতা হাসপাতালের ফিল্ড সুপারভাইজার আকবার আলী খান টিপু, পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমান প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শৈলেন্দ্র নাথ মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা এমএ নাহার, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু, তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম মোশারাফ হোসেন, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সূধিবুন্দ উপস্থিত ছিলেন। পরে একই স্থানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা, মাসিক সমন্বয় কমিটির সভাসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কৃষি অফিসার আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শাহাবুল আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, বিষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রিয়াজউদ্দিন, দক্ষিণশ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশান্ত সরকার, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকাত হোসেন, চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন। সভায় অতিরিক্ত বৃষ্টির কারণে জলবদ্ধতা নিরশন, বজ্রপাতে আহত ব্যাক্তিদের বিষয়ে তাৎক্ষনিক ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা, বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্থ কমিউনিটি ক্লিনিক গুলো মেরামত, রাস্তা-ঘাট, কালভাটসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতির বিষয় নিয়ে আলোচনা হয়। এর পূর্বে নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক আছে বলে সকলকে অবহিত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : সাতক্ষীরায় বিভিন্ন সময় জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। বুধবার বেলা সাড়ে ১১টার সময় শ্যামনগর উপজেলার নীলডুমুরস্থ ১৭ বিজিবি ব্যাটেলিয়নে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন যশোরেরর রিজিয়ন পিএসসি ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম, খুলনা বিজিবির সেক্টর কমান্ডার পিএসসি কর্নেল এএসএম আনিসুল হক, ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এনামুল আরিফ সুমনসহ বিজিবি কর্মকর্তারা।
১৭ বিজিবির উপ-পরিচালক রেজোয়ান-উল-ইসলাম জানান, গত ১২ সেপ্টেম্বর ২০১৫ থেকে ২২ মে ২০১৭ তারিখ পর্যন্ত ১৭ বিজিবি ব্যাটেলিয়নের অভিযানে জব্দকৃত বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। এসব মাদক দ্রব্যের মধ্যে রয়েছে, ১২’শ বোতল ভারতীয় বিভিন্ন প্রকারের মদ, ১.৯ কেজি গাজা, ১৮ হাজার ৫২ পিচ বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট, ৩ লিটার দেশী চোরাই মদ, ২১৮ ক্যান ভারতীয় বিয়ার, ৩ হাজার ১৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল। এসব মাদকদ্রব্যের মূল্য আনুমানিক ৫৭ লাখ ২৪ হাজার ৩১০ টাকা। তিনি আরো বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে বিজিবির অভিযান এষনও অব্যাহত থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest