নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে দেবহাটা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারী মাসুদ রানাসহ ৪২ জনকে আটক করা হয়েছে। শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৭জন, কলারোয়া থেকে ৬ জন, তালায় ৫ জন, কালিগঞ্জে ৫ জন, শ্যামনগরে ৩ জন, আশাশুনিতে ২জন, দেবহাটায় ২ জন ও পাটকেলঘাটা থানা ২ জন আটক করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ব্রাহীম খলিল শনিবার রাতে ৭জনকে আসামী করে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার আসামীরা হলেন, চেয়ারম্যান মনিরুল ইসলাম, হাফিজ, হাসান, চৌকিদার ইসলাম, জয়, হাকিম (আফরোজার চাচা) ও পলাশ। ওসি আরো জানান, শনিবার রাতেই এ মামলার অন্যতম আসামী চেয়ারম্যান মনিরুলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।