সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় মাদক এবং মাদক বিক্রির অবৈধ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতারতালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনারদেবহাটায় সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়াসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাতালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছায় উদ্ধারসাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সভাসাতক্ষীরায় লিগ্যাল এইড কার্যক্রম বিষয়ে জনসচেতনতামূলক মতবিনিময়

আজ বিশ্বকাপে যারা খেলবেন!

খেলার খবর: রাশিয়ায় চলছে ফুটবল যুদ্ধ। চলছে বিশ্বকাপ ২০১৮ এর উন্মাদনা। আজ বিশ্বকাপ আয়োজনে রয়েছে তিনটি খেলা। কখন কোন চ্যানেলে দেখাবে খেলাগুলো জেনে নিই:-

ফিফা বিশ্বকাপ ২০১৮

পর্তুগাল ও মরক্কো

সরাসরি, বিটিভি, মাছরাঙা, নাগরিক

ও সনি টেন-২, সন্ধ্যা ৬টা

উরুগুয়ে ও সৌদি আরব

সরাসরি, বিটিভি, মাছরাঙা, নাগরিক

ও সনি টেন-২, রাত ৯টা

স্পেন ও ইরান

সরাসরি, বিটিভি, মাছরাঙা

নাগরিক ও সনি টেন-২, রাত ১২টা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্ব রেকর্ডের পর অজিদের বিপক্ষে বড় জয় ইংল্যান্ডের

খেলার খবর: ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ২৪২ রানের বড় ব্যবধানে হেরে ৫ ম্যাচে ইতোমধ্যে ৩-০তে সিরিজই খুইয়েছে অস্ট্রেলিয়া। এর আগে ৪৮১ রানের বিশ্ব রেকর্ড গড়ে ইংল্যান্ড। ২৩৯ রানে শেষ হয় অজিদের ইনিংস।

ট্রেন্ট ব্রিজে জনি বেয়ারস্টো ও অ্যালেক্স হেলসের ঝড়ো সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ওভার শেষে এই বিশ্বরেকর্ড গড়ে ইংলিশরা।এই আগের বিশ্ব রেকর্ডটিও ছিল এই ইয়ন মরগানদের দখলে।
২০১৬ সালের ৩০ আগস্ট নটিংহ্যামশায়ারের এই ট্রেন্ট ব্রিজেই পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেট হারিয়ে ৪৪৪ রান করেছিল তারা ।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনার জেসন রয় ও বেয়ারস্টোর উদ্বোধনী জুটিতে তারা ১৯.৩ ওভারে ১৫৯ রান যোগ করেন তারা। তবে রয় ৬১ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ৮২ করে রান আউট হন। এরপর হেলসের সঙ্গে আরও ১৫১ রানের জুটি গড়েন বেয়ারস্টো। তিনি ৯২ বলে ১৫টি চার ও ৫টি ছক্কায় ১৩৯ রানে সাজঘরে ফেরেন। ৯২ বল খেলা হেলস ১৬টি চার ও ৫টি ছক্কায় ১৪৭ করেন। এরপর অধিনায়ক মরগান ৩০ বলে ৩টি চার ও ৬টি ছক্কায় দ্রুত ৬৭ রান তুলে দলের স্কোর রেকর্ডের দিকে নিয়ে যান।

৪৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারহীন ভঙ্গুর অস্ট্রেলিয়া সম্মানজনক স্কোরও গড়তে পারেনি। ২৭ ওভারে তারা ইংলিশ বোলারদের তোপে ২৩৯ রানে গুটিয়ে যায়। ওপেনার ট্রাভিস হেড (৫১) ছাড়া আর কেউই হাফসেঞ্চুরি করতে পারেননি। ইংলিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট পান

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বল টেম্পারিংয়ের দায়ে চান্দিমাল নিষিদ্ধ, আতঙ্কে হাথুরুও

খেলার খবর: বল টেম্পারিংয়ের দায়ে শ্রীলঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমালকে এক টেস্টের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টে খেলতে পারবেন না তিনি। পাশাপাশি ম্যাচ ফির পুরোটাই জরিমানা করা হয়েছে এই ব্যাটসম্যানকে।

সেন্ট লুসিয়া টেস্টের পর আনুষ্ঠানিক শুনানিতে দোষী সাব্যস্ত হওয়ায় চান্দিমালকে এই শাস্তি দেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ। এই শাস্তির বিরোধিতা করে প্রায় দুই ঘণ্টা মাঠে নামেনি শ্রীলঙ্কা। যাকে অখেলোয়াড়ি আচরণ বলেছে আইসিসি। এজন্য লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও ম্যানেজার আসাঙ্কা গুরুসিনহাও শাস্তি পেতে পারেন। পরবর্তী দুই থেকে চারটি টেস্টে নিষিদ্ধ করা হতে পারে তাদের। সেসময় অধিনায়ক চান্দিমালের শাস্তি আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, সেন্ট লুসিয়া টেস্টের তৃতীয় দিনে খেলা শুরু হতে প্রায় দুই ঘণ্টা দেরি হয়। বল বদলানো নিয়ে সৃষ্ট বিতর্কের জেরেই এই বিলম্ব। বল বিকৃত হয়েছে দেখে আম্পায়াররা তৃতীয় দিনের শুরুতে সেটি বদলানোর সিদ্ধান্ত নেন। হাথুরুসিংহের শ্রীলঙ্কা প্রতিবাদে মাঠে নামতে অস্বীকৃতি জানায়।

রেফারি জাভাগাল শ্রীনাথ লঙ্কানদের বোঝানোর দায়িত্ব নেন। মাঠে ফেরে শ্রীলঙ্কা। তখন সফরকারীদের ৫ রান জরিমানা করা হয়। প্রতিবাদে আবার মাঠ ছাড়ে শ্রীলঙ্কা দল। পরে ফিরলে খেলা চলেছে যথানিয়মেই।

শ্রীলঙ্কার অভিযোগ, বলের অবস্থা দ্বিতীয় দিনের খেলা শেষেই পরীক্ষা করে দেখেছিলেন আম্পায়াররা। তখন কোনো বিকৃতির কথা বলেননি। পরে আবার কেন সেটা করা হল?

ম্যাচে মাঠের দায়িত্বে ছিলেন দুই আম্পায়ার আলিম দার ও ইয়ান গৌল্ড, তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটেলবরো।

পরে বিতর্কে নেয় নতুন মোড়। যাতে দিনেশ চান্দিমালের দিকে বল টেম্পারিংয়ের অভিযোগ ওঠে। ম্যাচ শেষে আনুষ্ঠানিক শুনানির কথা জানায় আইসিসি। লঙ্কান অধিনায়ক অবশ্য অভিযোগ অস্বীকার করেছিলেন।

ইএসপিএন-ক্রিকইনফো লেখে, টেস্টের দ্বিতীয়দিনের শেষ সেশনে লঙ্কানদের বল ব্যবহারের পদ্ধতিতে প্রথম সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। তিন আম্পায়ার সম্প্রচারকদের কাছে ভিডিও ফুটেজ চেয়ে নেন। তৃতীয়দিন সকালে সেই ফুটেজ দেখেন।

চান্দিমাল পকেট থেকে একটা কিছু বের করে মুখে নিয়েছিলেন বলে স্বীকার করেন। তবে দাবি করেন, সেই বস্তুটি কি ছিল, তা মনে করতে পারছেন না। লঙ্কান অধিনায়কের এই ভাষ্য বিশ্বাসযোগ্য মনে হয়নি ম্যাচ রেফারির কাছে। আচরণবিধির এই ধারার সর্বোচ্চ শাস্তিই দেওয়া হয় তাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাশিয়ায় সেই মেসিকে গ্রেফতারের গুজব!

ভিন্ন স্বাদের খবর: মেসিকে গ্রেফতার করেছে পুলিশ। আর্জেন্টিনা ভক্তদের চমকে উঠার মতো খবর। তবে আপাতত চিন্তার কিছু নেই। কারণ এই মেসি আর্জেন্টিনার মেসি নন। তিনি হলেন ইরানের রেজা পারাসতেশ। মেসির লুক এ লাইক। গেল কয়েক মাসে রেজা পারাসতেশ ইরানে রীতিমতো মহাতারকা হয়ে উঠেছেন।

এবারই প্রথম নয়। এর আগে ইরানের মেসি রেজাকে গেল বছর একবার পুলিশ স্টেশনে কাটিয়ে আসতে হয়েছে। তার গাড়িও জব্দ করা হয়েছিল। কারণ, হামাদান শহরের পথের মাঝে তাকে নিয়ে ভক্তরা এমন হই চই করতে থাকেন যে রাস্তাই বন্ধ হয়ে যায়। সবাই তার সাথে সেলফি তুলতে চান।

লিওনেল মেসির সাথে তার চেহারা-অবয়বের প্রচুর মিল। বিশ্বকাপের সময়তো আরও বেশি উচ্চতায় উঠে গেছেন রেজা। মেসির লুক এ লাইক হওয়ায় হয়রানিও কম হয়নি। খবর বেরোয় ইরানিয়ান মেসি নাকি রাশিয়ান পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। এমন খবর দ্রুত ছড়িয়ে পড়লে রেজা নিজেই সংবাদটা উড়িয়ে দেন।

মেসির আদলের কারণে ওখানে তার প্রচুর ফলোয়ার। আর্জেন্টাইন অধিনায়কের সাথে মিলের কারণে খ্যাতির বিড়ম্বনার কথা স্বীকার করে পোস্ট দিয়েছেন। ওখানে সামনে পেছনে পুলিশের সাথে হেঁটে যেতেও দেখা যাচ্ছে তাকে।

চলমান বিশ্বকাপে রাশিয়ায় হঠাৎ খবর, পথ থেকে রাশিয়ার পুলিশ মেসির মতো দেখতে রেজাকে গ্রেফতার করেছে। রেজা এখন মস্কোতে। তার দেশ খেলছে। কিন্তু তাকে নিয়ে আরও বেশি আগ্রহ দেখাচ্ছে আর্জেন্টাইন সমর্থকরা। মস্কোতে তাকে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয়েছে বলে জানা যায়।

কিন্তু নিজের ইনস্টাগ্রামে সব পরিষ্কার করেছেন ইরানিয়ান মেসি, ইরানে গুজবটা ছড়িয়ে পড়েছে যে মস্কোতে জনগণের ভোগান্তির কারণ হওয়ায় আমাকে গ্রেফতার করা হয়েছে। এটা সত্যি না। আসলে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ফ্যানরা আমার সাথে সেলফি তুলতে থাকেন। তাতে ট্র্যাফিক জ্যাম হয়ে যায়। এটা দেখে মস্কো পুলিশ আমাকে খুব বিনীতভাবেই এসকর্ট করে ক্রেমলিন ওয়ালের দিকে নিয়ে যান। আমাদের মধ্যে চমৎকার আলাপ হয়। তারাও আমার সাথে সেলফি তুলেছেন এবং অটোগ্রাফ নিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিশরকে হারিয়ে প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে রাশিয়া

খেলার খবর: আগের ম্যাচে ৫-০ গোলে সৌদি আরবকে উড়িয়ে দেওয়া রাশিয়া দ্বিতীয় ম্যাচে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিল। তবে বিরতির পর দারুণ পারফরম্যান্স করে মিশরকে ৩-১ গোলে হারাল তারা। এতে ‘এ’ গ্রুপ থেকে বিশ্বকাপের শেষ ষোলো প্রায় নিশ্চিত করে ফেলল স্বাগতিকরা।

বিশ্বকাপে ফিট মোহাম্মদ সালাহ। তার একাদশে আসার খবরে বেশ নড়েচড়ে বসেছিল মিশর। প্রথমার্ধে গোলমুখে তাদের বেশ কয়েকটি চেষ্টা নজর কেড়েছিল। শুরুর ৪৫ মিনিট ম্যাচ ছিল তাদের হাতে। যদিও গোলের দেখা পায়নি কোনও দল।

কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে যায় পুরো ম্যাচের চিত্র। ৪৭ মিনিটে জবনিনের দুর্বল শট ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল জড়ান আহমেদ ফাথি। আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়া রাশিয়াকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।

মাত্র ৪ মিনিটের ব্যবধানে দুটি গোল করে সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামকে উল্লসে মাতায় স্বাগতিকরা। বক্সের ডানপ্রান্ত থেকে ফের্নান্দেসের কাট ব্যাক থেকে বল পেয়ে চেরিশেভ দ্বিগুণ করেন ব্যবধান। সৌদি আরবের বিপক্ষে জোড়া গোল করা এই রুশ ফরোয়ার্ড টানা দ্বিতীয় ম্যাচে গোল করেন ৫৯ মিনিটে।

এই গোলের রেশ কাটতে না কাটতেই আরেকবার লক্ষ্যভেদ করে রাশিয়া। ৬২ মিনিটে জিউবা টুর্নামেন্টে তার দ্বিতীয় গোল করেন। কুতেপোভের পাস মিশরীয় ডিফেন্ডার ঠেকালেও বল রাখতে পারেননি। জিউবা দ্রুত গতিতে মিশরের জালে বল জড়ান।

৭৩ মিনিটে একটি গোল শোধ করে মিশর। প্রতিপক্ষের ডিবক্সের মাথায় ফাউলের শিকার হন সালাহ। রেফারি ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত নেন। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি সালাহ। কিন্তু শেষ ১৭ মিনিটে ম্যাচের ভাগ্য বদলাতে পারেননি মিশরের এই ‘মহাতারকা’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গালিগালাজ স্বাস্থের জন্য ভালো- দাবি গবেষকদের

ভিন্ন স্বাদের খবর: স্কুল থেকে কলেজ… আর কলেজ পেরিয়ে কর্মক্ষেত্রে এমন অনেক মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয় যাদের মুখের ভাষা খুব খারাপ। কথায় কথায় এর বাচ্চা, ওর বাচ্চা থেকে শুরু করে এমন অনেক কথা বলেন যা সব সময় সকলের সামনে উচ্চারণ করাও বেশ মুশকিল!

পরিবারের গুরুজনদের সামনে বা পাড়া-প্রতিবেশীদের সামনে মুখ ফসকে দু’চারটে ‘মধুর বচন’ বেরিয়ে পড়লেই কেলেঙ্কারি! এক কথায় ‘মুখ খুললেই বিপদ’! যে যাই বলুন না কেন, ইদানিং চিকিৎসকরা কিন্তু ‘কু-কথা’ বলার এই অভ্যাসকেই সুস্থ থাকার সহজ চাবিকাঠি হিসেবে ব্যাখ্যা করছেন।

একাধিক মার্কিন গবেষণা প্রমাণ মিলেছে- মানসিক চাপ, অবসাদ, মাত্রাতিরিক্ত উত্তেজনা কমানোর ক্ষেত্রে গালিগালাজ খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এই ধারণার সঙ্গে একমত ব্রিটিশ গবেষক এবং মনোবিজ্ঞানীরাও।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক ও ফলিত ভাষাতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কিরিকুস অ্যান্টনিও জানান, গালিগালাজ আসলে মন থেকে রাগ, ক্ষোভ বের করে মানসিক চাপ কাটানোর সহজ উপায়। অ্যান্টনিওর মতে, যে সব মানুষ উত্তেজিত হলেও গালিগালাজ দিতে পারেন না বা দেন না তাদের মধ্যে মানসিক অবসাদ, উচ্চ রক্তচাপ, নানা স্নায়বিক সমস্যা দেখা যায়। শুধু তাই নয়, কখনও এই সব ব্যক্তিদের মধ্যে দ্বৈত ব্যক্তিত্বের (split personality) সমস্যাও দেখা যায়। তুলনায় যারা সহজে গালাগাল দিয়ে চাপমুক্ত হন তারা অনেক বেশি সুস্থ থাকেন।

তাই মার্কিন গবেষক এবং মনোবিজ্ঞানীদের মতে, মাত্রাতিরিক্ত মানসিক চাপ, অবসাদ, ক্ষোভ কাটাতে প্রয়োজনে একান্তে গালিগালাজ দেওয়া ভালো। তবে স্থান-কাল-পাত্র সম্পর্কে অবশ্যই খেয়াল রাখা দরকার!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গোড়ালির গাঁটের ব্যথায় অনুশীলন মাঠ ছাড়লেন নেইমার

খেলার খবর: মঙ্গলবার অনুশীলনে নেমে ডান পায়ের গোড়ালির গাঁটে ব্যথা অনুভব করায় দ্রুত মাঠ ছেড়ে যান নেইমার। তবে বড় কোনো শঙ্কা উড়িয়ে দিয়ে ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার অনুশীলন করবেন দলের সেরা তারকা।

রোববার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ১০ বার ফাউলের শিকার হন নেইমার। ম্যাচের দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার খোঁড়াতে দেখা যায় পায়ের পাতার হাড় ভেঙে প্রায় তিন মাস মাঠের বাইরে থাকার পর প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামা এই ফরোয়ার্ডকে।

সোমবার অনুশীলনে না থাকলেও ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার আশ্বস্ত করেছিলেন ঠিক আছেন নেইমার। তবে মঙ্গলবার অনুশীলনে নামার ১৫ মিনিটের মধ্যে মাঠ ছাড়েন পিএসজি তারকা।

আগামী শুক্রবার ‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কোস্টা রিকার বিপক্ষে মাঠে নামবে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ ড্রয়ে বিশ্বকাপ শুরু করা ব্রাজিল। গুরুত্বপূর্ণ দ্বিতীয় ম্যাচের আগে নেইমারের চোট তাই আরও বেশি দুর্ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্রাজিল দলে।

তবে ব্রাজিলের মিডিয়া অফিসার ভিনিসিয়াস রদ্রিগেস জানান, নেইমারের এখনকার সমস্যার সঙ্গে গত ফেব্রুয়ারিতে তার অস্ত্রোপচার করানো পায়ের কোনো সম্পর্ক নেই।

“নেইমার তার ডান গোড়ালির গাঁটে কিছুটা ব্যাথা অনুভব করেছে। এ কারণে সে অনুশীলন ছেড়ে গেছে। গত ম্যাচে অনেকবার ফাউলের শিকার হওয়ায় তার গোড়ালির গাঁটে একটু ব্যথা আছে। কিন্তু আগামীকাল সে স্বাভাবিকভাবে অনুশীলন করবে।”

এত বেশি ফাউলের শিকার হওয়ার পর এক জন ফুটবলারের ব্যথা অনুভব করাটা স্বাভাবিক। এর জন্য তার কোনো ডাক্তারি পরীক্ষাও করা হয়নি বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার তাকে পুরো সময় অনুশীলন করানোর পরিকল্পনা ছিল না বলেও জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ওয়ানডেতে ৪৮১ রানের বিশ্বরেকর্ড গড়ল ইংল্যান্ড

খেলার খবর: ওয়ানডে ব্যাটিংকে গত তিন বছরে নতুন উচ্চতায় তুলে নিয়েছে ইংল্যান্ড। সেই মানদণ্ড বিবেচনায়ও ইংলিশরা এবার উপহার দিল নতুন বিস্ময়। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বোলিং নিয়ে ছেলেখেলা করে গড়ল ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় রানের নতুন রেকর্ড। ছাড়িয়ে গেল নিজেদেরই গড়া আগের রেকর্ডকে।

পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মঙ্গলবার ট্রেন্ট ব্রিজে ৫০ ওভারে ৬ উইকেটে ৪৮১ রান তুলেছে ইংল্যান্ড।

ওয়ানডে ক্রিকেট এই প্রথম দেখল সাড়ে চারশ ছাড়ানো স্কোর। ২০১৬ সালে এই ট্রেন্ট ব্রিজেই পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের ৪৪৪ রান ছিল ওয়ানডের আগের সর্বোচ্চ রানের রেকর্ড।

ইংল্যান্ডের হয়ে বিস্ফোরক সেঞ্চুরি করেছেন জনি বেয়ারস্টো ও অ্যালেক্স হেলস। ওপেনার জেসন রয় ও অধিনায়ক ওয়েন মর্গ্যানও খেলেছেন খুনে দুটি ইনিংস।

এক সময় ইংল্যান্ডের ৫০০ রান করাকেও অসম্ভব মনে হচ্ছিল না। তবে শেষ তিন ওভারে কোনো বাউন্ডারি মারতে পারেননি ইংলিশরা।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ৫০ ওভারে ৪৮১/৬(রয় ৮২, বেয়ারস্টো ১৩৯, হেলস ১৪৭, বাটলার ১১, মর্গ্যান ৬৭, মইন ১১, রুট ; স্ট্যানলেক ০/৭৪, রিচার্ডসন ৩/৯২, অ্যাগার ১/৭০, টাই ০/১০০, ম্যাক্সওয়েল ০/২১, স্টয়নিস ০/৮৫, ফিঞ্চ ০/৭, শর্ট ০/২৩)

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest