প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাতক্ষীরা জেলা শাখার সভাপতি রাহমাতউল্লাহ পলাশ, সাধারণ সম্পাদক আব্দুল আলীম সাতক্ষীরা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল বারি সহ প্রেসক্লাবের নব নির্বাচিত কর্মকর্তাদের সাতক্ষীরা জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি যারা বিজয়ী হতে পারেননি তাদের জন্য রইল সমবেদনা।

মাহাফিজুল ইসলাম আক্কাজ: আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০১৬ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিশ্ব মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জেলা শাখার আয়োজনে শহিদ আব্দুর রাজ্জাক পার্ক হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পুরাতন আইনজীবী ভবনে আলোচনাসভাস্থলে গিয়ে মিলিত হয়।
মাহাফিজুল ইসলাম আক্কাজ: জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ২০১৬ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা আমতলা মোড়স্থ সূর্যের হাসি ক্লিনিকে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। শিশুদের মুখে ক্যাপসুল দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রাশিদা বেগম ও সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ উৎপল কুমার দেবনাথ।
স্পোর্টস ডেস্ক: ইনজুরি কাটিয়ে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে দীর্ঘ পাঁচ মাস পর আবারো মাঠে ফেরার অপেক্ষায় বাংলাদেশের বিস্ময় বালক মোস্তাফিজ। আর এ সফরে মোস্তাফিজকে দেখা যাবে নতুন হেয়ারস্টাইলে।
স্পোর্টস ডেস্ক:সব সময়ই তারকাদের ভীড়ে পার্শ্ব নায়ক হয়ে থাকা মাহমুদউল্লাহ যেন এবার নিজের কাধেই তুলে নিয়েছিলেন দলকে টেনে নেয়ার দায়িত্ব। প্রায় একক প্রচেষ্টায় দলকে তুলেছন কোয়ালিফায়ারে। তবে দল ফাইনালে জেতে ব্যর্থ হলেও খুলনার অধিনায়ক পেয়েছেন তার নৈপুণ্যের পুরস্কার। ১৪ ম্যাচে ব্যাট হাতে ৩৯৬ রানের পাশাপাশি বল হাতে নিয়েছে ১০ উইকেট। হয়েছেন চতুর্থ বিপিএলে সেরা খেলোয়াড়।
বিনোদন ডেস্ক: ভারতের নামকরা পরিচালক কৌশিক গাঙ্গুলীর ‘বিসর্জন’ ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী জয়া আহসান। ছবিটি এখনো মুক্তি না পেলেও জয়ার কাজ নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে।