নিজস্ব প্রতিবেদক: নিখোঁজ ছেলের সন্ধান চেয়ে এবার থানায় সাধারণ ডায়েরি করেছেন আশাশুনি উপজেলার খেড়–য়ারডাঙ্গা গ্রামের বাবা রইচউদ্দীন ফকির।
তিনি তার সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন, গত এক বছর আগে তার একমাত্র ছেলে মোতাসসিম বিল্লাহ মিঠুন (২১) কাজের সন্ধানে রাজধানী ঢাকায় যায়। ঢাকায় যাওয়ার পর মিঠুন একটি ঔষধ কোম্পানিতে চাকুির করতো। চাকুরিতে যোগদানের পর মিঠুন প্রথম দিকে প্রায় ৬/৭ মাস বাবা-মার সংসার খরচ টাকাও পাঠিয়েছে এবং বিভিন্ন সময় সে ০১৬৮১-৪০০৪৬৯ নাম্বারের মোবাইল ফোন থেকে তার বাবা-মার সংগে যোগাযোগ করতো। কিন্তু হঠাৎ করেই গত ৪/৫ মাস যাবত তার আর কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা। সে যে মোবাইল ফোন থেকে কথা বলতো সেটি বর্তমানে একজন অজ্ঞাত মহিলা রিসিভ করেন। তিনি ফোনটি রিসিভ করার পর বার বার রং নাম্বার বলে ফোনটি কেটে দেন। তিনি তার সাধারণ ডায়েরিতে আরো উল্লেখ করেছেন, তাদের গ্রামের যারা ঢাকায় কাজ করেন তাদের প্রত্যেকের কাছে খোঁজ খবর নিয়েও তিনি তার সন্তানের কোন সন্ধান পাননি। দীর্ঘদিন সন্তানের অপেক্ষায় থেকে কোন উপায় না পেয়ে অবশেষে তিনি সন্তানের সন্ধান চেয়ে আশাশুনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নং-৯০৫, তারিখ-২৫.০৯.২০১৬। তিনি আরো জানান, সমাজের কোন সহৃদয়বান ব্যক্তি যদি তার একমাত্র পুত্র সন্তান মোতাসসিম বিল্লাহ মিঠুনের সন্ধান পান তাহলে ০১৭৪৩-৩৮৭৭১৭ নাম্বারের মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।



স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটের ওয়ানডেতে বাংলাদেশের পথচলা শুরু ১৯৮৬ সালে। আর ৩০ বছর পেরিয়ে এবার নতুন এক মাইলফলকের সামনে টাইগাররা। আর একটি জয় পেলেই বিশ্বের দশম দেশ হিসেবে ওয়ানডেতে জয়ের সেঞ্চুরি পূর্ণ হবে তাদের।
ডেস্ক রিপোর্ট: আজ ২৮ সেপ্টেম্বর বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন। এ জন্মদিন উদযাপন উপলক্ষে দেশের কবি লেখক সংস্কৃতিকর্মীজনদের পক্ষ থেকে আনন্দ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছিল আগেভাগেই। সেই জন্মদিন উদযাপন কমিটির আহ্বায়ক ছিলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। নিজের শরীর খারাপ হলেও দেশনেত্রী শেখ হাসিনার জন্মদিন পালনে তাঁর ছিল অসীম আগ্রহ। কিন্তু, শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা সম্ভব হলো না তাঁর। এ আয়োজনের মাত্র এক দিন আগে ২৭ সেপ্টেম্বর, মঙ্গলবার ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন দেশবরেণ্য প্রথিতযশা এই লেখক।
‘প্রথম প্রথম একটু অস্বস্তি হতো এই ব্যবস্থায়, এখন কিছু মনে হয় না। আমার পাঁচ স্বামীকেই একইরকম সুযোগ দিই আমি।’ তরুণী যেন আধুনিক দ্রৌপদী। কারণ উত্তরাখণ্ডের দেরাদুন নিবাসী ২১ বছরের রাজো বর্মা মহাভারতের দ্রৌপদীর মতোই বিয়ে করেছেন পাঁচ পুরুষকে। আর মহাভারতের পাণ্ডবদের মতোই তাঁর স্বামীরাও পাঁচ ভাই। রাজো একসঙ্গে এক বাড়িতেই থাকেন পাঁচ স্বামীকে নিয়ে। এক এক স্বামীর সঙ্গে এক রাত্রে মিলিত হন তিনি। ‘প্রথম প্রথম একটু অস্বস্তি হতো এই ব্যবস্থায়, এখন কিছু মনে হয় না। আমার পাঁচ স্বামীকেই একইরকম সুযোগ দিই আমি।’ ১৮ মাসের একটি ছেলেও রয়েছে রাজোর।
কুষ্টিয়ার মিরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও জাসদ সমর্থকদের সংঘর্ষে মহিলাসহ ২৫জন আহত হয়েছেন। এরমধ্যে আওয়ামী লীগ সমর্থিত দুই ভাই ঝন্টু ও সেন্টুর অবস্থা গুরুত্বর। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের পারমিটন গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ডেস্ক রিপোর্ট: বাংলা সাহিত্যজগতে এককথায় সৈয়দ শামসুল হকের পরিচয় ‘সব্যসাচী লেখক’ হিসেবে। দীর্ঘ সাহিত্যজীবনে তিনি তার মেধার স্বাক্ষর রেখেছেন কবিতা, গল্প, উপন্যাস এবং নাটকসহ শিল্প-সাহিত্যের নানা অঙ্গনে।