নিজস্ব প্রতিবেদক: ভোমরা ইউপি চেয়ারম্যানের শ্বশুর আব্দুর রউফকে নাশকতার মামলায় কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানাগেছে। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার বৈকারি এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্যা এ তথ্য নিশ্চিত করেছেন।




ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টেই ম্যাজিক দেখাচ্ছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রামে দিনের শুরুতে যে ম্যাজিক শুরু করেছিলেন তা দিন শেষেও ধরে রাখলেন এই তরুণ টাইগার। তার স্পিনের মায়াজালে প্রথম দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ২৫৮ রান।
সকালটা শুরুর জন্য এক কাপ চায়ের সঙ্গে দিনের পত্রিকায় অভ্যস্ত হলেও অনলাইন সংবাদ মাধ্যমেই ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ডেষ্ক রিপোর্ট:মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে অস্ত্র ধারা জামায়াতে ইসলামীর নতুন আমির মকবুল আহমাদের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা তদন্ত করার আহ্বান জানিয়েছেন ১৪ দলের শরিক তরিকত ফেডারেশন। দলের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বসর মাইজভাণ্ডারী ও মহাসচিব এম এ আউয়াল এক বিবৃতিতে এই দাবি জানিয়েছেন।