সর্বশেষ সংবাদ-
দেবহাটা উপজেলা বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসুচিকে ঘিরে ১৪৪ ধারা জারিশ্যামনগরে সদ্য যোগদানকৃত সমাজসেবা কর্মকর্তার অপসারনে দাবিতে অবস্থান কর্মসুচিসাতক্ষীরায় মোস্তাফিজুর রহমান খান শিক্ষাবৃত্তি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনাসাতক্ষীরায় জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রের কর্মচারীদের বিরুদ্ধে চুরির অভিযোগআশাশুনিতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ: ১৪৪ ধারা জারিকালিগঞ্জে দুই শিশু সন্তানসহ বিষপান : শিশু দুটি মারা গেলেও বেছে আছেন মা রত্না খাতুনকালিগঞ্জে গাছ কাটতে গিয়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যুকোন ব্যক্তি বা কর্মীর কারনে মানুষের আস্থা নষ্ট হলে তাকে রাখতে পারবো না– তারেক রহমানআশাশুনিতে মোবাইল কোর্টে জাল বিনষ্ট ও জরিমানাশ্যামনগরের নওয়াবেঁকী মাদ্রাসায় পিঠা উৎসব

mirazইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টেই ম্যাজিক দেখাচ্ছেন অলরাউন্ডার মেহেদী  হাসান মিরাজ। চট্টগ্রামে দিনের শুরুতে যে ম্যাজিক শুরু করেছিলেন তা দিন শেষেও ধরে রাখলেন এই তরুণ টাইগার। তার স্পিনের মায়াজালে প্রথম দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ২৫৮ রান।

মেহেদী হাসান মিরাজ  অভিষেকেই পাঁচ ইংলিশ ব্যাটসম্যানকে সাজঘরমুখী করেছেন। সফরকারীদের হারানো ৭ উইকেটের বাকি দুটি নিয়েছেন সাকিব আল হাসান।

ক্রিজে অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান ক্রিস ওকস (৩৫) ও আদিল রশীদ (২) শুক্রবার সকালে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে।

বেন ডুকেটকে দিয়ে শুরু করেছিলেন আর সবশেষ মঈন আলীকে ফিরিয়ে ম্যাচের লাগাম এখনো পর্যন্ত বাংলাদেশের হাতে মুঠোয় রেখেছেন মিরাজ। দলীয় ১৮ রান আর ইনিংসের দশম ওভারের পঞ্চম বলে প্রথম  আঘাত হানেন মিরাজ। ১৪ রান করে সরাসরি বোল্ড হন বেন ডুকেট। এরপর ইংলিশ ইনিংসে আরো বড় আঘাত হানেন সাকিব আল হাসান। কুককে ফেরান টাইগার অলরাউন্ডার। ৪ রান করার পর সুইফ খেলতে গিয়ে বোল্ড হন ইংলিশ অধিনায়ক।

কুক ফেরার পরপরই আবার সাফল্য পায় বাংলাদেশ। নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় সাফল্য এনে দেন মিরাজ। গ্যারি ব্যালান্সকে এবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। ফেরার আগে তিনি করেন ১ রান।

দ্রুত তিন উইকেট হারানোর ৬২ রানের জুটি গড়ে ইনিংস মেরামতের ইঙ্গিত দিয়েছিলেন জো রুট ও মঈন আলী। কিন্তু ক্রমশ বিপজ্জনক হয়ে ওঠা রুটকে সাব্বির রহমানের ক্যাচ বানিয়ে ফেরান মিরাজ। লম্বা সময় ক্রিজে থিঁতু হতে পারেননি অলরাউন্ডার ব্যাটসম্যান বেন স্টোকসও। ১৮ রান করে সাকিবের বলে পরিস্কার বোল্ড হয়েছেন তিনি।

ষষ্ঠ জুটিতে জনি বেয়ারস্ট্রোকে নিয়ে ৮৮ রান তুলে ম্যাচে ফেরার চেষ্টা করেছিলেন চার আউট হয়ে রিভিউতে বেঁচে যাওয়া মঈন আলী। চা বিরতির পর শেষ পর্যন্ত মিরাজের ঘূর্ণির কাছে পরাস্ত হন ইংলিশ এই ব্যাটসম্যান।  ফেরার আগে অবশ্য মহামূল্য ৬৮ রানের ইনিংস খেলেন তিনি।

দলীয় ২৭৭ রানে বেয়ারস্টোকে (৫২) রানে ফিরিয়ে টেস্ট অভিষেকই পাঁচ উইকেট-কীর্তি গড়েন মিরাজ। এরআগে বেয়ারস্টো সপ্তম উইকেট জুটিতে ওকসকে নিয়ে ৪৩ রান সংগ্রহ করে।

অ্যান্ডি ফ্লাওয়ারের পর টেস্ট ইতিহাসের দ্বিতীয় উইকেটকিপার হিসেবে এক পঞ্জিকাবর্ষে ১০০০ রান পূর্ণ করেন বেয়ারস্টো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be2সকালটা শুরুর জন্য এক কাপ চায়ের সঙ্গে দিনের পত্রিকায় অভ্যস্ত হলেও অনলাইন সংবাদ মাধ্যমেই ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় প্রেসক্লাবে বহুতল বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেছেন, দেশে অনলাইন গণমাধ্যমের সংখ্যা বাড়ছে এবং পত্রিকার গুরুত্ব কমে যাচ্ছে।

তিনি বলেন, নতুন প্রজন্ম এখন সকাল বেলা ল্যাপটপ নিয়ে বসলেই বিশ্বের সব খবর পেয়ে যায়।

তবে, তিনি একথাও উল্লেখ করেন: আমরা পুরনো যুগের মানুষ তাই পত্রিকা পড়ি। রোজ সকালে পত্রিকা এবং এককাপ চা ছাড়া আমাদের চলে না।

অনলাইন সংবাদমাধ্যম জনপ্রিয় হওয়ার এ সময়ে বাংলাদেশে কতো মানুষ অনলাইনে সংবাদ পড়েন তা নিয়ে সঠিক কোন গবেষণা নেই। তবে, পত্রিকাগুলোর সার্কুলেশনের চেয়ে অনলাইন পাঠক কয়েকগুণ।

পশ্চিমা বিশ্বে অনেক আগেই কাগজের পত্রিকাকে ছাড়িয়ে গেছে অনলাইন গণমাধ্যম।

গবেষণা বলছে, আজ থেকে বিশ বছর আগে যুক্তরাষ্ট্রের মাত্র ১২ শতাংশ পূর্ণবয়স্ক ব্যক্তি অনলাইনে সংবাদ পড়তেন। আর বর্তমানে সংখ্যাটি বেড়ে ৮১ শতাংশে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রে প্রতি ১০ জনে প্রায় ৬ জন, অর্থাৎ ৬২ শতাংশ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে খবর সংগ্রহ করেন। ১৮ থেকে ২৯ বছর বয়সীদের জন্য এটি বেড়ে দাঁড়ায় ৮৪ শতাংশে। এছাড়াও যুক্তরাষ্ট্রের জনগোষ্ঠীর বেশিরভাগ (৭২%) মোবাইল ডিভাইস থেকে সংবাদ পড়েন। বাংলাদেশের চিত্রটাও একইরকম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

sat
নিজস্ব প্রতিবেদক: জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে জজকোর্টের এডিশনাল পিপি কে মারপিট করে প্রতিপক্ষরা। বুধবার সন্ধ্যায় শহরের কাছারি পাড়ায় এ ঘটনা ঘটে। এঘটনায় একই এলাকার কমর উদ্দিনের ছেলে সরফুদ্দিন(৫৫), মহিউদ্দিন, ও শামসুদ্দিকে আসামি করে ওই দিন রাতেই একটি মামলা দায়ের করেন এডিশনাল এড. নিজাম উদ্দিন। মামলা দায়েরের পর সদর থানা পুলিশ শামসুদ্দিনকে আটক করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

mokbul_ডেষ্ক রিপোর্ট:মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে অস্ত্র ধারা জামায়াতে ইসলামীর নতুন আমির মকবুল আহমাদের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা তদন্ত করার আহ্বান জানিয়েছেন ১৪ দলের শরিক তরিকত ফেডারেশন। দলের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বসর মাইজভাণ্ডারী ও মহাসচিব এম এ আউয়াল এক বিবৃতিতে এই দাবি জানিয়েছেন।

গত সোমবার মকবুল আহমাদ জামায়াতের নতুন আমির হিসেবে শপথ নেন। মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আগের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমস্য মীর কাসেম আলীর ফাঁসি এবং নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড হওয়ার পর মকবুলকে আমির নির্বাচিত করে জামায়াত। মানবতাবিরোধী অপরাধের দায়ে দলের শীর্ষ নেতারা গ্রেপ্তার হওয়ার পর থেকেই মকবুল ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দলের অন্য শীর্ষ নেতার মতো তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনেনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান জানিয়েছেন, মকবুলের বিষয়ে কোনো অভিযোগ তাদের কাছে আসেনি এবং এ কারণে তার বিরুদ্ধে কোনো তদন্ত করেননি তারা।

তবে ফেনী থেকে উঠে আসা এই জামায়াতের একাত্তরের বাংলাদেশবিরোধী ভূমিকা নিয়ে বেশ কিছু গণমাধ্যমে এরই মধ্যে প্রতিবেদন প্রকাশ হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদের ফেনী কমান্ড কাউন্সিল থেকেও বলা হয়েছে, ৭১ সালে মকবুলের ইন্ধনে হিন্দু পরিবারসহ অন্তত ১০ জনকে পুড়িয়ে মারা হয়েছে। তৎকালীন ছাত্র ইউনিয়নের নেতা মাওলানা ওয়াজ উদ্দিনকেও তুলে নিয়ে হত্যা করা হয়েছে।

তরিকত ফেডারেশনের দুই নেতা বলেন, ‘এসব অভিযোগ আমলে নিয়ে সরকারের উচিত, দ্রুত তার বিষয়ে সিদ্ধান্তে আসা এবং তদন্ত সংস্থাকে তদন্ত করার নির্দেশ দেওয়া।’

জামায়াতের আমিরের বঙ্গবন্ধু স্মরণকে গুরুত্ব না দেয়ার আহ্বান

নজিবুল বসর মাইজভাণ্ডারী ও এম এ আউয়াল বলেন, ‘আমির নির্বাচিত হওয়ার পরই গণমাধ্যমের সূত্রে জানা গেছে, জামায়াতের আমির মুক্তিযোদ্ধাদের নিয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অনেককেই শ্রদ্ধা জানিয়েছেন। তাদের এই শ্রদ্ধায় জামায়াতের মূল চরিত্র সম্পর্কে ভুলে গেলে চলবে না।’

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে অস্ত্র ধরার জন্য জামায়াত যতদিন ক্ষমা না চাইবে যতক্ষণ পর্যন্ত এই দলকে বিশ্বাস করা হবে চরম বোকামি হবেও বলে সতর্ক করে দিয়েছে তরিকত ফেডারেশন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জ উপজেলা সদরের রোকেয়া মনসুর মহিলা কলেজে জেলার ২৬তম রোভার ব্যাচ কোর্স ও ৩১তম মেটকোর্স উদ্বোধন করা হয়েছে। রোভার স্কাউটের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এই কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম। বাংলাদেশ রোভার স্কাউটস সাতক্ষীরা জেলার যুগ্ম সম্পাদক দেবহাটার সখীপুর খান বাহাদুর আহছান উল্যা কলেজের শিক্ষক আবু তালেবের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলের সহ-সভাপতি নারায়ণগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক মনিরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা রোভার স্কাউটের সহ-সভাপতি দেবহাটার কেবিএ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক দেবহাটার হাজী কিয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের শিক্ষক এসএম আসাদুজ্জামান, জেলা কমিশনার পাটকেলঘাটা হারুনর রশিদ কলেজের শিক্ষক এএসএম আব্দুর রশিদ, কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল ওহাব, জেলা রোভার স্কাউট লিডার (ডিআরএসএল) কালিগঞ্জ কলেজের শিক্ষক ইয়াছিন আলী প্রমুখ। এসময় আরএসএল কামাল হোসেন, রুহুল আমিন, সৈয়দ মাহমুদুর রহমান, আবু জাফর, দীণেশ মন্ডল, তানভীর আহম্মেদ, সির্দ্ধার্থ শংকর, আবু জাহিদ, পবিত্র মন্ডলসহ বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সপ্তাহব্যাপী কোর্সে ১৭ টি কলেজের মোট ১৩০ জন রোভার অংশগ্রহণ করছেন। আগামী ২৫ অক্টোবর কোর্স শেষ হবে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

02
নলতা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন ভাড়াশিমলা ইউপির প্রধান সড়ক সংলগ্ন মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এমজেএফ) এর আয়োজনে এবং সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগিতায় ১৯ অক্টোবর বুধবার দুপুর দেড়টায় প্রতিবন্ধীদের আয়বর্ধনমূলক কাজে সহায়তা দান ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। এম জে এফ বিশেষ প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ও উপজেলার সহকারী কমিশনার (ভুমি) শিমুল কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, কালিগঞ্জ উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক মো. মনিরুজ্জামান মহসিন ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জি.এম সাইফুল ইসলাম। রূপান্তর সংস্থার কর্মকর্তা মো. হুমায়ন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. হাফিজুর রহমান শিমুল, প্রেসক্লাবের সাবেক সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল গফুর গাজী, সাংবাদিক আহম্মাদ উল্ল্যাহ বাচ্চু, তরিকুল ইসলাম লাভলু, মোদাচ্ছের হোসেন জান্টু, মামুন, ফারুক হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক শাহানিমা, কর্মকর্তা মো. মোহর আলীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে এম জে এফ বিশেষ প্রতিবন্ধী স্কুলের পক্ষ থেকে প্রধান অতিথির জন্য প্রস্তুতকৃত মানপত্র পাঠ করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক মো. মঈনুল ইসলাম। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষক মো. হাবিবুল্লাহ বাশার এবং গীতা পাঠ করেন সন্তোষী তরফদার। অনুষ্ঠানের মাঝে বিদ্যালয়ের অটিজম শিশুরা দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করে। বক্তাগণ-প্রতিবন্ধীদের সমাজের বোঝা বা প্রতিবন্ধী নামক কষ্টদায়ক শব্দদ্বারা তাদেরকে না ডেকে অন্যভাবে সমাজে তাদের পরিচয় তুলে ধরা, তাদেরকেও সরকারী-বেসরকারী সম্মিলিত প্রচেষ্টায় সমাজে অন্যদের মতো সমান সুযোগ-সুবিধার মাধ্যমে প্রতিষ্ঠিত হতে যার যার অবস্থান থেকে সহযোগিতার আহবান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ সেহারা গ্রামের প্রতিবন্ধী আলমগীরের পিতা ও অন্য একজন প্রতিবন্ধীর মাঝে বিভিন্ন মালামালসহ সু-সজ্জিত দুটি দোকান ভ্যান এবং উপজেলার তেঁতুলিয়া গ্রামের রিফাত হোসেন, ছনকা গ্রামের অভিজিৎ দাশ দেবহাটা উপজেলার সেকেন্দারা গ্রামের আবুল কালাম প্রত্যেককে একটি করে দামী হুইল চেয়ার প্রদান করা হয়েছে। এছাড়া উপজেলার মহৎপুর গ্রামের সাবেক জনতা ব্যাংক ব্যবস্থাপক শেখ আনোয়ার হোসেন অনুষ্ঠানে প্রতিবন্ধীদের কল্যাণে ১০ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন।  এদিকে উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার পূর্বে  কালিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুস সেলিম, তারালী ইউপি চেয়ারম্যান মো. এনামুল হোসেন ছোট, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদসহ অন্যান্য প্রভাষকবৃন্দ এমজেএফ বিশেষ প্রতিবন্ধী স্কুলের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখে ব্যক্তিগত প্রয়োজনে স্থান ত্যাগ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের দায়ের কোপে একব্যক্তি রক্তাক্ত জখম। জখমকৃতকে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি বুধবার সকালে বাইনবাড়িয়া গ্রামে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার গড়ইখালী ইউপির বাইনবাড়িয়া গ্রামের মৃত সতিশ চন্দ্র সানার ছেলে সুশান্ত কুমার সানা (৪৫) এর সাথে একই এলাকার মৃত অমরেন্দ্র নাথ সানার ছেলে পরিতোষ কুমার সানার সহিত দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে সুশান্ত কুমার সানা ধাপার বিলে মাছ কেনার উদ্দেশ্যে যাওয়ার পথে বাইনবাড়িয়া অনিল বাবুর বাড়ির সামনে রাস্তার উপর পৌছালে পরিতোষ সানা ও তার স্ত্রী শৈবালিনী সানা সহ ২-৩ জন তার গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। কারণ জানতে চাইলে অতর্কিতভাবে পরিতোষের হাত থাকা দা দিয়ে সুশান্তের মাথায় কোপ দিলে সে রক্তাক্ত জখম হয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। এ সময় তার স্ত্রী শৈবালিনী ও অন্যরা বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ী পেটাতে থাকে এবং তার কাছে থাকা টাকা ও একটি মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা  তাকে উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় সুশান্ত নিজে বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে পাইকগাছা থানায় অভিযোগ দায়ের করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় সংবাদ প্রকাশের পর অবশেষে দখলমুক্ত হলো সরকারি অডিটোরিয়াম শহীদ এম,এ গফুর মিলনায়তন। পাইকগাছা পৌরসভার প্রাণকেন্দ্রে ১৯৭৯ সালে সরকার সাবেক এমএনএ শহীদ গফুরের নামকরণে একটি অডিটোরিয়াম নির্মাণ করেন। যা পাইকগাছায় শহীদ এম,এ গফুর মিলানয়তন নামে পরিচিত। বেশ কিছুদিন ধরে উক্ত মিলনায়তনটি একটি ক্লাব, আবাসিক ও ভ্যান চার্জের দোকান হিসেবে ব্যবহার হয়ে আসছিল। নির্বাহী অফিস সহ সকল অফিস সংলগ্ন মিলনায়তনটি কারোর নজরে আসেনি। অবশেষে পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হলে প্রশাসন নড়ে-চড়ে বসে। এক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ-উল-মোস্তাকের নির্দেশে মিলনায়তনটি দখলমুক্ত হয়েছে। এ ঘটনায় একটি মহল ব্যাপক দৌড়ঝাপ শুরু করেছে। তারা পুনরায় মিলনায়তনটি দখলের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ-উল-মোস্তাক জানান, সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রশাসনের। পুনরায় বেদখল হওয়ার কোন সুযোগ নাই। মিলনায়তন দখলমুক্ত হওয়ায় এলাকার জনগণ ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest