সর্বশেষ সংবাদ-
মণিরামপুরে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের শুদ্ধাচার বিষয়ক সভাসম্প্রীতি এইড ফাউন্ডেশন এর আয়োজনে প্রকল্প অবহিতকরন সভাসকলকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে, কোনো ধরণের অন্যায় বরদাস্ত করা হবে না–সামেকের ব্যবস্থাপনা কমিটির সভায় ডা: রুহুল হকসাতক্ষীরার মেডিকেল এর সামনে বাইপাস সড়কে মোটরযানের উপর মোবাইল কোর্টআশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদের বিপরীতে ১৩ প্রার্থীর শেষ মুহুর্তের বিরামহীন প্রচার প্রচারণা শেষ হলআশাশুনিতে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধনশ্যামনগরে প্রধান শিক্ষক মান্নানের বিরুদ্ধে বিদ্যালয়ের পুকুরের মাছ ধরে নেওয়ার অভিযোগআশাশুনিতে ঘোড়া প্রতীকের প্রার্থীদের নির্দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরায় বজ্রপাতে এক শিশুর মৃত্যুসাতক্ষীরায় আইআরআই’র আয়োজনে ‘তর্কে বিতর্কে উপজেলা নির্বাচন’ নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত

04কে এম রেজাউল করিম : দেবহাটায় নতুন জাতের ফল ড্রাগন চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন উপজেলার চকমোহাম্মাদালীপুর গ্রামের সৈয়দ রিয়াসাদ আলীর পুত্র আকবর আলী। মাত্র ১ বিঘা জমিতে ড্রাগন চাষে তার খরচ হচ্ছে ১ লক্ষ টাকা। তার বাগান থেকে ড্রাগন ফল বিক্রি করে ব্যাপক টাকা লাভের আশা করছেন তিনি। এচাষে চারা লাগানোর পর শুধু জৈব সার ব্যবহার করে অনেকটা বিনা খরচে ফলন পাবেন মনে করছেন তিনি। তার এ চাষ এলাকায় ব্যাপক সাড়া ফেলার পাশাপাশি ভাগ্য বদল হতে শুরু করার কথা শুনে অনেকই ড্রাগন চাষে অগ্রহী হয়েছেন। প্রতিনিয়ত অসংখ্য মানুষ আসেন তার ড্রাগন বাগান দেখতে। সৈয়দ আকবর আলী জানান, আগে তিনি ধান, পাট, সরিষা, মুসুরের মতো গতানুগতিক চাষাবাদ করতেন। কিন্তু তাতে তেমন লাভ হতো না। এক পর্যায়ে পেঁপে-পেয়ারা চাষ শুরু করেন। তাতেও খরচের তুলনায় লাভ কম। তারপর পোকামাকড় ও রোগ বালাইয়ের কারণে এসব ফসল চাষ নিয়ে যখন বিপাকে ছিলেন সেই সময়ে কুমিল্লা অঞ্চলের ভালুকা থেকে ড্রাগন ফলের চারা সংগ্রহ করেন তিনি। বিভিন্ন কৃষিবীদদের পরামর্শ ও সহযোগিতায় ১বিঘা জমি নির্বাচন করে ড্রাগন বাগান গড়ার পরিকল্পনা করেন। তারই ধারাবাহিকতায় ২০১৬ সালে ১শত টাকা মূল্যে শতাধিক ড্রাগন চারা এবং সিমেন্টের পিলার নিয়ে বাগান তৈরি করেন। ক্ষেত তৈরি, গাছ লাগানো ও পরিচর্যা করতে তার মাত্র ৬৫ হাজার টাকা খরচ হয়। আগামী বছর থেকেই গাছে ড্রাগন ফল অসতে শুরু করবে আশাকরেন তিনি। বর্তমান বিভিন্ন স্থান থেকে ঢাকার বেপারীরা বাগান থেকে ৪০০ টাকা কেজি দরে ফল কিনে নিয়ে যাচ্ছেন। স্থানীয় বাজারেও ড্রাগন ফলের বেশি চাহিদা সৃষ্টি না হলেও বাইরে এর ব্যপক চাহিদা রয়েছে। ফল পাওয়ার পর্যন্ত সর্বমোট ১ লক্ষাধক টাকা খরচ হবে জানান। তিনি আরো জানান, নতুন ফলে লাভ বেশি হওয়ার কথা শুনে অনেকে আসেন তার বাগান দেখতে। দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা জসিমউদ্দীন বলেন, মেক্সিকান এ ফল বর্তমানে এশিয়ার চায়না, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা ব্যাপক চাষ হচ্ছে। বাংলাদেশের আবহাওয়া ড্রাগন ফল চাষ উপযোগি। প্রচ- খরায় সেচ ও জৈব সার দেয়া ছাড়া ড্রাগন চাষে কোনো বাড়তি খরচ নেই। রোগবালাই মুক্ত ড্রাগন গাছ একবার লাগালে শুধু পরিচর্যা করলে ৩০ থেকে ৪০ বছর একনাগাড়ে ফল দেয়। এ ফল চাষ অত্যন্ত লাভজনক। ড্রাগন ফল মিষ্টি ও হালকা টক জাতীয় স্বাদের হয়ে থাকে। এ ফলে নানা পুষ্টিগুণ রয়েছে। বিশেষ করে এ ফল ডায়াবেটিস, উচ্চ রক্ত চাপ, কোলেস্টেরল ও শরীরের চর্বি কমায়। যে কারণে বাজারে ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

003নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরাতে অনেক উন্নয়ন হলেও এখনো অনেক কিছুই অসম্পূর্ণ রয়েছে। আর তাই সার্বিক উন্নয়নে সকলকে মিলে মিশে কাজ করার আহবান জানালেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, প্রখ্যাত শল্য চিকিৎসক ডাঃ আ. ফ. ম রুহুল হক এমপি। শনিবার দুপুরে সাতক্ষীরার উন্নয়ন সম্ভাবনা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
সাতক্ষীরায় মেডিকেল কলেজ স্থাপন, ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দরে রূপায়ন, বাইপাস সড়ক নির্মাণ কাজ শুরু, ১০ টাকা কেজি দরে চাউল বিতরণ, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধাদের সম্মাানী ভাতা বৃদ্ধিসহ সরকারের নানাবিধ উন্নয়ন কাজের সফলতা উল্লেখ করে প্রধান অতিথি আরো বলেন, সাতক্ষীরাতে অনেক উন্নয়ন হলেও এখনো অনেক কিছুই অসম্পূর্ণ রয়েছে। ভোমরা স্থল বন্দরের অবকাঠামো উন্নয়ন, সাতক্ষীরা প্রাণ সায়ের খাল পুনরুজ্জীবিতকরণ, শহিদ আব্দুর রাজ্জাক পার্ককে আধুনিকায়ন, পৌর দিঘির চারপাশে আলোকিত করার ব্যবস্থা, সুপেয় পানির ব্যবস্থা করা, সড়ক ব্যবস্থার উন্নয়ন করাসহ বিভিন্ন অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করতে হলে সাংবাদিক, রাজনীতিবিদসহ সকলকে একসাথে কাজ করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে সারা দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। দেশের মানুষ এখন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সাফল্যের এ ধারা অব্যাহত রাখার আহবান জানিয়ে সাবেক স্বাস্থ্য মন্ত্রী আরো বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সরকারের উন্নয়ন কর্মকান্ডকে জাতি তথা বিশ্বের কাছে তুলে ধরতে হবে। সরকারকে কাজ করার অনুপ্রেরণা যোগাতে হবে।
তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় যে অনিয়ম-দুর্নীতি ঢুকে পড়েছে তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রকৃত শিক্ষায় আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করে তুলতে হবে। শিক্ষকদের হতে হবে আদর্শ শিক্ষক।
প্রেসকাব সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল বারির সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য স. ম. জগলুল হায়দার, সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব নজরুল ইসলাম। বক্তব্য রাখেন, প্রেসকাবের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু আহমেদ, সাবেক সভাপতি আনিসুর রহিম, মমতাজ আহমেদ বাপি, মিজানুর রহমান, এম কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, মোজাফফর রহমান, গোলাম সরোয়ার, দিলীপ কুমার দেব ও আব্দুল জলিল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাবেক এমপি ডা. মোখলেছুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন, সাধরণ সম্পাদক শাহাজান আলী, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. শহিদুল ইসলাম পিন্টু, দেবহাটার সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

002নিজস্ব প্রতিনিধি : কলারোয়া উপজেলার দক্ষিণ বহুড়া গ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে কেরালকাতা ইউপির প্রাক্তন চেয়ারম্যান আমজাদ হোসেন স্মৃতি সংসদ আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডার আব্দুল গফ্ফারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন, কেরালকাতা ইউপি চেয়ারম্যান আলহাজ্জ্ব আব্দুল হামিদ সরদার, মুুক্তিযোদ্ধা আব্দুর রউফ, আঞ্চলিক যুদ্ধপরাধী নির্মূল কমিটি কেন্দ্রীয় পরিষদের আহবায়ক কামরুজ্জামান সোহাগ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
কলারোয়া সরকারি কলেজের সাবেক প্রো-ভিপি মাস্টার হাসান শাহরিয়ার সুমনের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আশিকুর রহমান মুন্না, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মারুফ আহম্মেদ জনি, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম ইলিয়াস হোসাইন, ইউপি সদস্য শহিদুল ইসলাম, আব্দুর রশিদ, ওসমান গনি, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আয়ুব দফাদার, মফিজ উদ্দিন নান্টু, যুবলীগ নেতা আমিরুল ইসলাম পলাশ, শামিম হোসেন, আমজাদ হোসেন স্মৃতি সংসদের সভাপতি মেহেদী হাসান মুক্তি, ছাত্রলীগ নেতা রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ফিরোজ আহম্মেদ স্বপন বলেন- এই গ্রাম আমার মাটি, এই গ্রামে আমার জন্ম। এই গ্রামের সুনাম কেউ নষ্ট করলে আমি বরদাস্ত করবো না।
তিনি বলেন- আমাদের সন্তানদেরকে মাদক সেবন থেকে দূরে রাখতে হবে। ছেলে মেয়েদের সাথে সময় দিতে হবে যেন তারা বিপথে চলে না যায়। সবাই মিলে একটি সুখি, সমৃদ্ধি ইউনিয়ন গড়ে তুলি। যেখানে থাকবেনা কোন সন্ত্রাস আর মাদকের ভয়াবহ ছোবল। আলোচনা সভা শেষে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার কুলতিয়ার মোড় এলাকায় পানি নিষ্কাশনের কালভার্টের করুন অবস্থার উন্নয়নে উদ্যোগ না নেওয়ায় এলাকার মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। জানাগেছে, কুলতিয়া মোড়ে পানি নিষ্কাশনের জন্য বৃটিশ আমলে একটি কালভার্ট পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। যার এক মুখ অর্ধেক মাটি ভরাট ও অন্য মুখ পুরোপুরি ভাবে মাটি ভরাট হয়ে গেছে। যার কারণে গত বছর বর্ষার মৌসুমে পানি বন্দি হয়ে প্লাবিত হয়ে ছিল, কুলতিয়ার মোড় এলাকা, মাঠ পাড়া ও সদরের কুলতিয়া গ্রামের হাজারও পরিবার। এলাকাবাসী পানি নিষ্কাশনের ব্যবস্থা হিসাবে পুরাতন কালভার্টের মধ্য দিয়ে অতি কষ্টে একটি পাইপ স্থাপন করে। কিন্তু প্রয়োজনের তুলনায় তা অতি নগন্য। কুল্যা গ্রামের বাসিন্দা হেকমত আলী, রবিউল ইসলাম ও সদরের পবিত্র ঘোষ বলেন, তৎকালিন সময়ে পুরাতন কালভার্ট ভেঙ্গে নতুন কালভার্ট নির্মানের সময় ঠিকাদাররা এ কালভার্টটি নির্মাণ না করে এভাবেই ফেলে রাখে। ফলে প্রতি বছর প্লাবিত হয় এএলাকা। এব্যাপারে বিভিন্ন দপ্তরে অভিযোগ জানালেও কোন সুফল মেলেনি বলে জানান এলাকাবাসী। প্লাবনের হাত থেকে রক্ষা পেতে পুরাতন কালভার্ট ভেঙ্গে নতুন ঢালাইয়ের কালভার্ট নির্মানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দরগাহপুর প্রতিনিধি : আশাশুনি উপজেলার দরগাহপুর অহেদা খাতুন স্মৃতি কিন্ডার গার্টেন ও নি¤œ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের ১৩নং ওয়ার্ড সদস্য ও স্থায়ী কমিটি (শিক্ষা বিভাগ) সভাপতি এস এম দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন স্কুলের সভাপতি শেখ জাহিদুল ইসলাম তোতা, পাইকগাছা উপজেলা খাদ্য কর্মকর্তা ফিরোজ সিদ্দিকী, সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা আঃ মুজিদ, অবঃ শিক্ষক আলহাজ্ব শেখ উকিল উদ্দিন ও ইউপি সদস্য শাহ আলম বাচ্চু। অন্যদের মধ্যে মাষ্টার আমির আলি, প্রধান শিক্ষক নরেন্দ্র নাথ সরদার, শিক্ষক এস এ নেওয়াজ, প্রতাপ ঘোষ, পিংকি, কবির গাজী, নিপন, রমেন, রেখা, তুলি, পুতুল, বিপু উপস্থিত ছিলেন। নাজমুল, তুহিন, রশিদ, ফকরুদ্দিন, সোহেল এর পরিচালনায় স্কুলের ছেলেমেয়েরা বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

dragon-copy
কেএম রেজাউল করিম : দেবহাটায় নতুন জাতের ফল ড্রাগন চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন উপজেলার চকমোহাম্মাদালীপুর গ্রামের সৈয়দ রিয়াসাদ আলীর পুত্র আকবর আলী। মাত্র ১বিঘা জমিতে ড্রাগন চাষে তার খরচ হচ্ছে ১লক্ষ টাকা। তার বাগান থেকে ড্রাগন ফল বিক্রি করে ব্যাপক টাকা লাভের আশা করছেন তিনি। এচাষে চারা লাগানোর পর শুধু জৈব সার ব্যবহার করে অনেকটা বিনা খরচে ফলন পাবেন মনে করছেন তিনি। তার এ চাষ এলাকায় ব্যাপক সাড়া ফেলার পাশাপাশি ভাগ্য বদল হতে শুরু করার কথা শুনে অনেকই ড্রাগন চাষে অগ্রহী হয়েছেন। প্রতিনিয়ত অসংখ্য মানুষ আসেন তার ড্রাগন বাগান দেখতে। সৈয়দ আকবর আলী জানান, আগে তিনি ধান, পাট, সরিষা, মুসুরের মতো গতানুগতিক চাষাবাদ করতেন। কিন্তু তাতে তেমন লাভ হতো না। এক পর্যায়ে পেঁপে-পেয়ারা চাষ শুরু করেন। তাতেও খরচের তুলনায় লাভ কম। তারপর পোকামাকড় ও রোগ বালাইয়ের কারণে এসব ফসল চাষ নিয়ে যখন বিপাকে ছিলেন সেই সময়ে কুমিল্লা অঞ্চলের ভালুকা থেকে ড্রাগন ফলের চারা সংগ্রহ করেন তিনি। বিভিন্ন কৃষিবীদদের পরামর্শ ও সহযোগিতায় ১বিঘা জমি নির্বাচন করে ড্রাগন বাগান গড়ার পরিকল্পনা করেন। তারই ধারাবাহিকতায় ২০১৬ সালে ১শত টাকা মূল্যে শতাধিক ড্রাগন চারা এবং সিমেন্টের পিলার নিয়ে বাগান তৈরি করেন। ক্ষেত তৈরি, গাছ লাগানো ও পরিচর্যা করতে তার মাত্র ৬৫ হাজার টাকা খরচ হয়। আগামি বছর থেকেই গাছে ড্রাগন ফল অসতে শুরু করবে আশাকরেন তিনি। বর্তমান বিভিন্ন স্থান থেকে ঢাকার বেপারীরা বাগান থেকে ৪০০ টাকা কেজি দরে ফল কিনে নিয়ে যাচ্ছেন। স্থানীয় বাজারেও ড্রাগন ফলের বেশি চাহিদা সৃষ্টি না হলেও বাইরে এর ব্যপক চাহিদা রয়েছে। ফল পাওয়ার পর্যন্ত সর্বমোট ১ লক্ষাধক টাকা খরচ হবে জানান। তিনি আরো জানান, নতুন ফলে লাভ বেশি হওয়ার কথা শুনে অনেকে আসেন তার বাগান দেখতে। দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা জসিমউদ্দীন বলেন, মেক্সিকান এ ফল বর্তমানে এশিয়ার চায়না, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা ব্যাপক চাষ হচ্ছে। বাংলাদেশের আবহাওয়া ড্রাগন ফল চাষ উপযোগি। প্রচণ্ড খরায় সেচ ও জৈব সার দেয়া ছাড়া ড্রাগন চাষে কোনো বাড়তি খরচ নেই। রোগবালাই মুক্ত ড্রাগন গাছ একবার লাগালে শুধু পরিচর্যা করলে ৩০ থেকে ৪০ বছর একনাগাড়ে ফল দেয়। এ ফল চাষ অত্যন্ত লাভজনক। ড্রাগন ফল মিষ্টি ও হালকা টক জাতীয় স্বাদের হয়ে থাকে। এ ফলে নানা পুষ্টিগুণ রয়েছে। বিশেষ করে এ ফল ডায়াবেটিস, উচ্চ রক্ত চাপ, কোলেস্টেরল ও শরীরের চর্বি কমায়। যে কারণে বাজারে ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

pm_modi_meeting4বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর পর্যায়ের শীর্ষ বৈঠকের পর তাদের উপস্থিতিতে প্রতিরক্ষা, ঋণ, মহাকাশ, পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতের মোট ২২টি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এর আগে শনিবার দুপুরে ভারতের নয়া দিল্লির হায়দরাবাদ হাউসে প্রধামন্ত্রী নরেন্দ্র মোদির সাথে শীর্ষ বৈঠকে বসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই সফরের আগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দুদেশের মধ্যে ৩৫টি চুক্তি ও সমঝোতা স্মারক হবে এমন আশাবাদ ব্যক্ত করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ  মাহমুদ আলী। এসব চুক্তি ও সমঝোতা স্মারকের বেশিরভাগই বর্ডার হাট স্থাপন, তথ্য ও সম্প্রচার, বেসামরিক পারমানবিক সহযোগিতা, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, স্যাটেলাইট ও মহাকাশ গবেষণা, ভূ-তাতত্ত্বিক বিজ্ঞান, প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা, ভারত কর্তৃক প্রদত্ত লাইন অব ক্রেডিট (এলওসি), কমিউনিটি ক্লিনিক স্থাপন, বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা সম্পর্কিত।

শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে সংবর্ধনাস্থলে সকাল ৯টায় শেখ হাসিনার গাড়ি প্রবেশের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের অশ্বারোহী দল তা পাহারা দিয়ে অনুষ্ঠান মঞ্চের কাছে নিয়ে যায়। সেখানে আগে থেকে উপস্থিত নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

সফরের প্রথমদিন শুক্রবার বিকেলে রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে কথা বলেন তারা। এদিন দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সরকারি সফরে নয়াদিল্লী পৌঁছান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দু’দেশের বন্ধুত্বকে নতুন মাত্রা দেয়ার প্রত্যাশায় এ সফরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুদেশের দুই প্রধানমন্ত্রী বিরল-রাধিকাপুর রুটে মালামাল পরিবহনকারী রেল চলাচল, খুলনা-কলকাতা রুটে যাত্রীবাহী বাস ও রেল চলাচল, ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ প্রকল্প থেকে বাংলাদেশে অতিরিক্ত ৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ প্রক্রিয়ার উদ্বোধন করবেন। সেই সঙ্গে দুই প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’র হিন্দি সংস্করণের মোড়ক উন্মোচন করবেন। অনুষ্ঠান থেকে দুই দেশ যৌথ বিবৃতি প্রকাশ করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকা বিশ্ববিদ্যালয় সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

0203ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : অরুণোদয়ের তরুণ আলোয় এসো আলোকিত হই স্লোগানে প্রথম বারের মত  সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক সোনারগাঁ লোকশিল্প যাদুঘর এ বার্ষিক বনভোজন আয়োজিত হল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাতক্ষীরা জেলার শিক্ষার্থীরা  প্রথম বারের মত তাদের এই বনভোজন ও নবীনবরণ আয়োজন করল সংগঠনের সভাপতি ওসমান গনি ও সাধারণ সম্পাদক মাসুম উল ইসলাম সজল এর ঐকান্তিক প্রয়াসে। সারাদিনব্যাপি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, আ.লীগ নেতা আ হ ম তারেক উদ্দিন, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম রসুল বিপ্লব, জগন্নাথ বিশ্ববি002দ্যালয়ের প্রভাষক কাজী ফারুক হোসেন, সূর্যসেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিদ হাসান শাহিন প্রমুখ।
সংগঠনের সাধারণ সম্পাদক সজল বলেন, সবার এমন ঐকান্তিক সহযোগিতায় আমাদের এই প্রোগ্রামটা সফল হয়েছে।আগামীদিনেও উন্নত সাতক্ষীরা বিনির্মাণে আমরা আমাদের এই বন্ধন অটুট রাখব এবং প্রতি বছরই এমন অনুষ্ঠান আয়োজন করব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest