সর্বশেষ সংবাদ-
দেবহাটায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধনসাতক্ষীরায় জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসাতক্ষীরার মিঠু খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপিকালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধন

চীনা পণ্যে ২৫ ভাগ শুল্ক বসালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মেধাস্বত্ত্ব চুরির অভিযোগ তুলে চীনা পণ্যের উপর ২৫ শতাংশ অর্থাৎ প্রায় ৫০ বিলিয়ন ডলার শুল্কারোপ করলো যুক্তরাষ্ট্র।

আগামী ৬ জুলাই থেকে শুল্কারোপ কার্যকর করা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। নতুন এই মার্কিন সিদ্ধান্তের কারণে চীনের আটশোরও বেশি প্রযুক্তিনির্ভর পণ্যের উপর এর প্রভাব পড়বে।

যুক্তরাষ্ট্রের এই শুল্কারোপের কারণে চীন কোনো পাল্টা ব্যবস্থা নিলে নতুন করে আরো পণ্যের উপর ১৬ বিলিয়ন ডলার শুল্কারোপের কথাও জানিয়েছে হোয়াইট হাউজ।

যদিও এরই মধ্যে চীন সমপরিমাণ পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। আর এতে করে বাণিজ্য যুদ্ধের আশংকা বাড়ছে।

ওয়াশিংটন চায়, আমেরিকার পণ্যের ডিজাইন ও ধারণার অনুকরণে পণ্য উৎপাদনের চর্চা বন্ধ করুক বেইজিং।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার জার্মানিকে সামনে পেলে প্রতিশোধ নেব : নেইমার

খেলার খবর: বিশ্বকাপের ২১তম আসরে জার্মানিকে প্রতিপক্ষ হিসেবে পেলে আগাম প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন ব্রাজিলের অধিনায়ক নেইমার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

গত ফুটবল বিশ্বকাপে নিজেদের মাঠে জার্মানির কাছে ৭-১ গোলে হেরেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

নেইমার বলেন, বেলো হরিজন্তের সেই হার আমরা এখনো ভুলতে পারিনি। আমাদের দেশের ফুটবলে লজ্জার একটি দিন। সেই কালো দিন মুছতে ফেলতে আমরা প্রস্তুত। যদি এবার জার্মানিকে সামনে পেয়ে যাই, তাদের সাথে ওই হারের হিসাব-নিকাশ চুকিয়ে ফেলবো। আমি একবার তাদের বিপক্ষে খেলতে চাই। এবার হলে খুব ভালো হবে এবং ফল অন্য রকম হবে।

চোটের কারণে গত বিশ্বকাপে জার্মানির বিপক্ষে সেমিফাইনালের লড়াইয়ে খেলতে পারেননি তিনি। তবে ওই ম্যাচে তার উপস্থিতি থাকলে ব্রাজিলকে এমন হার বরণ করতে হতো না বলে জানান নেইমার। সে দিন আমি মাঠে থাকলে এমন হার ব্রাজিলকে বরণ করতে হতো না। ফলাফল অন্য রকম হত।

এবারের দলকে নিয়ে আশাবাদ ব্যক্ত করতে গিয়ে নেইমার বলেন, আগের চেয়ে এবার আমাদের দল অনেক বেশি শক্তিশালী। আমরা এবার ভালো ফল করবো। সেই লক্ষ্য নিয়েই রাশিয়ায় এসেছি। আমরা দল হিসেবে খেলবে সাফল্য পেতে মরিয়া হয়ে আছি।

এর আগে ২০০২ সালে পঞ্চম ও শেষবারের মতো সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। ষষ্ঠবারের মত বিশ্বকাপ জয়ের জন্য রাশিয়ার সোচিতে বেসক্যাম্প করেছে তারা।

এবারের রাশিয়া বিশ্বকাপে ‘ই’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়া। ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল।

উল্লেখ্য, ব্রাজিলের ফুটবল কালো দাগ ২০১৪ সালের ৮ জুলাই। গত বিশ্বকাপে বেলো হরিজন্তে অনুষ্ঠিত সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ হারের লজ্জা বরণ করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোমাঞ্চকর ম্যাচে রোনাল্ডোর হ্যাট্রিক; স্পেন-পর্তুগাল ৩-৩

খেলার খবর: ক্রিস্তিয়ানো রোনালদোর দুই গোলের জবাবে দুই গোল করলেন দিয়েগো কস্তাও। স্পেনকে প্রথমবারের মতো এগিয়ে নিলেন নাচো ফের্নান্দেস। কিন্তু শেষে আবার রোনালদো জাদু। দুর্দান্ত ফ্রি-কিকে সমতা ফেরালেন পর্তুগিজ অধিনায়ক।

রাশিয়া বিশ্বকাপের ‘বি’ গ্রুপে আইবেরিয়ান উপদ্বীপের দুই দেশের রোমাঞ্চকর লড়াইটি শেষ হয়েছে ৩-৩ গোলের সমতায়।

ম্যাচের চতুর্থ মিনিটে স্পট কিকে বল জালে পাঠান রোনালদো।

ডি-বক্সের ঠিক ভেতরে রিয়াল মাদ্রিদ সতীর্থ নাচো ফের্নান্দেস রোনালদোকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ডান দিক দিয়ে জোরালো শটে জাল খুঁজে নেন পর্তুগিজ অধিনায়ক।

দেশের পক্ষে প্রথম খেলোয়াড় হিসেবে চার বিশ্বকাপে গোল করলেন পর্তুগাল অধিনায়ক।

স্পেনের বিপক্ষে এই ম্যাচের আগে ৩৪০ মিনিটে খেলে একটি গোলও করতে পারেননি রোনালদো।

২৪তম মিনিটে প্রতি আক্রমণ থেকে চমৎকার গোলে দলকে সমতায় ফেরান দিয়েগো কস্তা। বল পেয়ে এগিয়ে যান ব্রাজিলে জন্ম নেওয়া স্পেনের এই ফরোয়ার্ড। পায়ের কারিকুরিতে দুই ডিফেন্ডারের চ্যালেঞ্জ এড়িয়ে ঠাণ্ডা মাথায় গড়ানো শটে বল জালে পাঠান কস্তা।

ভিএআর প্রযুক্তির সহায়তা নিয়েছিলেন রেফারি। বল রিসিভ করার আগে পেপেকে ফেলে দিয়েছিলেন কস্তা। তবে সেটি ফাউল না হওয়ায় গোল বাতিল হয়নি।

২৭তম মিনিটে দলকে প্রায় এগিয়েই নিচ্ছিলেন ইসকো। তার শট ফেরানোর কোনো সুযোগই ছিল না গোলরক্ষক রুই পাত্রিসিওর। কিন্তু বল ক্রসবারের নিচের দিকে লেগে গোললাইনে পড়ে মাঠে ফিরে।

৪৪তম মিনিটে পর্তুগালকে আবার এগিয়ে নিলেন রোনালদো। পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের এই গোল যেন স্প্যানিশ গোলরক্ষক দাভিদ দে হেয়ার উপহার। ডি-বক্সের বাইরে থেকে নিচু শট তার গ্লাভস ফস্কে জালে জড়ায়।

পিছিয়ে পড়া স্পেনকে ৫৪তম মিনিটে আবার সমতায় ফেরান কস্তা। তার এই গোলে অবশ্য বড় অবদান আছে সের্হিও বুসকেতসের। দাভিদ সিলভার ক্রসে বাইলাইন থেকে হেডে বার্সেলোনা মিডফিল্ডার খুঁজে নেন কস্তাকে। গোলের অমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করেননি আতলেতিকো মাদ্রিদ মিডফিল্ডার।

ম্যাচের শুরুতেই রোনালদোকে ডি-বক্সে ফাউল করে যেন খলনায়ক হয়ে গেছিলেন নাচো। সেই ভুল ৫৮তম মিনিটে শোধ করে দলকে এগিয়ে নেন এই ডিফেন্ডার। ডি-বক্সের বাইরে থেকে তার কোনাকুনি শট পোস্টের ভেতর দিকে লেগে জড়ায় জালে।

৮৭তম মিনিটে চমৎকার এক ফ্রি-কিক গোলে দলকে সমতায় ফেরান রোনালদো। ডান পায়ের নিখুঁত শটে বল ক্রসবার ঘেঁষে পৌঁছায় জালে। ফেরানোর চেষ্টাই করতে পারেননি দে হেয়া। বিশ্বকাপে রোনালদোর এটাই প্রথম হ্যাটট্রিক। ফুটবলের সবচেয়ে বড় আসরে স্পেনের বিপেক্ষে কোনো খেলোয়াড়েরও এটা প্রথম হ্যাটট্রিক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেষ মুহূর্তের গোলে কপাল পুড়ল মিসরের

খেলার খবর: ম্যাচের নির্ধারিত সময়ের এক মিনিট খেলা বাকি তখন, মিসর সমর্থকরা প্রস্তুতি নিচ্ছিলেন উচ্ছ্বাস করার। শক্তিশালী উরুগুয়েকে রুখে দিতে যাচ্ছে তাদের দল। না, তাদের সে আনন্দ উদযাপনের প্রস্তুতি মাটি হয়ে যায়। শেষ মুহূর্তের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে। পুরো ম্যাচে ভালো খেলেও কপাল পুড়ে মিসরের।

২৮ বছর পর বিশ্বকাপের মূল মঞ্চে খেলতে এসে অবশ্য ভালোই খেলেছে মিসর। আসরে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে ঠিক, কিন্তু শক্তিশালী উরুগুয়ের সঙ্গে অনেকটা সমানতালে লড়েছে তারা।

ম্যাচের ৮৯ মিনিটে দার্রুণ একটি গোল করে উরুগুয়ে শেষ মুহূর্তে জয় ছিনিয়ে নেয়। প্রথম বিশ্বকাপের চ্যাম্পিয়নদের এদিনের জয়ের নায়ক হোসে মারিয়া গিমেনেজ।

অবশ্য চোটের কারণে মিসরের সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহ খেলতে পারনেনি। কিন্তু তাঁর সতীর্থরা মোটেও বুঝতে দেয়নি তা।

রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গে অনুষ্ঠিত এই ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলেছে। কেউ কাউকে একবিন্দু ছাড় দেয়নি।

তবে ম্যাচের ২৩ মিনিটে উরুগুয়ে দারুণ একটি সুযোগ হাতছাড়া করে। দলটির তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ একেবারে পোস্টের সামনে বল পেয়েও জালে জড়াতে পারেননি। বল বাইরে পাঠিয়ে দেন।

দু’একটি সুযোগ পেয়েছিল মিসরও। কিন্তু কাজে লাগাতে পারেনি। অবশ্য ম্যাচের একাবের শেষ মুহূর্তে গোল পেয়ে শেষ পর্যন্ত তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সুয়ারেজের দল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঈদের দিন বৃষ্টি হতে পারে

দেশের খবর: ঈদের দিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে।
আবহাওয়াবিদ আরিফ হোসেন জানান, খুলনা বিভাগসহ রাজশাহী, টাঙ্গাইল, মাদারীপুর, ফরিদপুর, রাজশাহী ও পাবনা অঞ্চলের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আগামীকালও অব্যাহত থাকতে পারে এবং তা পার্শ্ববর্তী এলাকায় বিস্তার লাভ করতে পারে। তিনি আরও জানান, প্রবল মৌসুমী বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে শুক্রবার দুপুর থেকে শনিবার বেলা ১১টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও দমকা অথবা ঝড়ো হাওয়াসহ ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে শনিবার বেলা ১১টা পর্যন্ত ৩ নম্বর এবং নদী বন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
পরবর্তী ৭২ ঘণ্টায় অর্থাৎ আগামী ৩ দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশে ওপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম এর ইফতার ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: অফুরন্ত আলোর ঝর্ণাধারায় উৎসারিত জ্ঞানার্জনের তীর্থভূমি বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতক্ষীরায় অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সাতক্ষীরা শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ঢাকা বিশ্ববিদ্যলয়ের সাবেক শিক্ষার্থী, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যলয়ের সাবেক শিক্ষার্থী সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ ইফতেখার হোসেন, সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুল ইসলাম, সাউথ-বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক সাতক্ষীরার ব্যবস্থাপক মো. মো. সাহিদুর রহমান, বাগেরহাটের যুগ্ম-জেলা জজ মো. শাহিনুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বলাই চন্দ্র ঘোষ, সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক কাজী আসাদুল ইসলাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ড. আসাদুল ইসালাম, বিএল কলেজ এর সহকারী অধ্যাপক মো. আবু তালেক, সাতক্ষীরার উপ-কর কমিশনার মো. শামসুজ্জামান, সাউথইস্ট ব্যাংক সাতক্ষীরার ব্যবস্থাপক আব্দুল হাই, কেবিএ কলেজের সহকারী অধ্যাপক মো. আকবর হোসেন সরদার, সাতক্ষীরা সরকারি কলেজ এর প্রভাষক মো. আবুল কালাম আজাদ, প্রভাষক মো. মাহফুজুর রহমান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা, সাতক্ষীরার সহকারী পরিচালক আনিসুজ্জামান, সল্যুশন ফোর্স লিমিটেডের চেয়ারম্যান কামরুজ্জামান সোহাগ, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মারুফ বিল্লাহ, এশিয়ান টিভির সিনিয়র নিউজ এডিটর বাবুল আকতার, ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. ওহিদুজ্জামান, সাতক্ষীরা সহকারী জেলা শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার, সোনালী ব্যাংক ঝাউডাঙ্গা শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দীন, সহকারী অধ্যাপক মো. মনিরুজ্জামান (মন্ময় মনির), জনতা ব্যাংক কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার মো. কামরুজ্জামানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে দীর্ঘদিন পরে একই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা আবারো মিলিত হয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়ে। সকলের অংশগ্রহণে একসময় পুরো অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিণত হয়। সবার মাঝে ছিলো প্রাণের ছোঁয়া, ছিলো অনেক স্মৃতি মাখা অতীতের গল্প।
ইফতার অনুষ্ঠান শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম, সাতক্ষীরার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে গঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মো. ইফতেখার হোসেন। কমিটির সদস্যবৃন্দ হলেন, আহ্বায়ক প্রফেসর আব্দুল হামিদ, যুগ্ম আহ্বায়ক- অলোক কুমার তরফদার, মো. আকবর হোসেন সরদার ও কাজী আসাদুল ইসলাম, সদস্য সচিব হাফিজুর রহমান মাসুম। কমিটির বাকি সদস্যদের নাম পরবর্তীতে ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে ইরানের নাটকীয় জয়

আরও একটি উত্তেজনাকর ম্যাচ দেখলো বিশ্ব। ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে শেষ মুহূর্তের গোলে মরক্কোর বিপক্ষে ১-০ ব্যবধানের নাটকীয় জয় পেয়েছে ইরান। মরক্কোর হারের দুঃখটা বেশি করে পুড়াচ্ছে গোলটি আত্মঘাতী হয়েছে বলে।

নির্ধারিত সময় শেষ হওয়ার পর ৬ মিনিটের ইনজুরি টাইম চলছিল তখন। রাশিয়া বিশ্বকাপ প্রথম গোলহীন ম্যাচের দিকেই এগোচ্ছিল, কিন্তু মরক্কোর স্ট্রাইকার আজিজ বাহাদৌজ হেড করে নিজেদের জালে বল জড়িয়ে দিলে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইরান। এহসান হাজসাফির নেওয়া ফ্রি কিক ‘ক্লিয়ার’ করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন আজিজ বাহাদৌজ।

এশিয়া অঞ্চলের বাছাইয়ে দাপট দেখিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে ইরান। গত আসরের মূল পর্বেও ছিল এশিয়ার দেশটি। গ্রুপ পর্বে আর্জেন্টিনার মতো দলের ঘাম ঝরিয়ে ছেড়েছিল তারা। মরক্কোর বিপক্ষে তাই তারাই এগিয়ে ছিল। শুরুর বাঁশি বাজার পর থেকে সেটার প্রমাণই পাওয়া গেছে ইরানের পারফরম্যান্সে। মরক্কোর রক্ষণে আক্রমণের ঢেউ তুললেও ফিনিশারের অভাবে গোলের দেখা পায়নি এশিয়ার দেশটি।

প্রথমার্ধে সবচেয়ে ভালো সুযোগটি পেয়েছিল ইরান ৪৩তম মিনিটে। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে মরক্কোর গোলরক্ষক মুনির মোহামেদির বীরত্বে সুযোগটা কাজে লাগাতে পারেনি। আলিরেজা জাহানবকশ ওয়ান টু ওয়ানেও পারেননি বল জালে জড়াতে। মুনিরের পায়ে লেগে ফিরে আসা বল ইরানের আরেক খেলোয়াড় গোলমুখে শট করলেও এবার ‘ফিস্ট’ করে প্রতিহত করেন মরক্কান গোলররক্ষক। দ্বিতীয়ার্ধেও কয়েকটি ভালো সুযোগ নষ্ট করেছে ইরান।

রক্ষণ ঠিক রেখে মরক্কোও আক্রমণে উঠেছে। কিন্তু ইরানের মতো তাদেরও ছিল ফিনিশারের অভাব। ডি বক্সের সামনে এসে খেই হারিয়ে ফেলেছে আফ্রিকার দেশটির ফরোয়ার্ডরা। মিডফিল্ডার হাকিম জেক বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও আলোর মুখ দেখেননি।

জেনিট সেন্ট পিটার্সবার্গের ৯০ মিনিট থাকে তাই গোলশূন্যভাবে। ফাউল ও চোটের কারণে মাঠে অনেকটা সময় খেলা বন্ধ থাকায় ইনজুরি টাইম দেওয়া হয় ৬ মিনিট। ওই সময়ের পঞ্চম মিনিটেই ইরান জয়ের উল্লাসে মাতে মরক্কোর আত্মাঘাতী গোলে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাধবকাটিতে দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

জি.এম আবুল হোসাইন : সদর উপজেলার মাধবকাটিতে অসহায় ও দুস্থ মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার প্রত্যয়ে সার্চ মানবাধিকার সোসাইটির উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে মাধবকাটি বাজারের ফুটবল মাঠ সংলগ্ন সংগঠনের কার্যালয়ে এ ঈদ বস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মাধবকাটি বাজার কমিটির সাবেক সভাপতি ডা. শ্যামল কুমার, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আনোয়ার হোসেন, ডেইলি সাতক্ষীরার সাংবাদিক মাষ্টার মফিজুর রহমান, সার্চ মানবাধিকার সোসাইটি সদর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম শহীদ, সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল পারভেজ, যুগ্ন সম্পাদক মো. ইমরান হোসেন, আইন বিষয়ক সম্পাদক এসএম ইব্রাহীম খলিল সাজু প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest