সর্বশেষ সংবাদ-
ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতির মৃত্যুতে শোকতালায় অনিয়মের তথ্য চাওয়া নিয়ে তর্ক-বিতর্ক, মারপিট: সাংবাদিক টিপুকে ১০ দিনের কারাদণ্ডসাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মহিবুল্লাহ মোড়লের মৃত্যুসাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামানের সুস্থ্যতা কামনায় বিবৃতিখাস জমি উদ্ধারসহ ভুমিহীনদের পুনঃবাসনের দাবিতে সমাবেশসাতক্ষীরায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতারসাতক্ষীরায় বজ্রপাতে নারী শ্রমিকের মৃত্যুবিডিএফ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়স্বপ্ন সিঁড়ি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনউপজেলা পরিষদের কর্মচারী সাবের মিস্ত্রির পুকুর থেকে ৩৪ পিচ হাসুয়া উদ্ধার

মুক্তিযোদ্ধার পরিবারকে ফাঁসাতে থানায় জিডি

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় তালায় পরিকল্পিতভাবে মুক্তিযোদ্ধার সন্তানও তার পরিবারকে ফাঁসাতে ভূয়া জিডি করে এবং মিথ্যা প্রতিবেদন আদালতে দাখিল করে হয়রানির প্রতিবাদে জানিয়েছেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধার সন্তান।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে সাতক্ষীরা সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তালা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো: তবিবুর রহমানের ছেলে আবু সাঈদ মোহম্মদ ইদ্রিস।

লিখিত বক্তব্যে, আবু সাঈদ মোহম্মদ ইদ্রিস বলেন, সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের প্রয়াত লোলিত মোহন সাহা মুক্তিযোদ্ধা ছিলেন না। অমুক্তিযোদ্ধা হয়েও লোলিত মোহন সাহার সন্তানরা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আসছে। আমরা এর প্রতিবাদ করায় তারা আমাদের উপর ক্ষিপ্ত হয় এবং আমাকে সহ আমাদের পরিবারের অন্যান্য সদস্যদের নানানভাবে হয়রানি করার চক্রান্ত শুরু করে। এর জের ধরেই গত ২০ আগস্ট ২০২২ তারিখে মিথ্যা কল্পকাহিনী সাজিয়ে অমুক্তিযোদ্ধা লোলিত মোহন সাহার সন্তান প্রতাপ কুমার সাহা পাটকেলঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি করে। সেখানে আমার পিতা বীর মুক্তিযোদ্ধা তবিবুর রহমান, আমার চাকরিজীবী ভগ্নিপতি মল্লিক শফিকুল ইসলাম এবং আমাকে জড়িয়ে মিথ্যাচার করা হয়েছে। আমরা নাকি প্রতাপ কুমার সাহাকে খুন জখমের হুমকি ধামকি প্রদর্শন করা হয়েছে। অথচ সেদিন এই ধরনের কোন ঘটনাই ঘটেনি। আমাদের অবস্থান সেদিন ভিন্ন ভিন্ন স্থানে ছিলো যা মোবাইলের কল লিস্ট চেক করলে বেরিয়ে আসবে। এটি তদন্তকারী কর্মকর্তাকে অবগত করলেও তিনি আমাদের কথা শোনেননি। প্রকৃত সত্যকে আড়াল করার জন্য আমাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে জঘন্য মিথ্যাচার খবর প্রকাশ করে যাচ্ছেন লোলিত মোহনের সন্তানসহ জনৈক স্বার্থন্বেষী ব্যক্তিরা।

বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন হওয়ার পরেও তদন্তকারী কর্মকর্তা বাদীর সাথে যোগসাজস করে আমাদের বিরুদ্ধে আদালতে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। ঘটনার দিনে উল্লেখিত সময়ে আদৌ ঘটনাস্থলে আমরা ছিলাম না মর্মে জানানোর পরও বাদী পক্ষের দ্বারা প্রভাবিত হয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করে আইও। সে সময় আমরা বাদী ও স্বাক্ষীদের অবস্থান মোবাইল ট্রেস করার কথা আইওকে জানালেও তিনি আমাদের কথা না শুনে বাদী পক্ষের পক্ষ নিয়ে কাজ করেছেন।

শুধুমাত্র আমাদের কল লিস্ট চেক করে আমাদের অবস্থান অবগত হয়েও সেটি আমলে না নিয়ে আমাদের বিরুদ্ধেই প্রতিবেদন দাখিল করেছেন। নির্ভুল ও নিরপেক্ষ প্রতিবেদন দাখিলের জন্য অবশ্যই বাদী এবং স্বাক্ষীর কললিস্ট চেক করে তাদের অবস্থান অবগত হওয়ার প্রয়োজন ছিলো। অথচ আমরা ঘটনাস্থল থেকে অনেক দূরেই অবস্থান করছিলাম। যা মোবাইলের কললিস্ট চেক করলে পাওয়া যাবে। এরপরও আমাদের বিরুদ্ধে আদালতে মিথ্যা তদন্ত প্রতিবেদন পাঠিয়ে হয়রানি করা হচ্ছে। এমনকি আমার চাকরিজীবী ভগ্নিপতিকেও জড়িয়ে দেওয়ায় তার চাকুরির নিশ্চয়তা নিয়ে শংকিত আমরা। একটি অপরাধের প্রতিবাদ করায় আজ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং পরিবারের অন্যান্য সদস্যরা হয়রানি হচ্ছেন। মিথ্যা মামলার শিকার হচ্ছেন। আমরা ওই চক্রান্ত কারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ভিন্নখাতে প্রবাহিত করতে একের পর এক এধরনের চক্রান্ত হচ্ছে। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এ বিষয়ে সুষ্ঠু তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় সমাজসেবা অধিদপ্তরের রোগীদের আর্থিক সহায়তার চেক প্রদান
কে এম রেজাউল করিম দেবহাটা :  দেবহাটায় সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে রোগীদের আর্থিক সহায়তার চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২২ জুন, ২৩ ইং সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা৬ অধীর কুমার গাইনের সঞ্চালনায় অনুষ্টানটি হয়।
সমাজসেবা মন্ত্রনালয়ের আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগতভাবে হ্নদরোগে আক্রান্ত রোগীদের আর্থিক অনুদানের চেক বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (রুটিন দায়িত্ব) রিফাতুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি৫ আলহাজ্ব মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াসিন আলী, দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, পল্লী বিদ্যুতের দেবহাটা সাব জোনাল অফিসের এজিএম জহুরুল ইসলাম, বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, দেবহাটা সমাজসেবা অধিদপ্তরের মঈনুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার মধ্যে ১৪ জন ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অনুদানের  চেক বিতরণ করা হয়। পরে কৃষি অধিদপ্তরের সহযোগিতায় প্রান্তিক চাষীদের বিভিন্ন কৃষি পন্য বিতরণ করা হয়। এছাড়া পরে উপজেলাব্যাপি গরিব মহিলাদের আত্মকর্মস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কর্মসূচি বিতরন অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রকল্পের ৩০ জন দুস্থ অসহায় নারীকে নয় লক্ষ ৬০ হাজার টাকা অনুমোদনপূর্বক উপকারীর মধ্যে বিতরণ করা হয়েছে। এই প্রকল্পের মধ্যে গাভী পালন, ছাগল পালন, মৎস্য চাষ, দর্জি প্রশিক্ষন ও হাঁস মুরগি পালন ইত্যাদি।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জলবায়ূ পরিবর্তনজনিত বিপদাপন্নতা মোকাবেলায় এডভোকেসি সভা

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরায় উপ-পরিচালকের কার্যালয়, কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তর, খামারবাড়ীতে যুব নেতৃত্বে জলবায়ূ পরিবর্তনজনিত বিপদাপন্নতা মোকাবেলায় স্থানীয় প্রশাসন, সরকারী কর্মকর্তা, স্থানীয় সরকার এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১০ টায় সাতক্ষীরায় উপ-পরিচালকের কার্যালয়, কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তর, খামারবাড়ীতে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় যুব নেতৃত্বে জলবায়ূ পরিবর্তনজনিত বিপদাপন্নতা মোকাবেলায় এডভোকেসি সভায় প্রধান নির্বাহী, সিডো, সাতক্ষীরা, শ্যামল কুমার বিশ^াস সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান, সাতক্ষীরা সদর, মো: আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরা মো: হুমায়ূন কবির, সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা, সরদার শরীফুল ইসলাম, সহকারী পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় সাতক্ষীরা মো: রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক রেড ক্রিসেন্ট সাতক্ষীরা সৈয়দ ফিরোজ কামাল শুভ্র।

উপস্থিতি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাতক্ষীরা সদর কোহিনুর ইসলাম, পৌর কাউন্সিলর (৯ নং ওয়ার্ড) শফিকউদদ্দৌলা সাগর, পানি উন্নয়ন বোর্ড সহকারী প্রকৌশলী ওবায়দুল হক মল্লিক, নির্বাহী পরিচালক স্বদেশ মাধব চন্দ্র দত্ত, হেনরী সরদার, সাংবাদিক সরদার আসাদুজ্জামান ও যুব সদস্যবৃন্দ।

এডভোকেসি সভার উদ্দেশ্য পরিস্থিতি বিশ্লেষণ করে এবং গত বছরের পিভিএ রিপোর্ট পর্যালোচনা করে প্রস্তুত করে এডভোকেসি সভায় উপস্থাপন করা। জলবায়ূ দুর্বলতা মোকাবেলায় প্রাসঙ্গিক জনসেবা প্রদানকারী কর্তৃপক্ষ দ্বারা কিছু সংশোধনমুলক ব্যবস্থা নেওয়া যেতে পারে। পরিবেশগত বিপর্যায় রোধে যুব চাহিদা যথাযথ উপস্থাপনের জন্য অনুকুল পরিবেশ নিশ্চিত করা।

মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্পের কার্যক্রম প্রেজেন্টেশন প্রদান করেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান (তহিদ) ও জলবায়ূ পরিবর্তনজনিত বিপদাপন্নতা মোকাবেলা বিশ্লেষণের রিপোর্ট ও সুপারিশমালা উপস্থাপন করেন সাতক্ষীরা ইয়ূথ হাবের কো-অর্ডিনেটর, মাসুদ রানা ।
বক্তব্য রাখেন প্রান্তিক যুব সংঘের শরিফুজ্জামান, ইয়ূথ হাব সাতক্ষীরা সুজিত পাল ও ইয়ূথ পিয়ার গ্রুপ ফেলো বৈশাখী সুলতানা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মর্নিং সান প্রি ক্যাডেট আর্ট এ্যান্ড সংগীত একাডেমীর আনুষ্ঠানিক উদ্বোধন

মর্নিং সান প্রি ক্যাডেট আর্ট এ্যান্ড সংগীত একাডেমীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৪টায় স্কুল ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট আবৃত্তিকার মনিরুজ্জামান ছট্টু। বিশেষ অতিথি ছিলেন, এম. বেলাল হোসাইন, মর্নিং সান প্রি ক্যাডেট পরিচালক শেখ আমিনুর রহমান, শিক্ষক পূর্নদেব পাল ও কেয়া রানী চৌধুরি।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-অধ্যক্ষ শিরিন শারমিন, সৌমিতা দে, মিস পম্পা মল্লিক মিস,রিন্কু মিস, পিংকি মিস,সুমি মিস, ফারজানা মিস। বক্তারা বলেন, শিশুদের মানসিক বিকাশের জন্য অংকন, সংগীত প্রশিক্ষণ অত্যান্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি শুদ্ধ ভাষায় কথা বলার জন্য আবৃত্তি শেখাটাও জরুরি। মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলের এ উদ্যোগকে স্বাগত জানান বক্তারা। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে ৪০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলা যুবলীগের প্রভাবশালী নেতা আহসানুর রহমানের ছোট ভাই জামাদুল ইয়াবা বিক্রয় কালীন সময়ে তার বাড়ির সামনের ইটের সোলিং রাস্তা থেকে হাতে নাতে  আটক করেছে শ্যামনগর থানা পুলিশ।

সে হায়বাতপুর গ্রামের শেখ মেহের আলীর পুত্র। বৃহস্পতিবার, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানা এলাকায় মাদক বিক্রয়ের জন্য অবস্থান করে। পুলিশ ঘটনার সত্যতা পেয়ে তাদের ফোর্স সহ সেখানে চলে যান।

মাদক বিক্রেতা ব্যবসায়ী জামাদুল পুলিশকে দেখে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে হাতেনাতে আটক করে এবং পুলিশ তার দেহ তল্লাশি করে ৪০ পিস পায়। স্থানীয় সূত্রে আরো জানা যায়, ওই মাদক বিক্রেতা জামাদুল তার ভাই শ্যামনগরের প্রভাবশালী যুবলীগের নেতা হওয়ায় তার ছত্র ছায়ায় দীর্ঘদিন ধরে মাদক পাচার ও ব্যবসা করে আসছে। হঠাৎ করে আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ায় এলাকাবাসীর মধ্যে এলাকাবাসীর মধ্যে গুঞ্জন শোনা যায় ।

আহসানুর ও তার ভাই কেন্দ্রীয় যুবলীগের একজন সদস্যের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় এটাকে পুঁজি করে রাজনৈতিক ছত্রছায়ায় নির্বিঘ্নে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ব্যবসা করে আসছিলো।

গত ২১/০৬/২০২৩ তারিখ রাতে অভিযান পরিচালনা করে শেখ জামাদুল ইসলাম(৩৫) এর দেহ তল্লাশী করে ৪০(চল্লিশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়। তার নামে শ্যামনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা মামলা রুজু হয়েছে। এমন ঘটনায় শ্যামনগরের মানুষের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে পেয়েছে। শ্যামনগরের অলিতে গলিতে মাদকের ছড়াছড়ি ।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম বাদল তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় অপহরন মামলার ভিমটিক উদ্ধার, আটক ১

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা থানা পুলিশের অভিযানে অপহরন মামলার ১ জন আসামী গ্রেফতার। মামলার ভিমটিমকে পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় অপহ্নত স্কুল শিক্ষার্থীর মা বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ভিমটিম ও অপহরনকারী ১জনকে আটক করে।

মামলার বাদী হয়েছেন দেবহাটা উপজেলার দক্ষিণ নাংলা গ্রামের আরশাদ আলী গাজীর স্ত্রী মর্জিনা বিবি (৪৩)। মামলার বিবরনে জানা গেছে, বাদীর মেয়ে নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরে শেষ হওয়া এসএসসি পরীক্ষার্থী গত ১৭ জুন রাত ৮টার দিকে তাদের বাড়ির পার্শ্ববর্তী চাচার বাড়িতে যাওয়ার সময় পথিমধ্যে ঘোনাপাড়া গ্রামের আইনুদ্দিন গাজীর ছেলে মেহেদী হাসান (২৩) সহ তার সঙ্গীরা অপহরন করে। পরে বিভিন্ন স্থানে খোজাখুজি করেও মেয়েকে না পেয়ে গত ২১ জুন অপহ্নতের মা বাদী হয়ে মামলা দায়ের করে। যার দেবহাটা থানার মামলা নং- ১২, তাং ২১/০৬/২৩ ধারা- ৭/৩০, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ ধারা। মামলার পরবর্তী

দেবহাটা থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার স্যারের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ২১/০৬/২০২৩ ইং তারিখ, এসআই (নিঃ) মাহাবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানা এলাকা থেকে আসামী মেহেদী হাসান (২৩) কে গ্রেফতার করে এবং একইসাথে ভিকটিমকে উদ্ধার করে। ওসি বাবুল আক্তার জানান, ভিকটিমের মা মামলার করায় তাৎক্ষণিক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার ও মামলার প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে। ওসি আরো জানান, ভিকটিম নাবালিকা হওয়ায় তাকে ও আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা বেতনা-মরিচ্চাপ নদীর নাব্যতা হ্রাস অন্যান্য নদীর পানি প্রবাহ স্বাভাবিক রাখা সংক্রান্ত সভা

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর উপজেলার বেতনা-মরিচ্চাপ নদীর নাব্যতা হ্রাস এবং অন্যান্য নদীর পানি প্রবাহ স্বাভাবিক রাখা সংক্রান্ত
আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জুন) বেলা সাড়ে ১১ টায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির কনফারেন্স রুমে উত্তরণ এনজিও ও পানি কমিটির আয়োজনে উত্তরণ’র পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির  বক্তব্যে এমপি রবি বলেন, “যত্রতত্র অপরিকল্প ঘের তৈরী বন্ধ করতে হবে, বেতনা, মরিচ্চাপ ও কপোতাক্ষ নদীসহ জেলার সকল নদী গুলো খনন করে ইছামতী ও বঙ্গোপসাগরের সাথে সংযোগ করে জোয়ার ভাটার ব্যবস্থা করতে হবে এবং সেই সাথে
স্লুইসগেট সংস্কার করতে হবে ও জলাবদ্ধতা দূরীকরণে স্থায়ী সূদুরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করতে হবে। তাহলে নদীর প্রবাহ ও নাব্যতা রক্ষা পাবে। সাতক্ষীরা জেলার উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি মহান
জাতীয় সংসদে জেলার মানুষের স্বার্থে দাবীগুলি তুলবো।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম মারুফ তানভীর হুসাইন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম, তালা উপজেলা পানি কমিটির সভাপতি  মো. মনিরুল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র শেখ আনোয়ার হোসেন মিলন, পৌরসভার কাউন্সিলর শেখ শফিক-উদ-দৌলা- সাগর, পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, পৌর কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নুর জাহান বেগম নুরী, পৌরসভার ৪,৫ ও ৬নং
ওয়ার্ডের মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, ঘোনা ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল কাদের, ফিংড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. লুৎফর রহমান, শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ, বৈকারী ইউনিয়নের চেয়ারম্যান
আবু মো. মোস্তফা কামাল, আগরদাঁড়ী ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন মিলন, এ্যাড. মনির উদ্দীন, লাবসা ইউনিয়নের ইউপি সদস্য বিশ্বনাথ, ব্রহ্মরাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল হুদা, মফিজুল ইসলাম প্রমুখ। উত্তরণ এনজিও ও পানি কমিটি চলমান প্রকল্পটির সময় বর্ধিত করে নিন্মোক্ত বিষয় সমূহ অন্তভূক্ত করার দাবী জনান- অবিলম্বে বেতনা নদী অববাহিকায় টিআরএম চালুর ব্যবস্থা গ্রহণ, ইছামতি নদীর সাথে সাপমারা ও লাবণ্যবতী নদীর অবাধ সংযোগ প্রদান ও প্রকল্পের সকল কর্মকান্ডে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার দাবী জানানো হয় আলোচনা সভায়। এসময় উত্তরণ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও পানি কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তরণ’র প্রজেক্ট অফিসার দিলীপ কুমার সানা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতীয় আমদানি জাত পণ্যবাহী ট্রাক থেকে চাঁদাবাজির প্রতিবাদে ৩ ঘন্টা বন্ধ

আসাদুজ্জামান : ভারতীয় আমদানি জাত পণ্যবাহী ট্রাক থেকে চাঁদাবাজির প্রতিবাদে বুধবার সকাল দশটা থেকে পৌনে ১ টা পর্যন্ত প্রায় ৩ ঘন্টা বন্ধ থাকার পর ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম আবারো শুরু হয়েছে। ভারতীয় ট্রাক ড্রাইভাররা বন্দরের জিরো পয়েন্টে পণ্যবাহী ট্রাক আড় করে দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেয়।

ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোন পূর্ব ঘোষনা ছাড়াই সকাল থেকে ভারতীয় ট্রাক প্রতি ২০০ রুপি করে চাঁদা আদায় শুরু করলে ঘটে যায় এ বিপত্তি।

ভোমরা স্থল বন্দর আমদানিকারক সমিতির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন জানান, এর আগে চলতি মাসের প্রথম দিকে ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভারতীয় ট্রাক প্রতি ২০০ রুপি হারে চাঁদা আদায়ের সিদ্ধান্ত নিলে ভারতের ঘোজাডাঙ্গা রপ্তানিকারক ওয়েলফেয়ার এসোসিয়েশন এ ধরনের চাঁদাবাজি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। যার কারনে গত ৮ জুন থেকে ভারতীয় ট্র্যাক থেকে ভোমরা সিএন্ড এফ এজেন্ট এসোসিয়েশন চাঁদা আদায় করতে ব্যর্থ হয়। এমনকি ভোমরা স্থলবন্দর আমদানি রপ্তানি কারক সমিতি এ ধরনের চাঁদাবাজির তীব্র প্রতিবাদ জানাই। কিন্তু আজ সকাল দশটায় হঠাৎ ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রতি ২০০ রুপি হারে চাঁদাবাজি শুরু করলে উভয় দেশের আমদানি রপ্তানি কারকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যার কারণে ভারতীয় ট্রাক ড্রাইভাররা জিরো পয়েন্টে পণ্যবাহী ট্রাক আড় করে দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেয়। প্রায় তিন ঘন্টা বন্ধ থাকার পর চাঁদা না নেয়ার শর্তে আবারো আমাদানীরপ্তানী কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, কোন পূর্ব ঘোষনা ছাড়াই সিএন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের নামে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রতি ২০০ রুপি হারে চাঁদাবাজি শুরু করলে আমদানিকারকরা আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ করে দেয়। পরে চাঁদা না নেয়ার শর্তে আবারো শুরু হয় বন্ধরের স্বাভাবিক কার্যক্রম।
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক এএসএম মাকসুদ খান বিষয়টি অস্বীকার করে জানান, একটি মহল অপপ্রচার ছড়াচ্ছেন। বর্তমানে আমদানী রপ্তানী কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest