নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার সীমান্ত নদী ইছামতি পার হয়ে ভারতীয় গরু নিয়ে পদ্মশাখরা গ্রামে আসার পর এক রাখালের মৃত্যু হয়েছে। তিনি হোঁচট খেয়ে পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন বিজিবি। নিহত গরু রাখালের নাম মো. এনসান ( ৪০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর চাপারডাঙ্গার নাথপাড়া গ্রামের অজিহার রহমানের ছেলে।
গ্রামবাসী জানান, এনসান নামের ওই রাখাল একদিন আগে তার কয়েক সঙ্গীসহ ভারতে গরু আনতে যান। মঙ্গলবার ভোর রাতে গরু নিয়ে তারা সীমান্ত নদী ইছামতি পার হয়ে বাংলাদেশ ভূখন্ডে চলে আসেন। এ সময় সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের চেয়ারম্যানের মোড়ে এনসান হোঁচট খেয়ে মাটিতে পড়ে যান। তাকে দ্রুত বাড়িতে নিয়ে যাওয়া হলে সেখানে মারা যান তিনি। তার সঙ্গীদের দাবি তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার লাশ তার বাড়িতে রয়েছে।
তার মৃত্যু রহস্য জানতে চাইলে বিজিবির পদ্মশাখরা বিওপির হাবিলদার আবুল হোসেন জানান এনসানের স্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি হোঁচট খেয়ে পড়ে গেলে অসুস্থ অবস্থায় তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। এর পর মারা যান তিনি।

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৮ বছর। ভারতীয় গণমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে ভারতের রাজনীতির অঙ্গনে। সোমবার রাত সাড়ে এগারোটার দিকে চেন্নাইয়ের অ্যাপলো হাসপাতালে মারা যান তিনি। জয়ললিতার মৃত্যুতে তামিলনাড়ুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
অপ্রতিম রহমান: মিয়ানমার অংশে নাফ নদীর কাদার তীরে উল্টে আছে শিশুর লাশ। তীরে এ রকম পাওয়া গেছে একাধিক শিশুর লাশ। সোমবার সকালে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুর উত্তরাঞ্চলে এসব লাশ উদ্ধার করা হয়।



