সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পাখিমারা টিআরএমের বকেয়া ৪৮ কোটি টাকা ক্ষতিপূরণ দাবিতে স্মারকলিপিকালিগঞ্জের সাবেক সমাজসেবা অফিসার শহিদুরের বিরুদ্ধে প্রতিবন্ধীর নামে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগসাতক্ষীরায় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন: ভোলা জেলাকে ৪-১ গোলে হারাল সাতক্ষীরাদেবহাটার নোড়ারচকে নাটক সাজিয়ে অস্ত্র মামলায় বৃদ্ধাকে গ্রেফতার করানোর অভিযোগসাতক্ষীরায় সংলাপ বক্তারা: আগামী নির্বাচনে সুন্দরবন উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিশ্রæতি চায়হাসানের পরিবারের দাপট অব্যাহত: পাটকেলঘাটায় মানববন্ধনে প্রকাশ্য হামলাচতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশ

পাটকেলঘাটা প্রতিনিধি: মহান বিজয় দিবস ২০১৬ যথাযোগ্য পালন উপলক্ষ্যে পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রি কলেজে শনিবার সকাল ১১টায় শিক্ষক মিলনাতনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ ওয়াজিহুর রহমান খানের সভাপতিত্বে সভায় বক্তব্য ও মতামত প্রকাশ করেন কলেজের উপাধ্যক্ষ স.ম আতিয়ার রহমান, অধ্যাপক নজিবুল্লাহ, অজিত কুমার হালদার, আনোয়ারুল হক, ফকির আহ্মদ শাহ, আরশাদ আলী, আব্দুল গফুর, আব্দুস সুবহান, রফিকুর রহমান, সরদার নুরুল ইসলাম, কুব্বাত আলী, উৎপল মন্ডল, সেলিনা আনজুম, মোঃ নাজমুল হক, আমিনুজ্জামান, রহিমা খাতুন, লক্ষ্মী রাণী দাশ, মনিকা সাহা, ক্রীড়া শিক্ষক এ.এস.এম আব্দুর রশিদ, প্রদর্শক হায়দার আলী, মফিজুর রহমান প্রমুখ। সভায় অনুষ্ঠানটি সু-চারুরূপে পরিচালনা করেন দু’টি উপ-কমিটি গঠন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে.এম রেজাউল করিম: কুঁয়াশার চাঁদরে মোড়ানো সকালের সোনালী সূর্যের মৃদু হাসি বাংলার মানুষকে বুঝিয়ে দেয় শীতের আগমনি বার্তা। শীত আসলেই দেবহাটা তথা সাতক্ষীরার প্রত্যন্ত গ্রাম অঞ্চল জুঁড়ে শুরু হয় গাছিদের খেজুরের রস সংগ্রহের জন্য প্রয়োজনীয় উপকরণ যেমন ঠিলে-খুংগি-দড়া-গাছি দাঁ বালিধরাসহ ইত্যাদি তৈরির অবিরাম প্রস্তুতি। বেড়ে যায় গাছিদের ব্যস্ততা। আবহমান বাংলার প্রতিটি ঘরে ঘরে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও ব্যস্ততা বেড়ে যায় দ্বিগুন। মৌসুমের শুরুতে আলতো শীতের সোনালী সূর্য্যের রোদেলা সকালে গাছিরা বাঁশের ডগা দিয়ে নলি তৈরিতে ব্যস্ত সময় পার করে। কেউবা আবার পাটের আশ দিয়ে দড়া তৈরিতে মগ্ন। বেলা বাড়তেই ঠিলে-খুংগি-দড়া-গাছি দাঁ বালিধরা নিয়ে গাছিরা ছুটে চলে গাছ কাটতে। আবার ভোরে উঠে রস নামাতে কূয়াশা ভেদ করে চড়ে বেড়ায় এক গাছ থেকে আরেক গাছে। এরপর ব্যবস্থা বাড়ে মেয়েদের সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো ফুসরত নেই দম ফেলার। দেবহাটার খেজুরের রসের খ্যাতি বাংলাদেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। এখান থেকে তাজা খেজুরের রসের তৈরি গুড় বাংলাদেশের অনেক অঞ্চলের চাহিদা মিটিয়ে থাকে। পাশাপাশি আমাদের পার্শবর্তী দেশ ভারতে খেজুরের গুড়ের ব্যাপক কদর রয়েছে। শীত আসলেই আবহমান বাংলার ঘরেঘরে শুরু হয় উৎসবের আমেজ। প্রতি ঘরে ঘরে শুরু হয় পিঠা তৈরির জন্য ঢেঁকিতে চাউলের গুড়া তৈরির মহোৎসব। বাংলার প্রতি ঘরে ঘরে সন্ধা হলেই একদিকে শুরু হয় কবি গান অন্য দিকে সন্ধে রস দিয়ে শুরু হয় পায়েশ, পুলিসহ বিভিন্ন প্রকার পিঠা তৈরির ধুম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভ্রাম্যমাণ প্রতিনিধি কালিগঞ্জ: আসুন আমরা মাদককে না বলি এই প্রতিপাদ্য সামনে রেখে নলতা অডিটিরিয়ামে শনিবার সকাল ১১ টায় মাদক বিরোধী আলোচনা সভা ও চলচিত্র প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার গোলাম মঈনউদ্দীন হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ,পরিচালক(প্রশাসন)মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মোঃ আতাহার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী সচিব জনপ্রশাসন মন্ত্রালয় মোঃ আলমগী হোসেন,অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট সৈয়দ ফারুক আহম্মদ,অতিরিক্ত পরিচালক বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মোঃ আবুল হোসেন উপ-সচিব উপপরিচালক স্থানীয় সরকার জেলা প্রশাসকের কার্য্যলয়, এ এনএম মঈনুল ইসলাম,সহকারী পরিচালক স্বাস্থাধিদপ্তর ডাঃ এ এফএম রফিকুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার(ভুমি)শিমুল কুমার সাহা,অফিসার ইনচার্জ লষ্কার জায়াদুল হক, নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ,নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোনায়েম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্য মোঃ আতাহার আলী বলেন মাদকদ্রব্য এমনই একটি জিনিস যেটার দারা পুরো জাতীকে ধংস করে ফেলতে পারে যখন কোন ব্যাক্তি মাদকাসক্তে আসক্ত হয়ে পরে ততক্ষণ নিজের জ্ঞান হারিয়ে ফেলে। এজন্য আমাদের সন্তানদের মাদক থেকে দুরে রাখতে হবে তাদের প্রতি সবসময় খেয়াল রাখতে হবে  আমাদের সন্তানরা যেন মাদক দিকে ঝুকে না পড়ে সে দিকে তিক্ষè দৃষ্টি রাখতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা পৌরসভায় এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। এসময় উপস্থিত ছিলেন পৌর সচিব মো. সাইফুল ইসলাম বিশ্বাস, বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, সেনেটারী ইন্সপেক্টর মো. রবিউল আলম, টিকাদান সুপার ভাইজার মো. ইবাদুল ইসলাম, স্বাস্থ্য সহকারী সুজিত কুমার নাথ, পৌরসভার ইমাম শেখ কামরুল ইসলাম প্রমুখ। সাতক্ষীরা পৌরসভার মধ্যে ৬০ টি কেন্দ্রের মাধ্যমে ৬-১১ মাস বয়সী ১,৫৮৫ জন এবং ১২-৫৯ মাস বয়সী ১২,৬৪০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পাইকগাছা ব্যুরো : পাইকগাছায় নবারুন মহিলা সমিতির উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ পালিত হয়েছে। মঠবাটী নবারুন মহিলা সমিতির কার্যালয়ে শনিবার সকালে দ্বীপশিখা মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী তৃপ্তি রাণী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সাবেক ব্যাংকার ও পাইকগাছা প্রতিবন্ধী বিদ্যালয়ের সম্পাদক প্রজিৎ কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন, গদাইপুর ইউপি প্যানেল চেয়ারম্যান জগন্নাথ দেবনাথ, সাবেক ইউপি সদস্য এনএম জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন, নবারুন মহিলা সমিতির সম্পাদিকা আনারতি ঢালী, কোষাধ্যক্ষ গীতা রাণী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তারা রাণী রায়, প্রচার সম্পাদক শিপ্রা রাণী রায় এবং দ্বীপশিখা সমিতির সভানেত্রী শিখা রাণী সরকার, সম্পাদিকা রিংকু স্বর্ণকার, বিউটি রাণী মল্লিক, ঊষা রাণী সরকার, অনিমা মন্ডল, কবিতা রায়, লাকী মল্লিক, লক্ষ্মী রায়, প্রতিমা দেবনাথ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পাইকগাছা ব্যুরো : পাইকগাছায় ২৬৩টি কেন্দ্রে ২৪ হাজার ৪৭৫ শিশুকে ভিটামিন এপ্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। শনিবার সকালে শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ। উপস্থিত ছিলেন, ডাঃ নিতিশ কুমার গোলদার, ডাঃ মশিউর রহমান মুকুল, ডাঃ আহসানারা বিনতে ময়না, ডাঃ শর্মিষ্ঠা সাহা, ডাঃ মিঠুন দেবনাথ, ইপিআই কর্মকর্তা মোঃ শাহআলম ঢালী, কাউন্সিলর তৈয়েবুর রহমান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৩৪ জনকে আটক করা হয়েছে। শুক্রবার সকাল থেকে শনিবার দুপুর পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৩জন, কলারোয়া থেকে ৫জন, তালায় ৪ জন, কালিগঞ্জে ২ জন, শ্যামনগরে ৪ জন, আশাশুনিতে ২জন, দেবহাটায় ৩ জন ও পাটকেলঘাটা থানা ১ জন আটক করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক:“এসো সবাই ঐক্য গড়ি, সবার অধিকার রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মাববাধিকার দিবস-২০১৬ উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি, মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিশ্ব মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা, সাতক্ষীরা জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটি উপলক্ষ্যে বেলা ১১ টায় সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের পুরাতন আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত হয় আলোচনাসভা। আলোচনাসভায় বক্তব্য দেন, বিশ্ব মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা পরমানু বিজ্ঞানি ড. মতিউর রহমান, সংগঠনটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ আমজাদ হোসেন, মহাসচিব শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো. হাদিউজ্জামান, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম ও শিক্ষা বিষয়ক সম্পাদক ইউসুফ আলী প্রমুখ। জেলার অন্যান্য সংগঠন ও আন্তর্জাতিক মাববাধিকার দিবসটি উদযাপন করেছে। বক্তারা এসময়, গোবিন্দগঞ্জের সাওতাল সম্প্রদায়ের সমস্যা সমাধান, মিয়ানমারের গণহত্যা বন্ধ, নির্যাতিত রোহিঙ্গা বাংলাদেশের ভূখন্ডে যারা ঢুকে পড়েছে তাদের আশ্রয় দেওয়াসহ সকল সমস্যা সমাধানের দাবী জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest