সর্বশেষ সংবাদ-
জেলা ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠনচোরের উপদ্রবে অতিষ্ঠ কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়ার বাসিন্দারা : মিথ্যা মামলার অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে শােকসাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা: আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগশ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় মদ জব্দআশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনাসাতক্ষীরা জেলা স্কাউট ভবন এর উর্ধ্বমুখি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধনখুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদারশ্যামনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ‌দুর্নীতির অভিযোগল স্টুডেন্টস ফোরাম এর নবনির্বাচিত কমিটি নির্বাচন কমিশনের সাথে শুভেচ্ছা বিনিময়

photo-1494940915দুই হাজার ৬০০ টাকা দিয়ে বাটার এক জোড়া জুতা কিনেছিলেন নুজহাতুল হাসান। কেনার পরের দিনই তা ছিঁড়ে যায়। বিষয়টি নিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন নুজহাতুল।

এরই পরিপ্রেক্ষিতে বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের একটি বিক্রয় কেন্দ্রকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গতকাল সোমবার রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক রিনা বেগম।

নুজহাতুল হাসান নামের এক ভোক্তা লিখিত অভিযোগে জানান, রাজধানীর মিরপুর ১০ নম্বর সেকশন এলাকার একটি বাটার বিক্রয় কেন্দ্র থেকে দুই হাজার ৬০০ টাকা দিয়ে এক জোড়া জুতা কেনেন তিনি। পরের দিনই জুতা ছিড়ে যায়। এরপর তিনি ওই বিক্রয়কেন্দ্রে গেলে দোকানের লোকজন তাঁকে নতুন জুতা দেননি বা ঠিক করে দেননি। এই কারণে তিনি ভোক্তা অধিকারে অভিযোগ করে বলেন, ‘বাটা কোম্পানি আমাকে নিম্ন মানের জুতা দিয়ে প্রতারণা করেছে।’

সহকারী পরিচালক রিনা বেগম জানান, ভোক্তার অভিযোগের সঠিক কোনো জবাব দিতে না পারায় বাটা কোম্পানির ওই শোরুমকে জরিমানা করা হয়।

প্রতিষ্ঠান তো কোনো ধরনের সেবার প্রতিশ্রুতি গ্রাহককে দেয়নি, তাহলে জরিমানা করা হলো কিসের ভিত্তিতে এমন প্রশ্নের জবাবে রিনা বেগম বলেন, ‘এত দামি জুতার তো নিম্নতম একটা মান থাকতে হবে। আর এ ভোক্তা যে পণ্য ক্রয় করেছে তা তো সে ব্যবহার করতে পারেনি। এটা ভোক্তা অধিকারের পরিপন্থী।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

SAM_7915মাহফিজুল ইসলাম আককাজ : ২০১৭ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে সাতক্ষীরা জেলার প্রথম স্থানে রয়েছে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এবছর এসএসসি পরীক্ষার ফলাফলে মোট ১০০ জন এ প্লাসসহ শতভাগ পাশের সাফল্য অর্জন করে বিদ্যালয়টি। এর আগেও এ বিদ্যালয়ের পাশের হার ছিল শতভাগ পাশ।
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল মামুন জানান, ২০১৭ সালের এসএসসি পরিক্ষায় মোট ১৩২ জন ছাত্রী অংশ নেয়। এর মধ্যে এ+ ১০০ জন, এ ১১৭ জন, এ- ১১ জন, বি ১ জন এবং সি ১ জন। এবছর এসএসসি পরিক্ষার ফলাফলে জেলার সেরা ফলাফল করে করার গৌরব অর্জন করেছে এই বিদ্যালয়টি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের বিদ্যালয়ের ভালো ফলাফল অর্জনের জন্য আমরা সব সময় শিক্ষার্থীদের ক্লাসের প্রতি মনোযোগি এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস পরিচালনা করেছি। এসএসসিতে ভালো ফলাফলের জন্য শিক্ষকম-লী, অভিভাবক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানান প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল মামুন। এছাড়া আগামী দিনে এ সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
বিদ্যালয়ের এ সাফল্যে শিক্ষকম-লী, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও অভিনন্দন জানান বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

01নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও ট্রেডিং করপরেশন অব বাংলাদেশ (টিসিবির মাধ্যমে নায্য মূল্যে বিভিন্ন খাদ্যদ্রব্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে চত্বরে ভ্রাম্যমাণ পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন। এসময় উপস্থিত ছিলেন, জেলা মার্কেটিং অফিসর সাহেল মোঃ আব্দুল্লাহ, টিসিবি ডিলার শেখ সিরাজুল ইসলাম প্রমুখ। টিসিবি ডিলার জানান, শহরতলীর কদমতলা বাজারের রাসেল এন্ট্রারপ্রাইজ, আবাদের হাটবাজারে আইয়ুব এন্ট্রারপ্রাইজ এর পক্ষ থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ভ্রাম্যমাণ বাজারজাত করণের মাধ্যমে চিনি ৫৫ টাকা, মশূর ডাল ৮০ টাকা, সয়াবিন তেল ৮৫ টাকা, ছোলা ৭০ টাকা কেজি দরে বিক্রয় করা হয়। এসময় জেলা প্রশাসক বলেন, পবিত্র রমজানে সকলে যাতে নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে পারে সে কারনে এ পণ্য বিক্রয় শুরু হয়েছে। তবে খেয়াল রাখতে কেউ যে এ সুযোগ কাজে লাগিয়ে মজুদ না করে। নির্দিষ্ট পরিমাণের চেয়ে কাউকে বেশি না দেওয়ার জন্য জেলা মার্কেটিং অফিসারের দৃষ্টি আকর্ষণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
18485907_1160892297355920_7108994773824629396_n

সাতক্ষীরা সরকারি কলেজ

অপ্রতিম : সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন সাতক্ষীরা সরকারি কলেজ ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ বিসিএস শিক্ষা সমিতির সদস্যবৃন্দ।

পরীক্ষাসহ জাতীয় দায়িত্ব পালনকালে শিক্ষা ক্যাডার কর্মকর্তাবৃন্দের উপর উপর্যুপরি বর্বরোচিত হামলা, মারাত্মক জখম করা ও সন্ত্রাসীদের অব্যাহত হুমকির প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে শ্রেণি কার্যক্রম ও পরীক্ষার কার্যক্রমে সর্বাত্মক কর্মবিরতি পালন করছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। আজ মঙ্গলবার ১৬ মে দেশের সর্বত্র সরকারি কলেজগুলোতে এ কর্মসূচি পালিত হচ্ছে।

18553890_1488790674528420_205860889_o

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ সাতক্ষীরা সরকারি কলেজ ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজেও এ কর্মসূচি পালন করছেন শিক্ষকবৃন্দ।

আজ সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বাস সুদেব কুমার, উপাধ্যক্ষ প্রফেসর এস.এম আফজাল হোসেন, শিক্ষক পর্ষদ সম্পাদক আবুল কালাম আজাদ, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সাতক্ষীরা সরকারি কলেজ ইউনিট সভাপতি মোঃ আবুল হাশেম ও সম্পাদক মোঃ শাহিনুর রহমানসহ শিক্ষা সমিতি সাতক্ষীরা সরকারি কলেজ ইউনিটের নেতৃবৃন্দ এবং সাতক্ষীরা সরকা‌রি ম‌হিলা ক‌লে‌জের অধ্যক্ষ প্র‌ফেসর আব্দুল খা‌লেক, উপাধ্যক্ষ প্র‌ফেসর ইয়াহিয়া মোল্যা, বি‌সিএস সাধারণ শিক্ষা স‌মি‌তির সাতক্ষীরা জেলা ইউ‌নিট সম্পাদক মোঃ অ‌লিউর রহমানসহ সকল পর্যা‌য়ের কর্মকর্তাবৃন্দ স্ব স্ব কলেজে এ কর্মসূচিতে অংশগ্রহণ ক‌রেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

xfull_1061080667_1494907711.jpg.pagespeed.ic.V1fdJ8dZYOনিষেধাজ্ঞার কারণে ওয়ালটন ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি মাশরাফি বিন মুর্তজা। নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি।
বুধবার ডাবলিনের ক্লনট্যার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে কিউইদের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন।
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটি বৃষ্টি ভাসিয়ে নিয়েছিল। শেষ পর্যন্ত আর মাঠে গড়ায়নি ম্যাচটি।
বাংলাদেশের সামনে নিউজিল্যান্ডকে হারানোর ভালো সুযোগ রয়েছে। গত ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে স্বাগতিকদের কাছে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি- তিনটি সিরিজেই হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। সেই ক্ষতে প্রলেপ দেওয়ার এই সুযোগটা কাজে লাগাতে হবে মাশরাফিদের। পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের হিসাব-নিকাশ আর চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি তো আছেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

xfull_1369736131_1494873191.jpg.pagespeed.ic.oOzHYXipvKরাজধানীর বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে ধর্ষণের অভিযোগে দুই তরুণীর দায়ের করা মামলার অন্যতম আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ এর গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী রহমতকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশান থেকে সাফাত আহমেদের দেহরক্ষী রহমত আলী ও পুরান ঢাকা এলাকা থেকে সাফাতের গাড়িচালক বিল্লালকে পুলিশ ও র‍্যাব গ্রেপ্তার করে।

তাদের গ্রেফতারের খবরটি ডিএমপি’র মিডিয়া শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান নিশ্চিত করেছেন।

রাত ৮টার দিকে র‌্যাব-১০ এর একটি দল নবাবপুরের একটি আবাসিক হোটেল থেকে গাড়িচালক বিল্লালকে গ্রেপ্তার করে। এর মাত্র ২০ মিনিটের মধ্যে ডিবি পুলিশ গুলশান ১ নম্বর সার্কেল থেকে বডিগার্ড রহমত আলীকে গ্রেপ্তার করে।

তবে বডিগার্ড হিসেবে যোগদানের সময় রহমত তার প্রকৃত নাম গোপন করে আবুল কালাম আজাদ পরিচয় দেয়।

উল্লেখ্য, ২৮ মার্চ বন্ধুর সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে অস্ত্রের মুখে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয়ের ওই দুই ছাত্রী। ওই ঘটনায় ৬ মে রাজধানীর বনানী থানায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, সাফাতের বন্ধু নাঈম আশরাফ (সিরাজগঞ্জের আবদুল হালিম) ও সাদমান সাকিফ, গাড়িচালক বিল্লাল ও অজ্ঞাতনামা একজনের বিরুদ্ধে মামলা করেন তারা।

সিলেট থেকে গ্রেপ্তার সাফাত ও সাকিফকে রিমান্ডে নিয়ে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে নাঈম আশরাফকে এখনো গ্রেপ্তার করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

full_657067886_1494917936আকাশ থেকে বৃষ্টির ধারার মতো আগুন ঝরতে দেখা গেছে চীনে। ১১ মে চীনের লাইওনিং প্রদেশের শেনইয়াংয়ে ব্যস্ত এক রাস্তায় বজ্রপাতের পর আগুন–বৃষ্টির এ ঘটনা ঘটে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ওই ঘটনার ভিডিও ফেসবুকে প্রকাশ করেছে চায়না প্লাস নিউজ। মাত্র আট সেকেন্ডের ভিডিওটি গাড়ির ড্যাশবোর্ড থেকে ধারণ করা। ঘটনাটি ভিডিও আকারে ফেসবুকে আসার পর এটি ভাইরাল হয়েছে।

ভিডিওতে স্পষ্ট দেখা যায়, বজ্রপাতের পর আকাশ থেকে আগুনের স্ফুলিঙ্গ বৃষ্টি হয়ে রাস্তার ওপর পড়ছে। ঘটনার শুরুতেই বিশাল এক আলোকচ্ছটা দেখা যায়। তারপর সেকেন্ডের ভগ্নাংশের সময়ের মধ্যেই অন্ধকার হয়ে যায় চারপাশ। এর পরপরই রাস্তার পাশে থাকা গাছের সারিগুলো থেকে আগুনের স্ফুলিঙ্গ পড়তে থাকে। ওই সময় রাস্তায় কয়েকটি গাড়ি দাঁড়িয়ে ছিল। ওই এলাকায় কেনাকাটা করতে আসা অনেকেও ছিলেন। তবে কারও কিছু হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

a3f062abcb4c710824ec6c55cc6e79d4-5919c7a87e062ওয়ানডেতে উদ্বোধনী জুটির রেকর্ডটা কাদের? অভ্যাসবশে সনৎ জয়াসুরিয়া ও উপুল থারাঙ্গা বলে ফেলতেই পারেন। এক দশক ধরে তো উত্তর এটাই। ছেলেদের ক্রিকেট হিসাব করলে এখনো তা–ই। তবে এর সঙ্গে মেয়েদের ক্রিকেট যোগ করলে গতকাল থেকে সে রেকর্ড শুধুই দীপ্তি শর্মা ও পুনম রাউতের। আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংস উদ্বোধন করতে নেমে ৩২০ রান তুলেছেন এই দুই ওপেনার।

২০০৬ সালে লিডসে অবিশ্বাস্য এক কাণ্ড ঘটিয়েছিলেন সনৎ জয়াসুরিয়া ও উপুল থারাঙ্গা। ইংল্যান্ডের ৩২১ রান তাড়া করতে নেমে ৩৮ ওভারেই ম্যাচ শেষ করে দিয়েছিল শ্রীলঙ্কা। থারাঙ্গা-জয়াসুরিয়াই শেষ করে দিয়েছিলেন ম্যাচের সব আগ্রহ। ৩১.৫ ওভারেই তুলে ফেলেছিলেন ২৮৬ রান। উদ্বোধনী জুটির সে রেকর্ড এখনো ভাঙা যায়নি। থারাঙ্গাই একবার তিলকরত্নে দিলশানকে সঙ্গী করে চেষ্টা করেছিলেন। কিন্তু ২০১১ সালে তাঁদের সে জুটি থেমেছিল ২৮২ রানে। কদিন আগে পাকিস্তানের বিপক্ষে ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড করেছিলেন ২৮৪ রান। এভাবেই বারবার ‘এত কাছে তবু কত দূরে’র ঘটনায় এ রেকর্ডটা আরও কিছুদিন টিকে যাবে বলেই মনে হচ্ছিল।

তবে দীপ্তি-পুনম ভেবে রেখেছিলেন অন্য কিছু। দক্ষিণ আফ্রিকায় চার জাতির টুর্নামেন্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের দুই ওপেনার যেন পণ করেই নেমেছিলেন সব রেকর্ড ভেঙেচুরে ফেলবেন। একদিক থেকে ঝড় তুলেছেন দীপ্তি, তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন পুনম। ১৬০ বলে ২৭ চার ও দুই ছক্কায় ১৮৮ রান করে যখন দীপ্তি আউট হলেন, স্কোরকার্ডে তখন ৩২০। উদ্বোধনী জুটি তো বটেই, মেয়েদের ওয়ানডের যেকোনো উইকেট জুটিরই সর্বোচ্চ রানের রেকর্ড এটি। ২ রান পরেই পুনম আউট হয়েছেন ১০৯ রান করে। তাঁর ১১৬ বলের ইনিংসে ছিল ১১ চার। ওপেনারদের এমন ভিত্তিটা কাজে লাগিয়ে ভারতও গড়েছে ৩৫৮ রানের পাহাড়।
জবাব একদমই জুতসই হয়নি আইরিশদের। ৪০ ওভার ব্যাট করে মাত্র ১০৯ রানে অলআউট হয়ে ২৪৯ রানে হেরেছে আয়ারল্যান্ড।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest