বিনেদন ডেস্ক: ভীষণ ‘টেনশনে’ ছিলেন আলিয়া ভাট। শাহরুখ খানের সঙ্গে এখন কাজ করা যে টেনশনের। ছবি হিট হবে তো! শাহরুখের গত বেশ কয়েকটি ছবি যে প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে পারেনি।আলিয়ার ভয় ছিল। তবে তাঁর উদ্বেগ অন্য কারণে। ভারতে সম্প্রতি রুপি নিয়ে টানাটানি চলছে। ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের পর ভারতে খরচ কমানোর একটা প্রবণতা দেখা দিয়েছে। এর প্রভাব বলিউডে পড়তে বাধ্য। আলিয়ার ভয় ছিল, ডিয়ার জিন্দেগি হয়তো শুরুতে বক্স অফিসে ততটা ভালো করবে না। আর শুরুটা ভালো না হলে সাধারণত সেই ছবির কপালে ‘ফ্লপ’ সিলটাই জোটে। শাহরুখ-আলিয়ার নতুন ছবিটা অবশ্য বেশ ভালো করছে।আলিয়া বলেছেন, ‘ছবিটা এত সাড়া পাওয়ায় হাঁফ ছেড়ে বেঁচেছি। আমরা সবাই আসলে উদ্বিগ্ন ছিলাম। তবে কোনো ছবি যদি ভালো হয়, সেটা সব সময় ভালো সাড়া পাবেই।’তবু প্রত্যাশার চেয়ে কম আয় তো করছেই। আলিয়া বলেন, ‘এটা (নোট বাতিল) ৫-১০ শতাংশ প্রভাব তো ফেলেছেই। তবু দর্শকদের অনেক ভালোবাসা পাচ্ছি। দর্শকদের প্রতি অনেক কৃতজ্ঞ। আমি সত্যিই খুব খুশি।’

ডেস্ক: সুন্দরী হতে হলে রোগা হতে হবে এমন প্রচলিত ধারণাকে তুড়ি মেরে উড়িয়ে সৌন্দর্য প্রতিযোগিতায় সেরার মুকুট ছিনিয়ে নিলেন ১২০ কেজির মডেল এস্টেফানিয়া কোরিয়া।
মাহফিজুল ইসলাম আককাজ: ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত জেলা মুক্তিযোদ্ধা সংসদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক পত্রদূত পত্রিকার বার্তা সম্পাদক এস.এম শহীদুল ইসলাম। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ।
দে ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক কাফেলা’র স্টাফ রিপোর্টার মোঃ আব্দুর রহমান। তার নিকটতম প্রার্থী দৈনিক আজকের সাতক্ষীরার বার্তা সম্পাদক এম. বেলাল হোসাইন পেয়েছেন ৬ ভোট।
ডেস্ক: ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ৮৪ হাজার মানুষের বাস্তুচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা মঙ্গলবার এ কথা জানান।
ডেস্ক: রাশিয়ার ঘনিষ্ঠ তেল ব্যবসায়ী রেক্স ডব্লিউ টিলারসনকেই যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করলেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান দলের বিভিন্ন সূত্রের কথা উল্লেখ করে খবরটি জানিয়েছে সিএনএন ও ওয়াশিংটন পোস্ট।