সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনাসাতক্ষীরা জেলা স্কাউট ভবন এর উর্ধ্বমুখি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধনখুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদারশ্যামনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ‌দুর্নীতির অভিযোগল স্টুডেন্টস ফোরাম এর নবনির্বাচিত কমিটি নির্বাচন কমিশনের সাথে শুভেচ্ছা বিনিময়তিতাস বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভাঝিনাইদহের জয়দিয়া বাওড়ের অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধনশীতের ছুটিতে ঘুরে আসুন দেবহাটার রূপসী ম্যানগ্রোভপ্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা -অগ্নি সংযোগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনবিইউপিএফের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে শপথ নিলেন জালালপুর ইউপি চেয়ারম্যান

খুলে দেওয়া হয়েছে বিডিনিউজ২৪ ডট কমের ওয়েবসাইট

দেশের খবর: অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ২৪ ডট কমের ওয়েবসাইট খুলে দেওয়া হয়েছে। দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র সভাপতি আমিনুল হাকিম সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ নিউজ পোর্টালেও রাত সোয়া ১১টায় এ-সংক্রান্ত সংবাদ প্রকাশ করা হয়েছে।

এর আগে সোমবার বিকালে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি থেকে দেশের সব আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) প্রতিষ্ঠানকে ই-মেইল পাঠিয়ে নিউজ পোর্টালটি ব্লক করার নির্দেশ দেওয়া হয়।

আমিনুল হাকিম বলেন, ‘কিছুক্ষণ আগে আমাদের কাছে বিটিআরসি থেকে নির্দেশনা এসেছে বিডিনিউজ২৪ ডট কম-এর যে ওয়েবলিংকগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল সেগুলো দ্রুত খুলে (আনব্লক) দেওয়ার জন্য। এখন লিংক খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।’

জানা গেছে, এই লিংক খুলে দেওয়ার নির্দেশনা দেশের সব মোবাইল ফোন অপারেটর, আইএসপি, আইআইজিসহ সংশ্লিষ্ট সবাইকে পাঠানো হয়েছে।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি থেকে নিউজ পোর্টালটি ব্লক করার নির্দেশ দেওয়ার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ পোর্টালেও সংবাদ প্রকাশ করা হয়।

ওই সংবাদে বলা হয়েছিল, বিটিআরসি মেইলে আইআইজিগুলোকে অতিসত্ত্বর বিডিনিউজের ডোমেইন ব্লক করা নির্দেশ দেওয়া হয়। তবে বন্ধের কোনও কারণ উল্লেখ করা হয়নি মেইলে। সংবাদের সঙ্গে গণমাধ্যমটিকে দেওয়া এ সংক্রান্ত ই-মেইলের ছবিও প্রকাশ করা হয়েছে।

এদিকে পরীক্ষা করে দেখা গেছে, বিডিনিউজ২৪ ডট কমের ওয়েবলিংক ওপেন হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লুকাকুর জোড়া গোলে বিশ্বের ৩য় সেরা দল বেলজিয়ামের সহজ জয়

খেলার খবর: বড় ব্যবধানে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল বেলজিয়াম। ফিফার তালিকায় বর্তমানে বেলজিয়ামের অবস্থান জার্মানি এবং ব্রাজিলের পর। এক ঝাঁক তারকায় ঠাসা দলটি এবারের বিশ্বকাপের ডাক হর্স। বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে এসেছে পানামা। ফেবারিটদের হোঁচট খাওয়ার বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষেও বেশ শক্ত রক্ষণভাগ নিয়ে প্রায় আটকে ফেলেছিল পানামা কিন্তু শেষ রক্ষা হয়নি নবাগত দলটির। মার্টেনসের অসাধারণ গোল এবং রোমেলু লুকাকুর জোড়া গোলে পানামাকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করল বেলজিয়াম।

রাশিয়ার রণক্ষেত্রে বেজলিয়ামকে কেন ‘ডার্ক হর্স’ ধরা হয়েছে প্রথম ম্যাচেই সেটা বুঝিয়ে দিল লুকাকুরা। ম্যাচের প্রথমার্ধে গোলের মুখ দেখতে না পারলেও দ্বিতীয়ার্ধে তিনটি গোল করে তিন পয়েন্ট তুলে নেয় টিনটিনের দেশ। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৭ মিনিটে বক্সের ভিতর থেকে ভলিতে দুরন্ত গোল মারটেন্সের। এরপর ৬৯ ও ৭৫ মিনিটে দুটি গোল করেন লুকাকু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই মেয়েসহ বাবার মৃত্যু

দেশের খবর: নরসিংদীতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় বাবা মেয়েসহ ৩ জন নিহত হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রায়পুরা আমিরগঞ্জ রেলওয়ে ব্রিজে এ ঘটনা ঘটে।

নিহত হাফিজুল ইসলাম (৪৫),তার ৮ম শ্রেণি পড়ুয়া মেয়ে তারিন (১৪),শিশু সন্তান তুলি (২)। নিহতরা পৌর শহরের বিলাসদি এলাকার বাসিন্দা।

জানা যায়, ঈদ উপলক্ষে সোমবার বিকেলে পরিবার পরিজন নিয়ে আমিরগঞ্জ ব্রীজ এলাকায় বেড়াতে যায় হাফিজুল ইসলাম। এসময় তারা ট্রেন চলাচলকারী ব্রীজের উপর চলে যায়। এসময় পেছন থেকে নোয়াখালিগামী উপকূল এক্সপ্রেসের সাথে ধাক্কা লাগে। এসময় বাবা ও দুই মেয়ে সহ ৩জন নিহত হয়।

তবে স্থানীয়রা বলছেন,নিহতরা সেলফি তুলছিল। ট্রেন চলে আসলেও তারা দেখতে পায়নি। এরই মধ্যে ট্রেনের নিচে পড়ে যায়।

রেলওয়ে ফাঁড়ির  সহকারী উপপরিদর্শক শাহ অালম বলেন,আমাদের ধারণা তারা ব্রীজে ঘুরতেছিল। ট্রেন চলে আসায় তারা আর ব্রীজ থেকে বের হতে পারেনি। তাই ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিডিনিউজের ওয়েবসাইট বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি: আকস্মিকভাবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইট বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। সরকারের ওপর মহলের নির্দেশে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে বিটিআরসির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার বিকালে মোবাইল ফোন ও আইআইজি অপারেটরগুলোকে পাঠানো এক ই-মেইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটের লিংক বন্ধ করতে নির্দেশনা পাঠায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

কমিশনের জ্যেষ্ঠ সহকারী পরিচালক তৌসিফ শাহরিয়ারের পাঠানো ওই ই-মেইলে দুটি লিংকগুলো তৎক্ষণাৎ ব্লক করার নির্দেশনা দেয়া হয়। সেগুলো হলো https://www.bdnews24.com/ এবং https://m.bdnews24.com/।

এরপর আরেকটি ই-মেইলে https://bangla.bdnews24.com/ বন্ধের নির্দেশনাও দেয়া হয়।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক বলেন, বিটিআরসি নির্দেশনা দিয়েছে সরকারের ওপর মহলের নির্দেশে। কী কারণে- জানতে চাইলে সে বিষয়ে কিছু বলতে রাজি হননি জহুরুল হক।

সারা দেশে এবং বিদেশের প্রধান প্রধান শহরগুলো মিলিয়ে ৫০০ শতাধিক সংবাদকর্মী রয়েছেন এ পোর্টালটির।

প্রতিবেদনটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম থেকে নেয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৫ দিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে ভোমরা স্থল বন্দরের কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ৫ দিন বন্ধ থাকার পর সোমবার থেকে আবারও শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরাস্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে। এদিকে, পণ্য বাহী ভারতীয় ট্রাক ভোমরা স্থল বন্দরে প্রবেশ করতে শুরু করেছে।
ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বিষয়টি নিশ্চিত করে জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গত ১৩ থেকে ১৭ জুন পর্যন্ত টানা ৫দিন বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে আবারও শুরু হয়েছে ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে।
ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার রেজাউল হক জানান, টানা ৫ দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারও যথারীতি শুরু হয়েছে ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম। তিনি আরো জানান, গত ৫ দিন আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রতনপুরে সরকারি গাছ কর্তন

পলাশ দেবনাথ নুরনগর : কালীগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের বাগমারী লাউতলীর খাল ব্রীজ সংলগ্ন রাস্তার পাশের সরকারী গাছ কেটে নিয়েছে। সরেজমিন গিয়ে দেখা বাগমারী গ্রামের মৃত শাহাজান গাজীর ছেলে মোঃ আমিনুর রহমান গাজী রাস্তার পাশের সরকারি জায়গার একটি ইউকালেক্টর গাছ কেটে নিয়েছে। এছাড়া খালের পাশের একটি শিশু ফুল গাছ কাটার কাজ চলছিল। সরকারি গাছ কেটে নিয়ে গাছের গোড়া মাটি দিয়ে ঢেকে রেখে আড়াল করার চেষ্টা করেছে সে। স্থানীয় কয়েক জনের সহযোগীতায় কর্তন করা গাছের গোড়ার উপর থেকে মাটি সরিয়ে ছবি তুলতে হয়েছে এই প্রতিবেদককে। বড় গাছের একটি গুড়ি পড়ে থাকতে দেখা যায় এবং বাকি অংশ সরিয়ে ফেলেছে বলে স্থানীয়রা জানায়। এ বিষয় সরকারী গাছ কর্তন কারী আমিনুর রহমানের সাথে কথা বললে তিনি গাছ কাটার কথা স্বীকার করে বলেন উক্ত গাছ গুলো আমার লাগানো তাই আমি কেটে নিয়েছি। অত্র এলাকায় এভাবেই একের পর এক খালে পাশের সরকারী গাছ কাটার কারনে সাধারন মানুষের চলাচলের রাস্তায় ভাঙ্গন ধরেছে। এছাড়া গাছ কাটার কারনে কয়েকটি স্থানে রাস্তা মারাত্বক ভাবে ক্ষতি গ্রস্থ হয়েছে। সরকারী গাছ কাটার বিষয় রতনপুর ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান এর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি এবিষয় কিছুই জানেন না বলে জানান এবং বলেন আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। অন্যদিকে খোঁজ খবর নেওয়ার নাম করে নায়েব মোটা টাকার বানিজ্য করে বিষয়টা রফাদফা করছে বলে একাধিক সূত্র জানিয়েছে। এমতাবস্তায় এলাকার সচেতন মহল সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রতনপুরের বিজয়নগরে অস্বাস্থ্যকর টয়লেট নির্মাণ

পলাশ দেবনাথ নুরনগর : কালীগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের বিজয়নগর লাউতলীর খালের পাশ দিয়ে ওয়ার্ল্ড ভিশন কতৃক শত ভাগ স্যানিটেশন কার্যক্রমের অংশ বিশেষ টয়লেট নির্মান করা হয়েছে অস্বাস্থ্যকর ভাবে। টয়লেট নির্মানের জন্য জলাশয় থেকে নির্দ্দিষ্ট দুরত্বের¡ কথা থাকলেও এখানে কোন দুরত্ব না রেখে খালের ভিতরেই টয়লেট নির্মান করা হয়েছে। শুধু তাই নয় টয়লেটের হাউজ থেকে পাইপ লাগানো আছে খালের সাথে। এই পাইপ দিয়ে মল-মুত্র খালের পানিতে পড়ছে এবং দুগন্ধ সহ রোগ জিবানু ছড়াচ্ছে। টয়লেটের গায়ে ওয়ার্ল্ড ভিশনের একটা সাইন বোড আছে যাতে লেখা আছে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বাবহার করুন। উক্ত খালের পাশ দিয়ে হাজার হাজার মানুষের বসতি আছে। তাছাড়া লাউতলীর খালটি বাগমারী, বিজয়নগর, সাতহালীয়া সহ কুলতলী গ্রামের উপর দিয়ে বহমান হওয়ায় খালটির পানির প্রয়োজন সকলের। কিছু মানুষ পানি দূষন করায় অত্র এলাকার মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলে জানা গেছে। মাত্র কয়েক জনের অসাধু স্বার্থে খালের ভিতরের প্রত্যেকটি টয়লেটের হাউজ খালের সাথে যুক্ত করায় পরিবেশ দূষন করছে তারা। অত্র এলাকার সাধারন মানুষ এই লোক গুলোকে বার বার বলা সত্তেও তারা কর্ণপাত করছেন না। কোন দিশাকুল না পেয়ে সাংবাদিকদের স্মরনাপর্ন হয়েছেন তারা। সরেজমিন গিয়ে দেখা যায় বিজয়নগর গ্রামের প্রায় প্রত্যেকটি বাড়ীর জন্য ওয়ার্ল্ড ভিশন কতৃক লাউতলীর খালের ভিতরে একটি করে সু-দৃশ্য টয়লেট নির্মান করা হয়েছে কিন্তু টয়লেটের হাউজ গুলোর পাইপ যুক্ত করা আছে খালের সাথে। স্থানীয় মৃত হাকিম গাজীর ছেলে আমজাদ আলী গাজী, মৃত দিন আলী গাইনের ছেলে আনছার আলী গাইন সহ অসংখ্য পরিবারের টয়লেট খালের একবারেই পাড়ে নির্মান করা হয়েছে সাথে হাউজ থেকে পাইপ লাইন করা হয়েছে খালের সাথে। এমতাবস্থায় এলাকার সচেতন মহল সংশ্লিষ্ট কর্মকর্তার জরুরী হস্তক্ষেপ সহ অত্র এলাকায় অস্বাস্থ্যকর টয়লেট ও হাউজ গুলো উচ্ছেদের জোর দাবী জানীয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা সরকারি বিবিএমপি হাইস্কুলের শতবর্ষ উদযাপন কমিটি গঠন

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সদ্য সরকারীকৃত বিবিএমপি হাইস্কুলের শতবর্ষ উদযাপনের লক্ষ্যে কমিটি গঠন সহ বিভিন্ন উপ-কমিটি গঠন করার লক্ষ্যে ঈদের পরের দিন রবিবার সকাল ১১ টায় স্কুল মিলনায়তনে আহবায়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক ডাঃ আব্দুল লতিফ। সভায় অন্যান্যের মধ্যে কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, আনোয়ারুল হক, সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সাবেক শিক্ষক মোজাম্মেল হোসেন, সাবেক শিক্ষক আব্দুল হামিদ, মাহমুদুল হক লাভলু, আব্দুল হামিদ, প্রচার কমিটির আহবায়ক আর.কে.বাপ্পা, শিক্ষক সিদ্দিক আহমেদ মিঠু, শিক্ষক গৌর চন্দ্র পাল, সাখাওয়াত হোসেন, হারুন-অর রশিদ, সাংবাদিক কে.এম রেজাউল করিম প্রমুখ। সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহনের বিভিন্ন উপ-কমিটি গঠন ও আহবায়ক কমিটি বিলুপ্ত করে পূর্নাঙ্গ কমিটি করা হয়। সভায় সকলের সম্মতিক্রমে বিশিষ্ট ব্যাংকার সমাজসেবক কাজী আব্দুল মজিদকে সভাপতি, ডাঃ আব্দুল লতিফকে সিনিয়র সহ-সভাপতি, প্রধান শিক্ষক মদন মোহন পালকে সহ-সভাপতি, আনোয়ারুল হককে সাধারন সম্পাদক করে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয় এবং বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। আগামী ২১ জুলাই নতুন কমিটির সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। স্কুলের এই শতবর্ষ অনুষ্ঠানকে সফল করতে নতুন কমিটির সভাপতি কাজী আব্দুল মজিদ কমিটির সদস্যদের পাশাপাশি স্কুলের সকল প্রাক্তন শিক্ষার্থী ও সকলের সহযোগীতা কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest