সর্বশেষ সংবাদ-
বুধহাটায় মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে যুবকের মৃত্যুবিশ্ব মা দিবস উপলক্ষে মর্নিং সান প্রি- ক্যাডেট স্কুলে ফ্রি চক্ষু ক্যাম্পসাতক্ষীরার শিয়ালডাঙ্গায় বসতঘরে আগুন : ২ লক্ষ টাকার ক্ষতিদেবহাটায় তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ মানুষসাতক্ষীরায় সরকারি গোরস্থান বায়তুল ফালাহ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধনখাস জমি উদ্ধার পূর্বক ভ‚মিহীনদের মধ্যে বন্টনের দাবিতে সভাবাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষহীন: জামায়াত নেতা ডাঃ তাহেরদেবহাটায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের সমাপনীইছামতি নদী থেকে জালে ধরা পড়লো বিশাল এক কচ্ছপসার্চ কমিটি বাতিলের দাবিতে সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির বিক্ষোভ

mohin-mulk-large

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন উল-মুলক কে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে সাতক্ষীরা থানায় ১৩ জানুয়ারী ২০১৪ সালের ১৪৩/৭৪৭/৪৪৮/৪৩৫/৪৩৬/৪২৭/১১৪ সিসি (জিআর মামলা নং-৩০/১৪) ধারা মতে বিজ্ঞ আদালত কর্তৃক মামলা গৃহীত হওয়ায় ১৮ সেপ্টেম্বর সিনিয়র সহকারি সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উপজেলা পরিষদ (সংশোধনী) আইন ২০১১ ধারা সংশোধিত এর ১৩ খ (১) ধারা অনুযায়ী তাকে বরখাস্ত করা হয়। ইতি পূর্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান মাওঃ আব্দুল বারীকেও বরখাস্ত করা হলে মহসিন উল-মুলক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

1-medium
নিজস্ব প্রতিবেদক : যৌথ টহল ও  কড়া নজরদারির মধ্যে বিজিবি ও বিএসএফ সীমান্তের দুই দেশীয় অপরাধ তৎপরতা দমনে একযোগে কাজ করে যাচ্ছে। তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ ও সম্প্রীতি বজায় রেখে তারা চোরাচালান, মানব পাচার, অনুপ্রবেশসহ  সীমান্তের  নানা সমস্যা দুরীকরন অব্যাহত রেখেছে। সোমবার সাতক্ষীরা সীমান্তের পদ্মশাখরায় দুই দেশের সীমানা বিভাজনকারী নদী ইছামতিতে বিজিবি ও বিএসএফএর যৌথ টহল শেষে বিকেলে ভারতীয় ও বাংলাদেশী সাংবাদিক ও স্থানীয়দের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্ণেল ইকবাল হোসেন। এ সময় সেখানে আরও বক্তব্য রাখেন, বিজিবির ১৭ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল এনামুল আরিফ সুমন, ৩৮ ব্যাটালিয়ন ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল, ২১ ব্যাটালিয়নের মেজর শহীদ প্রমুখ। সেক্টর কমান্ডার আরো বলেন, এই সীমান্তের দুই পারে বাংলাদেশ ও ভারতের মানুষ তাদের মধ্যে সম্প্রীতি বজায় রেখে বসবাস করছেন। তাদের সহায়তার কারণে সাতক্ষীরার এই সীমান্তের দৃশ্যমান চোরাচালান শুন্যের কোঠায় নেমে এসেছে। সাতক্ষীরার শাখরা সীমান্তের হাড়দ্দহায় বাংলাদেশের এক নম্বর পিলারের পাশে আয়োজিত এ মত বিনিময় সভায় দিল্লী থেকে আসা ১৬ জন ভারতীয় সাংবাদিক এবং ঢাকা, খুলনা ও সাতক্ষীরার ১৯ জন সাংবাদিক অংশ নেন। তারা বিজিবি ও বিএসএফএর যৌথ টহলও পরিদর্শন করেন।  বিজিবি কর্মকর্তারা তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।  পরে দুই দেশের সাংবাদিকরা সীমান্তের হাড়দ্দহা ও ভারতের পানিতর গ্রামের মানুষের বাড়িঘরের ভৌগলিক অবস্থা পরিদর্শন করেন। যুগ যুগ ধরে ১ নম্বর পিলারের ধারে বসবাসকারী দুই দেশের মানুষ শান্তিতে রয়েছেন বলে তারা  জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

1-medium

নিজস্ব প্রতিবেদক :শহিদ রিমুর ২৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রমৈত্রী ও যুবমৈত্রী সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শোক র‌্যালি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় এ উপলক্ষে পোস্ট অফিস মোড়স্থ শহিদ রিমু চত্বরে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রমৈত্রীর সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি পলাশ দাশ। জেলা যুবমৈত্রীর সাধারণ সম্পাদক মফিজুল হক জাহাঙ্গীরের সঞ্চালনায় স্মরণ সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য এড. ফাহিমুল হক কিসলু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, ছাত্রমৈত্রীর হিরন্ময় মন্ডল, ধ্র“ব সরকার, সুব্রত কুমার শুভ,সৃষ্টি, ফিরোজ বিশ্বাস, অনিক আজিজ প্রমুখ। এসময় বক্তারা বলেন, জামায়াত-শিবির সন্ত্রাসী দল। তারা মানুষ হত্যা করে ধর্মের নামে রাজনীতি করে। ওই সন্ত্রাসী জামায়াত শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছাত্রমৈত্রী নেতা রিমুকে নির্মমভাবে হত্যা করে। এরপর সারা দেশে ওই জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি ওঠে। আজ ও স্বাধীনতা বিরোধীদের বিচার হচ্ছে। ইতোপূর্বে কয়েকজন নেতাকে ফাঁসির দাড়িতে ঝুলতেও হয়েছে। অবিলম্বে ওই সন্ত্রাসী জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে বাংলাদেশ থেকে তাদের বিতাড়িত করতে ছাত্রমৈত্রী ও যুবমৈত্রীর নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। পরে একটি শোক র‌্যালি পোস্ট অফিস মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেটে গিয়ে শেষ হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

wwww2222কে এম রেজাউল করিম: দেবহাটা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসমি গ্রেফতার হয়েছে। রবিবার রাতে দেবহাটা থানার এএসআই মাজরিহা হোসেন বিশেষ অভিযানে তাদেরকে আটক করেন। আটককৃত আসামি উপজেলার নাংলা গ্রামের দিনালীর পুত্র মুনছুর আলী ও খাসখামার এলাকার মনিরুদ্দীনের পুত্র আব্দুর রশিদ মোড়ল। মুনছুর আলী ২ বছর সাজাপ্রাপ্ত আসামি। যার নামে খুলনা বাটিয়াঘাটা থানায় ২৬৭/১৩ মামলা রয়েছে। অপর আসামি আব্দুর রশিদ মোড়লের নামে সাতক্ষীরা সদর থানায় সিআর ৫৩৪/১৩ মামলা রয়েছে। আটককৃতদের সোমবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

fb_img_1474252216775ব্রহ্মরাজপুর প্রতিনিধিঃ- ধুলিহর বেড়বাড়ি গ্রামের রবিউল ইসলামের একমাত্র পুত্র ইসমাইল হোসেন(১৭) গত ১৭ সেপ্টেম্বর  ফেনী জেলার এক ইট ভাটার চিমনি তৈরীর সময় দূর্ঘটনা বশত ইটের লাইন ভেঙ্গে মাথায় পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঐ রাতেই তার লাশ ব্রহ্মরাজপুর ইউনিয়নের ওমরাপাড়া গ্রামে তার নানার বাড়িতে আনা হয়।১৮ সেপ্টেম্বর  সকাল ১১ টায় উমরাপাড়া পূর্বপাড়া শাহী জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।নামাজ শেষে  আলিপুর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের মেম্বর লাকী,০৯ নং ইউনয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম ও ০৬ নং ওয়ার্ডের মেম্বর মোঃ রেজাউল করিম মিঠুর উপস্থিতিতে ইট ভাটার সর্দার আর্থিক সহায়তা হিসেবে নগদ ১ লক্ষ টাকা নিহত ইসমাইলের পিতা ও মাতার হাতে তুলে দেন।এ সময় উমরাপাড়া শাহী জামে মসজিদের ইমাম মোঃ আব্দুল জলিল সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।পরে নিহত ইসমাইলকে তার নানার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

img_20160918_220502

নিজস্ব প্রতিবেদক ঃ সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক পঞ্চম শ্রণির এক ছাত্রকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে বিদ্যালয়ের কোচিং ক্লাসের সময় প্রধান শিক্ষক মো. আনছার আলী এ ঘটনাটি ঘটান। এ ঘটনায় আহত স্কুল ছাত্র আব্দুর রহমান পিয়ালের (১২) বাবা শহরের উত্তর কাটিয়া গ্রামের আল মামুন মুন্না বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় রাত ১০টার দিকে একটি অভিযোগ দায়ের করেন।  রোববার রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবে উপস্থিত হয়ে আহত স্কুল ছাত্র পিয়াল ও তার বাবাসহ স্বজনরা জানান, পিয়াল অন্যান্য দিনের মত কোচিং ক্লাসে ক্লাস করতে যায়। ক্লাসে সহপাটিদের সাথে খেলা করার সময় একটু ধস্তা ধস্তি হয়। এ সময় প্রধান শিক্ষক আনছার আলী পিয়ালকে তার রুমে ডেকে বেধড়ক মারপিট করে। এঘটনায় পিয়ালের বাবা বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে উত্তর কাটিয়া দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনছার আলীর সাথে মোবাইলে কথা হলে তিনি তাকে মারপিটের কথা স্বীকার করেই বলেন, ছেলেটা খুব ঝামেলা করে বলে তাকে একটু মেরেছি। এতে আবার দোষ কিসের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ১৫দিন ব্যাপী প্রাচীনতম ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড় পুকুর মেলা ২০১৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ আয়োজনে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উড়িয়ে উদ্বোধন করেন সদর -২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, সাতক্ষীরার এ প্রাচীনতম মেলাটি জেলার ঐতিহ্য বহন করে চলেছে। বহু বছর ধরে এ মেলা বসে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পসরা নিয়ে মানুষ আসে। যাতে মেলাটি সুনামের সাথে সম্পন্ন হয় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক এ.এন. এম মঈনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, অতিরিক্ত পুলিশ সুপার কে.এম আরিফুল হক, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর সার্কেল আতিকুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) মনিরা পারভীন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দিন, জেলা আওয়ামীলীগের বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ হায়দার আলী তোতা,  সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী শেখ নুরুল হক, জেলা শিল্পকলা একাডেমী’র সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন, পৌর প্যানেল মেয়র মো. আব্দুস সেলিম, কাজী ফিরোজ হাসান, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ- দৌল্লা সাগর, জ্যোৎন্সা আরা, শফিকুল আলম বাবু, ফারহা দিবা খান সাথী, শেখ আব্দুস সেলিম, মানিক শিকদারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। মেলা উপলক্ষ্যে  শহীদ আব্দুর রাজ্জাক পার্কের পুরো জায়গা জুড়ে থাকছে প্রায় ২০০টি মনোহরি পণ্যের স্টল। এছাড়া পলাশপোল স্কুলের আশপাশে লৌহজাতদ্রব্য, বাঁশ ও বেতের দোকান, পলাশপোল স্কুল হতে খুলনা রোডের মোড় পর্যন্ত রাস্তার দু’পাশে নার্সারী দোকান, শিল্পকলা একাডেমির সামনে নাগরদোলা ও রেলগাড়ি, শহীদ আব্দুর রাজ্জাক পার্কের মধ্যে বিভিন্ন প্রকার মিষ্টির দোকান। তবে মেলায় জুয়া, হাউজি, লটারী, র‌্যাফেল ড্র, লাকিকূপন, ফড়, চরকি, নগ্ন নৃত্য এবং অননুমোদিত যাত্রাগান, পুতুল নাচ বন্ধ থাকবে। মেলা চলবে আগামী ১ অক্টোবর পর্যন্ত। তবে, এবারের মেলায়ও থাকছে না সার্কাসের আয়োজন। মেলায় আইন শৃঙ্খখলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ নিরাপত্তা দানে তৎপর রয়েছে। চাঁদাবাজি ও জুঁয়া বন্ধে প্রশাসনের পক্ষ থেকে আগেই নেয়া হয়েছে কঠোর ব্যবস্থা। গোটা সাতক্ষীরা থাকবে নিরাপত্তার চাদরে মোড়ানো।
প্রসঙ্গত, ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর মেলা চলাকালীন সার্কাস প্যান্ডেলে এবং সাতক্ষীরার রকসি সিনেমা হলে জঙ্গিরা বোমা হামলা চালায়। বোমা হামলায় নিহত হয় ৩ জন। আহত হয় অর্ধশতাধিক। এরপর থেকে মেলা হারিয়ে ফেলে তার ঐতিহ্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

hhhhআসাদুজ্জামান: আশাশুনি উপজেলার কুড়িকাউনিয়া লঞ্চঘাট এলাকায় প্রবল জোয়ারের চাপে কপোতাক্ষ নদের বেঁড়িবাধ ভেঙে কুড়িকাউনিয়া ও শ্রীপুর দুটি গ্রাম প্লাবিত হয়েছে।
এতে পানিতে তলিয়ে গেছে শতাধিক মৎস্য ঘের ও ফসলি জমি। পানি বন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার। সোমবার ভোররাতে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়া গ্রামের ৭/২ পোল্ডার সংলগ্ন এলাকায় কপোতাক্ষের প্রায় দেড়’শ  ফুট বেঁড়িবাধ নদীগর্ভে বিলীন হয়ে যায়।
স্থানীয়রা জানান, আগে থেকেই বাধটি ঝুঁকিপূর্ণ ছিল। প্রবল জোয়ারের চপে হঠাৎ করেই ভোর রাতে বাঁধটি নদী গর্ভে বিলীন হয়ে যায়। এতে শতাধিক পরিবার পানি বন্দী হয়ে পড়েছে, পানিতে তলিয়ে গেছে শতাধিক মৎস্য ঘের ও ফসলি জমি।
তারা আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রায় দুই শতাধিক মানুষ স্বেচ্ছায় বেড়িবাধটি সংস্কার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বেড়িবাধটি সংস্কার করা না গেলে পরবর্তী জোয়ারে নতুন নতুন এলাকা প্লাবিত হবে।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, পানি উন্নয়ন বোর্ডের গাফিলাতির কারণেই প্রতাপনগর ইউনিয়নবাসীর এই দুর্দশা। বারবার বলা শর্তেও পানি উন্নয়ন বোর্ড ঝুঁকিপূর্ণ বাধ সংস্কারে তেমন কোন উদ্যোগ নেননি।
তিনি আরো জানান, এখনই বাঁধটি সংস্কার করতে না পারলে পরবর্তী জোয়ারে নতুন নতুন এলাকা প্লাবিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest