সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার চারটি আসনই ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে – হাবিবুল ইসলামসাতক্ষীরা সদরের দত্তবাগ টাইগার ক্লাবের নাইট ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনজাতীয় সংহতি দিবস,এই দিনে বিভাজন নয়, ঐক্যের আহবান -কাজী আলাউদ্দিনসাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে গণমিছিলতরুণদের উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো গ্রীন ইনোভেশন ফেয়ারExplorez les avis des utilisateurs sur gtbet et rejoignez la communautéΕξερευνήστε τις καλύτερες στρατηγικές καζίνο στο gtbet για μεγαλύτερα κέρδηCome registrarsi su Nixbet e iniziare a vincere in pochi passiদেবহাটায় কিশোর-কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে খেলাধুলার আয়োজনগণমানুষের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান নলতা হাসপাতাল হুমকির মুখে :রক্ষার দাবি

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে দেবহাটা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারী মাসুদ রানাসহ ৪২ জনকে আটক করা হয়েছে। শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৭জন, কলারোয়া থেকে ৬ জন, তালায় ৫ জন, কালিগঞ্জে ৫ জন, শ্যামনগরে ৩ জন, আশাশুনিতে ২জন, দেবহাটায় ২ জন ও পাটকেলঘাটা থানা ২ জন আটক করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : নারী নির্যাতন ও আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টায় চেয়ারম্যান মনিরুলসহ তাঁর দুই সহযোগী চৌকিদার ইসলাম ও জয়কে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত চেয়ারম্যান মনিরুল ইসলাম সোনাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, গ্রেপ্তারকৃত তিনজনকে সাতক্ষীরা সদর থানাহাজতে রেখে জিজ্ঞাসাবাদ করার পর রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়। এ ছাড়া চেয়ারম্যানের নির্যাতন ও প্ররোচনায় আত্মহননকারী নারী আফরোজা খাতুনের (১৬) লাশের ময়নাতদন্ত রোববার সকালে সম্পন্ন করা হয়েছে। আফরোজার পরিবারের সদস্যরা জানান, আফরোজা নিজ বাড়িতে দর্জির কাজ করতেন। গত শুক্রবার দুপুরে কাজের ফাঁকে বাড়ির পাশে সোনাবাড়িয়ায় হাসানের দোকানে যান মোবাইল ফোনে রিচার্জ করতে। তাঁরা জানান, এ সময় পলাশ নামের এক যুবক আসে হাসানের কাছে তার পাওনা টাকা নিতে। এক পর্যায়ে পলাশ ও আফরোজাকে একটি ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা আটকে দেয় হাসান ও তার বন্ধু হাফিজ। পরে তারা চিৎকার দিয়ে লোক জড়ো করে। পরিবারের সদস্যরা আরো জানান, বিষয়টি ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামকে টেলিফোনে জানানো হয়। চেয়ারম্যান পলাশ ও আফরোজাকে ধরে আনতে বলেন। হাসান ও হাফিজ তাদের দুজনকে বেঁধে নিয়ে যায় ইউনিয়ন পরিষদে। পরিবারের সদস্যরা আরো জানান, এরপর বিচারের নামে মেয়েটিকে অশ্লীল ভাষায় গালিগালাস করেন চেয়ারম্যান মনিরুল। আফরোজা চেয়ারম্যানকে জানায়, সে কারো সঙ্গে অসামাজিক কাজে লিপ্ত হয়নি। একপর্যায়ে মীমাংসা করে দেওয়ার কথা বলেন চেয়ারম্যান মনিরুল। এ জন্য পলাশের কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ আদায় করে তাঁকে নির্দোষ বলে ছেড়ে দেন। আর আফরোজাকে নানাভাবে অপমানিত করে মারধর করে বাড়ি পাঠিয়ে দেন চেয়ারম্যান। এরপর, আফরোজা বাড়িতে গেলে তার চাচা আবদুল হাকিম ও আবদুর রাজ্জাক আবারও তাকে মারধর করেন। এই অপমান সইতে না পেরে শনিবার সন্ধ্যায় নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে আফরোজা। এদিকে, এ খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে যেয়ে আফরোজার লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। এ ব্যাপারে আফরোজার ভাই ইsatchearmanব্রাহীম খলিল শনিবার রাতে ৭জনকে আসামী করে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার আসামীরা হলেন, চেয়ারম্যান মনিরুল ইসলাম, হাফিজ, হাসান, চৌকিদার ইসলাম, জয়, হাকিম (আফরোজার চাচা) ও পলাশ। ওসি আরো জানান, শনিবার রাতেই এ মামলার অন্যতম আসামী চেয়ারম্যান মনিরুলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি ব্যুরো ঃ আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের কাপসন্ডায় ৪ দলীয় ফুটবল টুর্ণামেন্টে খেলায় হড্ডা তাপস স্মৃতি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শনিবার কাপসন্ডা ফুটবল মাঠে উত্তেজনাপূর্ণ এ খেলা অনুষ্ঠিত হয়।কাপসন্ডা প্রভাতী যুব সংঘের আয়োজনে খেলায় হড্ডা তাপস স্মৃতি ফুটবল একাদশ ও সাতক্ষীরা ফিস মহেশ্বরকাটি ফুটবল একাদশ মুখোমুখি হয়। ঘানা, নাইজেরিয়ান, ঢাকা ও চিটাগাং এর নামীদামী ক্লাবের খেলোয়াড়সহ শক্তিশালী দল নিয়ে মাঠে নামে। তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলায় হড্ডা তাপস স্মৃতি একাদশ একমাত্র গোলে জয়লাভ করে। শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন হড্ডা দলের মেরু মোহাম্মদ। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক এমপি মোবাইলের মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। দেবহাটা উপজেলা আ’লীগ সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান খেলা উদ্বোধন করেন। প্রভাতী যুব সংঘের সভাপতি মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগ সেক্রেটারী এড. শহিদুল ইসলাম পিন্টু, বড়দল কলেঃ স্কুলের অধ্যক্ষ ড. শিহাবউদ্দিন, ক্লাবের প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা সরদার নাজিম উদ্দিন, শিল্পপতি মোস্তাফিজুর রহমান রিপন, শ্যামনগর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান শিল্পী মৃধা। অনুষ্ঠানে হড্ডা তাপস স্মৃতি দলের টীশ ম্যানেজার মহাসিন সরদার (মেম্বার), সহকারী ম্যানেজার নিতিশ মন্ডল, ক্লাবের সেক্রেটারী হাফিজুল, মেম্বার আরব বিল্লাহ, ইদ্রিস মোড়ল, মেম্বার হোসেন আলি, কবির হোসেন, ইব্রাহিম প্রমুখ খেলা উপভোগ করেন। খেলা পরিচালনা করেন আঃ অহিদ বাবলু, সহকারী আঃ গফফার, স্বপন বিশ্বাস ও আনিছুর রহমান। ধারাভাষ্যে ছিলেন মফিজুল ইসলাম শরাফাত ও আঃ রউফ। খেলাশেষে বিজয়ী দল ও বিজীত দলের ক্যাম্পেনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সবশেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি ব্যুরো : শনিবার সকালে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলামের পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেরা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আ’লীগ সভাপতি এস এম শওকথ হোসেন, সেক্রেটারী শাহজাহান আলি, সাংগঠনিক সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, ফিংড়ী ইউপি চেয়ারম্যান শামছুর রহমান, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, আশাশুনি সদর চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, প্রতাপনগর চেয়ারম্যান শেখ জাকির হোসেন, আনুলিয়া চেয়ারম্যান আলমগীর আলম লিটন, শোভনালী চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন, জেলা যুবলীগ সভাপতি আঃ মান্নান, জেলা ছাত্রলীগ সভাপতি তানভির আহমেদ সুজন, সেক্রেটারী এহছান হাবিব নয়ন, পৌর যুবলীগ আহবায়ক মনোয়ার হোসেন অনু এবং আশাশুনির আ’লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি নজরুল ইসলাম তার ভাষণে বলেন, অবহেলিত সাতক্ষীরা জেলার বঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নের পাশাপাশি জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করতে চাই। জেলা পরিষদে যে কোন কাজে ষুষের লেনদেন মুক্ত রাখতে চাই। জাতির জতক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে সকলের সমর্থন কামনা করে তিনি বলেন, সর্ব সময় মানুষের কাছে থেকে এসেছি, আগামীতে মানুষের চাহিদা পুরনে সবকিছু করতে প্রস্তুত আছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেসবিজ্ঞপ্তি: সাতক্ষীরা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আব্দুল বারীসহ কার্যনির্বাহী পরিষদের বিজয়ী সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার এক বিবৃতিতে সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি রহমাতুল্লাহ পলাশ, সাধরণ সম্পাদক চেয়ারম্যান আব্দুল আলিম প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সার্বিক সাফল্য কামনা করেছেন। একইসাথে সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টাস ক্লাবের সভাপতি মো: আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ড্: মহিদার রহমানসহ সকল সদস্যগন নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সার্বিক সাফল্য কামনা করেছেন। অপর এক বিবৃতিতে আমেরিকান প্রবাসী সাংবাদিক ফিরোজ কবীর, জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন সুজন ও সাধরণ সম্পাদক শেখ এহছান হাবীব অয়ন, সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, ব্রেকিং দ্যা সাইলেন্সে কর্মকর্তা শরিফুল ইসলাম, জেলা ছাত্র সমাজের সাধরণ সম্পাদক সাংবাদিক আকরামুল ইসলাম, জনতা ব্যাংক সিবিএ নেতা শেখ আব্দুল গণি, একরামুল খান চৌধরী, মো: আব্দুল হান্নান, পৌরসভার ৮ নং ওয়ার্ড শাখা যুবলীগের সভাপতি ইউসুফ সুলতান, সাধরণ সম্পাদক সোহেল নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সার্বিক সাফল্য কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পাটকেলঘাটা প্রতিনিধি: মহান বিজয় দিবস ২০১৬ যথাযোগ্য পালন উপলক্ষ্যে পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রি কলেজে শনিবার সকাল ১১টায় শিক্ষক মিলনাতনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ ওয়াজিহুর রহমান খানের সভাপতিত্বে সভায় বক্তব্য ও মতামত প্রকাশ করেন কলেজের উপাধ্যক্ষ স.ম আতিয়ার রহমান, অধ্যাপক নজিবুল্লাহ, অজিত কুমার হালদার, আনোয়ারুল হক, ফকির আহ্মদ শাহ, আরশাদ আলী, আব্দুল গফুর, আব্দুস সুবহান, রফিকুর রহমান, সরদার নুরুল ইসলাম, কুব্বাত আলী, উৎপল মন্ডল, সেলিনা আনজুম, মোঃ নাজমুল হক, আমিনুজ্জামান, রহিমা খাতুন, লক্ষ্মী রাণী দাশ, মনিকা সাহা, ক্রীড়া শিক্ষক এ.এস.এম আব্দুর রশিদ, প্রদর্শক হায়দার আলী, মফিজুর রহমান প্রমুখ। সভায় অনুষ্ঠানটি সু-চারুরূপে পরিচালনা করেন দু’টি উপ-কমিটি গঠন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে.এম রেজাউল করিম: কুঁয়াশার চাঁদরে মোড়ানো সকালের সোনালী সূর্যের মৃদু হাসি বাংলার মানুষকে বুঝিয়ে দেয় শীতের আগমনি বার্তা। শীত আসলেই দেবহাটা তথা সাতক্ষীরার প্রত্যন্ত গ্রাম অঞ্চল জুঁড়ে শুরু হয় গাছিদের খেজুরের রস সংগ্রহের জন্য প্রয়োজনীয় উপকরণ যেমন ঠিলে-খুংগি-দড়া-গাছি দাঁ বালিধরাসহ ইত্যাদি তৈরির অবিরাম প্রস্তুতি। বেড়ে যায় গাছিদের ব্যস্ততা। আবহমান বাংলার প্রতিটি ঘরে ঘরে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও ব্যস্ততা বেড়ে যায় দ্বিগুন। মৌসুমের শুরুতে আলতো শীতের সোনালী সূর্য্যের রোদেলা সকালে গাছিরা বাঁশের ডগা দিয়ে নলি তৈরিতে ব্যস্ত সময় পার করে। কেউবা আবার পাটের আশ দিয়ে দড়া তৈরিতে মগ্ন। বেলা বাড়তেই ঠিলে-খুংগি-দড়া-গাছি দাঁ বালিধরা নিয়ে গাছিরা ছুটে চলে গাছ কাটতে। আবার ভোরে উঠে রস নামাতে কূয়াশা ভেদ করে চড়ে বেড়ায় এক গাছ থেকে আরেক গাছে। এরপর ব্যবস্থা বাড়ে মেয়েদের সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো ফুসরত নেই দম ফেলার। দেবহাটার খেজুরের রসের খ্যাতি বাংলাদেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। এখান থেকে তাজা খেজুরের রসের তৈরি গুড় বাংলাদেশের অনেক অঞ্চলের চাহিদা মিটিয়ে থাকে। পাশাপাশি আমাদের পার্শবর্তী দেশ ভারতে খেজুরের গুড়ের ব্যাপক কদর রয়েছে। শীত আসলেই আবহমান বাংলার ঘরেঘরে শুরু হয় উৎসবের আমেজ। প্রতি ঘরে ঘরে শুরু হয় পিঠা তৈরির জন্য ঢেঁকিতে চাউলের গুড়া তৈরির মহোৎসব। বাংলার প্রতি ঘরে ঘরে সন্ধা হলেই একদিকে শুরু হয় কবি গান অন্য দিকে সন্ধে রস দিয়ে শুরু হয় পায়েশ, পুলিসহ বিভিন্ন প্রকার পিঠা তৈরির ধুম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভ্রাম্যমাণ প্রতিনিধি কালিগঞ্জ: আসুন আমরা মাদককে না বলি এই প্রতিপাদ্য সামনে রেখে নলতা অডিটিরিয়ামে শনিবার সকাল ১১ টায় মাদক বিরোধী আলোচনা সভা ও চলচিত্র প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার গোলাম মঈনউদ্দীন হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ,পরিচালক(প্রশাসন)মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মোঃ আতাহার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী সচিব জনপ্রশাসন মন্ত্রালয় মোঃ আলমগী হোসেন,অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট সৈয়দ ফারুক আহম্মদ,অতিরিক্ত পরিচালক বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মোঃ আবুল হোসেন উপ-সচিব উপপরিচালক স্থানীয় সরকার জেলা প্রশাসকের কার্য্যলয়, এ এনএম মঈনুল ইসলাম,সহকারী পরিচালক স্বাস্থাধিদপ্তর ডাঃ এ এফএম রফিকুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার(ভুমি)শিমুল কুমার সাহা,অফিসার ইনচার্জ লষ্কার জায়াদুল হক, নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ,নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোনায়েম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্য মোঃ আতাহার আলী বলেন মাদকদ্রব্য এমনই একটি জিনিস যেটার দারা পুরো জাতীকে ধংস করে ফেলতে পারে যখন কোন ব্যাক্তি মাদকাসক্তে আসক্ত হয়ে পরে ততক্ষণ নিজের জ্ঞান হারিয়ে ফেলে। এজন্য আমাদের সন্তানদের মাদক থেকে দুরে রাখতে হবে তাদের প্রতি সবসময় খেয়াল রাখতে হবে  আমাদের সন্তানরা যেন মাদক দিকে ঝুকে না পড়ে সে দিকে তিক্ষè দৃষ্টি রাখতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest