সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে এনসিটিবি’র অনুমোদনহীন বই বাজারজাতে চুক্তিবদ্ধ হওয়ার অভিযোগদেবহাটায় ফেয়ার মিশনের অসহায় শীতার্তদেরকে কম্বল বিতরনদেবহাটার পারুলিয়া ইউনিয়ন বিএনপির কর্মী ও মতবিনিময়আমতলা উদিয়মান ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনসাতক্ষীরায় কায়পুত্র স¤প্রদায়ের ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা সভাসাতক্ষীরা শহিদ আব: রাজ্জাক পার্ককে বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক কর্মশালাদেবহাটায় তারুণ্যের উৎসবে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রি বিতরণ ইউএনওরস্বেচ্ছাসেবী সংগঠন ভিবিডি সাতক্ষীরার নেতৃত্বে ইব্রাহিম খলিলশ্রীউলায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভাসাতক্ষীরা আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

191685.2খেলাধু‌লো: রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় বাংলাদেশ সফরের নিরাপত্তা নিয়ে দ্বিধায় ছিল ইংল্যান্ড ক্রিকেট দল! বাংলাদেশে সিরিজ খেলতে আসার বিষয়ে সরকারি নির্দেশনা মেনে চলবে বলেও জানিয়েছিল তাঁরা। তখনই অনিশ্চয়তা তৈরি হয় ইংল্যান্ড বাংলাদেশ সফরে আসবে কিনা।

তাই বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে গত ১৭ আগস্ট ঢাকায় আসে ইংল্যান্ডের নিরাপত্তা সংক্রান্ত প্রতিনিধিদল। তিন সদস্যের দলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে গত ২০ অগস্ট ঢাকা ছেড়ে যায়।

শেষ পর্যন্ত সব শঙ্কা কেটে গেছে। বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নিশ্চিত করেছে, ইংল্যান্ডের বাংলাদেশ সফর পরিকল্পনা মতোই এগিয়ে যাবে। বৃহস্পতিবার রাতে ইএসপিএন-ক্রিকইনফো জানিয়েছে খবরটি। 

এদিন রাতে ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক অ্যালিস্টার কুক, ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক এউইন মরগান, ইসিবির ক্রিকেট পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস, ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন এক সভায় বসেন। সঙ্গে উপস্থিত ছিলেন ডেভিড ল্যাথারডেল ও জন কারও। সভায় বাংলাদেশ সরকারের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানান রেগ ডিকাসন।

সভা শেষে অ্যান্ড্রু স্ট্রাউস বলেন, ‘ইংল্যান্ডের বাংলাদেশ সফর পরিকল্পনা মতোই এগিয়ে যাবে।’ অবশ্য সিরিজের শেষ পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণে রাখবে তারা।

দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা। দিন-তারিখও ঠিক হয়েছে। ৭ ও ৯ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ। তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে ১২ অক্টোবর চট্টগ্রামে।

এরপর ২০ থেকে ২৪ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ঢাকায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

Palokআসাদুজ্জামান: কালিগঞ্জে শিক্ষকের ফরমায়েস মতো পাম্প থেকে পেট্রোল আনতে না পারায় মারপিটের শিকার হয়েছে চতুর্থ শ্রেণির এক ছাত্র। একইভাবে ওই শিক্ষকের নির্যাতনের শিকার হয়েছে ছাত্রটির সহপাঠি ফুফাতো ভাইও। এ ঘটনা জানিয়ে একজন অভিভাবক উপজেলা শিক্ষা অফিসে অভিযোগও দিয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
তবে নির্যাতনকারী শিক্ষক কামরুল ইসলাম  মারপিটের কথা স্বীকার করে বলেন ‘ঘটনাটি মিটমাট করে নেওয়া হয়েছে।  আমি তাদের বাড়িতে গিয়েছিলাম হেড স্যারকে সাথে নিয়ে’।
অপরদিকে স্কুলের প্রধান শিক্ষক পরিমল রায় বলেন ‘ পেট্রোল কেনার কোনো ঘটনা ঘটেনি। তাছাড়া বুধবার আমার স্কুলে সংরক্ষিত ছুটি ছিল। কি ঘটেছে জানিনা । তবে ছেলেটির অভিভাবক বলেছেন শনিবার স্কুলে এসে সব মিটিয়ে নেবো’।
কালিগঞ্জের নারায়নপুর গ্রামের অভিভাবক আবদুল হান্নান জানান তার ছেলে হাসিবুল হোসেন পলক ও ভাগনে আল যুবায়ের রাকিব উত্তর কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। তিনি অভিযোগ করে বলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক কামরুল ইসলাম মঙ্গলবার তার ছেলেকে এক লিটারের দুটি বোতল  দিয়ে এক কিলোমিটার দুরে কালিগঞ্জ পেট্রোল পাম্প থেকে  তার মোটর সাইকেলের জন্য পেট্রোল আনতে পাঠান। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে ছেলেটি সাইকেলে পাম্পে গেলে সে  শিশু হওয়ায়  পাম্প কর্তৃপক্ষ তাকে পেট্রোল দেয়নি। পরে সে বাজারের  একটি দোকান থেকে পেট্রোল কিনে নিয়ে আসে। এতে ওই শিক্ষক  প্রচন্ড ক্ষুব্ধ হয়ে বুধবার তাকে মারপিট করেন। তার দেহের বিভিন্ন স্থানে কাটা  ও ফোলা দাগ হয়ে যায়। এতে তার ছেলে জ্বরে আক্রান্ত হয়। আবদুল হান্নান আরও অভিযোগ করেন যে এ বিষয়ে জানতে চেয়ে শিক্ষক কামরুল ইসলামকে ফোন করা হলে তিনি বলেন ‘ প্রয়োজনে আপনার ছেলেকে ওষুধ কেনার টাকা দিয়ে দেবো ’ । তিনি জানান পরে বিষয়টি লিখিত অভিযোগ হিসাবে কালিগঞ্জ উপজেলা  প্রাথমিক শিক্ষা অফিসে দেওয়া হয়েছে । ভারপ্রাপ্ত  শিক্ষা অফিসার ফারুক হোসেন বিষয়টি তদন্তের জন্য দিন নির্ধারন করেছেন।
আবদুল হান্নান আরও বলেন শুধু তার ছেলে নয় তার ভাগনে একই শ্রেণির ছাত্র আল যুবায়ের রাকিবকেও বেধড়ক মারপিট করেছেন ওই শিক্ষক। রাকিবের মা রোকেয়া খাতুন জানান তার ছেলে রাকিব শিক্ষকের মারের যন্ত্রনা লাঘবে রোজই দুটি করে মোটা কপড়ের প্যান্ট পরে স্কুলে  যায়। তিনি জানান বিষয়টি সম্পর্কে তার কাছে জানতে গিয়েই তিনি তার ওপর দৈনিক দৈহিক নির্যাতনের তথ্য জানতে পারেন ।  তার ছেলের দেহের বিভিন্ন স্থানে কাটা  ও ফোলা দাগ রয়েছে। সে ভয়ে স্কুলে যেতে চায়না । আহত হাসিবুল ইসলাম পলক কালিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এসব বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক কামরুল ইসলাম বলেন ‘ আমার জন্য নয়, হেড স্যারের জন্য পেট্রোল আনতে পাঠানো হয়েছিল। তা ছাড়া ছেলে দুটি খুবই বেয়াদবি করে । তাই মারধর করেছি । কিন্তু সেতো মিটে গেছে’। এ ব্যাপারে  কালিগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফারুক হোসেন জানান তিনি এ ঘটনার  দ্রুত তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য ক্লাস্টার কর্মকর্তা সহকারি শিক্ষা অফিসার প্রভাত কুমার রায়কে নির্দেশ দিয়েছেন। তদন্তে অভিযোগ প্রমানিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে নির্যাতিত ছাত্র  হাসিবুল হোসেন পলকের মা পলি খাতুন জানান ‘ আমার বাড়িতে প্রধান শিক্ষক পরিমল কুমার ও শিক্ষক কামরুল ইসলাম এসেছিলেন। তারা বলেছেন আপনার বাড়িতে আজ দুই জন শিক্ষক আসায় আপনার বাড়ির মাটি ধন্য হয়ে গেছে । তবে একটু মার হয়তো বেশি হয়ে গেছে। আপনারা শনিবার ছেলেকে নিয়ে স্কুলে  আসেন , একটা মিটমাট করে নেওয়া যাবে’।
প্রধান শিক্ষক পরিমল কুমার রায় জানান ‘ আমি এ ব্যাপারে কিছু জানিনা। তবে পেট্রোল কেনার কোনো ঘটনা নেই। মারপিটের খবর  শুনে পলকদের  বাড়ি গিয়েছিলাম। ওরা বলেছেন শনিবার এসে নিজেরাই মিটিয়ে নেবেন’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

Tala Picture 24.08.16সেলিম হায়দার, ডেইলি সাতক্ষীরা: চারপাশে থই থই পানি। পানিতে ডুবে গেছে স্কুল। তারপরও মাঝা (কোমর) সমান জল ঠেলে (ভেঙ্গে) স্কুলে গেছি। এখন আর যেতে পারিনে। রাস্তার পরে স্কুল করতে হয়। ডেইলি সাতক্ষীরাকে এভাবেই বলছিলো সাতক্ষীরার তালা উপজেলার খরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র সবুজ ম-ল। পানিতে তলিয়ে গেছে সবুজের বাড়িসহ আশপাশের এলাকা।
কয়েক দিনের টানা বৃষ্টি ও উজানের পানির চাপে তালা উপজেলার প্রায় ৬০টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ও শ্রেণিকক্ষ পানিতে তলিয়ে যাওয়ায় পাঠদানের পরিবেশ নেই। পানিবন্দি হওয়ায় কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠাতেও নিরুৎসাহিত করছেন অভিভাবকরা। ফলে, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।
২৫ আগস্ট সকালে সরেজমিনে খরাইল-ভবানীপুর এলাকায় গিয়ে দেখা যায়, সড়কে দুই ধারে পানি ছুঁই ছুঁই অবস্থা। আবার মানুষের বাড়ির ভেতরে পানি। বাড়িতে যাতায়াতের জন্য কেউ বানিয়েছে কলা গাছের ভেলা, কেউ বানিয়েছে ডোঙ্গা। কেউবা বাঁশ দিয়ে রাস্তা থেকে বাড়ির উঠান পর্যন্ত সাঁকো তৈরি করে নিয়েছে। এভাবে চলাচল করতে হচ্ছে প্লাবিত এলাকার মানুষের।
খরাইল দ্বিতীয় শ্রেণির ছাত্রী ভূমিকা ম-ল  ডেইলি সাতক্ষীরাকে বলে,‘স্কুলে যাবো কি করে। চারদিকে জল। জলের ভয়ে বাবা-মা স্কুলে যেতে দিতে চায় না। স্যাররা বর্তমানে রাস্তার উপর ক্লাস করাচ্ছে।‘ একই ধরণের বক্তব্য ৪র্থ শ্রেণির ছাত্রী জয়শ্রী ম-লের।
বিদ্যালয়ের অভিভাবক ননী গোপাল ম-ল  ডেইলি সাতক্ষীরাকে জানান, এক মাস ধরে এলাকা পানিতে তলিয়ে আছে। মানুষ চলাচল করতে পারছে না, সেখানে বাচ্চার কিভাবে চলবে। কষ্টের মধ্যেও তারা স্কুল করছে।
খরাইল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ জাকির হোসেন  ডেইলি সাতক্ষীরাকে জানান, বিদ্যালয়টিতে বর্তমানে ৮২ জন ছাত্র-ছাত্রী আছে। গত একমাস ধরে বিদ্যালয়টি পানিতে তলিয়ে আছে। পানির মধ্যে ছাত্র-ছাত্রী ক্লাস করলেও গত ১৫ দিন ধরে সড়কের উপর ক্লাস করছে।
তালা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. অহিদুল ইসলাম  ডেইলি সাতক্ষীরাকে জানান, উপজেলার ৩০ টি প্রাথমিক বিদ্যালয় পানিতে তলিয়ে আছে। বিদ্যালয়ে পাঠদান করতে না পারায় পার্শ্ববর্তী উঁচু স্থানে পাঠদান চলছে শিক্ষার্থীদের। তবে, কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়নি।
তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিয়ার রহমান ডেইলি সাতক্ষীরাকে জানান, উপজেলার ১৬টি মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয় ছাড়া চারটি কলেজসহ ২০টি শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি হয়ে পড়েছে। শ্রেণিকক্ষে এবং মাঠে পানি থাকায় পাঠদানে অনুপযোগী হয়ে পড়েছে অনেক বিদ্যালয়।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদ হোসেন  ডেইলি সাতক্ষীরাকে জানান, এলাকায় কমবেশি পানি উঠেছে। তবে বর্তমানে পানি কমতে শুরু করেছে।
তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার  ডেইলি সাতক্ষীরাকে জানান, পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ৫০টি শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে যাওয়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। মানুষ খুব কষ্টের মধ্যে বসবাস করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

DSC00486মাহফিজুল ইসলাম আককাজ: হিন্দু ধর্মের প্রবর্তক ও মহাবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃেষ্ণর শুভ জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন সাতক্ষীরাস্থ জেলা মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মনোরঞ্জন মুখার্জী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তার বক্তব্যে বলেন, শ্রীকৃষ্ণ বিশৃঙ্খল ও অবক্ষয়ীত মূল্যবোধের সময়ে পৃথিবীতে মানব প্রেমের অমিত বাণী প্রচার ও প্রতিষ্ঠিত করেছিলেন। শ্রীকৃষ্ণ সৃষ্টের পালন ও দুষ্টের দমনে ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে তাই ভগবানের আসনে অধিষ্ঠিত শ্রীকৃষ্ণ। বাংলাদেশ আওয়ামীলীগ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। আওয়ামীলীগ সরকার যখন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তখন সকল ধর্মের মানুষেরা শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারে। মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষকে ভালবেসে বাঙালি জাতির অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন। তাকে যারা হত্যা করেছে তাদের প্রেতাত্মরা আজো বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা ও দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশের রুপকার জননেত্রী শেখ হাসিনা এ দেশের মানুষের ভাগোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ উন্নয়নের অগ্রযাত্রা কোন ষড়যন্ত্র রুখতে পারবেনা। বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে এবং সকলকে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধী জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ, জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা মন্দির কামটি’র সভাপতি মঙ্গল কুমার পাল, জেলা জয় মহাপ্রভু সেবক সংঘের সভাপতি বিশ্বনাথ ঘোষ, হিন্দু কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক লিটন শিকদার, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, পূজা উদ্যাপন কমিটির আহবায়ক নয়ন কুমার সানা ও প্রাণনাথ দাস প্রমুখ। এসময় ভোমরা ইউনিয়নের লক্ষীদাঁড়ী এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষে প্রস্তাবিত ভূমি অধিকরণ প্রসঙ্গে একটি স্বারকলিপি পেশ করা হয়। স্বারকলিপিতে উল্লেখ আছে, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃক বিশ্ব ব্যাংকের অর্থায়নে ভূমি অধিগ্রহণের কর্ম পরিকল্পনা হয়েছে এবং ম্যাপও করা হয়েছে। প্রস্তাবিত স্থান পরিবর্তনের দাবিতে এ স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। আলোচনা সভা শেষে পুরাতন সাতক্ষীরা জেলা মন্দির প্রাঙ্গণ থেকে শ্রীকৃেষ্ণর শুভ জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে কাটিয়া সদর সার্বজনীন মন্দিরে গিয়ে শেষ হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক এড. অনিত মুখার্জী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

DSC00496নিজস্ব প্রতিবেদক: সনাতন ধর্মালম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪২তম শুভ আবির্ভাব তিথী উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট,সাতক্ষীরা শাখার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে বর্ণাঢ্য র‌্যালিটি বাদ্য-বাজনা সহকারে মায়ের বাড়ী মন্দির থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারকেলতলাস্থ পুজা মন্দিরে শেষ হয়। উৎসবমুখর পরিবেশে উক্ত র‌্যালিতে অংশ নেন, পুজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন মুখার্জি, সাধারণ সম্পাদক এড. অনীত মুখার্জী, যুগ্ন সম্পাদক অসীম চক্রবর্তীসহ সহ¯্রাধিক ভক্ত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

25.8দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে জাকজমকপূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণের জম্মতিথি শুভ জন্মষ্টমী পালিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস আজ থেকে সাড়ে পাচঁ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ধর্ম রক্ষায় ভগবান রূপে জন্মেছিলেন শ্রীকৃষ্ণ। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। দুষ্টের দমন এবং শিষ্টের পালন তার মর্মবাণী গ্রহণ করার আহবান জানিয়েছেন সনাতন ধর্মীয় নেতারা। একই সাথে দেশে ধর্মীয় সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন তারা। আধ্যাত্মিক বিবেচনায় দ্বাপর যুগের শেষদিকে খ্রিষ্টপূর্বে ১৫০৬ অব্দে ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব ঘটেছিল। মথুরা নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে বসুদেব ও দেবকীর গর্ভের সাতটি সন্তান হত্যার পর চারদিকে আলোয় উদ্ভাসিত করে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তাদের অষ্টম সন্তান জন্মগ্রহণ করে। যিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই উপলক্ষে সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় মন্দীরগুলোতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
বৃহস্পতিবার সকালে দেবহাটা শ্রীশ্রী গোকুলানন্দ পাটবাড়ী মন্দির কমিটির আয়োজনে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে ধর্মীয় কীত্তন অনুষ্ঠিত হয়। এসময় মন্দির কমিটির সভাপতি ডাঃ দেবপ্রসাদ মন্ডলের সভাপতিত্বে সেবাহিত স্বপন গোস্বামীর পরিচালনায় সঞ্জয় গোস্বামী, গোবিন্দ গোস্বামী ও গোপাল গোস্বামীর সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সহ-সভাপতি ডাঃ সরজিৎ পাল, যুগ্ন-সম্পাদক রবীন কুমার দে, স্বপন মন্ডল, দপ্তর সম্পাদক লক্ষীকান্ত দত্ত, সহকারী সাংস্কৃতিক সম্পাদক কার্তিক চন্দ্র দাশ, গ্রহন্ত ও প্রচার সম্পাদক কর্ণদেব মন্ডল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝন্টু দে, মোহন বিশ্বাস, বিশ্বনাথ দাস, গোবিন্দ বিশ্বাস, দুলাল রায়, বাদল রায়, গোপাল কুমার দাস প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

IMG_20160825_184859ঝাউডাঙ্গা ডেস্ক : সদর উপজেলার ঝাউডাঙ্গায় ভগবান শ্রীকৃষ্ণ’র ৫২৪৩ তম শুভ আবির্ভাব উপলক্ষে শোভা যাত্রা ও জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত হয়েছে। ছাত্র যুব ঐক্য পরিষদ, ঝাউডাঙ্গা শাখার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে ঝাউডাঙ্গা জগন্নাথ দেব মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্তোষ কুমার ঘোষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বলেন, জঙ্গী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের সকলকে সজাগ হতে হবে। ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে হবে। তিনি আরো বলেন, আমরা হিন্দু মুসলমান সবাই মিলে যদি এক সাথে কাজ করি তাহলে জঙ্গিরা কোন ভাবেই মাথা উচু করতে পারবে না। আপনারা নির্ভয়ে নিবির্ঘ্নে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পূজা পার্বণ পালন করুন। প্রশাসন আপনাদের ধর্ম পালনে সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাষ, সাধারণ সম্পাদক বাবু অমরেন্দ্র নাথ ঘোষ, সাতক্ষীরা বীজ ব্যাংক ও প্রস্তাবিত কৃষি হাসপাতালের পরিচালক সাংবাদিক মো. ইয়ারব হোসেন, ছাত্র যুব ঐক্যের ঝাউডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক রাজু ঘোষ, বিশিষ্ট ব্যবসায়ী সুবীর ঘোষ প্রমুখ।

অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। প্রধান অতিথি ফিতা কেটে র্যালিটির উদ্বোধন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

2016-08-25-17-02-20_decoডি. এম. আব্দুল্লাহ আল মামুন: পরমেশ্বর ভগবান ‘শ্রীকৃষ্ণের শুভ আর্বিভাব তিথি’ অর্থাৎ ‘শুভ জন্মষ্টমী’ উৎসব পালন উপলক্ষ্যে অাজ বৃহস্পতিবার পূজা উদযাপন পরিষদ এর আয়োজনে শ্যামনগর উপজেলার নকিপুর হরিতলা রাধাগোবিন্দ সার্বজনীন মন্দীর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা -৪ অাসনের মাননীয় সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার। বর্ণাঢ্য শোভাযাত্রাটি নকিপুর হরিতলা সার্বজনীন রাধাগোবিন্দ মন্দির থেকে বেরিয়ে গোপালপুল সার্বজনীন রাধাগোবিন্দ মন্দিরে সারা দিন ব্যাপি কৃষ্ণ নাম সংকৃর্তন অনুষ্ঠিত হয়।
ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মষ্টমী বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন অসিম কুমার মৃধা,রণজীত বরকন্দাজ, মাস্টার জয়দেব বিশ্বস, মাস্টার রণজিত দেবনাথ, মাস্টার কৃষ্ণ নন্দ মুখার্জী, মাস্টার সনজীত বিশ্বাস,বাবু লাল বিশ্বাস, ভবতোষ মন্ডল,কিরণ শঙ্কর চ্যাটার্জী, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সহ সভাপতি জাহিদ হাসান সহ শ্যামনগর উপজেলার সকল কৃষ্ণ ভক্ত বৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest