দুই হাজার ৬০০ টাকা দিয়ে বাটার এক জোড়া জুতা কিনেছিলেন নুজহাতুল হাসান। কেনার পরের দিনই তা ছিঁড়ে যায়। বিষয়টি নিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন নুজহাতুল।
এরই পরিপ্রেক্ষিতে বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের একটি বিক্রয় কেন্দ্রকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল সোমবার রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক রিনা বেগম।
নুজহাতুল হাসান নামের এক ভোক্তা লিখিত অভিযোগে জানান, রাজধানীর মিরপুর ১০ নম্বর সেকশন এলাকার একটি বাটার বিক্রয় কেন্দ্র থেকে দুই হাজার ৬০০ টাকা দিয়ে এক জোড়া জুতা কেনেন তিনি। পরের দিনই জুতা ছিড়ে যায়। এরপর তিনি ওই বিক্রয়কেন্দ্রে গেলে দোকানের লোকজন তাঁকে নতুন জুতা দেননি বা ঠিক করে দেননি। এই কারণে তিনি ভোক্তা অধিকারে অভিযোগ করে বলেন, ‘বাটা কোম্পানি আমাকে নিম্ন মানের জুতা দিয়ে প্রতারণা করেছে।’
সহকারী পরিচালক রিনা বেগম জানান, ভোক্তার অভিযোগের সঠিক কোনো জবাব দিতে না পারায় বাটা কোম্পানির ওই শোরুমকে জরিমানা করা হয়।
প্রতিষ্ঠান তো কোনো ধরনের সেবার প্রতিশ্রুতি গ্রাহককে দেয়নি, তাহলে জরিমানা করা হলো কিসের ভিত্তিতে এমন প্রশ্নের জবাবে রিনা বেগম বলেন, ‘এত দামি জুতার তো নিম্নতম একটা মান থাকতে হবে। আর এ ভোক্তা যে পণ্য ক্রয় করেছে তা তো সে ব্যবহার করতে পারেনি। এটা ভোক্তা অধিকারের পরিপন্থী।’

মাহফিজুল ইসলাম আককাজ : ২০১৭ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে সাতক্ষীরা জেলার প্রথম স্থানে রয়েছে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এবছর এসএসসি পরীক্ষার ফলাফলে মোট ১০০ জন এ প্লাসসহ শতভাগ পাশের সাফল্য অর্জন করে বিদ্যালয়টি। এর আগেও এ বিদ্যালয়ের পাশের হার ছিল শতভাগ পাশ।
নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও ট্রেডিং করপরেশন অব বাংলাদেশ (টিসিবির মাধ্যমে নায্য মূল্যে বিভিন্ন খাদ্যদ্রব্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে চত্বরে ভ্রাম্যমাণ পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন। এসময় উপস্থিত ছিলেন, জেলা মার্কেটিং অফিসর সাহেল মোঃ আব্দুল্লাহ, টিসিবি ডিলার শেখ সিরাজুল ইসলাম প্রমুখ। টিসিবি ডিলার জানান, শহরতলীর কদমতলা বাজারের রাসেল এন্ট্রারপ্রাইজ, আবাদের হাটবাজারে আইয়ুব এন্ট্রারপ্রাইজ এর পক্ষ থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ভ্রাম্যমাণ বাজারজাত করণের মাধ্যমে চিনি ৫৫ টাকা, মশূর ডাল ৮০ টাকা, সয়াবিন তেল ৮৫ টাকা, ছোলা ৭০ টাকা কেজি দরে বিক্রয় করা হয়। এসময় জেলা প্রশাসক বলেন, পবিত্র রমজানে সকলে যাতে নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে পারে সে কারনে এ পণ্য বিক্রয় শুরু হয়েছে। তবে খেয়াল রাখতে কেউ যে এ সুযোগ কাজে লাগিয়ে মজুদ না করে। নির্দিষ্ট পরিমাণের চেয়ে কাউকে বেশি না দেওয়ার জন্য জেলা মার্কেটিং অফিসারের দৃষ্টি আকর্ষণ করা হয়।

নিষেধাজ্ঞার কারণে ওয়ালটন ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি মাশরাফি বিন মুর্তজা। নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি।
রাজধানীর বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে ধর্ষণের অভিযোগে দুই তরুণীর দায়ের করা মামলার অন্যতম আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ এর গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী রহমতকে গ্রেপ্তার করা হয়েছে।
আকাশ থেকে বৃষ্টির ধারার মতো আগুন ঝরতে দেখা গেছে চীনে। ১১ মে চীনের লাইওনিং প্রদেশের শেনইয়াংয়ে ব্যস্ত এক রাস্তায় বজ্রপাতের পর আগুন–বৃষ্টির এ ঘটনা ঘটে।
ওয়ানডেতে উদ্বোধনী জুটির রেকর্ডটা কাদের? অভ্যাসবশে সনৎ জয়াসুরিয়া ও উপুল থারাঙ্গা বলে ফেলতেই পারেন। এক দশক ধরে তো উত্তর এটাই। ছেলেদের ক্রিকেট হিসাব করলে এখনো তা–ই। তবে এর সঙ্গে মেয়েদের ক্রিকেট যোগ করলে গতকাল থেকে সে রেকর্ড শুধুই দীপ্তি শর্মা ও পুনম রাউতের। আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংস উদ্বোধন করতে নেমে ৩২০ রান তুলেছেন এই দুই ওপেনার।