স্পোর্টস করেসপন্ডেন্ট: ‘এল ক্লাসিকো’ রিয়াল মাদ্রিদ ক্লাব দে ফুটবল (রিয়াল মাদ্রিদ) এবং ফুটবল ক্লাব বার্সেলোনার (বার্সেলোনা) মধ্যে সংঘটিত যেকোন ফুটবল প্রতিযোগিতার নাম। শুরুতে শুধুমাত্র স্প্যানিশ চ্যাম্পিয়নশিপে অনুষ্ঠিত খেলাগুলোকেই এল ক্লাসিকো বলা হতো। তবে ব
র্তমানে চ্যাম্পিয়নস লীগ ফাইনাল ব্যতীত রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যে অনুষ্ঠিত সকল খেলাকে এই নামে ডাকা হয়। এটি বিশ্বের সর্বাধিক অনুসৃত ফুটবল ম্যাচ, যা বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী উপভোগ করে থাকেন।
দুই দলের রোমাঞ্চকর সেই লড়াই দরজায় কড়া নাড়ছে। আজ লা লিগায় মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা । ৩ ডিসেম্বর শনিবার বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় রাত ৯.১৫ টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। খেলাটি সরাসরি সম্প্রচার করবে সনি ইএসপিএন ও সনি সিক্স এইচডি।
চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ২৩১ বারের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। তারা জয় পেয়েছে ৯৩ বার। ৯০ বার জিতেছে বার্সেলোনা। বাকি ৪৮টি ম্যাচে ড্র হয়েছে। এল ক্লাসিকোতে এখন পর্যন্ত মোট গোল হয়েছে ৭৬৬টি যার মধ্যে রিয়াল মাদ্রিদ করেছে ৩৯০ আর বার্সেলোনা ৩৭৬।
লা লিগায় দুই দলের সাক্ষাত ১৭২ বার। এখানেও এগিয়ে রিয়াল। বার্সার ৬৮ জয়ের বিপরিতে রিয়াল মাদ্রিদের জয় ৭২। বাকি ৩২টি ম্যাচে কেউ জেতেনি। এর মাধ্যে ঘরের মাঠে রিয়াল জিতেছে ৫২ বার। আর বার্সা জিতেছে ৪৯ বার। লা লিগায় বার্সার বিপক্ষে রিয়েলের গোলের সংখ্যা ২৮০টি। আর বার্সেলোনার ২৭২টি।
অপরদিকে চ্যাম্পিয়নস লিগ দুই দলের ৮ বারের সাক্ষাতে রিয়াল জয় পেয়েছে ৩টি আর বার্সা পেয়েছে দুইটি জয়। বাকি তিন ম্যাচে ড্র। কোপা ডেল রে’তে রিয়াল থেকে এগিয় বার্সেলোনা। ৩৩ বারে মোকাবেলায় বার্সার জয় ১৪ আর রিয়ালের ১২টি ম্যাচে। ড্র হয়েছে ৭টি।
এছাড়াও স্প্যানিশ সুপার কাপ এগিয়ে রিয়াল মাদ্রিদ। এ লিগে রিয়ালের ১২ জয়ের বিপরিতে বার্সেলোনার জয় মাত্র ৬ ম্যাচ। ড্র এর সংখ্য ৪টি। লিগ ছাড়াও দুই দল এখন পর্যন্ত ৬ বার মুখোমুখি হয়েছে। যেখানে ৪টি ড্র ও বার্সা জয় পেয়েছে বাকি দুইটিতে।
দুই দলের প্রথম দেখা হয় ১৯০২ সালে কোপা ডি লা করোনেশনের সেমিফাইনাল। ম্যাচটিতে ৩-১ গোলে জয় পায় বার্সেলোনা। যদিও অফিশিয়াল এল ক্লাসিকোর তালিকায় নেই ম্যাচটি। প্রতিযোগিতামূলক ম্যাচে দুদলের প্রথম দেখা ১৯১৬ সালের কোপা ডেল রের সেমিফাইনালে। এই ম্যাচেও ২-১ গোলে জয় পায় বার্সা । সর্বশেষ চলতি বছরের এপ্রিলে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই ক্লাব। শেষবারের দেখায় ২-১ ব্যবধানে জিতেছিল রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্ক: শুক্রবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দুইটি ম্যাচ। প্রথম ম্যাচটি জয় পেয়ৈছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ঢাকা ডায়নামাইটস।
অনলাইন ডেস্ক: এখন থেকে তিনজন মিলে একটি শিশুর জন্ম দিতে পারবেন বলে জানালেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। ‘থ্রি পেরেন্ট’ পদ্ধতিতে সন্তান জন্মদানের পদক্ষেপ গত বছর যুক্তরাজ্যে বৈধতা দেয়া হলেও বাস্তবায়ন হবে আগামী মাস থেকে।
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়া থানার সেকেন্ড অফিসারসহ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রাতে গুষ নিয়ে সকালে ফেরত দেয়ায় পুলিশ সুপার বরাবর অভিযোগ ও সংবাদ সম্মেলন করেছেন হালিমা নামে এক গৃহবধু। শুক্রবার দুপুর একটার দিকে কলারোয়া প্রেসক্লাবে উপজেলার পাটুলিয়া গ্রামের আওয়ামীলীগের সমর্থক আব্দুস সাত্তারের স্ত্রী হালিমা খাতুন কলারোয়া থানার সেকেন্ড অফিসার এস.আই আনোয়ার হোসেন ও এএস আই সাইদুর রহমানের বিচার চেয়ে এ সংবাদ সম্মেলন ও লিখিত অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে হালিমা খাতুন লিখিত বক্তব্যে বলেন, তার স্বামীসহ তার পরিবারের সবাই আওয়ামীলীগের সমর্থক। তার দ্বিতীয় কন্যা বি-ভাইরাস রোগে আক্রান্ত হওয়ায় ভারতে তার চিকিৎসার জন্য বিভিন্ন জায়গা থেকে ২৩হাজার টাকা জোগাড় করে বাড়িতে রাখে। গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে কে বা কারা তার বাড়ির দরজায় প্রচন্ড জোরে ধাক্কা মারতে থাকে। এসময় তিনি দরজা খুলেই দেখতে পান পিস্তল হাতে ওই দুই দারোগাসহ কয়েকজন পুলিশ। কোন কিছু বলার আগেই তারা বলেন যে, বাড়িতে টাকা কত আছে? তিনি বললেন, তার মেয়ের চিকিৎসার জন্য অনেক কষ্টে ২৩হাজার টাকা গুছিয়ে রেখেছি। বলা মাত্রই দুই দারোগা বলেন, টাকা গুলি নিয়ে আয়, তা নাহলে তোর স্বামীকে ক্রসফায়ারে দিয়ে দিব। তখনই তিনি প্রান ভয়ে ঘর থেকে ২৩হাজার টাকা এনে সাঈদ দারোগার হাতে দিয়ে দেন।
আমির হোসেন খান চৌধুরী: আজ সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের বার্ষিক সাধারণ সভা। গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গত দুই বছর ধরে এই সংস্থাটির বার্ষিক সাধারণ সভা আয়োজন করা হচ্ছে কিছুটা লুকোচুরি করে! ১১৪১ জন আজীবন সদস্যের এই ইউনিটের সাধারণ সভা এমন এক জায়গায় আয়োজন করা হচ্ছে যেখানে একসাথে ১০০ জনকেও বসানো সম্ভব নয়! অর্থাৎ সুপরিকল্পিতভাবে সদস্যদের উপস্থিত হতে নিরুৎসাহিত করে সাজানো সাধারণ সভার আয়োজন চলছে! অন্যদিকে ডাকযোগে সকল সদস্যদের নিকট বার্ষিক সাধারণ সভার নোটিশ পাঠানোর কথা থাকলেও শত শত সদস্য কোনদিনই এ নোটিশ পান না। আবার অনেকেউ সভা অনুষ্ঠিত হয়ে যাওয়ার পর এ নোটিশ হাতে পান। কোরাম না পুরলেও ভুয়া স্বাক্ষরের মাধ্যমে সভার উপস্থিতির কোরাম পূরণ হয়েছে দেখানো হয়।
উল্লেখ্য, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। শুধু অনিয়ম-দুর্নীতি ব্যক্তিগত কার্যালয়ে পরিণত হয়েছে রেড ক্রিসেন্ট ইউনিট। এ নিয়ে রেডক্রিসেন্টের সদস্যদের মধ্যে রয়েছে তীব্র ক্ষোভ।