সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিতসাতক্ষীরায় বিএনপি নেতা চিশতি’র মনোনয়নের দাবিতে সড়ক অবরোধগ্রীন কোয়ালিশন সাতক্ষীরা জেলা ইউনিটের কমিটি গঠনগণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভসাতক্ষীরায় প্রকাশ্যে চেতনানাশক স্প্রে করে এক নারীর গহনা ও মোবাইল ছিনতাইসাতক্ষীরায় উপকূলীয় এলাকায় ক্রীড়া উৎসব১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিসড়ক দুর্ঘটনায় আহত জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারিসাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন : জামায়াত সমর্থিত ৫টি পদে বিজয়সাতক্ষীরায় মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতির অভিযোগে চাকুরিচ্যুত দুই শিক্ষক ভ্রাতা চাকুরি ফিরে পেতে মরিয়া

শ্যামনগর ব্যুরো: শ্যামনগরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৬) এর উপ-পরিচালক (ডিএডি) বাদল কুমারের নেতৃত্বে র‌্যাব সদস্যরা মঙ্গলবার রাত দেড় টার দিকে বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি বাজারের উত্তর পাশে খালের পাড় থেকে ৩ জনকে আটক করে। র‌্যাব ঘটনাস্থল থেকে দেশি তৈরি ২টি পাইপগান ও একটি বন্দুক সহ ১১টি তাজা কার্তুজ উদ্ধার করে। আটককৃতরা হলো- শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের বুড়িগোয়ালিনী গ্রামে মৃত আরব আলীর ছেলে ইদ্রিস আলী একই এলাকার জাবাখালী গ্রামের ইমাম মোড়লের ছেলে সিরাজুল এবং কক্সবাজার জেলায় কুতুবদিয়া থানার কুতুবদিয়া পাড় গ্রামে মৃত আব্দুল হাইয়ের ছেলে গোলাম মাওলা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কাজীরহাট প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো কলারোয়া মুক্ত দিবস। ৬ডিসেম্বর কলারোয়া পাক হানাদার মুক্ত দিসব উপলক্ষ্যে মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও স্থানীয় গণকবরে পুষ্পমাল্য অর্পণ, দোয়া, বর্ণাঢ্য বিজয় র‌্যালি, আলোচনা সভা এবং বীর মুক্তিযোদ্ধাদের উপহার সামগ্রী বিতরণ করা হয়। দুপুরে কলারোয়া ফুটবল মাঠে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল আয়োজিত মুক্তিযোদ্ধা-জনতার আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো.মহিউদ্দীন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন, শিক্ষাবিদ প্রফেসর আবু নসর, অধ্যাপক এমএ ফারুক প্রমুখ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধারা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কাজীরহাট প্রতিনিধি: কলারোয়া উপজেলা ভিক্ষুকমুক্ত করণ ও তাদের জীবিকায়নের লক্ষ্যে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো.মহিউদ্দীন। অনুষ্ঠানে কলারোয়া উপজেলার ভিক্ষুকমুক্ত করণ, ভিক্ষুকদের কর্মসংস্থান কার্যক্রম ও ভিক্ষুকদের জীবিকায়নের লক্ষ্যে ছাগল, ভ্যানসহ অন্যান্য সামগ্রি বিতরণ করেন ডিসি একেএম মহিউদ্দীন। উপজেলা প্রশাসন আয়োজিত ওই অনুষ্ঠানে ইউএনও উত্তম কুমার রায়ের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি: পারিবারিক বিরোধের জের ধরে মো. মারিফুল ইসলাম (২৩) নামের এক যুবক গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে সকলের অগোচরে সে গলাই ফাঁস দেয়। মারিফুল তালা ডাকবাংলার তত্ত্বাবধায়ক মো. নজরুল ইসলাম এর পুত্র। তাদের বাড়ি সাতক্ষীরার সুলতানপুর এলাকায়। পারিবারিক সূত্রে জানাগেছে, প্রায় ২ বছর পূর্বে পরিবারের অমতে মারিফুল তালা হাসপাতাল মোড় এলাকায় বসবাসকারী জনৈক খানজু মিস্ত্রি মেয়ে সুমি খাতুনকে বিয়ে করে। এনিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গত সোমবার শশুর বাড়ির লোকদের সাথে মারিফের পিতা ও মাতার আবারো বিরোধ হয়। এনিয়ে উভয় পরিবারের মাঝে সংঘাত সৃষ্টি হয় এবং এক পর্যায়ে মারিফ অসুস্থ্য হয়ে তালা হাসপাতালে ভর্তি হয়। এখান থেকে ওইদিন রাতেই মারিফকে আবার বাড়িতে আনা হয়। এসব বিষয় নিয়ে যুবক মারিফুল ইসলাম মানষিক ভারসাম্যহীন হয়ে পড়ে। মঙ্গলবার সকালে মারিফের অসুস্থ্য মা’কে চিকিৎসার জন্য পিতা নজরুল ইসলাম সাতক্ষীরা সদরে নিয়ে যায়। এই সুযোগে দুপুর ১টার দিকে মারিফুল নিজ ঘরের আড়ার সাথে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় স্যামসাং গ্যালাক্সি ব্রান্ড শপ এর নতুন শো-রুমের আজ সকাল ১১টা ৩০ মিনিটে শুভ উদ্ধোধন। পাটকেলঘাটা কলেজ রোডে  সোস্যাল ইসলামী ব্যাংক (ঝওইখ) এর বিপরীতে এসি মার্কেটে এই প্রথম স্যামসাং গ্যালাক্সি ব্রান্ড শপ এর সকল পন্য বিক্রয়ের জন্য শোরুম খোলা হলো। পাটকেলঘাটা মোবাইল ফেয়ারের সত্ত্বাধিকারী সঞ্জয় কুমার দাশ ও রুহুল কুদ্দুস যৌথভাবে এই শো-রুমটি পরিচালনায় আছেন। ইতোপূর্বে পাটকেলঘাটায় কোন মোবাইল সেটের একক ভাবে ব্রান্ড শোরুম ছিল না, সকল ব্যবসায়ীরা ছিন্ন-বিচ্ছিন্ন ভাবে একই দোকানে ভিন্ন ভিন্ন ব্রান্ডের মোবাইল সেট বিক্রয় করত। এই শোরুমের মাধ্যমে অত্র এলাকায় মান সম্মত  ব্রান্ড মোবাইল সেটের শোরুম প্রতিষ্ঠিত হলো। সমাজের রুচিশীল ব্যক্তিবর্গ এখন থেকে তাদের পছন্দের স্যামসাং ব্রান্ড মোবাইলের সকল পন্য পাটকেলঘাটা থেকে সুলভ মূল্যে ক্রয় করতে পারবে বলে মোবাইল ফেয়ার সত্ত্বাধিকারী এই প্রতিনিধিকে জানান।  তিনি আরো জানান, শোরুমের উদ্ধোধন  উপলক্ষ্যে নগদ ডিসকাউন্ড ৫০০ থেকে ১০০০ টাকা  ও হাউসফুল ডিসকাউন্ট আছে এ.সি, ফ্রিজ, এলইডি টিভি, হোমথিয়েটার ইত্যাদি পন্যের জন্য।  শোরুমের সত্ত্বাধিকারী অত্র এলকার ব্যবসায়ীবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষকসহ গন্যমান্য সকলকে উদ্ধোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে বাবলু মোড়ল নামে এক মাদকসেবীকে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পাটকেলঘাটা থানা যুগীপুকুরিয়া গ্রামের রজব আলীর মোড়লের পুত্র বাবলু মোড়ল (৪২) কে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। পরে তালা উপজেলা সহকারী (ভূমি) কবির হোসেনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯-১(ক) ধারায় মাদক সেবনের অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেছে। যার মামলা নং-৯১/১২।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: ব্র্যাক সামাজিক কর্মসূচির আওতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার কার্যক্রম জোরদার করণ প্রকল্পের আওতায় নির্যাতিতদের গাভী ও ছাগল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরা সদর উপজেলা চত্বরে হতদরিদ্র অসহায় নির্যাতিতদের মধ্যে বিনামুল্যে পাঁচটি গাভী ও তিনটি ছাগল দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেন (সজল), সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মূখার্জী, সাতক্ষীরা প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, ব্র্যাকের জেলা প্রতিনিধি রেজাউল করিম খান, ওয়ান স্টপ ক্রাইসিস সেলের (ওসিসি) এর প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক কর্মসূচি সংগঠক রাবেয়া খাতুন, জেলা ব্যবস্থাপক মোঃ সাইদুল ইসলাম, পলাশ হালদার, জয়নব খাতুন। সাতক্ষীরা সদর উপজেলার ধর্ষণের শিকার, নির্যাতনের শিকার ও পাচারের শিকার ৬ জন নারীদের মাঝে ৫টি গাভী ও তিনটি ছাগল পূর্নবাসন ও আয় বৃদ্ধিমুলক সহায়তা করার জন্য এ সহায়তা প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নলতা প্রতিনিধি : সেন্টার ফর ডিজিএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগীতায় ও মানবাধিকার জনকল্যান ফাউন্ডেশন (এমজেএফ) এর আয়োজনে ৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় কাশিবাটি মাধ্যমিক বিদালয়ে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ে নেটওয়ার্ক ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত হয়েছে। কাশিবাটি উক্ত অনুষ্ঠানে সিডিডি’র সহকারী সমন্বয়কারী ও অকুপেশনাল থেরাপীষ্ট কাজী নিলুফা ইসলাম বলেন, মায়েরা গর্ভবতী থাকাকালীন যদি আমরা মায়েদের প্রতি যতœ নেই তাহলে বাচ্চাকে থেকে রক্ষা করা সম্ভাব। প্রতিবন্ধিতার ৩ টি কারণ গুলোর মধ্যে গর্ভবতী অবস্থায়, প্রসাবকালীন সময়ে এবং জন্মের পর মানুষ প্রতিবন্ধি হতে পারে। তিনি গর্ভবতী মায়েদের সাস্থ সচেতনতা বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন, এমজেএফ বিশেষ প্রতিবন্ধি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক আজহারুল ইসলাম, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মাস্টার শামসুর রহমান, কাশিবাটি মাধ্যমিক বিদালয়ের প্রধান শিক্ষক নাজমুল হোসেন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest