প্রভাষক আরিফ মাহমুদ: কলারোয়ায় শ্রীশ্রী লক্ষ্মী পূজা উদযাপিত হয়েছে। শনিবার সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতেসহ কলারোয়া দক্ষিণপাড়া কালী মন্দির কমিটির উদ্যোগে লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে, দক্ষিণপাড়া কালী মন্দির কমিটির উদ্যোগে দুর্গোৎসব উপলক্ষ্যে গরিব, অসহায় দুঃস্থদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে ১৫০ জন দুঃস্থদের মাঝে মাথাপিছু ৪ কেজি করে চাল বিতরণ করা হয়। চাল বিতরণ করেন মন্দিরের সভাপতি নিখিল অধিকারী। এসময় উপস্থিত ছিলেন কালি মুন্দিরের সাধারণ সম্পাদক নিত্যরঞ্জন সাহা, সাংগঠনিক সম্পাদক কার্ত্তিক চন্দ্র, ক্যাশিয়ার পরিতোষ বিশ্বাস, প্রচার সম্পাদক সন্তোষ সরদার, সদস্য উজ্জল কুমার অধিকারী, দেবাশীষ ঘোষ, সেবায়াতি পদ্মা রাণী বিশ্বাস প্রমুখ।

অনলাইন ডেস্ক: আজ ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস। দিবসটি উপলক্ষে সকালে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে র্যালী বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরে র্যালীটি জগন্নাথ হল স্মৃতি সৌধে শেষ হয়। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
অনলাইন ডেস্ক: আমাদের সৌর জগতে নতুন একটি বামনাকৃতির গ্রহের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে বিজ্ঞানীরা। সূর্য থেকে ৮৫০ কোটি মাইল দূরে থাকা গ্রহটির প্রশস্তে প্রায় ৩৩০ মাইল। এর নাম দেয়া হয়েছে ‘২০১৪ ইউজেড২২৪’।
লাইভ রিপোর্ট: ৪৫ ওভারে বিসিবি একাদশকে ১৩৮ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড একাদশ। প্রথম প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে উভয় দলের জন্যই বরাদ্দ ছিলো ৪৫ ওভার। ১৩৭ রান তুলতে গিয়ে তিন উইকেট হারিয়েছে ইংলিশরা, অধিনায়ক সাব্বির রহমান রুম্মন নিয়েছেন ৩ উইকেট।
অনলাইন ডেস্ক: গোলাপি বলে দিন-রাতের টেস্টের ইতিহাসে প্রথম ট্রিপল সেঞ্চুরির মহাকীর্তি গড়লেন পাকিস্তানি ওপেনার আজহার আলী। দুবাই স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আজহার আলীর অপরািজত ৩০২ রানের সুবাধে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে দাপট দেখাচ্ছে পাকিস্তান। প্রথম ইনিংসে ৩ উইকেটে ৫৭৯ রান তুলে ইনিংস ঘোষণা করেছে পাকরা। পরে শেষ বিকেলে ৬৯ রান তুলতেই ক্যারিবীয়দের এক উইকেট তুলে নিয়েছে মিসবাহ’র দল।