সর্বশেষ সংবাদ-
ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতির মৃত্যুতে শোকতালায় অনিয়মের তথ্য চাওয়া নিয়ে তর্ক-বিতর্ক, মারপিট: সাংবাদিক টিপুকে ১০ দিনের কারাদণ্ডসাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মহিবুল্লাহ মোড়লের মৃত্যুসাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামানের সুস্থ্যতা কামনায় বিবৃতিখাস জমি উদ্ধারসহ ভুমিহীনদের পুনঃবাসনের দাবিতে সমাবেশসাতক্ষীরায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতারসাতক্ষীরায় বজ্রপাতে নারী শ্রমিকের মৃত্যুবিডিএফ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়স্বপ্ন সিঁড়ি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনউপজেলা পরিষদের কর্মচারী সাবের মিস্ত্রির পুকুর থেকে ৩৪ পিচ হাসুয়া উদ্ধার

দেবহাটার পল্লীতে প্রতিপক্ষ কর্তৃক গাছ কেটে বিনষ্টের অভিযোগ

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটার পল্লীতে প্রতিপক্ষ কর্তৃক গাছ কেটে বিনষ্টের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় গাছের মালিক বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটির বাদী হয়েছেন পারুলিয়া খাসপাড়া গ্রামের আব্দুল খালেক গাজীর স্ত্রী শরীফা খাতুন (৪২)।

লিখিত অভিযোগ মতে জানা গেছে, বিবাদী পারুলিয়া খাসপাড়া গ্রামের মৃত মান্দার গাজীর ছেলে হারা গাজী, মৃত আনছার আলী গাজীর ছেলে আব্দুল আলিম, মৃত মাদার গাজীর ছেলে লুৎফর গাজী এবং ১নং বিবাদীর জামাতা শাখরা গ্রামের বাবুল হোসেন একত্রে মিলে তাদের ক্রয়কৃত ও ভোগদখলীয় সম্পত্তির মধ্যে লাগানো ১২টি মেহগনি গাছ, ১টি লেবু গাছ ও ৩টি কলাগাছ গত ৩০ জুন, ২৩ ইং রাত আনুমানিক ৯টার দিকে এসে পূর্ব শত্রুতার জের ধরে কেটে দিয়ে যায়।

বাদীর অভিযোগ মতে, পারুলিয়া মৌজার ৬৫২১ দাগসহ ১২ বন্দে ৬৯.৫০ একর জমি এসএ রেকর্ডীয় মালিক মাদারী বিবি, রইছন বিবি ও পুটিবিবিগনের নিকট থেকে কোবালা দলিলমূলে ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। কিন্তু ঐ ক্রয়কৃত ৬৯.৫০ একর সম্পত্তির মধ্যে ৪১ শতক জমি বাদীনির শ্বশুর মৃত আব্দুল জব্বার গাজীর নামে ভুলবশত রেকর্ড হয়ে যায়। বাদিনীরা এবিষয়ে বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা দায়ের করে। যার মামলা নং- ৮২২, তাং- ২৮-০২-২২ ইং। বিবাদীরা সেসময় থেকে উক্ত ৪১ শতক জমি জোরপূর্বক দখলের জন্য নানারকম কুবুদ্ধি আটতে থাকে। যার কারনে শত্রুতামূলক ও ক্ষতি করার অশুভ উদ্দেশ্যে বিবাদীরা গাছগুলো কেটে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতিসাধন করেছে বলে বাদিনী তার অভিযোগে উল্লেখ করেছেন। দেবহাটা থানার ওসি বাবুল আক্তার জানান, এবিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরের আলোচিত আরিফ বিল্লাহ হত্যার প্রধান স্বাক্ষীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি :
শ্যামনগরের আলোচিত আরিফ বিল্লাহ হত্যার প্রধান স্বাক্ষীকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় প্রতিকার চেয়ে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী জাহাঙ্গীর আলম।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ ভুক্তভোগী জাহাঙ্গীর আলমের ভাই আরিফ বিল্লাহকে পরিকল্পিতভাবে হত্যা করে রমজাননগর গ্রামের শেখ আলমগীর হোসেনসহ কতিপয় ব্যক্তি। এঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রধান স্বাক্ষী হন জাহাঙ্গীর আলম। উক্ত মামলা তুলে নিয়ে প্রায়ই আসামীরা হুমকি প্রদর্শন করত। এনিয়ে ভুক্তভোগী থানায় সাধারণ ডায়েরিও করেছেন। কিন্তু তারপরও আসামীরা শান্ত না হয়ে মামলা তুলে নিয়ে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে আসছিল।

এর জের ধরেই গত ২ জুলাই ভোরে ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে শেখ আলমগীর হোসেনের নেতৃত্বে মোক্তার হোসেন গাজীর পুত্র মতিউর রহমান, মৃত ইন্দু বাছাড়ের পুত্র হরিপদ বাছাড়সহ কতিপয় ভাড়াটিয়া বাহিনীর সদস্যরা ভুক্তভোগী জাহাঙ্গীরের উপর হামলা করে। এসময় হামলাকারীরা ধারালো চা পাতি দিয়ে জাহাঙ্গীরের মাথায় ও হাতে কুপিয়ে মারাত্মক জখম করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্স তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুন্দরবনে বন কর্মীকে মারপিটের করে আটকে রাখার অভিযোগ

শ্যামনগর প্রতিনিধি:

সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জের জব্দকৃত নৌকা বিক্রির বিষয় জানতে চাওয়ায় বন কর্মীকে মারপিট করে আটকে রাখার অভিযোগ উঠেছে ৷
অভিযোগ সূত্রে জানাগেছে, সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের বুড়িগোয়ালিনী স্টেশনের আওতাধীন পুম্পকাটি ফাঁড়ির বনবিভাগ অভয়ারণ্য এলাকায় অবৈধ প্রবেশে বেশ কিছু নৌকা জব্দ করেন ৷

পুম্পকাটি ফাঁড়ির বনবিভাগ সাবেক ইনচার্জ পরিবর্তন হয়ে নতুন ইনচার্জে দায়িত্ব গ্রহণ করেন মোঃ রাশিদুল হাসান ৷ পরপরই যোগদান করেন (বিএম) বোর্ডম্যান সাইফুল ইসলাম ৷

গত ২৪ জুন ২০২৩ তারিখ ৭ টার দিকে নতুন ইনচার্জ রাশিদুল হাসান পূর্বে জব্দকৃত নৌকা থেকে একটি নৌকা বুড়িগোয়ালিনী ইউনিয়নের আজগার আলী জামাই আল-আমিনের কাছে ১০ হাজার টাকায় বিক্রি করে ৷ ২৫ তারিখ রবিবার ২০২৩ সকালে বোর্ডম্যান সাইফুলের চোখে পড়ে একটি নৌকা নেই ৷ বিষয়টি নিয়ে সাইফুল তার সহকর্মীদের কাছে কোন উত্তর না পেয়ে ইনচার্জ মোঃ রাশিদুল হাসানের কাছে জিজ্ঞাসা করেন ৷

এসময় অফিসার ইনচার্জ রাশিদুল হাসান ক্ষিপ্ত হয়ে বোটম্যান সাইফুলকে মারপিট করে ঘরে আটকে রাখে ৷ সুন্দরবনের গভীরে হওয়ায় মোবাইল নেটওয়ার্ক ও যোগাযোগ মাধ্যম না থাকায় চিকিৎসার অভাবে সাইফুল শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ে ৷ কোনমতে মোবাইলে নেটওয়ার্ক পেয়ে বুড়িগোয়ালিনীর স্টেশন কর্মকর্তা নরুল আমিনকে অবগত করেন ৷ বার বার ফোন দিয়েও যখন স্টেশন কর্মকর্তা নরুল আমিন ফোন কেটে দেন তখন সাইফুল বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহম্মদ মহাসিনের কাছে মোবাইলে জানালে তিনি স্টেশনের সদস্যদের মাধ্যমে সাইফুলকে ৩০ জুন ২০২৩ তারিখে উদ্ধার করেন ৷

সাইফুল উন্নত চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন ৷ (বিএম) বোর্ডম্যান সাইফুল ইসলাম বলেন, আমাকে গরানের লাঠি দিয়ে বেদম মারপিট করে ৷
স্টেশন কর্মকর্তার কাছে বার বার ফোন দিয়েও যখন ফোন কেটে দেন তখন বিভাগীয় স্যারের কাছে জানালে কাঠেশ্বর ফাঁড়ির ইনচার্জ হাবিবুর ইসলাম আমাকে উদ্ধার করেন ৷

কাঠেশ্বর ফাঁড়ির ইনচার্জ হাবিবুর ইসলাম বলেন, উদ্ধর্তন কর্তৃপক্ষের অনুমতিতে সাইফুলকে স্টেশনে এনেছিলাম ৷

বুড়িগোয়ালিনীর স্টেশন কর্মকর্তা নরুল আমিন বলেন, বাবুর্চির সাথে গোলযোগ করায় উপরে নির্দেশে কাঠেশ্বর ফাঁড়ির ইনচার্জ হাবিবুর ইসলামের সাথে নিয়ে তাকে স্টেশনে নিয়ে এসেছি ৷

তবে স্টেশন কর্মকর্তার বক্তব্য অনুযায়ী বাবুর্চির সাথে গোলযোগের কোন সত্যতা প্রমান মেলেনি ৷ নৌকা বিক্রির ঘটনা ধামাচাপা দিতেই তার এমন বক্তব্য ৷

সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা কেএম ইকবাল হাসান চৌধুরী বলেন, এগুলো আমাদের অফিশিয়াল বিষয় ৷ আমাদের অনুমতি ছাড়া সাংবাদিকদের জানিয়েছেন ৷ সে চাকুরির বিধিমালা লঙ্ঘন করেছে ৷ তার বিরুদ্ধে উদ্ধোর্তন কর্তৃপক্ষকে বলে শাস্তির ব্যবস্থা করবো ৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে এল ৬ ট্রাক কাঁচা মরিচ

নিজস্ব প্রতিনিধিঃ দেশের বাঁজারে কাঁচা মরিচের অস্বাভাবিক দাম বৃদ্ধির মধ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে প্রবেশ করেছে ৬ ট্রাক কাঁচা মরিচ।

রোববার (২ জুলাই) বেলা ১১টায় স্বাভাবিক আমদানি-রপ্তানি কার্যক্রম শুরুর পর বেলা ১২টা পর্যন্ত ২১টি পাথর বোঝাই ট্রাক ও ৬টি কাঁচামরিচ বোঝাই ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদুল আযহার কারণে ২৭ জুন থেকে শনিবার পর্যন্ত ভোমরা স্থলবন্দরে ছুটি ছিল। ফলে টানা পাঁচদিন বাংলাদেশ পারের ভোমরা স্থলবন্দরে কোন আমদানি ও রপ্তানি হয়নি। তেমনি ভারতের ঘোজাডাঙ্গা বন্দর থেকে আসেনি কোনো পণ্য। ছুটি শেষে রোববার প্রথম পণ্য বোঝাই ট্রাক-লরি প্রবেশের পর থেকে ফের ভোমরা স্থলবন্দরে স্বাভাবিক আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কপিলমুনিতে সড়কদুর্ঘটনায় ভ্যান আরোহী নারীর মৃত্যু, আহত ৩

বিশেষ প্রতিবেদক ::
খুলনা-পাইকগাছা সড়কের কপিলমুনির কাশিমনগর শ্মশানঘাট এলাকায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় সাহিদা বেগম (৬০) নামে এক মহিলা ঘটনাস্থলে নিহত হয়েছে। তিনি তালার গঙ্গারামপুরের দলিল উদ্দিন খা’র স্ত্রী। এসময় ভ্যানচালকসহ আরোহী ৩ জনকে গুরুতর অবস্থায় তালা হাসপাতাল ও পরে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে। দূর্ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে ১০ টার দিকে।

আহতরা হলেন, পাইকগাছার হরিঢালীর আজিজুল ইসলামের ছেলে সবুজ (২৫), তালা উপজেলার নলতার করিম খানের ছেলে মেহেদী হাসান (২০) ও তালার গঙ্গারামপুরের হাশেম গাজীর স্ত্রী আনোয়ারা বেগম (৭০)। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে খুলনা থেকে যাত্রীবাহী বাস খুলনা মেট্টো জ-০৫-০০৫৫ পাইকগাছার দিকে যাচ্ছিল। একই দিক থেকে যাত্রীবাহী মোটরভ্যান কপিলমুনির দিকে যাচ্ছিলএসময় পেছন থেকে বাসটি ভ্যাটিকে ধাক্কা দিলে ভ্যানসহ এর চালক ও আরোহীরা রাস্তার উপর এলামেলোভাবে ছিটকে পড়ে।

এরপর বাসটি সাহিদার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।স্থানীয়রা ভ্যানচালকসহ আহতদের উদ্ধার করে সকাল ১১ টার দিকে আশংকাজনক অবস্থায় তালা হাসপাতালে নিয়ে যান। এরপর তাদের অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। ঘাতক বাসটিকে স্থানীয়রা আটক করলেও এর চালকসহ হেলফার পালিয়ে যেতে সক্ষম হয়।
##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বর্ণিল আয়োজনে সাতক্ষীরার ১৭৭ বছরের প্রাণনাথ হাইস্কুলের মিলন মেলা

নিজস্ব প্রতিবেদক :
বর্ণিল আয়োজনে ১৭৭ বছর বয়সী সাতক্ষীরার প্রাণনাথ হাইস্কুলের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল থেকে ছাত্রদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো শিক্ষাঙ্গন।

পুরনেরা বন্ধুদের কাছে পেয়ে তৈরি হয় আনন্দ আর আবেগঘণ পরিবেশ। দিনভর আড্ডা, স্কুলের স্মৃতিচারণ ও সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগের মাধ্যমে সময় পার করবেন তারা। সকাল সাড়ে ৯টায় প্রাক্তন ছাত্রদের নিয়ে স্কুল প্রাঙ্গণ থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারো স্কুল চত্বরে ফিরে আসে।

স্মৃতিচারণ পর্বে স্কুল নিয়ে নানা গল্পে আয়োজনকে আরো বর্ণিল করে তোলেন প্রাক্তন ছাত্ররা। এ সময় স্কুল নিয়ে নিজেদের সাবেক প্রতিমন্ত্রী ডাঃ আফতাবুজ্জামান, সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি,স্মৃতিচারণ করেন নর্দাণ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. ইউসুফ আব্দুল্লাহ প্রমুখ। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেন ভারত ও বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা।

১৮৪৬ সালে স্থাপিত সাতক্ষীরা পিএন হাইস্কুল এ বছর পা দিয়েছে ১৭৭ বছরে। এত পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান খুলনা বিভাগে বিরল। এ উপলক্ষে মিলন মেলার আয়োজন করে প্রাক্তন ছাত্ররা। আয়োজনে অংশ নেন এক হাজার দুইশত সাবেক ও বর্তমান শিক্ষার্থী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বৈরি আবহাওয়া উপেক্ষা করে সাতক্ষীরায় পবিত্র ঈদ উল আযহা উদযাপিত

নিজস্ব প্রতিনিধি ঃ বৈরি আবহাওয়া উপেক্ষা করে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে মুসলিম উম্মাহর শান্তি কামনার মধ্য দিয়ে সারাদেশের ন্যায় সাতক্ষীরাতে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে।। বৃহস্পতিবার ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা শহরের মুনজিতপুরস্থ কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে পবিত্র ঈদ-উল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। প্রধান জামাতে ঈমামতি করেন, হাফেজ মাওলানা জালাল উদ্দীন। সকাল ৮টায় একই স্থানে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে পশু কোরবানি শুরু করেন ধর্ম প্রাণ মুসুল্লীরা।

এসময় সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে জামাতে অংশ নেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক বকুলসহ সরকারি ঊচ্চপদস্থ কর্মকর্তা, রাজনীতিবিদ, সকল শ্রেণীপেশার মানুষ।
নামাজের আগে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘আজকে ত্যাগের মহিমা নিয়ে এখানে আমরা একত্রিত হয়েছি। এ দিনটি ত্যাগের দিন। ত্যাগের যে মহিমা আমাদের স্পর্শ করে আমরা যেন সারা জীবন সেটি ধারণ করতে পারি।
তিনি এ সময় কোরবানির বজ্য যেখানে সেখানে না ফেলার জন্য অনুরোধ জানান। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এদিকে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
অপরদিকে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শহরের বাইরে বিভিন্ন স্থানেও ঈদের জামাত শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয় ৫০০ গ্রাম গাঁজা সহ ৬ জন আটক

প্রেস বিজ্ঞপ্তি :কলারোয়া থানা পুলিশের অভিযানে ৫০০গ্রাম গাঁজাসহ ৬ জনকে আটক করা হয়েছে। থানার অফিসার্স ইনচার্জ মোহাঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে কলারোয়া থানার অফিসার ফোর্স আজ ২৮ জুন থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত গাঁজাসহ আসামীদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন হজরত আলীর স্ত্রী মালেকা বেগম (৫০), আব্দুল আলিম গাজীর স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮), মৃত জবেদ আলী গাজীর ছেলে মোঃ আব্দুল আলীম গাজী (৫৫), হজরত আলী গাজীর ছেলে মোঃ রবিউল ইসলাম গাজী (২৪) ও মৃত মোসলেম গাজীর ছেলে মোঃ নুর হোসেন পচা(৪৩)। এদের সকলের বাড়ি কলারোয়ার তুলশিডাঙ্গা গ্রামে।

এছাড়া গ্রেপ্তার হাতেম আলীর ছেলে মোঃ গফুর কাগজি (৪৬ বাড়ি কলারোয়ার বৈদ্যপুর গ্রামে। তাদের বিরুদ্ধে কলারোয়া থানার মামলা নং-৩১, তাং-২৮/০৬/২০২৩ খ্রিঃ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১৯(ক)/৪১ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest