সর্বশেষ সংবাদ-
ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতির মৃত্যুতে শোকতালায় অনিয়মের তথ্য চাওয়া নিয়ে তর্ক-বিতর্ক, মারপিট: সাংবাদিক টিপুকে ১০ দিনের কারাদণ্ডসাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মহিবুল্লাহ মোড়লের মৃত্যুসাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামানের সুস্থ্যতা কামনায় বিবৃতিখাস জমি উদ্ধারসহ ভুমিহীনদের পুনঃবাসনের দাবিতে সমাবেশসাতক্ষীরায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতারসাতক্ষীরায় বজ্রপাতে নারী শ্রমিকের মৃত্যুবিডিএফ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়স্বপ্ন সিঁড়ি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনউপজেলা পরিষদের কর্মচারী সাবের মিস্ত্রির পুকুর থেকে ৩৪ পিচ হাসুয়া উদ্ধার

ঈদ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি

এম আব্দুর রহমান বাবু, বিশেষ প্রতিনিধি :

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন।

কর্মসূচির অংশ হিসেবে ঈদের দিন, পূর্ববর্তী ও পরবর্তী দিনসহ মোট তিন দিন ঈদ মোবারক খঁচিত ব্যানার দ্বারা শহরের প্রধান প্রধান সড়ক সজ্জিতকরণ ও তোরণ নির্মাণ, ঈদের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলনের উদ্যোগ নেয়া হয়েছে।

ঈদের দিন শহরের মুনজিতপুরস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় (প্রথম জামাত), ৮টায় (দ্বিতীয় জামাত) পবিত্র ঈদুল আজহার কেন্দ্রীয় জামাত অনুষ্ঠিত হবে।

আবহাওয়া প্রতিকূল হলে পার্শ্ববর্তী মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের দিন হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু পরিবার ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশনের উদ্যোগ নেয়া হয়েছে।

এছাড়া ঈদের আগে সুবিধামত সময়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ঈদুল আজহার গুরুত্ব সম্পর্কে আলোচনা সভা ও ঈদের পরে সুবিধামত সময়ে শিশু একাডেমি মিলনায়তনে শিশুদের ঈদ পুনর্মিলনীর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সম্প্রতি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাংবাদিক উজ্জলের চাচার ইন্তেকাল 
নিজস্ব প্রতিবেদক :

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আমাদের সময় ও মাছরাঙা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল এর চাচা কুলিয়া ইউনিয়নের দুই নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হান্নানের ভাই মুক্তিযুদ্ধে শহীদ মরহুম আব্দুস শহীদ সরদারের চতুর্থ পুত্র আনারুল ইসলাম (৬২) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

রোববার বেলা আড়াইটায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন।
তিনি দুই পুত্র ও দুই কন্যা সন্তানের জনক। রোববার রাত সাড়ে নয়টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। জানাযা নামাজে জনপ্রতিনিধি, সাংবাদিক,  রাজনীতিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় সফল উদ্যোক্তা সম্মননা পেলেন ৬ উদ্যোক্তা

তালা  প্রতিনিধি : সাতক্ষীরার তালায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সফল উদ্যোক্তা সম্মননা পেলেন ৬ উদ্যোক্তা। সম্মননা পাওয়া ব্যক্তিরা হলেন- কৃষি খাতে গ্রীষ্মকালীন টমেটো চাষে মো. হামিদুর রহমান, মো. মাসুদ হোসেন, মৎস্য খাতে কার্প জাতীয় মাছ মোটাতাজাকরণে মো. ফরিদুল ইসলাম , আব্দুল হাদী, প্রাণিসম্পদ খাতে মাচা পদ্ধতিতে খাসি মোটাতাজাকরণে রাজু আহমেদ, মতিয়ার রহমান।

এসময় অতিথিরা তাদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও দুই হাজার টাকার চেক তুলে দেন। রবিবার (২৫ জুন) বিকালে তালা শিল্পকলা একাডেমী হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি ইউনিট এর আওতায় ও পল¬ী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায়  কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সফল উদ্যোক্তাদের এই সম্মাননা প্রদান করা হয়।

উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে ও সমন্বিত কৃষি ইউনিটের কৃষিবিদ নয়ন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারমান ঘোষ সনৎ কুমার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সনজয় সরকার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শুভ্রাংশ শেখর দাশ,

উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এএস এম মজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সম্মাননা পাওয়া কৃষকরা তাদের বণার্ঢ্য কৃষি কর্মের কথা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দুশতাধিক কৃষকের মাঝে তুলে ধরেন। এসময় উন্নয় প্রচেষ্টার বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মৎস্য পণ্য প্রক্রিয়াজাতকরণ বিষয়ক পলিসি পেপার প্রস্ততকরণে পলিসি ডায়লগ

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর পেইজ প্রকল্পের অধিন নিরাপদ মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয়বৃদ্ধি শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের উদ্যোগে সাতক্ষীরার এল্লারচরে
‘চিংড়ি চাষ প্রদর্শনী খামার’ এর কনফারেন্স রুমে “ক্ষুদ্র উদ্যোগে মৎস্য পণ্য প্রক্রিয়াজাতকরণ বিষয়ক পলিসি পেপার প্রস্ততকরণে পলিসি ডায়লগ” সেশনের কর্মশালা অনুুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাস এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী। প্রধান অতিথি’র বক্তব্য জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনিছুর রহমান। সম্মানীত অতিথি হিসাবে বক্তব্য  রাখেন মৎস্য অধিদপ্তরের
সহকারী পরিচালক (রিজার্ভ) অসীম কুমার ঘোষ,  খুলনার মৎস্য পরিদর্শন ও মান
নিয়ন্ত্রন ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার এবিএম জাকারিয়া। অনান্য অতিথিদের
মধ্যে উপস্থিত ছিলেন সাস এর সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের
সমন্বয়কারী খান মোঃ শাহ আলম ও চিংড়ি চাষ প্রর্দশনী খামার এল্লারচর সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আজাহারুল হক প্রমূখ। বক্তরা বলেন বর্তমান সময়ে বাংলাদেশ থেকে বিদেশের মাছ রপ্তানী তুলনামুলকভাবে কম। যেহেতু বর্তমানে দেশের দ্বিতীয় রপ্তানীযোগ্য পণ্য হলো মাছ। সেহেতু রপ্তানীর পাশাপাশি মাছকে কিভাবে বহুমুখিকরণ করে দেশের মানুষের মাঝে এটিকে প্রচার করাতে হবে।

আমাদের দেশে বিদেশী বিভিন্ন কোম্পানী এসে তারা তাদের দেশের বিভিন্ন পণ্য ব্রান্ডিং করছে অথচ দেশের উৎপাদিত মাছ দিয়ে আমরা কিছু  করতে পারছিনা। বিভিন্ন দেশ তাদের উৎপাদিত মাছ নিয়ে আজ ব্রান্ডিং করছে যেমন থাইল্যান্ডের ভেনাম। তেমনি বাগদা চিংড়ী বাংলাদেশেরই প্রোডাক্ট এটি প্রথিবীর অন্য কোন দেশে বাংলাদেশের মত উৎপাদিত হয়না। এটিকে যদি আমরা ব্রান্ডিং করি তাহলে বাগদার মাধ্যমে দেশের সুনাম করা সময়ের ব্যাপার। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌরসভা ওয়াস পণ্যের পরিচিতি ও চাহিদা বৃদ্ধি শীর্ষক সভা

সাতক্ষীরা পৌরসভার গরীব, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের মাঝে উন্নত পানি, পয়ঃনিষ্কাণ ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সিমাভী’র অর্থায়নে ওয়াস এসডিজি নামক একটি প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রকল্পের ধারাবাহিক বিভিন্ন কাজের অংশ হিসেবে রসুলপুর সাতক্ষীরাতে ওয়াস পণ্যের পরিচিতি ও চাহিদা বৃদ্ধি শীর্ষক সভার আয়োজন করা হয়। অনুষ্ঠেয় সভায় পণ্যের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন স্যানিটেশন ব্যবসায়ী আব্দুল গফফার, স্যানিটারি ন্যাপকিন ব্যবসায়ী জেসমিন আরাসহ অন্যান্য। সভায় ওয়াস বিষয়ক ছবি গ্যলারী, স্বাস্থ্য সম্মত টয়লেট ও ওয়াস পণ্য উপস্থাপন করা হয়। সভায় ওয়াস বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মধ্যে উন্নত স্যানিটেশন ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়। অনুষ্ঠান শুরুতে সভার লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেন হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) মাকেট ডেভেল্পমেন্ট অফিসার নন্দিতা রানী দত্ত এবং সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন টাউন কো-অর্ডিনেটর মৃনাল কুমার সরকার।

উল্লেখ্য এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আত্মসমর্পণকারী দস্যুরা পেলেন র‌্যাবের ঈদ উপহার
নিজস্ব প্র তিনিধি : সুন্দরবনের আত্মসমর্পণকারী ১৫ জলদস্যুদের হাতে ঈদসামগ্রী তুলে দিলেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা।
রবিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় র‌্যাব মহাপরিচালকের পক্ষ থেকে সাতক্ষীরা কোম্পানির  ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বনদস্যুদের মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন।
ওই খাদ্যসামগ্রীর মধ্যে ছিল–পোলাওয়ের চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, কিশমিশ, জিরা, মসলা, পেঁয়াজ, আলু, বাদাম সহ বিভিন্ন উপহার সামগ্রী। ঈদুল আজহার আগমুহুর্তে র‌্যাবের পক্ষ থেকে উপহার সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন আত্মসমর্পনকৃত দস্যুরা।
এ বিষয়ে র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষনা করেন। এরই ধারাবাহিকতায় এখনও শান্তির সু-বাতাস বইছে সুন্দরবনে। অপহরণ করে মুক্তিপন দাবি ও হত্যার ঘটনা এখন আর নেই। অপরদিকে আত্নসমর্পনকারী জলদস্যুরা পুর্ণবাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্নসমর্পণকারী সকল জলদস্যু-বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল মামলা সংশ্লিষ্ট আদালত কর্তৃক নিস্পত্তির বিষয়টি প্রক্রিয়াধীন। প্রধানমন্ত্রীর সঠিক দিকনির্দেশনায় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধান ও র‌্যাবের সক্রিয় অংশগ্রহণে সুন্দরবন আজ জলদস্যুমুক্ত বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নারী বান্ধব সরকারি সেবা নিশ্চিতকরণে অংশগ্রহণমূলক বাজেট মনিটরিং প্রশিক্ষণের উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি :
সরকারি সেবা নিশ্চিতকরণে অংশগ্রহনমূলক বাজেট মনিটরিং বিষয়ে প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৫ জুন) সকাল ৯ টায় সাতক্ষীরা ইয়ূথ হাবে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় যুব-নেতৃত্বাধীন সরকারী সেবা নিশ্চিতকরণে অংশগ্রহণমূলক বাজেট মনিটরিং বিষয়ে ২ দিন ব্যাপী এই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। প্রশিক্ষণটি স্বাগত বক্তব্য ও উদ্বোধন করেন সিডো সংস্থার প্রধান নির্বাহী, শ্যামল কুমার বিশ্বাস।

উক্ত প্রশিক্ষণে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী, বক্ষ্ররাজপুর ইউনিয়ন ও পৌরসভা এবং তালা উপজেলার ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়ন থেকে ২৫ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি ২ দিন চলবে।

প্রশিক্ষণের উদ্দেশ্য, বাজেট কি? অংশগ্রহনমূলক বাজেট প্রনয়ন ও তরূণদের করনীয়, এডভোকেসির বৈশিষ্ঠ্য ও উপাদান এডভোকেসির ধরন ও টুলস, প্রি-টেস্ট ও পোষ্ট টেস্ট, অংশগ্রহনমূলক পরিকল্পনা ও বাজেট প্রক্রিয়াকরণ, বাজেট প্রনয়ন ও উম্মুক্ত বাজেট, বাজেট বাস্তবায়ন ও মনিটরিং, সেবার খাতসমুহ, সুচক চিহ্নিত করণ বিষয়ে আলোচনা করা হয়।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এ স্থানীয় সরকারের বাজেট প্রণয়নের ক্ষেত্রে জনসাধারণের-অংশগ্রহণ নিশ্চিত করার কথা উল্লেখ থাকলেও তার চর্চা এখেেনা সকল স্তরে শুরু হয়নি। কিছু কিছু এলাকায় তা হয়তো হচ্ছে কিন্ত যতটুকু হচ্ছে ততটুকু তাদের স্বেচ্ছায় হচ্ছে কি না তা আলোচনার দাবী রাখে। তাই এ বিষয়ে তাদের উদ্বুদ্ধ করতে স্থানীয় সরকারের সাথে আলেচানা/এ্যাডভোকেসি আবশ্যিক। যার মাধ্যমে তাদের দায়িত্বশীলতা বৃদ্ধির পাশাপাশি সক্ষমতার বিকাশ ঘটবে।

বাজেট সম্পর্কে সাধারণ মানুষের জানাশোনা বা আগ্রহ তেমন নেই বললেই চলে। বাজেট বলতে সাধারণ জনগণের বোধগম্যতার পরিধি দ্রব্যমূল্যের মূল্য হ্রাস-বৃদ্ধি পর্যন্ত সীমিত। অংশগ্রহণমূলক বাজেট প্রণয়ণে জনগণের কার্যকরী অংশগ্রহণ নিশ্চিত করার জন্য তরণদের এগিয়ে আসার বা উদ্যোগ নেয়ার যথেষ্ঠ সুযোগ রয়েছে। বাজেট প্রণয়ন প্রক্রিয়াকে কার্যকরী করতে দরকার সাধারণ জনগণকে তাদের অংশগ্রহণের বৃদ্ধি করা। তাদেরকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতনেতার পাশাপাশি তা আদায়ে সংঘবদ্ধ করা। সাধারণ জনগণকে তাদের বাজেটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে বাজেট পূর্ব ক্যাম্পেইনে অতি জরুরী।

২দিন ব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় যুব-নেতৃত্বাধীন সরকারী সেবা নিশ্চিতকরণে অংশগ্রহনমূলক বাজেট মনিটরিং বিষয়ে উদ্যোগ গ্রহন করবে। প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন রাকিব হোসেন, মো: সাদিকুল ইসলাম, মোছা: আমেনা খাতুন, প্রশিক্ষণের সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মো: শরিফুজ্জামান, শরিফ। উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী, মোঃ তহিদুজ্জামান (তহিদ), ইন্সপেরিটর, একশনএইড বাংলাদেশর কেয়া অধিকারী, প্রোগ্রাম অফিসার চন্দ্রশেখর হালদার, ফাইনান্স অফিসার, চন্দন কুমার বৈদ্য, বৈশাখী সুলতানা প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাজপথের আন্দোলনকে বেগবান করতে শ্রমিকলীগের বিশেষ বর্ধিত সভা

বিএনপির জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথের আন্দোলনকে বেগবান করার লক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শনিবার বিকাল ৪টায় জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন, জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক মো: আব্দুল্লাহ সরদার।
প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।
জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা শ্রমিকলীগ নেতা সাহাঙ্গীর হোসেন শাহীন।
বক্তব্য রাখেন, জাকির হোসেন টিটু, আব্দুল আজিজ বাবু, মো: রমজান আলী, লিয়াকত আলী, নাসির উদ্দীন, রবিউল ইসলাম খোকন, আব্দুস সালাম, শেখ মকছুর রহমান, আবুল হোসেন খোকন, মিজানুর রহমান, গাউস আলী, প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বর্তমানে স্বাধীনতার স্বপক্ষের শক্তি ক্ষমতায় রয়েছে। ফলে দেশের উন্নয়ন এগিয়ে চলছে। কিন্তু বিএনপি-জামায়াত সেটি সহ্য করতে পারছে না। ফলে বিদেশীদের কাছে ধর্ণা দিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে দেশের কোন ক্ষতি কেউ করতে পাবে না। শেখ হাসিনার নেতৃত্বে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আবারো আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শেখ হাসিনাই সরকার গঠন করবে। বিএনপি-জামায়াতের সকল সন্ত্রাস, নৈরাজ্য ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল কে সজাগ থাকার জন্য আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, শেখ হাসিনার ডাকে সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণের উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণের জন্য আগামী দুই মাসের মধ্যে জেলা শ্রমিকলীগের সম্মেলন সম্পন্ন করার মধ্য দিয়ে শ্রমিকলীগকে শক্তিশালী করতে হবে।

প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest