ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ড্রামা সিরিজ ‘কোয়ানটিকো’তে প্রিয়াঙ্কা চোপড়ার অভিনয় দক্ষতা দেখে মুগ্ধ হয়েছেন সহ-অভিনেতা রাসেল টোভে।
স্টার ওয়ার্ল্ড-এর জন্য তৈরি এক বিশেষ ভিডিওতে প্রিয়াঙ্কার প্রতি নিজের সে মুগ্ধতার কথাই প্রকাশ করেছেন এ ইংরেজ অভিনেতা। বলেছেন, ‘ভারতীয় এ অভিনেত্রী এক কথায় অসাধারণ।’
‘কোয়ান্টিকো’র প্রথম কিস্তিতে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই-এর সদস্য হিসেবে অভিনয় করেন প্রিয়াঙ্কা। তার চরিত্রের নাম ছিল অ্যালেক্স পারিশ। এবার সিরিজটির দ্বিতীয় কিস্তিতে তাকে সিআইএ-এর সদস্য হিসেবে দেখা যাচ্ছে। স্টার ওয়ার্ল্ড ও স্টার ওয়ার্ল্ড এইচডি চ্যানেলে প্রচার হচ্ছে সিরিজটি।
এ সিরিজে রাসেল টোভে প্রিয়াঙ্কার সহঅভিনেতা হিসেবে কাজ করছেন। ভিডিওতে প্রিয়াঙ্কার ব্যাপারে বলতে গিয়ে তিনি বলেন, ‘প্রিয়াঙ্কা এক কথায় অসাধারণ। তিনি গল্প করতে পছন্দ করতেন। তিনি মজা করতে পারেন এবং সবসময় খুব গোছালো। এ শো-এর অংশ হতে পেরে তিনি যেমন অবিশ্বাস্যরকমের গর্ববোধ করেন তেমনি তা সবাইকেই গর্বিত করেছে।’
রাসেল বলেন, ‘বলিউডের কোন তারকার জন্য যুক্তরাষ্ট্রে এসে একটি সিরিজকে নেতৃত্ব দেওয়াটা সত্যিই আনন্দের। আমি মনে করি এটি বিশাল পথ অতিক্রমের দৃষ্টান্ত। এটি খুবই আনন্দের।’
এদিকে কন্ডে নাস্ট ট্রাভেলার ম্যাগাজিনের প্রচ্ছদে প্রিয়াঙ্কার ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা চলছে। ওই ছবিতে প্রিয়াঙ্কাকে একটি সা টি-শাট পরা অবস্থায় দেখা যাচ্ছে। টি-শার্টে ‘রিফিউজি (শরণার্থী), ইমিগ্র্যান্ট (অভিবাসী), আউটসাইডার (বহিরাগত) এবং ট্রাভেলার (ভ্রমণকারী) এ চারটি শব্দ একটির নিচে আরেকটি লেখা রয়েছে।
প্রথম তিনটি শব্দ কেটে দেওয়া হয়েছে এবং শেষের শব্দটি রাখা হয়েছে। অর্থাৎ ভ্রমণকারী শব্দটি রাখা হয়েছে যার মধ্য দিয়ে বোঝানো হচ্ছে প্রিয়াংকা উপরের তিনটি নন। অনেকে একে স্পর্শকাতর বলে বিবেচনা করছেন। তাদের দাবি, কেউ নিজের ইচ্ছায় শরণার্থী হয় না। আর তাই টি শার্টে শরণার্থী শব্দটি রাখায় আপত্তি জানিয়েছেন তারা।